West Bengal News LIVE Updates:আজ সুপ্রিম কোর্টে SSC মমলার শুনানি কী হবে এসএসসি-র ২৬ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ?
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলার সব খবরের আপডেট...
মেমারিতে মাদক পাচারকারীর ডেরায় টাকার পাহাড়। ছাগল রাখার ঘরে বাঙ্কারে বান্ডিল বান্ডিল নোট। মাদক কারবারি সঙ্গীতা সাহানির বাড়িতে মেলে প্রায় ৪২ লক্ষ টাকা। গতকাল সকাল থেকে অভিযান চালায় মেমারি থানার পুলিশ। বেসমেন্টে ছাগল রাখার জায়গায় বাঙ্কারের ঢাকনা সরাতেই মেলে নোটের বান্ডিল। উদ্ধার হয় ৪১ লক্ষ ৮৭ হাজার টাকা এবং সাড়ে ৪৭ কেজি গাঁজা। মাদক পাচারকারী সঙ্গীতা সাহানিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে আজ বর্ধমান আদালতে তোলা হবে। মাদক পাচার চক্রে আর কারা জড়িত, কোথা থেকে মাদক আনা হত, কোথায় পাচার করা হত, ধৃতকে জেরা করে জানার চেষ্টা করছে মেমারি থানার পুুলিশ। ছাগল রাখার ঘরে বাঙ্কারের মধ্যে একটি কালো রঙের ব্যাগে রাখা ছিল ৫০০ থেকে ২০ টাকার বান্ডিল।
ফের বিরোধীদের বেলাগাম আক্রমণ করলেন আব্দুর রহিম বক্সী। 'মমতা বন্দ্যোপাধ্য়ায় উন্নয়ন করা সত্ত্বেও বিজেপি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে', সিপিএম-কংগ্রেস বিজেপিকে মদত জোগাচ্ছে, অভিযোগ মালদার তৃণমূল জেলা সভাপতির। উন্নয়ন নিয়ে বিরোধীরা অপপ্রচার করছে, হাত ভেঙে, মাথা গুঁড়িয়ে দিতে হবে বলে হুঁশিয়ারি
৩ বছর পর অবশেষে নতুন বছরের শুরুতেই খুলে যাচ্ছে কালীঘাট স্কাইওয়াক। পুরসভা সূত্রে খবর, জানুয়ারির গোড়াতে শহরের নতুন এই আকাশপথের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
ফের বিরোধীদের বেলাগাম আক্রমণ করলেন আব্দুর রহিম বক্সী। মমতা বন্দ্যোপাধ্য়ায় উন্নয়ন করা সত্ত্বেও বিজেপি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, সিপিএম-কংগ্রেস বিজেপিকে মদত জোগাচ্ছে। উন্নয়ন নিয়ে বিরোধীরা অপপ্রচার করছে বলে দাবি তাদের হাত ভেঙে, মাথা গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন মালদার তৃণমূল জেলা সভাপতি ও মালতিপুরের বিধায়ক। গতকাল কালিয়াচকে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বাম-কংগ্রেস-বিজেপিকে নিশানা করেন আব্দুর রহিম বক্সী।
বার্থ সার্টিফিকেট থেকে মাধ্যমিক-জাল পাসপোর্ট কারবারে আরও গ্রেফতার! ৩ হাজার নথি জাল, সন্দেহ পুলিশের। কাদের হাতে ভুয়ো পাসপোর্ট, বাড়ছে সন্দেহ।
আজ সুপ্রিম কোর্টে SSC মমলার শুনানি। কী হবে এসএসসি-র ২৬ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ? পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে, নাকি শনাক্ত করা হবে বৈধ-অবৈধ চাকরি প্রাপকদের? গত এপ্রিলে ২০১৬-র ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিশেষ বেঞ্চ। নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, SSC এবং মধ্যশিক্ষা পর্ষদ। সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় চাকরিহারাদের একাংশও
আমডাঙা থানার IC রাজকুমার সরকারের বিরুদ্ধে থানায় বিবস্ত্র করে মারধরের অভিযোগ প্রত্যাহার করে নিলেন অভিযোগকারিণী। কোনও প্রভাবশালী ব্যক্তির কথায় ভুল অভিযোগ করেছিলেন বলে দাবি তাঁর।
বাংলাদেশে অশান্তির মধ্যেই এবার বাংলার সীমান্তে উদ্ধার হল পাকিস্তানি মর্টার শেল। কোচবিহারের দিনহাটায় BSF ক্যাম্পের একেবারে মাটির নীচে পোঁতা ছিল। সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল স্কোয়াড মর্টার নিষ্ক্রিয় করে। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। BSF-এর নজরদারি এড়িয়ে কীভাবে মর্টার পোঁতা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে।
প্রেক্ষাপট
আজ সুপ্রিম কোর্টে SSC মমলার শুনানি। কী হবে এসএসসি-র ২৬ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ? পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে, নাকি শনাক্ত করা হবে বৈধ-অবৈধ চাকরি প্রাপকদের? গত এপ্রিলে ২০১৬-র ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিশেষ বেঞ্চ। নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, SSC এবং মধ্যশিক্ষা পর্ষদ। সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় চাকরিহারাদের একাংশও। চলতি বছরের ৭ মে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, ওই ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি আপাতত যাচ্ছে না। যোগ্য়-অযোগ্য আলাদা করা গেলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। SSC-কে যোগ্য-অযোগ্যদের চিহ্নিত করে তালিকা তৈরির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে SSC জানায়, ২০১৬-র নিয়োগে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম ও একাদশ-দ্বাদশে অযোগ্য চাকরি প্রাপকদের সংখ্যা ১ হাজার ২১২
- - - - - - - - - Advertisement - - - - - - - - -