West Bengal News Live Updates: ২ নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাংচার দোকানে গ্যাস ট্যাঙ্কার
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
২ নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাংচার দোকানে ঢুকে পড়লো গ্যাস ট্যাঙ্কার। শক্তিগড় থানার আমড়া এলাকার ল্যাংচা বাজার এলাকার ঘটনা। বরাত জোরে প্রাণে বাঁচলেন কয়েকজন। দুর্গাপুরগামী এলপিজি গ্যাসের ট্যাঙ্কার আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দোকানে। ঘটনাস্থলে শক্তিগড় থানার পুলিশ।
বীরভূম নলহাটি থানার লোহাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আগুন। আতঙ্কে হুড়োহুড়ি রোগী, চিকিত্সক সহ স্বাস্থ্যকর্মীদের। নার্সিং স্টাফদের অফিসে প্রথমে ধোঁয়া বেরোতে দেখা যায়। পরে ছড়িয়ে পড়ে আগুন। সরিয়ে নিয়ে যাওয়া হয় রোগীদের। দমকল আসার আগে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসি থেকে আগুন, অনুমান দমকলের।
সাপ্লিমেন্টারি অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্টের শীর্ষে পিয়ালি বসাক। প্রথম ভারতীয় মহিলা হিসেবে রেকর্ড গড়লেন চন্দননগরের বাঙালি কন্যা।
চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের এক তৃণমূল নেতা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তালাবন্দি অভিযুক্তর বাড়ি। এনিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। যদিও অভিযুক্ত ব্যক্তি দলের কেউ নন বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
রাজ্য পুলিশের কনস্টেবল পদে পরীক্ষায় জালে একাধিক ভুয়ো পরীক্ষার্থী। লেকটাউন, বিধাননগর নর্থ, বিধাননগর সাউথ ও নিউটাউনে অভিযোগ দায়ের। ১২টি অভিযোগ দায়ের, গ্রেফতার ৩৭ জন। গ্রেফতার কিংপিন সন্তোষ কুমার, ব্যাঁটরার বাসিন্দা।
‘বিহার থেকে অন্যের হয়ে মোটা টাকার বিনিময়ে পরীক্ষা। পরীক্ষা দিতে এসেছিলেন অভিযুক্তরা’, জানাল পুলিশ।
আন্দোলনরত চাকরিপ্রার্থী সোমা দাসকে ৭ দিনের মধ্যে সহকারী শিক্ষকের চাকরি দিতে অবিলম্বে নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দিলেন স্কুল শিক্ষা দফতরের প্রধান সচিব।
তৃণমূলে আমাকে নিয়ে কোনও আপত্তি নেই। সবাই আমাকে উত্তরীয় পরিয়েছে, সবাই খুশি। আমার কাজ কমবে, ৭ জন বিধায়ক আছে, কাজ করবে। আগামী দিনে তৃণমূল মনে করলে আমাকে এখান থেকে প্রার্থী করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন ভাবে দলকে ধরেছেন। তাঁর সঙ্গে আমার আলাদা আলোচনা হয়েছে। দল যা দায়িত্ব দেবে তাই করব। পবন আজকেই যেত, শরীর খারাপ বলে যায়নি। বাবা যখন আছে, ছেলে আর কোথায় যাবে: অর্জুন সিংহ।
ঘণ্টার পর ঘণ্টা রোগীকে বিনা চিকিৎসায় ফেলে রাখার অভিযোগ। প্রতিবাদে ডোমজুড়ের একটি নার্সিংহোমে চলল ভাঙচুর। ঘটনায় রোগীর তিন পরিজনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও চিকিৎসার গাফিলতির অভিযোগ নিয়ে মন্তব্য করতে চায়নি নার্সিংহোম কর্তৃপক্ষ।
সীমানা পেরিয়ে, মালদার হরিশ্চন্দ্রপুরে ঢুকে বিহার পুলিশের উচ্ছেদ অভিযান। আক্রান্তদের সাহায্যের আশ্বাস স্থানীয় তৃণমূল বিধায়কের। এরাজ্যের পুলিশ-প্রশাসনকে অন্ধকারে রেখে কীভাবে অভিযান? প্রশ্ন বিরোধীদর।
গত বছর এই রক্তদান শিবিরের যিনি মূল উদ্যোক্তা ছিলেন, আজ তিনি নেই। আনিস খানকে ছাড়াই, রক্তদান শিবির হল তাঁর পাড়ায়।
পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা এলাকা থেকে দু’দিনে উদ্ধার হল প্রায় দেড় হাজার বোমা! পুলিশ সূত্রে খবর, শনিবারের পর রবিবারও মাটির নীচ থেকে প্রায় সাতশোটি বোমা মিলেছে। পরের বছর পঞ্চায়েত ভোট, তার আগে এলাকায় এত বিস্ফোরক আসছে কোথা থেকে? পরস্পরকে দুষেছে তৃণমূল আর বিজেপি।
অর্জুন সিংহর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। জগদ্দলে অর্জুনের বাড়ি ও বাড়ির চারপাশ থেকে খুলে ফেলা হল বিজেপির পোস্টার। বিজেপির কার্যালয় থেকেও সরিয়ে দেওয়া হল বিজেপির পতাকা। লাগানো হল তৃণমূল কংগ্রেসের পতাকা।
'অর্জুন সিংহকে তৃণমূলে স্বাগত। বিজেপির বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করে তৃণমূলে যোগ দিয়েছেন অর্জুন। দেশজুড়ে মানুষ হয়রানির শিকার। দেশের মানুষ আমাদের ভীষণ ভাবে চাইছে। আসুন লড়াই চালিয়ে যাই',
অর্জুন সিংহকে তৃণমূলে যোগদান করিয়ে ট্যুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
'অর্জুন সিংহকে তৃণমূলে স্বাগত। বিজেপির বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করে তৃণমূলে যোগ দিয়েছেন অর্জুন। দেশজুড়ে মানুষ হয়রানির শিকার। দেশের মানুষ আমাদের ভীষণ ভাবে চাইছে। আসুন লড়াই চালিয়ে যাই',
অর্জুন সিংহকে তৃণমূলে যোগদান করিয়ে ট্যুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
আমার সাংসদ পদে ইস্তফা দেওয়া উচিত। কিন্তু ২ তৃণমূল সাংসদ বিজেপিতে গিয়ে এখনও ইস্তফা দেননি। তাঁরা ইস্তফা দিলে একঘণ্টার মধ্যে ইস্তফা দেব: অর্জুন সিংহ।
এখনই ইস্তফা নয় সাংসদ পদ থেকে। তৃণমূল থেকে বিজেপি-তে যাওয়া দুই সাংসদ ইস্তফা দিলে, তবেই পদত্যাগ করবেন বলে জানালেন অর্জুন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেকের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলাম। যে ঘরের ছেলে ছিলাম, সেই ঘরের ফিরে এসেছি। ভুল বোঝাবুঝির জেরে দল ছেড়ে বিজেপিতে যোগ দিই: অর্জুন সিংহ।
তৃণমূলে যোগ দিলেন অর্জুন সিংহ। সমন্বয় বৈঠকের পর যোগদান। স্বাগত জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ফেসবুকের ছবি পাল্টালেন অর্জুন সিংহ। আনুষ্ঠানিক ভাবে যোগ না দিলেও, তৃমমূলের প্রতীক চিহ্ন, পতাকা গায়ে ছবি দিলেন অর্জুন।
অর্জুনকে তৃণমূলে ফেরানো নিয়ে মতবিভেদ! সমন্বয় বৈঠক করছেন অভিষেক। ডাকা হয়েছে অর্জুনকেও। মধ্যস্থতার চেষ্টা চলছে।
ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক অর্জু সিংহের। এক ঘণ্টা সমন্বয় বৈঠকের পর অর্জুনের সঙ্গেও আধ ঘণ্টার বৈঠক। কিছু ক্ষণের মধ্যেই জোড়াফুলে যোগদানের সম্ভাবনা ব্যারাকপুর সাংসদের।
কিছু ক্ষণের মধ্যেই তৃণমূলে যোগদান অর্জুনের! ক্যামাক স্ট্রিটে সাংবাদিক বৈঠকের আয়োজন। অভিষেকের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নিতে পারেন অর্জুন।
অভিষেকের ক্যামাক স্ট্রিট দফতরে অর্জুন। বাইরে অর্জুন-সমর্থকদের ভিড়। পার্থ ভৌমিক, রাজ চক্রবর্তী, জ্যোতিপ্রিয় মল্লিক উপস্থিত রয়েছেন।
ক্যামাক স্ট্রিট পৌঁছলেন অর্জুন সিংহ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃমমূলে যোগ দিতে চলেছেন বলে জল্পনা।
তাজ বেঙ্গল থেকে বেরোলেন অর্জুন। কনভয় নিয়ে ময়দান অভিমুখে রওনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে যাচ্ছেন বলে জল্পনা।
অর্জুন সিংহের প্রত্যাবর্তনের আগে বৈঠক-চমক। ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে যাওয়ার আগে আগে তাজবেঙ্গলে অর্জুন। তৃণমূল নেতাদের সঙ্গে কথা।
মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে কংগ্রেসের মিছিল। ‘পেট্রোল-ডিজেলে শুল্ক কমানোর নামে ভাঁওতা দিচ্ছে কেন্দ্র’। অভিযোগ তুলে যদুবাবুর বাজার এলাকায় কংগ্রেসের মিছিল। ভবানীপুরে প্রতিবাদ মিছিল করল দক্ষিণ কলকাতা কংগ্রেস।
আজ বিকেলেই ফুলবদল অর্জুন সিংহর ? অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে তৃণমূলে যোগদান ? অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছলেন জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক। অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছলেন আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান।
অর্জুনের তৃণমূলে যোগদান জল্পনার মধ্যেই টিটাগড়ে পোস্টার। টিটাগড়ে অর্জুন সিংহকে তৃণমূলে স্বাগত জানিয়ে পোস্টার।
বেহালার রাজা রামমোহন রায় রোডে অভিজাত আবাসনের দোতলার ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার পচাগলা মৃতদেহ। ৪-৫ দিন আগে মৃত্যু বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। মৃতের নাম কমলিকা দাশগুপ্ত। স্থানীয় সূত্রে খবর, ১০-১২ বছর আগে বাবার সঙ্গে এই আবাসনে আসেন মহিলা। বছর ৪-৫ আগে বাবার মৃত্যুর পর ফ্ল্যাটে একাই থাকতেন তিনি। এদিন সকালে দুর্গন্ধ ছড়ানোয় প্রতিবেশীরা বেহালা থানায় খবর দেন। পরে পুলিশ এসে বন্ধ ঘর থেকে মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার করে। কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।
আজই পদ্ম ছেড়ে ফের জোড়াফুলে ফিরতে পারেন বিজেপি সাংসদ অর্জুন সিং। এই জল্পনার মধ্যেই ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট অনুপম হাজরার। "আগে পাণ্ডবদের মধ্যে একজন গণ্য করা হত।" ফেসবুক পোস্টে লিখলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা।
কনস্টেবল পদে পরীক্ষা দিতে আসা ৭ ভুয়ো পরীক্ষার্থীকে আটক করল বিধাননগর উত্তর থানার পুলিশ। এদিন বিধাননগরের দুটি স্কুলে পুলিশ কনস্টেবল পদে পরীক্ষার সিট পড়েছিল। পুলিশ সূত্রে খবর, পরীক্ষা শুরুর আগে অ্যাডমিট কার্ড চেক করার সময়, নিজের নাম-ঠিকানা বলতে না পারায় সন্দেহ হয়। দুটি স্কুল থেকে ৭ ভুয়ো পরীক্ষার্থীকে আটক করে পুলিশ। নেপথ্যে বড় কোনও চক্র রয়েছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।
ফের বাঙালি মেয়ের এভারেস্ট জয়। প্রথম ভারতীয় মহিলা হিসেবে চন্দননগরের পিয়ালি বসাক অক্সিজেন সাপোর্ট ছাড়াই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছেন এমনই দাবি পরিবারের। এদিন সকাল পৌনে ৯টায় এভারেস্ট শৃঙ্গ জয় করেন পিয়ালি।
SSC-সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে, তৃণমূলের বিভিন্ন নেতার কাটআউট নিয়ে খড়গপুরে বামপন্থী সংগঠনের অভিনব প্রতিবাদ। আমরা বামপন্থী সংগঠনের পক্ষ থেকে এদিন খরিদা এলাকায় পথসভার আয়োজন করা হয়। বাধা দেওয়ায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বামপন্থী সংগঠনের সদস্যদের।পরে ৩ জনকে আটক করে খড়গপুর টাউন থানার পুলিশ। সভার অনুমতি না থাকায় বাধা, দাবি পুলিশের।
পূর্ব মেদিনীপুরের ময়না থেকে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল বম্ব ডিসপোজাল স্কোয়াড। গতকাল বিকেলে ময়নার বাকচায় ১২টি প্লাস্টিকের ড্রামে প্রায় ৮০০ তাজা বোমা উদ্ধার করে পুলিশ। আজ সকালে এলাকায় গিয়ে বোমা নিষ্ক্রিয় করে বম্ব ডিসপোজাল স্কোয়াড। বোমা উদ্ধারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এলাকায় অশান্তি সৃষ্টির জন্য বোমা মজুত করেছিল বিজেপি, অভিযোগ তৃণমূলের। পাল্টা শাসকদলের ঘাড়েই বোমা মজুতের দায় চাপিয়েছে গেরুয়া শিবির।>>
রবিবার ১৮ ঘণ্টা খড়গপুরে ট্রেন চলাচল বন্ধ। খড়গপুর ও হিজলির মধ্যে থার্ড লাইনের কাজ চলছে। এর জেরে রবিবার ভোর ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত খড়গপুর স্টেশন দিয়ে কোনও ট্রেন যাবে না। আজ পরিদর্শনে যান দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মনোরঞ্জন প্রধান। রাত ১০টার পর ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে বলে তিনি জানিয়েছেন।
আজই তৃণমূলে ফিরতে পারেন বিজেপির অর্জুন সিংহ। পদ্ম ছেড়ে ফের জোড়াফুলে ফিরতে পারেন বিজেপি সাংসদ অর্জুন। আজ বিকেল ৪টে নাগাদ তৃণমূলে যোগ দিতে পারেন অর্জুন। অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ব্যারাকপুরের বিজেপি সাংসদের যোগদান-সম্ভাবনা। তার আগে উত্তর ২৪ পরগনার নেতাদের সঙ্গে অভিষেকের বৈঠক : সূত্র।
হাওড়ার বেলিলিয়াস লেনে কুপিয়ে খুনের অভিযোগ। ঘর থেকে উদ্ধার ক্ষত-বিক্ষত মৃতদেহ। নিহত বাবলু সিংহ ঝাড়খণ্ডের গিরিডির বাসিন্দা। পেশায় রাজমিস্ত্রি বাবলু দুই বন্ধুর সঙ্গে ঘর ভাড়া নিয়ে থাকত। সকালে স্থানীয়রা বাবুলর রক্তাক্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করেছে। খোঁজ মিলছে না বাবলুর দুই বন্ধুর। খুনের কারণ নিয়ে ধোঁয়াশা।
টানা বৃষ্টিতে জলপাইগুড়ির ধূপগুড়িতে সেতুর কংক্রিটের চাঙড় ভেঙে বিপত্তি। যে কোনও মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা। এই পরিস্থিতিতে বিপজ্জনক সেতু দিয়েই চলছে যাতায়াত। আজ সেতু পরিদর্শনে যান ব্লক প্রশাসনের আধিকারিকরা। স্থানীয়দের দাবি, একটানা বৃষ্টি, তার ওপর অতিরিক্ত পণ্যবাহী যান চলাচল করায়, শুক্রবার আংরাভাসা থেকে বাঙ্কুবাজার যাওয়ার সেতুর চাঙড় খসে পড়ে রাস্তায় বিশাল গর্ত তৈরি হয়।এরপর ওই সেতুতে ভারী যান বন্ধ করা হলেও, ছোট গাড়ি চলাচল করছে। প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন আশপাশের এলাকার বাসিন্দারা।
চিকিৎসায় গাফিলতির অভিযোগে ডোমজুড়ের নার্সিংহোমে ভাঙচুর। পুলিশ সূত্রে খবর, ডোমজুড়েরই বাসিন্দা বছর চল্লিশের ওই রোগীর রক্তবমি হওয়ায় গতকাল নার্সিংহোমে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, দীর্ঘক্ষণ বিনা চিকিত্সায় ফেলে রেখে একসময় রোগীকে রেফার করে দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ। এরপরই চিকিত্সায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমে ভাঙচুর চালায় রোগীর আত্মীয়-পরিজনেরা। ডোমজুড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোগীকে এসএসকেএমে পাঠানো হয়। ক্যামেরার মুখোমুখি হতে না চাইলেও চিকিত্সায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। এই ঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।
কেন্দ্র পেট্রোল-ডিজেলের এক্সাইজ ডিউটি কমানোর পরেই রাজ্যে কিছুটা কমল জ্বালানি তেলের দাম। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ১০৬ টাকা ০৩ পয়সা। অন্যদিকে, কলকাতায় লিটারপ্রতি ডিজেলের দাম কমে দাঁড়িয়েছে ৯২ টাকা ৭৬ পয়সা। কেন্দ্র এক্সাইজ ডিউটি কমিয়েছে, ভ্যাট কমাক রাজ্য। দাবি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। আগে কেন্দ্র রাজ্যের বকেয়া মেটাক। পাল্টা তৃণমূল।
ভবানীপুরে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা। পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ মৃতের পরিবারের। মৃতদেহ আটকে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। মৃতের নাম মিলন দাস। পরিবারের দাবি, গতকাল রাতে কয়েকজন সঙ্গীর সঙ্গে বসে মদ্যপান করছিলেন পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তি। অভিযোগ, সেইসময় পুলিশ এসে সকলকে ধরে নিয়ে গেলেও মিলনকে ফেলে রেখে চলে যায়। আজ সকালে রাস্তার ধারে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই ব্যক্তিকে। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে ভবানীপুর থানার পুলিশ।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে তার জেরে গরম খুব একটা কমবে না। জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
তৃণমূল পরিচালিত নৈহাটি পুরসভায় লক্ষাধিক টাকা দুর্নীতির অভিযোগ। গ্রেফতার পুরসভার তিন কর্মী। শহর জুড়ে পোস্টার সিপিএমের। আন্দোলনে নামার কথা ঘোষণা বিজেপির। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
ঝড়ের সতর্কতা সত্ত্বেও কীভাবে ফলো বোট ছাড়াই রোয়িং ? ২ ছাত্রের মৃত্যুতে উঠল প্রশ্ন। পরিবেশ বিধি দেখিয়ে কেএমডিএ-র শোকজের কারণ দেখাল ক্লাব।
কেন্দ্র এক্সাইজ ডিউটি কমানোর পরেই ফের উঠল রাজ্যে পেট্রোল-ডিজেলের ভ্যাট কমানোর দাবি। আগে বকেয়া মেটাক দিল্লি, পাল্টা তৃণমূল।
‘যেখানে ঝড় উঠেছে, সেখানেই নৌকা নিয়ে চলো’। শায়েরি ঘিরে অর্জুনের তৃণমূল ফেরার জল্পনা আরও জোরদার । ‘অর্জুনকে দলে ফেরানো হবে কিনা, ঠিক করবেন মমতা’। ‘তবে অর্জুন ফিরে এলে যেন আর দল বদল না করে’। জল্পনা জিইয়ে রেখে মন্তব্য তৃণমূল বিধায়ক তাপস রায়ের। ‘অর্জুন সিংহ দলে আসায় লাভটাই বা কী হয়েছে?’ অর্জুনকে নিয়ে জল্পনার মধ্যেই দিলীপ ঘোষের কটাক্ষ।
প্রেক্ষাপট
কলকাতা : এক নজরে সকালের শিরোনাম
- বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) ফিরতে চলেছেন অর্জুন সিংহ (Arjun Singh)! একদিন আগেই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। রবিবার সকাল থেকে চূড়ান্ত তৎপরতা। কলকাতার তাজ হোটেলে ছিলেন অর্জুন। অন্য দিকে, ক্যামাক স্ট্রিটে উত্তর ২৪ পরগনার বিধায়কদের নিয়ে সমন্বয় বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), যাতে অর্জুনকে ফেরানো নিয়ে কোথাও কোনও দ্বিমত না থাকে। এর পরই বিকেল সওয়া ৪টে নাগাদ তাজ থেকে বেরোন অর্জুন। সটান ক্যামাক স্ট্রিটে হাজির হন।
- বনগাঁর তৃণমূলনেত্রী (Bongaon TMC Leader) আলোরানি সরকার কি বাংলাদেশি (Bangladeshi) ? না কি এদেশের নাগরিক? এনিয়ে শুরু হয়েছে জোর তরজা। এরইমধ্যে বিজেপির (BJP) দাবি, আলোরানির বাংলাদেশের ভোটার কার্ডের প্রতিলিপি তাঁদের হাতে। এনিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে তৃণমূলও।
- কালবৈশাখীর ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি। বিপর্যস্ত শহরের উত্তর থেকে দক্ষিণ। ব্যাহত হল বিমান ও মেট্রো পরিষেবা। শহরের বিভিন্ন রাস্তায় গাছ পড়ে বিপত্তি। এরইমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাস, আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।
- পুরসভার (Municipality) উচ্ছেদ অভিযান ঘিরে কল্যাণীতে ধুন্ধুমার। বিজেপির পার্টি অফিস ভেঙে দেওয়ায় পুরকর্মীদের সঙ্গে মারামারি। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিজেপি কর্মীরা। যদিও তা মানতে নারাজ পুলিশ। বিজেপির বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে পুরসভা।
- জ্বালানির ক্ষতে শুল্ক হ্রাসের মলম! পেট্রোল-ডিজেলের এক্সাইজ ডিউটি কমাল কেন্দ্রীয় সরকার। পেট্রোলে ৮ টাকা এবং ডিজেলে ৬ টাকা করে কমানো হচ্ছে শুল্ক। ফলে প্রতি লিটার পেট্রোলে ৯ টাকা এবং প্রতি লিটার ডিজেলে ৭ টাকা দাম কমবে। সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে কেন্দ্র। একসুরে দাবি বিরোধীদের। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।
- শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সূত্রের খবর, মেয়ে অঙ্কিতার নিয়োগের সময় ফোনে কাদের কাদের সঙ্গে তাঁর কথা হয়েছিল? কী বিষয়ে কথা হয়েছিল? এই সব নিয়েই পরেশকে প্রশ্ন করে সিবিআই। এই ইস্যুতে রাজনৈতিক তরজাও চলছে সমানতালে।
- থার্ড লাইন সম্প্রসারণের জন্য আগামী শুক্রবার দুপুর ৩টে থেকে সোমবার দুপুর ৩টে পর্যন্ত বন্ধ থাকবে ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল। ফলে বাতিল হচ্ছে বহু মেল-এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন। প্রভাব পড়বে লোকাল পরিষেবাতেও।
- হাবড়ায় ইমারতি ব্যবসায়ী ও তাঁর সঙ্গীকে গুলিকাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। গোটা ঘটনায় ধৃত শম্ভু দে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে পুলিশের দাবি। গতকাল অশোকনগর এলাকা থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ। এই নিয়ে হাবড়ায় গুলিকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল ৬। বুধবার রাতে হাবড়ার শ্রীনগরে গুলিবিদ্ধ হন ইমারতি ব্যবসায়ী রাজু ঘোষ ও তাঁর সঙ্গী শান্তনু রায়। ছোড়া হয় বোমাও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -