WB News Live Updates: স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা, কাল স্বাস্থ্যভবনে ভার্চুয়াল বৈঠক
Get the latest West Bengal News and Live Updates: সোমবার থেকে পনেরো থেকে আঠেরো বয়সীদের টিকাকরণ, শুরু নাম নথিভুক্তিকরণ। পুরসভার কাছে আছে দেড় লক্ষ কোভ্যাকসিন।
পরপর চিকিৎসক করোনা আক্রান্ত। সমস্ত মেডিক্যাল কলেজের সঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য অধিকর্তার বৈঠক। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সঙ্গে বৈঠক। স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা, কাল স্বাস্থ্যভবনে ভার্চুয়াল বৈঠক।
সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে হাওড়া, একদিনে আক্রান্ত ৫৯৫ জন, মৃত ১।
শুধুমাত্র কলকাতাতেই একদিনে আক্রান্ত ৩১৯৪ জন, মৃত ২ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৯৯৪ জন, মৃত ৩ জন।
শনিবার সংক্রমিতের সংখ্যা ছিল ৪৫১২ জন, গতকালের তুলনায় একলাফে সংক্রমণের সংখ্যা বাড়ল ১৬০০-র বেশি।
ফের রাজ্যে লাফিয়ে বাড়ল করোনা সংক্রমিতের সংখ্যা। একদিনে করোনা আক্রান্ত ৬১৫৩ জন, মৃত ৮ জন।
দুয়ারে সরকারের নামে দুয়ারে সর্বনাশ ডেকে এনেছেন মুখ্যমন্ত্রী। আক্রমণ সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা, বেসরকারি অফিসেও ৫০ শতাংশ হাজিরা, প্রয়োজনে ভিডিও কলে বৈঠক।
কাল থেকে স্কুলে পঠন-পাঠন বন্ধ থাকলেও, ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ চলবে, খবর নবান্ন সূত্রে।
‘সুইমিং পুল, স্পা, জিম, বিউটিপার্লার, সেলুন কাল থেকে বন্ধ। চিড়িয়াখানা সহ সব পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। শপিং মলে ৫০ শতাংশ প্রবেশ। খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। রেস্তোরাঁ, পানশালাও ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা থাকবে। অনুষ্ঠান হলে ৫০ শতাংশ উপস্থিতি। বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জনের উপস্থিতি’, জানালেন মুখ্যসচিব।
মেট্রো পরিষেবায় কাল থেকে বন্ধ হয়ে যেতে পারে টোকেন ব্যবস্থা
‘৫-এর বেশি করোনা আক্রান্ত হলে মাইক্রো কনটেনমেন্ট জোন। কলকাতায় ১১টি জায়গা চিহ্নিত। ‘রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কড়া বিধিনিষেধ’
মুখ্যসচিব জানিয়েছেন, ‘রেস্তোরাঁ, পানশালাও ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা থাকবে। ৫০ শতাংশ দর্শক নিয়ে চালু থাকবে সিনেমা হল। ‘রাত ১০টার পর বন্ধ থাকবে সিনেমা হল’
‘১ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হল দুয়ারে সরকার’, জানালেন মুখ্যসচিব
৫০ শতাংশ যাত্রী নিয়ে পুরো সময় চলবে মেট্রো’, জানালেন মুখ্যসচিব
শপিং মলে ৫০ শতাংশ প্রবেশ’। খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত’
‘সন্ধে ৭টার পর সব লোকাল ট্রেন বন্ধ’। ‘৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল’।‘৫০ শতাংশ যাত্রী নিয়ে পুরো সময় চলবে মেট্রো’
‘সুইমিং পুল, স্পা, জিম, বিউটিপার্লার, সেলুন কাল থেকে বন্ধ। চিড়িয়াখানা সহ সব পর্যটক কেন্দ্র বন্ধ থাকবে’, জানালেন মুখ্যসচিব
সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা। বেসরকারি অফিসেও ৫০ শতাংশ হাজিরা’, জানালেন মুখ্যসচিব
‘কাল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ’,‘স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় কাল থেকে বন্ধ’, ’জানালেন মুখ্যসচিব
মুখ্যসচিব বলেছেন, ‘ব্রিটেন থেকে কলকাতায় আসা বিমানে কাল থেকে নিষেধাজ্ঞা’। ‘অন্য দেশগুলি থেকে আসা বিমানযাত্রীদের আরটিপিআর টেস্ট বাধ্যতামূলক’
করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে রাজ্য সরকার। করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব
করোনার দাপট জেলাতেও। তারপরেও ফেরেনি হুঁশ। মাস্ক না পরায় ১৫ জনকে আটক করল বাঁকুড়া সদর থানার পুলিশ। আজ সকালে বাঁকুড়া শহরের মাচানতলা এলাকায় অভিযান চালানো হয়। পাশাপাশি, সাধারণ মানুষের মধ্যে বিলি করা হয় মাস্ক।
বাড়ছে করোনা, কাল থেকে বীরভূমে মেলা-পিকনিক নিষিদ্ধ। নিষেধাজ্ঞা জারি করল বীরভূম জেলা প্রশাসন।হাওড়ায় সাপ্তাহিক কড়া বিধিনিষেধ।নির্দিষ্ট দিনে বন্ধ থাকবে দোকান-বাজার।
নির্দেশ জারি হাওড়া জেলা প্রশাসনের
হাসপাতালে ভর্তি হওয়ার পর ভাল আছেন অরূপ বিশ্বাস। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। বিদ্যুত্মন্ত্রীর শরীরে অক্সিজেনের মাত্রা ৯৭ শতাংশ।তাঁর রক্ত পরীক্ষার রিপোর্টও এসেছে সন্তোষজনক
কোভিড সংক্রমণ নিয়ে সচেতনতার কথা বলা হলেও, গড়িয়া বাজারে রবিবারের ছবিটা আলাদা। মাস্ক না পরলে জিনিস বিক্রি করা হচ্ছে না, বিক্রেতারা এই দাবি করলেও, অনেকেরই মুখে মাস্ক দেখা যায়নি। মাস্ক ছাড়াই কেনাকাটায় ব্যস্ত বেশ কয়েকজন ক্রেতা। কেউ আবার ক্যামেরা দেখে তড়িঘড়ি পরে নিয়েছেন মাস্ক।
'নবান্নর জন্য বেড়েছে কোভিড সংক্রমণ। ‘ক্রিসমাস, ইংরেজি নববর্ষ উত্সব পালিত হয়েছে। পালিত হয়েছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের উত্সব।বিপর্যয় ও বেহাল জনস্বাস্থ্য ব্যবস্থায় সর্বদাই এগিয়ে বাংলা। বিধিনিষেধের ফলে শেষ পর্যন্ত ভুগতে হবে মানুষকেই’।সংক্রমণের হার তুলে ধরে ট্যুইট শুভেন্দু অধিকারীর
কোভিড আবহে দুর্গাপুর স্টেশন রোডে মেলার আয়োজন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। করোনার বাড়বাড়ন্ত সত্ত্বেও টাকা আয়ের জন্যই মেলার আয়োজন, দাবি বিজেপির। কীভাবে অনুমতি দিল প্রশাসন, প্রশ্ন বামেদের। করোনা সচেতনতায় মেলা প্রাঙ্গণে চলছে প্রচার। মেলা থেকে অর্জিত টাকা ক্রীড়াক্ষেত্রে উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয়, দাবি তৃণমূলের।
করোনার গ্রাফ উর্ধ্বমুখী, এই নিয়ে রীতিমত দুশ্চিন্তা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে স্বাস্থ্য দপ্তরে। এখনও সচেতন না হলে আগামী মার্চ মাসে মানুষকে ভয়ংকর পরিস্থিতির সামনে পড়তে হতে পারে এমনটাই জানাচ্ছেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সুশান্ত কুমার রায়।
মালদায় কলেজ পড়ুয়াকে মারধরের অভিযোগ। গাজোলের বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ।বিধায়কের সই ও শংসাপত্র আনতে গেলে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার অভিযোগ।বিধায়ককে ডাকতে গেলে পড়ুয়াকে মারধরের অভিযোগ।গাজোল থানায় বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের পড়ুয়ার।
ভিত্তিহীন ও উদেশ্যপ্রণোদিত অভিযোগ, দাবি বিধায়কের
বিধাননগর স্টেশন সংলগ্ন এলাকা। অটোচালক, যাত্রী থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী অথবা ক্রেতা, অধিকাংশেরই মুখে মাস্ক নেই। বাসচালক ও যাত্রীদের মধ্যেও অসচেতনতার ছবি।
হাজরার চিত্তরঞ্জন সেবাসদনে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত ২৪ জনের শরীরে মিলেছে সংক্রমণ। এঁদের মধ্যে ২৩ জনই চিকিত্সক, একজন নার্সিং স্টাফ। এই পরিস্থিতিতে চিকিত্সা পরিষেবা স্বাভাবিক রাখতে চিকিত্সকদের তিনটি দল তৈরি করা হয়েছে
গোসাবার কুমিরমারিতে ঘুমপাড়ানি গুলিতে বাঘিনী কাবু হলেও, বন দফতরের কর্মীদের সঙ্গে লুকোচুরি খেলছে বাঘ। সকালে চার নম্বর মিত্রবাড়ি গ্রাম থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে চরঘেরি গ্রামে নতুন করে মিলল বাঘের পায়ের ছাপ।
জায়গা নাগেরবাজার। রবিবারের বাজারে বেশ ভিড়। কিন্তু অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখেই মাস্ক নেই। কারও মাস্ক আছে, কিন্তু তা নাকের নীচে নামানো। কেউ আবার মাস্ক পকেটে নিয়ে ঘুরছেন। মাস্ক না পরায় প্রশ্ন করতে ক্যামেরা সরিয়ে দেওয়ার চেষ্টা করেন এক ব্যক্তি।
ত্রিপুরায় তৃণমূলের কী আছে? কী করতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? ওখানকার মানুষ তো বুঝিয়ে দিয়েছেন, এমন পার্টি ত্রিপুরায় চলবে না। নিজের রাজ্যের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় মন দিন, কটাক্ষ দিলীপ ঘোষের।
দু’দিনের সফরে আজ ত্রিপুরায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বেশ কয়েকটি কর্মসূচিতে তাঁর যোগ দেওয়ার কথা। আগরতলায় চতুর্দশ দেবতার মন্দিরে পুজো দিয়ে এবারের ত্রিপুরা সফর শুরু করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
নতুন বছরের শুরুতেই ফিরল শীতের আমেজ। গতকালের তুলনায় আরও নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। জেলাগুলিতেও নেমেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে।
পুরভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই দুবরাজপুরে জোরদার প্রচারে নামল তৃণমূল। দলের প্রতিষ্ঠা দিবসে শুরু হল দেওয়াল লিখন। বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি।
তৃণমূলে টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দিলেন আসানসোল পুরসভার বিদায়ী মেয়র পারিষদ গোলাম সরোবর। দল আরও সমৃদ্ধশালী হল বলে দাবি কংগ্রেসের। গোলাম সরোবরকে দলে ফিরে আসার অনুরোধ করেছে তৃণমূল নেতৃত্ব।
শিলিগুড়ির ৩টি ওয়ার্ডে প্রার্থী নিয়ে ক্ষুব্ধ তৃণমূলের একাংশ। দল সিদ্ধান্ত না বদলালে নির্দল প্রার্থী দাঁড় করানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। যদিও তৃণমূল শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে প্রার্থী বদল হবে না। আর এনিয়ে কটাক্ষ করেছে বাম-বিজেপি
প্রেক্ষাপট
কলকাতা: শুক্রবারের তুলনায় রাজ্যে (West Bengal) একলাফে দৈনিক সংক্রমণের (Coronavirus) সংখ্যা বাড়ল ১০০০ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫১২ জন, মৃত ৯। কলকাতার (Kolkata) পজিটিভিটি রেট ছাড়াল ২৬ শতাংশ। রাজ্যে আরও দুজন ওমিক্রন (Omicron) আক্রান্ত। ওড়িশায় ওমিক্রন পজিটিভ, ভর্তি কলকাতার হাসপাতালে, পেট্রাপোলে আক্রান্ত ১ জন। রাজ্যে ওমিক্রন আক্রান্ত ১৮ জন। ডেল্টা প্লাসে আক্রান্ত সৌরভ।
বাড়ছে করোনা সংক্রমণ। সোমবার থেকে কড়া বিধিনিষেধের ভাবনা রাজ্যের। আজ বাতিল দুয়ারে সরকার ক্যাম্প, ৩ জানুয়ারিতে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান। আজ নবান্নে বৈঠক।
করোনা আবহে শারীরিক ভাবে কেউ এজলাসে থাকতে পারবেন না। শুনানি ভার্চুয়ালে। সোমবার থেকে রাজ্যের সব আদালতে বিধি চালু। নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির।
সোমবার থেকে পনেরো থেকে আঠেরো বয়সীদের টিকাকরণ, শুরু নাম নথিভুক্তিকরণ। পুরসভার কাছে আছে দেড় লক্ষ কোভ্যাকসিন। কলকাতার ১৬টি সরকারি স্কুলে মিলবে টিকা।
নতুন বছরে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। পাহাড় থেকে সমুদ্রে চূড়ান্ত অসচেতনতার ছবি। মুখে নেই মাস্ক, শিকেয় দূরত্ববিধি।
করোনা আক্রান্ত অরূপ বিশ্বাস, ভর্তি উডল্যান্ডসে। দেওয়া হচ্ছে অ্যান্টিবডি ককটেল, খবর সূত্রের। সংক্রমিত উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক। করোনা আক্রান্ত পরিচালক সৃজিত, সঙ্গীতশিল্পী জিৎ।
করোনা আক্রান্ত বিশিষ্ট চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়। কলকাতা মেডিক্যালে সংক্রমিত পড়ুয়া, ইন্টার্ন। চিত্তরঞ্জন সেবা সদনে আক্রান্ত ২১জন। সংক্রমিত কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি দেবাশিস বড়াল।
উপসর্গহীনদের বাড়িতে, উপসর্গযুক্তদের থাকতে হবে হাসপাতালের নির্দিষ্ট ওয়ার্ডে। চিকিত্সায় নিয়মবিধি জারি স্বাস্থ্য দফতরের। অস্থায়ী হাসপাতাল প্রস্তুত করতে রাজ্যকে চিঠি কেন্দ্রের।
হাওড়া পুরবিল নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে। রাজ্যের পাঠানো তথ্যের বাস্তব ভিত্তি নেই। বিল তথ্য অ্যাডভোকেট জেনারেলকে দিক রাজ্য। ট্যুইট রাজ্যপালের। অসাংবিধানিক কাজ, পাল্টা কল্যাণ।
কৈখালিতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত রাসায়নিক কারখানা। আগুন পাশের গেঞ্জি কারখানাতেও। অগ্নিদগ্ধ হয়ে মৃত নিরাপত্তারক্ষী। ছিল না অগ্নিনির্বাপণ ব্যবস্থা, দাবি দমকলের।
বর্ষশেষের রাতে গড়িয়ায় শ্যুটআউট। গুলিবিদ্ধ যুবক, ভর্তি এসএসকেএমে। বাইকে এসে গুলি দুষ্কৃতীদের। কী কারণে গুলি ? তদন্তে নরেন্দ্রপুর থানার পুলিশ।
বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু। বাইক আরোহীদের ধাক্কায় লরির চাকায় পিষ্ট বরানগরের বাসিন্দা। গ্রেফতার ২।
রয়্যাল বেঙ্গলের আতঙ্কে ত্রস্ত গোসাবা। মিত্রবাড়ির জঙ্গলে বাঘের হানায় আহত বনকর্মী। পটকা ফাটিয়েও হল না খাঁচাবন্দি। বারবার অবস্থান বদল। শোনানো হচ্ছে বাঘিনীর গর্জন।
গোসাবায় কুমিরমারিতে অবশেষে কাবু দক্ষিণ রায়। দুটি ঘুম পাড়ানি গুলিতে কাবু রয়্যাল বেঙ্গল। আপাতত রাখা হবে পর্যবেক্ষণে।
করোনা আবহে কল্পতরু উৎসবে কাশীপুর উদ্যানবাটিতে নিষিদ্ধ ভক্ত সমাগম। দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, কামারপুকুরেও ভক্ত ছাড়াই পুজো-পাঠ।
ভক্তহীন কল্পতরু
নতুন বছরে ফিরল শীত। আরও কিছুটা পারদ নামলেও স্বাভাবিকের থেকে বেশি। আগামী কয়েকদিনে আরও কমবে তাপমাত্রা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -