West Bengal News Live : দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স তৃণমূলের, অনুব্রত-মানিকে নীরব
West Bengal News : জেলা থেকে শহর, রাজ্যের সব গুরুত্বপূর্ণ খবর দেখে নিন চটজলদি।
সাগরদিঘিতে হার, বলতে উঠলে খলিলুর-আবু তাহেরকে থামালেন মমতা। নির্বাচনে কাজ করনি, অনেকেই অধীর চৌধুরীর যোগাযোগ রেখে চলেছ, বললেন মমতা। খবর সূত্রের।
প্লাস্টিকের বাঁশি নিয়ে খেলার সময় গিলে ফেলল ৮ বছরের বালিকা। প্রাণ বাঁচল এনআরএসে। পরিবারের দাবি, মালদার কালিয়াচকের ওই বালিকা প্লাস্টিকের বাঁশি বাজানোর সময়, আচমকাই তা মুখের ভিতরে ঢুকে যায়। ঢোক গিললে বাঁশিটি ফুসফুসের কাছে গিয়ে আটকে যায় বলে জানান চিকিৎসকরা। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, তাকে কলকাতায় পাঠানো হয়। এরপর ৮ বছরের মেয়েকে নিয়ে এনআরএস হাসপাতালে আসেন পরিবারের লোকেরা। ইএনটি বিভাগের চিকিৎসকরা অস্ত্রোপচার করে বাঁশিটিকে বের করেন।
মোদি সরকারের শিক্ষানীতি 'মানল' রাজ্য
বিশ্ববিদ্যালয়গুলিকে চিঠি শিক্ষা দফতরের
'নতুন বিধি বিবেচনা করুক বিশ্ববিদ্যালয়গুলি'
ইউজিসি-র আর্জিকে উল্লেখ করে জানাল রাজ্য
নতুন শিক্ষানীতিতে এবার ৪ বছরের স্নাতক স্তরে পড়াশোনা
ডালিয়ান রেক। মেট্রোর এই চিনা রেক ২০১৯ সালে কলকাতায় নিয়ে আসা হলেও, তার পরবর্তী সময়ে করোনা ও প্রযুক্তিগত ত্রুটির জন্য এতদিন তা বাণিজ্যিকভাবে চালানো সম্ভব হয়নি। অবশেষে আজ প্রথম বাণিজ্যিকভাবে সেই চিনা ডালিয়ান রেক বাণিজ্যিকভাবে চালাল কলকাতা মেট্রো। দমদম থেকে নিউ গড়িয়া পর্যন্ত চিনা এই রেকের প্রথম সফরে অংশ নেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার অরুণ অরোরা। মেট্রো সূত্রে খবর, ধাপে ধাপে এধরনের আরও ১৩টি রেক আসবে কলকাতায়।
দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স তৃণমূলের, অনুব্রত-মানিকে নীরব
নিকাশি নালা পরিষ্কার করবে কে? পুরসভা না মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট। এই প্রশ্নেই কোচবিহার শহরে আপাতত থমকে নিকাশি নালা পরিস্কারের কাজ। চরম দুর্ভোগে এলাকাবাসী।
এবার থেকে মিছিল বা সভার অনুমতির জন্য় আবেদন করতে হবে, পুলিশ সুপার বা পুলিশ কমিশনারেটের কাছে। নতুন গাইডলাইন তৈরি করল হাইকোর্ট। অনুমতি দেওয়ার ক্ষেত্রে কোন বৈষম্য যেন না হয়, এটা নিশ্চিত করতে হবে পুলিশকে। মন্তব্য় বিচারপতি রাজাশেখর মান্থার।
আগামী শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে হাজিরার নির্দেশ
নিয়োগ দুর্নীতি মামলায় ৩০ মার্চ পর্যন্ত জেল হেফাজতে কুন্তল ঘোষ
৮০ জন ডব্লুবিসিএস অফিসারের বদলি, পঞ্চায়েত নির্বাচনের আগে বদলি। রুটিন বদলি, দাবি প্রশাসনের
শুভেন্দুর অভিযোগ নিয়ে নবান্নে চিঠি পাঠাল কেন্দ্রীয় সরকার
'১৯৯০ থেকে ২০১১ পর্যন্ত বাম আমলে কারা কারা শিক্ষক হিসেবে নিয়োগপত্র পেয়েছেন ?' ব্রাত্য বসুকে তালিকা বানাতে নির্দেশ মুখ্যমন্ত্রীর
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের সঙ্গে নেই তৃণমূল। বিজেপি-কংগ্রেসের সঙ্গে সমদূরত্ব নীতি, স্পষ্ট করল তৃণমূল।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত শান্তনুর ২৫টি অ্যাকাউন্ট ফ্রিজ। ছিল প্রায় দেড় কোটি টাকা। কুন্তলের মাধ্যমে কয়েকজন প্রভাবশালীর নির্দেশ কার্যকর করেছি, দাবি শান্তনুর, ইডি সূত্রে খবর।
'দুর্নীতি ইস্যুতে দলের অবস্থান জিরো টলারেন্স' ঘোষণা তৃণমূলের
বিপুল সম্পত্তির উৎস কী? আরও এক কেষ্ট-ঘনিষ্ঠকে জিজ্ঞাসাবাদ। ব্যাঙ্কের নথি নিয়ে দিল্লিতে ইডির দফতরে অনুব্রতর বাড়ির রাধুনি তথা লাভপুর কলেজের শিক্ষাকর্মী বিজয় রজক।
কুন্তল ঘোষের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিলেন বনি সেনগুপ্ত ও সোমা চক্রবর্তী
সমাজবাদী পার্টির জাতীয় অধিবেশনে যোগ দিতে কলকাতায় অখিলেশ যাদব
আজ কালীঘাটে বৈঠক করবেন তৃণমূল নেত্রীর সঙ্গেও
১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষকে ফের ব্যাঙ্কশাল আদালতে পেশ
পঞ্চায়েত ভোট নিয়ে জনস্বার্থ মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত। চলতি মাসেই রায়দানের সম্ভাবনা। শুভেন্দু অধিকারীর দায়ের করা জনস্বার্থ মামলার শুনানি শেষ। আসন পুনর্বিন্যাস, ওবিসি জনসংখ্যা গণনা সংক্রান্ত মামলায় রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে নালিশ ঠুকে মামলা। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে দায়ের হয়েছিল মামলা। এই মামলাতেই পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। পঞ্চায়েত ভোটের আগে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ রাজ্যপালের। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা, সূত্রের খবর।
নিয়োগ দুর্নীতি, ডিএ আন্দোলন, সাগরদিঘিতে হার। আসন্ন পঞ্চায়েত ভোটে রণকৌশল কী? কালীঘাটে আজ বৈঠকের ডাক তৃণমূল নেত্রীর। দলের শীর্ষ নেতৃত্বকে তলব।
এবার অ্যাকাউন্ট ফ্রিজ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। ফ্রিজ করা হল শান্তনুর ২৫টি অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টগুলিতে রয়েছে প্রায় দেড় কোটি টাকা। ফ্রিজ হওয়া অ্যাকাউন্টগুলি শান্তনু, তাঁর স্ত্রী প্রিয়ঙ্কা ও তাদের সংস্থার। কয়েকজন প্রভাবশালীর নির্দেশে কাজ করেছি, দাবি শান্তনুর, খবর ইডি সূত্রে।
নিকাশি নালা পরিষ্কার করবে কে? পুরসভা না মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট। এই প্রশ্নেই কোচবিহার শহরে আপাতত থমকে নিকাশি নালা পরিস্কারের কাজ। চরম দুর্ভোগে এলাকাবাসী।
বাঁকুড়ার জামবনি এলাকায় আবগারি দফতরের অভিযান, উদ্ধার প্রচুর পরিমাণ চোলাই মদ ও মদ তৈরি সরঞ্জাম, গ্রেফতার এক। উদ্ধার প্রায় সাড়ে ৭০০ লিটার চোলাই মদ ও ৩০ লিটার চোলাই তৈরি সরঞ্জাম।
১০০ দিনের কাজ খতিয়ে দেখতে রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধি দলের ২ সদস্য। শুক্রবার বেলা সাড়ে এগারোটা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান তাঁরা। কলকাতা থেকে তাঁরা মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন। বেলডাঙার ২ নম্বর ব্লকে ১০০দিনের কাজ খতিয়ে দেখবেন প্রতিনিধি দলের সদস্যরা। সূত্রের খবর, ২২ মার্চ পর্যন্ত রাজ্যে থাকবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। '১০০ দিনের কাজে দুর্নীতির খোঁজে আসা কেন্দ্রীয় দলকে স্বাগত', ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
এসএসসির চেয়ারম্যানকে সশরীরে হাজিরার নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। আগামী শুক্রবার রিপোর্ট নিয়ে হাজির থাকার নির্দেশ। আদালতের সঙ্গে খেলবেন না, মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। 'আপনারা নিয়োগ করছেন,আবার আপনারাই ভুল প্রশ্ন করছেন? সব পরিকল্পিত', বলতে দ্বিধা নেই, একটা গোটা প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে খেলছে কমিশন, মন্তব্য বিচারপতির। কমিশনের প্রতিটি পদক্ষেপ সন্দেহজনক, মন্তব্য বিচারপতির। এই আচরণের জন্য জনমানসে কমিশনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, মন্তব্য বিচারপতির। 'প্রয়োজনে সব নিয়োগ খারিজ করে দেব, সব নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমি সন্দেহ করছি', মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। ২০১১-য় প্রাথমিক টেটে প্রশ্ন ভুলের অভিযোগ ঘিরে মামলা। মামলাকারি ৮৩ জনকে নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। অভিযোগ , এই ৮৩ ছাড়াও আরও অনেককে নম্বর দিয়েছে কমিশন। কমিশনের রিপোর্টে অখুশি আদালত।
ব্যাঙ্কশাল আদালতে নিয়ে আসা হল নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষকে। আজ তাঁর ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। সূত্রের খবর, এই কয়েকদিনে তদন্তের অগ্রগতির কথা আদালতে জানাবে ইডি। কুুন্তল জামিনের আবেদন করলে তার বিরোধিতা করবে কেন্দ্রীয় এজেন্সি। কুন্তলের সঙ্গে ধৃত শান্তনুর সঙ্গে যোগসাজশ সম্পর্কে আদালতে জানানো হবে, ইডি সূত্রে খবর।
নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির আইনকে চ্যালেঞ্জ করে মামলা। এসএসসির আইনের ১৭ নম্বর ধারাকে চ্যালেঞ্জ করে মামলা।
১৭ নম্বর ধারাকে অবৈধ ঘোষণার দাবিতে হাইকোর্টে মামলা দায়ের। এই আইনের বলেই ৬১৮ শিক্ষকের সুপারিশপত্র প্রত্যাহার করে কমিশন। রাজ্য. এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ সহ সব পক্ষকে হলফনামা আদান-প্রদানের নির্দেশ। ৩ এপ্রিলের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ আদালতের। মামলার পরবর্তী শুনানি ৩ এপ্রিল। ১৭ নম্বর ধারায় কোনও কর্মীর সুপারিশ বাতিলের ক্ষমতা রয়েছে কমিশনের।
১৪ দিন ধরে খোঁজ মিলছে না ট্যাংরার এক বাসিন্দার। খুন করে দেহ লোপাট করা হয়েছে, অভিযোগ পরিবারের। গতকাল দোষীদের শাস্তির দাবিতে ট্যাংরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশ সূত্রে খবর, এই মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা জেরায় খুনের কথা স্বীকারও করেছে। ওই ব্যক্তির মৃতদেহের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
আজ দিল্লির ইডি দফতরে হাজিরা দিলেন অনুব্রতর বাড়ির রাঁধুনি ও লাভপুর কলেজের শিক্ষাকর্মী বিজয় রজক। বোলপুরে বিশাল বাড়ি রয়েছে বিজয়ের। সেই সম্পত্তির উৎস কী? সেই সংক্রান্ত তথ্য জানতে চায় ইডি। ব্য়াঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি নিয়ে বিজয় রজককে তলব করা হয়। কালই বিজয় রজককে ২০ মার্চ মধ্যে হাজিরার জন্য নোটিস পাঠায় কেন্দ্রীয় সংস্থা।
কুন্তল ঘোষের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিলেন বনি সেনগুপ্ত ও সোমা চক্রবর্তী। ইডি সূত্রে খবর, কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অ্যাকাউন্টে যে টাকা গিয়েছিল, তার মধ্যে প্রায় ১ কোটি টাকা উদ্ধার। কেন্দ্রীয় সংস্থা সূত্রে দাবি, গতকাল বনি সেনগুপ্ত ৪৪ লক্ষ টাকা ফেরত দিয়েছেন।সোমা চক্রবর্তী ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা কুন্তলের অ্যাকাউন্টে ফেরত দিয়েছেন। সেই অ্যাকাউন্ট দুটি ইতিমধ্যেই ফ্রিজ করেছে ইডি। কুন্তলের মোট ১০ টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।
আজ কলকাতায় এলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। কলকাতায় সমাজবাদী পার্টির জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে। বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যাবেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আলোচনা হতে পারে জাতীয় রাজনীতি নিয়ে ।
দুর্নীতির অভিযোগ, তা নিয়ে বিরোধীদের টানা আন্দোলন এবং সাগরদিঘির হারের আবহে, আজ কালীঘাটে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেখানে কী নিয়ে আলোচনা হতে পারে, তা নিয়ে নানা জল্পনা ঘুরপাক খাচ্ছে। সূত্রের খবর, দুর্নীতিতে অভিযুক্তদের পুরোপুরি ছেঁটে ফেলার সিদ্ধান্ত থেকে বিরোধীদের আক্রমণের মোকাবিলা করতে বিশেষ কোনও রণকৌশল নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। সংখ্য়ালঘু ভোট ফেরাতে কি বিশেষ কোনও স্ট্র্য়াটেজি নেওয়া হবে? বাম-কংগ্রেস জোটে চিড় ধরাতে নেওয়া হবে নতুন কোনও রণকৌশল? তৃণমূল সূত্রে দাবি,বৈঠকে ফের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিতে পারেন তৃণমূলনেত্রী।
আজও রাজ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা, কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। কলকাতায় আজ বৃষ্টির পাশাপাশি কালবৈশাখীর পরিস্থিতি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। আজ ও কাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। কাল বৃষ্টির জেরে কলকাতায় এক ধাক্কায় রাতের তাপমাত্রা নেমেছিল ৫ ডিগ্রি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস. যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।
বকেয়া ডিএর দাবিতে শহিদ মিনার চত্বরে রাজ্য সরকারি কর্মীদের অবস্থান আন্দলনের আজ ৫০ তম দিন। শুক্রবার ৩৬ দিনে পড়েছে তাঁদের অনশন আন্দোলন। বকেয়া ডিএ'র দাবিতে এখনও অনড় রয়েছেন আন্দোলনকারীরা। আগামীকাল থেকে রাজ্য সরকারের সঙ্গে ডিজিটাল অসহযোগিতার ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।
আলিপুরে কারা দফতরের জমি বিক্রিতে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যপালকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি, রাজ্যে ফিরে তার রিপোর্ট চাইবেন রাজ্যপাল। বিরোধী দলনেতার অভিযোগ, আলিপুরে কারা দফতরের জমি বিক্রিতে বড়সড় দুর্নীতি হয়েছে। আবাসন প্রকল্পের জন্য জলের দরে বিক্রি করা হয়েছে আলিপুর সংশোধনাগারের জমি।শুভেন্দু অধিকারীর অভিযোগ, আলিপুর সংশোধনাগারের ৫.৬ একর জমি ৪১৪ কোটি টাকায় বিক্রি করা হয়েছে। এর ফলে রাজস্ব ক্ষতি হয়েছে ৮৭৬ কোটি টাকা। রী। তা নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। দুই শিবিরকেই নিশানা করেছে সিপিএম।
বাজেট পেশের আগে কলকাতা পুরসভায় সর্বদলীয় বৈঠক। পুরসভার বাজেট অধিবেশনে শাসক ও বিরোধী দলের কাউন্সিলররা কতক্ষণ করে বক্তব্য রাখবেন, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের নেতৃত্বে, দুপুর ৩ থেকে বিকেল ৪টে পর্যন্ত পুরসভাতেই এই বৈঠক চলে। উপস্থিত ছিলেন বাম ও বিজেপির কাউন্সিলররা। তবে কংগ্রেসের তরফে কোনও জন প্রতিনিধি ছিলেন না কলকাতা পুরসভার সর্বদলীয় বৈঠকে।
দুধের দাম বাড়াচ্ছে সরকার। প্রতি ৫০০ এমএল দুধের দাম ১ টাকা করে বাড়ানোর ঘোষণা করল বাংলা ডেয়ারি কর্তৃপক্ষ। জারি হয়েছে নির্দেশিকা। অবিলম্বে কার্যকরী হচ্ছে দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত। তবে দুগ্ধজাত পণ্য়ের দাম এখনই বাড়ছে না।
দুর্নীতির অভিযোগ, তা নিয়ে বিরোধীদের টানা আন্দোলন এবং সাগরদিঘির হারের আবহে, আজ কালীঘাটে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেখানে কী নিয়ে আলোচনা হতে পারে, তা নিয়ে নানা জল্পনা ঘুরপাক খাচ্ছে। সূত্রের খবর, দুর্নীতি নিয়ে জিরো টলারেন্সের বার্তার পাশাপাশি দুর্নীতিতে অভিযুক্তদের ছেঁটে ফেলার মতো সিদ্ধান্তও নেওয়া হতে পারে বৈঠকে।
উচ্চমাধ্য়মিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট! তাতে বারাসাতের ২৮ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর লিখলেন, তিনি পেশায় শিক্ষিকা। নিয়োগের বছর ২০০৬! তৃণমূলকে খোঁচা দিতেই কি এমন পোস্ট? চলছে চর্চা। এদিকে, দুর্নীতির দায়ে চাকরি গেছে ধৃত সুবীরেশ ভট্টাচার্যের ২ আত্মীয়েরও। বিয়ের পরদিন চাকরি বাতিলের খবর পেয়েছেন জলপাইগুড়ির এক যুবক!
প্রেক্ষাপট
প্রাথমিক স্কুলে (Primary School) এবার স্যর সিভিক! বাঁকুড়া পুলিশের সিদ্ধান্ত ঘিরে তোলপাড়। বিতর্কের মুখে বিজ্ঞপ্তি বাতিল না করে শুধু স্থগিত সরকারের। অঙ্কুর প্রকল্পে শিক্ষকের ভূমিকায় সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer), শিক্ষায় সর্বনাশ দেখছে বিরোধী থেকে শিক্ষাবিদরা।
নিয়োগে বেলাগাম দুর্নীতি (Recruitment Scam), চাকরিচ্যুতদের তালিকায় এবার জেলবন্দি এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের ২ আত্মীয়! গ্রুপ সির তালিকায় একজনের ৪৯৮ নম্বরে নাম।
৫ মিনিটের জন্য কোর্টে কিছু বলতে চান জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) । সিবিআইয়ের গ্রুপ সির সাপ্লিমেন্টারি চার্জশিটে সুবীরেশের নাম। ২৩ মার্চ পর্যন্ত ৭ অভিযুক্তের জেল হেফাজত।
নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় কাঠগড়ায় সিবিআই (CBI)। তদন্তকারী অফিসারকে ধমক আদালতের। তদন্ত করতে জানেন না? প্রশ্ন ক্ষুব্ধ বিচারকের।
কলকাতা থেকে দিল্লি-নিয়োগে দুর্নীতির প্রতিবাদে পথে বিজেপি (BJP)। নিজেরাই তো দুর্নীতিগ্রস্ত, পাল্টা কটাক্ষ তৃণমূলের (TMC)।
কয়লা থেকে নিয়োগ দুর্নীতি, কেন বারবার সিবিআই তলব? এবিপি আনন্দে মুখ খুললেন গোপাল-তাপস বর্ণিত কালীঘাটের কাকু।
দিল্লি যাত্রার আগে শক্তিগড়ে কেষ্টর সঙ্গে ব্রেকফাস্ট। ইডির নজরে টিএমসিপি নেতা কৃপাময়, সুকন্যার গাড়ির চালক। অ্যাকাউন্টের নথি নিয়ে দিল্লিতে তলব।
কীভাবে কোটিপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) ? কীভাবে কালো টাকা সাদা? উৎসের খোঁজে অ্যাকাউন্টের নথি নিয়ে সুকন্যার সঙ্গে রাঁধুনিকেও তলব। দিল্লিতে হাজিরার নির্দেশ।
গরুপাচার মামলায় ইডির নজরে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক। আগামী সপ্তাহে দিল্লিতে হাজিরার নির্দেশ। নোটিস পাইনি, অসুস্থতার জন্য যাওয়া সম্ভব নয়, দাবি জাকিরের।
বকেয়া ডিএ-র দাবিতে ৪৯দিনে আন্দোলন, ভাঙড়ের তৃণমূল নেতার হুমকি। কাইজারের আহমেদের হুঁশিয়ারি, ভোট দিয়ে ব্যালটে ডিসটার্ব, আবার এখানে এসে ডিসটার্ব করবে। ওদের ডিসটার্বগিরি ছাড়িয়ে দিতে হবে।
ডিএ-মন্তব্যে মমতার (Chief Minister Mamata Banerjee) বিরুদ্ধে অবমাননার অভিযোগ, বিকাশের হলফনামা গ্রহণ করল হাইকোর্ট (Calcutta High Court)। স্বতঃপ্রণোদিত মামলা কিনা, শীঘ্রই জানাবে ডিভিশন বেঞ্চ।
আলিপুর জেলের জমি নিয়েও দুর্নীতির অভিযোগ। ৮০০ কোটি রাজস্ব ক্ষতি করে কেন জমি বিক্রি? প্রশ্ন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। কাঁথির শ্মশান, ত্রিপল দুর্নীতি নিয়ে পাল্টা কুণাল ঘোষ (Kunal Ghosh)।
কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ। ১০০দিনের কাজে নজরদারিতে কাল ফের রাজ্যে আসছে গ্রামোন্নয়নমন্ত্রকের দল। যাওয়ার কথা মুর্শিদাবাদে।
ঘূর্নাবর্তের জেরে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি, ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি দক্ষিণবঙ্গেও (South Bengal Weather)। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনায় ঝোড়ো হাওয়া। আগামী কয়েকদিন দুর্যোগের আশঙ্কা বঙ্গজুড়ে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -