West Bengal News Live Updates: সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, ডায়মন্ড হারবারে অভিষেক
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
প্রেক্ষাপট
কলকাতা: মোটা টাকা কমিশন দিলে জাল নথি দিয়েও মিলেছে পাসপোর্ট (Passport)! ভুয়ো পাসপোর্ট-চক্রের তদন্তে নেমে এবার FIR-এ এমনই চাঞ্চল্যকর দাবি করল CBI. এভাবেই নাকি ভারতীয় পাসপোর্ট (Indian Passport) পেয়েছেন নেপালের...More
দুর্গাপুজোর উদ্বোধনে শাহ এলেন শহরে (Amit Shah in Kolkata)। সন্তোষ মিত্র স্কোয়ারে এসেই স্পষ্ট বললেন, 'আজ আমি কোনও রাজনীতির কথা বলতে আসিনি..'। কিন্তু তা কি হয় ? যে সন্তোষ মিত্র স্কোয়ারের থিম এবার 'রামমন্দির', সেখানে কোনও পরোক্ষভাবেও রাজনৈতিক কথা হবে না, এমনটা মানতে নারাজ রাজনৈতিক মহলও। তাই চব্বিশের লোকসভার আগে রাজনীতি নিয়ে কিছু বলবেন না বলেও, এশহরে 'ফের আসার' বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেখানেই মাস্টারস্ট্রোক। মূলত ফের এসে যে রাজনীতির কথা বলবেন। তা নিয়ে জানান দিয়ে গেলেন শাহ। কিন্তু এখানেই শেষ নয়, 'বাংলায় পরিবর্তন আনবেন', মূলত ছুঁয়ে গেলেন সেকথাই। সবমিলিয়ে বাঙালির দুর্গাপুজোতেও এবার পিছু না ছাড়ল না ভোট-রাজনীতি !
পানীয় জলের দাবিতে পঞ্চায়েত অফিসে ঢুকে বিক্ষোভ গ্রামবাসীদের। বিক্ষোভে সামিল হয় মহিলারাও। আজ দুপুরে ঘটনাটি ঘটে বাঁকড়া দু'নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে। হাতে খালি বালতি ও পোস্টার নিয়ে গ্রামবাসীরা হুড়মুড়িয়ে পঞ্চায়েত অফিসে ঢুকে বিক্ষোভ (Agitation) দেখাতে থাকেন। মহিলারা চেয়ার ছুড়তে থাকে পঞ্চায়েত অফিসের মধ্যে।পরিস্থিতি সামাল দিতে আসে বাঁকরা তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ বাকড়ার জমাদার পাড়া সহ আশপাশ এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। প্রায় এক হাজার পরিবারের পানীয় জলের লাইন থাকলেও জলের চাপ কম থাকায় তারা দীর্ঘদিন জল পাচ্ছেন না। তারা বারবার পঞ্চায়েতের কাছে দরবার করলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। এলাকার টিউবয়েল থেকেও ভালোভাবে জল পাওয়া যাচ্ছে না। এই নিয়ে বিক্ষোভ দেখান। ক্ষোভে মহিলারা চেয়ার ছুড়তে থাকেন। তারা অবিলম্বে পরিশুদ্ধ পানীয় জলের দাবি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। কবে থেকে জল পাওয়া যাবে এ ব্যাপারে উত্তর দিতে পারেনি পঞ্চায়েত।
পুজোর (Durga Puja 2023) মরশুমে, গতকাল রাতেই কলকাতায় পা রেখেছেন কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো (Ronaldinho Gaúcho)। আজ তাঁর একাধিক কর্মসূচিত অংশগ্রহণ করার কথা ছিল। সেই মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করার পাশাপাশি ফুটবল অ্যাকাডেমিরও উদ্বোধন করলেন ব্রাজিলিয়ান মহাতারকা (Brazilian Footballer)।
পুজোর (Durga Puja 2023) মরশুমে, গতকাল রাতেই কলকাতায় পা রেখেছেন কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো (Ronaldinho Gaúcho)। আজ তাঁর একাধিক কর্মসূচিত অংশগ্রহণ করার কথা ছিল। সেই মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করার পাশাপাশি ফুটবল অ্যাকাডেমিরও উদ্বোধন করলেন ব্রাজিলিয়ান মহাতারকা (Brazilian Footballer)।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় (Ration Scam Case) ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান (Arrested Businessman Bakibur Rahman)। টানা ৩দিন, ৫৫ ঘণ্টা ধরে তল্লাশি ও ১১ ঘণ্টা জেরার পর বাকিবুর রহমানকে গ্রেফতার করে ইডি (ED)। বাকিবুর রহমানকে ১২ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আর এবার ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন,'..জড়িয়ে যাবেন ফিরহাদ।' কিন্তু কেন ? নিজেই এর বিশ্লেষণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা।
দুর্গাপুজোয় (Durga Puja 2023) মেতে উঠেছে গোটা রাজ্য। একের পর এক প্যান্ডেলে চলছে পুজোর উদ্বোধন। আর তারই মাঝে আচমকাই ছন্দপতন। খুশির আলোর রোশনাই মাঝেই ছন্দ কাটল বিস্ফোরণের আলো। শৈশবকে তাড়া করল আরও একবার 'বোমা' ! পঞ্চায়েত ভোটের তিক্ত স্মৃতি শেষ অবধি ফিরল বাংলার পুজোর আবহেই। ফের বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিষ্ফোরণে গুরুতর জখম হয়েছে নদিয়ার এক বালক। বোমাকে বল ভেবে এর আগেও একাধিকবার ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছে এরাজ্য। বোমা উদ্ধারও করা হয়েছে রাতের পর রাত জেলায় জেলায়। সূর্যের আলো ফোটার পরে, পঞ্চায়েত ভোটের মনোনয়ের পর থেকে যেভাবে প্রকাশ্যে এসেছে রক্তাক্ত দেহ, ঠিক তারই পাশাপাশি কড়া হাতে নিয়ন্ত্রণ করেছে প্রশাসন। বোমা উদ্ধারের পাশাপাশি বাজ কারখানাতেও চালিয়েছে অভিযান। কিন্তু কথা হচ্ছে, এতকিছুর পরেও ফের শৈশবের খেলার বলের জায়গায় অভিশাপ হয়ে বারবার স্থান পাচ্ছে সেই বোমাই !
যাদবপুরে (Jadavpur University) ফের র্যাগিংয়ের (Ragging) অভিযোগ। হস্টেলে নয়, এবার বিশ্ববিদ্যালয়ের যাদবপুর ও সল্টলেক ক্যাম্পাসে র্যাগিংয়ের অভিযোগ উঠল। পদক্ষেপ না করায় ইস্তফার হুঁশিয়ারি দিলেন অ্যান্টি র্যাগিং স্কোয়াডের চেয়ারম্যান। উপাচার্যকে চিঠি দিয়েছেন তিনি।
যাদবপুরে (Jadavpur University) ফের র্যাগিংয়ের (Ragging) অভিযোগ। হস্টেলে নয়, এবার বিশ্ববিদ্যালয়ের যাদবপুর ও সল্টলেক ক্যাম্পাসে র্যাগিংয়ের অভিযোগ উঠল। পদক্ষেপ না করায় ইস্তফার হুঁশিয়ারি দিলেন অ্যান্টি র্যাগিং স্কোয়াডের চেয়ারম্যান। উপাচার্যকে চিঠি দিয়েছেন তিনি।
গুজরাতে কাজ করতে গিয়ে 'গণপিটুনি', বাংলার ২ পরিযায়ী শ্রমিকের মৃত্যু। জানা গিয়েছে, রাজকোটে গয়নার দোকানে কাজ করতে গিয়ে কালনার ২ শ্রমিকের মৃত্যু হয়েছে (Death Mystery)। যদিও অন্য অভিযোগ তুলেছে পরিবার। ৪ মাসের বকেয়া মাইনে চাওয়ায় পিটিয়ে খুনের অভিযোগ এনেছে মৃতের পরিবার (Allegations of murder )। শেষ অবধি পাওয়া খবরে, বকেয়া বেতন চাওয়ায় চুরির অপবাদে গুদামে নিয়ে গিয়ে কালনার কৃষ্ণদেবপুরের রাহুল শেখ, সুমন শেখকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে।
রাজ্য়ে ভয়ঙ্কর ডেঙ্গি পরিস্থিতি।একের পর এক ডেঙ্গি আক্রান্তের মৃত্য়ু। হাসপাতালে বেডের জন্য় হাহাকার। গত সপ্তাহে স্বাস্থ্য দফতর যে পরিসংখ্যান সামনে এনেছে, সেই অনুয়াযী, শহরের তুলায় গ্রামে এবার ডেঙ্গির সংক্রমণ বেশি। গত সপ্তাহে গ্রামাঞ্চলে আক্রান্তের সংখ্যা যেখানে প্রায় ছিল ৩১ হাজার, সেখানে শহরাঞ্চলে ২০ হাজারের কাছাকাছি। গত তিন সপ্তাহে মোট আক্রান্তের ৬৪ শতাংশ গ্রামের বাসিন্দা, ৩৬ শতাংশ শহর এলাকার বাসিন্দা। উত্তর ২৪ পরগনা জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সর্বাধিক ১৩ হাজার ৭১৬ জন। ২ নম্বরে কলকাতা। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৫৪৯। তৃতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ, আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫২।
দুর্গাপুজোয় (Durga Puja 2023) মেতে উঠেছে গোটা রাজ্য। একের পর এক প্যান্ডেলে চলছে পুজোর উদ্বোধন। আর তারই মাঝে আচমকাই ছন্দপতন। খুশির আলোর রোশনাই মাঝেই ছন্দ কাটল বিস্ফোরণের আলো। শৈশবকে তাড়া করল আরও একবার 'বোমা' ! পঞ্চায়েত ভোটের তিক্ত স্মৃতি শেষ অবধি ফিরল বাংলার পুজোর আবহেই। ফের বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিষ্ফোরণে গুরুতর জখম হয়েছে নদিয়ার এক বালক।
রেশন 'দুর্নীতি'তে ধৃত বাকিবুর রহমানের ১২দিনের ইডি হেফাজতের নির্দেশ। এদিনের শুনানিতে ইডি দাবি করেছে, বাকিবুরের রাইস মিলে মিলেছে সরকারি দফতরের ১০৯টি স্ট্যাম্প। পাশাপাশি সাড়ে ৫০ কোটির বেশি টাকার রেশন দুর্নীতি হয়েছে বলেও দাবি ইডির।
পুজোর আগে হাওড়া পুরসভার (Howrah Municipality) সাফাই কর্মীদের একাংশের কর্মবিরতি। ফলে রাস্তার ধারের ভ্যাটে জমছে জঞ্জালের পাহাড়। সোমবার সকালে হাওড়ার দাশনগর এলাকার সাফাই কর্মীরা কর্মবিরতি পালন করেন। প্রায় ৩০০ সাফাই কর্মী বোড়ো অফিসে এলেও হাজিরা খাতায় সই করেননি। শনিবারের পর সোমবারেও তারা কর্মবিরতি পালন করেন। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে সাফাই কর্মীরা কাজ করলেও তাদের দৈনিক মজুরি মাত্র ১৬৪ টাকা। পুজোর আগে মাত্র ১০ টাকা বাড়ানো হয়েছে। পুজোর সময় বোনাস নেই।
মধ্য কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah in Kolkata)। শাহর সফর উপলক্ষে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারে অমিত শাহের জন্য তৈরি করা হয়েছে অভ্যর্থনা মঞ্চ। অভ্যর্থনা মঞ্চে অমিত শাহের পরিচিতি 'অনারেবল হোম মিনিস্টার অফ ভারত'। এদিন শহরে পুজো উদ্বোধনে এসে শাহ বলেন, 'বাংলা থেকে দুর্নীতি, অন্যায়, অত্যাচার দূরে যাক এই প্রার্থনা করি। সারা বিশ্বে রামমন্দিরের বার্তা এই দুর্গা পুজোর প্যান্ডেলের মাধ্যমে ছড়িয়ে যাবে।'
থিম রামমন্দির, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে অমিত শাহ। বললেন, 'আজ কোনও রাজনৈতিক কথা বলতে আসিনি। মা দুর্গার সামনে সবার সুখ-সমৃদ্ধির প্রার্থনা করব'
পুজোর (Durga Puja) মুখে নতুন করে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি (Dengue)। চলতি বছরে শহরের তুলনায় গ্রামে বেশি ডেঙ্গির সংক্রমণ। স্বাস্থ্য দফতরের রিপোর্টেই উঠে এসেছে পরিসংখ্যানের নতুন ট্রেন্ড। চিকিৎসকদের মতে, গ্রামের চরিত্র বদলে যাচ্ছে বলেই দেখা যাচ্ছে এই ছবি। এদিকে, মেয়রের দাবি, ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রাজ্যের সব সরকারি হাসপাতালের উপাধ্যক্ষর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন স্বাস্থ্যসচিব।
মুখ্যমন্ত্রীর বাড়িতে ব্রাজিলিয়ান ফুটবলার তারকা রোনাল্ডিনহো। উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীভূমি স্পোর্টিংয়ের দুর্গাপুজোতেও গিয়েছিলেন তারকা ফুটবলার।
রেশন দুর্নীতিতে টাকার অঙ্ক ৫০ কোটির বেশি, বাড়বে আরও, অনুমান ইডি-র। টাকা সরাতে ৬টি ভুয়ো কোম্পানি খুলেছিলেন মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর, মিলেছে প্রমাণ দাবি তদন্তকারী সংস্থার।
নিয়োগ-দুর্নীতি মামলায় ফের গ্রেফতার। সিবিআইয়ের হাতে গ্রেফতার পার্থ সেন। পার্থ সেন এস বসুরায় কোম্পানিতে প্রোগ্রামিংয়ের দায়িত্বে ছিলেন। ওএমআর শিট বিকৃতিকাণ্ডে অভিযুক্ত ছিলেন পার্থ সেন
বাকিবুর রহমানের বিরুদ্ধে রেশনের আটা নিয়ে কালোবাজারির প্রমাণ আগেই পেয়েছিল পুলিশ, দাবি ইডি-র। কেন্দ্রীয় এজেন্সির দাবি, ২০২০ থেকে ২০২২, এই ৩ বছরে ৩টি থানায় মামলা রুজু করে রাজ্য পুলিশ। নদিয়ার কোতয়ালি, ধুবুলিয়া, নবদ্বীপ এই ৩টি থানায় মামলা রুজু হয়েছিল বাকিবুরের বিরুদ্ধে। বাজেয়াপ্ত করা হয় প্রচুর রেশন সামগ্রী। ইডি-র দাবি, তখনই জানা যায়, রেশনের সামগ্রী, খোলা বাজারে পাচার হচ্ছে বাকিবুর রহমানের রাইস মিল থেকে। তারপরও একই জায়গায় কীভাবে রমরমিয়ে চলে রেশনের কালোবাজারি? উঠছে প্রশ্ন
কলকাতায় রাম মন্দির উদ্বোধনে অমিত শা। কলকাতার অন্যতম সেরা পুজো, সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম, অযোধ্যার রাম মন্দির। উদ্বোধনী অনুষ্ঠানের বোর্ডে লেখা, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। ৮৮ বছরে পা দিল মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ। অমিত শা-র সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন শুভেনদু অধিকারী।
খাস কলকাতায় স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মঘাতী হলেন স্বামী। হরিদেবপুরে যুবকের শ্বশুরবাড়িতেই এই ঘটনা ঘটে। স্ত্রীর পরিবারের দাবি, বাড়ির অমতে একবছর আগে বিয়ে হলেও, আলাদাই থাকতেন দম্পতি। বিবাহ বিচ্ছেদের মামলাও চলছিল। সম্পর্কের টানাপোড়েনেই যুগলের এই পরিণতি বলে পুলিশের অনুমান।
কাঁকুড়াগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় তাঁর মা ও দাদার নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল হাইকোর্ট। এর আগে আদালতের নির্দেশে কলকাতা পুলিশ অভিজিতের পরিবারের নিরাপত্তার দায়িত্বে ছিল। কিন্তু বিভিন্ন সময়ে পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির একাধিক অভিযোগ ওঠে। এ নিয়ে বিভাগীয় তদন্ত করছে পুলিশ। হাইকোর্টে কেন্দ্র জানায়, আদালত নির্দেশ দিলে, বাহিনীর ব্য়বস্থা করা হবে। বিচারপতি জয় সেনগুপ্ত মন্তব্য করেন, খুনের মামলায় মূল সাক্ষী ২ জন। আগেও দু’বার তাদের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। ৩ সপ্তাহের মধ্যে অভিজিতের মা ও দাদাকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিতে হবে। তার আগে নিহত বিজেপি কর্মীর পরিবারের নিরাপত্তার দায়িত্ব নারকেলডাঙা থানার।
মধ্য কলকাতায় পুজো উদ্বোধনে আজ আসছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর উপলক্ষে কড়া নিরাপত্তার বন্দোবস্ত। সন্তোষ মিত্র স্কোয়ারে অমিত শাহের জন্য তৈরি অভ্যর্থনা মঞ্চ। অভ্যর্থনা মঞ্চে অমিত শাহের পরিচিতি 'অনারেবল হোম মিনিস্টার অফ ভারত'
ইডি-র দফতরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক। হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
পুজোয় কলকাতায় এলেন ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার রোনাল্ডিনহো। রাজারহাটে একটি ফুটবল অ্যাকাডেমির উদ্বোধন করেন তিনি। এরপর যাওয়ার কথা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। সেখানে মারাদোনার মূর্তিতে মাল্যদান এবং মণ্ডপে মাতৃদর্শনের পর কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করার কথা রোনাল্ডিনহো-র।
বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিষ্ফোরণের জেরে গুরুতর জখম হলো এক বালক। ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়ার মুড়াগাছা গ্রামে। আহতের নাম অজয় শেখ, বয়স ১২ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে আজ সকালে ওই বালক বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের একটি মাঠে খেলা করছিল। সেখানে পড়ে থাকা বোমাকে বল ভেবে খেলতে গেলে বোমাটি ফেটে যায়। এরফলে গুরুতর জখম হয় ওই বালক। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে থেকে চিকিৎসক তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করেন।
মন্ত্রী ও বিধায়কদের বেতন সংক্রান্ত সংশোধনী বিলেও সই করলেন না রাজ্যপাল। ফলে পুজোর মধ্যে তড়িঘড়ি একদিনের বিধানসভা অধিবেশন ডেকেও বিল পাস করাতে পারছে না রাজ্য। নিয়ম অনুযায়ী, আর্থিক বিলে আগেই রাজ্যপালের অনুমোদন লাগে। বিধানসভা সূত্রে খবর, পদ্ধতি মেনে বেশ কয়েকদিন আগেই রাজ্যপালের কাছে বিল পাঠানো হয়েছিল। সি ভি আনন্দ বোস এখনও পর্যন্ত বিলে সই না করায়, তৈরি হয়েছে জটিলতা। এই পরিস্থিতিতে কী করণীয়, আজ বিএ কমিটির বৈঠকে তা ঠিক করা হবে । বিল পেশ করা হলেও, তা নিয়ে আলোচনা হবে না, খবর সূত্রের
জলপাইগুড়ি নিম্ন আদালতে আত্মসমর্পণ যুব তৃণমূলের জলপাইগুড়ি জেলার সভাপতির। বিজেপি বিধায়কের ভাই ও ভ্রাতৃবধূকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় আত্মসমর্পণ সৈকত চট্টোপাধ্যায়ের
বরানগরে কারখানায় ঢুকে দুষ্কৃতিদের তাণ্ডব,কারখানার কর্মীদের মারধরের ঘটনায় উত্তেজনা এলাকায়,আহত ২,ঘটনার অভিযোগ দায়ের বরানগর থানায়,তদন্তে বরানগর থানা। বরানগর আর আই সি বাজার এলাকায় এক বেসরকারি কোম্পানিতে দুষ্কৃতীরা চড়াও হয়।দুষ্কৃতীদের দাবি মত জিনিস না দেওয়ায় কোম্পানিতে কর্মরত কর্মীদের ফেলে নৃশংসভাবে মারধর করলো দুই দুষ্কৃতী।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়।
গতকাল রাত সাড়ে নয়টা নাগাদ নকশালবাড়ি বাজারে তিনটি কাপড়ের দোকানে আগুন লাগে। স্থানীয় ব্যাবসায়ীদের অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে। আগুনের লেলিহান শিখা পরে আরও বেশ কিছু দোকানে ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়।
জাল পাসপোর্ট মামলায় গ্রেফতার আরও ৪ জন। ধৃতের সংখ্যা বেড়ে হল ৬। সিবিআইয়ের তল্লাশিতে কলকাতার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে ৪০ লক্ষ টাকা। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মিলেছে প্রচুর জাল পাসপোর্ট, আধার ও ভোটার কার্ড। জাল পাসপোর্ট জঙ্গিদের হাতে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা সিবিআইয়ের।
আরবসাগরে তৈরি হয়েছে ঘূনাবর্ত। আবহাওয়া দফতর ( Weather Update ) জানাচ্ছে, শক্তি বাড়িয়ে তা নিম্নচাপে ( Depression ) পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের রাজ্যে কতটা প্রভাব পড়তে পারে, তা সিস্টেমের গঠন সম্পূর্ন হলে জানা যাবে বলে জানিয়েছে মৌসম ভবন। এ রাজ্যে তার কোনও প্রভাব পড়ার আশঙ্কা নেই।
সোনারপুরের কাছে গঙ্গা জোয়ারা মোড়ে খাবারের দোকানে বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে দোকান। গুরুতর জখম হন দোকান মালিক সুজয় মণ্ডল ও তাঁর স্ত্রী টুকটুকি মণ্ডল। স্থানীয়দের অভিযোগ, দোকানে বোমা রাখা ছিল। ভোররাতে দোকান খোলার সময় বিস্ফোরণ ঘটে। আশঙ্কাজনক অবস্থায় দম্পতিকে বালিগঞ্জের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, ছিটকে রাস্তার উল্টোদিকে গিয়ে পড়েন দোকান মালিক ও তাঁর স্ত্রী। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। কী থেকে বিস্ফোরণ, খতিয়ে দেখা হচ্ছে।
কীভাবে রেশন দুর্নীতিকাণ্ডে নাম জড়াল বাকিবুরের? দুর্নীতিকাণ্ডে বাকিবুরের গমকলের কী ভূমিকা ছিল? কীভাবে রেশনের জন্য় পাঠানো গম বেশি দামে বিক্রি হত খোলা বাজারে? এনিয়ে চাঞ্চল্য়কর দাবি ED সূত্রে।
প্রতিপদেই পুজো শুরু হয়ে গেল কাশী বোস লেনে। কল্পারম্ভ রীতি রবিবার দেবীর বোধন করলেন ১১ জন পুরোহিত। ৮৬ বছরে এবার কাশী বোস লেনের থিম 'চাই না হতে উমা'।
রাজ্যের কোথাও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরে পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি। আজকের পর তাও ক্রমশ কমতে শুরু করবে। ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে আবহাওয়া। পশ্চিমাঞ্চল সহ কোনো কোনো জেলায় এই উইকেন্ডে ভোরের দিকে উত্তুরে হাওয়ার প্রভাব অনুভূত হবে। অত্যন্ত মনোরম আবহাওয়াতেই পুজো কাটবে বলে অনুমান আবহাওয়াবিদদের। নবমী দশমীতে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। উপকূলের জেলায় দু এক পশলা হালকা বা মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
শিলিগুড়ি ও নকশালবাড়িতে জোড়া অগ্নিকাণ্ড। গতকাল সন্ধে সাড়ে ৭টা নাগাদ শিলিগুড়ির সেবক রোডে শপিং মলের পাশে একটি লাইটপোস্টে আগুন লাগে। তা ছড়িয়ে পড়ে শপিং মলের একাংশে। দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছনোর আগেই তড়িঘড়ি জলের ব্যবস্থা করে আগুন নিভিয়ে ফেলেন শপিং মলের কর্মীরা। অন্যদিকে, রাত ১০টা নাগাদ নকশালবাড়ি বাজারে আগুন লাগে। একের পর এক দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ৪টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষতিগ্রস্ত ২০-২২টি দোকান। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে অনুমান দমকলের।
বিবাহ বিচ্ছেদের মামলা চলাকালীন স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মঘাতী হলেন স্বামী। হরিদেবপুরের রামকৃষ্ণপুরের ঘটনা। মৃত দম্পতির নাম শুভঙ্কর দাস ও কৃষ্ণা দে। শুভঙ্কর টালিগঞ্জ-বেহালা রুটের অটোচালক। কৃষ্ণার পরিবারের দাবি, একবছর আগে দু’জনে রেজিস্ট্রি করেন। সম্প্রতি সম্পর্কে ইতি টানতে চাইছিলেন বছর একুশের কৃষ্ণা। বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। অভিযোগ, গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ শ্বশুরবাড়িতে চড়াও হয়ে স্ত্রীকে এলোপাথাড়ি কোপান শুভঙ্কর। এরপর নিজেও বিষ খান। এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সম্পর্কের টানাপোড়েনের জেরেই খুন বলে অনুমান পুলিশের।
বেহালা ইয়ং মেনস ক্লাবের এবারের থিম আমার মা। অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিন কোভিসিল্ডের আবিষ্কারক দলের সদস্য ছিলেন চন্দ্রাবলি দত্ত। করোনাকালে তাঁর অবদানের কথা মাথায় রেখেই এই থিমের ভাবনা পুজো উদ্য়োক্তাদের। গবেষক চন্দ্রাবলি দত্তকেই দুর্গার রূপে কল্পনা করা হয়েছে। এবার সেই পুজোর উদ্বোধন করলেন গবেষক নিজেই। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ইন কাউন্সিল তারক সিংহ, স্থানীয় কাউন্সিলর কাকলি বাগ ও স্বর্ণপদকজয়ী টেবিল টেনিস প্লেয়ার অনিন্দিতা চক্রবর্তী।
প্রথমাতে কলকাতা পরিক্রমায় বেরোলেন রাজ্যপাল।
কুমোরটুলিতে গিয়ে মৃৎশিল্পীদের সঙ্গে কথা বললেন সি ভি আনন্দ বোস।
বাড়িতে আগুন লেগে ১০ মাসের শিশুকন্যা-সহ ঝলসে মৃত্যু হল ৪ জনের। হাওড়ার উলুবেড়িয়ায় মর্মান্তিক ঘটনা। কী কারণে আগুন লাগল, তা নিয়ে এখনও ধন্দে পুলিশ ও দমকল।
২১ অক্টোবর সপ্তমীর দিন কলকাতায় আসছেন জে পি নাড্ডা। অমিত শাহের পর শারদোৎসবে অংশ নিতে কলকাতায় আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। বিধাননগরের বিজে ব্লক, মধ্য কলকাতার একটি পুজো, ও হাওড়ার একটি পুজোয় আসবেন নাড্ডা।