WB News LIVE Blog: মোমিনপুরে অশান্তির ঘটনায় এবার তদন্তে এনআইএ

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট

ABP Ananda Last Updated: 18 Oct 2022 11:53 PM
WB News Live Updates: মোমিনপুরে অশান্তির ঘটনায় এবার তদন্তে এনআইএ

মোমিনপুরে অশান্তির ঘটনায় এবার তদন্তে এনআইএ। হাইকোর্টের দায়িত্ব ছাড়ার পরেই কেন্দ্রের নির্দেশ। একটি মামলা দায়ের করে শুরু হচ্ছে তদন্ত। 

WB News Live: বেলেঘাটায় মহিলা আইনজীবীর বাড়িতে ডাকাতির ঘটনায় অভিযুক্তের রহস্যমৃত্যু

বেলেঘাটায় মহিলা আইনজীবীর বাড়িতে ডাকাতির ঘটনায়  অভিযুক্তের রহস্যমৃত্যু। বিহারের মুজফ্ফরপুর থেকে উদ্ধার গুলিবিদ্ধ দেহ। দু’-দু’বার পুলিশ হেফাজত থেকে পালিয়েছিল অভিযুক্ত। কীভাবে মৃত্যু, জানতে বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করছে কলকাতা পুলিশ।

WB News Live Updates: বীরভূমের মাড়গ্রামে বামেদের চোর ধরো, জেল ভরো কর্মসূচি

বীরভূমের মাড়গ্রামে বামেদের চোর ধরো, জেল ভরো কর্মসূচি। মহম্মদ সেলিমের নেতৃত্বে মিছিল শুরু হয়। মিছিল শেষে পথসভার আয়োজন করা হয়েছে। মিছিলে যোগ দিয়েছে সিপিএমের জেলা নেতৃত্ব। 

WB News Live: কোচবিহার পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে দ্বন্দ্ব তৃণমূলে

কোচবিহার ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির নির্বাচন নিয়ে দলের অন্দরে দ্বন্দ্ব কাটাতে উদ্যোগ নিলেন তৃণমূল জেলা সভাপতি। নির্বাচনের সময় অফিসের বাইরে বসে তদারকি করলেন। এনিয়ে ক্ষোভ উগরে দিয়েছে তৃণমূলের একাংশ। শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি।

WB News Live Updates: ফের ডেঙ্গি একদিনে জোড়া মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১০৯১

ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে একদিনে জোড়া মৃত্যু। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু দেগঙ্গার ফাতিমা বিবির।দক্ষিণ ২৪ পরগনার আনন্দ নস্কর
ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি সংক্রমণের উল্লেখ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গি আক্রান্ত ১০৯১ জন। 

WB News Live: রামপুরহাটে চলন্ত ট্রেন থেকে ধাক্কা, পুলিশকর্মীই গ্রেফতার!

রামপুরহাটে চলন্ত ট্রেন থেকে ধাক্কা, পুলিশকর্মীই গ্রেফতার! বোলপুর থেকে মূল অভিযুক্ত কলকাতা ট্রাফিক পুলিশকর্মী গ্রেফতার
বোলপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করল সাঁইথিয়া জিআরপি। শনিবার রামপুরহাটের কাছে হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস থেকে ধাক্কা। ট্রেন থেকে ধাক্কা, আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত উদ্ধার। আগেই গ্রেফতার ১, এবার গ্রেফতার মূল অভিযুক্ত মন্টু মণ্ডল।

WB News Live Updates: স্বাস্থ্য দফতরের লাইসেন্স ও টেন্ডার পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকার প্রতারণা

স্বাস্থ্য দফতরের লাইসেন্স ও টেন্ডার পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল। অভিযুক্তকে গ্রেফতার করেছে আনন্দপুর থানার পুলিশ। স্বাস্থ্য দফতরের আধিকারিকের সই ও স্ট্যাম্পও জাল করা হয়েছে বলে দাবি পুলিশের।

WB News Live: চুঁয়াপুর রেলওয়ে ওভারব্রিজ নিয়ে কংগ্রেস-বিজেপি তরজা

কাজ শেষ হলেও চুঁয়াপুর রেলওয়ে ওভারব্রিজ নিয়ে কংগ্রেস সাংসদ ও বিজেপি বিধায়কের তরজা অব্যাহত। যা নিয়ে বিরোধীদের কটাক্ষ করেছে শাসকদল তৃণমূলও।  

WB News Live Updates: চুঁচুড়ায় শিখ পরিবারের ওপর হামলা, আটক ১

বেপরোয়াভাবে বাইক চালানোর প্রতিবাদ করায়, চুঁচুড়ায় শিখ পরিবারের ওপর হামলা। থানায় অভিযোগ দায়ের। ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ।

WB News Live: পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ

পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ। কাঁথির ২ নম্বর ব্লকে তৃণমূল কর্মী বিমল বারিকের বাড়িতে বিস্ফোরণ। ‘বাড়িতে শর্টসার্কিটের জন্য বিস্ফোরণ। ‘অশান্তির বাতাবরণ তৈরির চেষ্টা বিজেপির’, দাবি তৃণমূল কংগ্রেসের। ‘বাড়িতে মজুত বোমা থেকে বিস্ফোরণ। বোমা বিস্ফোরণ ঢাকতে শর্টসার্কিটের তত্ত্ব’, পাল্টা অভিযোগ বিজেপির।

WB News Live Updates: ভাদু শেখ খুনে আরও গ্রেফতার, ৬ দিনের সিবিআই হেফাজত

রামপুরহাটে তৃণমূল নেতা ভাদু শেখ খুনে আরও গ্রেফতার।পলাতক আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। ৬দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের।

WB News Live: মাথাভাঙা ১ নম্বর ব্লকের বিজয়া সম্মিলনীর মঞ্চে প্রকাশ্যে বিবাদ ২ তৃণমূল নেতার

মাথাভাঙা ১ নম্বর ব্লকের বিজয়া সম্মিলনীর মঞ্চে প্রকাশ্যে বিবাদ ২ তৃণমূল নেতার। প্রকাশ্যে বিবাদে ২ তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদ এবং নজরুল হক। 

WB News Live Updates: মানিক ভট্টাচার্যের আত্মীয়দের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা!

মানিক ভট্টাচার্যের আত্মীয়দের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা! এই টাকার উৎস কী? কোথা থেকে এল এই টাকা? কে বা কারা দিল? এর সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও যোগ আছে? এগুলো কি ঘুষের টাকা? সূত্রের দাবি, নিয়োগ দুর্নীতির তদন্তে, এখন এই প্রশ্নগুলির উত্তর খুঁজছেন ED’র তদন্তকারীরা। 

WB News Live: ভোট-পরবর্তী হিংসা মামলায় দেবরাজ চক্রবর্তীকে সিবিআই জিজ্ঞাসাবাদ

ভোট-পরবর্তী হিংসা মামলায় দেবরাজ চক্রবর্তীকে সিবিআই জিজ্ঞাসাবাদ। বিধাননগরের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। বিজেপি কর্মী প্রসেনজিৎ দাসের রহস্যমৃত্যুর তদন্তে দেবরাজকে জিজ্ঞাসাবাদ ।৩ মে, ২০২১: বিজেপি কর্মী প্রসেনজিত্‍ দাসের ঝুলন্ত দেহ উদ্ধারহ।

Cattle Smuggling Case: গরুপাচার মামলায় ফের বোলপুরে সিবিআই, নানুরের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানকে জিজ্ঞাসাবাদ

গরুপাচার মামলার তদন্তে ফের বোলপুরে সিবিআই। নানুরের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানকে সিবিআই জিজ্ঞাসাবাদ। বোলপুরের একাধিক বেসরকারি ব্যাঙ্কের কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদ। পূর্বপল্লির গেস্ট হাউসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদ। ‘কিছু নথি চেয়ে পাঠিয়েছিল সিবিআই, নিয়ে এসেছিলাম’, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পরে দাবি বেসরকারি ব্যাঙ্কের কর্মীর। 

WB News Live Updates: অনুব্রত মণ্ডলের দিদি শিবানী ঘোষের বাড়িতে সিবিআই

অনুব্রত মণ্ডলের দিদি শিবানী ঘোষের বাড়িতে সিবিআই। গুরুপল্লিতে শিবানী ঘোষের বাড়িতে সিবিআই। বীরভূম জেলার প্রাক্তন প্রাথমিক শিক্ষা সাংসদের চেয়ারম্যান রাজা ঘোষের মা শিবানী ঘোষ। গরুপাচার মামলায় অনুব্রতর গ্রেফতারির পর বেনামি সম্পত্তির হদিশ। ভুবনডাঙায় শিব শম্ভু রাইস মিলে অগাস্ট মাসে তল্লাশি চালায় সিবিআই। শিব-শম্ভু রাইস মিলের মালিক শিবানী ঘোষের স্বামী কমল কান্ত ঘোষ। বীরভূম জেলা রাইস মিল অ্যাসোসিয়েশনের নথিতে শিব-শম্ভু রাইস মিলের মালিক। রাইস মিলের মালিক হিসাবে কমল কান্তি ঘোষের নাম রয়েছে। 

WB News Live: হাওড়ার শিবপুরে ব্যবসায়ীর বাড়িতে যকের ধন, ১০০ কোটি পার!

হাওড়ার শিবপুরে ব্যবসায়ীর বাড়িতে যকের ধন, কোটির সেঞ্চুরি পার! একাধিক অ্যাকাউন্টে কয়েক মাসের মধ্যেই ১৩৪ কোটির লেনদেন!
হাওড়ায় ব্যবসায়ীর ১৭টি অ্যাকাউন্ট থেকে ৫৭ কোটির লেনদেন! ফেরার আরও অজস্র অ্যাকাউন্ট থেকে ৭৭ কোটির লেনদেন! শুধু সেপ্টেম্বরেই ৭৭ কোটির লেনদেন, আগে ৫৭ কোটির লেনদেন। ফেরার পাণ্ডে ব্রাদার্স, আরও টাকার খোঁজে তল্লাশি পুলিশের। শিবপুরে ২টি ফ্ল্যাট থেকে ৮ কোটির বেশি নগদের হদিশ!

WB News Live Updates: তপসিয়ায় জুতোর কারখানায় অগ্নিকাণ্ড, দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

তপসিয়ায় জুতোর কারখানায় অগ্নিকাণ্ড। দমকলের ৮টি ইঞ্জিন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। 

WB News Live: ঝাঁঝ বাড়ল করুণাময়ীতে, অনশন আন্দোলনের সিদ্ধান্ত আন্দোলনকারীদের

ঝাঁঝ বাড়ল করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে অবস্থান-আন্দোলনের। খাবার-জল ছেড়ে অনশন আন্দোলনের সিদ্ধান্ত আন্দোলনকারীদের। অসুস্থ ৫। আন্দোলনকে অন্যায্য

Panchayat Election 2023: সম্ভবত মার্চ-এপ্রিলে পঞ্চায়েত ভোট, ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনের

সম্ভবত মার্চ-এপ্রিলে পঞ্চায়েত ভোট, ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনের। রাজ্য পুলিশ দিয়েই পঞ্চায়েত ভোট, এমনই ইঙ্গিত কমিশন-প্রশাসন সূত্রে। কাল ২০টি জেলার আসন বিন্যাস-আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা প্রকাশ। জানুয়ারিতে প্রকাশিত হতে পারে বিজ্ঞপ্তি, সম্ভবত মার্চ-এপ্রিলে ভোট।

WB News Live Updates: অবস্থানে অনড় পর্ষদ, পাল্টা আমরণ অনশনে চাকরিপ্রার্থীরা

অবস্থানে অনড় পর্ষদ, পাল্টা আমরণ অনশনে চাকরিপ্রার্থীরা। ২৭ ঘণ্টা পার, খাবার-জল ফেলে অনশনে প্রাথমিকের টেট চাকরিপ্রার্থীরা। আন্দোলনের নেপথ্যে রাজনৈতিক মদতের অভিযোগ প্রাথমিক পর্ষদের। ‘নিয়োগ প্রক্রিয়াকে বাধা দিতে আন্দোলনকে জিইয়ে রাখার চেষ্টা’, প্রাথমিকের টেট চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে পাল্টা আক্রমণে পর্ষদ। ‘পরপর ২ বার ইন্টারভিউ দিয়েও প্যানেলভুক্ত হননি ২০১৪-র টেট চাকরিপ্রার্থীরা’, আন্দোলনকারীদের দাবি অন্যায্য, আইনানুগ নয়, জানিয়ে দিল পর্ষদ। ‘বয়সের ঊর্ধ্বসীমা নিয়েও কিছু করার নেই আমাদের’, আন্দোলনকারীদের দাবি উড়িয়ে সরকারের কোর্টে ঠেলল প্রাথমিক পর্ষদ।

WB News Live: আন্দোলনকারীদের দাবি অন্যায্য, আইনানুগ নয়, দাবি পর্ষদের

প্রাথমিক টেট উত্তীর্ণদের দাবি মানল না পর্ষদ। আন্দোলনকারীদের দাবি অন্যায্য, আইনানুগ নয়, দাবি পর্ষদের। ‘পরপর দু’বার ইন্টারভিউ দিয়েও প্যানেলভুক্ত হননি ২০১৪-র টেট চাকরিপ্রার্থীরা। বয়সের ঊর্ধ্বসীমা নিয়েও কিছু করার নেই আমাদের’, বয়সের ঊর্ধ্বসীমার সিদ্ধান্ত সরকারের কোর্টে ছাড়ল পর্ষদ।

WB News Live Updates: টেট দুর্নীতি নিয়ে তদন্ত চালাতে পারবে সিবিআই

টেট দুর্নীতি নিয়ে তদন্ত চালাতে পারবে সিবিআই। তবে মানিক ভট্টাচার্যকে নিয়ে এখনই কড়া পদক্ষেপ নয়। পর্ষদ সভাপতি পদ থেকে মানিক অপসারণের নির্দেশেও স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের।

WB News Live : অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন আন্দোলনকারী

২৫ ঘণ্টা পার। হকের চাকরির দাবিতে সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে লাগাতার অবস্থান-আন্দোলনে ২০১৪-র প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। তার মাঝেই অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন আন্দোলনকারী। এবার অনশন আন্দোলন শুরু করলেন আন্দোলনকারীরা। নিজেদের কাছে থাকা খাবার-জল ফেলে আন্দোলনে চাকরিপ্রার্থীরা।

WB News Live Updates: প্রাথমিক টেট উত্তীর্ণদের দাবি মানল না পর্ষদ

প্রাথমিক টেট উত্তীর্ণদের দাবি মানল না পর্ষদ। আন্দোলনকারীদের দাবি অন্যায্য, আইননানুগ নয়, দাবি পর্ষদের। ‘পরপর দু’বার ইন্টারভিউ দিয়েও প্যানেলভুক্ত হননি ২০১৪-র টেট চাকরিপ্রার্থীরা। বয়সের ঊর্ধ্বসীমা নিয়েও কিছু করার নেই আমাদের’। বয়সের ঊর্ধ্বসীমার সিদ্ধান্ত সরকারের কোর্টে ছাড়ল পর্ষদ।

WB News Live : প্রাথমিক টেট উত্তীর্ণদের দাবি মানল না পর্ষদ, আন্দোলনকারীদের দাবি অন্যায্য, বলল পর্ষদ

প্রাথমিক টেট উত্তীর্ণদের দাবি মানল না পর্ষদ
আন্দোলনকারীদের দাবি অন্যায্য, আইননানুগ নয়, দাবি পর্ষদের
‘পরপর দু’বার ইন্টারভিউ দিয়েও প্যানেলভুক্ত হননি ২০১৪-র টেট চাকরিপ্রার্থীরা’
‘বয়সের ঊর্ধ্বসীমা নিয়েও কিছু করার নেই আমাদের’
বয়সের ঊর্ধ্বসীমার সিদ্ধান্ত সরকারের কোর্টে ছাড়ল পর্ষদ

WB News Live Updates: প্রাথমিক টেট চাকরিপ্রার্থীদের পাশাপাশি এবার রাস্তায় প্রধান শিক্ষকরাও

প্রাথমিক টেট চাকরিপ্রার্থীদের পাশাপাশি এবার রাস্তায় প্রধান শিক্ষকরাও। নিয়োগের দাবিতে সল্টলেকের করুণাময়ীতেই রাস্তায় অবস্থান-বিক্ষোভ প্রধান শিক্ষকদের। দীর্ঘদিন ধরে কেন নিয়োগ হচ্ছে না? প্রশ্ন তুলে রাস্তায় প্রধান শিক্ষকরা। 

West Bengal News Live: কাজে যোগ দেওয়ার আগে বোনাস বাড়ানোর দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিকদের মানববন্ধন

কাজে যোগ দেওয়ার আগে বোনাস বাড়ানোর দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিকদের মানববন্ধন। রাজনীতির রং ভুলে শ্রমিক স্বার্থে একজোট হয়ে প্রতিবাদে সামিল ডান-বাম সব ক’টি শ্রমিক সংগঠন। শ্রমিকদের দাবি, দুর্গাপুর ইস্পাত কারখানা। 

WB News Live Updates: বীরভূমের মাড়গ্রামে বামেদের চোর ধরো, জেল ভরো কর্মসূচি

বীরভূমের মাড়গ্রামে বামেদের চোর ধরো, জেল ভরো কর্মসূচি। মহম্মদ সেলিমের নেতৃত্বে মিছিল শুরু হয়। মিছিল শেষে পথসভার আয়োজন করা হয়েছে। মিছিলে যোগ দিয়েছে সিপিএমের জেলা নেতৃত্ব। 

West Bengal News Live: হাওড়ায় কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় এবার অনুসন্ধান শুরু করল ইডি

হাওড়ায় কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় এবার অনুসন্ধান শুরু করল ইডি। সূত্রের খবর, এই মামলার এফআইআরের কপি ও অন্যান্য তথ্য ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি, কলকাতা পুলিশের কাছ থেকেও চাওয়া হবে তথ্য। ইডি সূত্রে খবর, শিবপুরে ব্যবসায়ী ও চার্টার্ড অ্যাকাউন্টের গাড়ি ও ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় কালো টাকা ও আর্থিক নয়ছয়ের বিষয়টি সামনে আসাতেই এই তত্পরতা। অনুসন্ধানের পর, এফআইআর দায়ের করে তদন্ত শুরুর সম্ভাবনা ইডি-র। খবর সূত্রের।

WB News Live Updates: অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন আন্দোলনকারী

২২ ঘণ্টা পার। হকের চাকরির দাবিতে সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে লাগাতার অবস্থান-আন্দোলনে ২০১৪-র প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। তার মাঝেই অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন আন্দোলনকারী। 

অমিত শাহকে ‘পাপ্পু’, কটাক্ষ সায়ন্তিকার বন্দ্যোপাধ্যায়ে

অমিত শাহকে ‘পাপ্পু’ কটাক্ষ সায়ন্তিকার বন্দ্যোপাধ্যায়ের। বাঁকুড়ার জয়পুরের সভা থেকে অমিত শাহকে কটাক্ষ সায়ন্তিকার। শুভেন্দুর ‘ডোন্ট টাচ’ মন্তব্যকেও কটাক্ষ তৃণমূলের রাজ্য সম্পাদকের 

WB News Live Updates: নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি-র স্ক্যানারে মানিক ভট্টাচার্যর আত্মীয়দের অ্যাকাউন্ট

নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি-র স্ক্যানারে মানিক ভট্টাচার্যর আত্মীয়দের অ্যাকাউন্ট। এই সমস্ত অ্যাকাউন্টে ৮ কোটি টাকার উত্স জানাই এখন মানিককে জেরার মূল লক্ষ্য। ইডি সূত্রে খবর, আত্মীয়দের সঙ্গে মানিকের বেশ কয়েকটি জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে। প্রথমে মানিক এই সমস্ত অ্যাকাউন্টের কথা অস্বীকার করেন। ইডি-র তদন্তকারীরা প্রামাণ্য নথি দেখানোর পর জয়েন্ট অ্যাকাউন্টের কথা স্বীকার করেন মানিক। ইডি সূত্রে খবর, জয়েন্ট অ্যাকাউন্টে ৮ কোটি টাকার উত্‍স সম্পর্কে জানতে চাওয়া হলে, মানিক জানেন বলে দাবি করেন। 

West Bengal News Live:তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে তলব করেছে সিবিআই

ভোট-পরবর্তী হিংসা মামলায় এবার বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে সিবিআইয়ের তলব। আজ সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। ২০২১-বিধানসভা ভোটের ফল ঘোষণার পরের দিন, ৩ মে কেষ্টপুরের বাসিন্দা বিজেপি কর্মী প্রসেনজিৎ দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে। ভোট-পরবর্তী হিংসা মামলায় কেষ্টপুরের বিজেপি কর্মীর মৃত্যু নিয়েও তদন্ত শুরু করে সিবিআই। সেই মামলার প্রেক্ষিতেই বিধাননগর পুরসভার মেয়র পারিষদ ও রাজারহাট-গোপালপুর বিধানসভার তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে তলব করেছে সিবিআই। 

WB News Live Updates: হাওড়ার শিবপুরের পাণ্ডে ব্রাদার্স মূলত অনলাইন চিটফান্ডের কারবার চালাতেন

হাওড়ার শিবপুরের পাণ্ডে ব্রাদার্স মূলত অনলাইন চিটফান্ডের কারবার চালাতেন। এর পাশাপাশি, কালো টাকা সাদা করার জন্য সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাঙ্কের একাধিক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হত বলে দাবি পুলিশের। পুলিশ সূত্রে খবর, গত অগাস্টে কানাড়া ব্যাঙ্কের নরেন্দ্রপুর শাখায় দুটি কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয় ১৬ নম্বর স্ট্র্যান্ড রোডের ঠিকানায় খাদ্যশস্য সংস্থার নামে। একমাস পর, ওই দুটি অ্যাকাউন্টে ৭৭ কোটি টাকা লেনদেন দেখে সন্দেহ হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষের। দেখা যায়, টাকা ট্রান্সফার হয়েছে ঝাড়খণ্ডের জামশেদপুরের তিন বাসিন্দার নামে থাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্টে। পুলিশ সূত্রে খবর, এরপর ইয়েস ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক-সহ আরও ৯টি ব্যাঙ্কে টাকা ট্রান্সফার হয়। এই সমস্ত অ্যাকাউন্টের ইনট্রোডিউসার ছিলেন ব্যবসায়ী ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শৈলেশ পাণ্ডে। তাঁর মাধ্যমেই চলত কালো টাকা সাদা করার কারবার। দাবি কলকাতা পুলিশের

West Bengal News Live: কলকাতায় ফের দুর্ঘটনা, চিংড়িঘাটায় উল্টে গেল মার্বেল বোঝাই গাড়ি

কলকাতায় ফের দুর্ঘটনা, চিংড়িঘাটায় উল্টে গেল মার্বেল বোঝাই গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মার্বেল বোঝাই গাড়ি, গুরুতর আহত ৪ জন। গুরুতর আহত ৪ জন এসএসকেএমে ভর্তি। ঘটনাস্থলে বেলেঘাটা ট্রাফিক গার্ডের পুলিশ

WB News Live Updates: দেড়দিন পার, ডায়মন্ড হারবারে ভেসেল দুর্ঘটনায় এখনও নিখোঁজ ৫ ও ৭ বছরের দুই বোন

দেড়দিন পার। ডায়মন্ড হারবারে ভেসেল দুর্ঘটনায় এখনও নিখোঁজ ৫ ও ৭ বছরের দুই বোন। আজও ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি। ড্রোন উড়িয়েও সন্ধান চলছে। রবিবার কলকাতা আনন্দপুর থেকে পরিবারের সঙ্গে ডায়মন্ড হারবার যায় দুই শিশুকন্যা। ভেসেলে চড়ে পূর্ব মেদিনীপুরের কুকড়াহাটি ঘুরে ফেরার পথে, ডায়মন্ড জেটিঘাটের কাছে হুগলি নদীতে পড়ে যায় দুই বোন। 

West Bengal News Live: বেলেঘাটায় আইনজীবীর বাড়িতে ডাকাতির ঘটনায় মূল অভিযুক্তের রহস্যমৃত্যু

বেলেঘাটায় আইনজীবীর বাড়িতে ডাকাতির ঘটনায় মূল অভিযুক্তের রহস্যমৃত্যু। বিহারের মুজফ্ফরপুর থেকে উদ্ধার গুলিবিদ্ধ দেহ। মৃতের নাম রাজকুমার রায় ওরফে নীরজ। এ বছরের ২১ জানুয়ারি, বেলেঘাটার সুরাহ্ ইস্ট রোডে মহিলা আইনজীবীর ফ্ল্যাটে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনায় মূল অভিযুক্ত রাজকুমার পুলিশি হেফাজতে থাকাকালীন দু’-দু’বার পালায়।

WB News Live Updates: স্বাস্থ্য দফতরে টেন্ডার পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ

স্বাস্থ্য দফতরে টেন্ডার পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। অভিযুক্ত বুধাদিত্য চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে আনন্দপুর থানার পুলিশ। ধৃতের বাড়ি কসবার রথতলায়। অভিযোগ, স্বাস্থ্য দফতরে টেন্ডার পাইয়ে দেওয়ার টোপ দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ৩৬ কোটি টাকা হাতিয়ে নেন অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, স্বাস্থ্য আধিকারিকের সই ও সরকারি স্ট্যাম্পও জাল করা হয়। অভিযোগ পেয়ে গতকাল রাতে পার্ক স্ট্রিট এলাকায় হানা দিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে আনন্দপুর থানার পুলিশ।

West Bengal News Live: হকের চাকরি পাওয়ার অধিকার সবার রয়েছে: দিলীপ ঘোষ

হকের চাকরি পাওয়ার অধিকার সবার রয়েছে। বয়স পেরিয়ে যাচ্ছে। সরকার শুধু ডেকে নিয়ে গিয়ে কথা বলার নাটক করছে। আসলে এই সরকার ক’ দিন টিকবে, সেটাই চিন্তা। প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের রাতভর ধর্না প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের। 

WB News Live Updates: চাকরির দাবিতে ঘুমহীন রাত কাটল রাস্তায় শুয়ে

চাকরির দাবিতে ঘুমহীন রাত কাটল রাস্তায় শুয়ে। ১৯ ঘণ্টা পার। এখনও সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে অবস্থান চলছে প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের। গতকাল বেলা ১২টা থেকে ২০১৪-র প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা অবস্থান বিক্ষোভে বসেন। চাকরিপ্রার্থীদের অবস্থান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এপিসি ভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে কয়েকজন বিক্ষোভকারী অসুস্থ হয়ে পড়েন। 

West Bengal News Live: পঞ্চায়েত ভোটের আগে প্রার্থী নিয়ে কড়া বার্তা আরও এক তৃণমূল বিধায়কের

বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তার আগে প্রার্থী নিয়ে কড়া বার্তা আরও এক তৃণমূল বিধায়কের। ব্যক্তিগত সম্পর্কের জোরে টিকিট পাওয়া যাবে না, বার্তা অশোকনগরের তৃণমূল বিধায়কের। তৃণমূলের কথা ও কাজে বিস্তর ফারাক, খোঁচা বিজেপির

WB News Live Updates: চাকরির দাবিতে ধর্মতলার জায়গায় জায়গায় চলছে অবস্থান

চাকরির দাবিতে ধর্মতলার জায়গায় জায়গায় চলছে অবস্থান। SSC-র Group C, Group D-র চাকরিপ্রার্থীরা গানে গানে তুলে ধরলেন তাঁদের বার্তা। তাঁদের সঙ্গে দেখা করেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। SLST-র নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীদের অবস্থান মঞ্চে গিয়ে দেখা করেন ছাত্রনেতা উমর খালিদের বাবা।

প্রেক্ষাপট

কলকাতা: দুপুর থেকে রাত গড়িয়ে সকাল। করুণাময়ীতে (Karunamoyee) এখনও পথ আটকে বিক্ষোভে টেটের চাকরিপ্রার্থীরা। চারিদিক ঘিরে পুলিশ। দ্রুত এলাকা খালি করার কড়া বার্তা। 


টেটে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে চাকরিপ্রার্থীদের পর্ষদ অফিস অভিযানে ধুন্ধুমার। 


টাকার বিনিময়ে চাকরির প্রস্তাব। টেট দুর্নীতিতে মানিকই কিংপিন। সুপ্রিম কোর্টে জানাল ইডি। পরিবারে সদস্যদের অ্যাকাউন্টে বিপুল অর্থের উল্লেখ। 


দুর্নীতি মামলায় ইডি-র নজরে ৩৫টি অ্যাকাউন্ট। স্ক্যানারে মানিক ঘনিষ্ঠ তাপসের ৪টি এনজিও। বাজেয়াপ্ত ৮টি ফোনের তথ্য উদ্ধারের চেষ্টায় ইডি। 


গরুপাচারকাণ্ডে ধৃত কেষ্ট-রক্ষীকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে ইডিকে রাউস অ্যাভিনিউ কোর্টের অনুমতি। পাল্টা দিল্লি হাইকোর্টে মামলা। 


দাদার হয়ে এবার ব্যাট ধরলেন দিদি। আইসিসির লড়াইয়ে রাখতে সরাসরি মোদির কাছেই আবেদন। 


 জলপাইগুড়ি গিয়েই মালবাজারে হড়পা বানে মৃতদের বাড়িতে মুখ্যমন্ত্রী। কথা বললেন পরিবারের সঙ্গে। 


উত্তরবঙ্গ সফরে মালবাজারে হড়পা বানে মৃতদের বাড়িতে মমতা। পুরোটাই নাটক, কটাক্ষ কংগ্রেসের। ৫ নভেম্বর মালবাজারেই সভা শুভেন্দুর। 


এবার শিবপুরের ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়। ব্যাঙ্কে ২০ কোটি, গ্যারাজ-বক্স খাটের ভিতরে থেকে আরও ৮ কোটি, প্রচুর গয়নার হদিশ। 


তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চে পাঁশকুড়া থানার আইসি। দলদাস পুলিশ, কটাক্ষ বিজেপির। রাজনৈতিক সভা নয়, তাই কিছুক্ষণ মঞ্চে, দাবি আইসির। 


ঝুলনের বায়োপিক চাকদা এক্সপ্রেসের শ্যুটিংয়ে কলকাতায় অনুষ্কা শর্মা। ইডেন গার্ডেন্সে শ্যুটিং। শ্যুট করা হল ভারত-পাকিস্তান ম্যাচের দৃশ্যের। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.