West Bengal News Live: গুড়াপের ঘটনায় দ্রুত তদন্ত শেষের জন্য হুগলি পুলিশকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE Updates : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
গুড়াপে শিশুকে ধর্ষণ-খুন, দোষী প্রতিবেশীর মৃত্যুদণ্ড। শিশুকন্যাকে ধর্ষণ-খুনের ৫৫দিনের মাথায় সাজা ঘোষণা। চুঁচুড়ার পকসো আদালতে দোষী অশোক সিংহের ফাঁসির সাজা। ২৪ নভেম্বর: হুগলির গুড়াপে শিশুকন্যাকে ধর্ষণ করে খুন। দ্রুত তদন্ত শেষের জন্য হুগলি পুলিশকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী। এধরনের কোনও অপরাধী ছাড়া পাবে না বলে পোস্ট মুখ্যমন্ত্রীর। 'আপোসহীন দ্রুত ন্যায়বিচার পাওয়া যায় বাংলায়'। 'নারীর বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে বাংলায় জিরো টলারেন্স নীতি'। এক্স হ্যান্ডলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
প্রসূতি মৃত্যুতে চিকিৎসকদের বিরুদ্ধে FIR, আন্দোলন নিয়েই ভিন্নমত। ভোটাভুটিতে কর্মবিরতির পক্ষে অধিকাংশের রায়, তাও মতবিরোধ। কর্মবিরতির ভোটাভুটিতে হেরেও কাজ চালিয়ে যাওয়ার পক্ষে একাংশ --। কর্মবিরতি না অন্য কিছু? সাড়ে ৫ ঘণ্টার বৈঠকেও অধরা সিদ্ধান্ত।
কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে বাঘাযতীনে হেলে পড়া বাড়ি ও অনন্যার বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ প্রসঙ্গ। মাসিক অধিবেশনে দুটি প্রসঙ্গ উত্থাপন বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। বাঘাযতীনকাণ্ডে দোষী কাউন্সিলর, অথচ বাসিন্দাদের বিরুদ্ধে মামলা কেন ? প্রশ্ন সজল ঘোষের। অনন্যার বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ সজলের। '১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়িই অবৈধ'। 'সন্তোষপুরে বাড়ি কিনেছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়'। বাড়ির একটি ফ্লোর অবৈধ, দাবি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। বেআইনি অভিযোগ প্রসঙ্গে অনন্যার পাশে কলকাতা পুরসভার মেয়র। সামান্য অংশে বেআইনি নির্মাণ হয়েছিল, পুরসভা পরে ঠিক করে দেওয়া হয়েছে, প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের।
কালিয়াচকে তৃণমূলকর্মী খুন, মূল অভিযুক্ত জাকির গ্রেফতার । প্রকাশ্যে তৃণমূলকর্মীকে থেঁতলে খুন, অবশেষে গ্রেফতার জাকির । কালিয়াচকে হামলায় ২জন গ্রেফতার, এখনও অধরা ৬ অভিযুক্ত
কাকদ্বীপের বাড়িতে তল্লাশির পর এবার জুনিয়র চিকিৎসক নাইয়াকে তলব। সোমবার সকালে ইলেকট্রনিক্স থানায় আসফাকুল্লা নাইয়াকে হাজিরার নোটিস। বিশেষজ্ঞ না হয়েই স্পেশালিস্ট হিসেবে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগ। নিয়ম ভেঙে ENT বিশেষজ্ঞ পরিচয় দিয়ে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগে নোটিস। আর জি করকাণ্ডের আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়া । কাকদ্বীপে নাইয়ার বাড়িতে পুলিশি তল্লাশির নামে তছনছের পাল্টা অভিযোগ।
বাঘাযতীনে হেলে পড়া বহুতলের বাকি অংশ ভাঙার কাজ চলছে। হাইড্রোলিক ল্য়াডারের সাহায্য়ে কাজ করছেন পুরসভার কর্মী এবং দমকল কর্মীরা। পাশাপাশি বহুতলের ভিতর থেকে আবাসিকদের জিনিসপত্র বাইরে বার করে আনার কাজ চলছে। বহুতল বিপর্যয়ের ঘটনায় অভিযুক্ত প্রোমোটার গ্রেফতার হলেও খুশি নন ঘরছাড়া মানুষগুলো।
বাঘাযতীনের পর পানিহাটি, এবার ভাঙল নির্মীয়মাণ বহুতলের একাংশ। ভাঙল নির্মীয়মাণ বহুতলের একাংশ, অল্পের জন্য পথচারীদের রক্ষা । পানিহাটির মহাজাতি নগরে নির্মাণের সময় বহুতলে বিপত্তি।
অনুপ্রবেশ ঠেকাতে BSF-এর নতুন কৌশল। কাঁটাতারের বেড়ায় লাগানো হল কাচের বোতল। কোচবিহারের মেখলিগঞ্জে কাঁটাতারে লাগানো হল কাচের বোতল। ফুলকাডা বুড়ি ভারত বাংলাদেশ সীমান্তে কিছুদিন আগেই লাগানো হয় কাঁটাতার। BSF-এর সাহায্যে সেখানে কাচের বোতল লাগালেন স্থানীয় বাসিন্দারা। দুষ্কৃতীরা ওই তার কেটে নিলে সশব্দে ভাঙবে কাচের বোতল। তাতে সতর্ক হবে BSF, দাবি স্থানীয়দের।
প্রেক্ষাপট
কলকাতা : মেদিনীপুর মেডিক্য়ালে প্রসূতি মৃত্য়ুর ঘটনায় ১২ জন চিকিৎসককে সাসপেন্ড। অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে FIR- এর প্রতিবাদে, পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত পরিবর্তন। পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত থেকে পিছু হটল মেদিনীপুর মেডিক্য়ালের জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালে চালু রয়েছে জরুরি পরিষেবা এবং ওপিডি। মেদিনীপুর মেডিক্যালে গিয়ে পৌঁছল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট ও সিনিয়র চিকিৎসকদের সংগঠন।
ফের শহরে অগ্নিকাণ্ড। আগুনের জেরে ঘন জনবসতিপূর্ণ এলাকায় আতঙ্ক। ৯ নং হাঙ্গারফোর্ড স্ট্রিটে আবাসনে আগুন। আবাসনের ছাদে আগুন। আগুন নেভাতে লড়াই দমকলের ৮টি ইঞ্জিনের। এদিকে ঘটনাস্থল থেকে কয়েকহাত দূরেই শহরের নামী হাসপাতাল। স্কুল তার পাশেই দক্ষিণ কলকাতার একটি আবাসনের ছাদে ছড়িয়ে পড়ল আগুন। বলাইবাহুল্য, আগুনের জেরে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। আবাসন থেকে বের করা হচ্ছে বাসিন্দাদের।
অনুপ্রবেশ ঠেকাতে BSF-এর নতুন কৌশল। কাঁটাতারের বেড়ায় লাগানো হল কাচের বোতল। কোচবিহারের মেখলিগঞ্জে কাঁটাতারে লাগানো হল কাচের বোতল। ফুলকাডা বুড়ি ভারত বাংলাদেশ সীমান্তে কিছুদিন আগেই লাগানো হয় কাঁটাতার। BSF-এর সাহায্যে সেখানে কাচের বোতল লাগালেন স্থানীয় বাসিন্দারা। দুষ্কৃতীরা ওই তার কেটে নিলে সশব্দে ভাঙবে কাচের বোতল। তাতে সতর্ক হবে BSF, দাবি স্থানীয়দের
ফের বাংলাদেশ থেকে এদেশে অনুপ্রবেশের ছক বানচাল করল BSF । মালদার হবিবপুরের লাঙ্গলভাঙ্গার কাছে কাঁটাতার ডিঙ্গিয়ে অবৈধভাবে ঢোকার চেষ্টা করে বেশ কয়েকজন বাংলাদেশের নাগরিক। আটকাতে তিন রাউন্ড শূন্যে গুলি চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। নদিয়ায় অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার ওপারের আরেক বাসিন্দা।
বহুতল বিপর্যয়ে ফিরহাদের নিশানায় বামেরা। ফিরহাদ হাকিম বলেন, 'দায়িত্ববান পুরসরভার কর্মীদের তত্ত্বাবধানে বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। ধীরে ধীরে গোটা বাড়িটাই ভেঙে ফেলা হবে। সিনিয়র ইঞ্জিনিয়াররা ওখানে রয়েছেন। কলোনি এলাকায় অনেকেই নিজেরাই বাড়ি করে নিয়েছেন। কোনও প্ল্যান না করেই। এই পাপের বোঝা আমাদের নয়, বাম আমল থেকে চলছিল। এখন সেটা আমাদের বইতে হচ্ছে। বাম আমলে কিছু তো অনলাইন ছিল না। আমরা যখন ক্ষমতায় এসেছি তখন ওই সব ফাইলই কিছু পাচ্ছি না। আমরা দায় চাপাচ্ছি না। বামেরা ট্র্যাডিশনটা শুরু করেছিল। সেই অভ্যাস তো রয়ে গেছে। সেই সময় কঠোর হলে আজ এসব হত না। অনেক ভুল প্ল্যান মঞ্জুর হয়েছে। এখন এসব ন্যাকা সেজে কী হবে।'
দু'দিন কেটে গেলেও উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে পুলিশের ওপর গুলি চালিয়ে পালানোর ঘটনায় এখনও অধরা বিচারাধীন বন্দি। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, গুলি চালিয়ে দু’-দু’জন পুলিশ কর্মীকে কাবু করে পালাচ্ছে ওই বন্দি। পলাতক বন্দি ও সাহায্যকারীর ছবি দিয়ে ২ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। পুলিশ পাহারায় থাকা বন্দির হাতে কীভাবে পৌঁছল অস্ত্র? পুলিশ তাহলে কী করছিল? তা নিয়ে প্রশ্ন উঠছে। গুলিবিদ্ধ পুলিশকর্মীদের দেখতে গিয়ে, গুলি চালানো নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজ্য় পুলিশের ডিজি রাজীব কুমার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -