West Bengal News Live Updates: কাল শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, 'এর সঙ্গে বাণিজ্য বা বিশ্বের কোনও যোগ নেই', কটাক্ষ শুভেন্দুর
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করল শান্তিনিকেতন থানার পুলিশ। হইকোর্টের নির্দেশে ৩ টি মামলায় এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। রেকর্ড করা হয় বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যের বয়ান।
মহেশতলায় পুলিশ-প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দখল করা হয়েছে সরকারি জমি। রাতারাতি খাস জমিতে বানিয়ে ফেলা হয়েছে দোকানঘর। বেআইনি নির্মাণের নেপথ্যে রয়েছে প্রভাবশালী-যোগ, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। খাস জমি দখলের কথা স্বীকার করেও পুলিশের ঘাড়ে দায় ঠেলেছেন পুর চেয়ারম্যান। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
ধর্মতলায় অমিত শাহর সভা নিয়ে, বুধবারের মধ্যে রাজ্য় সরকারকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এক দশক আগে এই ধর্মতলাতেই, অমিত শাহর সভার অনুমতি দেয়নি প্রশাসন। যার জেরে হাইকোর্টে গিয়ে অনুমতি আদায় করতে হয় বিজেপিকে। কয়েকমাস আগে ধর্মতলায় ইনসাফ সভার অনুমতি পায়নি বামেরাও। বারবার অনুমতি বিতর্ক নিয়ে রাজ্য় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। পাল্টা যুক্তি দিয়েছে শাসকও।
ভর সন্ধ্যায় কোলাঘাটে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন। ৬ নম্বর জাতীয় সড়কের দেউলবাড়ে ব্যবসায়ীকে গুলি করে লুঠ । কোলাঘাটে দোকান বন্ধ করে পাঁশকুড়া ফেরার সময় হামলা । বাড়ি ফেরার সময় স্বর্ণ ব্যবসায়ীকে ঘিরে ধরে গুলি, টাকা নিয়ে চম্পট। জাতীয় সড়কেই সমীর পড়িয়া নামে স্বর্ণ ব্য়বসায়ীকে গুলি করে খুন
মুর্শিদাবাদে তৃণমূল বিধায়কের অনুগামীকে মারধরের অভিযোগ উঠল দলেরই ব্লক সভাপতির দলবলের বিরুদ্ধে। আক্রান্তের পরিবারের দাবি, পুলিশ অভিযোগই নেয়নি।উল্টে আক্রান্তকেই গ্রেফতার করতে আসে। তখনই গ্রামবাসীদের রোষের মুখে পড়ে পুলিশ। অন্য়দিকে, পূর্ব মেদিনীপুরের মহিষাদলে সমবায় সমিতির অনুষ্ঠানে, তৃণমূল বিধায়কের সামনেই, 'চোর ধরো, জেল ভরো স্লোগান' দিলেন বিজেপি কর্মীরা।
এয়ারগানের গুলি ঢুকে রয়েছে ডান চোখের কোটরে। আর সেই অসহ্য় যন্ত্রণা নিয়েই ৫ বছরের একরত্তি শিশুকে কাটাতে হয়েছে ১ মাসেরও বেশি সময়। অস্ত্রোপচার নিয়ে গড়িমসির অভিযোগে ফের কাঠগড়ায় সরকারি হাসপাতাল। জেলার কোনও হাসপাতাল নয়! খাস কলকাতায়, সুপার স্পেশালিটি এসএসকেএম-এর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে শিশুর পরিবার।
কলেজ অফ ফিজিওথেরাপি এবং কলেজ অফ অকুপেশনাল থেরাপি। মল্লিকবাজারের ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় চালু হল নতুন এই দুটি কোর্স। পাশাপাশি, রাজারহাটে একটি ক্য়াম্পাস গড়ার কথা ভাবছে এই প্রতিষ্ঠান।
ফের বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিছু লোক আছে, যারা দলের মধ্যেই রাজনীতি করেন। দলের কারও কারও কাছে কল্যাণের নামে এলার্জি! এভাবেই নাম না করে তৃণমূলের একাংশকে নিশানা করলেন শ্রীরামপুরের আইনজীবী সাংসদ।
মানিকতলায় যুবককে পিটিয়ে খুনের ঘটনায় ৪ অভিযুক্ত গ্রেফতার। এফআইআর-এ নাম থাকা ৪ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। টাওয়ার লোকেশন দেখে তারাপীঠের একটি লজ থেকে ৪জন গ্রেফতার । মৃত অনিল রজক মুরারিপুকুরের একটি গ্যারাজে কাজ করতেন। অভিযুক্তরা ওই গ্যারাজেই মদ, জুয়ার আসর বসাতো বলে অভিযোগ। প্রতিবাদ করায় অনিল রজককে পিটিয়ে খুনের অভিযোগ পরিবারের । ঘটনার পর থেকেই ফেরার, তারাপীঠ থেকে ৪ অভিযুক্ত গ্রেফতার
উত্তরকাশীতে টানেল-বিপর্যয়, আটকদের মধ্যে বাংলার ৩ । সুড়ঙ্গে ৯দিন ধরে আটকে স্বামী, কোচবিহারে অসুস্থ স্ত্রী । ৪১জন শ্রমিকের উদ্ধারে নামল ডিআরডিও-র রোবট। আটক শ্রমিকদের জন্য পাইপের মধ্য দিয়ে পাঠানো হচ্ছে খাবার, জল।কীভাবে আটকদের উদ্ধার, আনা হল আন্তর্জাতিক বিশেষজ্ঞকে। যোগাযোগের জন্য ৬ ইঞ্চি পাইপ দিয়ে পাঠানো হচ্ছে মোবাইল ফোন
কেউ খুন হলে, ছেড়ে কথা বলবে? তৃণমূল বিধায়কের মুখেই 'বদলা'র সাফাই। বিরোধীদের ঢুকতে পুলিশের বাধা, দলুয়াখাকিতেই তৃণমূল বিধায়কের সভা। পঞ্চায়েত প্রধান খুন, আমডাঙায় কর্মীদেরই বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক। হামলা হলে বিজেপি কর্মীদের বাড়ি থেকে বের করে পেটানোর দাওয়াই মন্ত্রীর। ধর্মতলা থেকে বাঁকুড়া, বিজেপির জোড়া কর্মসূচিতে হাইকোর্টে জোড়া অস্বস্তি রাজ্যের। বারবার অনুমতি বাতিল, সন্দেহ তো হয়, বিজেপির মামলায় মন্তব্য বিচারপতির। সমবায়-অনুষ্ঠান ঘিরেও তৃণমূল-বিজেপি সংঘর্ষ, মহিষাদলে তুলকালাম।
মিছিল নিয়েও বিজেপির ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। কালনায় পদযাত্রা ঘিরে বিজেপির ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। শিক্ষা থেকে রেশন-দুর্নীতির প্রতিবাদে বিজেপির মিছিল। বিজেপিরই ২ গোষ্ঠীর মধ্যে হঠাৎ সংঘর্ষ, কয়েকজন আহত। দলেরই জেলা সভাপতির কুশপুতুল পোড়ানোর চেষ্টা ঘিরে তুলকালাম। দলীয় স্তরে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সাংগঠনিক জেলা সভাপতি। জেলার সাংগঠনিক সভাপতির বিরুদ্ধেই তৃণমূলের এজেন্ট হয়ে কাজ করার অভিযোগ। সাংগঠনিক জেলা সভাপতির ইস্তফার দাবিতে সরব দলেরই বিরুদ্ধ গোষ্ঠী
হতশ্রী রাস্তা, 'অ্যাম্বুল্যান্স' খাটিয়া! পথেই মৃত্যু রোগিণীর। বিধায়কের পায়ে পড়ে আর্জি গ্রামবাসীদের। রাস্তার জন্য বিধায়কের পা জড়িয়ে ধরে কাতর আর্জি গ্রামবাসীদের। বামনগোলার মৃত গৃহবধূর বাড়িতে যান তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সী। তৃণমূল বিধায়কের পা জড়িয়ে ধরে রাস্তার জন্য কাতর আবেদন জানান গ্রামবাসীরা। খারাপ রাস্তায় অ্যাম্বুল্যান্স না ঢোকায় খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় গৃহবধূর। গতকাল বামনগোলায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু
ধর্মতলা থেকে বাঁকুড়া, বিজেপির জোড়া কর্মসূচিতে হাইকোর্টে জোড়া অস্বস্তি রাজ্যের। ধর্মতলায় অমিত শাহের সভা নিয়ে বুধবারের মধ্যে রাজ্যকে সিদ্ধান্ত নিতে নির্দেশ । 'কোনও কারণ না দেখিয়ে ২বার অনুমতি বাতিল, এতেই সন্দেহ হয়, আমাদের দেশ স্বাধীন, মানুষ যেখানে মন চায় সেখানে যেতে পারেন', সবার সমানাধিকার থাকা উচিত, মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। বিধিনিষেধ আরোপ করে অনুমতি দিয়ে দিন, মন্তব্য বিচারপতি মান্থার। রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে বিজেপির ধর্মতলায় সভায় পুলিশের 'না'। ২৯ নভেম্বরের সভায় উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর
আবাসে বন্ধ টাকা, ফের রাজ্যের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব কেন্দ্রের। আবাস যোজনায় কেন টাকা বন্ধ, ব্যাখ্যা দিয়ে চিঠি কেন্দ্রের। রাজ্যের পঞ্চায়েত দফতরকে চিঠি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের। চিঠিতে বেশ কিছু অসঙ্গতির উল্লেখ, সূত্রের খবর। আগামীকাল চিঠির উত্তর দিতে পারে রাজ্যের পঞ্চায়েত দফতর।
কাল শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে কটাক্ষ শুভেন্দুর, পাল্টা কুণাল। 'বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা বিরোধী দলনেতার। বাংলার জিডিপি ১২.৬% হারে বৃদ্ধি পাচ্ছে, যা জাতীয় গড়কে ছাড়িয়ে গেছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ', শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণে কুণাল ঘোষ
বিশ্বকাপে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের, নাম না করে বিজেপিকে কটাক্ষ মহুয়া মৈত্রের। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাড়িতে ইডির হানা, এক্স হ্যান্ডলে পোস্ট তৃণমূল সাংসদের। 'আমদাবাদ স্টেডিয়ামের নাম বদল হয়েছে, ভারত তো ফাইনাল হেরেছে নেহরু স্টেডিয়ামে', এক্স হ্যান্ডলে পোস্ট করে কটাক্ষ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের
কাল শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, কটাক্ষ শুভেন্দুর। 'এর সঙ্গে বাণিজ্য বা বিশ্বের কোনও যোগ নেই। এটা ঝলমলে মিথ্যে বুলি ছাড়া আর কিছুই নয়। গত ৬টি বিজিবিএসে ১৫.৭ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। মুখ্যমন্ত্রী কি ব্যাখ্যা দিতে পারবেন যে, তাকে কীভাবে বাস্তবায়িত করা হয়েছে? এই বিনিয়োগ থেকে কতজনের কর্মসংস্থান হয়েছে, সেই তালিকা প্রকাশ করুন। দেওচা পাঁচামি প্রকল্পে ২ লক্ষ কর্মসংস্থানের আশ্বাস দিয়েছিলেন, তার কী হয়েছে? দেওচা পাঁচামি থেকে এখনও পর্যন্ত ১ কেজি কয়লাও পাওয়া গিয়েছে? বাংলার মানুষের প্রতিনিধি হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে এই প্রশ্ন রাখছি', জাল চুক্তি স্বাক্ষর ছাড়া বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আর কী হয়েছে, আক্রমণে শুভেন্দু অধিকারী।
উপাচার্য নিয়োগ নিয়ে শুনানিতে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্যপালের আইনজীবী। 'সুপ্রিম কোর্টের মৌখিক নির্দেশে ২ নভেম্বর রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়', অথচ ৭ নভেম্বর রাজ্যপাল চিঠি লিখে জানান, এমন কিছু সর্বোচ্চ আদালতের লিখিত নির্দেশে নেই, সওয়াল রাজ্যের। 'একসঙ্গে দু'পক্ষকে বসে অচলাবস্থা দূর করতে বলা হয়েছিল', তাহলে এই চিঠি কেন? রাজ্যপালের আইনজীবীকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। আচার্য কি আমাদের কাছ থেকে নির্দেশ চাইছেন? প্রশ্ন সর্বোচ্চ আদালতের। ৭ দিন পরে ফের এই মামলার শুনানি। 'রাজ্য, রাজ্যপাল এবং ইউজিসি উপাচার্য নিয়োগ কমিটির সদস্যদের নাম প্রস্তাব করুন', প্রস্তাবিত সেই সমস্ত নাম থেকে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে, শুনানিতে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
লেক কালীবাড়িতে গোপাষ্টমী পালন। পুরাণ মতে, গোমাতার মধ্যেই তেত্রিশ কোটি দেবতার অবস্থান। তাই তাঁকে পুজো করলে তেত্রিশ কোটি দেবতাকেই পুজো করা হয়। কথিত আছে, আজকের দিনেই শ্রীকৃৃষ্ণ গো-পালনে বেরিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই এই গোপাষ্টমী পালিত হয় দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িতে। শুক্লা অষ্টমী তিথিতে গরুকে পুজো করে শুরু হয় গোপাষ্টমী উৎসব।
ক্যামাক স্ট্রিটের একটি অফিসে আয়কর হানা ঘিরে উত্তেজনা। অফিসের কর্মীদের ক্ষোভের মুখে আয়কর দফতরের আধিকারিকরা। অফিস কর্তৃপক্ষের অভিযোগ, আয়কর হানার ধরন সন্দেহজনক। গত শনিবার থেকে টানা তিনদিন ধরে চলা তল্লাশিতে নিয়ম না মানার অভিযোগ। গন্ডগোলের খবর পেয়ে অফিসে এসে পৌঁছয় শেক্সপিয়র থানার পুলিশ। আধিকারিকদের সঙ্গে কথা বলেন তাঁরা। পরে জানানো হয় এঁরা সবাই মুম্বই থেকে আসা আয়কর দফতরের আধিকারিক, খবর সূত্রের
নিজের দলের কর্মীদের বিক্ষোভের মুখে আমডাঙার বিধায়ক রফিকুর রহমান। তৃণমূলের পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলের পারলৌকিক ক্রিয়ায় গিয়ে বিক্ষোভের মুখে রফিকুর রহমান। তৃণমূলের বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভ রূপচাঁদের আত্মীয় এবং গ্রামবাসীদের। দোষীরা এখনও কেন গ্রেফতার হচ্ছে না, অভিযোগ তুলে বিক্ষোভ। পুলিশের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক। গ্রামবাসীদের আশ্বস্ত করে ৪দিন সময় চেয়েছেন রফিকুর রহমান। চারদিনের মধ্যে ব্যবস্থা নাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস। গত ১৭ নভেম্বর দুষ্কৃতীদের বোমায় খুন হন রূপচাঁদ মণ্ডল
পূর্ব মেদিনীপুরের মহিষাদলে কেশবপুর সমবায় সমিতির অনুষ্ঠানে ধুন্ধুমার। মহিষাদলের তৃণমূল বিধায়কের সামনেই 'চোর ধরো, জেল ভরো স্লোগান'। ঘটনা ঘিরে সমবায় সমিতির অনুষ্ঠানে তুলকালাম। তৃণমূল বিধায়কের সামনেই মারপিট, চেয়ার ছোড়াছুড়ি । গন্ডগোলে বিজেপির পঞ্চায়েত প্রধান-সহ বেশ কয়েকজন আহত
২৯ নভেম্বর ধর্মতলায় সমাবেশে 'না' পুলিশের, হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। বিজেপি সভায় উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। আগামী বুধবারের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের জন্য রাজ্যকে নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। 'আমাদের দেশ স্বাধীন, মানুষ যেখানে মন চায় সেখানে যেতে পারেন', সবার সমানাধিকার থাকা উচিত, মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। 'কোনও কারণ না দেখিয়ে দু'বার অনুমতির আবেদন খারিজ করা হয়েছে', এতেই সন্দেহের উদ্রেক হয়, মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। বিধিনিষেধ আরোপ করে অনুমতি দিয়ে দিন, মন্তব্য বিচারপতির।
প্রেক্ষাপট
কলকাতা: ২৯ নভেম্বর ধর্মতলায় (Dharmatala) সমাবেশে 'না' পুলিশের (Police), হাইকোর্টের (Calcutta Highcourt) দ্বারস্থ বিজেপি (BJP)। বিজেপি সভায় উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। আগামী বুধবারের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের জন্য রাজ্যকে নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। 'আমাদের দেশ স্বাধীন, মানুষ যেখানে মন চায় সেখানে যেতে পারেন', সবার সমানাধিকার থাকা উচিত, মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। 'কোনও কারণ না দেখিয়ে দু'বার অনুমতির আবেদন খারিজ করা হয়েছে'। এতেই সন্দেহের উদ্রেক হয়, মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার।
রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন এক নজরে-
জয়নগরের দলুয়াখাকি গ্রামে সিপিএম কর্মী, সমর্থকদের বাড়ি। জ্বালিয়ে দেওয়ার ঘটনায় এক সপ্তাহ পর ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত নজরুল মণ্ডল, আকবর ঢালি ও আমানুল্লা জমাদার তৃণমূলের সক্রিয় কর্মী বলে স্থানীয় সূত্রে খবর। গত সোমবার ভোরে জয়নগরের বামনগাছিতে গুলি করে খুন করা হয় তৃণমূলের অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্করকে। অভিযোগ, তার জেরে ৫ কিলোমিটার দূরে দলুয়াখাকি গ্রামে সিপিএম কর্মী, সমর্থকদের ১৬টি বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশি পাহারায় গ্রামে ফিরলেও, এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে মাথার ওপর ছাদ হারানো পরিবারগুলো। তৃণমূল নেতা খুনে সিপিএমের এক নেতা-সহ ৩ জনকে আগেই গ্রেফতার করেছে পুলিশ।
আসল অপরাধীদের আড়াল করতে চাইছে সরকার। এটা বুঝতে পারছে না যে, এতে রাজ্যের অন্যান্য অংশে শাসক দলের কর্মীরা খুনোখুনিতে উৎসাহ পাবে, মন্তব্য সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যর।
বাম-কংগ্রেসের পর এবার আমরা আক্রান্ত-কেও বাধা। দলুয়াখাকি গ্রামে যেতে বাধা অম্বিকেশ মহাপাত্রদের। আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিরও রাস্তা আটকেছিল পুলিশ।
পূর্ব মেদিনীপুরের মহিষাদলে কেশবপুর সমবায় সমিতির অনুষ্ঠানে ধুন্ধুমার। মহিষাদলের তৃণমূল বিধায়কের সামনেই 'চোর ধরো, জেল ভরো স্লোগান'। ঘটনা ঘিরে সমবায় সমিতির অনুষ্ঠানে তুলকালাম। তৃণমূল বিধায়কের সামনেই মারপিট, চেয়ার ছোড়াছুড়ি ।
তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্বে'র জেরে মুর্শিদাবাদে আক্রান্ত পুলিশ। রেজিনগরে পুলিশের গাড়ি ভাঙচুর। রেজিনগরের বিধায়ক রবিউল আলমে অনুগামী কলেজ ছাত্রকে মারধরের অভিযোগ। তৃণমূল ব্লক সভাপতি আতাউর রহমানের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ, গতকাল রাতে আক্রান্ত ছাত্রকেই গ্রেফতার করতে যায় পুলিশ। পরিবার ও গ্রামবাসীরা বাধা দিলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রেজিনগরের তৃণমূল বিধায়কের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -