West Bengal News Live : সিআইডি অভিযানে ৩ লক্ষ ৩১ হাজার ৭০০ টাকা, আড়াইশো রুপোর কয়েন উদ্ধার বিকানের বিল্ডিং থেকে
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
প্রায় ৮ ঘণ্টা অভিযানের পরে খালি হাতেই পণ্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসিস আবাসন থেকে ফিরতে হল ইডিকে। আবাসনের নিরাপত্তারক্ষী জানিয়েছে, কয়েকমাস ধরে তালাবন্ধ ওই ফ্ল্যাটের মালিক। যদিও ইডি সূত্রে দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের সূত্রে পণ্ডিতিয়া রোডের এই ফ্ল্যাটটি ব্যবহার করতেন অর্পিতা।
পার্থ অপসারণের পরে কালই রাজ্য মন্ত্রিসভার রদবদল, বিকেলে শপথগ্রহণ। সৌমেন মহাপাত্রের জায়গায় মন্ত্রী হতে পারেন বিপ্লব রায় চৌধুরী। মন্ত্রিসভায় আসতে পারেন পাঁশকুড়ার পূর্বের বিধায়ক বিপ্লব রায় চৌধুরী --
প্রায় ৮ ঘণ্টা অভিযানের পরে খালি হাতেই পণ্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসিস আবাসন থেকে ফিরতে হল ইডিকে। এদিন অর্পিতার সম্পত্তির খোঁজে আবাসনের ৬ নম্বর ব্লকের ৫০৩ নম্বর ফ্ল্যাটে অভিযান চালায় ইডি।
কিন্তু অন্য একজনের নামে ফ্ল্যাটটি থাকায় সিল করে ফিরে আসে ইডির আধিকারিকদের।
শিক্ষক নিয়োগে দুর্নীতি, মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে উদ্বেগ জানিয়ে চিঠি।
অমিত শাহের সঙ্গে বৈঠকের পর বিস্ফোরক শুভেন্দু অধিকারী। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে অমিত শাহকে তৃণমূল নেতা-নেত্রীর নাম দিয়েছি, বিধায়ক-সাংসদ সহ ১০০ জন তৃণমূল নেতা-নেত্রীর নাম জমা দিয়েছি, দাবি শুভেন্দুর।
পণ্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসিস আবাসনে হানা দেন ইডি-র আধিকারিকরা। ৬ নম্বর ব্লকের ৫০৩ নম্বর ফ্ল্যাটে অভিযান। আবাসনের নিরাপত্তারক্ষী জানিয়েছে, কয়েকমাস ধরে তালাবন্ধ ওই ফ্ল্যাটের মালিক। যদিও ইডি সূত্রে দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের সূত্রে পণ্ডিতিয়া রোডের এই ফ্ল্যাটটি ব্যবহার করতেন অর্পিতা।
অর্পিতার লুকনো সম্পত্তির খোঁজে এবার ইডির নজরে তৃণমূল কাউন্সিলর। ১০০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ দাসকে জিজ্ঞাসাবাদ।
মহেন্দ্র আগরওয়ালের অফিস থেকেই টাকা গিয়েছিল ঝাড়খণ্ডের ৩ বিধায়কের কাছে, দাবি সিআইডি সূত্রে
পাটুলিতে অর্পিতার নেল আর্ট পার্লারে ইডির তল্লাশি। পার্লারের পাশে ব্যাঙ্কে গিয়েও তথ্য সংগ্রহ ইডির
লালবাজারের কাছে বিকানের বিল্ডিং থেকেই ঝাড়খণ্ডের বিধায়কদের কাছে টাকা! ৩ লক্ষ ৩১ হাজার ৭০০ টাকা, আড়াইশো রুপোর কয়েন উদ্ধার, খবর সূত্রে।
সিআইডি অভিযানের আগেই পলাতক ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়াল।দরজা ভেঙে অভিযুক্ত ব্যবসায়ীর অফিসের ভিতরে ঢুকল সিআইডি।
ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়কের কাছে টাকা গিয়েছিল এই অফিস থেকে, ধারণা সিআইডির।
বিকানের বিল্ডিংয়ে সিআইডি তল্লাশিতে প্রচুর টাকা উদ্ধার। ভবানী ভবন থেকে ঘটনাস্থলে যাচ্ছেন সিআইডির উচ্চপদস্থ আধিকারিকরা
টালিগঞ্জ ও বেলঘরিয়ার দুটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধারের নেপথ্যে কোন রহস্য লুকিয়ে, তার হদিশ কী রয়েছে অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ৩টি ডায়েরিতে? ইডি সূত্রে খবর, এর মধ্যে ২টি ডায়েরিতে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য।
‘এই টাকা আমার নয়। আমার অনুপস্থিতিতে এবং অজান্তে আমার ঘরে এই টাকা ঢোকানো হয়েছে।’ দুই ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ৫০ কোটি টাকার মালিকানা নিয়ে ফের বিস্ফোরক দাবি অর্পিতা মুখোপাধ্যায়ের।
পাটুলিতে অর্পিতার নেল আর্টের দোকানে ইডি তল্লাশি। দোকানটি ১০০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়ির এক অংশ অবস্থিত
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ১০০ তৃণমূল নেতার নামের তালিকা পেশ শুভেন্দুর । নিয়োগ দুর্নীতি নিয়ে তিনি আজ দিল্লিতে বলেন, ' এর সঙ্গে প্রচুর কালেক্টর আছে। ব্লক অনুযায়ী কালেক্টর আছে। জেলা অনুযায়ী কালেক্টর আছে। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ১০০ জন TMC নেতার নাম দিয়েছি, যার মধ্যে MLA আছে, মন্ত্রী আছে, এবং ডকুমেন্টও দিয়েছি। ৪ জন MLA’র লেটারহেড প্যাডও দিয়েছি। যারা কালেকশন করেছে। এটা একটা ইস্যু, আমি বলেছি, এটাকে আরও কড়া করতে হবে। আরও কঠিন সাজা দিতে হবে। '
যে একশোজনের নাম অমিত শাহকে দিয়েছেন বলে শুভেন্দু দাবি করেছেন, তাঁদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন এরাজ্যের বিরোধী দলনেতা।
বন্ধ করে দেওয়া হল বিধানসভায় পরিষদীয় মন্ত্রী হিসেবে পার্থর ঘর
স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে একযোগে কলকাতার ৬টি জায়গায় ইডি-র তল্লাশি অভিযান। পণ্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসিস আবাসনে হানা দেন ইডি-র আধিকারিকরা। ৬ নম্বর ব্লকের ৫০৩ নম্বর ফ্ল্যাটে অভিযান। অন্যদিকে, মাদুরদহের ওম ভিলা আবাসনেও তল্লাশি অভিযানে যান ইডি-র আধিকারিকরা। বরানগরে অর্পিতার নেল আর্ট পার্লারেও চলে তল্লাশি। তালা খুলতে আনা হয় চাবিওয়ালা।
স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে একযোগে কলকাতার ৬টি জায়গায় ইডি-র তল্লাশি অভিযান। পণ্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসিস আবাসনে হানা দেন ইডি-র আধিকারিকরা। ৬ নম্বর ব্লকের ৫০৩ নম্বর ফ্ল্যাটে অভিযান। অন্যদিকে, মাদুরদহের ওম ভিলা আবাসনেও তল্লাশি অভিযানে যান ইডি-র আধিকারিকরা। বরানগরে অর্পিতার নেল আর্ট পার্লারেও চলে তল্লাশি। তালা খুলতে আনা হয় চাবিওয়ালা।
ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় লালবাজারের কাছে বিকানির বিল্ডিংয়ে চলছে সিআইডি-র তল্লাশি অভিযান। সূত্রের খবর, এখানে শেয়ার ট্রেডিং সংস্থার অফিস থেকেই ৪৯ লক্ষ টাকা নিয়ে স্কুটারে করে সদর স্ট্রিটের হোটেলে কংগ্রেস বিধায়কদের কাছে পৌঁছে দেওয়া হয়। টাকার উত্স জানতে তল্লাশি চালাচ্ছে সিআইডি। কোথা থেকে টাকা এসেছিল? এর পিছনে হাওয়ালা-যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।
হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার শেষে বেরোনর সময় পার্থকে লক্ষ্য করে জুতো ছুড়লেন ইএসআই-তে চিকিত্সা করাতে আসা মহিলা।
কেষ্টপুরে চলছে সিবিআই তল্লাশি । ভোট পরবর্তী হিংসার ঘটনায় কেষ্টপুরে চলছে সিবিআই তল্লাশি ।
‘এই টাকা আমার নয়। আমার অনুপস্থিতিতে এবং অজান্তে আমার ঘরে এই টাকা ঢোকানো হয়েছে।’ দুই ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ৫০ কোটি টাকার মালিকানা নিয়ে ফের বিস্ফোরক দাবি অর্পিতা মুখোপাধ্যায়ের। এদিন জোকা ESI হাসপাতালে ঢোকার মুখে এই মন্তব্য করেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা।
স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে কলকাতার একাধিক জায়গায় ইডি-র তল্লাশি অভিযান।
পণ্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসিস আবাসনে ইডি-র হানা ।
ব্লক সিক্সের ৫০৩ নম্বর ফ্ল্যাটে অভিযান ।
মাদুরদহের ওম ভিলা আবাসনে তল্লাশি অভিযানে ইডি-র আধিকারিকরা ।
কালিম্পঙের কালিঝোরার কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ধস । ধসের কারণে সকাল থেকেই বন্ধ হয়ে গেছে ১০ নম্বর জাতীয় সড়ক । এর ফলে শিলিগুড়ির সঙ্গে গ্যাংটক এবং কালিম্পঙের সড়ক যোগাযোগ ব্যাহত
কয়লা পাচারকাণ্ডে ভিনরাজ্য থেকে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল সিআইডি। হরিয়ানার একটি ফার্ম হাউসে অভিযান চালিয়ে সঞ্জয় মালিক নামে ওই ব্যবসায়ীকে পাকড়াও করা হয় বলে সূত্রের খবর। ৩ দিনের ট্রানজিট রিমান্ডে গতকাল কলকাতায় আনার পর ধৃত ব্যবসায়ীকে আজ আসানসোল আদালতে তোলা হবে। কয়লা পাচারকাণ্ডে দিনকয়েক আগে বসিরহাটের কুখ্যাত পাচারকারী আব্দুল বারিক বিশ্বাসকে গ্রেফতার করে সিআইডি। তাকে জেরা করেই ব্যবসায়ী সঞ্জয় মালিকের হদিশ মেলে। খবর সিআইডি সূত্রে।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দুই এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে।
পার্থ-অর্পিতার ৩ ডায়েরিতে মিলেছে বিপুল টাকা আসা-যাওয়ার হিসেব, খবর ইডি সূত্রে। শুধু টাকা আসত না, ফ্ল্যাট থেকে টাকা যেত নির্দিষ্ট লোকের কাছে, খবর ইডি সূত্রে। টাকার বাহকদের নাম ফোন নম্বর-সহ সমস্ত তথ্য রয়েছে ডায়েরিতে, খবর ইডি সূত্রে। ৩টি ডায়েরিতে হাতের লেখা কার? প্রশ্ন তদন্তকারীদের। প্রয়োজনে নেওয়া হতে পারে হ্যান্ড রাইটিং এক্সপার্টের সাহায্য, খবর সূত্রের।
মমতার সফরের আগেই দিল্লিতে সুকান্ত-শুভেন্দু । বেলা ১২ টায় অমিত শাহের সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীর । সংসদভবনে স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে বৈঠক হওয়ার কথা ।
পার্থ - অর্পিতার মেডিক্যাল টেস্টের পর, সিজিও কমপ্লেক্সে এনে দু’জনকে ফের জেরা করা হবে বলে ইডি সূত্রে খবর।
পশ্চিম মেদিনীপুরের দাঁতনে পুন্দড়া গ্রামে বোমা বিস্ফোরণ। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তৃণমূল সমর্থক বলে পরিচিত অধর গড়াইয়ের বাড়ির সেপটিক ট্যাঙ্কে মজুত বোমা বিস্ফোরণ হয় বলে স্থানীয়দের দাবি।
আলিপুদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্প নিয়ে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছে, তাতে শরিক হবে রাজ্য সরকার। বনমন্ত্রী সম্প্রতি বক্সায় গিয়ে সেখানকার ব্যবসায়ীদের এই আশ্বাস দিয়েছেন। জাতীয় পরিবেশ আদালত নির্দেশ দিয়েছে, বক্সায় জঙ্গলের ভিতরে কোনও লজ, হোম স্টে রাখা যাবে না। তা নিয়ে মামলা গড়িয়েছে হাইকোর্টে।
পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নিরাপত্তায় জোর ইডি-র। আদালতের নির্দেশে ৪৮ ঘণ্টা পর, আজ ফের জোকার ESI হাসপাতালে পার্থ-অর্পিতার মেডিক্যাল টেস্ট করা হবে। ইডি-র কনভয়ে থাকবে ৬টি গাড়ি। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে থাকা পার্থ-অর্পিতার নিরাপত্তার দায়িত্বে থাকছেন কেন্দ্রীয় বাহিনীর ৮৬ জন জওয়ান।
রেফার-রোগের অভিযোগ উঠল তিন-তিনটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে। পরিবার সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার গোসাবার বাসিন্দা ৭৮ বছরের রঘুনন্দন মণ্ডলের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। গতকাল তাঁকে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। পরিবারের অভিযোগ, সেখানে ICU না থাকায় চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বেড না পেয়ে এরপর রোগীকে এনআরএসে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানেও জায়গা না পেয়ে রাত ৩টে নাগাদ মেডিক্যাল কলেজে আনা হয় রোগীকে। কিন্তু বেড না মেলায় এখনও জরুরি বিভাগেই রোগীকে শুইয়ে রাখা হয়েছে বলে পরিবারের অভিযোগ।
কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতির তদন্তে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রীকে জিজ্ঞাসাবাদ করল সিআইডি। বাঁকুড়ার বাড়িতে চলে জিজ্ঞাসাবাদ। বাঁকুড়ার বিজেপি বিধায়ককেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিআইডি। শুক্রবার তাঁকে ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে।
চোর সন্দেহে শ্যামনগরের অঞ্জন গড় এলাকায় বিশ্বজিত্ দাস নামে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। মোবাইল চোর সন্দেহে তাঁকে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ তাঁকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। আটক ২ জন।
বিধানসভা ভোটে জয়ের পর, তৃণমূলের পতাকা হাতে তুলে নেওয়া বিশ্বজিত্ দাসকে বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি করল তৃণমূল। এ’নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বুধবার রাজ্য মন্ত্রিসভায় রদবদল। তার আগে, সোমবার ১২টি সাংগঠনিক জেলা নেতৃত্বে বদল করল তৃণমূল।
বিধানসভা ভোটে জয়ের পর, তৃণমূলের পতাকা হাতে তুলে নেওয়া বিশ্বজিত্ দাসকে বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি করল তৃণমূল। এ’নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বুধবার রাজ্য মন্ত্রিসভায় রদবদল। তার আগে, সোমবার ১২টি সাংগঠনিক জেলা নেতৃত্বে বদল করল তৃণমূল।
দলের পর এবার কি রাজ্য মন্ত্রিসভাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায়া দীর্ঘ হচ্ছে? কারণ সূত্রের খবর, মন্ত্রী হতে পারেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক এবং জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। এঁরা প্রত্যেকেই অভিষেক-ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত।
আজ ফের মেডিক্যাল পরীক্ষা, মুখ খুলবেন পার্থ-অর্পিতা? আজ অমিত শাহের সঙ্গে সুকান্ত-শুভেন্দুর সাক্ষাতের সম্ভাবনা। এইমস-কাণ্ডে শুক্রবার বিজেপি বিধায়ককে সিআইডির তলব। মুখ পাল্টে মুখ রক্ষা করতে পারবে সরকার?
পুজোর মধ্যেই ২১ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরুর তোড়জোড়। আন্দোলনমাত্রই ন্যায্য নয়, টেট-বিক্ষোভ নিয়ে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী।
প্রেক্ষাপট
এক নজরে আজকের হেডলাইনস
১। মেয়েকে জিজ্ঞাসাবাদের পর কল্যাণী এইমসকাণ্ডে ( kalyani AIIMS ) এবার বাঁকুড়ার বিজেপি বিধায়ককে সিআইডি (CID) তলব। শুক্রবার ভবানীভবনে হাজিরার নির্দেশ।
২। কল্যাণী এইমসে বিজেপি বিধায়কের সুপারিশেই মেয়ের চাকরি। জানিয়েছে নিয়োগকারী সংস্থা, দাবি সিআইডির। বাড়িতে গিয়ে নীলাদ্রি-কন্যাকে জিজ্ঞাসাবাদ।
৩। শেষের দিকে নম্বর, তাও কীভাবে এইমসে চাকরি? বিজেপি বিধায়কের মেয়ের বয়ানে অসঙ্গতি থাকার দাবি সিআইডির।
৪। কাদের আনাগোনা ছিল অর্পিতার ) Arpita Mukherjee ) বেলঘরিয়ার ফ্ল্যাটে? কীভাবে এসেছিল ২৮ কোটি? সিসি ফুটেজের সূত্রে তদন্তে ফের রথতলায় আবাসনে ইডি।
৪। পার্থর অপসারণের পর বুধবার মন্ত্রিসভার রদবদল। জল্পনায় বাবুল, তাপস থেকে স্নেহাশিস, পার্থ ভৌমিক। বাদ পড়তে পারেন পরেশ, সৌমেন।
৫। মন্ত্রিসভার অসম্মান হয়, এমন কিছু করবেন না। পার্থর নাম না করে হুঁশিয়ারি মমতার। ঠগ বাছতে গাঁ উজাড় না হয়ে যায়, খোঁচা সুকান্তর।
৬। ভাবমূর্তির উপরেই নির্ভর ভাবমূর্তি। মন্ত্রিসভার রদবদল নিয়ে বলছেন মুকুল। বললেন, মন্ত্রিসভার রদবদলের উপর নির্ভর করে না ভাবমূর্তি। দরকার হলেই রদবদল, যার দরকার তিনিই বলতে পারবেন।
৭। নিয়োগ নিয়ে তোলপাড়ের মধ্যেই তৃণমূলে রদবদল। বিজেপি ছেড়ে আসা বিশ্বজিৎকে বনগাঁর দায়িত্ব। কোচবিহারে অপসারিত পার্থপ্রতিম।
৮। মমতার সফরের আগেই দিল্লিতে সুকান্ত-শুভেন্দু। আজ অমিত শাহের সঙ্গে বৈঠকের সম্ভাবনা। তৃণমূল-বিজেপি বোঝাপড়ার অভিযোগ সিপিএমের।
৯ । ইতিহাস বই থেকে পার্থর নাম সরানোর দাবি, ম্যান্ডেলা-পত্নীর উদাহরণ টেনে কার্যত খারিজ করল সিলেবাস কমিটি।
১০ । পুজোর মধ্যেই ২১ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরুর তোড়জোড়।
আন্দোলনমাত্রই ন্যায্য নয়, টেট-বিক্ষোভ নিয়ে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী।
১১। রাজ্যে আরও নতুন ৭ জেলা। নতুন জেলা রানাঘাট, বসিরহাট, বহরমপুর, কান্দি, ইছামতি, সুন্দরবন, বিষ্ণুপুর।
১২। ২৩ থেকে বেড়ে ৩০ জেলা পাচ্ছে রাজ্য। প্রশাসনিক কাজের সুবিধের সওয়াল মুখ্যমন্ত্রীর। নতুন করে সম্পদ ভাগের চক্রান্ত, আক্রমণ বিকাশের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -