West Bengal News Live: উদ্বেগ বাড়িয়ে রাজ্যে আরও ২ ওমিক্রন আক্রান্তের হদিশ

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন জেলার গুকরুত্বপূর্ণ সব খবরের আপডেট এক ক্লিকেই

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 22 Dec 2021 10:38 PM
West Bengal News Live : দিল্লি গিয়ে অমিত শাহর সঙ্গে দেখা করলেন জগদীপ ধনকড়

কলকাতা পুরভোটের ফল ঘোষণার পরদিনই, দিল্লি গিয়ে অমিত শাহর সঙ্গে দেখা করলেন জগদীপ ধনকড়। কী কারণে সাক্ষাৎ? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে রাজ্যপালকে নিশানা করেছে তৃণমূল।রাজ্যপালের পাশে দাঁড়িয়ে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি।

West Bengal News Live Updates: অগাস্টে একটি খুনের চেষ্টার মামলায় সন্তোষ পাঠককে নোটিস

অগাস্টে একটি খুনের চেষ্টার মামলায় সন্তোষ পাঠককে নোটিস। সন্দেহভাজন হিসেবে নোটিস পাঠাল শিবপুর থানা। ২ দিনের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নির্দেশ। 

West Bengal News Live : রাজ্যে আরও ২ ওমিক্রন আক্রান্তের হদিশ

রাজ্যে আরও ২ ওমিক্রন আক্রান্তের হদিশ। রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৩। একজন ভর্তি ঢাকুরিয়ার আমরিতে, অন্যজন ভর্তি ফর্টিসে। ১ জন এসেছিলেন লন্ডন থেকে, অন্যজন এসেছেন নাইজেরিয়া থেকে। লন্ডন ফেরত তরুণ আলিপুরের বাসিন্দা, ভর্তি আমরিতে। 

West Bengal News Live Updates: জোর করে চাঁদা নেওয়ার প্রতিবাদ করায়, এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল মিনাখাঁয়

জোর করে চাঁদা নেওয়ার প্রতিবাদ করায়, এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল মিনাখাঁয়। গ্রেফতার হয়েছেন মূল অভিযুক্ত সহ তিনজন। মেলার অনুমতি দেওয়া হয়নি বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।

West Bengal News Live :বিজেপি বিধায়কের উন্নয়ন তহবিল থেকে দেওয়া প্রায় ১০ লক্ষ টাকা ফিরিয়ে দিল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত

বিজেপি বিধায়কের উন্নয়ন তহবিল থেকে দেওয়া প্রায় ১০ লক্ষ টাকা ফিরিয়ে দিল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত! সমালোচনায় সরব বিজেপি বিধায়ক। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রী উন্নয়নের জন্য যা দিচ্ছেন তা যথেষ্ট। 

West Bengal News Live Updates: জেলা তৃণমূল নেতৃত্বের নির্দেশ অগ্রাহ্য করে প্রধানের বিপক্ষে ভোট দিতে হুইপ জারি করলেন ব্লক সভাপতি

জেলা তৃণমূল নেতৃত্বের নির্দেশ অগ্রাহ্য করে প্রধানের বিপক্ষে ভোট দিতে হুইপ জারি করলেন ব্লক সভাপতি। সেই হুইপের জেরে অপসারিত হলেন তৃণমূল পরিচালিত মালদার মতিহারপুর পঞ্চায়েতের প্রধান। এনিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।

West Bengal News Live : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টাকা নিয়ে ভর্তির চেষ্টার অভিযোগ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টাকা নিয়ে ভর্তির চেষ্টার অভিযোগ, গ্রেফতার ২। ধৃতদেরকে জেরায় উঠে এল ২ জন যাদবপুরের পড়ুয়ার নাম 

West Bengal News Live Updates: নতুন বছরের শুরুতেই গঙ্গাসাগর মেলা, আজ মেলার প্রস্তুতি ঘুরে দেখেন রাজ্যের ২ মন্ত্রী

নতুন বছরের শুরুতেই গঙ্গাসাগর মেলা। আজ মেলার প্রস্তুতি ঘুরে দেখেন রাজ্যের ২ মন্ত্রী। প্রশাসন সূত্রে খবর, আগামী ২৯ ও ৩০ তারিখ গঙ্গাসাগরে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। করবেন প্রশাসনিক বৈঠক।

West Bengal News Live :বাঁকুড়া পুরসভার ভোটের জন্য প্রার্থী খুঁজতে জেলা কার্যালয়ে ড্রপ বক্স বসাল বিজেপি

বাঁকুড়া পুরসভার ভোটের জন্য প্রার্থী খুঁজতে জেলা কার্যালয়ে ড্রপ বক্স বসাল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, প্রার্থী হতে চান অনেকেই। সবাইকে সুযোগ দিতে এমন সিদ্ধান্ত। যা নিয়ে তৃণমূলের কটাক্ষ, প্রার্থী না পেয়ে ড্রপ বক্সের আশ্রয় নিয়েছে বিজেপি।

West Bengal News Live Updates:মাতৃগর্ভে শিশু মৃত্যুর অভিযোগ উঠল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল

চিকিৎসার গাফিলতিতে মাতৃগর্ভে শিশু মৃত্যুর অভিযোগ উঠল আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে প্রসূতির পরিবার। অভিযুক্ত চিকৎসক কোনও মন্তব্য করতে চাননি। তদন্ত করে উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন সুপার।

West Bengal News Live : কার ‘গাফিলতি’তে হলদিয়ায় আইওসি-র প্লান্টে অগ্নিকাণ্ড? গ্যাসের পাইপলাইনে লিক ছিল, পুলিশ সূত্রে খবর

কার ‘গাফিলতি’তে হলদিয়ায় আইওসি-র প্লান্টে অগ্নিকাণ্ড? গ্যাসের পাইপলাইনে লিক ছিল, পুলিশ সূত্রে খবর

West Bengal News Live Updates:পুরভোটের ফল ঘোষণার পর এলাকা সাফাইয়ে নামলেন তৃণমূলের জয়ী প্রার্থী অতীন ঘোষ

পুরভোটের ফল ঘোষণার পর এলাকা সাফাইয়ে নামলেন তৃণমূলের জয়ী প্রার্থী অতীন ঘোষ।  তিনি ১১ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে জয়ী হয়েছেন। আজ সকালে ওই ওয়ার্ডেরই ফড়িয়াপুকুর মোহনবাগান লেনে দলীয় কর্মীদের নিয়ে তৃণমূলের পতাকা, ফেস্টুন, ব্যানার সরিয়ে দেন তিনি। 

West Bengal News Live : কালিয়াচকে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকের মৃত্যু

কালিয়াচকে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকের মৃত্যু। অনুপ্রবেশ ঠেকাতে গুলি, দাবি বিএসএফের। কাজের পরিসর বৃদ্ধির সিদ্ধান্ত সঠিক, দাবি সুকান্তর। নিরাপত্তা দিতে ব্যর্থ, আক্রমণ তৃণমূলের। 

West Bengal News Live Updates:রাজীব বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার

রাজীব বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার। সরকারি আধিকারিককে উদ্ধৃত করে দাবি সংবাদসংস্থা এএনআইয়ের। 

West Bengal News Live : গোয়ায় তৃণমূলের তত্পরতা নিয়ে কটাক্ষ অরবিন্দ কেজরীওয়ালের

গোয়ায় তৃণমূলের তত্পরতা নিয়ে কটাক্ষ অরবিন্দ কেজরীওয়ালের।  ‘এখানে তৃণমূলের এক শতাংশও ভোট শেয়ার নেই। মাত্র তিনমাস আগে তারা গোয়ায় এসেছে। গণতন্ত্রে এভাবে কাজ হয় না। ’ দাবি আপ নেতার।

West Bengal News Live Updates: ২৫ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর বিশেষ নিরাপত্তার ব্যবস্থা মেট্রো রেল কর্তৃপক্ষের

২৫ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর বিশেষ নিরাপত্তার ব্যবস্থা মেট্রো রেল কর্তৃপক্ষের । তিনটি মেট্রো স্টেশনে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা। এসপ্ল্যানেড, ময়দান ও পার্ক স্ট্রিট স্টেশনে স্পেশাল টিম ও মহিলা আরপিএফ। 

West Bengal News Live : বিজেপির রাজ্য কমিটিতে রদবদল

বিজেপির রাজ্য কমিটিতে রদবদল। মহিলা মোর্চার সভানেত্রী পদে অগ্নিমিত্রার বদলে তনুজা চক্রবর্তী। যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁর পরিবর্তে ইন্দ্রনীল খাঁ। রাজ্য বিজেপির সহ সভাপতি হলেন জগন্নাথ সরকার। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক হলেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল। রাজ্য বিজেপির সহ সভাপতি হলেন সৌমিত্র খাঁ। সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হল সায়ন্তন বসুকে। 

West Bengal News Live Updates: অগ্নিকাণ্ডের তদন্তে হলদিয়ায় আইওসি-র উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

অগ্নিকাণ্ডের তদন্তে হলদিয়ায় আইওসি-র উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। দিল্লি থেকে হলদিয়ায় আইওসি-র উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। আলাদা করে কারণ অনুসন্ধানে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। রয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার, ফরেন্সিক আধিকারিকরা। সেচমন্ত্রীর পর হলদিয়ার আইওসি প্লান্টে মৎস্যমন্ত্রী। হলদিয়ায় আইওসি-র প্লান্টে অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু। হাসপাতালে ভর্তি ৩৮ জনের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক । 

West Bengal News Live :ওমিক্রন মোকাবিলায় কড়া পদক্ষেপ প্রয়োজন, রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট ডেল্টার থেকে তিনগুণ বেশি সংক্রামক। এর জন্য ওমিক্রন মোকাবিলায় কড়া পদক্ষেপ প্রয়োজন। রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। পাশাপাশি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরামর্শ, পরিস্থিতি মোকাবিলায় জেলা ও স্থানীয়স্তরে কনটেনমেন্ট জোন করা যেতে পারে। প্রশাসন সূত্রে খবর, সব রাজ্যের স্বাস্থ্য সচিবকে চিঠি পাঠিয়ে এই সতর্কবার্তার কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ। 

West Bengal News Live Updates: শীতের ঝোড়ো ইনিংসে বাধা এবার পশ্চিমী ঝঞ্ঝা

শীতের ঝোড়ো ইনিংসে বাধা এবার পশ্চিমী ঝঞ্ঝা। আজ সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। ২৫ ডিসেম্বর কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের উপরে উঠতে পারে। 

West Bengal News Live : কয়লাকাণ্ডে ধৃত বিকাশ মিশ্রর স্বাস্থ্য নিয়ে সিবিআইকে রিপোর্ট দিল এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ

কয়লাকাণ্ডে ধৃত বিকাশ মিশ্রর স্বাস্থ্য নিয়ে সিবিআইকে রিপোর্ট দিল এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ওই রিপোর্টে জানানো হয়েছে, বিকাশের লিভারে সমস্যা রয়েছে।  তার চিকিত্‍সা চলছে। সিবিআই বিকাশকে হেফাজতে পেলেও হাতে পায়নি। অসুস্থতার কারণে বিকাশ ভর্তি এসএসকেএম হাসপাতালে। বিকাশের কী ধরনের অসুস্থতা, তাঁর কী চিকিত্‍সা চলছে তা জানতে চেয়ে আসানসোল জেল কর্তৃপক্ষ, আসানসোল জেলা হাসপাতাল, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও এসএসকেএম কর্তৃপক্ষকে কয়েকদিন আগে চিঠি দেয় সিবিআই। 

West Bengal News Live Updates: কর্মসংস্থান তৈরি করতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার, ট্যুইট মুখ্যমন্ত্রীর

"কর্মসংস্থান তৈরি করতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার। বাংলায় তথ্যপ্রযুক্তি শিল্প নতুন উচ্চতায় পৌঁছেছে। কলকাতায় ৫০ হাজার চাকরি দিয়েছে টিসিএস। ২০১১ সালে এই সংখ্যাটা ছিল ১৫ হাজার। এক্ষেত্রে কর্মসংস্থান প্রায় তিন গুণ বেড়েছে।'' ট্যুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

West Bengal News Live : দুর্গাপুরে বামেদের পুর-অভিযান ঘিরে ধুন্ধুমার

দুর্গাপুরে বামেদের পুর-অভিযান ঘিরে ধুন্ধুমার । পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাম কর্মী-সমর্থকদের। পুলিশের ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা বামেদের। বেহাল পরিষেবার অভিযোগে বামেদের পুর-অভিযান। 

West Bengal News Live Updates: নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী

পুরভোটের দিন রাস্তায় ফেলে মারধরের ঘটনার পর নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস প্রার্থী। ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রবি সাহার অভিযোগ, পুরভোটের দিন তাঁকে রাস্তায় ফেলে মারধর করা হয়। ভোটের আগে থেকে তাঁকে ও পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলেও কংগ্রেস প্রার্থীর অভিযোগ। এই পরিস্থিতিতে নিরাপত্তা চেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন।  মামলা গৃহীত হয়েছে। আগামীকাল শুনানির সম্ভাবনা। 

West Bengal News Live : আইওসিতে অগ্নিকাণ্ডের পর এলাকায় শ্রমিক বিক্ষোভ

আইওসিতে (IOC) অগ্নিকাণ্ডের পর এলাকায় শ্রমিক বিক্ষোভ। আইওসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক মন্ত্রী সৌমেন মহাপাত্রের (Soumen Mohapatra)। ঘটনাস্থলও পরিদর্শন করেন তিনি। আইওসির মধ্যে কোনও বার্ন ইউনিট (Burn Unit) ছিল না। দুর্ঘটনায় আইওসির গাফিলতি ছিল, দাবি সৌমেন মহাপাত্রের। আইওসি কর্তৃপক্ষ ও ঠিকাদার সংস্থার কাছে আর্থিক সাহায্য দাবি সৌমেন মহাপাত্রের। আইওসি আর্থিক সাহায্য দিতে রাজি হয়েছে, দাবি সৌমেন মহাপাত্রের। উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি দিল্লি (Delhi) থেকে আইওসি প্লান্টে পৌঁছেছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিক দলের। 

West Bengal News Live Updates:  কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা, পদযাত্রায় পুজো কমিটির উদ্যোক্তারা

 কলকাতার দুর্গাপুজোকে (Durga Puja of Kolkata) হেরিটেজ তকমা (Unesco Intangible Heritage list) দিয়েছে ইউনেস্কো (UNESCO)। সেই স্বীকৃতিকে উদযাপন করতে বুধবার পদযাত্রা করলেন কলকাতার বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তারা (Durga Puja Organizers of Kolkata)। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে শুরু হয়ে ডোরিনা ক্রসিং পর্যন্ত যায় যে পদযাত্রা। ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন রঙিন পোস্টার থেকে বেলুন, হাজির ছিল সবই। পুজোর আনন্দের সঙ্গে সাযুজ্য রেখে ঢাক-ঢোল বাজিয়ে বর্ণময় এই পদযাত্রা এগিয়ে যায়। শীতের দুপুরের তিলোত্তমার রাস্তাতেও যেন হালকা হেমন্তের ছোঁয়ায় গা ভাসান সকলে।

West Bengal News Live Updates : কয়লাকাণ্ডে ধৃত বিকাশ মিশ্রর লিভারে সমস্যা রয়েছে

কয়লাকাণ্ডে ধৃত বিকাশ মিশ্রর স্বাস্থ্য নিয়ে সিবিআইকে রিপোর্ট দিল এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ওই রিপোর্টে জানানো হয়েছে, বিকাশের লিভারে সমস্যা রয়েছে।  তার চিকিত্‍সা চলছে। সিবিআই বিকাশকে হেফাজতে পেলেও হাতে পায়নি। অসুস্থতার কারণে বিকাশ ভর্তি এসএসকেএম হাসপাতালে। বিকাশের কী ধরনের অসুস্থতা, তাঁর কী চিকিত্‍সা চলছে তা জানতে চেয়ে আসানসোল জেল কর্তৃপক্ষ, আসানসোল জেলা হাসপাতাল, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও এসএসকেএম কর্তৃপক্ষকে কয়েকদিন আগে চিঠি দেয় সিবিআই।  

West Bengal News Live updates : আইওসিতে অগ্নিকাণ্ডের তদন্তে আজ ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক দল

আইওসিতে অগ্নিকাণ্ডের তদন্তে আজ ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক দল
‘আইওসিতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত করবে পুলিশও’ 
জানালেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক
‘মক ড্রিল যেখানে হচ্ছিল, তার ৩০০ মিটার দূরে আগুন লাগে’
‘গতকাল দুপুর ২.৩০ নাগাদ মক ড্রিল শেষ হয়’
‘অগ্নিকাণ্ডের নেপথ্যে গাফিলতি আছে কিনা, তদন্ত হবে’
অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু হয়েছে, চিকিৎসাধীন ৩৬ জন

West Bengal News Live Updates: হাওড়ায় সন্তান নিখোঁদ বধূদের খোঁজ মিলল, আটক আসানসোল থেকে

দুই জায়ের শিশু সন্তানকে নিয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় নাটকীয় মোড়। আজ সকালে আসানসোল স্টেশন থেকে দুই জা, শিশু, ও ২ রাজমিস্ত্রিকে আটক করল পুলিশ।  গত ১৫ ডিসেম্বর হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার বাসিন্দা দুই জা নিখোঁজ হন। একজনের সঙ্গে ছিল তাঁর ৭ বছরের সন্তানও। 
পুলিশ সূত্রে খবর, বাড়িতে একসময় কাজ করতে আসা ২ জন রাজমিস্ত্রির সঙ্গে ২ জায়ের সম্পর্ক হয়।  সেই কারণেই তাঁরা বাড়ি ছেড়ে মুম্বই চলে যান। পুলিশ সূত্রে দাবি, সূত্র মারফত খবর মেলে, টাকা ফুরিয়ে আসায় তাঁরা রাজ্যে ফিরছেন। আসানসোল স্টেশনে নিশ্চিন্দা থানার পুলিশ ও জিআরপি ফাঁদ পাতে।  ট্রেন থেকে নামা মাত্র তাঁদের আটক করে পুলিশ। 
ঘটনায় যেহেতু নিশ্চিন্দা থানায় মিসিং ডায়রি ও অপহরণের অভিযোগ দায়ের হয়েছে, তাই দুই জা ও দুই রাজমিস্ত্রিকে নিশ্চিন্দা থানায় আজই নিয়ে আসা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। 

West Bengal News Live Updates : মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে আদালতে গেলেন কংগ্রেস প্রার্থী

পুরভোটের দিন রাস্তায় ফেলে কংগ্রেস প্রার্থীকে মারধরের অভিযোগ
আদালতের দ্বারস্থ ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রবি সাহা
নিরাপত্তা চেয়ে আদালতে গেলেন কংগ্রেস প্রার্থী
মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি রাজশেখর মান্থা
আগামীকাল এই মামলায় শুনানির সম্ভাবনা

West Bengal News Live Updates : বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর আজ শুরু হল শাট ডাউনের কাজ

হলদিয়ায় ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের রিফাইনারি প্লান্টে গতকাল বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর আজ শুরু হল শাট ডাউনের কাজ।  শ্রমিকরা কারখানার ভিতরে গিয়ে শাট ডাউনের কাজ শুরু করেছেন। গতকাল ওই রিফাইনারি প্লান্টে অগ্নিকাণ্ডে মৃত্যু হয় ৩ জন শ্রমিকের।  আহত বেশ কয়েকজন শ্রমিককে গ্রিন করিডর করে আনা হয়েছে কলকাতায়। 

West Bengal News Live Updates : রবিবারউত্তর কুসুমের যুব তৃণমূল নেতাকে গুলি করা হয়

রবিবার রাতে উত্তর কুসুমের যুব তৃণমূল নেতা সুজাউদ্দিন গাজিকে গুলি করা হয়। আহত অবস্থায় তিনি ভর্তি হাসপাতালে।   
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো আক্রোশের কারণেই হামলা হয়।  ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র আইন সহ একাধিক ধারায় রুজু হয়েছে মামলা।

West Bengal News Updates : যুব তৃণমূল নেতাকে গুলি করার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করল পুলিশ

দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে যুব তৃণমূল নেতাকে গুলি করার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে মূল অভিযুক্ত লালচাঁদ ও তাঁর দুই ছেলে কবিরুল ও সাবিরুলও আছেন।  পুলিশ সূত্রে খবর, বারুইপুর, সুন্দরবন ও উস্তি এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে

West Bengal Live Updates : পুরভোটে এক ব্যক্তি ইভিএম-এ বারবার বাটন টিপছেন, Viral Video

পুরভোটের দিন বড়তলা থানা এলাকার একটি বুথে এক ব্যক্তিকে ইভিএম-এ বারবার বাটন টিপতে দেখা যায়। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয় যার সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি। এ নিয়ে বড়তলা থানায় দায়ের হয় অভিযোগ।  গৌরব দাস নামে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে দাবি, জেরায় ধৃত নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন, তিনি তৃণমূল প্রার্থীর এজেন্টের রিলিভার ছিলেন।  তিনি মক পোল করছিলেন। পুলিশ সূত্রে খবর, ধৃত যে দাবি করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। 

West Bengal News Live: সিটি ভ্যালু তিরিশের নীচে হলেই জিনোম সিকোয়েন্সিং

কলকাতাতেও কী ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ? কলকাতা পুর এলাকায় করোনা আক্রান্ত হলেই নজরদারি। সিটি ভ্যালু তিরিশের নীচে হলেই জিনোম সিকোয়েন্সিং। ট্রপিক্যাল মেডিসিন নমুনা সংগ্রহ করে পাঠাবে কল্যাণী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরামর্শে স্বাস্থ্য দফতরের নির্দেশ।

West Bengal News Live Updates : আজ কলকাতার তাপমাত্রা সামান্য বাড়ল

রাজ্যে শীতের দাপট থাকলেও আজ কলকাতার তাপমাত্রা সামান্য বাড়ল।  আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।  বড়দিনেও তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।  

West Bengal News Live Updates : হলদিয়ায় আইওসির রিফাইনারি প্ল্যান্টে বিধ্বংসী আগুন

হলদিয়ায় আইওসির রিফাইনারি প্ল্যান্টে বিধ্বংসী আগুন। ঝলসে ৩জনের মৃত্যু।অগ্নিদগ্ধ ৪৪। গ্রিন করিডর করে ২৮ জনকে আনা হল কলকাতায়। রক্ষণাবেক্ষণের কাজ চলার সময় দুর্ঘটনা। অগ্নিকাণ্ডের বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, বলে জানিয়েছে আইওসি। 

West Bengal News Live Updates : অ্যাম্বুল্যান্সে অক্সিজেনের অভাবে কোভিড রোগীর মৃত্যুর অভিযোগ

অ্যাম্বুল্যান্সে অক্সিজেনের অভাবে কোভিড রোগীর মৃত্যুর অভিযোগ উঠল জলপাইগুড়িতে। বিশ্ববাংলা কোভিড হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার সময় মৃত্যু। যদিও অক্সিজেনের অভাবে মৃত্যু কথা অস্বীকার করে বিশ্ববাংলা কোভিড হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের দাবি, রোগীর শারীরিক পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক ছিল।

প্রেক্ষাপট

বিধানসভা নির্বাচনের পর কলকাতা পুরভোটেও (Kolkata Municipal Election) নিজেকেই ছাপিয়ে গিয়েছে তৃণমূল। এর আগে, ২০১৫ সালের পুরভোটে ১১৪টি ওয়ার্ডে বিজয়ী হয়েছিল তারা। এ বার একধাক্কায় তা বেড়ে ১৩৪ হয়ে গিয়েছে। মাত্র ১০টি আসন যা-ও বা হাতছাড়া হয়েছে, দলের কোনও হেভিওয়েট নেতাই পরাজিত হননি। একই সঙ্গে বিজেপি-কেও ৭ থেকে ৩-এ নামিয়ে আনতে পেরেছে তারা।


এ বারের যে ১০টি ওয়ার্ডে তৃণমূল (TMC) জেতেনি, তার ৩টি গিয়েছে বিজেপি-র (BJP) দখলে। ২টি করে ওয়ার্ডের দখল পেয়েছে বাম এবং কংগ্রেস। নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন ৩টি আসনে। তাঁদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যেই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। অর্থাৎ বৃহস্পতিবার পুরবোর্ড নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময়, তৃণমূলের দখলে থাকা ওয়ার্ড সংখ্যা আরও বাড়তে পারে।


২০১১ সালে ক্ষমতায় আসার পর এ যাবৎ যত ভোট হয়েছে তৃণমূলের আমলে, সবেতেই শাসকদলের বিরুদ্ধে হিংসায় মদত জোগানোর অভিযোগ উঠেছে। এর মধ্যে ২০১৮-র পঞ্চায়েত নির্বাচন সবচেয়ে উল্লেখযোগ্য। তৃণমূলের আমলে নির্বাচনী হিংসার (Poll Violence) উদাহরণ দিতে গিয়ে তাই বারংবার ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ টেনে আনেন বিরোধী শিবিরের নেতারা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.