West Bengal News Live Updates: বীরভূমের মহম্মদবাজারে পাথর ব্যবসায়ীকে গুলি করে খুন
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
বীরভূমের মহম্মদবাজারে শ্যুটআউট। পাথর ব্যবসায়ীকে গুলি করে খুন। খাদান থেকে বাড়ি ফেরার পথে বাইক থামিয়ে পরপর ৩টি গুলি। সিউড়ি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। নিহত ব্যবসায়ীর নাম তাপস দাস। ব্যবসায়িক শত্রুতা নাকি তোলাবাজির বলি? তদন্ত শুরু করেছে পুলিশ।
সংখ্যালঘু স্কলারশিপে বাংলা দেশের মধ্যে ১ নম্বর, দাবি মুখ্যমন্ত্রীর। 'গত ১২ বছরে ৩ কোটি ৬৩ লক্ষ সংখ্যালঘু স্কলারশিপ দেওয়া হয়েছে, প্রায় ৭ হাজার ১৪২ কোটি টাকার স্কলারশিপ দিয়েছে রাজ্য সরকার', সংখ্য়ালঘু স্কলারশিপ নিয়ে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের।
নাবালিকা ধর্ষণের অভিযোগে ফের উত্তপ্ত কোচবিহারের পুণ্ডিবাড়ি। নাবালিকা ধর্ষণে অভিযুক্ত তৃণমূলের যুব নেতা, অভিযোগ বিজেপির। অভিযুক্তকে গ্রেফতারির দাবিতে বিক্ষোভ বিজেপির। 'পুলিশ পুলিশের কাজ করুক, অতি উৎসাহী বিজেপি, অপরাধ করে থাকলে ছাড় নেই', প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের। অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পকসো আইনে মামলা দায়েরের তোড়জোড় পুলিশের
পড়ুয়ার প্রাণের বিনিময়ে টনক নড়ল যাদবপুরের। ছাত্রমৃত্যুর ১১ দিন পর প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য পৃথক হস্টেলের সিদ্ধান্ত। ক্যাম্পাসের ভিতরেই হস্টেলে রাখা হবে প্রথম বর্ষের পড়ুয়াদের। এতদিন ওই হস্টেলে থাকছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মীরা। কর্মীদের সরিয়ে সেখানেই রাখা হবে প্রথম বর্ষের পড়ুয়াদের। সিদ্ধান্ত বাস্তবায়নে কমিটি গঠন করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত কমিটির বৈঠকের পর জানালেন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। ইউসিজি-র বিধি মেনেই নিরাপত্তা-ব্যবস্থা হচ্ছে যাদবপুরে। ক্যাম্পাসে নজরদারিতে থাকবে সিসি ক্যামেরা, আরএফআইডি এবং নিরাপত্তারক্ষীরা। হস্টেলে ঘর বরাদ্দ করার ক্ষেত্রেও মানা হবে ইউজিসি-র বিধি। বৈঠকের পর জানালেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য।
বীরভূমের মহম্মদবাজারে শ্যুটআউট। পাথর ব্যবসায়ীকে গুলি করে খুন। খাদান থেকে বাড়ি ফেরার পথে বাইক থামিয়ে পরপর ৩টি গুলি। সিউড়ি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। নিহত ব্যবসায়ীর নাম তাপস দাস। ব্যবসায়িক শত্রুতা নাকি তোলাবাজির বলি? তদন্ত শুরু করেছে পুলিশ।
'আবার করে দেখাব, কিছু করলে উত্তর পাবে, আমরা এজেন্সির ভয়ে মাথা নত করি না, সিপিএম কত চক্রান্ত করেছে, সারদাকে এনেছে, কিছু হয়েছে, সমঝোতা হয়ে আছে', সিপিএমের সঙ্গে বিজেপির আন্ডারস্ট্যান্ডিংয়ের অভিযোগে আক্রমণে মুখ্যমন্ত্রী।
যাদবপুরকাণ্ডের প্রতিবাদে সেলিমপুরে কংগ্রেসের মোমবাতি মিছিল।
অবৈধ নির্মাণের অভিযোগে মুরারিপুকুরে বাড়ির একাংশ ভাঙল পুরসভা। পুলিশকে সঙ্গে নিয়ে বাড়ির একাংশ ভাঙল কলকাতা পুরসভা। 'তৃণমূল কাউন্সিলরের কাজের বিরোধিতা করায় প্রতিহিংসার শিকার', কাউন্সিলরের বিরুদ্ধে এমনই অভিযোগ বাড়ির একাংশের মালিকের। 'মিথ্যে অভিযোগ, কাউন্সিলরের কথায় নয়, পুরসভা নিজের মতো করে কাজ করে', বাড়ির একাংশের মালিকের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূল কাউন্সিলরের।
শিলিগুড়ির জঙ্গলে স্কুল ড্রেস পরা অবস্থায় নাবালিকার ক্ষতবিক্ষত দেহ। মাটিগাড়ার মোটাজোতে জঙ্গলের মধ্যে পরিত্যক্ত ঘরে ছাত্রীর মৃতদেহ। নাবালিকার মাথায় আঘাত, খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। জঙ্গলে পরিত্যক্ত ঘরে রক্তাক্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর স্থানীয়দের।
ফের নিউ মার্কেটে আগুন আতঙ্ক, সিম পার্ক মলের গেটে আগুন। বিকেল ৪টে নাগাদ সিম পার্ক মলের গেটে আগুন। আজ সিম পার্ক মল বন্ধ থাকায় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা। দমকলের ৩টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
নিয়োগ দুর্নীতির তদন্তে একযোগে কালীঘাটের কাকুর ৬ ঠিকানায় ইডি। নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ইডির হানা। লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও ছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। সুজয়কৃষ্ণ ভদ্রর জামাইয়ের লি রোডের ফ্ল্যাটেও কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি। 'কালীঘাটের কাকু'-র জামাইয়ের লি রোডের ফ্ল্যাটে তল্লাশিতে ইডি।
দ্রুত ছাত্র সংসদ নির্বাচন চান যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য। 'ছাত্র সংসদ নির্বাচনের জন্য রাজ্য সরকারকে বলব', বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির বৈঠকের পর জানালেন উপাচার্য ।
যাদবপুরকাণ্ডে এনআইএ-র তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। আরও একটি জনস্বার্থ মামলা বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ির। এনআইএ তদন্ত ও ইউজিসি গাইডলাইন মানতে নির্দেশ দিক আদালত, দাবি মামলাকারীর। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ, মামলা দায়েরের অনুমতি দিলেন প্রধান বিচারপতি।
সম্পর্কের টানাপোড়েনে 'হেনস্থা'র জেরে আত্মঘাতী স্কুলছাত্র। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে স্কুলছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। 'স্কুলের এক বান্ধবীর সঙ্গে সম্পর্ক ছিল ওই ছাত্রের, তার জেরে দশম শ্রেণির ওই ছাত্রকে হেনস্থা ও হুমকি দেওয়া হত, অন্য স্কুলের একাদশ শ্রেণির ২ ছাত্র হেনস্থা ও হুমকি দিত, তাদের পা ধরে ছাত্রকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। ক্ষমা চাওয়ার সেই ভিডিও ভাইরালও করে দেওয়া হয়', তার জেরে অপমানে আত্মঘাতী ছাত্র, অভিযোগ পরিবারের
হাইকোর্টে অভিষেকের দায়ের করা মামলার শুনানি শেষ, স্থগিত রায়দান। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির সমন খারিজের দাবিতে মামলা। ইডির ইসিআইআর খারিজের দাবিতে হাইকোর্টে মামলা অভিষেকের। অভিষেকের মামলার শুনানি শেষ, ৫ সেপ্টেম্বর রায় দেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
রাজ্য মানবাধিকার কমিশনের অফিস থেকে বেরিয়ে গেলেন যাদবপুরের ডিন অফ স্টুডেন্টস্ রজত রায়। সূত্রের খবর, ডিনের কাছে জানতে চাওয়া হয়, ওইদিন রাতে ফোন পেয়ে তিনি কী করেছিলেন ? কাকে ফোন করেছিলেন রজত রায় এবং কী ব্যবস্থা নিয়েছিলেন? কিন্তু আজ ডিন অফ্ স্টুডেন্টসের বয়ান রেকর্ড করা যায়নি। ব্য়স্ততা আছে বলে তাড়াতাড়ি বেরিয়ে যান ডিন অফ স্টুডেন্টস। কমিশনের দফতরে জিজ্ঞাসাবাদ চলছে হস্টেল সুপারের। তলব করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির দুই প্রতিনিধিকেও।
'আবার করে দেখাব, কিছু করলে উত্তর পাবে, আমরা এজেন্সির ভয়ে মাথা নত করি না। সিপিএম কত চক্রান্ত করেছে, সারদাকে এনেছে, কিছু হয়েছে, সমঝোতা হয়ে আছে'
সিপিএমের সঙ্গে বিজেপির আন্ডারস্ট্যান্ডিংয়ের অভিযোগে আক্রমণে মুখ্যমন্ত্রী।
'ইমাম, মোয়াজ্জেম, পুরোহিতদের ভাতা ৫০০ টাকা করে বাড়ল', ঘোষণা মুখ্যমন্ত্রীর।
'ফুরফুরা শরিফকে আমরা সম্মান করি, আশাকরি তাঁরা রাজনীতির মধ্যে প্রবেশ করবেন না', ইমামদের সম্মেলনে বললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত শীতলকুচি কলেজ। টিএমসিপির ২ গোষ্ঠীর সংঘর্ষ, ঝরল রক্ত। টিএমসিপি জেলা সভাপতিকে গো-ব্যাক স্লোগান। টাকার বিনিময়ে কলেজে ইউনিট খুলছেন টিএমসিপি জেলা সভাপতি, অভিযোগ তুলে বিক্ষোভ টিএমসিপির অপর গোষ্ঠীর। অভিযোগ অস্বীকার তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতির।
লিপস অ্যান্ড বাউন্ডসের জোড়া অফিসে ইডির হানা। লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও ছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র, দাবি ইডির। লি রোডে সুজয়কৃষ্ণ ভদ্রর নামে কেনা মেয়ে-জামাইয়ের ফ্ল্যাটেও ইডির হানা। 'কালীঘাটের কাকু'-র জামাইয়ের লি রোডের ফ্ল্যাটে তল্লাশিতে ইডি। নিউ আলিপুর, জোকা, ঠাকুরপুকুরে সুজয়কৃষ্ণর তিনটি ঠিকানায় তল্লাশি ইডি-র দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের সাঁজুয়ায় আবাসনে লিপস অ্যান্ড বাউন্ডসেও ইডির তল্লাশি। এখানে লিপস অ্যান্ড বাউন্ডসের নামে জল তৈরির কারখানা আছে বলে ইডি-র চার্জশিটে উল্লেখ। সুজয়কৃষ্ণর সংস্থা থেকে লিপস অ্যান্ড বাউন্ডসে ঢুকেছে ৯৫ লক্ষ টাকা, দাবি ইডি-র।
চা বাগান দখলকে কেন্দ্র করে সংঘর্ষে চলল ছররা গুলি, আহত ১৩। চা বাগানের মালিকপক্ষ ও আদিবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তুলকালাম। উত্তর দিনাজপুরের চোপড়ার পেয়ারেলাল চা-বাগানের ঘটনা। সংঘর্ষের জেরে ছররা গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে আহত ১৩। আহতদের মধ্যে ৪জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চোপড়া থানার পুলিশ। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশবাহিনী।
ছাত্র মৃত্যুর তদন্তে বৈঠকে বসল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি। কমিটির তরফে ডেকে পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে। ঘটনার খবর পেয়েও ছুটি বাতিল করে কেন আসেননি? রেজিস্ট্রারের কাছে জানতে চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি
যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃতদের জেরা করে উঠে এল ১১ জনের নাম। ওইদিন তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে পুলিশকে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ধৃত জয়দীপ ঘোষ। খবর পুলিশ সূত্রে। তাদের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া শুরু হয়েছে। তাদেরও বয়ান নিতে চায় পুলিশ। পাশাপাশি আজই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দায়িত্বভার নিলেন নতুন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঠানো দ্বিতীয় রিপোর্টেও সন্তুষ্ট নয় ইউজিসি। খুব দ্রুতই আরও বিস্তারিত ব্যাখ্যা চেয়ে বিশ্ববিদ্যালয়কে চিঠি দেবে ইউজিসি। ফের চাওয়া হবে র্যাগিংকাণ্ডে রিপোর্ট। ছাত্রদের নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ের অবশ্যই ইউজিসি-র নির্দেশিকা মেনে চলতে হবে। প্রতিক্রিয়া ইউজিসি-র চেয়ারম্যান এম জগদীশ কুমারের
পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-সিবিআই তদন্তের বিরুদ্ধে রাজ্যের আবেদন সুপ্রিম কোর্টে খারিজ। কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল। শিক্ষক ও পুর নিয়োগ দুর্নীতি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। রাজ্যের আবেদন খারিজ করে জানালেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। দুই ক্ষেত্রেই অভিযুক্তরা এক, ওএমআর শিটের বিকৃতিও হয়েছে একই জায়গায়, মন্তব্য সুপ্রিম কোর্টের। ১২টি পুরসভায় ১৮০০টি গ্রুপ সি ও ডি পদের নিয়োগে দুর্নীতি হয়েছে, আদালতে দাবি ইডি-র।
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা। মামলায় রাজ্যপালকে পার্টি করতে বলে নোটিস সর্বোচ্চ আদালতের। ফের এই নিয়ে শুনানি ২ সপ্তাহ পর। কোনও প্রতিষ্ঠান প্রধান ছাড়া কাজ চালাতে পারে না, মন্তব্য সুপ্রিম কোর্টের। প্রতিষ্ঠানের স্বার্থে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল কেন সমস্যা মেটাচ্ছেন না? প্রশ্ন সর্বোচ্চ আদালতের
সুজয়কৃষ্ণ ভদ্রর জামাইয়ের ফ্ল্যাটে ইডি। 'কালীঘাটের কাকু'-র জামাইয়ের লি রোডের ফ্ল্যাটে তল্লাশিতে ইডি
পড়ুয়া মৃত্যুর পর অন্তর্বর্তী উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। গণিত বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাউয়ের নামে শিলমোহর দিলেন রাজ্যপাল। রবিবার বিশ্ববিদ্য়ালয়ে এসে তিনি বললেন, গাফিলতি মেনে নিতে হবে। আজ থেকে দায়িত্ব নিচ্ছেন তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা বসানোর ব্যাপারে কিন্তু ধোঁয়াশা বজায় রেখেছেন তিনি।
নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি। দক্ষিণ কলকাতার লি রোডে কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রর মেয়ে-জামাইয়ের ফ্ল্যাট-সহ ৩টি জায়গায় একযোগে হানা। এর আগে সুজয়কৃষ্ণর বিরুদ্ধে চার্জশিটে ২৪ নম্বর লি রোডের এই ফ্ল্যাটের উল্লেখ করে ইডি। নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতেই এই ফ্ল্যাট কেনা হয়েছিল বলে ইডি-র তদন্তকারীদের সন্দেহ। চার্জশিটে ইডি দাবি করে, সুজয়কৃষ্ণর মেয়ে-জামাইয়ের এই ফ্ল্যাটের ডিড ভ্যালু খাতায়-কলমে আড়াই কোটি দেখানো হলেও, আদতে তা ৭-৮ কোটি হতে পারে।
নদিয়ার রানাঘাটে বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। জেলা সভাপতির অপসারণ চেয়ে মিছিল দলের বিক্ষুব্ধ গোষ্ঠীর। বিক্ষুব্ধদের মিছিলে পাল্টা হামলা, লাঠি দিয়ে রাস্তায় ফেলে মারধর। অভিযোগের তির বিজেপি জেলা সভাপতির অনুগামীদের দিকে
আক্রান্ত বিক্ষুব্ধ ৪ বিজেপি নেতা, কর্মী। বিজেপি নীতি-আদর্শহীন, উচ্ছৃঙ্খল দল, তাই রাস্তায় মারামারি, কটাক্ষ তৃণমূলের। তবে পথে নেমে দলের বিরুদ্ধে প্রতিবাদ সমর্থনযোগ্য নয়, প্রতিক্রিয়া বিজেপি নেতৃত্বের।
ট্রেন লাইনে সেলফি তুলতে গিয়ে মৃত এক কিশোর। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে দক্ষিণ পূর্ব রেলওয়ের হাওড়া খড়্গপুর শাখার কুলগাছিয়া ও বাগনান স্টেশনের মাঝে দামোদর নদীর উপর সংযোগকারী মহিষরেখা রেল ব্রিজের উপর। জানা গেছে বানিবনের তিন কিশোর একটি বাইক নিয়ে ঘুরতে গিয়েছিল । রেলব্রিজের মাঝে দাঁড়িয়ে সেল্ফি তোলার সময় ডাউন লাইনে ট্রেন ধাক্কা মারে
মালদার মানিকচকের গোপালপুর ও ভূতনির চরে গঙ্গা গিলে খাচ্ছে কৃষিজমি, বাড়িঘর। ভাঙন-রোধ এবং পুনর্বাসনের দাবিতে এবার পথে নামলেন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা। ইংরেজবাজারের মিল্কি এলাকায় মালদা-মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ
যাদবপুরকাণ্ডে পুলিশের স্ক্যানারে এক পড়ুয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট। কী ঘটেছিল ওই রাতে? তা জানতে হস্টেলের এক আবাসিক ছাত্রের ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। ৯ অগাস্ট রাতে নদিয়ার হতভাগ্য পড়ুয়ার সঙ্গে ঠিক কী হয়েছিল তা নিয়ে ওই ছাত্র হোয়াটসঅ্যাপে চ্যাট করেন। কী কথোপকথন হয়েছিল, তা জানতেই গতকাল রাতে ওই পড়ুয়ার মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ
যাদবপুরকাণ্ডে ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে তলব করল রাজ্য মানবাধিকার কমিশন। আজ সকাল ১১টার পর কমিশনের দফতরে তাঁকে আসতে বলা হয়েছে। সূত্রের খবর, ডিনের কাছে জানতে চাওয়া হবে, ওইদিন রাতে ফোন পেয়ে তিনি কী করেছিলেন। কাকে ফোন করেছিলেন রজত রায় এবং কী ব্যবস্থা নিয়েছিলেন? তদন্তকারীদের নজরে সেদিকে
খড়গপুর শহরের মালঞ্চ এলাকায় বিস্কুটের কারখানায় বিধ্বংসী আগুন। সকাল ৯টা নাগাদ আগুন লাগে। বিস্কুট কারখানার গায়েই পেট্রোল পাম্প থাকায় আতঙ্ক ছড়িয়েছে। কারখানার কর্মীদের বাইরে বের করে আনা হয়। এই মুহূর্তে দমকলের ২টি
ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
ভোটপর্ব মেটার পরেও বারুদের স্তূপে মুর্শিদাবাদ। গতকাল রঘুনাথগঞ্জে পরিত্যক্ত ICDS কেন্দ্রে বোমা বিস্ফোরণের পর, ২৪ ঘণ্টার মধ্যে এবার সামশেরগঞ্জে মাঠ থেকে উদ্ধার তাজা বোমা। আজ সকালে বলবলপাড়া এলাকায় ইটভাটা সংলগ্ন মাঠের মধ্যে পড়েছিল বোমা ভর্তি প্লাস্টিকের ব্যাগ। এভাবে খোলা জায়গায় বোমা পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায়। সামশেরগঞ্জ থানার পুলিশ এসে এলাকা ঘিরে ফেলে। খবর দেওয়া বম্ব ডিসপোজাল স্কোয়াডে। কে বা কারা এভাবে মাঠের মধ্যে বোমা রেখে গেল, খতিয়ে দেখছে পুলিশ।
যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃতদের জেরা করে উঠে এল আরও কিছু নাম। ওইদিন ঘটনাস্থলে উপস্থিত আরও কয়েকজনের কথা জানতে পেরেছে পুলিশ। তাদের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া শুরু হয়েছে। তাদেরও বয়ান নিতে চায় পুলিশ। এর পাশাপাশি, আজ থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দায়িত্বভার নিতে চলেছেন নতুন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। গতকাল ছুটির দিন হওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ে যান তিনি। ঘুরে দেখেন ক্যাম্পাস। পড়ুয়া মৃত্যুর ঘটনায় যে গাফিলতি ছিল, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না, তা গতকালই স্পষ্ট করে দেন নতুন অন্তর্বর্তী উপাচার্য। যদিও সঙ্কটকালীন পরিস্থিতিতে তাঁর নিয়োগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
বাইরে বেরোও দেখি, কত আজাদির কথা বলছ, বুঝে নেব। এই সব সমাজবিরোধীদের মাথা থেঁতো করে দেওয়া উচিত। বিজেপি ক্ষমতায় এলে যাদবপুরে জয় শ্রীরাম স্লোগান, বেলাগাম মন্তব্য দিলীপ ঘোষের।
প্রাথমিকে শুধু নিয়োগ নয়, শিক্ষকদের পোস্টিংয়েও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। মামলা গড়ায় হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে শোনা যায় নতুন শব্দবন্ধ, ডিজাইনড কোরাপশন অর্থাৎ পরিকল্পিত দুর্নীতি। বিচারপতি বলেন, মানিক ভট্টাচার্যের নেতৃত্বে এমন অভিনব দুর্নীতি। এমন ডিজাইনড কোরাপশনে আদালতের কিছু পদক্ষেপ নেওয়া জরুরি।প্রাথমিকে নতুন মামলায় অবিলম্বে সিবিআই ও ইডিকে যুক্ত করার নির্দেশ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতে সিবিআই জানায়, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন না মানিক ভট্টাচার্য। সেইসময় আদালতের বক্তব্য ছিল, যেহেতু এই মামলায় মানিক ভট্টাচার্যের কোনও রক্ষাকবচ নেই তাই সিবিআই প্রয়োজন মনে করলে এই মামলায় তাঁকে হেফাজতে নিতে পারবে। আর্থিক দুর্নীতির তদন্ত করবে ইডি। প্রয়োজনে তাঁকে হেফাজতে নিতে পারবে ইডিও। এই আদালত বিশ্বাস করে মানিক ভট্টাচার্য বা পর্ষদের ঘনিষ্ঠ কিছু প্রার্থীকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য টাকার লেনদেন হয়েছে। এরপরই আদালতের নির্দেশে প্রেসিডেন্সি জেলে গিয়ে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
প্রাথমিক শিক্ষকদের বদলি দুর্নীতি মামলায় এই প্রথম ৫০ জন শিক্ষককে তলব করেছে সিবিআই। অভিযোগ ওঠে, এই শিক্ষকরা টাকার বিনিময়ে পছন্দ মতো জায়গায় পোস্টিং পেয়েছেন। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একে ডিজাইনড কোরাপশন অর্থাৎ পরিকল্পিত দুর্নীতি বলে মন্তব্য করেন। আদালতের নির্দেশে প্রেসিডেন্সি জেলে বন্দি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে এই নিয়ে জেরাও করে সিবিআই। এরপরই আজ ৫০ জন শিক্ষককে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, পোস্টিং দুর্নীতি মামলায় চলতি সপ্তাহে মোট ৪০০ জন শিক্ষককে ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর হাইকোর্টে রিপোর্ট জমা দেবে সিবিআই।
আবার বাঘের আতঙ্ক। রাতের অন্ধকারে জঙ্গলে হলুদ-কালো ডোরাকাটা অবয়ব। কেউ কেউ বলছেন, বাঘের গর্জনও শোনা গেছে। আতঙ্কে রাতভর এলাকা পাহারা দিচ্ছেন নামখানার নাদাভাঙার বাসিন্দারা। যদিও, ওই পায়ের ছাপ বাঘরোল বা মেছো বিড়ালের বলে আশ্বাস দিয়েছে বন দফতর।
আবার বাঘের আতঙ্ক। রাতের অন্ধকারে জঙ্গলে হলুদ-কালো ডোরাকাটা অবয়ব। কেউ কেউ বলছেন, বাঘের গর্জনও শোনা গেছে। আতঙ্কে রাতভর এলাকা পাহারা দিচ্ছেন নামখানার নাদাভাঙার বাসিন্দারা। যদিও, ওই পায়ের ছাপ বাঘরোল বা মেছো বিড়ালের বলে আশ্বাস দিয়েছে বন দফতর।
মন্দিরের গর্ভগৃহের সংস্কারের জন্য় স্থানান্তরিত হল তারাপীঠের তারা মায়ের মূর্তি। তারাপীঠের ভৈরবের মন্দিরে স্থানান্তরিত করা হল আদি মূর্তি সহ তারা মায়ের মূর্তি।
উত্তর ২৪ পরগনার বাগদায় চিকিৎসক স্বামীর হাতেই খুন স্ত্রী। ছুরি দিয়ে কাটা হল ২৭ বছরের তরুণীর গলা। থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন SSKM-এর চিকিৎসক। বাড়ি থেকে উদ্ধার রক্তাক্ত দেহ।
'উচ্চপ্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা অংশগ্রহণ করতে পারবেন না প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়', বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে রায় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের
প্রেক্ষাপট
কলকাতা: কলকাতার (Kolkata) মুরারিপুকুরে উদ্বোধন হল জগন্নাথ দেবের (Jagannath Dev) মূর্তি। কলকাতা পুরসভার ১৪ নম্বর ওযার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তীর উদ্য়োগে তাঁর ওয়ার্ডে উদ্বোধন হল এই মূর্তি। পুরীর (Puri) জগন্নাথ মন্দিরের পুজারি বিজয়কৃষ্ণ সিংহারি মূর্তিটি স্থাপন করেন। অন্য়দিকে, মুচিবাজারে কলকাতা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্য়কিশোর রাউতের উদ্য়োগে পুরুষোত্তম মাস উপলক্ষ্যে জগন্নাথ দেবের মন্দিরে বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়। যজ্ঞ করেন পুরীর জগন্নাথ মন্দিরের পুজারী বিজয়কৃষ্ণ সিংহারি।
রাজ্যের অন্যান্য খবরগুলি দেখে নিন এক নজরে-
'উচ্চপ্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা অংশগ্রহণ করতে পারবেন না প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়', বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে রায় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। ২০২২ সালের প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত নির্দেশ খারিজ করল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হন উচ্চপ্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের একাংশ। উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আজ সেই নির্দেশ খারিজ করে দিল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের।
পড়ুয়া মৃত্যুর ৯ দিনের মাথায় অন্তর্বর্তী উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। গণিত বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাউয়ের নামে শিলমোহর দিলেন রাজ্যপাল। রবিবার বিশ্ববিদ্য়ালয়ে এসে তিনি বললেন, গাফিলতি মেনে নিতে হবে। পড়ুয়া মৃত্যুর দায় গোটা বিশ্ববিদ্য়ালয়ের।
যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্যকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর! আজ অরূপ বিশ্বাস বলেন, বিজেপির লোককে দিয়ে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়কে পরিচালনা করা যাবে না। পাল্টা শমীক ভট্টাচার্যের দাবি, আমরাই জানি না আমাদের লোক। আচমকা বিজ্ঞান বিভাগের ডিনের ইস্তফা ঘিরেও শুরু হয়েছে জল্পনা।
যেদিকে প্ল্যাটফর্ম এবার থেকে শুধুমাত্র সেদিকেই খুলবে গেট। চালকের ভুলেও খুলবে না উল্টো দিকের গেট। যাত্রী সুরক্ষায় নতুন স্বয়ংক্রিয় ব্যবস্থা প্রয়োগ করতে চলেছে মেট্রো। ব্যবহার করা হচ্ছে আরও উন্নত প্রযুক্তি।
দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেম সমাবেশের ডাক দিয়েছে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন। সেই সমাবেশে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম। থাকবেন নাখোদা মসজিদের ইমাম। উপস্থিত থাকবেন সারা রাজ্যের কয়েক হাজার ইমাাম-মোয়াজ্জেম। সমাবেশে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতী, সৌভ্রাতৃত্ব, বিভিন্ন ধর্মের মধ্যে সুসম্পর্ক নিয়ে আলোচনা হবে। এদিন, নাখোদা মসজিদের ইমাম বলেন, বাংলা থেকে জ্যোতি বসু প্রধানমন্ত্রী হননি, এটা বাংলার ক্ষতি, উনি প্রধানমন্ত্রী হলে চেহারা পাল্টে যেত। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে ভাল হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -