West Bengal News Live Updates: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফের চিঠি সুকান্ত মজুমদারের

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 03 Apr 2023 12:04 AM
পরিচালন মন্ডলীর নির্বাচনে জয় বিরোধীদের

ইটাহার প্রাইমারি টিচার্স এমপ্লয়িজ ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের পরিচালন মন্ডলীর নির্বাচনে জয় বিরোধীদের। ৯টি আসনেই জয় শিক্ষক যৌথ মঞ্চের। শাসক দলের তরফে ৯টি আসনেই প্রার্থী দেওয়া হয়েছিল। অন্যদিকে সিপিএম-কংগ্রেস ও বিজেপি সমর্থত শিক্ষক যৌথ মঞ্চ ৯টি আসনে প্রার্থী দেয়। ৯টি আসনেই জয়ী শিক্ষক যৌথ মঞ্চ।

West Bengal News and Live Updates: শুভেন্দু অধিকারীর সমাবেশের অনুমতিপত্র বাতিল করল পুলিশ

শুভেন্দু অধিকারীর সমাবেশের অনুমতিপত্র বাতিল করল পুলিশ। আগামীকাল পশ্চিম মেদিনীপুর জেলার ঝাকরাতে কৃষক সমাবেশ ছিল রাজ্যের বিরোধী দলনেতার। সভার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়ে চিঠি বিজেপির। সভার অনুমতি দিল না পুলিশ, জানানো হয়েছে বিজেপিকে, পুলিশ সূত্রে খবর। মাঠ ব্যবহারের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি নেই, তাই বাতিল, জানালেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার।

WB LIVE News Updates: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফের চিঠি সুকান্ত মজুমদারের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফের চিঠি সুকান্ত মজুমদারের। তিনি বলেন, 'বাংলা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হিংসা নিয়ন্ত্রণ করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে সাহায্য করুন।' অমিত শাহকে ফের চিঠি বিজেপির রাজ্য সভাপতির।

 West Bengal News and Live Updates: কয়লা মাফিয়া রাজু ঝাকে ঘটা করে বিজেপিতে নেন দিলীপ, কৈলাস

 কয়লা মাফিয়া রাজু ঝাকে ঘটা করে বিজেপিতে নেন দিলীপ, কৈলাস। সিবিআই-ইডির লিস্ট থেকে কী করে ভ্যানিশ? ট্যুইট বাবুলের। আদালত ঠিক করবে কে দোষী, পাল্টা দিলীপ। 

WB LIVE News Updates: 'বাংলা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে' কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফের চিঠি সুকান্ত মজুমদারের

'বাংলা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে' কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফের চিঠি সুকান্ত মজুমদারের

West Bengal News and Live Updates:সিবিআইয়ের খাতায় পলাতক, অথচ সেই লতিফের গাড়িতেই খুন কয়লা মাফিয়া রাজু ঝা

সিবিআইয়ের খাতায় পলাতক, অথচ সেই লতিফের গাড়িতেই খুন কয়লা মাফিয়া রাজু ঝা! শক্তিগড়ে ঘটনাস্থলে ছিল গরুপাচার মামলায় অভিযুক্ত অনুব্রত ঘনিষ্ঠ। শ্যুটআউটের পর উধাও।

WB LIVE News Updates: শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝা খুনের ঘটনাস্থলে উপস্থিত ছিলেন খোদ আব্দুল লতিফও

শুধু তাঁর গাড়িই নয়, শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝা খুনের ঘটনাস্থলে উপস্থিত ছিলেন খোদ আব্দুল লতিফও। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, রাজু ঝা খুনের পর ফোনে কথা বলছেন 
গরুপাচার মামলায় সিবিআইয়ের খাতায় ফেরার আব্দুল লতিফ। এদিকে, একদিন পেরোলেও শক্তিগড়ে কয়লা মাফিয়া খুনে এখনও অধরা আততায়ীরা। তদন্তে পূর্ব বর্ধমানের পুলিশ সুপারের নেতৃত্বে ১২ সদস্যের সিট গঠন করা হয়েছে। 

West Bengal News and Live Updates: হাওড়ার পর এবার হুগলির রিষড়া, রাম নবমীর মিছিল ঘিরে ফের অশান্তি

হাওড়ার পর এবার হুগলির রিষড়া। রাম নবমীর মিছিল ঘিরে ফের অশান্তি। ভাঙচুর, ইটবৃষ্টি, আগুন! বাদ গেল না কিছুই। আবার আইনশৃঙ্খলা নিয়ে উঠল প্রশ্ন। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকাও। এদিন হুগলির রিষড়ায় রাম নবমীর মিছিলে অংশ নেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। অভিযোগ, আচমকা এলাকায় অশান্তি বাধে। পুলিশ এবং নিরাপত্তার দায়িত্বা থাকা কেন্দ্রীয় জওয়ানরা দিলীপ ঘোষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় উত্তেজনা রয়েছে। 

WB LIVE News Updates: দার্জিলিং সফরে রাজ্যপাল সি ভি আনন্দ বোস

দার্জিলিং সফরে রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত টয়ট্রনে সফর করলেন তিনি। দার্জিলিং স্টেশনে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। 

West Bengal News and Live Updates: বীরভূমে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুষ্কৃতী

বীরভূমে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুষ্কৃতী। তারই সূত্র ধরে, মুর্শিদাবাদে খোঁজ মিলল আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার! তল্লাশিতে আগ্নেয়াস্ত্র তৈরির প্রচুর সরঞ্জামের হদিশ পেয়েছে পুলিশ। ভোটের আগে এই ঘটনায় তুঙ্গে চাপানউতোর। 

WB LIVE News Updates:রাজু ঝা খুনে ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর

রাজু ঝা খুনে ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর

West Bengal News and Live Updates: পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আগেই উত্তপ্ত মৈপীঠ

পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আগেই উত্তপ্ত মৈপীঠ। বুথ কমিটির বৈঠক থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের মার। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অস্বীকার শাসক শিবিরের।

WB LIVE News Updates: শক্তিগড়ে শ্যুটআউটে ব্যবহৃত গাড়ির প্রথম মালিকের হদিশ পেল এবিপি আনন্দ

শক্তিগড়ে শ্যুটআউটে ব্যবহৃত গাড়ির প্রথম মালিকের হদিশ পেল এবিপি আনন্দ

West Bengal News and Live Updates:শক্তিগড়ে শ্যুটআউটে খুন দুর্গাপুরের কয়লা মাফিয়া রাজু ঝা

শক্তিগড়ে শ্যুটআউটে খুন দুর্গাপুরের কয়লা মাফিয়া রাজু ঝা
শ্যুটআউটের সময় ঘটনাস্থলেই ছিল কেন্দ্রীয় এজেন্সির খাতায় পলাতক গরুপাচার মামলায় অভিযুক্ত শেখ আব্দুল লতিফ !

WB LIVE News Updates: রাজু ঝা-কে খুনের পর ফিল্মি কায়দায় গাড়ির নম্বর পাল্টে পালানোর ছক আততায়ীদের

 রাজু ঝা-কে খুনের পর ফিল্মি কায়দায় গাড়ির নম্বর পাল্টে পালানোর ছক আততায়ীদের। পালসিট টোল প্লাজায় ধরা পড়ার ভয়ে অভিমুখ বদল। স্টেশনের কাছে গাড়ি রেখে ট্রেনে উঠে চম্পট, অনুমান পুলিশের।

West Bengal News and Live Updates: মালদার রতুয়ায় কংগ্রেস-তৃণমূলের সংঘর্ষ, ভাঙচুর পার্টি অফিসে

মালদার রতুয়ায় কংগ্রেস-তৃণমূলের সংঘর্ষ। ভাঙচুর পার্টি অফিসে। আহত তৃণমূলের পঞ্চায়েত প্রধান-সহ বেশ কয়েকজন। পরস্পরের বিরুদ্ধে দায় ঠেলাঠেলি দু'দলের। 

WB LIVE News Updates: বিজেপিতে যোগ দেওয়া রাজু ঝাকে কেষ্ট-ঘনিষ্ঠর গাড়িতে খুন

বিজেপিতে যোগ দেওয়া রাজু ঝাকে কেষ্ট-ঘনিষ্ঠর গাড়িতে খুন। নেপথ্যে কয়লা সিন্ডিকেট। লালা গোষ্ঠীর সঙ্গে সংঘাতের কারণেই খুন, সন্দেহ পুলিশের।

West Bengal News and Live Updates: রাজু ঝার বিজেপি যোগ নিয়ে খোঁচা বাবুল সুপ্রিয়র

রাজু ঝার বিজেপি যোগ নিয়ে খোঁচা বাবুল সুপ্রিয়র

WB LIVE News Updates: হাওড়ায় অশান্তি নিয়ে মুখ্যমন্ত্রীকে সরাসরি হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর

হাওড়ায় অশান্তি নিয়ে মুখ্যমন্ত্রীকে সরাসরি হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর

West Bengal News and Live Updates: দেগঙ্গায় সেলাই কারখানায় হঠাৎ বিস্ফোরণ

দেগঙ্গায় সেলাই কারখানায় হঠাৎ বিস্ফোরণ। দেগঙ্গা নুরননগরে আজ সকালে কারখানায় কাজ চলাকালীন কম্প্রেসারে বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম হন কারখানার এক শ্রমিক। তাঁকে ভর্তি করা হয়েছে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। কীভাবে বিস্ফোরণ, খতিয়ে দেখছে পুলিশ। 

WB LIVE News Updates: মিড ডে মিলে কারচুপির অভিযোগ

পুরসভা থেকে ৫২১ জন পড়ুয়ার জন্য খাবারের সরঞ্জাম সংগ্রহ করা হয়। কিন্তু রান্না হচ্ছে মাত্র ২২৯ জনের। আর এতেই শক্তিগড় হাইস্কুলে মিড ডেমিলে কারচুপির অভিযোগ তুললেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান। যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। পুরসভার রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। 

West Bengal News and Live Updates: নিয়োগ দুর্নীতি ইস্যুতে বাম জমানাকে নিশানার পর এবার ডাক্তারি পড়ার কোটা নিয়ে প্রশ্ন কুণালের

নিয়োগ দুর্নীতি ইস্যুতে বাম জমানাকে নিশানার পর এবার ডাক্তারি পড়ার কোটা নিয়ে প্রশ্ন কুণালের। 'বামফ্রন্ট জমানায় ডাক্তারি পড়তে মুখ্যমন্ত্রীর কোটা ছিল। এই কোটা ২০১১-র পর তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম জমানায় মুখ্যমন্ত্রীর কোটায় ক'জন এবং কারা ডাক্তারি পড়েছিলেন?' 'অধিকাংশই জয়েন্টে না পেয়েও কোটায় ঢোকার অভিযোগ উঠত কেন' সম্পূর্ণ তালিকা প্রকাশ করুক সিপিএম, ট্যুইট কুণাল ঘোষের। 

WB LIVE News Updates: দুর্গাপুরে কয়লা মাফিয়া রাজু ঝার বিপুল সম্পত্তির হদিশ

দুর্গাপুরে কয়লা মাফিয়া রাজু ঝার বিপুল সম্পত্তির হদিশ। দুর্গাপুরের বিধাননগরে রাজু ঝা-র প্রাসাদোপম বাড়ি। দুর্গাপুর সিটি সেন্টারে রাজু ঝা-র রয়েছে বাণিজ্যিক বহুতল। স্টিল টাউনশিপে রয়েছে রাজু ঝা-র লিজে নেওয়া গেস্ট হাউস। দুর্গাপুরের বিধাননগরে রয়েছে রেস্তোরাঁ। দুর্গাপুর বাসস্ট্যান্ডে রয়েছে রাজু ঝা-র বন্ধ পরিবহণ অফিস

West Bengal News and Live Updates: আগুনে ভষ্মীভূত হয়ে গেল একটি মোটর পার্টসের দোকান

কাটাগড়িয়া মোড়ে আগুনে ভষ্মীভূত হয়ে গেল  একটি মোটর পার্টসের দোকান।  দুর্ঘটনাটি ঘটেছে শনিবার  মধ্যরাত্রিতে। 

WB LIVE News Updates:পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল মৈপীঠ কোস্টাল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী এলাকা

পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল মৈপীঠ কোস্টাল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী এলাকা। বুথ কমিটির বৈঠক সেরে ফেরার সময় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় ৬ বিজেপি কর্মী আহত হয়েছেন। পাল্টা কুলতলির তৃণমূলের ব্লক সভাপতির অভিযোগ, ২ মহিলা সহ বেশ ৩ কর্মীকে মারধর করেছে বিজেপির কর্মীরাই। ঘটনাস্থলে মৈপীঠ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

West Bengal News and Live Updates: হাওড়ার ঘটনায় এবার মুখ্যমন্ত্রীকে সরাসরি হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের

হাওড়ার ঘটনায় এবার মুখ্যমন্ত্রীকে সরাসরি হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের। 'মুখ্যমন্ত্রীর কাছে আভাস থাকলে যথেষ্ট পুলিশ কেন ছিল না, এর অর্থ মমতা বন্দ্যোপাধ্যায় জেনেশুনেই চোখ বন্ধ করে ছিলেন, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সচেতন না হলে কঠোর পদক্ষেপ হবে', হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের

WB LIVE News Updates: পঞ্চায়েত ভোটে আগে ভাঙড়ে জনসংযোগে নৌশাদ সিদ্দিকি

পঞ্চায়েত ভোটে আগে ভাঙড়ে জনসংযোগে নৌশাদ সিদ্দিকি। ভোজেরহাট থেকে হুড খোলা জিপে রোড শো করেন আইএসএফ বিধায়ক। বাসন্তী হাইওয়ের একাধিক জায়গায় আইএসএফ কর্মী সমর্থকদের ভিড়। পথচলতি মানুষের সঙ্গে কথা বলেন নৌশাদ। ভাঙড়ের কাঁঠালিয়া পর্যন্ত রোড শো করবেন আইএসএফ বিধায়ক।  

West Bengal News and Live Updates: হিরণকে চ্যালেঞ্জ দেবের?

এবার অভিনেতা  হিরণের মন্তব্যর পাল্টা মন্তব্য দেবের। অভিনেতা বলেন,  'তথ্য প্রমাণ থাকলে সিবিআই, ইডির কাছে যান। গোয়েন্দাদের কাছে এত তথ্য নেই, যা হিরণের কাছে আছে'। বিজেপি নেতা হিরণের অভিযোগের জবাব তৃণমূল সাংসদ দেবের। 'গরুপাচারকাণ্ডে ধৃত এনামুল হকের টাকায় সিনেমা তৈরি করেন দেব', অভিযোগ বিজেপি নেতা তথা অভিনেতা হিরণের। হিরণের সেই দাবিকে খণ্ডন করেই পাল্টা তথ্য প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ দেবের

Sukanta Majumdar: অরূপ রায় যেতে পারলে আমাকে আটকানো হল কেন? প্রশ্ন সুকান্তর

শিবপুরে যাওয়ার পথে বিজেপির রাজ্য সভাপতিকে পুলিশের বিরুদ্ধে আটাকানোর চেষ্টা অভিযোগ।  রাজ্যের মন্ত্রী অরূপ রায়কে ১৪৪ ধারা জারি হওয়া জায়গায় যেতে দেওয়া হলে তাঁকে কেন বাধা, প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি।

West Bengal News and Live Updates: শিবপুরে ঢুকতে বাধা, পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন সুকান্ত

আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা। রামনবমীর দিন আক্রান্তদের দেখতে যেতে বাধা সুকান্তকে।

Howrah Ramnavami: পুলিশের নিষেধ না মেনেই গাড়ি নিয়ে এগোলেন সুকান্ত

শিবপুরে যাচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি। সুকান্তকে যেতে বাধা পুলিশের। নিষেধ উপেক্ষা করেই এগোচ্ছেন সুকান্ত। আক্রান্তদের দেখতে হাসপাতালেও যাবেন বলে খবর

WB LIVE News Updates: দ্বিতীয় হুগলি ব্রিজে আটকানো হল সুকান্তর গাড়ি

বেতাইতলায় রামনবমীর দিন দুই আক্রান্তের বাড়িতে দেখা করতে যাওয়ার কথা সুকান্ত মজুমদারের। কাজিপাড়ায় ১৪৪ ধারা রয়েছে, সেই নিয়মে দ্বিতীয় হুগলি ব্রিজে আটকানো হল সুকান্তর গাড়ি। পাল্টা প্রশ্ন ছুঁড়েছেন রাজ্য বিজেপির সভাপতিও 

West Bengal News and Live Updates: দার্জিলিং সফরে রাজ্যপাল সি ভি আনন্দ বোস

দার্জিলিং সফরে রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত টয়ট্রনে সফর করলেন তিনি। দার্জিলিং স্টেশনে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। 

WB LIVE News Updates: বিধায়ক-ভাতা ও স্কুল শিক্ষকের বেতন একসঙ্গে তোলার অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে

ডিএ আন্দোলনকারীদের নিশানায় বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক। বিধায়ক-ভাতা ও স্কুল শিক্ষকের বেতন একসঙ্গে তোলার অভিযোগ। 

West Bengal News and Live Updates: রামনবমীর দিন দুই আক্রান্তের বাড়িতে দেখা করবেন সুকান্ত

বেতাইতলায় রামনবমীর দিন দুই আক্রান্তের বাড়িতে দেখা করবেন সুকান্ত।  যখানে অশান্তি হয় সেই জায়গাও পরিদর্শনে যাবেন সুকান্ত। 

Ramnavami Howrah: ছন্দে ফিরছে শিবপুর, তবে রামনবমীর অশান্তি ঘিরে তপ্ত হচ্ছে রাজনীতি

ছন্দে ফিরছে শিবপুর। তবে রামনবমীর অশান্তি ঘিরে তপ্ত হচ্ছে রাজনীতি। একদিকে যখন CID তদন্তভার গ্রহণ করেছে, অন্যদিকে তখন NIA তদন্তের দাবিতে অমিত শাহকে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। আজ শিবপুরে যাবেন বিজেপির রাজ্য সভাপতি।

WB LIVE News Updates: এবার উদয়ন-তিরে বিদ্ধ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু

এবার উদয়ন-তিরে বিদ্ধ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। মুখ্যমন্ত্রীর কোটায় সিপিএম নেতার ছেলেকে ডাক্তারিতে সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ। 'মুখ্যমন্ত্রীর কোটায় কোচবিহারের প্রয়াত সিপিএম নেতার ছেলেকে সুযোগ পাইয়ে দিয়েছিলেন জ্যোতি বসু'

West Bengal News and Live Updates: কয়লা মাফিয়া রাজু ঝার বিজেপি যোগ নিয়ে ট্যুইট মন্ত্রী বাবুল সুপ্রিয়র

কয়লা মাফিয়া রাজু ঝার বিজেপি যোগ নিয়ে ট্যুইট মন্ত্রী বাবুল সুপ্রিয়র। পর্যটনমন্ত্রী ও তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় ট্যুইটে চাঞ্চল্যকর দাবি করে লিখেছেন, রাজুরই হোটেলে বিজেপির বড় বড় নেতারা ব্যবহার করতেন। আর আমাকে বদনাম করার জন্য দুর্গাপুরের একটা রোড শো-তে আমার সব ব্যানারের নীচে সৌজন্যে রাজু ঝা, লেখানো হয়েছিল। প্রশ্ন এটাই যে এই বিজেপি নেতাদের ওপর সিবিআই-ইডির রেড কেন হবে না। 

WB LIVE News Updates: চূর্ণী নদীর জলে অজ্ঞাত পরিচয় এক যুবকের ভাসমান দেহ উদ্ধার

চূর্ণী নদীর জলে অজ্ঞাত পরিচয় এক যুবকের ভাসমান দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি নদিয়ার রানাঘাট থানা এলাকার  আইসতলা চূর্ণী নদীর ঘাটের। রবিবার সকালে নদীতে স্নান করতে আসা মানুষদের নজরে আসে, একটি দেহ চূর্ণী নদীর জলে ভাসমান অবস্থায়। এরপর খবর দেওয়া হয় রানাঘাট থানায়। পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে। অজ্ঞাত পরিচয় ওই যুবকের দেহ উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

West Bengal News and Live Updates: পঞ্চায়েত ভোটের আগে কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মালদার রতুয়া

পঞ্চায়েত ভোটের আগে কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মালদার রতুয়া। সংঘর্ষে আহত তৃণমূল পরিচালিত পরানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ উভয় পক্ষের বেশ কয়েকজন। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই ২ পক্ষের মধ্যে বিবাদ চলছিল। শনিবার তৃণমূল কর্মীদের উদ্দেশে কংগ্রেস কর্মী কটুক্তি করে বলে অভিযোগ। তৃণমূলের দাবি, কর্মীরা প্রতিবাদ করলে বচসায় শুরু হয়। এরপরই হাতাহাতিতে জড়িয়ে পড়ে ২ পক্ষ। ভাঙচুর চালানো হয় ২ দলেরই অফিসে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুখুরিয়া থানার পুলিশ। দুপক্ষের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের পায়ের তলায় মাটি নেই বলে এসব করছে, পাল্টা দাবি করেছে কংগ্রেস। 

WB LIVE News Updates: আজ থেকেই ক্রমশ বাড়বে তাপমাত্রা

আজ থেকেই ক্রমশ বাড়বে তাপমাত্রা। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকলেও কাল থেকে পুরোপুরি শুষ্ক থাকবে আবহাওয়া।আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মতো উপকূলের জেলাগুলিতে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনারয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা কম। উত্তরবঙ্গের ৫ জেলায় আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা।

West Bengal News and Live Updates: প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ অধ্যক্ষ স্বামী প্রভানন্দজী মহারাজ

প্রয়াত হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ অধ্যক্ষ স্বামী প্রভানন্দজী মহারাজ। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে গতকাল সন্ধে ৬টা ৫০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। আজ বেলুড় মঠে রাত আট পর্যন্ত তাঁর মরদেহ শায়িত রাখা হবে। সেখানেই তাঁকে শ্রদ্ধা জানাতে পারবেন ভক্তরা। রাত ৯টায় বেলুড়মঠে শুরু হবে শেষকৃত্যের কাজ। ১৯৩১ সালের ১৭ অক্টোবর বাংলাদেশের আখাউড়ায় জন্মগ্রহণ করেন স্বামী প্রভানন্দজী মহারাজ। 

WB LIVE News Updates: শক্তিগড়ে শ্যুটআউট, নীল ব্যালেনো গাড়ি উদ্ধার ঘিরে দানা বেঁধেছে রহস্য

ভর সন্ধেয় ল্যাংচার দোকানের সামনে শ্যুটআউটের কয়েক ঘণ্টা মধ্যেই শক্তিগড়ে একটি নীল ব্যালেনো গাড়ি উদ্ধার ঘিরে দানা বেঁধেছে রহস্য। পুলিশ সূত্রে খবর, গাড়ির ভেতরে মিলেছে একাধিক নম্বর প্লেট। গতকাল সন্ধেয় শক্তিগড়ে জাতীয় সড়কের ধারে কয়লা মাফিয়া রাজু ঝা-কে গুলি করে খুন করে দুষকৃতীরা। স্থানীয় সূত্রে খবর, একটি নীল রঙের ব্যালেনো থেকে রাজু ঝাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় আততায়ীরা। শ্যুটআউটের পরে গাড়িটি কলকাতার দিকে পালায়! এরপরই ওই গাড়ির খোঁজে নামে পুলিশ। রাতে শক্তিগড়েই একটি জায়গা থেকে একটি নীল গাড়িট উদ্ধার হয়। কিন্তু, ভেতরে একাধিক নম্বর প্লেট উদ্ধার হওয়ায় দানা বাঁধছে রহস্য। এই গাড়িটিই কি খুনে সময় ব্যবহার করেছিল আততায়ীরা? সেই উত্তর খুঁজছে তদন্তকারীরা। খতিয়ে দেখা হচ্ছে আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ। এদিকে, নিহত রাজু ঝায়ের সঙ্গী ব্রতীন মুখোপাধ্যায়ের হাতে গুলি লেগেছে বলে পুলিশ সূত্রে খবর। কাল রাতেই তাঁর অস্ত্রোপচার করা হয়। বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন তিনি। 


 

West Bengal News and Live Updates: আন্ডারপাসের দাবিতে বিজেপি সাংসদের উপস্থিতিতে জাতীয় সড়ক অবরোধ

আন্ডারপাসের দাবিতে বিজেপি সাংসদের উপস্থিতিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। তা নিয়েও শুরু হল রাজনীতির কাজিয়া। আন্ডারপাস না হলে, এলাকায় ছয় লেনের জাতীয় সড়ক চালু হতে দেওয়া যাবে না। কারণ ওই এলাকা অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ। এই দাবি তুলে আজ বর্ধমানের পালার মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। অবরোধ চলাকালীন সেখানে হাজির হন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। আন্ডারপাস না হলে, এলাকায় ছয় লেনের রাস্তার উদ্বোধন হবে না। সাংসদ এই প্রতিশ্রুতি দিতেই অবরোধ তুলে নেওয়া হয়। তৃণমূলের দাবি, ওই এলাকায় আগেই আন্ডারপাসের অনুমোদন মিলেছে। পঞ্চায়েত ভোটের আগে আন্দোলনের নামে নাটক করছে বিজেপি। ১৯ নম্বর জাতীয় সড়কের প্রজেক্ট ডিরেক্টর জানিয়েছেন, বর্ধমান-দুর্গাপুরের সাংসদের সঙ্গে আগেই এলাকা খতিয়ে দেখা হয়েছে। বাজেট বহির্ভূত কাজ হওয়ায় কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। 

WB LIVE News Updates: তাপবিদ্যুৎ কেন্দ্রের জমি বিতর্ক!

কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জমি বিক্রি করে দিতে চাইছে তৃণমূল সরকার। এই অভিযোগ তুলে মঞ্চ গড়ে পঞ্চায়েত নির্বাচনের আগে আন্দোলনে নামল সিপিএম। যদিও তৃণমূলের দাবি, মানুষকে ভুল বোঝাচ্ছে বামেরা। 

West Bengal News and Live Updates: অয়ন শীলকে জেরা করে অন্তত ১৫ জন প্রভাবশালীর নাম পাওয়া গেছে

অয়ন শীলকে জেরা করে অন্তত ১৫ জন প্রভাবশালীর নাম পাওয়া গেছে। তার মধ্যে অত্যন্ত এক প্রভাবশালীর কাছে পৌঁছে গেছিল নিয়োগ দুর্নীতির ২৬ কোটি টাকা! গতকাল আদালতে এমনই বিস্ফোরক দাবি করল ইডি। এখনও পর্যন্ত পাওয়া অয়ন শীলের সম্পত্তিরও খতিয়ানও এদিন আদালতে দেয় কেন্দ্রীয় সংস্থা। এদিনের শুনানিতে উঠে আসে কবিগুরুর প্রসঙ্গও। 

WB LIVE News Updates: বাস উল্টে মৃত ২

মেয়ো রোডে বাস উল্টে মৃত্যু হল ২ জনের। আহত হয়েছেন ১৭ জন। তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের দেখতে হাসপাতালে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। বাসের গতি বেশি ছিল বলে দাবি যাত্রীদের।

West Bengal News and Live Updates: 'চিরকুট'এর পাল্টা চিঠি!

চিরকুট মন্তব্যের পাল্টা এবার মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে চিঠি পাঠাবেন DA-এর আন্দোলনকারীরা। সেখানে আন্দোলনকারীদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি চাকরিতে যোগদান ও পদের কথা উল্লেখ থাকবে। অন্যদিকে বিজেপি শাসিত অসম সরকারের ৪ শতাংশ DA বৃদ্ধি নিয়েও, সরগরম বঙ্গ রাজনীতি।

প্রেক্ষাপট

কলকাতা: মেয়ো রোডে (Meyo Road) বাস (Bus) উল্টে মৃত্যু (Death) হল ২ জনের। আহত হয়েছেন ১৭ জন। তাঁদের এসএসকেএম (SSKM) হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়। আহতদের দেখতে হাসপাতালে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। বাসের গতি বেশি ছিল বলে দাবি যাত্রীদের। 


রাজ্যের অন্যান্য খবরগুলি দেখে নিন এক নজরে- 


ব্যাঙ্কের গ্রাহক বহাল তবিয়তে! অথচ ব্যাঙ্কে তাঁর মৃত্যুসংবাদ দিয়ে, অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা! এমনই চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ করেছেন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন পল্লবীর দাবি, সম্প্রতি ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়ে জানতে পারেন, তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে! কিন্তু কী কারণ? অভিনেত্রীর দাবি, ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানায়, পরিবারের সদস্য পরিচয়ে, তাঁর মৃত্যুসংবাদ দিয়ে, ৯ লক্ষ ১৭ হাজার টাকা তুলে নিয়েছেন কেউ! অ্যাকাউন্টও বন্ধ করে দিতে বলা হয়েছে! একথা জেনে, কড়েয়া থানায় অভিযোগ জানান পল্লবী চট্টোপাধ্যায়। পুলিশ সূত্রের খবর, ব্যাঙ্ক কর্তৃপক্ষের অনুমান, নামের বানানে ত্রুটির জেরে এই সমস্যা হয়েছে। দ্রুত টাকা ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এমনটাই পুলিশ সূত্রের খবর।


মিষ্টি স্বাদে মিষ্টি সুরের সঙ্গত। রাজারহাটের সিটি সেন্টার টু-তে শুরু হল, ক্যাডবেরি গানে মিষ্টি সিজন থ্রি ফোক ফিউশন এডিশন। এবার এই উদ্যোগে তুলে ধরা হয়েছে বাংলার ৫টি অঞ্চলের লোকসঙ্গীতকে। পাশাপাশি মিষ্টির কারিগরদেরও সংবর্ধনা জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 


শক্তিগড়ে শ্যুটআউট! জাতীয় সড়কের ধারে কয়লা মাফিয়া রাজু ঝা-কে গুলি করে খুন। গুরুতর আহত মৃতের সঙ্গীও! পুলিশ সূত্রের খবর, গাড়িতে বসে থাকার অবস্থাতেই রাজু ঝা-কে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় আততায়ীরা। ঘটনাস্থলের আশেপাশের দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। আততায়ীদের গাড়ি দ্রুত চিহ্নিত করার চেষ্টা চলছে। শুরু হয়েছে নাকা তল্লাশি। 


ভিন রাজ্যে কাজে গিয়ে আর বাড়ি ফেরা হল না। দিল্লির শাস্ত্রীনগরে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন মালদা ও উত্তর দিনাজপুরের চার বাসিন্দা। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 


চিরকুট মন্তব্যের পাল্টা এবার মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে চিঠি পাঠাবেন DA-এর আন্দোলনকারীরা। সেখানে আন্দোলনকারীদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি চাকরিতে যোগদান ও পদের কথা উল্লেখ থাকবে। অন্যদিকে বিজেপি শাসিত অসম সরকারের ৪ শতাংশ DA বৃদ্ধি নিয়েও, সরগরম বঙ্গ রাজনীতি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.