West Bengal News Live Updates: সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, ডায়মন্ড হারবারে অভিষেক

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 17 Oct 2023 12:30 AM

প্রেক্ষাপট

কলকাতা: মোটা টাকা কমিশন দিলে জাল নথি দিয়েও মিলেছে পাসপোর্ট (Passport)! ভুয়ো পাসপোর্ট-চক্রের তদন্তে নেমে এবার FIR-এ এমনই চাঞ্চল্যকর দাবি করল CBI. এভাবেই নাকি ভারতীয় পাসপোর্ট (Indian Passport) পেয়েছেন নেপালের...More

WB News LIVE Updates: বাংলায় 'পরিবর্তন' ? পুজোয় শহরে এসে বড় বার্তা অমিত শাহের

দুর্গাপুজোর উদ্বোধনে শাহ এলেন শহরে (Amit Shah in Kolkata)। সন্তোষ মিত্র স্কোয়ারে এসেই স্পষ্ট বললেন, 'আজ আমি কোনও রাজনীতির কথা বলতে আসিনি..'। কিন্তু তা কি হয় ? যে সন্তোষ মিত্র স্কোয়ারের থিম এবার 'রামমন্দির', সেখানে কোনও পরোক্ষভাবেও রাজনৈতিক কথা হবে না, এমনটা মানতে নারাজ রাজনৈতিক মহলও। তাই চব্বিশের লোকসভার আগে রাজনীতি নিয়ে কিছু বলবেন না বলেও, এশহরে 'ফের আসার' বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেখানেই মাস্টারস্ট্রোক। মূলত ফের এসে যে রাজনীতির কথা বলবেন। তা নিয়ে জানান দিয়ে গেলেন শাহ। কিন্তু এখানেই শেষ নয়, 'বাংলায়  পরিবর্তন আনবেন', মূলত ছুঁয়ে গেলেন সেকথাই। সবমিলিয়ে বাঙালির দুর্গাপুজোতেও এবার পিছু না ছাড়ল না ভোট-রাজনীতি !