WB News LIVE Blog: কলকাতার পুরসভার আর্থিক হাল খারাপ, অধিবেশনেই বুঝিয়ে দিলেন মেয়র

Get the latest West Bengal News and Live Updates: দিনভর কোথায় কী ঘটছে জেনে নিন জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর

ABP Ananda Last Updated: 18 Jan 2023 11:07 PM
WB News Live Updates: মেরামতির কাজের জন্য শনিবার ১২ ঘণ্টা শিয়ালদা-নৈহাটি রুটে ট্রেন বন্ধ 

মেরামতির কাজের জন্য শনিবার ১২ ঘণ্টা শিয়ালদা-নৈহাটি রুটে ট্রেন বন্ধ 
শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত সমস্ত ট্রেন চলাচল বন্ধ
মেরামতির কাজের জন্য শিয়ালদা-রানাঘাট লাইনে সমস্ত লোকাল ট্রেন বাতিল

West Bengal News Live: হসপিটাল রোডের পর এবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে দুর্ঘটনা

হসপিটাল রোডের পর এবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে দুর্ঘটনা। রানি রাসমণি অ্যাভিনিউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল লরি। 

WB News Live Updates: কলকাতার পুরসভার আর্থিক হাল খারাপ, অধিবেশনেই বুঝিয়ে দিলেন মেয়র

কলকাতার পুরসভার আর্থিক হাল খারাপ। অধিবেশনেই বুঝিয়ে দিলেন মেয়র। অন্য কোথাও যাচ্ছে ফান্ড? জানতে বৈঠক ডাকল অ্যাকাউন্টস কমিটি। 

West Bengal News Live: এসটিএফের জালে সন্দেহভাজন আইএস জঙ্গি, সম্ভবত কাল গোপন জবানবন্দি

এসটিএফের জালে সন্দেহভাজন আইএস জঙ্গি, সম্ভবত কাল গোপন জবানবন্দি। সন্দেহভাজন আইএস জঙ্গি সইদ আহমেদকে কে আনা হল প্রেসিডেন্সি জেলে। 

WB News Live Updates: কলকাতায় ফের যকের ধন, বান্ডিল বান্ডিল নোটের হদিশ!

কলকাতায় ফের যকের ধন, বান্ডিল বান্ডিল নোটের হদিশ! বউবাজারে গণেশ চন্দ্র অ্যাভিনিউয়ে উদ্ধার ৫০ লক্ষ টাকা। বড়বাজারের পর বউবাজার, কয়েকদিনে প্রায় দেড় কোটির হদিশ

West Bengal News Live: ধসপ্রবণ রানিগঞ্জের অবস্থা কি জোশীমঠের মতোই?

ধসপ্রবণ রানিগঞ্জের অবস্থা কি জোশীমঠের মতোই? মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরই তৈরি হয়েছে জল্পনা। রানিগঞ্জের ধসপ্রবণ একাধিক এলাকায় ধরা পড়ল ভয়ঙ্কর ছবি! কোথাও বাড়ি সম্পূর্ণ ধসে গিয়েছে। 
কোথাও আবার মাটিতেই ধরেছে ফাটল, যা নিয়ে অনর্গল বেরিয়ে চলেছে ধোঁয়া। পুনর্বাসন মিলবে কবে, প্রশ্ন এলাকার বাসিন্দাদের। 

WB News Live Updates: মেচেদায় ঝুপড়িতে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, ঝলসে মৃত্যু হল বাবা-মেয়ের

মেচেদায় ঝুপড়িতে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি। ঘুমের মধ্যে ঝলসে মৃত্যু হল বাবা-মেয়ের। মাঘের শীতে গৃহহীন হয়ে পড়ল বহু পরিবার। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, স্থানীয় এক স্কুলের মাঠে আশ্রয়হীনদের থাকার ব্য়বস্থা করা হয়েছে। 

West Bengal News Live: কোচবিহারে দলের গোষ্ঠীকোন্দল রুখতে কড়া বার্তা দিল তৃণমূল নেতৃত্ব

কোচবিহারে দলের গোষ্ঠীকোন্দল রুখতে কড়া বার্তা দিল তৃণমূল নেতৃত্ব। দলীয় সভায় সতর্ক করা হল নেতাদের। পঞ্চায়েত ভোটের আগে শাসকদলের গোষ্ঠীবিবাদ ধামাচাপা দেওয়ার চেষ্টা, কটাক্ষ করেছে বিজেপি। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। 

WB News Live Updates: বিহারের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম বাংলার আবাস যোজনার তালিকায়!

বিহারের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম বাংলার আবাস যোজনার তালিকায়! মালদায় রতুয়ায় তদন্তে গিয়ে হতবাক কেন্দ্রীয় দল। পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনায় তুঙ্গে তরজা।

West Bengal News Live: ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘিতে উপনির্বাচন

সুব্রত সাহার মৃত্যু, ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘিতে উপনির্বাচন।

WB News Live Updates: 'নিয়োগ দুর্নীতি নিয়ে কী বলছেন নোবেলজয়ীরা? জানতে চাই', ইচ্ছেপ্রকাশ বিচারপতির 

'নিয়োগ দুর্নীতি নিয়ে কী বলছেন নোবেলজয়ীরা? জানতে চাই', ইচ্ছেপ্রকাশ বিচারপতির 

West Bengal News Live: চাকরির দাবিতে একজোট হয়ে রাস্তায় চাকরিপ্রার্থীদের ১০টি সংগঠন

 চাকরির দাবিতে একজোট হয়ে রাস্তায় চাকরিপ্রার্থীদের ১০টি সংগঠন

WB News Live Updates: দিদির দূত কর্মসূচিতে ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক জুন মালিয়া

দিদির দূত কর্মসূচিতে ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক জুন মালিয়া

West Bengal News Live: মেঘালয়ে ভোটের প্রচারে গিয়ে ফের অভিষেকের নিশানায় কংগ্রেস

মেঘালয়ে ভোটের প্রচারে গিয়ে ফের অভিষেকের নিশানায় কংগ্রেস

WB News Live Updates: নিয়োগ দুর্নীতি মামলায় হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে তলব

নিয়োগ দুর্নীতি মামলায় হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে তলব

West Bengal News Live: দিদির দূত কর্মসূচিতে মন্ত্রীর কাছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের পরিবারের বিরুদ্ধে ক্লাবের জমি দখল করে নেওয়ার অভিযোগ জানালেন গ্রামবাসীরা

দিদির দূত কর্মসূচিতে মন্ত্রীর কাছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের পরিবারের বিরুদ্ধে ক্লাবের জমি দখল করে নেওয়ার অভিযোগ জানালেন গ্রামবাসীরা। খড়দা বিধানসভার মহিষপোতার বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচির প্রচারে যান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মন্ত্রীর কাছে তৃণমূল প্রধানের স্ত্রী ও ভাগ্নে স্থানীয় ক্লাবের জমি দখল করে নিয়েছেন বলে নালিশ জানান গ্রামবাসীরা। প্রকাশ্যে নয়, অভিযোগ নিয়ে আলাদাভাবে আলোচনা করবেন বলে জানান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। গোটাটাই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেছেন তৃণমূল প্রধান। 

WB News Live Updates: একেনবাবুর গল্পের লেখক সুজন দাশগুপ্তর অস্বাভাবিক মৃত্যু

একেনবাবুর গল্পের লেখক সুজন দাশগুপ্তর অস্বাভাবিক মৃত্যু। ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ। বাইপাসের ধারে উদিতা অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার দেহ। ফ্ল্যাটে তিনি একাই ছিলেন। তাঁর স্ত্রী শান্তিনিকেতনে আছেন। পরিচারিকা এসে ডাকাডাকি করার পর দরজা না খোলায় পুলিশকে খবর। পুলিশ এসে দরজা ভেঙে  মৃতদেহ উদ্ধার করে। সুজন দাশগুপ্তর শোবার ঘর থেকে উদ্ধার হয় মৃতদেহ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে সার্ভে পার্ক থানার পুলিশ। 


 

West Bengal News Live: বেতনের দাবিতে প্রাক্তন মৎস্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ মৎস্য দফতরের চুক্তিভিত্তিক কর্মীরা

বেতনের দাবিতে বোলপুরে প্রাক্তন মৎস্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন মৎস্য দফতরের চুক্তিভিত্তিক কর্মীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, গত ৯ মাস ধরে তাঁরা বেতন পাননি। 
বকেয়া বেতনের দাবিতে এদিন সকালে বোলপুরের বিধায়ক ও প্রাক্তন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহর বাড়ির সামনে বিক্ষোভ দেখান মৎস্য দফতরের চুক্তিভিত্তিক কর্মীরা। চন্দ্রনাথ সিংহ মৎস্যমন্ত্রী থাকাকালীন তাঁদের নিয়োগ করা হয়েছিল বলে দাবি করেন। যদিও একে বিক্ষোভ বলে মানতে নারাজ মন্ত্রী। সমস্যার কথা বলতে এসেছিলেন ওই কর্মীরা। দাবি চন্দ্রনাথ সিংহর। 

WB News Live Updates: ব্যস্ত অফিস টাইমে শিয়ালদা-ক্যানিং শাখায় ট্রেন চলাচল ব্যাহত

ব্যস্ত অফিস টাইমে শিয়ালদা-ক্যানিং শাখায় ট্রেন চলাচল ব্যাহত। সকালে চম্পাহাটি স্টেশনের কাছে রেলগেটের ওপর একটি লরি বিকল হয়ে যায়। এর জেরে ট্রেন দাঁড়িয়ে পড়ে। সকাল ৮টা থেকে ভোগান্তি শুরু হয়। একাধিক স্টেশনে যাত্রীদের ভিড় জমতে শুরু করে। বিকল লরিটিকে সরানো হলে, পৌনে ২ ঘণ্টা পর, শিয়ালদা-ক্যানিং শাখায় ফের ট্রেন চলাচল শুরু হয়। 

West Bengal News Live: বিহারের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম রয়েছে বাংলার আবাস যোজনার তালিকায়

বিহারের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম রয়েছে বাংলার আবাস যোজনার তালিকায়। মালদার রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে তদন্তে গিয়ে হতবাক কেন্দ্রীয় প্রতিনিধিদল। বিষয়টি নিয়ে হইচই শুরু হতেই বাংলার আবাস তালিকা থেকে নাম বাদ পড়ল বিহারের বাসিন্দার। গতকাল রতুয়ার গোবিন্দপুর গ্রামে তদন্তে গিয়ে কেন্দ্রীয় প্রতিনিধিদল জানতে পারে, আবাস তালিকায় নাম থাকা শ্যাম যাদব বিহারের কাটিহার জেলার বাসিন্দা ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য। বাড়িতে গিয়ে শ্যামের দেখা পাননি কেন্দ্রীয় প্রতিনিধিরা। তবে তাঁর মা স্বীকার করেন, তাঁরা বিহারের বাসিন্দা। বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসে মালদা জেলা প্রশাসন। বিডিও-কে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন জেলাশাসক। এরপরই বাংলার আবাস তালিকা থেকে তড়িঘড়ি নাম বাদ পড়ে বিহারের বাসিন্দার।

WB News Live Updates: কলকাতা মেডিক্যাল, যাদবপুরের পর এবার ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

কলকাতা মেডিক্যাল, যাদবপুরের পর এবার ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। গতকাল বিকেল সাড়ে ৫টা থেকে অবস্থানে বসেছেন SFI সদস্যরা। তাঁদের দাবি, ২০১৯-পর আর ছাত্র সংসদ নির্বাচন হয়নি। অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়েছে প্রেসিডেন্সির বাম ছাত্র সংগঠন। এর আগে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে ওঠে কলকাতা মেডিক্যাল কলেজ। অবস্থান বিক্ষোভে বসেন মেডিক্যাল পড়ুয়ারা। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ টানাপোড়েন চলে। একইভাবে ছাত্র ভোটের দাবি ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও। সেখানে সমাবর্তনে উপস্থিত রাজ্যপালের সামনেই বিক্ষোভ দেখায় SFI ও ফেটসু। 

West Bengal News Live: দলীয় কর্মীদের জন্য ড্রেস কোড বেঁধে দিলেন উত্তর ২৪ পরগনার অশোকনগরের তৃণমূল বিধায়ক

এবার দিদির দূত হিসেবে যাওয়া দলীয় কর্মীদের জন্য ড্রেস কোড বেঁধে দিলেন উত্তর ২৪ পরগনার অশোকনগরের তৃণমূল বিধায়ক। গতকাল নিজের বিধানসভা কেন্দ্রে দিদির সুরক্ষাকবচ কর্মসূচির প্রচারে গিয়ে বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, দিদির দূত কর্মসূচিতে চুল লাল করে, কানে দুল পরে যাওয়া যাবে না। তৃণমূলের আইটি বিষয়টি দেখছে বলেও জানান অশোকনগরের তৃণমূল বিধায়ক। দিদির দূত কর্মসূচিতে গিয়ে বিধায়কের এই মন্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

WB News Live Updates: পূর্ব মেদিনীপুরের মেচেদা স্টেশনের কাছে রেললাইন লাগোয়া ঝুপড়িতে ভয়াবহ আগুন

পূর্ব মেদিনীপুরের মেচেদা স্টেশনের কাছে রেললাইন লাগোয়া ঝুপড়িতে ভয়াবহ আগুন। ঝলসে মৃত্যু হল বাবা ও বিশেষভাবে সক্ষম মেয়ের। কমপক্ষে ১৫টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়।  স্থানীয়রা জানিয়েছেন, এদিন ভোর সাড়ে ৪টে নাগাদ রেললাইনের ধারে একটি ঝুপড়িতে রান্না চলাকালীন আগুন লেগে যায়। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় একের পর এক ঝুপড়ি। ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হয় বছর ষাটের গোকুল কর ও তাঁর মেয়ে বছর বত্রিশের মল্লিকার। দমকলের ২টি ইঞ্জিনের সাহায্যে ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, ঝুপড়িগুলি ভস্মীভূত হয়ে যাওয়ায় শীতের ভোরে মাথার ওপর ছাদ হারিয়েছে বেশ কয়েকটি পরিবার।

West Bengal News Live: আজও সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা সূর্য

আজও সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা সূর্য। এর মধ্যেই ফের চড়ল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ ও কাল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া এবং উত্তর ২৪ পরগনা জেলাতেও।অন্যদিকে, কোচবিহারে হাড়কাঁপানো ঠান্ডা। সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সব জেলাতেই পারদ নেমেছে।

WB News Live Updates: গ্রামের মেলায় দু’পক্ষের হাতাহাতিকে কেন্দ্র করে লাভপুরে বোমাবাজি

গ্রামের মেলায় দু’পক্ষের হাতাহাতিকে কেন্দ্র করে বীরভূমের লাভপুরে বোমাবাজির ঘটনা ঘটল। সংঘর্ষ থামাতে গিয়ে ২ পুলিশ কর্মী আহত হন। তাঁদের একজনের পিঠে, আরেকজনের হাতে আঘাত লাগে। স্থানীয়রা জানিয়েছেন, গতকাল রাত ১০টা নাগাদ লাভপুরের দরবারপুর গ্রামে মেলা চলাকালীন দু’পক্ষের বচসা বাধে।তারপর শুরু হয় বোমাবাজি। পরে লাভপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। কী নিয়ে বিবাদের জেরে বোমাবাজি, তা এখনও স্পষ্ট নয়।

WB News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে অধীর চৌধুরীর পদযাত্রা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে অধীর চৌধুরীর পদযাত্রা। বাংলায় আজ ভারত জোড়ো যাত্রার চতুর্থ দিন। ডায়মন্ড হারবার থেকে আমতলা পর্যন্ত ১৬ কিলোমিটার বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, আশুতোষ চট্টোপাধ্যায়, সৌম্য আইচ রায়-সহ কংগ্রেস নেতারা। 

WB News Live Updates; হকের চাকরির দাবিতে আজ একজোট হয়ে রাস্তায় চাকরিপ্রার্থীদের ১০টি সংগঠন

হকের চাকরির দাবিতে আজ একজোট হয়ে রাস্তায় চাকরিপ্রার্থীদের ১০টি সংগঠন। শিয়ালদা, হাওড়া ও কলেজ স্ট্রিট থেকে চাকরিপ্রার্থীদের মিছিল রানি রাসমণি অ্যাভিনিউয়ে এসে জড়ো হবে। সেখানে সভা করবেন চাকরিপ্রার্থীরা। ২০১৪ সালের প্রাথমিক, গ্রুপ D, SLST প্রার্থীরা এদিনের কর্মসূচিতে অংশ নেবেন।দক্ষিণ ২৪ পরগনার, ২০০৯ সালের প্রাথমিকের যে চাকরিপ্রার্থীদের নাম প্য়ানেলে ছিল না, তাঁরাও এই কর্মসূচিতে থাকছেন। তবে প্যানেলে যাঁদের নাম রয়েছে, তাঁরা এদিনের কর্মসূচিতে অংশ নিচ্ছেন না। এর আগে গতবছরের ১৯ ডিসেম্বর, হাইকোর্টের সম্মতিতে কলকাতায় মহামিছিলের আয়োজন করে চাকরিপ্রার্থীদের ৯টি সংগঠনের জোট।

WB News Live Updates: গ্রামের মেলায় দু’পক্ষের হাতাহাতিকে কেন্দ্র করে বীরভূমের লাভপুরে বোমাবাজি

গ্রামের মেলায় দু’পক্ষের হাতাহাতিকে কেন্দ্র করে বীরভূমের লাভপুরে বোমাবাজির ঘটনা ঘটল। সংঘর্ষ থামাতে গিয়ে ২ পুলিশ কর্মী আহত হন। তাঁদের একজনের পিঠে, আরেকজনের হাতে আঘাত লাগে। স্থানীয়রা জানিয়েছেন, গতকাল রাত ১০টা নাগাদ লাভপুরের দরবারপুর গ্রামে মেলা চলাকালীন দু’পক্ষের বচসা বাধে।তারপর শুরু হয় বোমাবাজি। পরে লাভপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। কী নিয়ে বিবাদের জেরে বোমাবাজি, তা এখনও স্পষ্ট নয়। 

WB News Live Updates; বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির সামনে এবং হাইকোর্ট চত্বরে কারা লাগাল পোস্টার?

বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির সামনে এবং হাইকোর্ট চত্বরে কারা লাগাল পোস্টার? কারা সেই পোস্টার ছাপাল? পুলিশ তার প্রেক্ষিতে কী ব্যবস্থা নিয়েছে? মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হল রাজ্য সরকার ও পুলিশকে। একদিকে, পোস্টারকাণ্ডে রাজ্য সরকারের রিপোর্ট চেয়ে পাঠাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অন্যদিকে, পুলিশ কমিশনারকে ২ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল ৩ বিচারপতির বৃহত্তর বেঞ্চ।

WB News Live Updatesবিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির সামনে এবং হাইকোর্ট চত্বরে কারা লাগাল পোস্টার?

বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির সামনে এবং হাইকোর্ট চত্বরে কারা লাগাল পোস্টার? কারা সেই পোস্টার ছাপাল? পুলিশ তার প্রেক্ষিতে কী ব্যবস্থা নিয়েছে? মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হল রাজ্য সরকার ও পুলিশকে। একদিকে, পোস্টারকাণ্ডে রাজ্য সরকারের রিপোর্ট চেয়ে পাঠাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অন্যদিকে, পুলিশ কমিশনারকে ২ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল ৩ বিচারপতির বৃহত্তর বেঞ্চ।

West Bengal News Live: কলকাতা হাইকোর্টের নির্দেশ

অবমাননা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্ট কিম্বা অন্যত্র বিক্ষোভ-অবস্থান করা যাবে না। নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ৩ বিচারপতির বৃহত্তর বেঞ্চ। এই মামলায় বার কাউন্সিল অফ ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল এবং কলকাতা হাইকোর্টের আইনজীবীদের ৩টি সংগঠনকে পক্ষ করার নির্দেশ দিয়েছে আদালত।

WB News Live Updates শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে পথে শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ

শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে পথে নামল বিজেপি ঘনিষ্ঠ বলে পরিচিত সংগঠন শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ। গতকাল হাওড়া এবং শিয়ালদা থেকে সংগঠনের ব্যানারে দুটি মিছিল গিয়ে মিলিত হয় ধর্মতলায়। সেখানে সমাবেশ করে রাজ্য সরকারকে নিশানা করেন বক্তারা। এই ইস্যুতে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল।

West Bengal News Live: উচ্চ আদালতে যাওয়ার চিন্তা-ভাবনা অঙ্কুর দাসের

জলপাইগুড়ির অ্যামবুল্যান্সকাণ্ডে গ্রেফতারের পর আদালতের নির্দেশে জামিন পেয়েছেন সাহায্যকারী। পুলিশ যে ধারা দিয়েছে, তা নিয়েও পর্যবেক্ষণে প্রশ্ন তুলেছেন বিচারক। সূত্রের দাবি, পুলিশের গ্রেফতারির বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার চিন্তা-ভাবনা করছেন অঙ্কুর দাস।

প্রেক্ষাপট

কলকাতা: বিতর্কের মুখে প্রশ্নপত্র থেকে 'আজাদ কাশ্মীর' বাদ। টেস্ট পেপারে 'আজাদ কাশ্মীরের' বদলে ম্যাপ পয়েন্টিংয়ে চিহ্নিত করতে হবে শুধু 'কাশ্মীর', জানাল পর্ষদ। 


মাধ্যমিকের টেস্ট পেপারে পাকিস্তানের ভাষা। বিচ্ছিন্নতাবাদীর শক্তির সমর্থক সরকার, কটাক্ষ বিজেপির। হিন্দুত্ববাদ ছাড়া কিছুই জানে না, পাল্টা তৃণমূল। 


বিচারপতি মান্থার বাড়ির সামনে পোস্টারকাণ্ডে এখনও দুষ্কৃতীরা অধরা! কার নির্দেশ, কোথায় ছাপা? ২ ফেব্রুয়ারির মধ্যে সিপির রিপোর্ট চাইল ডিভিশন বেঞ্চ। 


অবমাননার মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টে বিক্ষোভ-অবস্থানে নিষেধাজ্ঞা। দেওয়া যাবে না স্লোগান-ব্যানার। জানিয়ে দিল ৩ সদস্যের বিশেষ বেঞ্চ। 


বিচারব্যবস্থায় হস্তক্ষেপ বন্ধ হোক। সুপ্রিম কোর্টের কলেজিয়াম প্রথায় কেন্দ্রীয় হস্তক্ষেপের অভিযোগে ফের সরব মমতা। প্রভাব খাটাতে চাইছেন, পাল্টা বিজেপি।


মোটা টাকা চেয়ে শালিমার পেন্টসে হুমকি ফোন। হাওড়ায় তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল নেতা। বকেয়ার জন্য আন্দোলনে, তাই মিথ্যে অভিযোগ, পাল্টা দাবি নেতার।


আবাসে দুর্নীতির খোঁজে ফাঁসিদেওয়ায় কেন্দ্রীয় দল। কথা বললেন বঞ্চিতদের সঙ্গে। ফেরার পরেই তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি। 


উত্তর ২৪ পরগনা থেকে কোচবিহার, জলপাইগুড়ি। জেলায় জেলায় ফের বিক্ষোভের মুখে দিদির দূতেরা। বাঁকুড়ায় রাস্তা নিয়ে প্রশ্নের মুখে বিজেপি বিধায়ক। 


সোনারপুরে হঠাৎ সিপিএম নেতা সুজনের বাড়িতে তৃণমূল বিধায়ক লাভলী। বাড়িতে না থাকায় পরিবারের সঙ্গেই কথা। চা খাওয়ার আমন্ত্রণে সাড়া। 


প্রজাপতি নিয়ে ফের সংঘাতে মিঠুন-কুণাল।


প্রজাপতির নন্দনে শো না পাওয়া বিতর্কে ফের মুখ খুললেন দেব। 


লোকসভা ভোটে ফের নাড্ডার উপরেই আস্থা বিজেপির। ২০২৪-র জুন পর্যন্ত থাকবেন সর্বভারতীয় সভাপতি। নতুন করে দায়িত্ব পেয়ে আজই আসছেন বাংলায়।


ফের সেই রেফার রোগ! বাঙুর, এসএসকেএম, চিত্তরঞ্জন ন্যাশনাল ঘুরে এনআরএসে পায়ে চোট পাওয়া যুবকের মৃত্যু। রিপোর্ট চাইল স্বাস্থ্য দফতর। 


রাজ্য-রাজভবন সংঘাতে ইতি। রাজ্যপালকে পাশে নিয়ে বোঝালেন ব্রাত্যর। উপাচার্যদের সঙ্গে বৈঠকে খুশি রাজ্যপালও। 


জোশীমঠের মতো রানিগঞ্জের ধস নিয়েও উদ্বেগে মুখ্যমন্ত্রী। ইসিএলকে কাঠগড়ায় তুলে বিপর্যয়ের আশঙ্কা। রাজ্যের মদতেই কয়লাপাচার, পাল্টা বিজেপি।


 আমদানি সংক্রান্ত জটিলতার জেরে রাজ্য জুড়ে হঠাৎ দুধের বিকল্প বেবি ফুডের ঘোর 'সঙ্কট'। স্যালাইনের ভরসায় বহু সদ্যোজাত। 


ফের মেঘালয় সফরে মমতা। কর্মিসভার পরে আজ ভোটের প্রচারে জনসভা। যাওয়ার পথে আলিপুরদুয়ারের হাসিমারায় জনসংযোগ। বিলি করলেন শীতবস্ত্র। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.