West Bengal News Live Updates: জয়নগরকাণ্ডে এবার সিপিএমকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
আমডাঙায় তৃণমূল নেতা খুনে এফআইআর-এ নাম থাকা ৩ অভিযুক্ত এখনও অধরা। প্রতিবাদে জাতীয় সড়কে জ্বলল টায়ার। বৃহস্পতিবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল নেতার অনুগামীরা।
উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পে দুর্নীতির অভিযোগ। প্রতিবাদে পানীয় জলের পাইপ লাইনের কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন না ঠিকাদার। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
সল্টলেকে নিয়োগের দাবি ধর্নায় আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের মঞ্চে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, আইনজীবী কৌস্তভ বাগচি। নিয়োগ দুর্নীতি নিয়ে তীব্র আক্রমণে বিজেপি বিধায়ক। পদক্ষেপ করুক কেন্দ্র, আক্রমণ হিরণ চট্টোপাধ্যায়ের। চাকরিপ্রার্থীদের যেখানে বসতে দেওয়া হয়েছে সেখানে নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা, পরিবেশ অস্বাস্থ্যকর। অভিযোগ করেছিলেন চাকরিপ্রার্থীরা। ব্যবস্থা করতে বায়ো টয়লেটের। এই দাবি তুলে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় কৌস্তভ বাগচীর।
'এদের পরিকল্পনা এখন মহুয়াকে তাড়িয়ে দেওয়া। তাতে তো মহুয়া পপুলার হয়ে যাবে, তিনমাসের জন্য। যেটা ভিতরে বলত, সেটা বাইরে বলবে, রোজ সাংবাদিক বৈঠক করে বাইরে বলবে, কি যায় আসে। নির্বাচনের তিন মাস আগে মূর্খ না হলে কেউ এসব করে'। ক্যাশ ফর কোয়েশ্চেনকাণ্ডে মহুয়ার পাশে থেকে বার্তা মমতার
ঝালদা পুরসভার চেয়ারপার্সনের অপসারণ চেয়ে জোড়া মামলা কলকাতা হাইকোর্টে। শীলা চট্টোপাধ্যায়ের অপসারণ চেয়ে আদালতে কংগ্রেস। কাউন্সিলর পূর্ণিমা কান্দু। গত পুরভোটে ঝালদার ১২টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস-তৃণমূল, দু'দলই ৫টি করে আসনে জয়ী। ঝালদা পুরসভার ২টি আসনে জয়ী হন নির্দল প্রার্থীরা। ৬ সেপ্টেম্বর ঝালদায় কংগ্রেসের পুরবোর্ড ফেলে দেয় তৃণমূল। চেয়ারপার্সন-সহ ৩ কংগ্রেস ও ২ নির্দল কাউন্সিলরের দলবদলে পড়ে যায় কংগ্রেসের পুরবোর্ড।
'যাঁরা নতুন এসেছেন, পুরনোদের সম্মান দিন, পুরনো যাঁরা আছেন নতুনদের কাছে টেনে নিন। পুরনো কেউ বঞ্চিত হলে তাঁকে নতুন দায়িত্ব দেওয়া হবে। কেউ বাইরে থাকুক চাই না, নতুন কেউ যোগ দিতে চাইলে যোগদান করান। তৃণমূল নেতা-কর্মীদের উদ্দেশে বার্তা তৃণমূলনেত্রীর।
হাইকোর্টের অনুমতি নিয়ে ত্রাণ নিয়ে জয়নগরের দলুয়াখাকি গ্রামে সিপিএমের প্রতিনিধিদল। একই দিনে, একই সময়ে হাজির বিজেপিও। কারা ঢুকবে গ্রামে, তা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়ায় দলুয়াখাকিতে। সিপিএমের দাবি, আদালতের অনুমতি থাকলেও, তাঁদের গ্রামে ঢুকতে বাধা দেয় পুলিশ। অথচ বিজেপিকে যেতে দেওয়া হচ্ছে। এই নিয়ে মহকুমা শাসকের সঙ্গে বাদানুবাদে জড়ান সিপিএম নেতারা। সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়ের দাবি, গতকাল জয়নগরের আইসি মেল করে জানান, আজ দলুয়াখাকিতে যাবেন বিরোধী দলনেতা। তাই সিপিএমের প্রতিনিধিদলকে যাওয়ার অনুমতি দেওয়া যাচ্ছে না। শেষপর্যন্ত আদালতের ছাড়পত্র দেখিয়ে ত্রাণ নিয়ে গ্রামে ঢোকেন প্রতিনিধিদলের ৫ সদস্য।
সিপিএমের পর ত্রাণ নিয়ে জয়নগরের দলুয়াখাকি গ্রামে গেলেন শুভেন্দু অধিকারী। বগটুইয়ের ধাঁচে পুড়িয়ে মারার ছক ছিল, অভিযোগ বিরোধী দলনেতার। ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস
প্রেক্ষাপট
কলকাতা: উত্তরকাশীর (Uttarkashi) অন্ধকার সুড়ঙ্গে আলোর আশা। বারবার ব্যাহত হলেও উদ্ধারকাজ ঘিরে চূড়ান্ত তৎপরতা। ১০টির মধ্যে ঢোকানো হয়েছে ৯টি পাইপ। ৪১ জন শ্রমিকের উদ্ধার এখন সময়ের অপেক্ষা।
লোকসভা ভোটের (Loksabha Election) আগে নেতাজি ইন্ডোরে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মেগা বৈঠক। চোখের সমস্যার কারণে এলেন না অভিষেক (Abhishek Banerjee)। যোগ দিলেন ভার্চুয়ালি।
জয়নগরে ফের সিপিএমের (CPM) প্রতিনিধি দল। হাইকোর্টের অনুমতি সত্ত্বেও বাধা দেওয়ার চেষ্টা পুলিশের, অভিযোগ বামেদের। আজই বিজেপিকেও (BJP) পুলিশ অনুমতি দেওয়ায় বিতর্ক।
ফের উত্তপ্ত আমডাঙা (Amdanga)। ৭ দিন পরেও পঞ্চায়েত প্রধান খুনে এফআইআরে নাম থাকা অভিযুক্তরা অধরা। প্রতিবাদে আগুন জ্বালিয়ে বেশ কিছুক্ষণের জন্য জাতীয় সড়ক অবরোধ।
কালনা পুরসভায় (Kalna Municiaplity) ফের শাসকের কোন্দল। চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের (TMC) ১৪ কাউন্সিলরের। দুর্নীতিসহ একাধিক অভিযোগ। দলের কথা মেনেই কাজ, সাফাই পুরপ্রধানের।
হাসপাতালে ভর্তির বদলে রক্তাক্ত অবস্থায় গেটে ফেলে উধাও পুলিশ? প্রশ্নে মুচিপাড়া থানা। দলীয় কর্মীদের হাতেই আক্রান্ত তৃণমূলকর্মী মেডিক্যালের গেট থেকে উদ্ধার।
মরশুমে প্রথম কলকাতায় কুড়ির নীচে পারদ। রাজ্যে শীতের অনুকূল পরিস্থিতি। দক্ষিণবঙ্গে আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -