West Bengal News Live Updates:তিহাড় জেলে সকন্যা-অনুব্রত, ফের পাশে থাকার বার্তা মমতার
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
আসন-রফা নিয়ে তৃণমূলের সঙ্গে জটিলতার মধ্যেই, জোট-বার্তা দিলেন রাহুল গান্ধী। কিন্তু, তাৎপর্যপূর্ণভাবে সোমবারই সংহতি মিছিলের পর পার্ক সার্কাসের জনসভা থেকে সিপিএমকে এবং নাম না করে কংগ্রেসকেও আক্রমণ করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বাংলায় 'INDIA' জোটের ভবিষ্য়ৎ কী? আদৌ কি কংগ্রেস-তৃণমূল জোট হবে?না কি কংগ্রেস-সিপিএম জোট বেধে লোকসভা ভোটে লড়বে? রাহুল গাঁধী বলেন, আমাদের সিট নেগোশিয়েশন চলছে, মমতাজির সঙ্গে আমার কথা হয়-পার্টির কথা হয়। কখনও কখনও ওদের কেউ বলে, কখনও আমাদের কেউ বলে, এটা বড় কিছু নয়।'
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে DA-আন্দোলনকারীদের মঞ্চে শুভেন্দু অধিকারী। সরকারি কর্মচারীদের ফের একবার নবান্ন অভিযান কর্মসূচি করার আহ্বান জানালেন বিরোধী দলনেতা। বাংলার বুকে গভীর কোনও চক্রান্তের ইঙ্গিত, মন্তব্য় করেছেন কুণাল ঘোষ।
কাজল শেখের ভূমিকায় ক্ষুব্ধ মমতা, নানুর-কেতুগ্রাম ছাড়া কোনও সংগঠন না দেখার নির্দেশ। পৌষ মেলা নিয়ে ডিএমের বৈঠক ছেড়ে বেরিয়ে আসায় ক্ষুব্ধ তৃণমূলনেত্রী: সূত্র
মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্ন মামলায় এবার, তাঁর প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহাদ্রাইকে তলব করল সিবিআই। আগামী বৃহস্পতিবার দুপুর ২টোয় সংশ্লিষ্ট বিষয়ে যাবতীয় তথ্যপ্রমাণ নিয়ে তাঁকে সিবিআই দফতরে সামনে হাজির হতে বলা হয়েছে।
আসন-রফায় তৃণমূলের সঙ্গে জটিলতার মধ্যেই জোট-বার্তা রাহুলের। 'মমতাজির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভাল। আমার দলের সঙ্গেও ওঁর সম্পর্ক ভাল। আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। কখনও আমাদের কেউ কিছু বলে দেন, কখনও ওঁদের কেউ বলে দেন', এতে জোটে কোনও প্রভাব পড়বে না, বার্তা রাহুল গাঁধীর
'কেষ্টকে ভোলা যাবে না, বিনা কারণে আটকে রাখা হয়েছে', জেলবন্দি কেষ্টের পাশে দাঁড়িয়ে ফের দলীয় নেতৃত্ব বুঝিয়ে দিলেন নেত্রী: সূত্র ।
সাধারণ মানুষের কথা মোদি বা যোগী সরকার ভাবে না। নরেন্দ্র মোদি ও ভিভিআইপিদের সামলাতেই ব্যস্ত। ভিড় সামলাতে কোনও পরিকল্পনাই নেই। এটাই মোদি ও যোগী সরকারের রূপ, পাল্টা আক্রমণ জয়প্রকাশ মজুমদার।
'বিজেপির রাজনৈতিক প্রচারের জন্য ছুটি দেওয়া হয়। কিন্তু দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের জন্য ছুটি দেওয়া হয় না। ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কেন ছুটি ঘোষণা নয় কেন্দ্রের ?' বিজেপিকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের।
গত কুড়ি বছর ধরে চেষ্টা করেও নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটির দিন হিসাবে ঘোষণা করতে পারিনি। অথচ আমাদের দেশে রাজনৈতিক প্রচারের দিনেও ছুটি ঘোষণা করা হয়।' নেতাজির জন্মদিনের অনুষ্ঠানমঞ্চে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর।
মেদিনীপুরে রাম মন্দিরে দিলীপ ঘোষকে কর্মসূচি পালনে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
'নেতাজির তৈরি করা প্ল্যানিং কমিশন বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার। তার বদলে হয়েছে নীতি-আয়োগ, যার নীতি নেই আয়োগও নেই।' নেতাজির জন্মদিনের অনুষ্ঠানে বিজেপি সরকারকে আক্রমণ করে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।
হরিদেবপুরের বরদা কলোনিতে এক ব্যক্তির রহস্যমৃত্যু। সাতসকালে বাড়ির লাগোয়া রাস্তায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বছর ছাপ্পান্নর ওই ব্যক্তিকে। মৃতের নাম ফাল্গুনী দত্ত। পরিবারের দাবি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওই কর্মী গতকাল বিয়েবাড়িতে গিয়েছিলেন। রাতে না ফেরায়, খোঁজাখুঁজি করেন স্ত্রী। আজ সকালে প্রতিবেশীরা দেহ দেখতে পেয়ে স্ত্রীকে খবর দেন। নর্দমার মধ্যে মাথা ও দেহ রাস্তায় পড়ে থাকায়, এই মৃত্যুর পিছনে রহস্য আছে বলে দাবি করেছেন মৃতের স্ত্রী। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ।
লোকসভা ভোটের আগে ফের পুরনো মেজাজে আরাবুল ইসলাম। নৌশাদ সিদ্দিকিকে ভাঙড়ের মাটিতে পুঁতে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক। গতকাল ভাঙড়ের সাতুলিয়ায় তৃণমূলের সংহতি দিবস উদ্যাপনের মঞ্চে দাঁড়িয়ে আরাবুলের কটাক্ষ, ভাঙড় থেকে পিছু হঠে ডায়মন্ড হারবার যাচ্ছেন নৌশাদ, ওখানকার লোক তাঁকে গলা ধাক্কা দেবে। একুশে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে সভা করে ISF। নৌশাদ সেই কর্মসূচিতে ছিলেন না। পরের দিনই ভাঙড়ে সভা করে ISF বিধায়ককে হুঁশিয়ারি দিলেন আরাবুল ইসলাম। তৃণমূল ভয়ে কাঁপছে, তাই ভুল বকছেন ওঁদের নেতারা। পাল্টা কটাক্ষ করেন নৌশাদ সিদ্দিকি।
সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশের সীমান্ত রক্ষী। বনগাঁ সীমান্তে আহত বিজিবি জওয়ান। ওই এলাকায় গরুপাচারের খবর পেয়ে হানা দিয়েছিল বিএসএফ। ওই সময় পাচারকারীরা চড়াও হয় বিএসএফের উপর, খবর সূত্রের। পরিস্থিতি মোকাবিলায় গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ, খবর সূত্রের। গুলিতে আহত হয় ১ ব্যক্তি, হাসপাতালে নিয়ে গেলে জানা যায় সে বাংলাদেশের নাগরিক। পরে জানা যায়, ওই ব্যক্তি বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্য
'আমি গত কুড়ি বছর ধরে চেষ্টা করেও নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটির দিন হিসাবে ঘোষণা করতে পারিনি। অথচ আমাদের দেশে রাজনৈতিক প্রচারের দিনেও ছুটি ঘোষণা করা হয়', নেতাজির জন্মদিনে মন্তব্য মমতার।
আমডাঙার রাহানা গ্রামে নির্মাণ কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই রাজমিস্ত্রির মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল। আরও এক নির্মাণ শ্রমিক জখম হন। আমডাঙার রাহানা গ্রামে বাড়ি তৈরির কাজ করছিলেন ওই শ্রমিকরা। স্থানীয়দের দাবি, ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়, ৩ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। ২ জনের মৃত্যু হয়। প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
ধর্মতলায় নেতাজিকে নিয়ে র্যালি শুভেন্দু অধিকারীর। র্যালির পর করলেন নেতাজি মূর্তিতে মাল্যদান।
'INDIA'র মিটিং করি, 'INDIA' নাম আমি দিয়েছি। কিন্তু, আমার দুঃখ হয় এটা বলতে গিয়ে, আমি যখন বৈঠকে যাই দেখতে পাই, সিপিএম মিটিং পরিচালনা করছে। যার সঙ্গে আমার জীবনের ৩৪ বছর লড়াই করেছি, আমি তার কোনও উপদেশ মানব না, প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের
নেতাজির ১২৭ তম জন্মদিনে রাজপথে বামেদের মিছিল। ধর্মতলা থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিলে সূর্যকান্ত মিশ্ররা। নেতাজির জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসেবে পালন বামেদের। ধর্মতলায় নেতাজিকে নিয়ে র্যালি শুভেন্দু অধিকারীর।আজ সন্ধেয় লালকেল্লায় 'পরাক্রম দিবস' পালন অনুষ্ঠান। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মবার্ষিকী। আজ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পালন করা হবে 'ভারত পর্ব'। 'ভারত পর্ব' অনুষ্ঠানের আয়োজন হয়েছে রামলীলা ময়দান, লালকেল্লার মাধব দাস পার্কে।
অযোধ্য়ায় রাম মন্দির প্রতিষ্ঠার দিন, শেখ শাহজাহানকে ছাড়া সন্দেশখালিতে তৃণমূলের প্রথম রাজনৈতিক কর্মসূচি। সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোর নেতৃত্বে সরবেড়িয়ায় বাসন্তী হাইওয়েতে সংহতি মিছিল করলেন তৃণমূল কর্মী, সমর্থকরা। ED-র ওপর হামলায় অভিযুক্ত সন্দেশখালি ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ শাহজাহান ওই ঘটনার পর থেকেই বেপাত্তা। তিনি ছাড়া গতকাল তৃণমূলের সংহতি মিছিলে গরহাজির ছিলেন সন্দেশখালি ২ নম্বর ব্লকের সভাপতি ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য শিবপ্রসাদ হাজরা, শেখ শাহজাহানের ভাই, যুব তৃণমূল নেতা শেখ আলমগির-সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা। কিছু সমস্যা রয়েছে বলে স্বীকার করেছেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো।
গোসাবায় তৃণমূলের সংহতি মিছিল ঘিরেও প্রকাশ্যে এল কোন্দল।উদ্দেশ্য এক এবং এলাকা এক হলেও, আলাদা আলাদা মিছিল করলেন বিধায়ক সুব্রত মণ্ডল ও গোসাবা ব্লক তৃণমূল সহ সভাপতি ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের ডেপুটি স্পিকার অনিমেষ মণ্ডল। প্রথমে গোসাবা ব্লক অফিস থেকে আরামপুর ঘুরে গোসাবা বাজার পর্যন্ত মিছিল করেন গোসাবার তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডল। প্রায় একই সময়ে গোসাবার চণ্ডীর মোড় থেকে ৫ কিলোমিটার পথ ঘুরে গোসাবা বাজারে শেষ হয় ব্লক সহ সভাপতি অনিমেষ মণ্ডলের মিছিল। ১০০ মিটারের ব্যবধানে আলাদা আলাদা পথসভাও করেন বিধায়ক ও ব্লক সহ সভাপতি। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠান। আজ রেড রোডে নেতাজির মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে রেড রোডে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী।
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে DA-আন্দোলনকারীদের পাশে শুভেন্দু অধিকারী। ধর্মতলায় ধর্নামঞ্চে গিয়ে রাজ্য সরকারকে কড়া আক্রমণ করলেন বিরোধী দলনেতা। আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীদের সমর্থন জানিয়ে বললেন, এদেরকে দিয়ে ভোট চুরি করাতে পারবেন না বলেই দমন-পীড়ন চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। এই সরকার রাজ্যে সরকারি চাকরির বাজার নষ্ট করেছে বলেও অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।
নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে আজ ধর্মতলায় জাতীয় পতাকা নিয়ে মিছিল শুভেন্দুর।
কলকাতায় আজ এই মরশুমের শীতলতম দিন। এবারের শীতে এই প্রথম এগারোর ঘরে নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকাল থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। উত্তুরে হাওয়া রীতিমতো কাঁপুনি ধরাচ্ছে। কাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। যার প্রভাব পড়তে পারে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায়। দিল্লিতে চলছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমেছে সাতের ঘরে। শীতে জবুথবু গোটা উত্তর ভারত।
পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের উদ্যোগে আজ মেদিনীপুরেও সংহতি দিবস কে সামনে রেখে একটি মিছিল বার করা হয়। যেখানে পা মেলান তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা, বিধায়ক জুন মালিয়া সহ আরো অনেকে। মিছিলে সব ধর্মের প্রতিনিধিদের সামনের সারিতে রাখা হয়। মিছিল শেষে আয়োজন করা হয় একটি ছোট্ট পথসভার।
সোমবার সন্ধেয় জোকা ESI হাসপাতালে অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে গেল হাসপাতালের লেবার রুম। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর, বন্ধ থাকা একটি কোভিড ওয়ার্ড থেকে ৩ তলায় আগুন লাগে। ঘটনার পর লেবার রুমের পাশের ওয়ার্ডে থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও তৎপরতার সঙ্গে তাঁদের নিরাপদ স্থানে সরানো হয়। হতাহতের কোনও খবর নেই। দমকলের ৩টি ইঞ্জিনের দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে জোকা ESI-এ আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের। তবে অল্পের জন্য বড় দুর্ঘটনার থেকে রক্ষা মিলেছে।
দক্ষিণ দিনাজপুর এক লক্ষ প্রদীপ জ্বেলে শ্রীরামের আরতি বালুরঘাটে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থক এ দিন বালুরঘাটে আত্রেয়ী নদীতে শ্রীরাম চন্দ্রের আরতি করেন। ২১ জন পুরোহিত দিয়ে সন্ধ্যা আরতির ব্যবস্থা করা হয় বালুরঘাটে। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার সাথে সাথেই দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিভিন্ন জায়গায় রাম পূজোতে মাতেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন আত্রেয়ী নদীর পাড়ে এক লক্ষ প্রদীপ জ্বালানো হয়। পুরোহিত দিয়ে মন্ত্র উচ্চারণের মাধ্যমে রামের আরতি করেন উপস্থিত সকলের।
কলকাতাতেও অযোধ্য়ার উচ্ছ্বাস। রাম মন্দিরের প্রতিকৃতি নিয়ে রাজপথে মিছিল করলেন শুভেন্দু অধিকারী। পুজো দিলেন পোস্তার রাম মন্দিরে। যোগ দিলেন অষ্টপ্রহরযজ্ঞে। সন্ধারতি করলেন হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে। কলকাতায়, রাম মন্দিরে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্য়মে অযোধ্য়ায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার মুহূর্তের সাক্ষী থাকলেন রাজ্য়পালও।
অপেক্ষার অবসান। অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিশেষ দিনে রাজ্য়ের বিভিন্ন মন্দিরে পুজা দিলেন বঙ্গ বিজেপির নেতা-নেত্রীরা। কোচবিহারের রাজারহাটে নবনির্মিত রাম মন্দিরের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
প্রেক্ষাপট
কলকাতা: কলকাতায় আজ এই মরশুমের শীতলতম দিন। এবারের শীতে এই প্রথম এগারোর ঘরে নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকাল থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। উত্তুরে হাওয়া রীতিমতো কাঁপুনি ধরাচ্ছে। কাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। যার প্রভাব পড়তে পারে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায়। ঘন কুয়াশায় ঢাকা দিল্লি, চলছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমেছে সাতের ঘরে। গোটা উত্তর ভারত শীতে জবুথবু। কুয়াশার জেরে দিল্লি থেকে ছাড়া ২৮টি ট্রেন দেরিতে চলছে। বিমান চলাচলেও প্রভাব পড়েছে।
রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধনের দিন তৃণমূলের (TMC) তরফে দেওয়া হল সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা। জেলায় জেলায় মিছিল করলেন তৃণমূলে নেতা-কর্মীরা। 'রাম'-ভজনা করলেন শিলিগুড়ির (Siliguri) তৃণমূল নেতা গৌতম দেব। পাল্টা, জবাব দিয়েছে বিজেপি (BJP)।
কলকাতা থেকে জেলায় জেলায়, তৃণমূলের তরফে দেওয়া হল সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা। উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে এদিন মিছিল করে তৃণমূল। সন্দেখালির এক এবং দুই নম্বর ব্লক মিলিয়ে সংহতি মিছিল করা হয়। জলপাইগুড়ি শহরেরও মিছিল করে তৃণমূল। মিছিল যায় বিজেপির জেলা পার্টি অফিসের সামনে দিয়ে। তখন, তৃণমূলের তরফে জয় বাংলা আর বিজেপির তরফে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -