West Bengal News Live: বগটুইকাণ্ডে ক্ষতিপূরণের চেক বিলি নিয়ে তরজা

Get the latest West Bengal News and Live Updates: শান্তিনিকেতনে গণধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার, খড়দায় তোলা দৌরাত্ম্য, ব্যবসায়ীদের উপর হামলা, দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর এক নজরে

abp ananda Last Updated: 21 Apr 2022 11:47 PM
West Bengal News Live: দুর্গাপুজোয় বিদেশি শিল্পপতিদের আমন্ত্রণ

বিদেশি শিল্পপতিদের দুর্গাপুজোয় আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

West Bengal News Live: সপ্তম বাণিজ্য সম্মেলনের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ষষ্ঠ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই সপ্তমের ঘোষণা মুখ্যমন্ত্রীর। পরবর্তী সম্মেলন ফেব্রুয়ারির ১ থেকে ৩। 

West Bengal News Live: ছুরি মেরে খুন, আটক পঞ্চম শ্রেণির ছাত্র

বাগুইআটিতে ছুরি মেরে খুন মহিলাকে। খুনের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে। কী নিয়ে বিবাদের জেরে এই ঘটনা, তা খতিয়ে দেখছে বাগুইআটি থানার পুলিশ। 

West Bengal News Live: অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলাশাসকের

মিহিলাল শেখ রাজ্য সরকারের দেওয়া ক্ষতিপূরণের চেক দেয়নি। অভিযোগ মৃত শাজিদুরের মার। যা হয়েছে ডিএম অফিস থেকে হয়েছে, পাল্টা দাবি মিহিলাল শেখের। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলাশাসকের। 

West Bengal News Live: সব চেক মেলেনি, অভিযোগ শাজিদুরের পরিবারের

বগটুইকাণ্ডে মারা যায় কাজি নুরুল জামালের ছেলে ও পুত্রবধূ। ছেলের মৃত্যুতে ক্ষতিপূরণের চেক মিলেছে, দাবি মৃত শাজিদুরের মায়ের। ছেলের স্ত্রী মারা গেলেও মেলেনি চেক, দাবি মৃত শাজিদুরের মার।

West Bengal News Live: বগটুইকাণ্ডে ক্ষতিপূরণের চেক বিলি নিয়ে তরজা

বগটুইকাণ্ডে এবার রাজ্য সরকারের ক্ষতিপূরণের চেক বিলি নিয়ে তরজা। মিহিলালের বিরুদ্ধে সরব মৃত শাজিদুর রহমানের বাবা কাজি নুরুল জামাল।

West Bengal News Live: স্কুলের পরিচালন কমিটির সদস্যের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ

পশ্চিম মেদিনীপুরের মানসুকা লক্ষ্মীনারায়ণ হাইস্কুলের শিক্ষকের বদলির আবেদন হয়েছিল। স্কুলের পরিচালন কমিটির সদস্যের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ। নো অবজেকশন সার্টিফিকেটের জন্য ১ লক্ষ ২৫ হাজার টাকা চাওয়ার অভিযোগ। হাইকোর্টে দু’জনের কথোপকথনের অডিও পেশ, শুনলেন বিচারপতি।

West Bengal News Live: শিক্ষক বদলি নিয়ে অভিযোগ, তদন্তের নির্দেশ হাইকোর্টের

শিক্ষক বদলিতে ঘুষ চাওয়ার অভিযোগ, তদন্তের নির্দেশ হাইকোর্টের। ডিআইজি-সিআইডিকে তদন্তের নির্দেশ হাইকোর্টের। ১ মাসে রিপোর্ট দেওয়ার নির্দেশ।

West Bengal News Live: দেরি না করে অবিলম্বে নিরাপত্তার ব্যবস্থার নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের

প্রকল্পে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে নিরাপত্তার জন্য আবেদন জানাবেন সাক্ষীরা। বিলম্ব না করে অবিলম্বে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এমনটাই নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। 

West Bengal News Live: হাঁসখালিকাণ্ডে নির্যাতিতার পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের

হাঁসখালিকাণ্ডে নির্যাতিতার পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। ২০১৮ সালের সাক্ষী সুরক্ষা প্রকল্প অনুযায়ী পরিবার ও মামলার সাক্ষীদের নিরাপত্তার ব্যবস্থার নির্দেশ। 

West Bengal News Live: মূল অভিযুক্ত ব্রজ গয়ালির পড়শিদের জিজ্ঞাসাবাদ

হাঁসখালিকাণ্ডে ভাইরাল অডিও ক্লিপের তদন্তে সিবিআই। ভাইরাল অডিও ক্লিপের নেপথ্যে কারা? খুঁজছে সিবিআই। মূল অভিযুক্ত ব্রজ গয়ালির পাড়ায় গিয়ে ৩ প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ।

West Bengal News Live: ধানতলার ছাত্রীর রহস্যমৃত্যুতে নাটকীয় মোড়

নদিয়ায় ধানতলার ছাত্রীর রহস্যমৃত্যুতে নাটকীয় মোড়। দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে মিলল না খুন, ধর্ষণের প্রমাণ। গলায় দড়ি দিয়ে আত্মহত্যাতেই মৃত্যু, বলছে ময়নাতদন্তের রিপোর্ট।

West Bengal News Live: কলকাতা পুরসভার ইফতার পার্টি, যোগ দিলেন মুখ্যমন্ত্রী

পার্ক সার্কাস ময়দানে কলকাতা পুরসভার উদ্যোগে ইফতার পার্টি। সেখানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামিল ফিরহাদ হাকিম, মালা রায় ও কলকাতা পুরসভার মেয়র পারিষদরা।

West Bengal News Live: রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অসহ্য গরমে খানিকটা হলেও স্বস্তির আশ্বাস। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। ঝাড়গ্রামেও বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস।

West Bengal News Live: ফের ফতোয়ার অভিযোগ, গ্রেফতার গ্রাম কমিটির ৮ সদস্য

পুজোর অনুষ্ঠানে ডাক না পাওয়ায় গ্রাম কমিটির ‘ফতোয়া’! নির্দেশ অমান্য করে পুজোর অনুষ্ঠানে গেলেই জরিমানার হুমকি গ্রাম কমিটির সদস্যদের। পটাশপুরের ঘটনা। বাড়ি বাড়ি গিয়ে অনুষ্ঠানে না যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ। অভিযোগ পাওয়ার পরেই তৎপর পুলিশ, গ্রাম কমিটির ৮ সদস্য গ্রেফতার।

West Bengal News Live: তৃণমূল কাউন্সিলরের সঙ্গে দিল্লি হিংসায় অভিযুক্ত? ছবি ভাইরাল

তৃণমূল কাউন্সিলরের সঙ্গে দিল্লি হিংসার মাস্টারমাইন্ড মহম্মদ আনসার! হলদিয়া পুরসভার তৃণমূল কাউন্সিলর আজিজুল রহমানের সঙ্গে আনসারের ছবি ভাইরাল। ছবিতে তৃণমূল কাউন্সিলরের কাঁধে হাত দিয়ে রয়েছে অভিযুক্ত। চিনতাম, অনেকেই ছবি তোলে, অসুবিধের কী আছে? দাবি তৃণমূল কাউন্সিলরের।

West Bengal News Live: ঝালদাকাণ্ডে সিবিআইয়ের হাতে নিরঞ্জন বৈষ্ণবের ফোন

নিরঞ্জন বৈষ্ণবের মোবাইল ফোনের হদিশ। ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের প্রধান প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণব। তাঁর বাড়ি থেকেই ফোনের হদিশ পেল সিবিআই। দেহ উদ্ধারের পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না ফোনের।

West Bengal News Live: ঘুমপাড়ানি গুলিতে কাবু চিতাবাঘ

ধরা পড়ল নাগরাকাটার কাবুলডাঙ্গার চিতাবাঘ। বুধবার চিতাবাঘকে কাবু করতে গিয়ে আহত হন ২ বনকর্মী। বৃহস্পতিবার সকালে ফের চিতাবাঘের হানায় আহত হন ১ জন স্থানীয় বাসিন্দা। পরে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াড ও খুনিয়া স্কোয়াডের যৌথ অভিযান হয়। ঘুমপাড়ানি গুলিতে কাবু চিতাবাঘ। নিয়ে যাওয়া হয়েছে লাটাগুড়ি প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে।

West Bengal News Live: ট্রেন থেকে 'ধাক্কা', জখম কলেজ ছাত্রী

মোবাইল ফোন ছিনিয়ে কলেজ ছাত্রীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দেওয়ার অভিযোগ। বীরভূমের নলহাটির ঘটনা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার কলেজ ছাত্রী। দুষ্কৃতীদের ধরে ফেলে পুলিশের হাতে কুলে দেয় স্থানীয়রা।

West Bengal News Live: বিজেপির 'অন্তর্দ্বন্দ্বে' পার্টি অফিস ভাঙচুর

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বিজেপির জঙ্গিপুর মণ্ডল পার্টি অফিস ভাঙচুর। ওই পার্টি অফিস বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের দখলে ছিল বলে অভিযোগ। বিষয়টি জানেন না বলে জানিয়েছেন মুর্শিদাবাদ উত্তরের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি।ষ

West Bengal News Live: বাংলায় ফের চালু হচ্ছে সেন্টিনাল সার্ভিল্যান্স

দেশের বিভিন্ন রাজ্যে করোনা সংক্রমণ ফের বাড়ছে। বাংলায় করোনা সংক্রমণের পরিস্থিতি জানতে ফের সেন্টিনাল সার্ভিল্যান্স চালু করছে স্বাস্থ্য দফতর। ২৮টি স্বাস্থ্য জেলায় হাসপাতাল ভিত্তিক সমীক্ষার নির্দেশ।

West Bengal News Live: সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে উদ্ধার অপহৃত ব্যবসায়ী

ভরদুপুরে কলকাতায় কসবার অ্যাক্রোপলিস মলের কাছ থেকে বারাসাতের ইটভাটা ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গাড়ি চিহ্নিত। বৃহস্পতিবার সকালে টালিগঞ্জ মেট্রোর কাছ থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার। গ্রেফতার ৫ জন।

WB News Live Updates: এবার জলের দাবিতে রাস্তা অবরোধ করলেন হাওড়ার বাগনানের খাজুরনান গ্রামের

বছরখানেক আগে পাইপ লাইন পাতা হলেও, মিলছে না পানীয় জল। এবার জলের দাবিতে রাস্তা অবরোধ করলেন হাওড়ার বাগনানের খাজুরনান গ্রামের বাসিন্দারা। ২ ঘণ্টা ধরে টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ। নামানো হয়েছে র‍্যাফ। গ্রামবাসীদের দাবি, বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ পেতে বছরদুয়েক আগে পঞ্চায়েতে টাকা জমা  দেওয়া হয়। একবছর আগে পাইপ লাইন পাতা হলেও এখনও জল পৌঁছয়নি। ফলে কয়েক কিলোমিটার হেঁটে আশপাশের গ্রাম থেকে পানীয় জল আনতে হচ্ছে। এদিন সকালে পথ অবরোধ করেন গ্রামবাসীরা। 

West Bengal News Live: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ দিলীপ ঘোষের

প্রোমোটারকে মারছে। কে এখানে ব্যবসা করবে? তৃণমূলের সিন্ডিকেট বিবাদে এখানে শিল্পের অন্তর্জলী যাত্রা হয়েছে। কোনও শিল্পপতি এখানে আসবেন না। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ দিলীপ ঘোষের।

WB News Live Updates: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আজ শেষ দিন

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আজ শেষ দিন। বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের বৈঠক হবে। স্বাক্ষরিত হবে একাধিক মউ। কোন খাতে কত টাকা বিনিয়োগ, বিভিন্ন দফতরের সঙ্গে তা নিয়ে আলোচনা হবে। আজ বিদায়ী ভাষণ দেওয়ার পাশাপাশি, আগামী বছরের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দিন ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে প্রাপ্তি, রাজ্যে কত টাকা বিনিয়োগের প্রস্তাব এল, তা নিয়ে একটি সাংবাদিক বৈঠকও হতে পারে। 


 

West Bengal News Live: চারজন সাইকেল আরোহীকে ধাক্কা মেরে নয়ানজুলিতে পড়ে গেল অ্যাম্বুল্যান্স

সাতসকালে পরপর চারজন সাইকেল আরোহীকে ধাক্কা মেরে নয়ানজুলিতে পড়ে গেল অ্যাম্বুল্যান্স। মৃত্যু এক সাইকেল আরোহী। জখম আরও তিন। আজ সকাল ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতার দোস্তিপুর মোড়ে ১১৭ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে খবর, কলকাতা থেকে ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিল খালি অ্যাম্বুল্যান্স। দোস্তিপুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর চারটি সাইকেলে ধাক্কা মেরে নয়ানজুলিতে পড়ে যায়। অ্যাম্বুল্যান্স চালক পলাতক। 

WB News Live Updates: কোলাঘাটে স্কুলে মিড ডে মিল রান্নার সময় গ্যাস সিলিন্ডারে আগুন

পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে স্কুলে মিড ডে মিল রান্নার সময় গ্যাস সিলিন্ডারে আগুন। ছড়ায় আতঙ্ক। কোলাঘাটের যোগীবেড়-কুমারহাট প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, আগুন লাগার সময় স্কুলের একতলা ও দোতলায় ক্লাস চলছিল। স্কুলবাড়ি মেরামতির কারণে মিড ডে মিল রান্না হচ্ছিল তিনতলার হলঘরে। সেইসময় গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। হলঘরের একাংশ পুড়ে যায়। পড়ুয়াদের নিরাপদেই বের করে আনা হয়। পরে স্কুল কর্মীদের চেষ্টাতে আগুন নেভে। 

WB News Live Updates: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ। মৃতার দুই ভাই ও ভাইপোকে গ্রেফতার করল পুলিশ। বাবা মারা যেতেই পৈত্রিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন বলে অভিযোগ মৃতের প্রতিবেশীদের।

WB News Live Updates: হাঁসখালিকাণ্ডে নাড্ডার কাছে বিজেপির তথ্য অনুসন্ধান কমিটির রিপোর্ট

রাজ্যে চাই ৩৫৫, ৩৫৬। হাঁসখালিকাণ্ডে নাড্ডার কাছে বিজেপির তথ্য অনুসন্ধান কমিটির রিপোর্ট। অভিযুক্তদের ভিনরাজ্যের জেলে বন্দি রাখার প্রস্তাব। গুরুত্বে নারাজ তৃণমূল। 

WB News Live Updates: আলিপুরে আদালতের এজলাসে মহিলা আইনজীবীকে বেদম মার

আলিপুরে আদালতের এজলাসে মহিলা আইনজীবীকে বেদম মার। চিকিত্সক ও তাঁর বোনের বিরুদ্ধে মারধরের অভিযোগ। মারধরের জেরে বন্ধ হয়ে যায় আদালতের কাজকর্ম। মারধরের পর আদালতে বসে অবস্থান শুরু করেন চিকিত্সক ও তাঁর বোন। নিজের স্ত্রী-র সঙ্গে মামলা চলছে চিকিত্সকের
সেই মামলায় নিজে সওয়াল করতে আগ্রহপ্রকাশ করেন চিকিতংসক। নিয়ম নেই আগে পিটিশন জমা দিতে হবে বলায় আইনজীবীদের সঙ্গে বাধে তর্কাতর্কি। বচসার পরেই মারধরের অভিযোগ। 

WB News Live Updates: আলিপুরে আদালতের এজলাসে মহিলা আইনজীবীকে বেদম মার

আলিপুরে আদালতের এজলাসে মহিলা আইনজীবীকে বেদম মার। চিকিত্সক ও তাঁর বোনের বিরুদ্ধে মারধরের অভিযোগ। মারধরের জেরে বন্ধ হয়ে যায় আদালতের কাজকর্ম। মারধরের পর আদালতে বসে অবস্থান শুরু করেন চিকিত্সক ও তাঁর বোন। নিজের স্ত্রী-র সঙ্গে মামলা চলছে চিকিত্সকের। সেই মামলায় নিজে সওয়াল করতে আগ্রহপ্রকাশ করেন চিকিৎসক। নিয়ম নেই আগে পিটিশন জমা দিতে হবে বলায় আইনজীবীদের সঙ্গে বাধে তর্কাতর্কি। বচসার পরেই মারধরের অভিযোগ। 

West Bengal News Live: জেলে বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ মিথ্যা, যা বলা হচ্ছে তা ঠিক নয়

জেলে বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ মিথ্যা, যা বলা হচ্ছে তা ঠিক নয়। দাবি রামপুরহাট হত্যাকাণ্ডে ধৃত আনারুল হোসেনের। এর আগে বগটুইকাণ্ডে স্বজনহারা মিহিলাল শেখ অভিযোগ করেন, জেলে আনারুলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এদিন আনারুল হোসেনকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। আদালতে আজ আনারুলের পলিগ্রাফ টেস্টের আবেদন জানাবে সিবিআই। 

WB News Live Updates: অশোকনগরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

উত্তর ২৪ পরগনার অশোকনগরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু। বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, স্থানীয় এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল বছর আঠেরোর ওই তরুণীর। গতকাল প্রেমিকের সঙ্গে দেখা করে ফেরার পর, তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কী কারণে এই ঘটনা, খতিয়ে দেখছে অশোকনগর থানার পুলিশ। 

West Bengal News Live: সম্পত্তি হাতাতে মামাকে খুনের চেষ্টার অভিযোগ উঠল ভাগ্নের বিরুদ্ধে

সম্পত্তি হাতাতে মামাকে খুনের চেষ্টার অভিযোগ উঠল ভাগ্নের বিরুদ্ধে। বাড়ি থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার মামা। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। নদিয়ার রানাঘাটের কুপার্স এলাকার ঘটনা। মামার বাড়িতে মেয়েকে নিয়ে থাকতেন ভাগ্নে। প্রতিবেশীদের দাবি, পয়লা বৈশাখের দিন থেকেই মামার খোঁজ মিলছিল না। সন্দেহ হওয়ায় গতকাল বাড়িতে ঢুকে মামাকে সংজ্ঞাহীন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। রান্নাঘরে খোঁড়া হয়েছিল গর্ত। সম্পত্তি হাতাতে মামাকে খুন করে পুঁতে দেওয়ার ছক ছিল ভাগ্নের। প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। অভিযুক্ত ভাগ্নেকে গাংনাপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

WB News Live Updates: হলদিয়ার ভবানীপুর থানা এলাকায় অজ্ঞাতপরিচয় মহিলাকে গলার নলি কেটে খুন

হলদিয়ার ভবানীপুর থানা এলাকায় অজ্ঞাতপরিচয় মহিলাকে গলার নলি কেটে খুন। ঘটনাটি ঘটেছে বাঁশখানা জালপাই গ্রামে।গতকাল রাতে ওই মহিলার রক্তাক্ত দেহ রাস্তার ওপর পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে বিশাল পুলিশ বাহিনী। মহিলার পরিচয় জানতে আশপাশের থানাগুলিতে খোঁজ নেওয়া হচ্ছে।

West Bengal News Live: জেলায় জেলায় গেরুয়া শিবিরে বিদ্রোহের আগুন

জেলায় জেলায় গেরুয়া শিবিরে বিদ্রোহের আগুন। দলের বিধায়ক-সাংসদদের মাসোহারা না দিতে পারায় দায়িত্ব থেকে সরানো হল। এখানে কাজের মানুষদের জায়গা নেই, কাছের মানুষদের জায়গা আছে। মণ্ডল সভাপতির পদ থেকে সরানোর পর বিস্ফোরক দাবি বাঁকুড়ার পাত্রসায়রের বিজেপি নেতার। ক্ষোভ জানিয়ে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন পাত্রসায়র ২ নম্বর মণ্ডলের প্রাক্তন সভাপতি তমালকান্তি গুঁই। বিষয়টি জানা নেই, দলের অন্দরে কোন্দল ঢাকতে দাবি সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির।

WB News Live Updates: বিশ্বভারতীর পাঠভবনের পড়ুয়ার রহস্যমৃত্যু

বিশ্বভারতীর পাঠভবনের পড়ুয়ার রহস্যমৃত্যু। ছাত্রাবাস থেকে উদ্ধার মৃতদেহ। বিশ্বভারতী পাঠভবনের একাদশ শ্রেণির ছাত্র অসীম দাস। আজ সকালে উত্তর শিক্ষা ছাত্রাবাস থেকে তার দেহ উদ্ধার হয়। কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে শান্তিনিকেতন থানার পুলিশ।

West Bengal News Live: একে অপরের প্রশংসার মধ্যে, পরস্পরকে বার্তা রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে, একে অপরের প্রশংসার মধ্যে, পরস্পরকে বার্তাও দিলেন রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী। রাজ্যপাল যখন কেন্দ্র-রাজ্য সুসম্পর্কের প্রয়োজনীয়তা কিংবা আইনের শাসনের কথা মনে করালেন, তখন মুখ্যমন্ত্রী আবার এজেন্সির প্রসঙ্গ টেনে কার্যত খোঁচা দিলেন।

WB News Live Updates: প্রতিক্রিয়া দিতে নারাজ সুকান্ত মজুমদার

বিজেপিতে এবার আদি-নব্য ‘দ্বন্দ্ব’ প্রকাশ্যে। ‘সুকান্ত সবে দায়িত্ব পেয়েছেন, অভিজ্ঞতা কম’। ‘যারা এতদিন আন্দোলন করেছেন তাদের গুরুত্ব দেওয়া উচিত’। ‘যাদের বিশ্বাস করে মানুষ রাস্তায় নেমেছে, তাদের গুরুত্ব দেওয়া উচিত’। ‘যোগ্য লোকেদের বাদ দিলে হবে না’। মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। প্রতিক্রিয়া দিতে নারাজ সুকান্ত মজুমদার। 

West Bengal News Live: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চেও, মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল এজেন্সির কথা

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চেও, মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল এজেন্সির কথা। যা নিয়ে রাজ্য রাজনীতি এখন সরগরম। মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এজেন্সি নিয়ে খোঁচা দিতে ছাড়েনি সিপিএম-কংগ্রেসও।

WB News Live Updates: হাঁসখালিকাণ্ডে জেপি নাড্ডার কাছে রিপোর্ট দিল বিজেপির তথ্য অনুসন্ধান কমিটি

হাঁসখালিকাণ্ডে জেপি নাড্ডার কাছে রিপোর্ট দিল বিজেপির তথ্য অনুসন্ধান কমিটি। রাজ্যে ৩৫৫ ও ৩৫৬ ধারা প্রয়োগের প্রয়োজনীয়তা আছে বলে রিপোর্টে উল্লেখ। অভিযুক্তদের রাজ্যের বাইরের জেলে বন্দি রাখার প্রস্তাব দেওয়া হয়েছে রিপোর্টে। রাজ্যের জেলে বন্দি থাকলে অভিযুক্তরা মামলা প্রভাবিত করতে পারে বলে রিপোর্টে আশঙ্কাপ্রকাশ। বিচারপ্রক্রিয়াও পশ্চিমবঙ্গের বাইরে করা উচিত বলে প্রস্তাব রিপোর্টে, খবর সূত্রের

West Bengal News Live: বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন, কাঁকুড়গাছিতে খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার

বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন, কাঁকুড়গাছিতে খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। তাঁর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করে দেখতে রাজ্যকে নির্দেশ দিল হাইকোর্ট। দু’মাসের মধ্যে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছে আদালত।

WB News Live Updates: পুলিশ পরিচয়ে কসবা এলাকা থেকে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

পুলিশ পরিচয়ে কসবা এলাকা থেকে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ। কয়েকঘণ্টার মধ্যে টালিগঞ্জ থেকে উদ্ধার। ৬ জনকে আটক করেছে পুলিশ। অভিযোগ, গতকাল কসবার অ্যাক্রোপলিস মলের কাছ থেকে পুলিশ পরিচয় দিয়ে বসিরহাটের ইটভাটা মালিককে গাড়ি করে তুলে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী। ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। 

West Bengal News Live: ত্রিপুরার ধলাই জেলার আমবাসায় বিএসএফের ডেপুটি কম্যান্ডারের রহস্যমৃত্যু

ত্রিপুরার ধলাই জেলার আমবাসায় বিএসএফের ডেপুটি কম্যান্ডারের রহস্যমৃত্যু। রিভলবারের গুলিতেই মৃত্যু, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃতের নাম লালুরাম মীনা। ৫৩ বছরের লালুরাম ছিলেন বিএসএফের ৩৯ নম্বর ব্যাটেলিয়নের ডেপুটি কম্যান্ডার। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে মালদাপাড়া চৌকি থেকে জওহরনগরে হেডকোয়ার্টারে আসার পথে, গুলিবিদ্ধ হন ওই বিএসএফ আধিকারিক। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে হয়। 

WB News Live Updates: বাইকের ইএমআই দিতে না পারায় নৈহাটিতে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ

বাইকের ইএমআই দিতে না পারায় নৈহাটিতে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল শো রুম কর্তৃপক্ষের বিরুদ্ধে। মৃতের নাম সাদ্দাম হোসেন। পরিবার সূত্রে খবর, মাসখানেক আগে ওই শো রুম থেকে ঋণ নিয়ে নতুন বাইক কেনেন সাদ্দাম।

West Bengal News Live: হলদিয়ার ভবানীপুর থানা এলাকায় অজ্ঞাতপরিচয় মহিলাকে গলার নলি কেটে খুনের অভিযোগ

হলদিয়ার ভবানীপুর থানা এলাকায় অজ্ঞাতপরিচয় মহিলাকে গলার নলি কেটে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বাঁশখানা জালপাই গ্রামে। গতকাল রাতে ওই মহিলার রক্তাক্ত দেহ রাস্তার ওপর পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে বিশাল পুলিশ বাহিনী। মহিলার পরিচয় জানতে আশপাশের থানাগুলিতে খোঁজ নেওয়া হচ্ছে।

WB News Live Updates: নদিয়ার হাঁসখালিতে নাবালিকার দেহ পুড়িয়ে দিল কারা?

নদিয়ার হাঁসখালিতে নাবালিকার দেহ পুড়িয়ে দিল কারা? উত্তর পেতে মরিয়া সিবিআই। কৃষ্ণনগরে ক্যাম্পে নিয়ে নির্যাতিতার গোটা পরিবারের বয়ান রেকর্ড করলেন গোয়েন্দারা। এদিকে গতকালই এই কাণ্ডে জেপি নাড্ডার কাছে রিপোর্ট দিল বিজেপির তথ্য অনুসন্ধান কমিটি।

West Bengal News Live: জঙ্গলমহলে মাওবাদী নেই, তৃণমূল বিধায়ক ও খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী এই চাঞ্চল্যকর দাবি

জঙ্গলমহলে মাওবাদী নেই। বাঁকুড়ার রানিবাঁধের তৃণমূল বিধায়ক ও খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী এই চাঞ্চল্যকর দাবি করেছেন। যদিও এ নিয়ে তাঁকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

WB News Live Updates: বিনা চিকিত্সায় রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে মহেশতলার নার্সিংহোমে ধুন্ধুমার

বিনা চিকিত্সায় রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে মহেশতলার নার্সিংহোমে ধুন্ধুমার। আইসিইউ-তে ভাঙচুর। নার্সিংহোমের নিরাপত্তা রক্ষীদের মারধরের অভিযোগ উঠল মৃতের পরিজনেদের বিরুদ্ধে। মৃত রোগীর পরিবারের দাবি, আইসিইউ-তে কোনও যন্ত্রপাতি কাজ করছিল না। এ নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে মহেশতলা থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। নার্সিংহোম কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

প্রেক্ষাপট

কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) বিষ্ণুপুরে তৃণমূল নেতা (TMC) খুড়শ্বশুরকে পিটিয়ে খুনের অভিযোগ বিজেপি কর্মী (BJP Worker) জামাইয়ের বিরুদ্ধে। থানায় এসে আত্মসমর্পণ। পারিবারিক বিবাদ, দাবি পুলিশের।


বঙ্গ বিজেপিতে (BJP) বিদ্রোহ অব্যাহত। মুখ খুললেন জলপাইগুড়ির বিজেপি নেতা (BJP)। দলীয় পদে ইস্তফা মুর্শিদাবাদের (Murshidabad) বিধায়ক সহ ৩ নেতার। অব্যাহতি চাইলেন নদিয়ার (Nadia) ১০ নেতা। 


বঙ্গ বিজেপি (BJP) থেকে অনেকের মত আমিও দূরত্বে আছি। এই পদত্যাগ দলের পক্ষে ঠিক নয়, মন্তব্য অনুপমের। 


বিজেপিতে (BJP) নতুন আসা নেতারাই দেখছি বেশি দিশাহারা। পরস্পরকে দোষ দিয়ে পালালে চলবে না। পুরনো কর্মীরা কেন নিষ্ক্রিয় দেখতে হবে, পরামর্শ দিলীপের।


শান্তিনিকেতনে (Shantiniketan) নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করল পুলিশ (Police)। ধৃতদের মধ্যে ২ জন নাবালক। কীর্ণাহারে মহিলার রহস্যমৃত্যু।


খড়দায় তোলা দৌরাত্ম্য, ব্যবসায়ীদের উপর হামলা, এলোপাথাড়ি কোপ। আহত ৪ থেকে ৫ জন। দোকান বন্ধ করে প্রতিবাদ।


অনুব্রত মণ্ডলকে বিষ ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হবে উডবার্নে ওয়ার্ডে (Woodburn Ward)। চাঞ্চল্যকর দাবি বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের। এফআইআর দায়ের করল তৃণমূল (TMC)।


ঝালদায় মিলল মাও-পোস্টার। মাওবাদী নাশকতার আশঙ্কায় জঙ্গলমহলের একাংশে হাই অ্যালার্ট। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে পুলিশের তত্‍পরতা। 


উপনির্বাচনে ভরাডুবির পর ফের বঙ্গ বিজেপিতে বিদ্রোহ। মুর্শিদাবাদে দলীয় পদে ইস্তফা বিজেপি বিধায়ক সহ ৩ নেতার। 


অব্যাহতি চাইলেন নদিয়ার বিজেপির ১০ নেতা, অসন্তোষ আসানসোলেও। কেন একসঙ্গে এত ইস্তফা ? দলের বিড়ম্বনা বাড়িয়ে বিস্ফোরক অনুপম। 


আনিস মামলায় আজ হাইকোর্টে তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ সিটের। ধানতলা ধর্ষণ-খুনকাণ্ডে ভাইরাল অডিও ঘিরে অস্বস্তিতে বিজেপি। 


নৈহাটিতে গাড়ির ইএমআই শোধ করতে না পারায় খুন? কিস্তির চেক বাউন্স করায় যুবককে ডেকে পাঠিয়েছিল শো-রুম কর্তৃপক্ষ। ওই যুবক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, পরে জানায় শো-রুম কর্তৃপক্ষ। ঝুলন্ত অবস্থায় মেলে যুবকের দেহ, দাবি শো-রুম কর্তৃপক্ষের। ঋণ শোধ করতে না পারায় খুন, অভিযোগ পরিবারের

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.