IPL Auction 2025 LIVE: নিলামের দ্বিতীয় দিন চমক দেবে কোন দল? কে পাবেন আকাশছোঁয়া দাম? লাইভ আপডেট

IPL Auction 2025 LIVE Updates: রবিবার, ২৪ নভেম্বর, প্রথম দিন ঘর অনেকটাই গুছিয়ে নিয়েছে দশ দল। হয়েছে রেকর্ডও। অতীতের সব নজির ভেঙে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার হিসাবে উঠে এসেছেন ঋষভ পন্থ।

ABP Ananda Last Updated: 25 Nov 2024 06:14 PM
IPL Auction Live Updates: সিএসকেতে যোগ দিলেন মুকেশ

৩০ লক্ষ টাকায় চেন্নাই সুপার কিংস দলে নিল মুকেশ কুমার। 

IPL Auction Live Updates: গুজরাতে আর্শাদ, স্বপ্নিল আরসিবিতে

১.৩০ কোটি টাকা মূল্যে গুজরাত টাইটান্সে খেলেন আর্শাদ খান, স্বপ্নিল সিংহকে ৫০ লক্ষ টাকায় দলে নিল আরসিবি।

IPL Auction Live Updates: ৩ কোটি ৪০ লক্ষ টাকায় চেন্নাইয়ে অংশুল

৮০ লক্ষ টাকায় শুভম দুবেকে দলে নিল রাজস্থান রয়্যালস। সৈয়ক রাশিদকে ৩০ লক্ষ টাকায় দলে নিল সিএসকে। হিম্মত সিংহকে নিল লখনউ সুপারজায়ান্ট। অংশুল কম্বোজকে ৩ কোটি ৪০ লক্ষ টাকায় দলে নিল চেন্নাই সুপার কিংস।

IPL Auction Live Updates: লাঞ্চ ব্রেকের পর শুরু হবে নিলামের পর্ব

লাঞ্চ ব্রেকের পর শুরু হবে নিলামের পর্ব। ১১৭ থেকে ৫৭৭ নম্বর ক্রিকেটারকে নিলামের টেবিলে তোলা হবে।

IPL Auction Live Updates: আল্লাহ ঘাজনফরকে ৪.৮০ কোটি টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স

২ কোটি টাকায় লকি ফার্গুসনকে নিল পাঞ্জাব কিংস। অবিক্রিত মুজিব উর রহমান, বিজয়কান্ত, আদিল রশিদ, আকিল হোসেন, কেশব মহারাজ। আল্লাহ ঘাজনফরকে ৪.৮০ কোটি টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স।

IPL Mega Auction Live: ৮ কোটি টাকায় বিক্রি হলেন মুকেশ ও আকাশ

৮ কোটি টাকায় মুকেশ কুমারকে কিনল দিল্লি ক্যাপিটালস। ৯ কোটি ২৫ লক্ষ টাকায় দীপক চাহারকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স। ৮ কোটি টাকায় আকাশ দীপকে কিনল লখনউ।

IPL Auction Live: ভুবনেশ্বর কুমারকে কিনল আরসিবি

দল পেলেন না অ্যালেক্স ক্যারি, ডন ফেরেরা। সাড়ে ৬ কোটি টাকায় তুষার দেশপাণ্ডেকে দলে নিল রাজস্থান। ২.৪ কোটিতে জেরাল্ড কোয়েৎজে-কে নিল জিটি। ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় ভুবনেশ্বর কুমারকে কিনল আরসিবি।

IPL Mega Auction Live: অবিক্রিত কে এস ভরত, শাই হোপ

অবিক্রিত কে এস ভরত, শাই হোপ। ১ কোটি টাকায় রায়ান রিকেলসনকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স। ২.৬ কোটি টাকায় জস ইংলিশকে কিনল পাঞ্জাব।

IPL Mega Auction Live: ক্রুণাল পাণ্ড্যকে কিনল আরসিবি

৫ কোটি ৭৫ লক্ষ টাকায় ক্রুণাল পাণ্ড্যকে কিনল আরসিবি। ৪.২০ কোটি টাকায় নীতীশ রানাকে কিনল রাজস্থান রয়্যালস।

IPL 2025 Live: ওয়াশিংটন সুন্দরকে কিনল গুজরাত

৩ কোটি ২০ লক্ষ টাকায় ওয়াশিংটন সুন্দরকে কিনল গুজরাত। ২.৪০ কোটি টাকায় স্যাম কারানকে কিনল সিএসকে। ৭ কোটি টাকায় মার্কো জানসেনকে কিনল পাঞ্জাব কিংস। অবিক্রিত থেকে গেলেন ডারিল মিচেল।

IPL Auction Live Updates: ফাফ ডুপ্লেসিকে কিনল দিল্লি

২ কোটি টাকায় ফাফ ডুপ্লেসিকে কিনল দিল্লি। অবিক্রিত পৃথ্বী শ, ময়ঙ্ক আগরওয়াল, শার্দুল ঠাকুর। 

IPL Auction Live: অবিক্রিত থেকে গেলেন অজিঙ্ক রাহানে ও কেন উইলিয়ামসন

নিলামের দ্বিতীয় দিন শুরুতেই চমক। অবিক্রিত থেকে গেলেন অজিঙ্ক রাহানে ও কেন উইলিয়ামসন। দল পেলেন না গ্লেন ফিলিপ্সও। দেড় কোটি টাকায় রোভম্যান পাওয়েলকে কিনল কেকেআর।

প্রেক্ষাপট

জেড্ডা: আইপিএলের (IPL Auction 2024) বহু প্রতীক্ষিত মেগা নিলামের দুদিনের আসর বসেছে সৌদি আরবের জেড্ডায়। আর সেখানে রবিবার, ২৪ নভেম্বর, প্রথম দিন ঘর অনেকটাই গুছিয়ে নিয়েছে দশ দল। হয়েছে রেকর্ডও। অতীতের সব নজির ভেঙে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার হিসাবে উঠে এসেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তুমুল দড়ি টানাটানির পর পন্থকে ২৭ কোটি টাকায় কিনেছে লখনউ সুপার জায়ান্টস। ভেঙে গিয়েছে মিচেল স্টার্কের ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দামের রেকর্ড। পন্থই এখন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার।


ঠিক যেরকম দুইয়ে উঠে এসেছেন গতবার অধিনায়ক হিসাবে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করা শ্রেয়স আইয়ার। ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনেছে পাঞ্জাব কিংস। কেকেআর সবচেয়ে বেশি দাম দিয়ে কিনেছে তাদেরই দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার বেঙ্কটেশ আইয়ারকে। ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দাম পেয়েছেন মধ্য প্রদেশের ক্রিকেটার।


সোমবার, নিলাম পর্বের দ্বিতীয় দিন। বাকি দল গুছিয়ে নেওয়ার শেষ সুযোগ পাবে দশ দল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.