West Bengal News Live : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুতে গ্রেফতার আরও ৩ জন, গ্রেফতারের সংখ্যা বেড়ে ১২
West Bengal News Live Updates : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর এক নজরে।
নন্দীগ্রামে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধেয় বৈঠক চলাকালীন আচমকা হামলা চালানো হয় বলে দাবি করেছে তৃণমূল। এক মহিলা কর্মীর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। তৃণমূলের ব্লক সভাপতিই দলের কর্মীদের উস্কানি দিয়ে গন্ডগোল করছেন, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছে বিজেপি ।
বালিগঞ্জ সায়েন্স কলেজে ছাত্রের ওপর লাগাতার নির্যাতনের অভিযোগ। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করলেও, তেমন কোনও সক্রিয় পদক্ষেপ করেনি পুলিশ, দাবি অভিযোগকারী ছাত্রের। ৮ জুলাই বালিগঞ্জ থানার রুজু হয় মামলা, আজ ১৮ অগাস্ট। অবশেষে আজ বিকেলে ছাত্রের মোবাইলে পুলিশের ম্যাসেজ। খবর প্রকাশ্যে আসার পর পুলিশের তৎপরতা ? 'কাল আলিপুর আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিতে হবে ছাত্রকে', আজ বিকেলে অভিযোগকারী পড়ুয়ার মোবাইলে পুলিশের বার্তা। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার।
কোচবিহারের ফলিমারিতে বিজেপির পোলিং এজেন্ট খুনের ঘটনায় গ্রেফতার করা হল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য়কে। অন্য়দিকে, দিনহাটায় এক নির্দল প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের স্থানীয় সংখ্যালঘু সেলের সভাপতিকে। দুই অভিযুক্তকেই পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুতে গ্রেফতার আরও ৩ জন। গ্রেফতার আরও ২ প্রাক্তনী ও ১ বর্তমান পড়ুয়া। যাদবপুর থানায় ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। ধৃত ২ প্রাক্তনীর নাম শেখ নাসিম আখতার, হিমাংশু কর্মকার। ধৃত বর্তমান পড়ুয়ার নাম সত্যব্রত রাই। গ্রেফতার শেখ নাসিম আখতার, রসায়নে স্নাতকোত্তর পাস আউট। গ্রেফতার হিমাংশু কর্মকার, গণিতে স্নাতকোত্তর পাস আউট। গ্রেফতার সত্যব্রত রায়, কম্পিউটার সায়েন্সে চতুর্থ বর্ষের পড়ুয়া। ৯ অগাস্ট রাতে ঘটনাস্থলে ছিলেন ৩ জন, দাবি পুলিশ সূত্রে। ছাত্রমৃত্যুর পর ২জন বাড়ি চলে যান, ১জন ছিলেন হস্টেলে, পুলিশ সূত্রে দাবি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে ১২।
২ বছরে সরকারি প্রকল্পের ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। রাজ্যের দুর্নীতিদমন শাখার হাতে গ্রেফতার গাজোলের তৃণমূলের প্রাক্তন প্রধান ও পঞ্চােতের ২ কর্মী।
এবার চারবছর ধরে বালিগঞ্জ সায়েন্স কলেজের হস্টেলে লাগাতার অত্যাচারের অভিযোগ। অভিযুক্ত টিএমসিপি নেতা। মামলা রুজু করে তদন্ত হচ্ছে, জানাল কলকাতা পুলিশ।
পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে ফের সামনে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বাঁকুড়ার বেলিয়াতোড় পঞ্চায়েতে তৃণমূল নেতৃত্বের নির্বাচিত প্রার্থীকে ভোটাভুটিতে হারিয়ে প্রধান হলেন দলেরই এক সদস্য। অন্যদিকে, বোর্ড গঠন নিয়ে শাসক দলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরেও।
শিক্ষক মাত্র ২ জন। পড়ুয়া তিনশোর বেশি। অভিভাবক ও পড়ুয়াদের বক্তব্য, ক্লাসই হয় না বেশিরভাগ দিন। শিক্ষকের অভাবে কার্যত ধুঁকছে বাঁকুড়ার ইন্দাসের সকুল। ক্লাস করাচ্ছেন গ্রুপ ডি কর্মী। দ্রুত শিক্ষক নিয়োগের আশ্বাস দিয়েছেন সহকারী বিদ্যালয় পরিদর্শক।
যাদবপুরের পড়ুয়াদের আন্দোলন স্বাভাবিক, তবে আন্দোলনের নামে মারপিট, অশান্তি করবেন না, আবেদন নদিয়ার মৃত পড়ুয়ার বাবার।
যাদবপুরকাণ্ডের প্রতিবাদে রাস্তা অবরোধ, ব্যস্ত সময়ে তীব্র যানজট। অবরোধকারীদের সঙ্গে বচসা পথচারীদের।
১৯শে অগাস্ট জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে সমস্ত জেলাশাসকদের বৈঠক বাতিল হয়েছে। আজকেই আসার কথা ছিল ওই প্রতিনিধি দলের। কিন্তু অনিবার্য কারণে ওই দল আসছে না বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে জানিয়েছে তারা।
ধূপগুড়ির বিডিও শঙ্খদীপ দাসকে বদলি করল নবান্ন। বিধানসভা উপনির্বাচনের আগে বিডিওকে বদলি করায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও, রুটিন বদলি বলে দাবি করেছে প্রশাসন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনার তীব্র নিন্দা সৌরভের। 'বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জায়গা, সেটাই মূল লক্ষ্য হওয়া উচিত, র্যাগিং বন্ধে কড়া আইন করা উচিত', মন্তব্য সৌরভের।
যাদবপুরে ছাত্রের মৃত্যু নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। তার মধ্যেই নদিয়ায় মৃত পড়ুয়ার বাড়িতে সিপিএমের প্রতিনিধিরা।
যাদবপুরের আন্দোলন নিয়ন্ত্রিত হয় বাইরে থেকেই। দীর্ঘদিন থেকে যাঁরা ragging-এ অভিযুক্ত তাঁদের অনেকেই এখন সরকারি নিরাপত্তা নিয়ে সরকারি পদে বসে। বিস্ফোরক মন্তব্য, হোক কলরবের অন্যতম পরিচিত মুখ ত্রিপর্ণা দে সরকারের।
যাদবপুরে পুলিশের খুলে দেওয়া মঞ্চ পুনর্দখল বিজেপি যুব মোর্চার। অনুমতি ছাড়াই মঞ্চ বাঁধা হয়, দাবি পুলিশের। প্রতিবাদে রাস্তা আটকে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। যাদবপুর থানার সামনে বিক্ষোভের পর ফের দখল নিল BJP।
ভোটের দিন কোচবিহারে বিজেপির পোলিং এজেন্ট খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। গ্রেফতার কোচবিহারের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য জয়দেব রাজভর। ঘটনার পরই এলাকা ছেড়ে পালায়, গতকাল গ্রেফতার, জানাল পুলিশ। বিজেপির পোলিং এজেন্ট খুনে এখনও পর্যন্ত গ্রেফতার ৩।
সরকারি প্রকল্পের টাকা হাতানোর অভিযোগ, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। গ্রেফতার মালদার গাজোলের বৈরাগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান । ২ কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার করল রাজ্যের দুর্নীতি দমন শাখা। রাজ্যের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান-সহ ৩ । প্রাক্তন পঞ্চায়েত প্রধানের সঙ্গে গ্রেফতার এক্সিকিউটিভ অ্যাসিস্টান্ট ও নির্মাণ সহায়ক।
যাদবপুরে কীভাবে মৃত্যু পড়ুয়ার, ঘটনার পুনর্নির্মাণ পুলিশের। তিনতলায় হস্টেলের ঘরে সেদিন কী ঘটেছিল? কোথায় লেখা হয়েছিল চিঠি? কোথায় বিবস্ত্র করা হয় পড়ুয়াকে? ধৃত সপ্তক কামিল্যাকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ
এবার খুনের চেষ্টার অভিযোগে যাদবপুর থানায় অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। গতকাল যাদবপুরকাণ্ডে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ সভায় যোগ দেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে এইট বি বাসস্ট্যান্ডের দিকে এগনোর সময় রক্তারক্তি কাণ্ড বাধে।
যাদবপুরে ছাত্রের মৃত্যু নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। তার মধ্যেই নদিয়ায় মৃত পড়ুয়ার বাড়িতে সিপিএমের প্রতিনিধিরা। সকালে পৌঁছন সুজন চক্রবর্তীর। দুপুরে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন বিরোধী দলনেতা। বিকেলে যাবেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। এর আগে বুধবার মৃত ছাত্রের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন তৃণমূলের প্রতিনিধিরা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বিজেপি যুবমোর্চার মঞ্চ খুলল পুলিশ । অনুমতি না থাকার অভিযোগে মঞ্চ খুলল পুলিশ।
প্রতিবাদে বিজেপি যুবমোর্চার বিক্ষোভ। এখনও ক্য়াম্পাসের সামনে রয়েছে টিএমসিপির মঞ্চ।
যাদবপুরকাণ্ডে আরও কয়েকজন পড়ুয়ার খোঁজ, ধৃতদের জেরা করে আরও কয়েকজন পড়ুয়া ও প্রাক্তনীর খোঁজ। ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাঁরা, পুলিশ সূত্রে খবর। হস্টেলে পুলিশকে ঢুকতে না দেওয়ার ঘটনাতেও জড়িত, পুলিশ সূত্রে খবর ।
যাদবপুরে কীভাবে মৃত্যু পড়ুয়ার, ঘটনার পুননির্মাণের সিদ্ধান্ত। তিনতলায় হস্টেলের ঘরে সেদিন কী ঘটেছিল? ধৃত ৯ জনকে আলাদা আলাদা করে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুননির্মাণ করবে পুলিশ।
গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল, সুকন্যা, সায়গলের জেল হেফাজতের মেয়াদ বাড়ল। আপাতত তিহাড়েই থাকতে হবে তাঁদের। ২১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ল হেফাজতে থাকার মেয়াদ। হেফাজতের মেয়াদ বাড়ার নির্দেশ শুনেই কান্নায় ভেঙে পড়লেন সুকন্যা। শরীর খারাপ থাকায় আজ সশরীরে হাজির করা হয়নি অনুব্রতকে
সুকন্যা, সায়গলকে তোলা হয় রাউস অ্যাভিনিউ কোর্টে
যাদবপুরকাণ্ডে আরও কয়েকজন পড়ুয়ার খোঁজ। ধৃতদের জেরা করে আরও কয়েকজন পড়ুয়া ও প্রাক্তনীর খোঁজ। ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাঁরা, পুলিশ সূত্রে খবর। হস্টেলে পুলিশকে ঢুকতে না দেওয়ার ঘটনাতেও জড়িত, পুলিশ সূত্রে খবর ।
যাদবপুরকাণ্ড থেকে শিক্ষা নিয়ে এবার র্যাগিং রুখতে তৎপর বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য সম্পূর্ণ আলাদা হস্টেল বণ্টনের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। হস্টেলগুলিতে সিসি ক্যামেরা বসানো হবে বলেও জানিয়েছে । তারা
হস্টেলের কোন রুমে কোন ছাত্র থাকছেন সেই তালিকা তৈরি করে নোটিস বোর্ডে লাগানো হবে।
যাদবপুরে ছাত্রের মৃত্যু নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। তার মধ্যেই আজ নদিয়ায় মৃত পড়ুয়ার বাড়িতে যাচ্ছে বিজেপি, বাম ও কংগ্রেস নেতৃত্ব। সকালে পৌঁছনোর কথা সুজন চক্রবর্তীর। আজ দুপুরে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন বিরোধী দলনেতা।
যাদবপুরকাণ্ড থেকে শিক্ষা নিয়ে এবার র্যাগিং রুখতে তৎপর বর্ধমান বিশ্ববিদ্যালয়। প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য সম্পূর্ণ আলাদা হস্টেল বণ্টনের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। হস্টেলগুলিতে সিসি ক্যামেরা বসানো হবে বলেও জানিয়েছে তারা।
যাদবপুরে ছাত্রের মৃত্যুর পরে সেই হলুদ ট্যাক্সি নিয়েই শুরু হয় হইচই! শেষপর্যন্ত বৃহস্পতিবারের বারবেলায় সামনে এলেন সেই ট্যাক্সি চালক। সেই ট্যাক্সিচালক, যিনি গত বুধবার রাতে গুরুতর আহত, রক্তাক্ত অবস্থায় যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়াকে হাসপাতালে নিয়ে গেছিলেন। যাদবপুর মোড়, কেপিসি হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বৃহস্পতিবার দুপুরে ট্যাক্সিচালক তুলসী যাদবের খোঁজ পায় পুলিশ। তাঁকে যাদবপুর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।
দোষারোপ, পাল্টা দোষারোপ। যাদবপুরে রাজনৈতিক দখল ঘিরে লড়াই। ছাত্র মৃত্যুর পর এবার ঝরল রক্ত। আন্দোলনের নামে মারমারি, বিশৃঙ্খলা নয়। আর্জি মৃত পড়ুয়ার বাবার। এদিকে, যাদবপুরের ঘটনায় শুভেন্দু অধিকারীর মুখে ফের টুকড়ে টুকড়ে গ্যাঙের প্রসঙ্গ।
প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য আলাদা হস্টেলের ব্যবস্থা করছে কলকাতা মেডিক্যাল কলেজ। হস্টেলে কারা থাকছেন, প্রাক্তনীরা থাকছেন কিনা, থাকলেও কী প্রয়োজনে? সবটাই খতিয়ে দেখছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ফের রণক্ষেত্র যাদবপুর। ক্য়াম্পাসের বাইরে বিজেপি-আরএসএফ সংঘর্ষে ঝরল রক্ত। যাদবপুরকাণ্ডের আঁচে সরগরম রাজ্য়ও। বিশ্ববিদ্য়ালয়ের ৪ নম্বর গেটের বাইরে অবস্থানে বসে বিজেপির যুব মোর্চা। অন্য়দিকে, ছাত্র মৃত্যুর প্রতিবাদে এবং র্যাগিং বিরোধী সচেতনতায় মিছিল করল কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ও স্টুডেন্টস ইউনিয়ন
দার্জিলিংয়ের নকশালবাড়িতে তৃণমূল পঞ্চায়েত সদস্য়কে মারধর এবং শাসক দলের শ্রমিক নেতা ও তাঁর মাকে ছুরি মারার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। পুরনো শত্রুতার জেরে হামলা চালানো হয় বলে দাবি তৃণমূলের। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
এবার ভারতীয় নৌসেনার হাতে এল আইএনএস বিন্ধ্যগিরি যুদ্ধজাহাজ। বৃহস্পতিবার জলে নামল এই যুদ্ধজাহাজটি। এটি তৈরি করেছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স। এদিন গার্ডেনরিচে গিয়ে জাহাজ উদ্বোধন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং নৌসেনা আধিকারিকরা।
হস্টেলে কোনও আইনের শাসন নেই, মানলেন ডিন অফ স্টুডেন্টস! লালবাজারে ৩ ঘণ্টার জিজ্ঞাসাবাদে হস্টেলে নিয়ন্ত্রণ না থাকার কথা কবুল কর্তৃপক্ষের। 'ছাত্রদের প্রতিরোধের মুখে বিধি কার্যকর করা কঠিন'। গোয়েন্দাদের প্রশ্নের মুখে দাবি যাদবপুরের ডিন অফ স্টুডেন্টসের ।
প্রেক্ষাপট
- ছাত্রমৃত্যুর শোকের (Jadavpur University Student Death) আবহেও ফের রণক্ষেত্র যাদবপুর! সভার পর শুভেন্দুকে (Suvendu Adhikari) কালো পতাকা, গাড়িতে হামলার অভিযোগ। বিজেপি-আরএসএফ (BJP-RSF) সংঘর্ষ-রক্তারক্তি।
- যাদবপুরের মৃত ছাত্রের বাবার আবেদনের পরেও অশান্তি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাম ছাত্র সংগঠনের।
- যাদবপুরের হস্টেলে (JU Hostel) নেই কোনও আইনের শাসন, মানছেন ডিন অফ সটুডেন্টস! লালবাজারের প্রশ্নের মুখে ছাত্রদের প্রতিরোধের সামনে অসহায়তা কবুল!
- কোন পদ্ধতিতে যাদবপুরে হস্টেলের রুম বণ্টন? নথি চাইল পুলিশ। হস্টেল ছিল প্রাক্তনীদের ফ্রির গেস্টহাউস? বিস্ফোরক সুপার।
- ছাত্রমৃত্যুর ৭ দিন পরেও ভাঙল না ঘুম! এখনও সিসি ক্যামেরা বসানো নিয়ে সিদ্ধান্তহীনতায় যাদবপুর কর্তৃপক্ষ! রাতে শুধুমাত্র ১১ঘণ্টা প্রবেশে কড়াকড়ি! বাকি ১৩ঘণ্টা ঢিলেঢালা? উঠছে প্রশ্ন।
- কার স্বার্থ, কীসের ভয়ে ইউজিসি-র গাইডলাইন মানতে এত দ্বিধা? সিসি ক্যামেরা বসানোয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তহীনতা নিয়ে প্রশ্ন প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী
- তেরো বছর আগেই যাদবপুরে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত কার্যকর। এখন কেন নেই? প্রশ্ন প্রাক্তন উপাচার্য প্রদীপ নারায়ণ ঘোষের। ক্যাম্পাসে বিধিনিষেধের ফর্মুলা নিয়েও প্রশ্ন
- পরনে ছিল গামছা। রক্তাক্ত অবস্থায় ট্যাক্সিতে তোলা হয়েছিল যাদবপুরের ছাত্রকে। দাবি চালকের।
- র্যাগিং উৎখাতে নেই রোড ম্যাপ। দায় এড়ানোর চেষ্টা। যাদবপুর কর্তৃপক্ষের জবাবে অসনতুষ্ট রাজ্য শিশু সুরক্ষা কমিশন। চাপ বাড়িয়ে রিপোর্ট তলব এনসিপিসিআরের।
- ছাত্রমৃত্যুর তদন্তে যাদবপুরের রিপোর্টে অসন্তুষ্ট ইউজিসি। ১২ দফা প্রশ্ন-সহ কড়া ইমেল রেজিস্ট্রারকে। স্পষ্ট কর্তৃপক্ষের গাফিলতি। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন উচ্চশিক্ষা দফতরের।
- বছরের পর বছর ধরে যাদবপুরে র্যাগিং, জানত কর্তৃপক্ষ। বিস্ফোরক দাবি হস্টেল সুপারের।
- আইআইটি খড়গপুরে ছাত্রমৃত্যুতে চাঞ্চল্যকর মোড়! দ্বিতীয়বার ময়নাতদন্ত হতেই আত্মহত্যার তত্ত্ব বদলে গেল খুনে! সেকেন্ড পিএম রিপোর্ট ধরেই এগোবে তদন্ত, জানাল আদালত।
- মেধাবী ফয়জান আহমেদের মৃত্যুতে রক্তরহস্য। হস্টেলের ঘরে দুই গ্রুপের রক্তের দাগ! নিহতের ব্লাড গ্রুপ ও পজিটিভ। এবি পজিটিভ ব্লাড এল কীভাবে? প্রশ্ন ফরেন্সিক বিশেষজ্ঞের।
- যাদবপুরের মতো, আইআইটি খড়গপুরের মেধাবী ছাত্রের মৃত্যুতেও উঠছে র্যাগিংয়ের অভিযোগ।
- সন্তান হারানোর শোক মেলাল নদিয়া-পশ্চিম মেদিনীপুর-অসমকে। অন্ধ্র প্রদেশে রহস্যমৃত্যু মেদিনীপুরের ছাত্রের। আত্মহত্যা বলছে বিশ্ববিদ্যালয়। র্যাগিং সন্দেহ পরিবার। দাবি সিবিআই তদন্তের।
- তৃণমূলের পর আজ মৃত ছাত্রের বাড়িতে বিজেপি-সিপিএম-কংগ্রেস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -