WB News LIVE Blog: অনুব্রত মণ্ডলকে জেরা করতে আসানসোল জেলে সিবিআই
Get the latest West Bengal News and Live Updates: দিনভর জেলার কোথায় কী ঘটছে? জেনে নিন সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট
আগামী ২২ তারিখ জলপাইগুড়ির ময়নাগুড়িতে কিষান খেতমজদুর তৃণমূল কংগ্রেসের ডাকে পঞ্চায়েতি রাজ সম্মেলন। তার দু’দিন আগে, সিপিএমের কৃষক সভার সর্বভারতীয় কমিটির সদস্যের কাছে পরামর্শ নিতে গেলেন তৃণমূল নেতা। বিরোধী দলের নেতার বাড়িতে শাসক-নেতার যাওয়া ঘিরে তুঙ্গে তরজা।
এই প্রথম রাজ্য থেকে ভিন রাজ্যের রোগীর জন্য পাঠানো হল অতি বিরল বম্বে ব্লাড গ্রুপের রক্ত। এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে রক্তদাতাকে এনে ওই গ্রুপের রক্ত সংগ্রহ করা হয়। তারপর তা দেওয়া হয় উত্তরপ্রদেশের আগরার এক রোগিণীকে।
‘আমাদের কাছে ভাল ট্রেনার আছে, প্রশিক্ষণ নেবে কর্মীরা। কোথায় কোথায় অস্ত্র পৌঁছচ্ছে জানলে সুবিধা হয়, বেআইনি অস্ত্র নিয়ে নৈহাটিতে বেফাঁস মদন মিত্র
সব্যসাচীর ফেসবুক থেকে ঐন্দ্রিলাকে নিয়ে সাম্প্রতিক পোস্ট উধাও কেন? জল্পনা নেটিজেনদের মধ্যে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মুর্শিদাবাদের ১৫টি ব্লকের স্কুল- সাব ইন্সপেক্টরদের তলব করল সিবিআই। আগামী ২১ নভেম্বর তাঁদের নিজাম প্যালেসে আসতে বলা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। ইতিমধ্যে সিবিআই চিঠি দিয়ে এই তলবের কথা জানিয়েছে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে।
চপ ভেজে, ঝালমুড়ি বানিয়ে প্রতিবাদের নামে অপমান করা হয়েছে ওই পেশার সঙ্গে জড়িত মানুষদের। এই দাবিতে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে, ময়দান থানায় দায়ের হল অভিযোগ। কোনও পেশাকে অপমান করা হয়নি। ফের দাবি করলেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা।
বাংলার হবু রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কুশল বিনিময়ের পাশাপাশি শপথগ্রহণ অনুষ্ঠান নিয়েও কথা হয় দু’জনের মধ্যে।
আজ থেকে শুরু হয়েছে সাঁতরাগাছি ব্রিজের মেরামতির কাজ। হুগলির ডানকুনিতে তীব্র যানজটে নাজেহাল পথচারীরা। মাইতি পাড়া থেকে ডানকুনি টোল প্লাজা পর্যন্ত জাতীয় সড়কে তীব্র যানজট। দিল্লি রোডেও একই অবস্থা। যানজটে আটকে যাত্রীবাহী বাস, অ্যাম্বুল্যান্স, সব্জির গাড়ি। অনেকে বিমান ধরতে যাওয়ার পথে আটকে পড়েন যানজটে।
এবার গরুপাচারকাণ্ডে বিনয় মিশ্রকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু সিবিআইয়ের। আগেই বিনয় মিশ্রকে ফেরার ঘোষণা করা হয়। প্রত্যর্পণের জন্য বিদেশমন্ত্রকের কাছে আবেদন জানানো হচ্ছে
এই বিষয়ে সিবিআই আদালতের অনুমতি চাইল।
দিল্লির শ্রদ্ধা হত্যাকাণ্ডের ছায়া বারুইপুরের প্রাক্তন নৌসেনাকর্মী খুনে! দেহ টুকরো টুকরো করে ২দিন ধরে ফেলা হয় পুকুর, জঙ্গলে!
মালদায় ফের টাকার পাহাড়! শ্রমিকের বাড়িতেই ৩৭ লক্ষ!
ভাইরাল অডিওর পর এবার ভাঙড়ে পাল্টা ভাইরাল ভিডিও। কাইজারের নাম করে অডিওর পরে বিরোধী গোষ্ঠীর নেতার ভিডিও ভাইরাল। ভাঙড়ের তৃণমূল নেতা ফজলে করিমের জুতোপেটা করার
নাম না করে রামনগরের বিধায়ক অখিল গিরিকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর।
অনুব্রত মণ্ডলকে জেরা করতে আসানসোল জেলে সিবিআই। আসানসোল জেলে তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য সহ ২ জন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিল গিরির কুমন্তব্যের প্রতিবাদ। আজ পূর্ব মেদিনীপুরের রামনগরে জনসভা করবেন শুভেন্দু অধিকারী। বালিসাই চণ্ডীমন্দির থেকে মিছিল করে রামনগর মোড়ে যাবেন শুভেন্দু অধিকারী মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।
আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুসুমগ্রাম বাস স্ট্যান্ড থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
পশ্চিম মেদিনীপুরের বেলদায় পিক আপ ভ্যানের ধাক্কা সাইকেল আরোহীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল। আজ সকাল ৮টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, রেলের ওই ঠিকাদার সংস্থার কর্মী সাইকেলে কাজে যাচ্ছিলেন।
দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের কামরাবাদে যুবককে গুলি করে খুনের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম লাল্টু হাজরা। পুলিশ সূত্রে খবর, ওই যুবক তাঁর এক বন্ধুর বাড়িতে গতকাল রাতে একাই ছিলেন। মাঝরাতে অন্য এক বন্ধু এসে দেখেন, লাল্টু গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছেন। সোনারপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে প্রাক্তন নৌসেনা কর্মীরা দেহাংশ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বাঁধল। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, শ্বাসরোধ করে প্রথমে খুন করা হয় ওই ব্যক্তিকে। তারপর দেহ লোপাটের জন্য সার্জিক্যাল কাটার দিয়ে দ্বিখণ্ডিত করা হয় দেহ। মাথা সহ দেহের ওপরের অংশ প্যাকেটে মুড়ে ফেলে যাওয়া হয়।
বজবজে ভাইঝির পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে ‘মার খেয়ে’ মৃত্যু কাকার। বিয়ের পর ভাইঝির শ্বশুরবাড়িতে বেশ কয়েকদিন ধরেই অশান্তি চলছিল।
শ্বশুরবাড়ি ছেড়ে ভাইঝি সাগুপ্তা খাতুন বাপের বাড়িতে চলে আসেন। গৃহবধূর স্বামীর কাছে বিষয়টি নিয়ে কথা বলতে যান তাঁর কাকা আশফাক।অভিযোগ, গৃহবধূর স্বামী নাবিলের পরিবারের লোকজন তাঁকে মারধর করে। আজ ভোররাতে এনআরএস হাসপাতালে মৃত্যু হয় আশফাকের। গৃহবধূর শ্বশুরবাড়ির ৩ সদস্যকে গ্রেফতার করে পুলিশ, পলাতক ২।
থানায় মশার আঁতুড়ঘর থানা? ডেঙ্গি-সতর্কতায় কলকাতা পুলিশের সিপি-কে চিঠি দিলেন মেয়র। ‘বিভিন্ন থানা ও বাসন্তী হাইওয়ের পাশে রাখা পরিত্যক্ত গাড়িতে জমছে জল। সেই জলেই জন্ম নিচ্ছে ডেঙ্গির মশা’। থানা থেকে পরিত্যক্ত গাড়ি সরাতে পরামর্শ দিয়ে সিপি-কে চিঠি ফিরহাদের।
গ্রেফতারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ কেন্দ্রীয় মন্ত্রীর। তুফানগঞ্জ আদালতে আত্মসমর্পণ কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার। ২০১৯-এ নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। ১৫ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তুফানগঞ্জ আদালত। ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন জন বার্লার।
নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা তাপস মণ্ডলের। মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ফের জিজ্ঞাসাবাদ ইডির। ডি-এলএড কলেজে অফলাইনে ছাত্র ভর্তিতে বেনিয়মের অভিযোগ। টাকা নিয়ে পড়ুয়াদের ভর্তি করার অভিযোগ ওঠে। মোট ২১ কোটি ছাত্রদের কাছ থেকে তোলা হয়েছিল, আগেই জানান তাপস। সেই অভিযোগের তদন্তেই তাপস মণ্ডলকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবা
রাষ্ট্রপতিকে নিয়ে মন্ত্রী অখিল গিরির কুমন্তব্যে প্রতিবাদ, পথ অবরোধ। পুরুলিয়ার নিতুড়িয়ায় রাজ্য সড়ক অবরোধ ঝাড়খণ্ড মুক্তি মোর্চার। সাঁতুড়িতে বিক্ষোভও দেখান জেএমএম-এর কর্মী-সমর্থকরা।
গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর আজ কোচবিহারের তুফানগঞ্জ মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী জন বার্লা। তাঁর আইনজীবী ও বিজেপি নেতাদের সঙ্গে নিয়ে পৌনে ১২টা নাগাদ আদালতে আসেন বিজেপি সাংসদ। গত ১৫ নভেম্বর তুফানগঞ্জ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
শিয়ালদা স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে আগুন। আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি বাইকেও। পুলিশের গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।
পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় বিস্ফোরণ, বোমাবাজি
৬ নভেম্বর: সিউড়িতে বালিঘাটের দখল ঘিরে তৃণমূলের সংঘর্ষে বোমাবাজি, খুন
১৪ নভেম্বর: সাঁইথিয়ায় বোমা বিস্ফোরণে পা উড়ল গ্রামবাসীর
১৬ নভেম্বর: মিনাখাঁয় মামার বাড়িতে এসে বোমা ফেটে মৃত্যু নাবালিকার
১৬ নভেম্বর: কুলপিতে বোমা ফেটে জখম দুই কিশোর
১৬ নভেম্বর: কেশপুরে তৃণমূলের মিছিলে বোমাবাজি
১৮ নভেম্বর: কৃষ্ণনগরের নগেন্দ্রনগরে বোমাবাজি
বিধানসভা ভোটে কি ISF প্রার্থী হতে চেয়েছিলেন ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ? পঞ্চায়েত ভোটের মুখে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপ ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। যা নিয়ে তৃণমূলের অন্দরেই উঠছে অন্তর্ঘাতের অভিযোগ!
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মুর্শিদাবাদের ১৫টি ব্লকের স্কুল- সাব ইন্সপেক্টরদের তলব করল সিবিআই। আগামী ২১ নভেম্বর তাঁদের নিজাম প্যালেসে আসতে বলা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। ইতিমধ্যে সিবিআই চিঠি দিয়ে এই তলবের কথা জানিয়েছে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে। সংসদের চেয়ারম্যান সিবিআইয়ের চিঠি জেলা স্কুল ইন্সপেক্টরকে পাঠিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর।
ওই ১৫টি ব্লকে যত সরকারি স্কুল আছে, তার শিক্ষকদের নিয়োগ সম্পর্কে তথ্য নিয়ে আসতে বলা হয়েছে স্কুল সাব ইন্সপেক্টরদের।
বীরভূমের সাঁইথিয়া, পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মতো একাধিক জেলায় গত কয়েকদিনে বিস্ফোরণ ও বোমাবাজির ঘটনা ঘটেছে। এবার নদিয়ার কৃষ্ণনগরের বোমাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। গতকাল রাতে নগেন্দ্রনগরে একদল দুষ্কৃতী এলাকায় তাণ্ডব চালায় ও বোমাবাজি করে বলে অভিযোগ। মুহুর্মুহু বোমা পড়ে এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। কয়েকটি বাড়িতে ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ। কৃষ্ণনগর যুব তৃণমূলের শহর সভাপতি কৌশিক বিশ্বাসের দাবি, তৃণমূলের এক কর্মীর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন ওই হামলা ও বোমাবাজি হয়। রাতেই ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। তবে কারা হামলা চালাল, তা এখনও পরিষ্কার নয়।
গরুপাচার মামলায় এবার ষষ্ঠ লটারির হদিশ! মূল অভিযুক্ত এনামুল হকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০১৭ সালে ঢুকেছিল লটারির প্রায় ৫০ লক্ষ টাকা। এমনই দাবি করা হয়েছে সিবিআই সূত্রে। গরুপাচারের কালো টাকাই সাদা করা হয়েছে একের পর এক লটারির মাধ্যমে, ক্রমশ জোরাল হচ্ছে সেই জল্পনা।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় কুবাই ব্রিজ থেকে পড়ে ২ জন বাইক আরোহীর মৃত্যু হয়েছে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। আজ সকালে পথচারীরা দেখতে পান, ব্রিজের নীচে শিলাবতী নদীর পাড়ে ২ জন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। পাশে পড়ে রয়েছে একটি মোটরবাইক। পুলিশের প্রাথমিক অনুমান, রাতেই কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মেরে নীচে পড়ে যান ২ বাইক আরোহী।
বীরভূমের সাঁইথিয়া, পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মতো একাধিক জেলায় গত কয়েকদিনে বিস্ফোরণ ও বোমাবাজির ঘটনা ঘটেছে। এবার নদিয়ার কৃষ্ণনগরের বোমাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। গতকাল রাতে নগেন্দ্রনগরে একদল দুষ্কৃতী এলাকায় তাণ্ডব চালায় ও বোমাবাজি করে বলে অভিযোগ। মুহুর্মুহু বোমা পড়ে এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। কয়েকটি বাড়িতে ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ। কৃষ্ণনগর যুব তৃণমূলের শহর সভাপতি কৌশিক বিশ্বাসের দাবি, তৃণমূলের এক কর্মীর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন ওই হামলা ও বোমাবাজি হয়। রাতেই ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। তবে কারা হামলা চালাল, তা এখনও পরিষ্কার নয়।
আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুসুমগ্রাম বাস স্ট্যান্ড থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, মন্তেশ্বরের বাসিন্দা কুরবান আলি ওই আগ্নেয়াস্ত্র নিয়ে আসে বিক্রির জন্য। মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা রাকেশ মোল্লাকে ওই আগ্নেয়াস্ত্র পাচারের কথা ছিল। তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালয়ে দু’জনকে ধরে ফেলে এসটিএফ। ধৃত কুরবানের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।
হুগলির কোন্নগর নবগ্রাম হীরালাল পাল কলেজে ক্লাস বন্ধ রেখে দুয়ারে সরকার ক্যাম্প করার জন্য বিতর্ক দানা বেঁধেছে। কেন কলেজ বন্ধ রেখে ক্যাম্প করা হচ্ছে, সেই প্রশ্ন তুলে কোন্নগর শহর জুড়ে পোস্টার দিয়েছে SFI। গতকালই কলেজ কর্তৃপক্ষ নোটিস দিয়ে জানায়, দুয়ারে সরকার ক্যাম্প চলার জন্য কলেজে পঠনপাঠন আজ বন্ধ থাকবে। এ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
গ্রুপ C ও গ্রুপ D’র নিয়োগ দুর্নীতি মামলায় CBI’এর স্পেশাল ইনভেস্টিগেশন টিমের প্রধান হচ্ছেন CBI’এর DIG অশ্বিন শেনভি। তিনি ২০০৬ ব্যাচের হরিয়ানা ক্যাডারের IPS অফিসার। ৭ দিনের মধ্যে অশ্বিন শেনভিকে দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
নিশীথ প্রামাণিকের দাড়ি-গোঁফশুদ্ধ উপড়ে ফেলার মন্তব্য, প্রত্যাহার করলেন উদয়ন গুহ। তবে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর চেয়ার সরিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। যা নিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।
কয়লা পাচারের হাজার কোটি টাকা গেছে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির কাছে। বিস্ফোরক এই দাবি করলেন শুভেন্দু অধিকারী। কিন্তু, কারও নাম নেননি তিনি। পাল্টা, শুভেন্দু অধিকারীর দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তৃণমূল।
কলকাতার হকার সমস্যা নিয়ে এবার পুলিশের একাংশের ঘাড়েই দায় ঠেললেন মেয়র! তাঁর দাবি পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হলেও, এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি। বিজেপি অবশ্য এসব মানতে নারাজ! তাদের দাবি, পুরোটাই পুলিশ ও তৃণমূলের যোগসাজশ।
সায়গল হোসেনের বস অনুব্রত মণ্ডল! বীরভূম জেলা তৃণমূলের সভাপতিকে দিল্লি নিয়ে যাওয়ার আবেদনের শুনানিতে এই মন্তব্যই করল ইডি। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে মঙ্গলবার ইডির আবেদনের শুনানি। সেদিনই জানা যাবে, অনুব্রত মণ্ডলকে, ইডি দিল্লি নিয়ে যেতে পারবে কি না। এদিন সায়গল হোসেনকে ফের জেল হেফাজতে পাঠিয়েছে দিল্লির আদালত।
প্রেক্ষাপট
গরুপাচার (Cow Smuggling Case) মামলায় ষষ্ঠ লটারির হদিশ। অনুব্রত (Anubrata Mondal), সুকন্যার আগেই ২০১৭ সালে এনামুল হকের (Enamul Hauqe) অ্যাকাউন্টে ঢুকেছিল লটারির ৫০ লক্ষ টাকা। সিবিআই (CBI) সূত্রে খবর।
গরুপাচারের কালো টাকাই কি লটারির মাধ্যমে সাদা ? তদন্ত হোক, দাবি বিরোধীদের। এজেন্সির তদন্তের গতিপ্রকৃতি নিয়েই প্রশ্ন তুলল তৃণমূল।
সায়গলের (Saigal Hossain) বস অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় ইডির। রাউস অ্যাভিনিউ কোর্টে সশরীরে পেশের আবেদন। ২২ নভেম্বর শুনানি।
অনুব্রকে কটাক্ষ দিলীপের (Dilip Ghosh)। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে হুমকি, পাল্টা কুণাল।
মুম্বইয়ের ব্যবসায়ীর কাছ থেকে ১০ কোটি টাকা তোলাবাজির অভিযোগ। বাংলার সিআইডি অফিসার সহ ৪ জনের বিরুদ্ধে তদন্তে মুম্বই ইডি। প্রতিক্রিয়া মেলেনি সিআইডির।
নিয়োগ দুর্নীতি মামলায় সিটের প্রধান হচ্ছেন অশ্বিন শেনভি। নিয়োগ দুর্নীতির তদন্তের পরিণতি সারদার তদন্তের মতো হোক চাই না। মন্তব্য হাইকোর্টের বিচারপতির।
কর্মশিক্ষা ও শারীরশিক্ষার শূন্যপদে নিয়োগে ১ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। মধ্যশিক্ষা পর্ষদকে সুপারিশপত্র প্রাপকদের নিয়োগপত্র দিতে নিষেধ।
কয়লাকাণ্ডে ২৪০০ কোটি টাকার দুর্নীতি। ১০০০ কোটি গেছে শাসকদল, পুলিশ-প্রশাসনকে নিয়ন্ত্রণ করা প্রভাবশালীর কাছে। বিস্ফোরক শুভেন্দু। দম থাকলে নাম বলুক, পাল্টা কুণাল।
অভিষেক পুত্রকে নিয়ে ট্যুইট। শুভেন্দু অধিকারীকে শোকজ। ক্ষমা চাইতে হবে, নোটিসের উত্তর না দিলে ফের নোটিস। জানাল শিশু সুরক্ষা অধিকার কমিশন। নোটিস পেলে উত্তর, জানালেন শুভেন্দু।
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা অভিষেকের বাবার। ভিত্তিহীন অভিযোগে সম্মানহানি, অভিযোগে অমিত বন্দ্যোপাধ্যায়ের। ১ ডিসেম্বর সশরীরে হাজিরার নির্দেশ।
নিশীথ প্রামাণিকের পর জন বার্লা। ২০১৯-র ভোটে অনুমতি না বাইক মিছিলের অভিযোগ। সমন পাঠালেও হাজিরা না দেওয়ায় কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আদালতের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -