West Bengal News Live: বালি খাদান নিয়ে বিবাদের জেরেই খুন তৃণমূলের উপপ্রধান?
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
রামপুরহাটে খুন তৃণমূলের উপপ্রধান। স্থানীয়দের একাংশের দাবি, বালি খাদান নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। তার জেরেই খুন হন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ।
রামপুরহাটকাণ্ডের মধ্যে কালই কলকাতায় ফিরছেন রাজ্যপাল। উত্তরবঙ্গ থেকে ফিরে রাজ্যপাল, যেতে পারেন দিল্লি। বৃহস্পতিবার দিল্লি যেতে পারেন রাজ্যপাল: সূত্র
হাজার ছুঁইছুঁই রান্নার গ্যাস। কাল থেকে ফের প্রায় ১ টাকা করে দাম বাড়ছে পেট্রোল, ডিজেলের। প্রতিবাদে সংসদে সরব বিরোধীরা।
মালদার বন্যাত্রাণ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করলেন আরও এক অভিযুক্ত। আজ চাঁচল মহকুমা আদালতে আত্মসমর্পণ করে নিজেকে নির্দোষ বলে দাবি করেন বরুই পঞ্চায়েতের প্রধান সোনামণি সাহা। প্রমাণিত হল, তৃণমূল দুর্নীতিতে জড়িত, কটাক্ষ করেছে বিজেপি। অভিযোগ প্রমাণ হলে দল ব্যবস্থা নেবে, দাবি করেছে তৃণমূল।
রামপুরহাটের বকটুই গ্রামে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে আটজনকে। এর মধ্যে অনেকে একই পরিবারের। সেই পরিবারের পুরুষরা কোনওমতে পালিয়ে প্রাণে বেঁচেছেন। কিন্তু, স্বজন হারানোর যন্ত্রণা এখনও তাড়া করছে তাঁদের।
উত্তর ২৪ পরগনার পেট্রাপোলে ড্রোন উদ্ধারের পর, স্থানীয় দুই যুবক দাবি করলেন তাঁরাই সেটি বানিয়ে উড়িয়েছিলেন। পুলিশ সূত্রে খবর, ওই দু’জন থানায় এসে তার নথিও দেখান। এদিকে, এই ঘটনার পর কড়া অবস্থান নিল বনগাঁ পুরসভা। এবার থেকে অনুমতি ছাড়া শহরে ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করল পুর কর্তৃপক্ষ।
রেলগেট এড়াতে উত্তর দিনাজপুরের ডালখোলায় তৈরি হয়েছে উড়ালপুল। তার একটি লেন গতকাল খুলে দেওয়া হল। এতদিন রেলগেট বারবার খোলা-বন্ধের জন্য এই রাস্তায় চলাচলকারী যানবাহনকে সমস্যায় পড়তে হত। এবার সেই সমস্যা কাটবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তবে উড়ালপুল তৈরিতে দেরি হওয়ায় শুরু হয়েছে তৃণমূল, বিজেপির চাপানউতোর।
হাওড়ার বাঁকড়ায় জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেফতারের পরও ফেরেনি হুঁশ। এলাকাবাসীর অভিযোগ, নথি ছাড়াই দেওয়া হচ্ছে ভাড়া। প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি উঠেছে। পুলিশ সূত্রে খবর, এই নিয়ে প্রচার শুরু হবে।
বীরভূমের রামপুরহাটে ভয়ঙ্কর হত্যালীলা। তৃণমূলের উপপ্রধান খুনের পর, একের পর এক বাড়িতে আগুন। এই ঘটনায়, শিশু-মহিলা-সহ মৃত্যু হয়েছে ৮ জনের। কী হয়েছিল গতকাল রাতে? ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন আক্রান্তরা।
শপথ গ্রহণের আগে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভায়। কংগ্রেস কাউন্সিলরের অভিযোগ, বিরোধী দলের হওয়ায় তাঁকে ও তিন নির্দল কাউন্সিলরকে, কাউন্সিলর্স রুমে ঢুকতে বাধা দিয়েছে পুলিশ-প্রশাসন। যদিও অভিযোগ খারিজ করে দিয়েছেন মহকুমা শাসক। এনিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
রামপুরহাটের ঘটনায়, উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। বিরোধীদের দাবি, রামপুরহাটে গণহত্যা হয়েছে। রামপুরহাট হত্যাকাণ্ডের আঁচ এসে পড়ে বিধানসভাতেও। রামপরহাটের ঘটনায়, বিধানসভায় বিবৃতি দেন পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
নামী সংস্থার নামে নকল প্রসাধন সামগ্রী তৈরির অভিযোগ। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে তল্লাশি চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করল বারাসাত পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।
বীরভূমের রামপুরহাটে ভয়ঙ্কর হত্যালীলা। তৃণমূলের উপপ্রধান খুনের পর, একের পর এক বাড়িতে আগুন। এই ঘটনায়, শিশু-মহিলা-সহ মৃত্যু হয়েছে ৮ জনের। কী হয়েছিল গতকাল রাতে? ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন আক্রান্তরা।
রামপুরহাটকাণ্ডে রাজ্যপালকে চিঠি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর। ‘আপনি যে ধরনের মন্তব্য করেছেন, তা দুর্ভাগ্যজনক। আপনার মন্তব্য নিরপেক্ষ তদন্তে বাধা হতে পারে। সাংবিধানিক পদে থেকেও এই ধরনের মন্তব্য অসাংবিধানিক। সাংবিধানিক পদে পদে থেকেও এমন মন্তব্য দুর্ভাগ্যজনক। বিজেপি শাসিত রাজ্য-সহ দেশের অন্যান্য ঘটনায় আপনি নীরব। বাংলাতে কিছু ঘটলেই সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন। আপনার বিবৃতি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’
রামপুরহাটকাণ্ড নিয়ে রাজ্যপালের বক্তব্যে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
দলের নেত্রীকে মারধরে অভিযুক্ত তৃণমূল নেতাকে জামিন পাইয়ে দিয়ে, শোকজের মুখে পড়লেন বিজেপির এক আইনজীবী নেতা। হুগলির কোন্নগরে ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণা ভট্টাচার্যকে পুরভোটের সময় মারধরের অভিযোগ ওঠে, ওই ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী তন্ময় দেবের বিরুদ্ধে। উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।
বীরভূমের রামপুরহাটে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৮ জনের। সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। তিনি ঘটনা সম্পর্কে জানান, গতকাল রাতে ৭-৮টি বাড়িতে আগুন লাগে। রাতেই গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে আনা হয় হাসপাতালে। আজ সকালে তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়। এছাড়া দমকল কর্মীরা একটি বাড়ি থেকে আজ সকালে ৭টি দগ্ধ মৃতদেহ উদ্ধার করেছেন বলে জানান ডিজি। সেইসঙ্গেই তিনি জানান, ব্যক্তিগত শত্রুতা থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। দু’টি দলের মধ্যে সংঘর্ষের কারণে ঘটনা ঘটেছে, এমন কোনও তথ্য এখনও পাওয়া যায়নি বলে জানান ডিজি।
ক্রিকেট টুর্নামেন্টে নিজের বুথের টিম জয়ী হওয়ায় মহিলা ও তৃণমূল কর্মী-সমর্থকদেরকে নিয়ে প্রকাশ্যে উদ্দাম নাচ করতে দেখা গেল মোহনপুর অঞ্চলের তৃণমূল সভাপতিকে। জয়ের আনন্দে নাচ, দাবি তৃণমূল নেতার। কটাক্ষ করেছে বিজেপি।
রামপুরহাটে হত্যালীলা। ৭২ ঘণ্টায় রাজ্যের রিপোর্ট চেয়েছেন শাহ, আসছে কেন্দ্রীয় দল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর দাবি বিজেপির।
নানুরের পর এবার রামপুরহাট, ২ দশক পরে বীরভূমে ফের হত্যালীলা। তৃণমূল উপ প্রধান খুনের পর রামপুরহাটে হত্যালীলা, ৮জনের মৃত্যু। রামপুরহাটের বকটুই গ্রামে পরপর বাড়িতে আগুন, আহত আরও ৩। রামপুরহাটে ২ শিশু, ৬ মহিলা-সহ আগুনে পুড়ে ৮জনের মৃত্যু। ‘আমাদেরই লোককে খুন করবে, আগুন লাগিয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা’
অপরাধীদের গ্রেফতারির আশ্বাস দিয়ে অভিযোগ ফিরহাদ হাকিমের।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভার নব নির্বাচিত সদস্যদের আগামীকাল শপথগ্রহণ। তৃণমূল সূত্রে খবর, পুরসভার চেয়ারম্যান হচ্ছেন অশোক মিত্র। শপথ গ্রহণের আগে আজ পুরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বাসিন্দাদের চাহিদার কথা শুনলেন ভাবী চেয়ারম্যান।
বীরভূমের রামপুরহাটে আগুনে পুড়ে মৃত্যুর ঘটনা নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসলেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজি বৈঠকে বসেন। সূত্রের খবর, কীভাবে ঘটনা ঘটল, স্থানীয় প্রশাসনের কতটা তত্পরতা ছিল, এ সব নিয়ে জেলা প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল নবান্ন।
বীরভূমে রামপুরহাটে আগুনে মৃত্যুর ঘটনায় আজ বিধানসভায় বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। প্রশ্নোত্তরপর্ব শেষের পর বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন। এরপর এ নিয়ে হই হট্টগোলের মধ্যে তাঁরা ওয়াকআউট করেন। বিধানসভা কক্ষের বাইরে এসে মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করেন বিজেপি বিধায়করা।
বীরভূমের রামপুরহাটে পুড়ে মৃত্যুর ঘটনায় মামলা করার অনুমতি পেল বিজেপির আইনজীবী সেল। আজ আইনজীবী সেলের তরফে ওই ঘটনায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ মামলা করার অনুমতি চাওয়া হয়। আদালত সূত্রে খবর, সেই অনুমতি মিলেছে। আগামীকাল মামলা দায়েরের সম্ভাবনা।
‘রাজ্যে সন্ত্রাসের সংস্কৃতি, নেই আইনের শাসন', ট্যুইট রাজ্যপাল জগদীপ ধনকড়ের। মুখ্যসচিবের কাছে রামপুরহাটকাণ্ডের রিপোর্ট তলব।
আজ সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, "গতকাল রামপুরহাটে বিস্ফোরণ তদন্তে এনআইএ, বাড়িতে আগুন কাণ্ডে সিবিআই চাই। পুলিশমন্ত্রীর ইস্তফা চাই, কেন্দ্রের হস্তক্ষেপ চাই। দুপুরে অমিত শাহর সঙ্গে দেখা করবেন রাজ্যের বিজেপি সাংসদরা। ছোট আঙারিয়া, নেতাই, নন্দীগ্রামে গণহত্যায় হস্তক্ষেপ করেছে বিচারব্যবস্থা। আশা করি এখানেও হস্তক্ষেপ করবে আদালত।'
বীরভূমের রামপুরহাটে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। এমনটাই পুলিশ সূত্রে দাবি।
বামেদের আইন অমান্য কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়াল বাঁকুড়ায়। পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিক্ষোভকারীরা। গোটাটাই নাটক। কটাক্ষ করেছে তৃণমূল।
বীরভূমের রামপুরহাটে আগুনে পুড়ে মৃত্যুর ঘটনার পর রাজ্য সরকারকে কড়া আক্রমণ করে ট্যুইট করলেন দলনেতা শুভেন্দু অধিকারী।
বীরভূমের রামপুরহাটে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৮ জনের। সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। তিনি ঘটনা সম্পর্কে জানান, গতকাল রাতে
৭-৮টি বাড়িতে আগুন লাগে। রাতেই গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে আনা হয় হাসপাতালে। আজ সকালে তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়। এছাড়া দমকল কর্মীরা একটি বাড়ি থেকে আজ সকালে ৭টি দগ্ধ মৃতদেহ উদ্ধার করেছেন বলে জানান ডিজি। সেইসঙ্গেই তিনি জানান, ব্যক্তিগত শত্রুতা থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। দু’টি দলের মধ্যে সংঘর্ষের কারণে ঘটনা ঘটেছে, এমন কোনও তথ্য এখনও পাওয়া যায়নি বলে জানান ডিজি।
বীরভূমে রামপুরহাটে আগুনে মৃত্যুর ঘটনায় আজ বিধানসভায় বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। প্রশ্নোত্তরপর্ব শেষের পর বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন। এরপর এ নিয়ে হই হট্টগোলের মধ্যে তাঁরা ওয়াকআউট করেন। বিধানসভা কক্ষের বাইরে এসে মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করেন বিজেপি বিধায়করা।
আজ বেলার দিকে গ্রামে পৌঁছোয় ভাদু শেখের মৃতদেহ। তাঁর স্ত্রী পুলিশি তদন্তে অনাস্থা প্রকাশ করেন। মৃতের ভাই জানান, গ্রামে যেন শান্তি বজায় থাকে।
বীরভূমের রামপুরহাট আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৯ জনের। রামপুরহাট মেডিক্যাল কলেজ সূত্রে এই দাবি করা হয়েছে। হাসপাতাল সূত্রে দাবি, মৃত ৯ জনের মধ্যে রয়েছে ২ শিশু, ৬ মহিলা ও এক পুরুষ। গতকাল রাতেই অগ্নিদগ্ধ অবস্থায় ৫ জনকে হাসপাতালে আনা হয়। তার মধ্যে এক মহিলার রাতেই মৃত্যু হয়। বাকিদের দফায় দফায় আনা হয় হাসপাতালে। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় এখনও চার জন চিকিত্সাধীন বলে হাসপাতাল সূত্রে দাবি।
বীরভূমের রামপুরহাটে আগুনে পুড়ে মৃত্যুর ঘটনা নিয়ে নবান্নে জরুরি বৈঠক। সেখানেই রিপোর্ট তলব করল উচ্চ পর্যায়ের আধিকারিকরা।
‘দুর্ঘটনা, না আগের খুনের প্রতিক্রিয়া, না কি ষড়যন্ত্র, খতিয়ে দেখতে হবে’, রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই, গ্রাম্য বিবাদ’, ট্যুইট কুণাল ঘোষের
ঘটনাস্থলে গেছেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। ‘দুটি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে’, জানালেন বীরভূমের পুলিশ সুপার।
তৃণমূল উপ প্রধান খুনের পর উত্তপ্ত রামপুরহাট। উপপ্রধান খুনের পরেই তাঁর অনুগামীদের এলাকায় তাণ্ডব, দাবি স্থানীয় সূত্রের। ‘বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ১০ জনের’, দাবি স্থানীয় সূত্রে। যদিও পুলিশ এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর স্বীকার করেছে।
তৃণমূল নেতা খুনের পর বকটুই গ্রামের অন্তত ১০টি বাড়িতে আগুন। মোট ১০ জনের দেহ উদ্ধার হয়েছে, জানাল দমকল। থমথমে গ্রাম, এলাকায় পুলিশ পিকেট। ‘দুটি ঘটনার যোগসূত্র রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে’, জানালেন বীরভূমের পুলিশ সুপার।
বীরভূমে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখের খুনের পর অগ্নিগর্ভ রামপুরহাট। রাতেই বকটুই গ্রামের একাধিক বাড়িতে আগুন দেওয়া হয়। দমকলের দাবি, উদ্ধার হয়েছে ১০টি মৃতদেহ। ঘটনাস্থলে গেছে বিশাল পুলিশ বাহিনী।
নিউ আলিপুরে তালাবন্ধ রঙের গুদামে আগুন লেগে আতঙ্ক ছড়াল। রঙের গুদামের পিছনে লোহার কারখানাতেও ছড়িয়েছে আগুন। আজ সকাল ৮টা নাগাদ চেতলা রোডে এই ঘটনা ঘটে।
দলের নেত্রীকে মারধরে অভিযুক্ত তৃণমূল নেতাকে জামিন পাইয়ে দিয়ে, শোকজের মুখে পড়লেন বিজেপির এক আইনজীবী নেতা।
ট্রাম লাইনে এবার চলবে ট্রলি বাস। একটি সংস্থার সঙ্গে পরিবহণ দফতরের বৈঠক। এপ্রিলের শেষের দিকে খিদিরপুর অঞ্চলে পরীক্ষামূলকভাবে চালানোর সিদ্ধান্ত। ট্রাম লাইনের বিদ্যুত ব্যবহার করে চলবে এই বাস। পোল্যান্ড থেকে আনা হচ্ছে এই ট্রলি বাস। ব্যাটারি চালিত অটো চালানোর ভাবনা।
নিউ আলিপুরে রঙের গুদামে আগুন লেগে আতঙ্ক ছড়াল। আজ সকাল ৮টা নাগাদ চেতলা রোডে এই ঘটনা ঘটে। প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান।
বীরভূমের রামপুরহাটে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। এমনটাই পুলিশ সূত্রে দাবি। উপপ্রধানের ওপর হামলার সময় সেখানে কয়েকজন উপস্থিত ছিলেন। সেই প্রত্যক্ষদর্শীরা দুষ্কৃতীদের চিনতে পেরেছেন বলে পুলিশ সূত্রে খবর।
হিন্দু হস্টেলের পর এবার প্রেসিডেন্সির গার্লস হস্টেল। তালা ভেঙে হস্টেলের দখল নিলেন ছাত্রীরা। সরকারি নির্দেশ সত্ত্বেও, হস্টেল না খোলায় তারা এই কাজ করেছেন বলে দাবি ছাত্রীদের। এই নিয়ে কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি।
গুলিকাণ্ডে ঝালদার কাউন্সিলার খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে মিছিলে পা মেলালেন ঝালদা শহরের শ'য়ে শ'য়ে মহিলা । নিহত তপন কান্দুর প্রতিকৃতি ও সিবিআই তদন্তের দাবিতে ব্যানার পোস্টার হাতে নিয়ে মিছিলে হাঁটেন মহিলারা ।
কয়লাপাচারকাণ্ডে কেলেঙ্কারি তো স্বরাষ্ট্রমন্ত্রকেরই। আধা সেনার পাহারা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারও দায়ী, দাবি বিজেপির।
স্মরণে সত্যজিৎ রায়। টালিগঞ্জে ভবানীর সিনেমার সামনে ফুটিয়ে তোলা হয়েছে সত্যজিৎ রায়ের প্রতিকৃতি। উদ্বোধনে উপস্থিত ছিলেন পরিচালক সন্দীপ রায়-সহ বিশিষ্টরা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকারের উদ্যোগে সত্যজিত রায়ের ওয়াল পেন্টিংটি করেছে এক স্বেচ্ছাসেবী সংস্থা।
৫ রাজ্যের ভোটের ফল বেরনোর ১১ দিনের মাথায় বাড়ানো হল পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। এক লাফে ৫০ টাকা বেড়ে কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম হল ৯৭৬ টাকা! কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৮৪ পয়সা বেড়ে হল ১০৫ টাকা ৫১ পয়সা। ডিজেলের দাম ৮৩ পয়সা বেড়ে হল ৯০ টাকা ৬২ পয়সা।
ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদ। গানে-কবিতায় প্রতিবাদ-কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন। পাশাপাশি, সোশাল মিডিয়ায় ‘ব্যাঙ্ক বাঁচাও, দেশ বাঁচাও’ নামে পেজের সাফল্যের বিষয়টিও উদযাপন করা হয়।
বীরভূমের রামপুরহাটে খুন হলেন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান। জাতীয় সড়কের ধারের দোকানে চা খাওয়ার সময়, তাঁকে লক্ষ্য বোমা ছোড়ে দুষ্কৃতীরা। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে আঙুল তুলেছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির।
প্রেক্ষাপট
কলকাতা: কয়লাকাণ্ডের (Coal scam) তদন্তে প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে ইডি (ED)-র ম্যারাথন জিজ্ঞাসাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। ভাবছে মাথা নত করব, আমি অন্য মেটেরিয়াল। সবাই মেরুদণ্ডহীন হয় না। ইডির দফতর থেকে বেরিয়ে হুঙ্কার তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।
উত্তর ২৪ পরগনার (North 24 Paragana) বেড়াচাঁপায় ৭ বছরের শিশুকে নৃশংস ভাবে খুনের অভিযোগে এক পার্শ্বশিক্ষক গ্রেফতার করেছে পুলিশ (Police)। ১৩ দিন নিখোঁজ থাকার পর আজ পুকুর থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে।
বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ নিয়ে তুঙ্গে উঠেছে তরজা। রাজ্য পুলিশের তদন্তে আস্থা নেই বলে দাবি করেছেন, বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। পাল্টা, তাঁকে কটাক্ষ করেছে তৃণমূল।
কংগ্রেস কাউন্সিলর খুনে IC’র বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠলেও, এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। শুধুমাত্র কর্তব্যে গাফিলতির অভিযোগে ঝালদা থানার ৫ জন পুলিশ কর্মীকে ক্লোজ করা হয়েছে। এই অবস্থায়, ফের CBI তদন্তের দাবি তুলেছেন নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী।
৫ পুলিশ কর্মীকে ক্লোজ করা হলেও, কংগ্রেস কাউন্সিলর খুনে এখনও ঝালদা থানার IC’র বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই অবস্থায়, CBI তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল।
ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদ। গানে-কবিতায় প্রতিবাদ-কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন। পাশাপাশি, সোশাল মিডিয়ায় ‘ব্যাঙ্ক বাঁচাও, দেশ বাঁচাও’ নামে পেজের সাফল্যের বিষয়টিও উদযাপন করা হয়।
বালিগঞ্জে বাবুল সুপ্রিয়র কর্মিসভায় গণ্ডগোল। হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের ওয়ার্ড সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। এমনকী ধারাল অস্ত্র দিয়েও আঘাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায়, ৬৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সুশীলকুমার শর্মা-সহ ৩ জন আক্রান্ত হয়েছেন। বাবুল সুপ্রিয়কে প্রার্থী হিসেবে চায় না, তাই হামলা বলে অভিযোগ করেছেন তৃণমূল কাউন্সিলরের স্বামী। এখনও অভিযুক্ত ওয়ার্ড সভাপতির কোনও প্রতিক্রিয়া মেলেনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -