West Bengal News Live: পঞ্চায়েত ভোটের জন্য পরীক্ষা পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ে
WB News Live: জেলা থেকে জেলা - গুরুত্বপূর্ণ খবর এক নজরে, এক ক্লিকে ।
বিজেপি নেতাকে গুলি করে খুনের পর, এবার কোচবিহারের দিনহাটায় গুলিবিদ্ধ হলেন তৃণমূল প্রার্থীর স্বামী। আক্রান্ত হয়েছেন আরও এক তৃণমূল কর্মী। এই ঘটনা নিয়ে তুঙ্গে উঠেছে তৃণমূল এবং বিজেপির চাপানউতোর।
পঞ্চায়েত ভোটের জন্য পরীক্ষা পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ে। পিছোল বিএ, বিএসসি অনার্স ও জেনারেলের পরীক্ষা। ২৭ জুনের পরিবর্তে পরীক্ষা শুরু হবে ১৫ জুলাই
শুধুমাত্র বক্তৃতা কিম্বা, কুন্তল ঘোষের চিঠি-বিতর্ক নয়, নিয়োগ দুর্নীতি মামলায় সার্বিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য় তলব করা হয়েছে। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের চিঠির প্রেক্ষিতে এবার পাল্টা চিঠি দিয়ে, এমনটাই জানিয়ে দিল ED।
টিকিট নিয়ে 'বিদ্রোহী' তৃণমূলের আরেক বিধায়ক। আব্দুল করিমের পর এবার 'বিদ্রোহী' তেহট্টের তাপস সাহা। টিকিট দেওয়ার নামে অনিয়মের অভিযোগ খোদ বিধায়কের।
তালিকা মেনে টিকিট দেওয়া হয়নি বলে অভিযোগ বিধায়কের।
টিকিট নিয়ে 'বিদ্রোহী' তৃণমূলের আরেক বিধায়ক। আব্দুল করিমের পর এবার 'বিদ্রোহী' তেহট্টের তাপস সাহা। টিকিট দেওয়ার নামে অনিয়মের অভিযোগ খোদ বিধায়কের।
তালিকা মেনে টিকিট দেওয়া হয়নি বলে অভিযোগ বিধায়কের।
টিকিট নিয়ে 'বিদ্রোহী' তৃণমূলের আরেক বিধায়ক। আব্দুল করিমের পর এবার 'বিদ্রোহী' তেহট্টের তাপস সাহা। টিকিট দেওয়ার নামে অনিয়মের অভিযোগ খোদ বিধায়কের।
তালিকা মেনে টিকিট দেওয়া হয়নি বলে অভিযোগ বিধায়কের।
ফের দিনহাটায় গুলি, আক্রান্ত তৃণমূল প্রার্থীর স্বামী। বহিষ্কৃত তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। তৃণমূল প্রার্থী স্ত্রীর হয়ে প্রচার সেরে ফেরার পথে গীতালদহে গুলি। ৪টি গুলি লেগেছে তৃণমূল প্রার্থীর স্বামীর, ভর্তি হাসপাতালে। গুলিবিদ্ধ ২ জন, দাবি সিতাইয়ের তৃণমূল বিধায়কের।
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলে প্রার্থী অসন্তোষ। টাকা নিয়ে টিকিট বিক্রির অভিযোগে ব্লক সভাপতির সরব দলীয় কর্মীদের একাংশ।অভিযোগ অস্বীকার করেছেন ব্লক সভাপতি। অন্যদিকে, দলের প্রার্থী পদ না পেয়ে মুখ্যমন্ত্রী উদ্দেশে ফেসবুকে খোলা চিঠি লিখলেন সিঙ্গুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দুধকুমার ধাড়া।
জেলায় জেলায় বিজেপি প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। কোথাও সপরিবারে পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন প্রার্থী ও তাঁদের প্রস্তাবকরা। কোথাও আবার বিজেপি প্রার্থীর স্বামীকে হুমকি, তাঁর দোকান ভাঙচুরের অভিযোগ উঠল। মনোনয়ন প্রত্যাহার-সন্ত্রাসের প্রতিবাদে পথেও নামল বিজেপি। সব ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
ডায়াগনস্টিক সেন্টারের নমুনা সংগ্রহের আড়ালে হাসপাতালের কারবার! নমুনা সংগ্রহের লাইসেন্সের আড়ালে হাসপাতাল, চলছিল অস্ত্রোপচারও! অস্ত্রোপচারের পরে রোগীর পা বাদ, স্বাস্থ্য কমিশনে নালিশের পরেই পর্দাফাঁস। হায়দরাবাদের একটি হাসপাতালের নাম ব্যবহার করে রমরমা কারবার!
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জমিও 'দখলের' চেষ্টা! বাটানগরে সৌরভের জমি দখলের চেষ্টার অভিযোগ। 'নিরাপত্তারক্ষীকে মারধর করে গেট ভেঙে ঢোকার চেষ্টা', দুষ্কৃতীর বিরুদ্ধে নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ। সৌরভের দফতর থেকে মহেশতলা থানায় অভিযোগ দায়ের।
ফের মদনের নিশানায় রাজ্যপাল, পিস রুমকে সেফ হাউস বলে আক্রমণ। 'আমার কাছে এলে ছুঁতে পারবে না, তাই পিস হাউস নয়, সেফ হাউস', রাজভবনেও পাহারা দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আরও বেপরোয়া মদন মিত্র। রাজভবনে কারা কারা যাচ্ছেন, বাইরে থেকে ক্যামেরাবন্দি করার দাওয়াই।
পঞ্চায়েত ভোটের আগেই হুগলির আরামবাগে অশান্তি। গোঘাটের কামারপুকুরে সিপিএম নেতা তিলক ঘোষের বাড়িতে বোমাবাজি। ভেঙে যায় জানলার কাচ। সিপিএম নেতার বাড়ির সামনে থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। অভিযোগের তির তৃণমূলের দিকে। সিপিএমের দাবি, মনোনয়ন তুলতে তাদের প্রার্থীদের চাপ দেওয়া হচ্ছিল। প্রার্থীদের পাশে দাঁড়ানোয় শাসকদলের রোষের মুখে পড়েন সিপিএম নেতা। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
গ্রামবাসীদের প্রতিরোধ, পিছু হটল তৃণমূলের বাইক বাহিনী! চাপড়ায় মনোনয়ন প্রত্যাহারে সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা। মনোনয়ন প্রত্যাহারে অস্ত্র দেখিয়ে সিপিএম প্রার্থীকে হুমকির অভিযোগ। লাঠি, ঝাঁটা নিয়ে গ্রামবাসীদের প্রতিরোধ, চম্পট দিল বাইক বাহিনী। হুমকি দেওয়ার প্রয়োজনই নেই, দলের কেউ জড়িত নয়, দাবি তৃণমূলের।
বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল মানুষ, সিইএসসি কর্তৃপক্ষকে ভর্ৎসনা অরূপ বিশ্বাসের। সিইএসসি এলাকায় লোডশেডিং-ভোগান্তির জন্য তীব্র ভর্ৎসনা করলেন বিদ্যুৎমন্ত্রী। 'আপনাদের জন্য রাজ্য সরকারের ভাবমূর্তি খারাপ হচ্ছে, এরপর আর কোনও অভিযোগ যেন আমার বা আমার দফতরের কাছে না আসে, যুদ্ধকালীন তৎপরতায় সমস্যার সমাধান করুন, প্রয়োজনে টেকনিক্যাল টিম বাড়ান।' সিইএসসি কর্তৃপক্ষকে ভর্ৎসনা করে মন্তব্য বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের।
ভরদুপুরে হাওড়ার ব্যাঁটরায় দুষ্কৃতী-দৌরাত্ম্য। ব্যবসায়ীকে রিভলভারের বাট দিয়ে দিয়ে মেরে ১১ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ। দুষ্কৃতীদের খোঁজে ব্যাঁটরা থানার পুলিশ
খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।
শুধু হুমকি নয়, রানিগঞ্জে জোর করে সিপিএম প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার? এগারায় জোর করে সিপিএম প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ। বাইকে জোর করে তুলে নিয়ে গিয়ে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে জোর করে সিপিএম প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ। মনোনয়ন প্রত্যাহার করাতে রানিগঞ্জ ফাঁড়িতে আটকে রাখারও অভিযোগ
মতুয়া গড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিল নিয়ে মামলা শান্তনু ঠাকুরের। তৃণমূলের দলবল নিয়ে ভিড় মন্দিরে, ভক্তদের হুমকি দেওয়ার অভিযোগ। কোনও পদক্ষেপ করা হয়নি, উল্টে মন্দির কমিটি সহ ভক্তদের বিরুদ্ধে ৫টি এফআইআর, অভিযোগ মামলায়। বিহিত চেয়ে বিচারপতি মান্থার এজলাসে শান্তনু ঠাকুর। মিলল মামলা দায়েরের অনুমতি, কাল সম্ভবত হবে শুনানি।
কুন্তল ঘোষের চিঠি-মামলায় হাইকোর্টের দারস্থ সিবিআই। বিচারপতি অমৃতা সিন্হার দৃষ্টি আকর্ষণ। কুন্তল ঘোষ জেলে যাওয়ার পরের ফুটেজ চেয়ে আবেদন সিবিআইয়ের।
কেষ্টপুর প্রফুল্ল কাননে মা-মেয়ের রহস্যমৃত্যু। বহুতলের তিনতলায় ফ্ল্যাট থেকে উদ্ধার দু’জনের মৃতদেহ। স্থানীয় সূত্রে খবর, মা ও মামার সঙ্গে থাকতেন বছর তিরিশের মেয়ে। আজ সকালে প্রতিবেশীরা ডাকতে এসে মা ও মেয়েকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে বাগুইআটি থানার পুলিশ।
কেন্দ্রীয় বাহিনী দিয়ে অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিল কংগ্রেসের প্রতিনিধি দল। তাদের অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধীদের প্রার্থীপদ প্রত্যাহার করতে হুমকি দেওয়া হচ্ছে, অবিলম্বে তা বন্ধ করতে হবে। ভোটকর্মী থেকে ভোটার, সকলের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে বুথ রক্ষা করারও আবেদন জানিয়েছে কংগ্রেসের প্রতিনিধি দল। প্রয়োজনে রাজভবনে যাওয়ার কথাও বলেছে তারা।
নিরাপত্তা চেয়ে হাইকোর্টে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। 'তাঁর কোনও নিরাপত্তা নেই, অথচ ভাঙড় এখন যুদ্ধক্ষেত্র, তাঁর নিরাপত্তা বিঘ্নিত', আদালতে সওয়াল তাঁর আইনজীবী ফিরদৌস শামিমের। মামলা দায়ের করার অনুমতি বিচারপতি মান্থার। কাল সকাল সাড়ে ১০ টায় শুনানি।
'ভাঙড়ে শান্তির স্বার্থে পঞ্চায়েতের প্রার্থী প্রত্যাহারেও প্রস্তুত। মুখ্যমন্ত্রী বললে প্রার্থী প্রত্যাহার নিয়েও ভাবব। চাই না কোনও রাজনৈতিক দলের কেউ প্রাণ হারাক', মন্তব্য ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির।
'৪৮ ঘণ্টা হয়ে গেল কেন্দ্রীয় বাহিনীর জন্য কোনও রিক্যুইজিশন দেয়নি রাজ্য নির্বাচন কমিশন, যা আদালত অবমাননার সামিল,'
এই আবেদন নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ শুভেন্দু অধিকারীর আইনজীবীর।
যা করছি সংবিধানের এক্তিয়ারের মধ্যে থেকেই করছি। রাজ্যের মানুষ ও সংবিধানের প্রতি তিনি দায়বদ্ধ, জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
ভোটের আগেই ৯ দিনে ৭ খুন। সন্ত্রাসের অভিযোগ শুনতে রাজভবনে পিস রুম রাজ্যপালের। প্রতি মূহূর্তে আসছে অভিযোগ। ফোন এসেছে শাসক দলের তরফেও। উপচে পড়ছে ই মেলের ইনবক্স, খবর রাজভবন সূত্রে।
আদালতে পার্থর আংটিকাণ্ডে জমা পড়া রিপোর্টে অসন্তুষ্ট আদালত। আইজি প্রিজনের রিপোর্টে অসন্তুষ্ট আদালত। জানতে চাওয়া হয়েছিল, সুপারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? সুপারকে শুধু সতর্ক করেছেন আইজি প্রিজন, খবর আদালত সূত্রে।
নিহত আইএসএফ কর্মী মহিউদ্দিনের বাবার অভিযোগের ভিত্তিতে খুনের মামলা পুলিশের। তৃণমূল নেতা আরাবুল, হাকিমুল সহ ২০ জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু। ১৫ জুন পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা ঘিরে সংঘর্ষে খুন হন আইএসএফের মহিউদ্দিন।তৃণমূল-আইএসএফ সংঘর্ষে খুন হন আইএসএফের মহিউদ্দিন। খুন, অস্ত্র আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু।
ভাঙড়ে আইএসএফ কর্মী খুনে আরাবুলের বিরুদ্ধে খুনের মামলা। আরাবুল ও তাঁর পুত্র হাকিমুল সহ ২০ জনের বিরুদ্ধে খুনের মামলা পুলিশের। খুনের মামলা রুজু করল কাশীপুর থানার পুলিশ।
কাল সুপ্রিম কোর্টে পঞ্চায়েত শুনানি। সুপ্রিম কোর্টে মামলা শোনার আর্জি রাজ্য নির্বাচন কমিশনের। সুপ্রিম কোর্টের বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ রাজ্য নির্বাচন কমিশনের।
রাজভবনে খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। একটি ফোন নম্বর দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে ই মেল অ্যাড্রেসও। ইতিমধ্য়েই শতাধিক অভিযোগ এসেছে, দাবি রাজভবন সূত্রে। রাজভবন সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পরই, তা পাঠানো হচ্ছে রাজ্য় সরকার ও রাজ্য় নির্বাচন কমিশনের কাছে।
সরাসরি রাজভবনেই সন্ত্রাসের অভিযোগ জানাতে পাবলিক পিস রুম খুলেছেন রাজ্যপাল। রাজভবনে খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম।
মধ্যমগ্রাম স্টেশনে সিগন্যাল বিভ্রাট। শিয়ালদা-বনগাঁ ও শিয়ালদা-হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত।
নরেন্দ্রপুরের মিশন পল্লিতে ভরদুপুরে বাড়িতে ঢুুকে প্রৌঢ়র গলায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতির অভিযোগ উঠল। ৩ লক্ষ টাকা ও ১০০ গ্রাম সোনার গয়না লুঠ করা হয় বলে অভিযোগ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ প্রাক্ বর্ষার বৃষ্টি হবে। ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।
আকাশে ঘন কালো মেঘ। আষাঢ়ের শুরুতে শহরজুড়ে প্রবল বৃষ্টি।
আইআইটি জয়েন্টে রাজ্য়ে প্রথম ৪ জনের ২ জন কলকাতার। রাজ্য়ে প্রথম স্থান পেয়েছেন বাঁকুড়ার সাগ্নিক নন্দী। দ্বিতীয় ও তৃতীয় কলকাতার মহম্মদ সাহিল আখতার ও সোহম দাস। রাজ্য়ে চতুর্থ স্থান পেয়েছেন মেদিনীপুরের সৌহার্দ্য দণ্ডপাট।
খুনের নেপথ্যে বিধায়ক উদয়ন গুহর হাত রয়েছে বলে দাবি করেছে বিজেপি। যদিও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর দাবি, রাজনীতি নয়, খুনের নেপথ্যে মহিলা সংক্রান্ত গন্ডগোল থাকতে পারে।
খড়গ্রাম, ভাঙড়, নবগ্রাম, সুজাপুরের পর এবার দিনহাটা! বিজেপি প্রার্থীর দেওরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ছুরি মেরে খুন করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে নারাজ রাজ্য নির্বাচন কমিশন ও সরকার। তা নিয়ে জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। পাল্টা তৎপর হয়েছে বিরোধীরাও। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের দাবিতে সুপ্রিম কোর্টে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চও।
প্রেক্ষাপট
কলকাতা: দলের শ্রীবৃদ্ধি ঘটাতে ইডি-সিবিআই ব্যবহার বিজেপির (BJP)। মুকুল-শুভেন্দুদের ভাঙানোর পর আমাকেও ভাঙানোর চেষ্টা, না হলে জেলে ঢোকাও। দাবি অভিষেকের (Abhishek Banerjee)।
৯ দিনে সন্ত্রাসের বলি ৭। খড়গ্রাম-ভাঙড়-নবগ্রাম-সুজাপুরের পর এবার দিনহাটা (Dinhata)। বিজেপি প্রার্থীর দেওরকে বাড়ি থেকে ডেকে নিয়ে নিয়ে ছুরি মেরে খুন। মৃতের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
রাজনীতি নয়, খুনের নেপথ্যে মহিলা সংক্রান্ত গণ্ডগোল। দাবি উদয়ন গুহর (Udayan Guha)। নেপথ্যে উদয়নের হাত। দলদাস পুলিশ, আগে থেকে পরকীয়ার গল্প তৈরি করেছে, পাল্টা নিশীথ (Nisith Pramanik)।
দিনহাটায় নিহত বিজেপি প্রার্থীর প্রস্তাবক ছিলেন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক, আক্রমণ শুভেন্দুর (Suvendu Adhikari)। লাশের রাজনীতি করতে টুল পেতে শ্মশানের সামনে বসে থাকুন, কটাক্ষ কুণালের।
কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটের কাজ নয়। ভোটকর্মীদের নিরাপত্তার দাবিতে রাজ্য ও কমিশনের পাল্টা সুপ্রিম কোর্টে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ।
আশঙ্কার যৌক্তিকতা আছে, প্রতিক্রিয়া বিকাশের। ডিএ আন্দোলনকারীদের বাহিনীর দাবিতে একমত সুকান্ত। চাকরি ছেড়ে দিয়ে দাবি জানাক, পাল্টা জয়প্রকাশ।
পঞ্চায়েত ভোটে তৃণমূলের ভোট বৃদ্ধি পাবে। সিবিআই-ইডি প্রার্থী খুঁজে দেবে না। কেন্দ্রীয় বাহিনী থাকলেও জিতবে তৃণমূল। পঞ্চায়েতের পর দিল্লির বুকে আন্দোলন। হুঙ্কার অভিষেকের।
বিধায়কের কথা রাখা হয়নি। তৃণমূলের যাঁরা নির্দল, তাঁদের সমর্থনে প্রচার। মমতাকে অনুরোধ, ইসলামপুর পঞ্চায়েত নির্বাচনে হস্তক্ষেপ করবেন না। হুঙ্কার আব্দুল করিম চৌধুরীর।
মনোনয়ন পর্বেই বোমা-গুলি-খুন। ভাঙড় ১ নম্বর ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের। ৯টি পঞ্চায়েত সমিতিতেও জয়। ভোট হবে শুধু জেলা পরিষদের দুটি আসনে।
ভোটের আগেই জয়। বজবজ, ফলতা, ক্যানিং, কাকদ্বীপ, উদয়নারায়নপুর, বাগনান, মিনাখাঁ, সন্দেশখালি, হাড়োয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল প্রার্থীরা। ১৮-র পুনরাবৃত্তি ২৩ শেও।
ভাঙড়ে নিহত কর্মীর বাড়িতে তৃণমূলের প্রতিনিধিদল। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে অশান্তি ছড়াচ্ছে আইএসএফ, আক্রমণ তৃণমূলের। রক্ষকরাই গণতন্ত্র রক্ষা করতে পারছে না, পাল্টা সুজন।
ভাঙড়ে আইএসএফ-তৃণমূল সংঘর্ষের পর সওকত মোল্লাকে জেড ক্যাটিগরির নিরাপত্তা। খুনের আশঙ্কা ক্যানিং পূর্বের বিধায়কের। ক্ষমতা চলে গেলে মানুষ পিটিয়ে মারবে, কটাক্ষ বিজেপির।
মনোনয়ন পর্ব মিটলেও অব্যাহত সন্ত্রাস। আরামবাগ থেকে বারাসাত। মনোনয়ন প্রত্যাহারে বিরোধী প্রার্থীদের বাড়ি ভাঙচুর, মনোনয়ন তুলতে চাপের অভিযোগ শাসকের বিরুদ্ধে। অস্বীকার তৃণমূলের।
নাম তুলতে 'সন্ত্রাস'
রাজভবনে কন্ট্রোল রুমে ১০০র বেশি অভিযোগ। প্রাণহানির আশঙ্কা বিজেপি সাংসদের। রাজ্যপালের নির্দেশের পর দার্জিলিঙের জেলাশাসককে দ্রুত পদক্ষেপের নির্দেশ কমিশনের।
মনোনয়ন প্রত্যাহারে বিরোধীদের চাপ, এটাই বিখ্যাত ডায়মন্ডহারবার মডেল। ট্যুইট শুভেনদুর। প্রমাণ থাকলে সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ করুন, পাল্টা কুণাল।
নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সবকটি আসনেই প্রার্থী দিতে পারল না বিজেপি। বাকি আসনে নির্দলদের সমর্থন, দাবি শুভেন্দুর। মুখ বাঁচানোর চেষ্টা, পাল্টা তৃণমূল।
উত্তর থেকে দক্ষিণ। দিকে দিকে সন্ত্রাস। তাও সর্বত্র কেন্দ্রীয় বাহিনীতে আপত্তি রাজ্যের। হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ। সুপ্রিম কোর্টে রাজ্য ও কমিশন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -