IPL Auction 2025 LIVE: নিলামের দ্বিতীয় দিন চমক দেবে কোন দল? কে পাবেন আকাশছোঁয়া দাম? লাইভ আপডেট

IPL Auction 2025 LIVE Updates: রবিবার, ২৪ নভেম্বর, প্রথম দিন ঘর অনেকটাই গুছিয়ে নিয়েছে দশ দল। হয়েছে রেকর্ডও। অতীতের সব নজির ভেঙে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার হিসাবে উঠে এসেছেন ঋষভ পন্থ।

ABP Ananda Last Updated: 25 Nov 2024 11:09 PM
IPL Mega Auction Live: অর্জুন তেন্ডুলকরকে কিনল মুম্বই

৩০ লক্ষ টাকায় অর্জুন তেন্ডুলকরকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স।

IPL Mega Auction Live: শেষ মুহূর্তে ক্রিকেটার কেনার ঢল

৩০ লক্ষ টাকায় ত্রিপুরানা বিজয়কে নিল দিল্লি। অজয় মণ্ডল, মনবন্ত কুমার, মাধব তিওয়ারিকেও নিল দিল্লি ক্যাপিটালস। বিভান জেকবসকে নিল মুম্বই ইন্ডিয়ান্স। করিম জানাতকে নিল গুজরাত। প্রবীণ দুবেকে নিল পাঞ্জাব। কোয়ানা মাফাকাকে নিল রাজস্থান।

IPL Auction Live: উমরন মালিককে কিনল কেকেআর

৭৫ লক্ষ টাকায় উমরন মালিককে কিনল কেকেআর। ৩০ লক্ষ টাকায় আর্শিন কুলকার্নিকে কিনল লখনউ।

IPL Live: অবিক্রিত অর্জুন তেন্ডুলকর

৪০ লক্ষ টাকায় অনুকূল রায়কে কিনল কেকেআর। অবিক্রিত অর্জুন তেন্ডুলকর। ২ কোটি টাকায় মঈন আলিকে কিনল কেকেআর।

IPL Auction Live Updates: দেড় কোটি টাকায় রাহানেকে নিল কেকেআর

দেবদত্ত পাড়িক্কলকে ২ কোটি টাকায় নিল আরসিবি। ফের অবিক্রিত ডেভিড ওয়ার্নার। ৩০ লক্ষ টাকায় লুভনিথ সিসোদিয়াকে দলে নিল কেকেআর। দেড় কোটি টাকায় রাহানেকে নিল কেকেআর।

IPL Auction Live: কেকেআরের হাতে এখনও বাকি ৫ কোটি টাকা

কেকেআরের হাতে এখনও বাকি ৫ কোটি টাকা। এখনও সর্বোচ্চ ৯ জন ক্রিকেটারকে নিতে পারবে নাইট শিবির।

IPL Mega Auction Live: এসহান মালিঙ্গাকে ১.২০ কোটি টাকায় নিল সানরাইজার্স হায়দরাবাদ

এসহান মালিঙ্গাকে ১.২০ কোটি টাকায় নিল সানরাইজার্স হায়দরাবাদ। 

IPL 2025 Live: বৈভব সূর্যবংশীকে নিল রাজস্থান রয়্যালস

বয়স মাত্র ১৩ বছর। বৈভব সূর্যবংশীর নিলামে ন্যূনতম দাম ছিল ৩০ লক্ষ টাকা। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই করে ১ কোটি ১০ লক্ষ টাকায় নিল রাজস্থান রয়্যালস।

IPL Auction Live Updates: কামিন্দু মেন্ডিস, অনিকেত বর্মাকে নিল হায়দরাবাদ

কামিন্দু মেন্ডিস, অনিকেত বর্মাকে নিল হায়দরাবাদ। দুষ্মন্ত চামিরাকে নিল দিল্লি। জেমি ওভার্টন, নাথান এলিসকে নিল চেন্নাই। প্রিন্স যাদব, শামার জোসেফকে নিল লখনউ। রাজ বাওয়াকে নিল মুম্বই। জেভিয়ার বার্টলেট, মুশির খানকে নিল পাঞ্জাব।

IPL Auction Live: অবিক্রিত সরফরাজ খান

রিস টপলিকে নিল মুম্বই। অ্যারন হার্ডি, কুলদীপ সেনকে নিল পাঞ্জাব। প্রিয়াংশ আরিয়াকেও ৩ কোটি ৮০ লক্ষ টাকায় নিল তারা। জেকব বেথেল, মনোজ ভান্ডাগেকে নিল আরসিবি। বিপ্রজ নিগমকে নিল দিল্লি। কে এল শ্রীজিতকে নিল মুম্বই। ব্রাইডন কার্সকে নিল হায়দরাবাদ। অবিক্রিত সরফরাজ খান।

IPL Mega Auction Live: গুরজপনীত সিংহকে ২ কোটি ২০ লক্ষ টাকায় কিনল চেন্নাই

গুরজপনীত সিংহকে ২ কোটি ২০ লক্ষ টাকায় কিনল চেন্নাই। অবিক্রিত স্টিভ স্মিথ। মিচেল স্যান্টনারকে ২ কোটি টাকায় নিল মুম্বই ইন্ডিয়ান্স। সিকন্দর রাজা অবিক্রিত। ফজলহক ফারুকিকে ২ কোটি টাকায় নিল রাজস্থান।

IPL 2025 Live: অবিক্রিত উমেশ যাদব

অবিক্রিত উমেশ যাদব, বাংলাদেশের রিশাদ হোসেন, আন্দ্রে সিদ্ধার্থ, রাজ হাঙ্গরগেকর, ঋষি ধবন, আর্শিন কুলকার্নি। ৩০ লক্ষ টাকায় হরনুর সিংহকে নিল পাঞ্জাব। ৩৫ লক্ষ টাকায় যুধবীর সিংহকে নিল রাজস্থান।

IPL Auction Live Updates: ৭৫ লক্ষ টাকায় ইশান্ত শর্মাকে নিল গুজরাত

বেস প্রাইস ৭৫ লক্ষ টাকায় ইশান্ত শর্মাকে নিল গুজরাত টাইটান্স। ১.৬ কোটি টাকায় নুয়ান থুসারাকে নিল আরসিবি। অবিক্রিত নবীন উল হক। ১ কোটি টাকায় জয়দেব উনাদকটকে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

IPL Auction Live: স্পেনসার জনসনকে কিনল কেকেআর

২ কোটি ৮০ লক্ষ টাকায় স্পেনসার জনসনকে কিনল কেকেআর। সাই কিশোরকে ২ কোটি টাকায় নিল গুজরাত। দেড় কোটি টাকায় রোমারিও শেফার্ডকে নিল আরসিবি। অবিক্রিত জশ ফিলিপ, উমরন মালিক, মুস্তাফিজুর রহমান।

IPL Mega Auction Live: অবিক্রিত মঈন আলি

অবিক্রিত মঈন আলি। ৩ কোটি টাকায় টিম ডেভিডকে দলে নিল আরসিবি। দীপক হুডাকে ১.৭০ কোটি দামে নিল সিএসকে। ৫.২৫ কোটি টাকায় উইল জ্যাকসকে নিল মুম্বই। ২.৪ কোটি টাকায় আজমাতুল্লাহ ওমরজাইকে নিল পাঞ্জাব।

IPL Auction Live Updates: শাহবাজকে ২.৪০ কোটি টাকা মূল্যে দলে নিল লখনউ সুপারজায়ান্ট

শেফরান রাদারফোর্ডকে ২.৬০ কোটি মূল্যে দলে নিল গুজরাত টাইটান্স ও শাহবাজ আহমেদকে ২.৪০ কোটি টাকা মূল্যে দলে নিল লখনউ সুপারজায়ান্ট।

IPL Auction Live Updates: কেকআরে মণীশ পাণ্ডে

মাত্র ৭৫ লক্ষ টাকা মূল্যেই কলকাতা নাইট রাইডার্স তাঁদের দলে নিয়ে নিল দীর্ঘদিনের সদস্য মণীশ পাণ্ডেকে। 

IPL Auction Live Updates: সিএসকেতে যোগ দিলেন মুকেশ

৩০ লক্ষ টাকায় চেন্নাই সুপার কিংস দলে নিল মুকেশ চৌধুরী। 

IPL Auction Live Updates: গুজরাতে আর্শাদ, স্বপ্নিল আরসিবিতে

১.৩০ কোটি টাকা মূল্যে গুজরাত টাইটান্সে খেলেন আর্শাদ খান, স্বপ্নিল সিংহকে ৫০ লক্ষ টাকায় দলে নিল আরসিবি।

IPL Auction Live Updates: ৩ কোটি ৪০ লক্ষ টাকায় চেন্নাইয়ে অংশুল

৮০ লক্ষ টাকায় শুভম দুবেকে দলে নিল রাজস্থান রয়্যালস। সৈয়ক রাশিদকে ৩০ লক্ষ টাকায় দলে নিল সিএসকে। হিম্মত সিংহকে নিল লখনউ সুপারজায়ান্ট। অংশুল কম্বোজকে ৩ কোটি ৪০ লক্ষ টাকায় দলে নিল চেন্নাই সুপার কিংস।

IPL Auction Live Updates: লাঞ্চ ব্রেকের পর শুরু হবে নিলামের পর্ব

লাঞ্চ ব্রেকের পর শুরু হবে নিলামের পর্ব। ১১৭ থেকে ৫৭৭ নম্বর ক্রিকেটারকে নিলামের টেবিলে তোলা হবে।

IPL Auction Live Updates: আল্লাহ ঘাজনফরকে ৪.৮০ কোটি টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স

২ কোটি টাকায় লকি ফার্গুসনকে নিল পাঞ্জাব কিংস। অবিক্রিত মুজিব উর রহমান, বিজয়কান্ত, আদিল রশিদ, আকিল হোসেন, কেশব মহারাজ। আল্লাহ ঘাজনফরকে ৪.৮০ কোটি টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স।

IPL Mega Auction Live: ৮ কোটি টাকায় বিক্রি হলেন মুকেশ ও আকাশ

৮ কোটি টাকায় মুকেশ কুমারকে কিনল দিল্লি ক্যাপিটালস। ৯ কোটি ২৫ লক্ষ টাকায় দীপক চাহারকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স। ৮ কোটি টাকায় আকাশ দীপকে কিনল লখনউ।

IPL Auction Live: ভুবনেশ্বর কুমারকে কিনল আরসিবি

দল পেলেন না অ্যালেক্স ক্যারি, ডন ফেরেরা। সাড়ে ৬ কোটি টাকায় তুষার দেশপাণ্ডেকে দলে নিল রাজস্থান। ২.৪ কোটিতে জেরাল্ড কোয়েৎজে-কে নিল জিটি। ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় ভুবনেশ্বর কুমারকে কিনল আরসিবি।

IPL Mega Auction Live: অবিক্রিত কে এস ভরত, শাই হোপ

অবিক্রিত কে এস ভরত, শাই হোপ। ১ কোটি টাকায় রায়ান রিকেলসনকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স। ২.৬ কোটি টাকায় জস ইংলিশকে কিনল পাঞ্জাব।

IPL Mega Auction Live: ক্রুণাল পাণ্ড্যকে কিনল আরসিবি

৫ কোটি ৭৫ লক্ষ টাকায় ক্রুণাল পাণ্ড্যকে কিনল আরসিবি। ৪.২০ কোটি টাকায় নীতীশ রানাকে কিনল রাজস্থান রয়্যালস।

IPL 2025 Live: ওয়াশিংটন সুন্দরকে কিনল গুজরাত

৩ কোটি ২০ লক্ষ টাকায় ওয়াশিংটন সুন্দরকে কিনল গুজরাত। ২.৪০ কোটি টাকায় স্যাম কারানকে কিনল সিএসকে। ৭ কোটি টাকায় মার্কো জানসেনকে কিনল পাঞ্জাব কিংস। অবিক্রিত থেকে গেলেন ডারিল মিচেল।

IPL Auction Live Updates: ফাফ ডুপ্লেসিকে কিনল দিল্লি

২ কোটি টাকায় ফাফ ডুপ্লেসিকে কিনল দিল্লি। অবিক্রিত পৃথ্বী শ, ময়ঙ্ক আগরওয়াল, শার্দুল ঠাকুর। 

IPL Auction Live: অবিক্রিত থেকে গেলেন অজিঙ্ক রাহানে ও কেন উইলিয়ামসন

নিলামের দ্বিতীয় দিন শুরুতেই চমক। অবিক্রিত থেকে গেলেন অজিঙ্ক রাহানে ও কেন উইলিয়ামসন। দল পেলেন না গ্লেন ফিলিপ্সও। দেড় কোটি টাকায় রোভম্যান পাওয়েলকে কিনল কেকেআর।

প্রেক্ষাপট

জেড্ডা: আইপিএলের (IPL Auction 2024) বহু প্রতীক্ষিত মেগা নিলামের দুদিনের আসর বসেছে সৌদি আরবের জেড্ডায়। আর সেখানে রবিবার, ২৪ নভেম্বর, প্রথম দিন ঘর অনেকটাই গুছিয়ে নিয়েছে দশ দল। হয়েছে রেকর্ডও। অতীতের সব নজির ভেঙে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার হিসাবে উঠে এসেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তুমুল দড়ি টানাটানির পর পন্থকে ২৭ কোটি টাকায় কিনেছে লখনউ সুপার জায়ান্টস। ভেঙে গিয়েছে মিচেল স্টার্কের ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দামের রেকর্ড। পন্থই এখন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার।


ঠিক যেরকম দুইয়ে উঠে এসেছেন গতবার অধিনায়ক হিসাবে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করা শ্রেয়স আইয়ার। ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনেছে পাঞ্জাব কিংস। কেকেআর সবচেয়ে বেশি দাম দিয়ে কিনেছে তাদেরই দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার বেঙ্কটেশ আইয়ারকে। ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দাম পেয়েছেন মধ্য প্রদেশের ক্রিকেটার।


সোমবার, নিলাম পর্বের দ্বিতীয় দিন। বাকি দল গুছিয়ে নেওয়ার শেষ সুযোগ পাবে দশ দল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.