West Bengal News Live: আজ রাত ১১.৩০ থেকে ১০ ঘণ্টা শিয়ালদা-দমদম লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে
Get the latest West Bengal News and Live Updates: চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে
করোনা পরিস্থিতি মধ্যেই একইসঙ্গে ১৭ টি চাকরি পেয়ে চমকে দিলেন অরিজিৎ রায়। বালি ঘোষপাড়ার বাসিন্দা অরিজিৎ চুঁচুড়ার হুগলি ইঞ্জিনিয়ার এন্ড টেকনোলজি কলেজের ছাত্র। করোনা অতিমারির জন্য গত দু'বছর একাধিক সেক্টরে চাকরির আকাল তৈরী হয়। বহু সংস্থা তাদের কর্মী ছাঁটাই শুরু করে। করোনা পরিস্থিতি উন্নতি হতে শুরু হওয়ার পর আবার বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ তৈরী হয়েছে।ইঞ্জিনিয়ারিং কলেজ গুলিতে বন্ধ থাকা ক্যাম্পাসিং শুরু হয়েছে। অনলাইন ক্যাম্পাসিং থেকে সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ শুরু হয়। সম্প্রতি যাদবপুরের কম্পিউটার সায়েন্সের ছাত্র বিশাখ মন্ডলের প্রায় দু-কোটি টাকা বার্ষিক বেতনের চাকরি পাওয়ার খবর সামনে আসে।
কোচবিহার এলাকার তুফানগঞ্জে অন্নপ্রাশনের দিনে শ্বাসনালীতে খাবার আটকে মর্মান্তিক মৃত্যু ৬ মাসের পুত্র সন্তানের। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্তর্গত বলরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের শৈলধুকরি এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে।
পূর্ব বর্ধমানের স্কুলে ঢুকে পড়ল গোখরো। একটি প্রাথমিক স্কুলের ঘটনা ঘটেছে নতুনগ্রামের। স্বাভাবিক ভাবেই আতঙ্ক পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রার্থনা তখন সবে শেষ হয়েছে। হঠাতই দেখা যায়, গুদামঘরে একটি বিষধর গোখরো ঢুকে পড়েছে। প্রধানশিক্ষক অজিত কুমার দাস জানান, গুদামঘর লাগোয়া কলের পাশের নালার সঙ্গে একটি ডোবার সংযোগ আছে। সেই পথ ধরেই সাপটি গুদাম ঘরে চলে আসে। গোখরোর খোঁজ পেয়ে বন দফতরকে জানান প্রধানশিক্ষক।
ভাটপাড়ায় শ্যুটআউটকাণ্ডে গ্রেফতার ২। পুলিশ সূত্রে খবর, ভাটপাড়ায় ইমারতি ব্যবসায়ী খুনে গ্রেফতার শাহবাজ, ওয়াসিম। উল্লেখ্য, এদিন সকাল ১১টা নাগাদ ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে গুলি চলে। অভিযোগ, মোট ২ থেকে ৩ জন এসে আচমকাই গুলিবর্ষণ শুরু করে। সালামউদ্দিন আনসারি নামে ইমারতি ব্যবসায়ীর মাথায় গুলি লাগে। কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই তাঁর মৃত্যু হয়। ‘হামলার সময় ঘটনাস্থলেই ছিল শাহবাজ, চক্রান্তে যুক্ত ওয়াসিম’ বলে ভাটপাড়াকাণ্ডে ২জনের গ্রেফতারি নিয়ে দাবি জানিয়েছে পুলিশ।
খড়গপুরের ওল্ড সেটেলমেন্ট এলাকায় বাড়ির সামনেই গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল এলাকার পরিচিত মুখ, তৃণমূল কর্মী, ভেঙ্কট রাওকে। সেই ঘটনায় এবার গ্রেফতার হল এক তৃণমূল কর্মীই। আর তারপর থেকেই এই খুন ঘিরে শাসকদলের মধ্যেকার দ্বন্দ্বের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। যদিও তা মানতে নারাজ তৃণমূল শিবির!
শীতলকুচির খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য, বোনের সম্ভ্রম বাঁচাতে অভিযুক্তকে হত্যা করল দাদা। শীতলকুচিতে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। শীতলকুচির রাজার বাড়ি এলাকায় এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্ত নেমে কয়েক ঘন্টার মধ্যেই খুলে অভিযুক্ত 'দাদা'কে গ্রেফতার করে শীতলকুচি থানার পুলিশ।
এবার পুরুলিয়া মেডিক্যাল কলেজে করোনার হানা। সংক্রমিত পুরুলিয়া মেডিক্যালের প্রিন্সিপাল, ডেপুটি সুপার। করোনা আক্রান্ত রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার। পুরুলিয়ার এক অতিরিক্ত জেলাশাসকও করোনা আক্রান্ত। যাঁরা টেস্ট করাচ্ছেন, তাঁদের ২০ শতাংশের রিপোর্ট পজিটিভ, জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর।
চোর সন্দেহে দুই শিশুকে বেঁধে রাখা হল শিকল দিয়ে! উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, লোহার রড চোর সন্দেহে ওই দুই শিশুকে শিকল দিয়ে বেঁধে আটকে রাখেন এক মহিলা। খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ গিয়ে ওই দুই শিশুকে উদ্ধার করে। আটক করা হয় অভিযুক্ত মহিলাকে।
হরিদেবপুরের পর নারকেলডাঙা, ফের কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! নারকেলডাঙায় খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৩ বছরের বালকের মৃত্যু। বৃষ্টির সময় বিদ্যুতের পোস্টে হাত দিতেই বালকের মৃত্যু: সূত্র। টিউশনি সেরে বাবার সঙ্গে বাড়ি ফেরার সময় দুর্ঘটনা। দীর্ঘক্ষণের চেষ্টায় । সন্ধে ৬.৩০: রাজা রাজানারায়ণ স্ট্রিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বালকের মৃত্যু।
রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে একদিনে করোনায় ৩জনের মৃত্যু। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত দেড় হাজার ছুঁইছুঁই। রাজ্যে করোনার পজিটিভিটি রেট বেড়ে ১৪.৯৪ শতাংশ।
দার্জিলিঙে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। প্রশাসনিক সূত্রে খবর, সপরিবারে কয়েকদিনের ছুটি কাটাতে দার্জিলিঙে এসেছেন অজিত ডোভাল। আবহাওয়া ভাল থাকলে সিকিমেও যেতে পারেন তিনি।
খড়গপুরে তৃণমূল সমর্থক খুনে গ্রেফতার ৩। জমি-বিবাদে গুলি করে খুন, প্রাথমিক অনুমান পুলিশের।
আজ রাত ১১.৩০ থেকে ১০ ঘণ্টা শিয়ালদা-দমদম লাইনে বন্ধ ট্রেন। কাল সকাল ৯.৩০টা পর্যন্ত শিয়ালদা-দমদম লাইনে ট্রেন চলাচল বন্ধ। রেল ব্রিজের কাজের জন্য শিয়ালদা-দমদমের মধ্যে ট্রেন চলাচল বন্ধ। রেলব্রিজের কাজের জন্য বাতিল ৩৮টি লোকাল, দেরিতে ছাড়বে ৬টি মেল-এক্সপ্রেস।
হাড়োয়ায় স্কুলে তাণ্ডব। একের পর এক ক্লাসরুমে চেয়ার টেবিল ভাঙচুর। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। স্কুলেরই এক ছাত্রের বিরুদ্ধে ক্লাসরুমে ভাঙচুরের অভিযোগ উঠেছে। কিন্তু, ঠিক কী কারণে এই ঘটনা, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।
সোলার প্যানেল আছে, তবে সন্ধে নামলে তা থেকে আর বিদ্যুৎ সরবরাহ হয় না। ফলে অন্ধকারে ডোবে গোটা গ্রাম। এমনই ছবি তুফানগঞ্জের পূর্ব ফলিমারি গ্রামের। গ্রামবাসীদের অভিযোগ, ৩ মাস ধরে সোলার প্যানেলগুলির ব্যাটারি খারাপ হয়ে আছে, কিন্তু বারবার বলা সত্ত্বেও ব্যবস্থা নেয়নি প্রশাসন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গ্রামের বিদ্যুতের দায়িত্বে থাকা রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা।
উত্তরবঙ্গ ভাসলেও, বর্ষার শুরুতে এবার দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টি কম। আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্ষার প্রথম মাসে উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় ৫৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টির ঘাটতির পরিমাণ ৪৮ শতাংশ। কলকাতায় এই ঘাটতির পরিমাণ ৫৯ শতাংশ।
বারবার তলবেও গরহাজির, নূপুরের বিরুদ্ধে লুক আউট নোটিস কলকাতা পুলিশের। বিজেপির সাসপেন্ডেড নেত্রীর বিরুদ্ধে লুকআউট নোটিস। নারকেলডাঙা ও আমহার্স্ট স্ট্রিট থানায় নূপুরের বিরুদ্ধে এফআইআর। পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর। দুই থানা থেকে নূপুরকে তলব সত্ত্বেও আসেননি নূপুর শর্মা।
মাওবাদীদের নাম করে পোস্টার, সর্ষের মধ্যেই ভূত! মাও-পোস্টার তোলাবাজির অভিযোগে ফের হোমগার্ড গ্রেফতার! ঝাড়গ্রামের জামবনি থেকে হোমগার্ড বাহাদুর মান্ডি গ্রেফতার।
মালদার ইংরেজবাজারে স্কুলবাস দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্কুলবাস, আহত ২০ জন পড়ুয়া। ৩ জনের অবস্থা গুরুতর। বাসে ৭১জন পড়ুয়া থাকার অভিযোগ।
মালদার ইংরেজবাজারে স্কুলবাস দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্কুলবাস, আহত ১৫ জন পড়ুয়া।
ফরাক্কার বেনিয়া গ্রাম দাদনতোলা এলাকায় গ্রামবাসীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ । গ্রামবাসীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধের ছবি ভাইরাল। বেশ কয়েকজন গ্রামবাসী সংঘর্ষে আহত হয়েছেন বলে অভিযোগ। সংঘর্ষে আহত হয়েছেন কয়েকজন পুলিশও
কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিধি ও নির্ঘণ্ট ঘোষণা সরকারের । স্নাতক স্তরে ১৮ জুলাই থেকে অনলাইনে ভর্তির আবেদন । স্নাতকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ভর্তির প্রক্রিয়া । ১ সেপ্টেম্বর থেকে স্নাতকোত্তরে ভর্তির আবেদন শুরু
‘ভর্তি চলাকালীন ক্যাম্পাসে সশরীরে হাজির নয়’ । ‘আবেদনের জন্য কোনও ফি নেওয়া যাবে না’। ভর্তির ফি জমা দিতে হবে অনলাইনে, বিজ্ঞপ্তি উচ্চশিক্ষা দফতরের।
রেলব্রিজে সংস্কারের কাজ। আজ রাত সাড়ে ১১টা থেকে কাল সকাল সাড়ে ৯টা পর্যন্ত শিয়ালদা-দমদমের মধ্যে চলবে না লোকাল। বাতিল ৩৮টি ট্রেন। দেরিতে চলবে ৬টি মেল-এক্সপ্রেস।
আনুষ্ঠানিকভাবে বাংলা ছেড়েই দিলেন ঋদ্ধিমান সাহা । বাংলার হয়ে আর খেলবেন না তিনি। ছাড়পত্র নিতে এলেন সিএবি-তে। ঋদ্ধির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিএবি-র যুগ্মসচিব । এতে আঘাত পেয়েছিলেন ঋদ্ধি, সে কারণেই বাংলা ত্যাগ, খবর সূত্রের।
শুভেন্দুর কনভয়ে দুর্ঘটনা নিয়ে প্রতিবাদ ভারতীয় জনতা মজদুর সেলের । মজদুর সেলের লালবাজার অভিযান ঘিরে উত্তেজনা । মেডিক্যাল কলেজের সামনে মিছিল আটকায় পুলিশ । ‘দুর্ঘটনা নয়, পরিকল্পিত হামলা, চালককে গ্রেফতার করে তদন্ত করতে হবে’ , দাবি ভারতীয় জনতা মজদুর সেলের।
পশ্চিমবঙ্গে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।
রুবি মোড়ের একাধিক জায়গায় বাতিস্তম্ভে খোলা অবস্থায় পড়ে বিদ্যুতের তার। কোথাও টেপ লাগিয়ে জোড়া দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু এরপরও বেরিয়ে এসেছে তার।
হরিদেবপুরের পর এবার বাঁকুড়া। ফের বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু। প্রবল বৃষ্টিতে বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলা-সহ ২ জনের। আজ সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটে বাঁকুড়া ২ নম্বর ব্লকের ভূতশহর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, প্রাতর্ভ্রমণে বেরিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে তড়িদাহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন পাবর্তী ঘোষ নামে এক মহিলা।
ভাটপাড়ায় শ্যুটআউট। গুলিবিদ্ধ ইমারতি ব্যবসায়ী। সকাল ১১টা নাগাদ ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে গুলি চলে। গুলিবিদ্ধ হন ইমারতি ব্যবসায়ী সালামউদ্দিন আনসারি। তাঁর মাথায় গুলি লাগে। গুলিবিদ্ধ ব্যবসায়ীকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এলাকায় আতঙ্ক। ব্যক্তিগত আক্রোশ নাকি, ব্যবসায়িক শত্রুতা, কী কারণে হামলা খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ।
সুইমিং পুলের গভীরতা কোথাও ৭, কোথাও ৬ ফুট। ডিমার্কেশনও করা ছিল না। আলাদা করে নেই বেবিপুল। ছিল না সিসি ক্যামেরার নজরদারিও। ঘটনার পর থেকেই বন্ধ সুইমিং ক্লাব।
হাওড়ায় ৯ বছরের সাঁতার শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বিস্ফোরক অভিযোগ মায়ের। তাঁর দাবি, এপ্রিল মাসে ভর্তি হয় বিদীপ্ত। গতকাল একসঙ্গে পুলে নেমেছিল প্রায় ৩৫ জন সাঁতারু। অন্য কেউ বিদীপ্তকে গভীর জলে নিয়ে যান। প্রশিক্ষক আসেন দুর্ঘটনার পর। এর কিছুক্ষণ পরেই সংজ্ঞাহীন অবস্থায় বালককে নিয়ে আসা হয় পাড়ে।
হাওড়ায় সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে ৯ বছরের বালকের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর থেকেই বন্ধ সুইমিং ক্লাব। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ। বালকের মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। শিশুদের সাঁতার শেখানোর জায়গায় জলের গভীরতা কতটা ছিল, সেখানে কোনও নজরদারি ছিল কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাস্থলে ছিল না সিসি ক্যামেরার নজরদারি। গাফিলতির অভিযোগ অস্বীকার করে প্রশিক্ষকের দাবি, বালকের অসুস্থতার কারণেই এই ঘটনা।
আজই রাজ্যে ফিরছে মণিপুরের ধসে মৃত টেরিটোরিয়াল আর্মির ১০ জওয়ানের দেহ। এদের মধ্যে দার্জিলিং, মিরিক ও কার্সিয়ঙের ৯ এবং এক জওয়ান জলপাইগুড়ির বানারহাটের বাসিন্দা। দুটি বিমানে রাজ্যে পৌঁছবে ১০ জওয়ানের কফিনবন্দি দেহ। বাগডোগরায় নামার পর নিয়ে যাওয়া হবে ব্যাঙডুবি সেনা হাসপাতালে। সেখানে গান স্যালুট দেওয়ার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে দেহ।
উলুবেড়িয়ার খলিসানিতে ১৬ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। ভোর সাড়ে ৫টা নাগাদ দুর্ঘটনা ঘটে। রাস্তায় দাঁড়িয়ে থাকা কন্টেনার ও পিক আপ ভ্যানে ধাক্কা মারে ওড়িশা থেকে কলকাতাগামী বেসরকারি বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় কন্টেনারের খালাসির।
বিপত্তারিণী পুজো উপলক্ষে কালীঘাটে পুণ্যার্থীদের ঢল। দূরদূরান্ত থেকে পুজো দিতে আসছেন ভক্তরা। রাজ্যে ফের করোনা সংক্রমণ বাড়লেও এদিন কালীঘাটে দূরত্ব বিধি শিকেয় উঠেছে। ভিড় সামলাতে তত্পর পুলিশ। রথ ও উল্টোরথের মাঝে মঙ্গল ও শনিবার বিপত্তারিণী পুজো হয়।
হাসপাতালের বাইরে প্রায় ১২ ঘণ্টা অপেক্ষার পর ভর্তি হতে না পেরে ফিরলেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগিণী। পরিবার সূত্রে খবর, ৭ দিন আগে ক্যান্সার ধরা পড়ে বারাসাতের পীরগাছার বাসিন্দা ওই রোগিণীর। স্থানীয় নার্সিংহোমে প্রাথমিক চিকিত্সার পর, গতকাল শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধে ৭টা নাগাদ নিয়ে আসা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্ট্রেচার অমিল। রোগীর পরিজনদের অভিযোগ, হাসপাতালের মধ্যে সক্রিয় দালালচক্র। টাকা দিলেই স্ট্রেচার নিয়ে হাজির হয়ে যাচ্ছে তাঁরা। দালালচক্রের বিষয়টি জানা নেই বলে দাবি হাসপাতালের ওয়ার্ড মাস্টারের। ঘটনা ঘিরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা।
রাজ্যে ফের বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭৩৯ জন সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতরের বুলেটিন। পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১৪ দশমিক ৭২ শতাংশ। তবে কারও মৃত্যু হয়নি।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগের কথা জানিয়েছেন রাজ্যপাল। এ’নিয়ে তাঁর সমালোচনায় সরব হলেন বিধানসভার অধ্যক্ষ। তিনি বলেন, রাজ্যপাল ঠিক কাজ করেননি, এই আচরণ শোভনীয় নয়। এনিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়েছে চাপানউতোর।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগের কথা জানিয়েছেন রাজ্যপাল। এ’নিয়ে তাঁর সমালোচনায় সরব হলেন বিধানসভার অধ্যক্ষ। তিনি বলেন, রাজ্যপাল ঠিক কাজ করেননি, এই আচরণ শোভনীয় নয়। এনিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়েছে চাপানউতোর।
প্রেক্ষাপট
এক নজরে আজকের শিরোনাম ( Headlines )
- রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম বিজেপি আগে জানালে ভেবে দেখতাম। ১৮ জুলাইয়ের নির্বাচনের আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতার।
- হয়ত বিজেপির চাপ আছে। ঘাড় থেকে বোঝা নামানোর চেষ্টা। তৃণমূল নেত্রীকে কটাক্ষ অধীর চৌধুরীর। হার নিশ্চিত জেনেই ভোলবদল, খোঁচা দিলীপের।
- পূর্ব মেদিনীপুরের মারিশদায় বিরোধী দলনেতার কনভয়ে ট্রাকের ধাক্কা, ক্ষতিগ্রস্ত গাড়ি। আঘাত লাগেনি, ট্যুইট শুভেন্দুর। খুনের চেষ্টা, অভিযোগ বিজেপির। মিথ্যা অভিযোগ, পাল্টা তৃণমূল।
- কেন্দ্রীয় প্রকল্পের খোঁজ নিতে অখিল গিরির রামনগরে কেন্দ্রীয় দল। আবাস যোজনার টাকা পেতে কাউকে অনুদান দিতে হয়েছে ? প্রশ্ন কেন্দ্রীয় দলের। আগে বকেয়া টাকা দিক কেন্দ্র, পাল্টা তৃণমূল।
- হিসেবে গরমিলের অভিযোগ। মহারাষ্ট্রে সদ্য ক্ষমতা হারানো শরদ পাওয়ারকে আয়কর নোটিস। জমি-কেলেঙ্কারির অভিযোগে শিবসেনার মুখপাত্রকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির।
- প্রেমপত্র, প্রতিক্রিয়া এনসিপি প্রধানের। ২০২৪ সালে মানুষই শেষ কথা বলবে, আক্রমণ তৃণমূলের। ইডি-সিবিআইকে কেন্দ্র নিয়ন্ত্রণ করে না, পাল্টা শমীক।
- সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল উদ্ধব শিবির। শিণ্ডের শক্তি পরীক্ষা পিছোতে সায় দিল না সর্বোচ্চ আদালত। ৩ জুলাই স্পিকার নির্বাচন। মঙ্গলবার ফ্লোর টেস্ট।
- ৩৫ মন্ত্রী নিয়ে গঠিত হতে পারে একনাথ-মন্ত্রিসভা। ঠাঁই পেতে পারেন শিণ্ডে-অনুগত ১২ বিধায়ক। উপ মুখ্যমন্ত্রী ফড়ণবীস ছাড়া বিজেপির ২৩ জনের মন্ত্রী হওয়ার সম্ভাবনা।
- বিতর্কিত মন্তব্যে দেশের পরিবেশ খারাপ। ক্ষমতার দম্ভে যা খুশি বলা যায় না। পয়গম্বর-মন্তব্যে নূপুর শর্মাকে ভৎর্সনা সুপ্রিম কোর্টের। বিজেপির সাসপেন্ডেড নেত্রীকে নোটিস দিল্লি পুলিশের।
- হাওড়ায় সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু ৯ বছরের শিশুর। অচৈতন্য অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত বলে ঘোষণা। কীভাবে, কার গাফিলতিতে মৃত্যু ? তদন্তে পুলিশ।
- মণিপুরে সেনা ক্যাম্পে ধসে চাপা পড়ে দার্জিলিং ও জলপাইগুড়ির ১০ জওয়ান সহ ২০ জনের মৃত্যু। নিখোঁজ বসিরহাটের জওয়ান। পরিবারকে সমবেদনা। ট্যুইট মমতার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -