West Bengal News Live Updates: ৩ দিন পর পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতি প্রত্যাহার

Get the latest West Bengal News Highlights: শহর থেকে জেলা, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 24 Jul 2024 10:10 PM
West Bengal News Live: কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যা 

কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যা। মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। রাত সোয়া ৯টা থেকে ডাউন লাইনে বন্ধ মেট্রো। 

WB News Live Updates: জেলে জেসিবি, এখনও চোপড়ায় গ্যাংয়ের অত্যাচার?

জেলে জেসিবি, এখনও চোপড়ায় গ্যাংয়ের অত্যাচার? পাওনা টাকা চাওয়ায় হামলা, ফাটিয়ে দেওয়া হল মাথা। সিকিমে কাজ করতে গিয়েও টাকা আটকে রাখার অভিযোগ।

West Bengal News Live: আড়িয়াদহে রাস্তায় ফেলে মা-কলেজ ছাত্রকে গণপিটুনি, জয়ন্তের পুলিশ হেফাজত

আড়িয়াদহে রাস্তায় ফেলে মা-কলেজ ছাত্রকে গণপিটুনি, জয়ন্তের পুলিশ হেফাজত। জয়ন্তের শাগরেদ সৈকত মান্নারও ৩দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। জয়ন্তের আরেক শাগরেদ রাহুল গুপ্তর ৩দিনের জেল হেফাজত। 

WB News Live Updates: গ্রেফতারির প্রায় ৩ সপ্তাহ পরেও স্বমহিমায় আড়িয়াদহকাণ্ডের অভিযুক্ত!

গ্রেফতারির প্রায় ৩ সপ্তাহ পরেও স্বমহিমায় আড়িয়াদহকাণ্ডের অভিযুক্ত! ব্যারাকপুর কোর্টে পেশের সময় জয়ন্তকে ধরেও রাখল না পুলিশ! পকেটে হাত, প্রিজন ভ্যান থেকে সটান প্রবেশ জয়ন্তর, ধরেই রাখল না পুলিশ! দেখা যাক কী হয়, গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে বললেন সংবাদমাধ্যমকে। 

West Bengal News Live: রিজেন্ট পার্কে টালি নালায় মহিলার বস্তাবন্দি দেহ, এখনও রহস্য

রিজেন্ট পার্কে টালি নালায় মহিলার বস্তাবন্দি দেহ, এখনও রহস্য। 'বস্তাবন্দি অবস্থায় জলে ফেলার সময়েও জীবিত ছিলেন মহিলা', মাথার পিছনে আঘাত, জলে ডুবেই মৃত্যু, প্রাথমিক রিপোর্ট ময়নাতদন্তের, খবর সূত্রের।

WB News Live Updates: বাজেটে বৈষম্যের অভিযোগ, প্রতিবাদে সরব বিরোধীরা

বাজেটে বৈষম্যের অভিযোগ, প্রতিবাদে সরব বিরোধীরা। সংসদ ভবনের সামনে ইন্ডিয়া জোটের বিক্ষোভ। শরিকে কল্পতরু তৃতীয় মোদির সরকারের প্রথম বাজেট।

West Bengal News Live: বঞ্চনা নিয়ে অভিযোগ করতে গিয়ে সৌমিত্রকে আক্রমণ করতে গিয়ে অভিষেকের মুখে সুজাতার প্রসঙ্গ

বঞ্চনা নিয়ে অভিযোগ করতে গিয়ে সৌমিত্রকে আক্রমণ করতে গিয়ে অভিষেকের মুখে সুজাতার প্রসঙ্গ। তীব্র প্রতিবাদ বিজেপি সাংসদদের। 

WB News Live Updates: বিধানসভায় বেনজির ছবি, শুভেন্দুর দিকে তেড়ে গেলেন তৃণমূল বিধায়ক

বিধানসভায় বেনজির ছবি, শুভেন্দুর দিকে তেড়ে গেলেন তৃণমূল বিধায়ক। বিধানসভার অলিন্দে বিরোধী দলনেতার দিকে তেড়ে গেলেন তপন চট্টোপাধ্যায়। শুভেন্দুর পুরনো আক্রমণের প্রসঙ্গ টেনে সরব তৃণমূল বিধায়ক। 

West Bengal News Live: ৩ দিন পর পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতি প্রত্যাহার

৩ দিন পর পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতি প্রত্যাহার। রাজ্য সরকারের কড়া বার্তার পর কর্মবিরতি প্রত্যাহার আলু ব্যবসায়ী সমিতির। 

WB News Live Updates: মালদার সমবায় সমিতিতে ভরদুপুরে গান পয়েন্টে ডাকাতি!

মালদার সমবায় সমিতিতে ভরদুপুরে গান পয়েন্টে ডাকাতি! ক্যাশিয়ারের পেটে গুলি, টাকা নিয়ে বোমাবাজি করে চম্পট! সোনার দোকানের পর মালদায় ভরদুপুরে সমবায় সমিতিতে ডাকাতি। ভরদুপুরে গাজোলে সমবায় সমিতিতে ডাকাতি, গুলিবিদ্ধ ক্যাশিয়ার। গাজোলের কেষ্টপুরে সমবায় সমিতিতে সশস্ত্র ডাকাতদলের হানা। ডাকাতিতে বাধা, গুলিবিদ্ধ সমবায় সমিতির ক্যাশিয়ার। 'গান পয়েন্টে ভল্ট খুলিয়ে লুঠ, ক্যাশিয়ারের পেটে গুলি। ৮-১০জনের দুষ্কৃতী দলের হামলা, বোমাবাজি করে চম্পট', ক্যাশিয়ারকে গুলি, ব্যাঙ্ক থেকে ৪ লক্ষ টাকা লুঠের অভিযোগ। 

West Bengal News Live: মুখ্যমন্ত্রীর আসার আগে ধনধান্য অডিটোরিয়ামে ভাঙল তোরণ, আহত ২, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

মুখ্যমন্ত্রীর আসার আগে ধনধান্য অডিটোরিয়ামে ভাঙল তোরণ। ধনধান্য অডিটোরিয়ামে ১ নম্বর গেটের কাছে তোরণ ভেঙে আহত ২। উত্তম কুমার স্মরণে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আসার আগে দুর্ঘটনা। এসএসকেএমের ট্রমা সেন্টারে ভর্তি করা হল গুরুতর আহত ২জনকে। মুখ্যমন্ত্রীর আসার কিছুক্ষণ আগে দুর্ঘটনা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন। ভেঙে পড়া তোরণের নীচ দিয়েই যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। দুর্ঘটনার প্রায় আধ ঘণ্টা পরে ওই পথেই ঢোকে মুখ্যমন্ত্রীর কনভয়। 

WB News Live Updates: মুখ্যমন্ত্রীর আসার আগে ধনধান্য অডিটোরিয়ামে ভাঙল তোরণ

মুখ্যমন্ত্রীর আসার আগে ধনধান্য অডিটোরিয়ামে ভাঙল তোরণ। ধনধান্য অডিটোরিয়ামে ১ নম্বর গেটের কাছে তোরণ ভেঙে আহত ২। উত্তম কুমার স্মরণে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আসার আগে দুর্ঘটনা। এসএসকেএমের ট্রমা সেন্টারে ভর্তি করা হল গুরুতর আহত ২ জনকে। 

West Bengal News Live: এবার মালদায় ভরদুপুরে ব্যাঙ্কে ডাকাতি, গুলিবিদ্ধ ১

সোনার দোকানের পর এবার মালদায় ভরদুপুরে ব্যাঙ্কে ডাকাতি। ভরদুপুরে মালদার গাজোলে সমবায় ব্যাঙ্কে ডাকাতি, গুলিবিদ্ধ ১। গাজোলের কেষ্টপুরে সমবায় ব্যাঙ্কে সশস্ত্র ডাকাতদলের হানা।

WB News Live Updates: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মামলা, সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মামলা, সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ। অন্তর্বর্তী নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মুখ্যমন্ত্রীর আইনজীবী। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশে বাকস্বাধীনতার হস্তক্ষেপের অভিযোগ।

West Bengal News Live: 'এখন বিজেপির নীতি জো হামারা সাথ, হাম উনকা সাথ', মন্তব্য অভিষেকের

বাজেটে বৈষম্যের অভিযোগ, মোদি সরকারকে আক্রমণে অভিষেক। শরিকদের তুষ্ট করতে বাজেট মোদি সরকারের, আক্রমণে অভিষেক। 'সব কা সাথ, সব কা বিকাশের কথা বলে ক্ষমতায় এসেছিল বিজেপি। এখন বিজেপির নীতি জো হামারা সাথ, হাম উনকা সাথ'। শুভেন্দুর মন্তব্য টেনে লোকসভায় বিজেপিকে নিশানা অভিষেকের। 


 

WB News Live Updates: বাজেট নিয়ে মোদি সরকারকে নিশানা অভিষেকের

বাজেট নিয়ে মোদি সরকারকে নিশানা অভিষেকের। 'বাজেটে দেশবাসীর সঙ্গে প্রতারণা। শরিকদের তুষ্ট করতে এই বাজেট। তোষণের রাজনীতি আর চলবে না', সরাসরি আক্রমণ অভিষেকের। 

West Bengal News Live: বিধানসভায় বিরোধী দলনেতার দিকে তেড়ে গেলেন শাসক বিধায়ক

বিধানসভায় বিরোধী দলনেতার দিকে তেড়ে গেলেন শাসক বিধায়ক
বিধানসভার অলিন্দে শুভেন্দুর দিকে তেড়ে গেলেন তপন চট্টোপাধ্যায়
পূর্বস্থলীর তৃণমূল বিধায়কের রোষের মুখে বিরোধী দলনেতা

WB News Live Updates: পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু

পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু
অর্পিতার ১৬টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু আয়কর দফতরের
ওই সব সম্পত্তির মধ্যে আগেই কয়েকটি অ্যাটাচ করেছে ইডি
আলিপুর মহিলা সংশোধনাগারে গিয়ে অর্পিতাকে জেরা আয়কর দফতরের
১৬টি বেনামি সম্পত্তির বিষয়ে জেরা, আয়কর দফতর সূত্রে খবর
ওই সব সম্পত্তি তাঁরই, জেরায় দাবি অর্পিতার
আয়কর দফতরের জেরায় পার্থর নাম নেননি অর্পিতা, সূত্রের খবর
জেরার সময় কান্নায় ভেঙে পড়েন অর্পিতা, আয়কর দফতর সূত্রে খবর

West Bengal News Live: 'হিমঘরে আলু আটকে রাখা যাবে না, প্রয়োজনে হিমঘর অভিযান' কড়া বার্তা মুখ্যসচিবের 

বাইরে আলু রফতানিতে প্রশাসনের নিষেধাজ্ঞার জেরে আন্দোলনে ব্যবসায়ীরা
ব্যবসায়ীদের কর্মবিরতির তৃতীয় দিনে পাইকারি বাজারে চড়া আলুর দাম
আলুর দাম নিয়ন্ত্রণে জেলাশাসকদের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের
'হিমঘরে আলু আটকে রাখা যাবে না, প্রয়োজনে হিমঘর অভিযান'
ডিএম-দের সঙ্গে বৈঠকে কড়া বার্তা মুখ্যসচিবের 

WB News Live Updates: পুজো নিয়ে কড়াকড়ি, ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি নেতা সজল ঘোষের

পুজো নিয়ে কড়াকড়ি, ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি নেতা সজল ঘোষের

West Bengal News Live: রক্তদান শিবিরে হলঘর দিতে 'না' বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের

প্রাথমিক শিক্ষকদের রক্তদান শিবিরে হলঘর দিতে 'না' 
রক্তদান শিবিরে হলঘর দিতে 'না' বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের
আদালতের দ্বারস্থ শিক্ষক সংগঠন
রক্তদান শিবিরের অনুমতি দিলেন বিচারপতি অমৃতা সিন্হা

WB News Live Updates: বিজেপির বিক্ষোভে উত্তাল বিধানসভা, নারী নির্যাতনের অভিযোগে সরব গেরুয়া শিবির

বিজেপির বিক্ষোভে উত্তাল বিধানসভা। নারী নির্যাতনের অভিযোগে সরব গেরুয়া শিবির। বিরোধীদের বলতে না দেওয়ার অভিযোগ শুভেনদুর। গুরুত্বে নারাজ তৃণমূল।

West Bengal News Live: নারী নির্যাতনে প্রতিবাদে বিধানসভায় বিক্ষোভ বিজেপির 

নারী নির্যাতনে প্রতিবাদে বিধানসভায় বিক্ষোভ বিজেপির 

WB News Live Updates: কয়েকদিন বন্ধ থাকার পর, আজ থেকে বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে ফের চালু হল আমদানি-রফতানি

কয়েকদিন বন্ধ থাকার পর, আজ থেকে বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে ফের চালু হল আমদানি-রফতানি। সংরক্ষণ-ইস্যুতে আন্দোলনের জেরে অশান্ত বাংলাদেশ। প্রতিবেশী দেশে মৃত্যুমিছিল, বিক্ষোভ, কার্ফু --- এসবের কারণে শনিবার থেকে বনগাঁর পেট্রাপোল সীমান্তে বন্ধ হয়ে গিয়েছিল আমদানি-রফতানি। আজ সকাল সাতটা থেকে পুনরায় তা চালু হয়। 

West Bengal News Live: পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু

পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু। অর্পিতার ১৬টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু আয়কর দফতরের। 

WB News Live Updates: বাজেটে বৈষম্যের অভিযোগ, প্রতিবাদে সরব বিরোধীরা

বাজেটে বৈষম্যের অভিযোগ, প্রতিবাদে সরব বিরোধীরা। সংসদ ভবনের সামনে ইন্ডিয়া জোটের বিক্ষোভ। 

West Bengal News Live: তৈরি হওয়ার একবছরের মধ্যেই ভেঙে গেল কংক্রিটের নদীবাঁধ

তৈরি হওয়ার একবছরের মধ্যেই ভেঙে গেল কংক্রিটের নদীবাঁধ
বাঁধ নির্মাণে দুর্নীতি ও পরিকল্পনায় ত্রুটির অভিযোগ স্থানীয়দের
 কটালের জলোচ্ছ্বাসে সাগরে তলিয়ে গেছে কংক্রিটের নদীবাঁধ
নোনাজল ঢুকে প্লাবিত পাথরপ্রতিমার গোবর্ধনপুরের বিস্তীর্ণ এলাকা
 জলমগ্ন একশোর বেশি কাঁচা বাড়ি, পুকুর ও কয়েকশো বিঘা চাষের জমি

WB News Live Updates: এবার আরও বাড়ল দুর্গাপুজোর সরকারি অনুদান

এবার আরও বাড়ল দুর্গাপুজোর সরকারি অনুদান। পুজো কমিটি পিছু অনুদান ৭০ হাজার টাকা থেকে বেড়ে হল ৮৫ হাজার। পরের বছর দেওয়া হবে এক লক্ষ টাকা। ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী। করদাতাদের টাকায় কি ভোটের-ভেট দেওয়া হচ্ছে? প্রশ্ন তুলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধীরা।

West Bengal News Live: ফের তৃণমূল নেতার দাদাগিরি! রায়গঞ্জের পর এবার কুলপি

ফের তৃণমূল নেতার দাদাগিরি! রায়গঞ্জের পর এবার কুলপি
অফিসে ঢুকে পঞ্চায়েত সচিবকে মার তৃণমূলের উপপ্রধানের

WB News Live Updates: পুজোর জন্য ক্লাব পিছু এবার ৮৫ হাজার টাকা অনুদান রাজ্যের

পুজোর জন্য ক্লাব পিছু এবার ৮৫ হাজার টাকা অনুদান রাজ্যের
৭০ হাজার থেকে বেড়ে এবার পুজোর অনুদান ৮৫ হাজার টাকা
৪৩ হাজারের বেশি ক্লাবকে ৮৫ হাজার করে রাজ্য সরকারি অনুদান
২০২৫-এ পুজো কমিটি পিছু অনুদান দেওয়া হবে ১ লক্ষ টাকা: মুখ্যমন্ত্রী
ফায়ার লাইসেন্স-সহ সমস্ত সরকারি ফি মকুবের ঘোষণা বহাল
বিদ্যুতের দামে ৭৫ শতাংশ ছাড়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর
১৫ অক্টোবর দুর্গা পুজোর কার্নিভাল

West Bengal News Live: কাল দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাজেট পেশের পর শনিবার নীতি আয়োগের বৈঠক। কাল দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের পর এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিল্লি সফর। নীতি আয়োগের বৈঠকের আগে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাজেটে বৈষম্যের অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তৃতীয় মোদি সরকারের বাজেটকে জনবিরোধী ও গরিব বিরোধী বলে সরব হয়েছেন তিনি। 

WB News Live Updates: প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক সাক্ষাতের জন্য সময় চাইল মুখ্যমন্ত্রীর সচিবালয়: সূত্র 

প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক সাক্ষাতের জন্য সময় চাইল মুখ্যমন্ত্রীর সচিবালয়: সূত্র 
শনিবার নীতি আয়োগের বৈঠক, দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী 
বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, শুক্রবার সংসদীয় দলের বৈঠক
বৈঠক হলে রাজ্যের পাওনা নিয়ে মোদির কাছে দরবার করবেন মমতা: সূত্র 
সুযোগ পেলে নীতি আয়োগের বৈঠকে বক্তব্য রাখবেন, জানালেন মুখ্যমন্ত্রী

West Bengal News Live: বাংলাদেশি যুবককে ধরতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ল পুলিশ

শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় গরু চোর সন্দেহে বাংলাদেশি যুবককে ধরতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ল পুলিশ। দিতে হল লিখিত আশ্বাস। ধৃতের বাড়ি বাংলাদেশের বাংলাবান্ধায়। থানায় জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। BSF-এর নজরদারি এড়িয়ে কীভাবে অনুুপ্রবেশ? উঠছে প্রশ্ন।

WB News Live Updates: বাজেটে ঢালাও শরিকি-বরাদ্দ, প্রতিবাদে নীতি-আয়োগের বৈঠক বয়কট

বাজেটে ঢালাও শরিকি-বরাদ্দ, প্রতিবাদে নীতি-আয়োগের বৈঠক বয়কট
নীতি আয়োগের বৈঠক বয়কটে কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা

West Bengal News Live: নতুন কর কাঠামোয় বাড়ল ছাড়ের ঊর্ধ্বসীমা

নতুন কর কাঠামোয় বাড়ল ছাড়ের ঊর্ধ্বসীমা। ৩ থেকে ৭ লক্ষ আয়ে ৫%। ১০ লক্ষ পর্যন্ত ১০%। ১২ লক্ষে ১৫%। ১৫ লক্ষের বেশি আয়ে ৩০% কর। সাড়ে ১৭ হাজার পর্যন্ত লাভ।

WB News Live Updates: বাজেটে মধ্যবিত্তের নামমাত্র সুরাহা

বাজেটে মধ্যবিত্তের নামমাত্র সুরাহা। অপরিবর্তিত পুরনো আয়কর কাঠামো। নতুনে ৩ লক্ষের কম আয়ে নেই কোনও কর। স্ট্যান্ডার্ড ডিডাকশন বেড়ে ৭৫ হাজার। 

প্রেক্ষাপট

বাজেটে (Union Budget 2024) মধ্যবিত্তের নামমাত্র সুরাহা। অপরিবর্তিত পুরনো আয়কর কাঠামো। নতুনে ৩ লক্ষের কম আয়ে নেই কোনও কর। স্ট্যান্ডার্ড ডিডাকশন বেড়ে ৭৫ হাজার। 


নতুন কর কাঠামোয় বাড়ল ছাড়ের ঊর্ধ্বসীমা। ৩ থেকে ৭ লক্ষ আয়ে ৫%। ১০ লক্ষ পর্যন্ত ১০%। ১২ লক্ষে ১৫%। ১৫ লক্ষের বেশি আয়ে ৩০% কর। সাড়ে ১৭ হাজার পর্যন্ত লাভ।


স্বল্প-দীর্ঘ, দুই মেয়াদেই ক্যাপিটাল গেনে বাড়ল কর। ফ্যামিলি পেনশনে ছাড় ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার। NPS-এ লগ্নির ঊর্ধ্বসীমা ১০ থেকে বেড়ে ১৪%। 


শরিকে কল্পতরু তৃতীয় মোদির সরকারের প্রথম বাজেট। নীতীশ, নায়ডুর রাজ্যের জন্য দরাজহস্ত। পূর্বোদয়ে বাংলার নাম, তবু আলাদা প্রকল্পের কথাই শোনা গেল না নির্মলার মুখে। 


এবার পরনির্ভর মোদি সরকার। বাজেটেও N ফ্যাক্টর। শরিক নীতীশের বিহারে এক্সপ্রেসওয়ে, ব্রিজ তৈরিতে ২৬ হাজার কোটি। নায়ডুর অন্ধ্রকে ১৫ হাজার কোটির বিশেষ প্যাকেজ।


মধ্যবিত্তকে আরও শক্তিশালী করার বাজেট। কর্মসংস্থান থেকে গরিব উন্নয়নে জোর। অর্থনীতিতে দেশকে তৃতীয় শক্তিধর করার লক্ষ্য, পাল্টা মোদি। (বাইট- )


উন্নয়ন থেকে বন্যা নিয়ন্ত্রণ। বাজেটে বিহার-অন্ধ্রের জন্য ঢালাও বরাদ্দ। বাংলার প্রাপ্তি নামমাত্র। বিহার-ওড়িশার সঙ্গে বাংলার উন্নয়নেও সমান নজর, দাবি সীতারমণের। 


বাজেটে ক্যানসারের জীবনদায়ী ৩টি ওষুধে সমপূর্ণ শুল্কছাড়ের ঘোষণা কেন্দ্রের । দাম কমছে সোনা-রূপো থেকে মোবাইল-সোলার প্যানেলের। বাড়ছে প্লাস্টিকের।



কর্মসংস্থানের লক্ষ্যে ৫ বছরে ১ কোটি শিক্ষানবীশ নিয়োগ। নতুন চাকরিতে ঢুকলেই একমাসের বেতন পিএফে। সময়ে TDS না দিলে অপরাধ নয়, ঘোষণা সীতারমণের। 


আবাসে আরও ৩ কোটি ঘর। মহিলারা বাড়ি কিনলে স্ট্যাম্প ডিউটিতে ছাড়। ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধি। ৫ বছর বাড়ল গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.