West Bengal News Live Updates: ইন্ডিয়া জোটে তৃণমূল, বাংলায় সিপিএম-কংগ্রেস তাল ঠোকাঠুকি

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 17 Nov 2023 11:29 PM
WB Live News: ফের সরব হলেন শুভেন্দু অধিকারী

কেন্দ্রের প্রকল্প রাজ্যের নামে করা নিয়ে, ফের সরব হলেন শুভেন্দু অধিকারী

West Bengal Live News: সারের দোকানে হানা দিল ইবি

আলুর মরসুমে সারের কালোবাজারি রুখতে এবার সারের দোকানে হানা দিল ইবি।  হুগলির সিঙ্গুরে একাধিক সারের দোকানে অভিযান চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সারের দাম নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে বিক্রি হচ্ছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি বেআইনি মজুত আছে কিনা তাও যাচাই করে দেখেন আধিকারিকরা। বিক্রেতাদের রেট চার্ট ঝুলিয়ে রাখার পরামর্শও দেওয়া হয়। সার নির্ধারিত মূল্যের থেকে বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ তোলেন চাষিরা। এইসব অভিযোগ মেলার পর অভিযানে নামে ইবি। 


 

WB Live News: ঘূর্ণিঝড় ‘মিধিলি’ এগোচ্ছে উত্তর ও উত্তর-পূর্ব দিকে

বঙ্গোপাসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’ এগোচ্ছে উত্তর ও উত্তর-পূর্ব দিকে। শনিবার সকালে ঝড় আছড়ে পড়বে বাংলাদেশের খেপুপাড়া ও মংলার মধ্যে স্থলভাগে। এর প্রভাবে শনিবারও রাজ্যের বেশ কিছু জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। হতে পারে ভারী বৃষ্টি। 

West Bengal Live News:তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে বোমা মেরে খুন

আমডাঙায় ভর সন্ধেয় জনবহুল এলাকায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে বোমা মেরে খুন! তারপর মুড়ি মুড়কির মতো বোমাবাজি করতে করতে পালাল দুষ্কৃতীরা।   

WB Live News:ইন্ডিয়া জোটে তৃণমূল, বাংলায় সিপিএম-কংগ্রেস তাল ঠোকাঠুকি


'কংগ্রেসকে বুঝতে হবে, ২০১১-য় কংগ্রেস সমর্থন না করলে তৃণমূল ক্ষমতায় আসতে পারত না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা ছিল না রাইটার্স বিল্ডিং-এ পৌঁছোনোর। আমরা যখন বলছি চোর ধর জেল ভরো, চোর তখন কংগ্রেসের পায়ে পরে বলছে দাদা তুমি আমাকে বাঁচাও। যে কংগ্রেসের মাথায় উঠে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী হলেন...', মন্ত্রী হওয়ার ৬ মাসের মধ্যে তিনি সেই কংগ্রেসকে লাথি মারার চেষ্টা করলেন' 'কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে'
রানিনগরের সভা থেকে কংগ্রেসকে নিশানা করে মন্তব্য মহম্মদ সেলিমের

West Bengal Live News: ট্রেনে যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য

ট্রেনের কামরা থেকে যুবকের গলাকাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য।  বিহারের নওগাঁছিয়া স্টেশনের ঘটনা। বিকানের গুয়াহাটি এক্সপ্রেসের এস-৯ কামরার বাথরুমে যুবককে পড়ে থাকতে দেখেন যাত্রীরা। রেল পুলিশ যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠালে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত যুবকের নাম দীনেশ্বর বর্মন, বাড়ি কোচবিহারের গোসানিমারি এলাকায়। 

WB Live News:  ফের ভাঙড়ে বোমা উদ্ধার

ফের ভাঙড়ে বোমা উদ্ধার। আইএসএফ পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে মিলল বোমা। তুঙ্গে তৃণমূল-আইএসএফ তরজা। 
 

West Bengal Live News: জেরায় কী স্বীকার জ্যোতিপ্রিয়র ?

রেশন দুর্নীতি নিয়ে সব জানতেন জ্যোতিপ্রিয়! তাও ব্যবস্থা নেননি। ঢাল হিসাবে ব্যবহার করেছিলেন পুলিশের কাছে দায়ের হওয়া এফআইআরকে। জেরায় স্বীকার জ্যোতিপ্রিয়র। দাবি ইডির। 
 

WB Live News:  নৌশাদকে তলব পুলিশের

 
নৌশাদকে তলব পুলিশের। জয়নগর যাওয়ার পথে হাইকোর্টের রেজিস্ট্রারের গাড়িতে ধাক্কা আইএসএফ বিধায়কের গাড়ির। ৭২ ঘণ্টার মধ্যে গড়ফা থানায় হাজিরার নির্দেশ। 
 

West Bengal Live News: চাঁদার দাবিতে চিকিৎসককে 'মারধর'

চাঁদার দাবিতে চিকিৎসককে মারধরের অভিযোগ। দোষীদের গ্রেফতারির দাবিতে নদিয়ার ফুলিয়ায় বিজেপির বিক্ষোভ। পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ ঘিরে তুমুল উত্তেজনা।

WB Live News: জয়নগরে ফের উত্তেজনা

জয়নগরে ফের উত্তেজনা। বামেদের পর কংগ্রেসকে বাধা পুলিশের। ত্রাণ নিয়ে দলুয়াখাকিতে যেতে বাধা।  

প্রেক্ষাপট

জয়নগরে ফের উত্তেজনা (Jaynagar Violence)। বামেদের পর কংগ্রেসকে বাধা পুলিশের। ত্রাণ নিয়ে দলুয়াখাকিতে যেতে বাধা।  


জয়নগরে তৃণমূল নেতা খুনে সিপিএম নেতা আনিসুর লস্কর-সহ ২ জনের পুলিশ হেফাজত। শাসক নেতা খুনে ৩ জন গ্রেফতার হলেও পিটিয়ে খুন ও অগ্নি সংযোগ গ্রেফতার শূন্য।  
 
জয়নগরের পর আমডাঙা। ফের খুন তৃণমূল নেতা। ভরা হাটে পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে বোমাবাজি। ঘটনাস্থল থেকে উদ্ধার তাজা বোমা। গ্রেফতার ১। 


গোষ্ঠীদ্বন্দ্বে খুন প্রধান? খুন ঘিরে ভিন্ন দাবি নিহত তৃণমূল নেতার বাবা ও দাদার।


পঞ্চায়েত ভোটের পর দলের হুইপ না মেনে প্রধান হন রূপচাঁদ মণ্ডল। যুক্তি ছিলেন জমি কেনাবেচাতেও। সিন্ডিকেট বিবাদে খুন? খতিয়ে দেখছে পুলিশ। 
 
তৃণমূল প্রধানকে বোমা মেরে খুন, বিস্ফোরক অর্জুন। 
 
আমহার্স্ট স্ট্রিটকাণ্ডে এখনই দ্বিতীয় ময়নাতদন্ত নয়। থানায় পিটিয়ে মারার অভিযোগে মামলা। ব্রেন হেমারেজে মৃত্যুর উল্লেখ। পুলিশের পদক্ষেপ অবৈধ বলে মনে হচ্ছে না। মন্তব্য হাইকোর্টের। 
 
রেশন দুর্নীতি নিয়ে সব জানতেন জ্যোতিপ্রিয়! তাও ব্যবস্থা নেননি। ঢাল হিসাবে ব্যবহার করেছিলেন পুলিশের কাছে দায়ের হওয়া এফআইআরকে। জেরায় স্বীকার বালুর। দাবি ইডির। 
 
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে টিটিাগড় ও বরানগর পুরসভা। বরানগরের চেয়ারপার্সন ও টিটিাগড়ের প্রাক্তন চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ। বাজেয়াপ্ত নথি নিয়ে প্রশ্ন এজেন্সির। 
 
নৌশাদের পর এবার সিপিএমকেও বাধা পুলিশের। জমি অধিগ্রহণের প্রতিবাদে, গ্রামবাসীদের গ্রেফতারির পর পুরুলিয়ার জয়পুরে যেতে বাধা বামেদের। 
 
নৌশাদকে তলব পুলিশের। জয়নগর যাওয়ার পথে হাইকোর্টের রেজিস্ট্রারের গাড়িতে ধাক্কা আইএসএফ বিধায়কের গাড়ির। ৭২ ঘণ্টার মধ্যে গড়ফা থানায় হাজিরার নির্দেশ। 
 
ফের ভাঙড়ে বোমা উদ্ধার। আইএসএফ পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে মিলল বোমা। তুঙ্গে তৃণমূল-আইএসএফ তরজা। 
 
বিধানসভা ভোট ঘিরে উত্তপ্ত মধ্যপ্রদেশের মোরেনা। কংগ্রেস সাংসদকে বুথে ঢুকতে বাধার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। দু-পক্ষের সংঘর্ষ, ইটবৃষ্টি। পুলিশের লাঠিচার্জ।
 
জম্ম-কাশ্মীরের কুলগামে এনকাউন্টার। সেনা-জঙ্গি সংঘর্ষ। ৫ লস্কর জঙ্গির মৃত্যু। 
 
ঘূর্ণিঝড়ে পরিণত বঙ্গোপসাগরের নিম্নচাপ। আজ রাতেই বাংলাদেশ উপকূলের আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘মিধিলি’। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি।  


আরও পড়ুন, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’, বইছে দমকা হাওয়া, বৃষ্টির আশঙ্কা

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.