West Bengal News Live: স্বাস্থ্য পরীক্ষার জন্য চারদিন বন্ধ থাকছে গড়িয়াহাট উড়ালপুল
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর
রামপুরহাটের হত্যালীলার দিন আগুন লাগানোর আগে শিশু ও মহিলাদের আঘাত করা হয়েছিল। তারপর তাদের জীবন্ত পুড়িয়ে মারা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনটাই উল্লেখ রয়েছে বলে সূত্রের দাবি।
বন্দর ছাড়ার আগেই বিপত্তি। খিদিরপুর ডকে উল্টে গেল কন্টেনার বোঝাই জাহাজ! জলে ডুবে গেল বেশ কিছু কন্টেনার। তবে হতাহতের কোনও খবর নেই। কীভাবে উল্টে গেল জাহাজটি তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
আলিপুরদুয়ারের নতুন পুরপ্রধান শপথ নেওয়ার পরেও বিতর্ক অব্যাহত। দলের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগরে দিলেন ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দীপ্ত চট্টোপাধ্যায়। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ দলের জেলা সভাপতি। আর এনিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
প্রতিবেশী এক মহিলার অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় পিটিয়ে খুন প্রতিবাদী ব্যক্তিকে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নম্বর ব্লকের নলহাটি গ্রামে।
পুরভোটের পর খড়গপুরে সিপিআই কাউন্সিলর শাসক দলে যোগ দেওয়ায় তুঙ্গে তরজা। প্রার্থী নির্বাচনে ভুল হয়েছিল। কাউন্সিলরের দল বদলের জেরে শরিক সিপিআইকে নিশানা সিপিএমের। অতীতে একই ভুল সিপিএমও করেছে, পাল্টা জবাব দিয়েছে সিপিআই। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
রামপুরহাটের হত্যাকাণ্ডের পর এখনও আতঙ্কে বগটুই গ্রাম। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পরেই গ্রাম ছাড়েন নিহতদের পরিবার। পুলিশ পিকেট বসলেও অধিকাংশ ঘরই এখন তালাবন্ধ।
স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে গড়িয়াহাট উড়ালপুল। ভারবহন ক্ষমতা পরীক্ষা করবে হুগলি রিভার ব্রিজ কমিশন। উড়ালপুল বন্ধ থাকায় বাস, মিনিবাসের রুট পরিবর্তন করা হয়েছে।
রামপুরহাট হত্যাকাণ্ডের পিছনে বৃহত্তর ষড়যন্ত্র ছিল। বগটুই গ্রামে গিয়ে এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি পরিষ্কার জানালেন, দায়িত্ব পালন করেননি এসডিপিও এবং পুলিশের একাংশ। শাস্তি দেওয়া হল পুলিশকে, গ্রেফতার হলেন তৃণমূলেরই নেতা। তাহলে ষড়যন্ত্র কোথায়? প্রশ্ন তুলল বিরোধীরা।
রামপুরহাটে মৃতদের পরিবারকে ৫ লক্ষ করে আর্থিক সাহায্য করল রাজ্য সরকার। জখমরা পাবেন ৫০ হাজার টাকা। পুড়ে যাওয়া বাড়ি সাড়ানোর জন্য ২ লক্ষ টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিলি করা হল চেক। ১০ জন পাবেন সরকারি চাকরি। কটাক্ষ করেছে বিরোধীরা।
ফের পানিহাটিতে দুষ্কৃতী দৌরাত্ম্য। এবার ৫০ হাজার টাকা তোলা না দেওয়ায় কারখানা মালিককে মারধরের অভিযোগ উঠল। গুরুতর জখম কারখানা মালিক, ভর্তি গড়িয়ার একটি নার্সিংহোমে। ঘটনায় শুরু রাজনৈতিক তরজা।
পুরসভার সরবরাহ করা জল আসছে চারদিন অন্তর। বাধ্য হয়ে কিনতে হচ্ছে রান্না ও স্নানের জল। এই অবস্থা কার্শিংয়ের। স্থানীয় বাসিন্দা ও বিরোধীরা জল সঙ্কট নিয়ে সরব হলেও পুর কর্তৃপক্ষের দাবি, গরমে রিজার্ভারে জল কমে যাওয়ায় এই সমস্যা।
এক অস্থায়ী স্বাস্থ্যকর্মীকে খুনের অভিযোগ উঠল বীরভূমের পাড়ুইয়ে। পরিবারের দাবি, উপ স্বাস্থ্যকেন্দ্রের কোনও কর্মী খুন করেছেন। পুলিশ জানিয়েছে, খুনের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।
পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলরকে খুনের ঘটনায় কাজ থেকে বসিয়ে দেওয়া হল থানার আইসিকে। পুলিশ সূত্রে খবর, এবার থেকে থানার কাজ দেখভাল করবেন এসডিপিও। এদিকে, তপন কান্দু খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে ঝালদা শহরে পড়ল পোস্টার।
তিলজলা গুলিকাণ্ডে এবার বিহার থেকে গ্রেফতার মূল অভিযুক্ত জিবোধ রাই-সহ তিনজন। হোলির সকালে তিলজলায় হনুমান মন্দিরের কাছে গুলি চালানোর অভিযোগ ওঠে জিবোধ ও তার ভাইদের বিরুদ্ধে। আক্রোশেই হামলা কি না খতিয়ে দেখছে পুলিশ।
রামপুরহাটকাণ্ডের প্রতিবাদে মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিল।
অবশেষে রামপুরহাটের বগটুই গ্রামে ঢুকল বিজেপির কেন্দ্রীয় দল। কথা বললেন আক্রান্তদের পরিবারের সঙ্গে। রাস্তায় বারবার আটকানোর অভিযোগ বিজেপির। গাড়ি রাস্তায় রেখে চক্রান্ত করে যানজট তৈরি করার অভিযোগ। এরপর গাড়ি ছেড়ে হেঁটে যেতে গেলে সুকান্ত মজুমদারদের ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা।
কয়লাপাচারকাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব। ২৯ মার্চ দিল্লিতে ফের অভিষেককে হাজিরার নির্দেশ। ‘সোমবার জিজ্ঞাসাবাদে সব প্রশ্নের জবাব মেলেনি। তাই ফের অভিষেককে দিল্লিতে তলব’, খবর ইডি সূত্রে।
ধাপার পাম্পিং স্টেশনে মেরামতি। শনিবার পিকনিক গার্ডেন, পাটুলি, গড়িয়া-সহ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে বন্ধ থাকবে জল সরবরাহ।
বখরা না মেলায় তৃণমূলের লোকেরা মেরেছে ভাদু শেখকে। বিস্ফোরক অভিযোগ নিহত তৃণমূল উপপ্রধানের বাবার।
রামপুরহাট হত্যাকাণ্ডে হাইকোর্টের নির্দেশে মেনে বগটুই গ্রামে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। ৩০টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হবে। পুড়ে যাওয়া বাড়িগুলি ছাড়াও গ্রামের প্রতিটি কোণায় সিসি ক্যামেরা বসানো হচ্ছে।
‘আনারুল হোসেন ফোন করেছিলেন অনুব্রত মণ্ডলকে। অনুব্রত বলেছিলেন, দুটো বাড়ি জ্বলতে দিন না। দু’জনের ফোন কল পরীক্ষা করলেই মিলবে প্রমাণ।’ অভিযোগ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের।
রামপুরহাট যাওয়ার সময় সাঁইথিয়ার কাছে রাস্তায় যানজট। বিজেপির অভিযোগ, কেন্দ্রীয় প্রতিনিধি দল যাতে পৌঁছতে না পারে সেজন্য পরিকল্পনা করে এই যানজট করেছে তৃণমূল। এরপর গাড়ি ছেড়ে হেঁটে যেতে গেলে সুকান্ত মজুমদারদের ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের।
রামপুরহাটের বগটুইয়ের ঘটনা ভয়াবহ। এমন করে মামলা রুজু করতে হবে, যাতে দোষীরা কঠোর শাস্তি পান, কেউ যাতে ছাড়া না পান। আনারুলকে জানানো সত্ত্বেও পুলিশ পাঠায়নি। আনারুলকে গ্রেফতার করা হবে। খুন হওয়ার পরেও সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া উচিত ছিল। যাঁরা যাঁরা দায়িত্ব পালন করেননি, তাঁদের শাস্তি চাই। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। মানলেন পুলিশি ব্যর্থতা। এরপর আহতদের দেখতে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। সেখানে ৫ জন ভর্তি রয়েছেন। গতকালই তাঁদের আইসিইউ থেকে বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে।
বেআইনি অস্ত্র উদ্ধারে রাজ্য জুড়ে অভিযানের নির্দেশ। ১০দিন ধরে বেআইনি অস্ত্র বাজেয়াপ্ত করতে অভিযান। সব জেলার এসপি, সিপিদের নির্দেশ ডিজির নির্দেশ। দাগি দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ ডিজির। হেড কোয়ার্টারকে না জানিয়ে ছুটিতে না যেতে নির্দেশ। ছুটি নিয়ে সিনিয়র পুলিশ অফিসারদের নির্দেশ নবান্নের।
রামপুরহাটের বগটুই হত্যাকাণ্ডের আঁচ দিল্লিতে। অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের প্রতিনিধি দলের।
আনারুলের বাড়িতে পুলিশ
‘এসডিপিও, ডিআইবি দায়িত্ব পালন করেননি’ অভিযোগ মুখ্যমন্ত্রীর
রামপুরহাট যাওয়ার সময় সাঁইথিয়ার কাছে রাস্তায় যানজট। বিজেপির অভিযোগ কেন্দ্রীয় প্রতিনিধি দল যাতে পৌঁছতে না পারে সেজন্য পরিকল্পনা করে এই যানজট করা হয়েছে।
চিকিৎসকরা সাধ্যমতো চেষ্টা করছেন, রামপুরহাট হাসপাতালে গিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
বগটুইয়ের ঘটনায় কঠোর পদক্ষেপের নির্দেশ মমতার
আহতদের দেখতে রামপুরহাট হাসপাতালে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়
নিহতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
‘যাঁরা যাঁরা দায়িত্ব পালন করেননি, তাঁদের শাস্তি চাই’ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
‘আনারুলকে গ্রেফতার করা হবে,’ বগটুইকাণ্ডে জানালেন মমতা
বগটুইয়ের ঘটনাস্থলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়
রামপুরহাট পৌঁছোলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, হেলিপ্যাড থেকে ২ কিলোমিটার দূরে সার্কিট হাউসে পৌঁছে পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকে তিন কিলোমিটার দূরে বগটুই গ্রাম। সেখানে গিয়ে ঘটনাস্থল ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী। এরপর আহতদের সঙ্গে কথা বলতে যাবেন রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে ৫ জন ভর্তি রয়েছেন। গতকালই তাঁদের আইসিইউ থেকে বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে।
আজ রামপুরহাটের বগটুই যাচ্ছে না কেন্দ্রীয় ফরেন্সিক দল। সন্ধেয় কলকাতায় পৌঁছতে পারেন দিল্লির কয়েকজন ফরেন্সিক আধিকারিক। কলকাতার আধিকারিকদের নিয়ে কাল যেতে পারেন বগটুই গ্রামে। কলকাতা ও দিল্লির অফিসারদের নিয়ে টিম গঠন করা হবে।
বগটুইয়ে ফিরছে নিহতদের পরিবার।
শ্রীনিকেতনে রাস্তায় বসে বিক্ষোভ প্রদেশ কংগ্রেস সভাপতির
বীরভূমের পাড়ুইয়ে অস্থায়ী মহিলা স্বাস্থ্য কর্মীর রহস্যমৃত্যু।গলায় ওড়নার ফাঁস, মুখে রক্তের দাগ। মেঝেতে পড়েছিল মৃতদেহ। গতকাল সন্ধেয় পাড়ুইয়ের বাতিকার উপ স্বাস্থ্য কেন্দ্রের ভিতর থেকে বছর বাইশের ওই অস্থায়ী স্বাস্থ্য কর্মীর দেহ উদ্ধার হয়। ধর্ষণ করে খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার।
রামপুরহাট যাওয়ার পথে অধীর চৌধুরীকে দফায় দফায় বাধা দেওয়ার অভিযোগ
রামপুরহাটের বগটুই হত্যাকাণ্ডের পর নিহতদের পরিবারের অনেকে সাঁইথিয়ায় আশ্রয় নিয়েছেন। আজ বিডিও তাঁদের সঙ্গে দেখা করে বগটুই গ্রামে ফেরানোর কথা বললেও, তাঁরা তাতে রাজি হননি।
আজ মমতা বন্দ্যোপাধ্যায় রামপুরহাট যাচ্ছেন। তার আগে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা।
রামপুরহাটের বগটুই হত্যাকাণ্ডের আঁচ বিধানসভায়। বিধানসভায় বিরোধী দলনেতার নেতৃত্বে বিক্ষোভ। বিধানসভায় ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের।
ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের থানার দৈনন্দিন কাজকর্মের ওপর এসডিপিও-কে নজরদারি চালানোর নির্দেশ। জেলা পুলিশ সূত্রে খবর। ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় মৃতের পরিবার ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের বিরুদ্ধে অভিযোগ তোলে। এবার আইসি-র থানার দৈনন্দিন কাজকর্মের ওপর নজরদারি চালাবেন এসপিডিও সুব্রত দেব। খবর জেলা পুলিশ সূত্রে।
অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর
রামপুরহাটের বগটুইকাণ্ডে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পেল পুলিশ। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে খবর, জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে ৮ জনকে। আগুন লাগানোর আগে আঘাতও করা হয়েছিল। ফরেন্সিক বিশেষজ্ঞরা এমনটাই জানিয়েছেন পুলিশকে।খবর হাসপাতাল সূত্রে।
নদিয়ার হাঁসখালিতে তৃণমূল নেতাকে গুলিকাণ্ডে থমথমে গোটা গ্রাম। এলাকায় পুলিশ পিকেট রয়েছে। গুলিবিদ্ধ তৃণমূল নেতা সহদেব মণ্ডলের পরিবারের অভিযোগ, এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতা সুব্রত বিশ্বাসের হাত রয়েছে। বিজেপি নেতা বছরখানেক ধরে হুমকি দিচ্ছিলেন। দু’ পক্ষের মারামারিও হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না অভিযুক্ত বিজেপি নেতার। গেরুয়া শিবির অবশ্য হামলা-যোগ অস্বীকার করেছে।
রামপুরহাট রওনা দিলেন বিজেপির প্রতিনিধিদল। পরিস্থিতি ঘিরে এসে তাঁরা রিপোর্ট দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। আজ রাতেই তাঁরা ফিরে যেতে পারেন দিল্লিতে।
বগটুই হত্যাকাণ্ডে গ্রেফতার আরও ১। বগটুই হত্যাকাণ্ডে মোট গ্রেফতার ২১। ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় সিট। খুনের দিন কার কার সঙ্গে দেখা করেছিলেন তৃণমূলের উপপ্রধান? কারও সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন? খতিয়ে দেখছেন তদন্তকারীরা
ফের রাতের শহরে বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা। উল্টোডাঙা উড়ালপুল থেকে ছিটকে নীচের খালে পড়ে গেলেন স্কুটার আরোহী। রাত সাড়ে ১২টা নাগাদ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, বাইপাসের দিক থেকে লেকটাউনের দিকে যাওয়ার সময় উল্টোডাঙা উড়ালপুলের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পোস্টে ধাক্কা মেরে খালে পড়ে যান স্কুটার আরোহী। আশঙ্কাজনক অবস্থায় আরজি কর মেডিক্যাল হাসপাতালে ভর্তি।
প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। ৫৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। রাত ১টা নাগাদ আনোয়ার শাহ রোডের বাড়িতে প্রয়াণ। অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া টলিপাড়ায়। ১৯৮৬ সালে অভিষেক চট্টোপাধ্যায়ের প্রথম ছবি ‘পথভোলা’, ‘দহন’, ‘বাড়িওয়ালি’, ‘আলো’ একাধিক ছবিতে প্রশংসনীয় কাজ।
বগটুইকাণ্ডে হাইকোর্টের নির্দেশে মেনে গ্রামে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। ৩০টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হবে। পুড়ে যাওয়া বাড়িগুলি ছাড়াও গ্রামের প্রতিটি কোণায় সিসি ক্যামেরা বসানো হচ্ছে।
নৃশংস হত্যালীলার জেরে থমথমে বগটুই। বাতাসে এখনও পোড়া গন্ধ। এর মধ্যেই আজ দুপুরে বগটুই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ঘটনাস্থলে যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। আজ বগটুই যাচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধিদল। ৫ সদস্যের এই দলে থাকছেন উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজি ও রাজ্যসভার সাংসদ ব্রজলাল, মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ও সাংসদ সত্যপাল সিং, প্রাক্তন আইপিএস অফিসার ও রাজ্যসভার সাংসদ কে সি রামমূর্তি, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন আইপিএস অফিসার এবং বিজেপির জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ। এদিকে, বগটুইকাণ্ডে হাইকোর্টের নির্দেশে মেনে গ্রামে বসানো হয়েছে সিসি ক্যামেরা।
টিটাগড়ে বিটি রোডের ধারে অস্থায়ী দোকানে ভয়াবহ আগুন। ভস্মীভূত ৭টি দোকান। ভোর সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় পরপর কয়েকটি অস্থায়ী দোকান। পাশেই বেশ কয়েকটি ঝুপড়ি থাকায় আতঙ্ক ছড়ায়। দমকলের ৩টি ইঞ্জিনের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ জানা যায়নি।
তিলজলা গুলিকাণ্ডে এবার বিহার থেকে গ্রেফতার মূল অভিযুক্ত জিবোধ রাই-সহ ৩ জন। ধৃত প্রকাশ ও বিনোদ জিবোধের ভাই। এ নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। এর আগে জিবোধের মা, দিদি ও আরেক ভাই রিবোধকে গ্রেফতার হয়। শনিবার সকালে তিলজলায় গুলি চালানোর ঘটনায় জিবোধ ও তার ভাইদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রতিবেশী বাবা ও ছেলেকে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা ও তিলজলা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে গতকাল বিহার থেকে মূল অভিযুক্ত জিবোধ ও তার দুই ভাইকে গ্রেফতার করে।
দার্জিলিং পুরসভার সব ওয়ার্ডে লড়লে আরও বেশি আসন পেত তৃণমূল। জলপাইগুড়ির নাগরাকাটায় এমনই দাবি করলেন তৃণমূল নেতা বিনয় তামাং। পুরবোর্ড গঠনের পর এসব কথার জবাব দেওয়ার মানে হয় না, পাল্টা প্রতিক্রিয়া এসেছে হামরো পার্টির তরফে।
আজ বগটুই গ্রামে যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় দল। ৫ সদস্যের দলে উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজি ও রাজ্যসভার সাংসদ ব্রিজলাল, মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ও সাংসদ সত্যপাল সিং, প্রাক্তন আইপিএস অফিসার ও রাজ্যসভার সাংসদ কে সি রামমূর্তি, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন আইপিএস অফিসার এবং বিজেপির জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ।
জীবন্ত দগ্ধ হয়েই বগটুইতে শিশু-মহিলা-সহ ৮জনের মৃত্যু
বীরভূমে হত্যালীলার মধ্যেই নদিয়ায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা
প্রেক্ষাপট
বীরভূমে (Birbhum Murder Case) হত্যালীলার মধ্যেই নদিয়ায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা (TMC Leader)। বগুলায় বাড়ির কাছেই মাথায় গুলি। আশঙ্কাজনক অবস্থায় আনা হচ্ছে এনআরএসে।
জীবন্ত দগ্ধ হয়েই বগটুইতে শিশু-মহিলা-সহ ৮জনের মৃত্যু। কয়েকজনের উপর প্রথমে হামলা, তারপরে পুড়িয়ে খুন। প্রাথমিক রিপোর্ট ময়নাতদন্তের।
বগটুইকাণ্ডে বিস্ফোরক নিহতদের পরিবার।
বগটুই হত্যালীলা নিয়ে এবার রাজ্যকে বার্তা প্রধানমন্ত্রী।
যাদের জন্য অপরাধীদের এত সাহস, তাদের যেন ক্ষমা না করে বাংলা। বার্তা মোদির। যা করার সব পদক্ষেপ নিয়েছে রাজ্য, পাল্টা তৃণমূল।
বগটুইকাণ্ডে বিরোধীদের চক্রান্ত দেখছেন মুখ্যমন্ত্রী। কাল যাচ্ছেন রামপুরহাট।
বগটুই গ্রামে শুভেন্দুকে পুলিশের বাধা। ঘুরপথে ঢুকল বিজেপি বিধায়কের দল।
কী হয়েছিল বীরভূমের বগটুইয়ে? কাল ঘটনাস্থলে যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় দল। কালই সাক্ষাতের আগে অমিত শাহের সঙ্গে ফোনে কথা সুদীপের।
বগটুইকাণ্ডের জের। রাজ্যে ৩৫৫ ধারা চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিল কংগ্রেস। গণহত্যার অভিযোগে সরব রাজ্যপাল। বদনামের চেষ্টা, পাল্টা মুখ্যমন্ত্রী।
পুলিশকে এড়িয়ে বাইকে চেপে বগটুই গ্রামে ঢুকলেন সেলিম। কথা বললেন নিহতদের পরিবারের সঙ্গে।
আরও একটি নন্দীগ্রামে চেয়েছিলেন শুভেন্দু। বগটুইয়ে চক্রান্তের তত্ত্বে বিস্ফোরক জয়প্রকাশ। বিশ্বাসঘাতকের কথার জবাব দেব না, পাল্টা অর্জুন।
পুলিশে ছয়লাপ, তাও জনমানবহীন বগটুই। এখনও বিদ্যুৎহীন গোটা গ্রাম। আতঙ্কে ২দিন লুকিয়ে থাকার পরে হাসপাতালে এলেন ২ আহত।
ভয়ঙ্কর হত্যালীলার ২দিন, ধিকিধিকি জ্বলছে কার্যত জনশূন্য বগটুই।
সিবিআই নয়, রামপুরহাটকাণ্ডে প্রথমে রাজ্যকেই তদন্তের সুযোগ দিল হাইকোর্ট। কাল দুপুরের মধ্যে কেস ডায়েরি, রিপোর্ট পেশের নির্দেশ।
নিশ্চিত করতে হবে সাক্ষী, গ্রামবাসীদের সুরক্ষা। বসাতে হবে সিসি ক্যামেরা। জানিয়ে দিল হাইকোর্ট। দিল্লির সিএফএসএলকে নমুনা সংগ্রহের নির্দেশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -