West Bengal News : বিশ্বভারতীর সদ্য প্রাক্তন উপাচার্যর বাড়িতে পুলিশ

West Bengal News Live : জেলা থেকে জেলা , গুরুত্বপূর্ণ খবর এক নজরে ।

ABP Ananda Last Updated: 20 Nov 2023 03:22 PM
WB News : আমডাঙায় রূপচাঁদ মণ্ডলের পারলৌকিক ক্রিয়ায় গিয়ে তৃণমূল কর্মীদেরই বিক্ষোভের মুখে রফিকুর রহমান

আমডাঙায় রূপচাঁদ মণ্ডলের পারলৌকিক ক্রিয়ায় গিয়ে তৃণমূল কর্মীদেরই বিক্ষোভের মুখে রফিকুর রহমান। দোষীরা এখনও কেন গ্রেফতার হচ্ছে না, প্রশ্ন বিধায়ককে। চাপের মুখে ৪ দিন সময় চাইলেন রফিকুর।

Mahua Moitra News :নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের, নাম না করে বিজেপিকে কটাক্ষ মহুয়ার


'আমদাবাদ স্টেডিয়ামের নাম বদল হয়েছে, ভারত তো ফাইনাল হেরেছে নেহরু স্টেডিয়ামে'
এক্স হ্যান্ডলে পোস্ট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের 

WB News Live : মুখ্যমন্ত্রী ছুটি দেন, ডিএ দেন না, খোঁচা দিলীপ ঘোষের

মুখ্যমন্ত্রী ছুটি দেন, ডিএ দেন না। কেন্দ্র কাজ করায়, ছুটি দেয় না। রাজ্য তাই রসাতলে যাচ্ছে, খোঁচা দিলীপ ঘোষের।

WB News Live : লেক কালীবাড়িতে আজ গোপাষ্টমী উৎসব

লেক কালীবাড়িতে গোপাষ্টমী পালন। পুরাণ মতে, গোমাতার মধ্যেই তেত্রিশ কোটি দেবতার অবস্থান। তাই তাঁকে পুজো করলে তেত্রিশ কোটি দেবতাকেই পুজো করা হয়। কথিত আছে, আজকের দিনেই শ্রীকৃৃষ্ণ গো-পালনে বেরিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই এই গোপাষ্টমী পালিত হয় দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িতে। শুক্লা অষ্টমী তিথিতে গরুকে পুজো করে শুরু হয় গোপাষ্টমী উৎসব।

WB News Live : বিশ্বভারতীর সদ্য প্রাক্তন উপাচার্যর বাড়িতে পুলিশ

বিশ্বভারতীর সদ্য প্রাক্তন উপাচার্যর বাড়িতে পুলিশ। বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের হওয়া ৫টি অভিযোগের তদন্তে শান্তিনিকেতন থানার ওসি-সহ ৪ জনের টিম। ৩ ঘণ্টা ধরে করা হল জিজ্ঞাসাবাদ।

WB News Live :  ছটপুজোয় শহরে শব্দদানবের তাণ্ডব

 ছটপুজোয় শহরে শব্দদানবের তাণ্ডব। থানা-হাসপাতালের সামনে নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার ফাটল নিষিদ্ধ শব্দবাজি। চোখে পড়ল না পুলিশের কোনও তৎপরতাই।

WB News Live : জয়নগরে ত্রাণ নিয়ে যেতে পুলিশি বাধার অভিযোগে আদালতের দ্বারস্থ সিপিএম

জয়নগরে ত্রাণ নিয়ে যেতে পুলিশি বাধার অভিযোগে আদালতের দ্বারস্থ সিপিএম।
বিচারপতির রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ। মামলা দায়েরের অনুমতি দিল আদালত।

WB News Update : নৌশাদের পর দলুয়াখাকি গ্রামে যেতে আমরা আক্রান্ত-কেও বাধা

বাম-কংগ্রেস-নৌশাদের পর দলুয়াখাকি গ্রামে যেতে আমরা আক্রান্ত-কেও বাধা। কোনও বহিরাগতকে ভিতরে ঢুকতে দেওযা হবে না, জানাল পুলিশ। বহিরাগত শব্দ নিয়ে আপত্তি অম্বিকেশ মহাপাত্রদের।

WB Cricket Betting News : বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালেও কলকাতায় সক্রিয় বেটিং চক্র, গ্রেফতার

বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালেও কলকাতায় সক্রিয় বেটিং চক্র। পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার হাওড়ার বাসিন্দা এক যুবক। ধৃতের নাম আমন খৈতান। লালবাজার সূত্রে খবর, আমদাবাদে ফাইনাল ম্যাচ চলাকালীন কলকাতায় বেটিং চলছে বলে জানা যায়। সঙ্গে সঙ্গে তৎপর হয় লালবাজারের গোয়েন্দা শাখার পুলিশ। এরপরই পার্ক স্ট্রিট এলাকা থেকে ওই যুবককে হাতেনাতে পাকড়াও করা হয়।

WB News Live : রেজিনগরে গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ

ফের গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ। এবার মুর্শিদাবাদের রেজিনগরে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠল।
ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। স্থানীয় সূত্রে খবর, নাজিরপুর ও তেঘড়ি, এই দুই গ্রামের মধ্যে বিবাদ। গতকাল দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। গন্ডগোল থামাতে গিয়ে তার মাঝে পড়ে যায়  পুলিশ। রাতে বেলডাঙার এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

WB News Live : খড়দায় বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল একই পরিবারের ৪ জনের পচা-গলা দেহ

খড়দায় বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল একই পরিবারের ৪ জনের পচা-গলা দেহ।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্ত্রী, মেয়ে ও ছেলেকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী। উদ্ধার হয়েছে গৃহকর্তার বয়ানে লেখা একটি সুইসাইড নোট। পুলিশ সূত্রে খবর, তাতে লেখা রয়েছে, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক মানতে পারিনি। তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। 

WB News Line : দলুয়াখাকি কাণ্ডে ৩ জনকে গ্রেফতার

জয়নগরের দলুয়াখাকি গ্রামে সিপিএম কর্মী, সমর্থকদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় এক সপ্তাহ পর ৩ জনকে গ্রেফতার কর পুলিশ। ধৃত নজরুল মণ্ডল, আকবর ঢালি ও আমানুল্লা জমাদার তৃণমূলের সক্রিয় কর্মী।

WB News : নিজের বিধানসভা কেন্দ্রে ছটপুজোয় সামিল হলেন অগ্নিমিত্রা পাল

নিজের বিধানসভা কেন্দ্রে ছটপুজোয় সামিল হলেন অগ্নিমিত্রা পাল।আসানসোলের হীরাপুরে দামোদরের ঘাটে মহিলাদের সঙ্গে সূর্য উপাসনা করলেন আসানসোল দক্ষিণের বিধায়ক। 

West Bengal Weather : অঘ্রাণের শুরুতেই কলকাতায় পারদ নামল ২০ ডিগ্রিতে

অঘ্রাণের শুরুতেই কলকাতায় পারদ নামল ২০ ডিগ্রিতে। চলতি মরশুমে এই প্রথমবার। আগামী কয়েকদিন জেলায় জেলায় শীতের আমেজ। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ ২০ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। সপ্তাহান্তে তা ১৫ ডিগ্রিতে নামার সম্ভাবনা।

WB News Live : ছটপুজোয় শহরে শব্দদানবের তাণ্ডব

ছটপুজোয় শহরে শব্দদানবের তাণ্ডব। নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার ফাটল নিষিদ্ধ শব্দবাজি। তারস্বরে বাজল সাউন্ড বক্স। কোথাও থানার নাকের ডগায়, কোথাও আবার হাসপাতালের সামনেই উৎসব পালনের নামে বিধিভঙ্গের ছবি।

WB News Live : হাওড়ার ফোরশোর রোডে বিধ্বংসী আগুন

ফের হাওড়ার ফোরশোর রোডে বিধ্বংসী আগুন। ভস্মীভূত জুটমিলের একাংশ। আজ ভোর পৌনে ৫টা নাগাদ ফোরশোর রোডের বিজয়শ্রী জুটমিলের গুদামে আগুন লাগে।

Chhath Puja News : ছটপুজোয় সামিল হলেন অগ্নিমিত্রা পাল

নিজের বিধানসভা কেন্দ্রে ছটপুজোয় সামিল হলেন অগ্নিমিত্রা পাল।আসানসোলের হীরাপুরে দামোদরের ঘাটে মহিলাদের সঙ্গে সূর্য উপাসনা করলেন আসানসোল দক্ষিণের বিধায়ক। 

wB News Live : ছট পুজো উপলক্ষ্যে আজ ছুটি রাজ্যে

ছট পুজো উপলক্ষ্যে আজ ছুটি রাজ্যে। দিল্লি দুদিন ছুটি দেয় না, রাজ্য দেয়। আক্রমণ মমতার। কেন্দ্রীয় হারে রাজ্যেও ডিএ দেওয়া হোক, পাল্টা কটাক্ষ সুকান্তর।

WB News Live : বামনগোলায় গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ

বামনগোলায় গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ। রাস্তা সারাতে ১৩ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস খগেন মুর্মুর। আগে জানিয়ে লাভ হয়নি, এত কম টাকায় কীভাবে রাস্তা সারাই ? পাল্টা গ্রামবাসীরা।

WB News Live : কয়লা কেলেঙ্কারি নিয়ে ফের তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর

কয়লা কেলেঙ্কারি নিয়ে ফের তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর। 'সিবিআইয়ের অ্যাকশনের পরেও কয়লা সিন্ডিকেট বন্ধ হয়নি, কেউ ধরা পড়েছে, কেউ কেউ জেলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, এই চক্র ভাঙতে হবে', আসানসোল থেকে ফের আক্রমণে বিরোধী দলনেতা

প্রেক্ষাপট


  •  'সিবিআই অ্যাকশনের পরেও বন্ধ হয়নি কয়লা সিন্ডিকেট। কেউ ধরা পড়েছে, কেউ জেলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।' তৃণমূলকে নিশানা শুভেন্দুর। 'শুভেন্দুর নেতৃত্বেই চুরি', পাল্টা জয়প্রকাশ।

  • 'ডায়মন্ডহারবারে অভিষেকের বিরুদ্ধে দাঁড়াব বলায় পুলিশি হেনস্থা', হাইকোর্টের অরিজিনাল সাইটের রেজিস্ট্রারের গাড়িতে ধাক্কার অভিযোগে গড়ফা থানায় হাজিরার পর আক্রমণ নৌশাদের।

  • একবিংশ শতকেও লজ্জার ছবি। অ্যামবুল্যান্স না পেয়ে খাটিয়ায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রোগিণীর মৃত্যু। ক্ষোভে ফুঁসছে বামনগোলা।

  • বামনগোলায় গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ। রাস্তা সারাতে ১৩ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস খগেন মুর্মুর। আগে জানিয়ে লাভ হয়নি, এত কম টাকায় কীভাবে রাস্তা সারাই ? পাল্টা গ্রামবাসীরা।

  • ফের নিজের এলাকায় বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। ছাতনায় সুভাষ সরকারকে ঘিরে ১০০ দিনের বকেয়া দাবি। নেপথ্যে তৃণমূল, দাবি মন্ত্রীর। জনরোষের শিকার, পাল্টা শাসকদল।

  •  তৃণমূল নেতা খুনে সমর্থকদের বাড়িতে আগুন। জয়নগরে ত্রাণ দিতে গিয়ে সিপিএমের প্রতিনিধিদলকে আটকানোয় পুলিশের সঙ্গে বচসা-ধস্তাধস্তি।

  • মাথার ওপর নেই ছাদ, জ্বলে খাক ঘরের সব কিছু, মিলেছে সামান্য ত্রাণ, এখনও অধরা দুষ্কৃতীরা । যারা খুন করেছে, তারাই অশান্তি পাকাতে যাচ্ছে, কটাক্ষ তৃণমূলের।

  • কোথায় পুলিশ, ফের সিবিআই তদন্তের দাবি ধৃত সিপিএম নেতার স্ত্রীর। পাখি মারলেও সিবিআই তদন্ত হয়, পুলিশ সঠিক তদন্ত করবে, প্রতিক্রিয়া ফিরহাদের।

  • বেকারত্ব, দুর্নীতি থেকে নজর ঘোরাতে মমতা সহ আঞ্চলিক দলের নেতাদের জেলে ভরার পরিকল্পনা বিজেপির, বিস্ফোরক দাবি কেজরিওয়ালের। চুরি করলে তদন্ত হবেই, পাল্টা বিজেপি।

  • ছট পুজো উপলক্ষ্যে আজও ছুটি রাজ্যে। দিল্লি দুদিন ছুটি দেয় না, রাজ্য দেয়। আক্রমণ মমতার। কেন্দ্রীয় হারে রাজ্যেও ডিএ দেওয়া হোক, পাল্টা কটাক্ষ সুকান্তর।

  • ০৩-এর বদলা হল না ২৩-এ। সবরমতীর তীরে অস্ত গেল টিম ইন্ডিয়া। ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ম্যাচের সেরা ট্রাভিস হেড।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.