WB News Live: চিটফান্ডকাণ্ডে CBI’এর হাতে গ্রেফতার হালিশহর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা রাজু সাহানি
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
হাওড়ায় বাজারের মধ্যে, ভর দুপুরবেলা, ব্যবসায়ীকে খুন। বুকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। দিনে দুপুরে এই ঘটনায় আতঙ্কিত বাজারের ক্রেতা-বিক্রেতা সকলেই। পুলিশের অনুমান, খুনে অভিযুক্ত বিহারে পালিয়ে গেছে। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
পূর্ব মেদিনীপুরের মহিষাদলের জওহর নবোদয় বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। আজ সকালে হস্টেল থেকে উদ্ধার হয় দেহ। স্কুল সূত্রে খবর, প্রতিদিন সকালে স্কুলের মাঠে শরীরচর্চার প্রশিক্ষণ দেওয়া হয়। আজ সকালে রাহুল গিরি নামে ওই ছাত্র মাঠে হাজির না হওয়ায় তাঁকে খোঁজাখুঁজি শুরু হয়। তখনই দেখা যায়, হস্টেলের বিছানায় সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন ওই ছাত্র। মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা।
কী কারণে মৃত্যু, তা স্পষ্ট নয়। মহিলাষদল থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পশ্চিম বর্ধমানের লাউদোহা কয়লা খনিতে কয়লা উত্তোলনের সময় বিস্ফোরণ। শীর্ষা গ্রামে একের পর এক বাড়িতে ফাটল। আতঙ্কে ঘরছাড়া অনেকে। ঝড়-বৃষ্টিতে কোথায় গিয়ে দাঁড়াবেন, চিন্তায় শীর্ষার বাসিন্দারা। ECL কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব স্থানীয়রা।
চিটফান্ডকাণ্ডে CBI’এর হাতে গ্রেফতার হালিশহর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা রাজু সাহানি। সূত্রের খবর, তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ৮০ লক্ষ টাকা। মিলেছে দেশি আগ্নেয়াস্ত্র। অভিযোগ, প্রোটেকশন মানি হিসেবে বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের থেকে প্রচুর টাকা নিয়েছেন তিনি।
পূর্ব বর্ধমানে ফের হামলার অভিযোগ সিপিএমের পার্টি অফিসে। বর্ধমান শহরে বড়ো নীলপুরের পার্টি অফিসের সামনের শহিদ বেদী ভেঙে দেওয়া হয়। তালা ঝুলিয়ে দেওয়া হয় পার্টি অফিসের গেটে। পরে নেতাদের উপস্থিতিতে সিপিএম কর্মীরা তালা ভেঙে অফিসে ঢোকেন। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে সিপিএম। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
কাশ্মীরে কাজে গিয়ে ফের আক্রান্ত বাঙালি। পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে জখম উত্তর দিনাজপুরের বাসিন্দা। ভর্তি হাসপাতালে। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, তাঁর অবস্থা স্থিতিশীল। ঘরের ছেলে সুস্থ হয়ে না ফেরা পর্যন্ত উদ্বেগে পরিবার।
বাঁকুড়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ৩ কোটি টাকার বাড়ি। ৫ বছরে মানুষের নয়, উন্নয়ন হয়েছে শুধু প্রধানেরই! ফেসবুকে পোস্ট করে চাঞ্চল্যকর অভিযোগ
বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহ সভাপতির। সম্মানহানির জন্য এসব বলা হচ্ছে। যে কোনও তদন্তে রাজি। মন্তব্য তৃণমূলের পঞ্চায়েত প্রধানের। >>
আবার প্রাণ কাড়ল ডেঙ্গি। মশাবাহিত রোগে মৃত্যু হল, উত্তরপাড়ার বাসিন্দা, ৩৭ বছরের যুবকের। শোকে স্তব্ধ পরিবার। হুগলিতে হুহু করে বাড়ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চলতি বছরে, হুগলিতে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৬৫০জন
পৃথক উত্তরবঙ্গের দাবির বিরুদ্ধে এবার পথে নামছে তৃণমূল। আগামী মঙ্গলবার কোচবিহারে প্রতিবাদ মিছিল করবে তারা। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর, উত্তরকন্যা কেন আছে? পাল্টা প্রশ্ন তুলে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে।
রোগীর পরিজনদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ। প্রতিবাদে কর্মবিরতিতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের ইন্টার্নরা। দুর্ভোগে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের পরিজনরা।
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস মিললেও দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। জলীয় বাস্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালক-মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মৌসুমী অক্ষরেখার প্রভাবে শনি থেকে সোমবার উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। ধস নামতে পারে দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায়। বাড়বে নদীর জলস্তরও।
পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ীর কর্মীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৫ অভিযুক্ত। মুচিপাড়া থানা এলাকার বিবি গাঙ্গুলি স্ট্রিটে গতকাল সন্ধেয় এই ঘটনা ঘটেছে। ধৃতদের মধ্যে একজনের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে জলঘোলা।
২০১৪ সালের টেটে অংশগ্রহণ করেননি, অথচ পেয়েছেন চাকরি! বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে সাড়ে ৭ লক্ষ টাকা দিয়ে মিলেছিল চাকরি। ২০১৭ সালে চাকরি পেয়েছিলেন নদিয়ার কল্যাণীর বাসিন্দা পাপিয়া মুখোপাধ্যায়। চাকরি নদিয়ার হবিবপুরের পানপাড়ার রাঘবপুর কনভার্টেড জুনিয়র প্রাইমারি স্কুলে। পাপিয়ার স্বামী জয়ন্ত বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই
‘২০১৫ সালের অগাস্ট মাসে সাড়ে ৭ লক্ষ টাকা দিয়েছিলেন চন্দন মণ্ডলকে’। জিজ্ঞাসাবাদের মুখে জানিয়েছেন জয়ন্ত বিশ্বাস
প্রাথমিক শিক্ষা পর্ষদে সিবিআই। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পরই হানা। তিন ঘণ্টা ধরে তল্লাশি সিবিআইয়ের। প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলায় বহাল সিবিআই তদন্তের নির্দেশ
আদালতের নজরদারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের। হাইকোর্টের রায়ের পরই প্রাথমিক শিক্ষা পর্ষদে সিবিআই। পর্ষদের সার্ভার রুমে সিবিআই আধিকারিকরা। ডিজিটাল ডেটা এক্সপার্টকে সঙ্গে নিয়ে পর্ষদে সিবিআই।
বিনয় মিশ্রের সঙ্গে ৮ মাস আগে শুভেন্দুর সঙ্গে কথা। শুভেন্দু বলেছেন তোমার কেস আমি দেখে নেব, আদালতে অডিও ক্লিপ দিতে রাজি, ফরেন্সিক হোক, মন্তব্য অভিষেকের
হালিশহর পুরসভার চেয়ারম্যান গ্রেফতার। হালিশহর পুরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা রাজু সাহানি গ্রেফতার। চিটফান্ড মামলায় তৃণমূল নেতাকে গ্রেফতার করল সিবিআই। সন্মার্গ কোঅপারেটিভ চিটফান্ড মামলায় গ্রেফতার। বাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৫০ লক্ষ টাকা উদ্ধার। রাজু সাহানির তাইল্যান্ডে ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেল সিবিআই।
পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ীর কর্মীর থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। গতকাল সন্ধেয় এই ঘটনা ঘটে মুচিপাড়ার লাট্টুপাড়ায়। পুলিশ সূত্রে দাবি, এক পাইকারি মাছ ব্যবসায়ীর কর্মী মালিকের কাছে ১০ লক্ষ টাকা নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় কয়েকজন পুলিশ পরিচয় দিয়ে তাঁকে ঘিরে ধরে জোর করে টাকার ব্যাগ কেড়ে নেয়। পাইকারি মাছ ব্যবসায়ী মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ অন্যতম অভিযুক্ত সমীর হাজরা সহ ৫ অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে দাবি, উদ্ধার হয় ১০ লক্ষ টাকা। বিজেপির অভিযোগ, ধৃত সমীর হাজরা তৃণমূলের সক্রিয় কর্মী। এ নিয়ে এখনও তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।
পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে ছাত্র-বিক্ষোভে উত্তেজনা। মিড ডে মিলে কারচুপির অভিযোগে প্রধান শিক্ষককে শোকজ। প্রতিবাদে স্কুলে বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের। একাধিক মোটরবাইক ভাঙচুর করে আগুন। ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ।
মহালয়ার আগের দিন উদ্বোধন হতে পারে টালা ব্রিজের। ২৪ সেপ্টেম্বর ডেডলাইন, খুলে যেতে পারে টালা ব্রিজ। ১২ সেপ্টেম্বরের বৈঠকে উদ্বোধন নিয়ে সিদ্ধান্ত। পুলিশ-পিডব্লুডির বৈঠকে উদ্বোধন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তৃণমূলের সবাই চোর নয়। তৃণমূলের পদাধিকারী অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার মুখ্যমন্ত্রী বলেছেন কেষ্টকে ধরল কেন ? কলেজস্ট্রিটে এসএফআইয়ের সভা থেকে আক্রমণ বিমান বসুর।
সুপ্রিম কোর্টে স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি’। অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের। আগে কয়লাপাচার মামলায় দিল্লিতে অভিষেককে তলব করে ইডি। দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। অভিষেকের আবেদন খারিজ করে দিল্লি হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সেই মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি সুপ্রিম কোর্টের।
কল্যাণী এইমসে চাকরি-‘দুর্নীতি’তে নাম জড়াল আরও এক বিজেপি বিধায়কের। প্রতারণায় অভিযুক্ত রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। চাকরি দেওয়ার নামে আড়াই লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। ভোটে জিতলে এইমসে চাকরির প্রতিশ্রুতি দেন মুকুটমণি, অভিযোগ চাকরিপ্রার্থীর। রানাঘাট থানায় প্রতারণার অভিযোগে মামলা রুজু।
এআইএফএফ-এর নতুন সভাপতি কল্যাণ চৌবে। এই প্রথম কোনও প্রাক্তন ফুটবলার এআইএফএফ-এর শীর্ষে। এম দত্তরায়, প্রিয়রঞ্জন দাশমুন্সির পর ফের কোনও বাঙালি এআইএফএফ প্রেসিডেন্ট। ১৩ বছর পর কোনও বাঙালি বসলেন সর্বভারতীয় ফুটবল সংস্থার শীর্ষপদে। কল্যাণ চৌবের কাছে পরাজিত হলেন আরেক প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া।
অন্যদিকে ধর্মতলায় ৫৩৭ দিনে পড়ল এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। অন্যদিকে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।
নন্দীগ্রামে ভোট পুনর্গণনা মামলা অন্য রাজ্যে সরাতে গিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা শুভেন্দুর। নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনে পুনর্গণনার দাবিতে হাইকোর্টে মামলা দায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই মামলা ভিন রাজ্যে সরানোর দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। কিন্তু সেই মামলা ফের হাইকোর্টেই ফেরাল সুপ্রিম কোর্ট। এই মামলার বিচারের জন্য কলকাতা হাইকোর্ট উপযুক্ত, জানিয়েছে সুপ্রিম কোর্ট বলেছে ।
ইডি-র তলবে সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় ৩ ঘণ্টা পার, কয়লা পাচার মামলায় সিজিও কমপ্লেক্সে অভিষেককে জিজ্ঞাসাবাদ। প্রশ্নমালা তৈরি করে অভিষেককে জিজ্ঞাসাবাদ দিল্লির ৫ আধিকারিকের।
অভিষেককে তলবের দিনই কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা তৃণমূলের। ‘কেন্দ্রীয় এজেন্সিগুলি বিজেপির হাতের পুতুলে পরিণত হয়েছে, এটা লজ্জার। যখনই বিজেপি শঙ্কিত হয়ে পড়ে, এই তোতাপাখিদের ছেড়ে দেয়। যারা মেরুদণ্ড বিক্রি করেনি, তাঁদের নিশানা করা হয়। বিজেপির পুতুল দিয়ে ভয় দেখানোর ছক কাজ করবে না লড়াই জারি থাকছে’, ট্যুইট তৃণমূল কংগ্রেসের।
শিক্ষা বাঁচাও রাজ্য বাঁচাও, এই স্লোগানকে সামনে রেখে দুর্নীতিমুক্ত শিক্ষা এবং দুর্নীতিমুক্ত নিয়োগের দাবিতে আজ কলেজস্ট্রিটে সমাবেশ এসএফআইয়ের। শিয়ালদা, হাওড়া ও শ্যামবাজার থেকে তিনটি মিছিল আসছে সমাবেশস্থলে। মূল বক্তা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
কল্যাণী এইমসে চাকরি-‘দুর্নীতি’তে নাম জড়াল আরও এক বিজেপি বিধায়কের। প্রতারণায় অভিযুক্ত রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। চাকরি দেওয়ার নামে আড়াই লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। ভোটে জিতলে এইমসে চাকরির প্রতিশ্রুতি দেন মুকুটমণি, অভিযোগ চাকরিপ্রার্থীর। রানাঘাট থানায় প্রতারণার অভিযোগে মামলা রুজু। শাসক দলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর।
একটা বেঞ্চের রায়কে আরেকটা বেঞ্চের মান্যতা দেওয়ার মানে কি অভিযোগ প্রমাণ হয়ে যাওয়া? প্রাথমিক দুর্নীতি মামলায় ডিভিশন বেঞ্চের রায় নিয়ে প্রশ্ন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের।
প্রাথমিকে দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ বহাল।
বহাল থাকল মানিক ভট্টাচার্য ও তাঁর পরিবারের সম্পত্তির হিসাব পেশের নির্দেশও। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকেই মান্যতা ডিভিশন বেঞ্চের। মান্যতা দিল বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লপিতা বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
মালদার মানিকচকে ভাঙন আতঙ্ক। ভূতনির চরে বাঁধের প্রায় ১০০ মিটার অংশ ভেঙে গেছে। স্থানীয় সূত্রে দাবি, ৪টি বাড়ি তলিয়ে গেছে গঙ্গা গর্ভে। সেচ দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আতঙ্কে এলাকা ছাড়ছেন অনেকে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ৫০টি পরিবারকে সরানো হয়েছে অন্যত্র।
ইডির ডাকে সাড়া। তলব শুনে কলকাতায় ইডির দফতরে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে আহত হলেন বাংলার এক বাসিন্দা মণিরুল ইসলাম। প্রাথমিক খবর অনুযায়ী, কাজের সূত্রে উত্তর দিনাজপুরের দিঘলগাঁও এলাকার ওই বাসিন্দা কাশ্মীরে গিয়েছিলেন। পুলিশ সূত্রে খবর, আজ সকালে পুলওয়ামার উগেরগুন্দ এলাকায় ওই ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
দিল্লির পর এবার কলকাতা। কয়লা পাচার মামলায় আজ কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে কলকাতায় ইডি-র ৫ আধিকারিক।
বাসন্তীতে তৃণমূল কর্মী জানে আলম গাজির খুনের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার। ক্যানিং থেকে মনিরুল মোল্লাকে গ্রেফতার করল পুলিশ। গত ২০ অগাস্ট বাসন্তীর আনন্দবাদ গ্রামে খুন হন জানে আলম গাজি। ঘটনার পর থেকেই ফেরার ছিল মূল অভিযুক্ত মনিরুল। গতকাল গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় আগে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রেলে চাকরির নামে প্রতারণার অভিযোগ ঘিরে, খড়গপুরে দিলীপ ঘোষের সভায় ধুন্ধুমার। মঞ্চ থেকে নামিয়ে দড়ি দিয়ে বেঁধে পেটানো হল অভিযুক্তকে। আমিও প্রতারণার স্বীকার, দাবি অভিযুক্তের।
ইউনেস্কোর স্বীকৃতিকে ধন্যবাদ জানিয়ে, বৃহস্পতিবার জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত, বর্ণময় শোভাযাত্রার সাক্ষী থাকল কলকাতা। কিন্তু, রাজ্য সরকারের উদ্যোগে, এই অনুষ্ঠানের খরচ নিয়ে, কটাক্ষ করেছে বিরোধীরা। রাজ্য সরকারি কর্মীদের DA বকেয়া নিয়ে প্রশ্ন।
শুভেন্দু অধিকারীর পর এবার দিলীপ ঘোষ। তৃণমূল সরকারের পতনের সম্ভাবনা নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ডিসেম্বরের পর ভোট হতেই পারে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলায় আজ রায় দেবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সকাল সাড়ে ১০টায় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে রায় ঘোষণার কথা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই তদন্ত থেকে মানিক ভট্টাচার্যকে অপসারণ, সিঙ্গল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যে সব মামলা হয়েছিল, তার রায় আজ।
কয়লা পাচার মামলায় আজ কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদককে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। কয়লা পাচারকাণ্ডে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু’বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
মুখ্যমন্ত্রী ক্ষমা চাইতে বলার পরেও, ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর বিস্ফোরক মন্তব্য বিতর্কে জট এখনও কাটল না। মেদিনীপুরের তৃণমূল বিধায়ক জুন মালিয়ার দাবি, তাঁর সঙ্গে যোগাযোগ করেননি শ্রীকান্ত। অন্যদিকে, শ্রীকান্ত মাহাতোর দাবি, সব মিটে গিয়েছে।
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ নির্মাণের কাজে ঠিকাদারদের বাধা দেওয়া হচ্ছে। সিন্ডিকেটরাজ চলছে। মদত রয়েছে দলেরই একাংশের। জলপাইগুড়িতে বিস্ফোরক দাবি তৃণমূলের পঞ্চায়েত উপ প্রধানের। যদিও জেলা সভানেত্রীর দাবি, দলে কোনও কোন্দল নেই।
এবার গরু পাচারকাণ্ড নিয়ে মুখ খুললেন আরও এক তৃণমূল বিধায়ক। বিস্ফোরক কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ। কয়েকদিন আগে পর্যন্ত তাঁর বিধানসভা কেন্দ্র কেতুগ্রামের তৃণমূলের দায়িত্বে ছিলেন অনুব্রত মণ্ডল! আর সেই দাপুটে তৃণমূল নেতাই গরু পাচার নিয়ে অকপট।
কয়লাপাচার মামলায় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ।
প্রেক্ষাপট
দিল্লির পর এবার কলকাতা (Kolkata)। কয়লাপাচার (Coal Smuggling Case) মামলায় আজ অভিষেককে (Abhishek Banerjee) ইডির তলব। সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় আজ রায় দেবে ডিভিশন বেঞ্চ। সিবিআই (CBI) থেকে মানিক-অপসারণ, সিঙ্গল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে মামলায় আজ রায়।
শুভেন্দুর পর এবার দিলীপ (Dilip Ghosh)। ডিসেম্বরেই তৃণমূল সরকারের পতনের হুঙ্কার। ‘দিদিমণির বিসর্জন হয়ে গেলে ডিসেম্বরেই এমনিতেই পড়ে যাবে সরকার।' তোপ দিলীপের।
পুজোর (Durga Puja) বাকি আর এক মাস। ইউনেস্কোর (UNESCO) স্বীকৃতিতে ধন্যবাদ জানিয়ে জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত রঙিন শোভাযাত্রা। পা মেলালেন মুখ্যমন্ত্রী। পুজোর আগেই পুজোর পদযাত্রা। কেলেঙ্কারি থেকে নজর ঘোরানোর চেষ্টা, খোঁচা শুভেন্দু-সেলিমের। বিশ্বে বাংলার স্বীকৃতি দেখে গাত্রদাহ, পাল্টা তৃণমূল।
ইউনেস্কোর স্বীকৃতির নেপথ্যে কে? গবেষকের কৃতিত্ব চুরির অভিযোগ সুকান্ত-সুজনের। খারিজ খোদ গবেষকের।
দুর্গাপুজোর জন্য ৪৩ হাজার ক্লাবকে ৬০ হাজার করে অনুদান। কোথা থেকে আসছে টাকা? বিদ্যুতে ছাড় মিলবে ঘরোয়া সংযোগেও? হাইকোর্টে (High Court) ফের মামলা।
নিয়োগ মামলায় পার্থ-রক্ষী বিশ্বম্ভরের ১০ ঘনিষ্ঠের কীভাবে চাকরি?
সিবিআইকে (CBI) জেরার সময়সীমা বাঁধল হাইকোর্ট। ২০ সেপ্টেম্বর রিপোর্ট পেশের নির্দেশ।
২০১৪-র টেটের ভিত্তিতে নিয়োগ সংক্রান্ত ৪ ব্যাগ নথি ফেরত পাঠাল হাইকোর্ট। এই মুহূর্তে গ্রহণযোগ্যতা নেই বলেও নথি সংরক্ষণের নির্দেশ।
এসএসসি গ্রুপ ডি (SSC Group D) চাকরির নিয়োগেও জড়িত পার্থ। ময়নাগুড়ির প্রাক্তন বিধায়ক অনন্তদেবের সুপারিশ করা ইন্দ্রনীলের অ্যাডমিট কার্ড পাওয়ার দাবি।
রেলে চাকরির নামে প্রতারণার অভিযোগে খড়গপুরে দিলীপের সভায় ধুন্ধুমার। মঞ্চ থেকে নামিয়ে দড়ি দিয়ে বেঁধে মার। আমিও প্রতারিত, দাবি অভিযুক্তের।
এবার সুকান্তকেই ব্যক্তিত্বহীন বলে আক্রমণে অনুপম! 'দো আঁশলা লোক নিয়ে সংগঠন করা খুব মুশকিল। রাজ্য সভাপতির মধ্যে সেই ব্যক্তিত্ব থাকা দরকার, যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন', খোঁচা অনুপমের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -