West Bengal News Live Updates: রাজ্যে নতুন করে কোভিড আক্রান্ত ১ হাজারেরও বেশি
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
পার্থ-অর্পিতার গ্রেফতারির পর, একের পর এক সম্পত্তির মালিকানা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। কলকাতা পুরসভার ১০৭ নম্বর ওয়ার্ড, রাজডাঙা মেন রোডে ওপর একটি ৪ তলা বাড়ি নিয়েও প্রশ্ন। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের ওয়েবসাইট লেখা, বাড়ির মালিক অর্পিতা মুখোপাধ্যায়। ইনিই কি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা? উঠছে প্রশ্ন।
৪৮ ঘণ্টার ব্যবধানে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের মেডিক্যাল টেস্টের নির্দেশ।
৩ অগাস্ট পর্যন্ত পার্থ-অর্পিতার ইডি হেফাজত।
আজ রাতে ভুবনেশ্বরেই থাকছেন পার্থ চট্টোপাধ্যায়। কাল আনা হবে কলকাতায়। খবর ইডি সূত্রে।
পার্থ-অর্পিতার হেফাজতের আর্জি ইডির, শুনানি শেষ, রায়দান স্থগিত। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের জন্য ইডির বিশেষ আদালতে আর্জি। কম সময়ের ইডি হেফাজতের আবেদন অর্পিতার আইনজীবীর। পার্থর ১৪ দিন, অর্পিতার ১৩ দিনের হেফাজত চেয়ে সওয়াল ইডির।
‘১২০ কোটি টাকার দুর্নীতি হয়েছে, ২০ কোটি টাকা খুঁজে বার করা হয়েছ। এসএসকেএম হাসপাতালে ইডির অফিসারদের হুমকি দেওয়া হয়েছে। যা ইচ্ছা তাই করব, এই হাসপাতাল আমার, হুমকি দেন পার্থ। ভিডিও রেকর্ডিং আছে, প্রয়োজনে পেশ করব’, বিশেষ আদালতে সওয়াল ইডির আইনজীবীর।
'এক লক্ষ ছেলেমেয়ের চাকরি হল, তাতে অভিযোগ, অথচ জানতে পারল না। এত টাকা উঠল, জানতে পারলাম না। এক লক্ষ ছেলেমেয়ের চাকরি, ২০০ জনের চাকরি ভুল হতে পারে। সবাইকে এক জায়গায় ফেলা হচ্ছে কেন ?’ তোপ মমতার
রাজ্যে সুস্থতার হার ৯৭.৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে পরীক্ষা হয়েছে ৮ হাজার ৬৪৫টি কোভিড নমুনার। ২৫ জুলাইয়ের বুলেটিন অনুযায়ী রাজ্যে পজিটিভিটি রেট ১২.৬৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হওয়ার সংখ্যা অবশ্য নতুন আক্রান্তের থেকে অনেকটাই বেশি, ২ হাজার ৭৫৯ জন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিড আক্রান্ত ১ হাজার ৯৪ জন।
‘বাংলায় এসএসকেএমে, বাঙুর হাসপাতাল, এনআরএস আছে। কেন্দ্রের ছোঁয়া থাকা হাসপাতালেই কেন নিয়ে যেতে হবে ? বাংলাকে অসম্মান করা হচ্ছে বলে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
‘দুর্নীতিকে সমর্থন করা নেশাও নয় পেশাও নয়, আমি কোনও অন্যায়কে সমর্থন করি না। আমার ধারণা রাজনীতি মানে ত্যাগ’, বঙ্গ বিভূষণ সম্মানের অনুষ্ঠান মঞ্চে বললেন মমতা।
‘যা ইচ্ছা তাই করব, এই হাসপাতাল আমার, হুমকি দেন পার্থ। ভিডিও রেকর্ডিং আছে, প্রয়োজনে পেশ করব।' বিশেষ আদালতে সওয়াল ইডির আইনজীবীর।
হাইকোর্টে ফের ধাক্কা নিয়োগ মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের। নির্দেশনামা সংশোধনের আর্জিও খারিজ করে দিল হাইকোর্ট। গতকালের নির্দেশের সংশোধন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ।
‘বই থেকে রয়্যালটি পাই, কারও পয়সায় খাই না’, অনুষ্ঠানের মঞ্চে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
‘আবুল বাশার, দেবজ্যোতি বসু, দেবশঙ্কর হালদারকে সম্মানিত করে গর্বিত। মোহনবাগান-ইস্টবেঙ্গল আইএসএল খেলছে, চাই মহামেডনও খেলুক।যোগীরাজ রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রাণী হালদার, কৌশিকী চক্রবর্তীকে সম্মান। দেব, জুন মালিয়া, সোহম ইমন চক্রবর্তীকে সম্মান দেওয়া হল, ডিসেম্বরে রেড রোডে আন্তর্জাতিক সঙ্গীত উৎসব করা হবে। বললেন মমতা
নোবেলজয়ী সস্ত্রীক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সম্মানিত করা হয়েছে। বিজ্ঞানী বিকাশ সিনহাকে পেয়ে আমরা গর্বিত। জাস্টিস জ্যোতির্ময় ভট্টাচার্যকে সম্মানিত করা হবে। প্রাক্তন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে সম্মানিত করে গর্বিত। কুমার শানু, অভিজিৎ, জিৎকে সম্মানিত করতে পেরে গর্বিত। বাংলার মাটিকে ভালোবেসে বাংলার আহ্বানে সাড়া দেওয়ায় সম্মানিত। বললেন মমতা
‘২০১১ সালে ক্ষমতায় আসার পর বলেছিলাম দিল্লিতে পদ্মভূষণ, পদ্মবিভূষণ আছে। বাংলায় কেন হবে না? তখন আমরা বাংলায় বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ করে দিলাম’, অনুষ্ঠানে বললেন মমতা।
বঙ্গ বিভূষণ সম্মান অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়।
মানসিক ভারসাম্যহীন যুবককে শেকল মুক্ত করতে যুবকের বাড়ি পৌঁছালেন আইসি, তৃণমূল নেতা, চিকিৎসক। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো মালদা মেডিক্যালে।
সারদার পরে এবার নিয়োগ দুর্নীতিতে অর্পিতার ‘কালো ডায়েরি’! ইডির সিজার লিস্টে কালো ডায়েরি, পকেট ডায়েরির হদিশ!
মানিকচক, গাজোলের পর এবার রতুয়া। ১০০ দিনের কাজে মালদায় ফের উঠল দুর্নীতির অভিযোগ। বাসিন্দাদের একাংশের পাশাপাশি তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন তৃণমূলেরই উপ প্রধান। জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের।
অর্পিতার বাড়িতে উদ্ধার হওয়া টাকার স্তুপে মিলেছে বঙ্গবন্ধুর ছবি দেওয়া খাম। তদন্ত হওয়া প্রয়োজন। ভারতের অভন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে, এটা অত্যন্ত বিপজ্জনক, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, কলেজ স্ট্রিটে SFI এর বিক্ষোভ
জোকা ইএসআই হাসপাতালে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার মেডিক্যাল পরীক্ষা শেষ. মেডিক্যালের পর অর্পিতাকে নিয়ে যাওয়া হচ্ছে ইডি-র বিশেষ আদালতে. গতকালের দুর্ঘটনার পর অর্পিতার কনভয়ে বাড়তি নিরাপত্তা
অমর কথাসাহিত্যের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আজ ১২৫ তম জন্ম জয়ন্তী উদযাপন। ১৮৯৮সালে ৮ শ্রাবণ বীরভূমের লাভপুরে জন্ম গ্রহণ করেন কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আজ তার ১২৫ তম জন্ম জয়ন্তী পালন হচ্ছে লাভপুরে।
মানসিক ভারসাম্যহীন যুবককে শেকল মুক্ত করতে যুবকের বাড়ি পৌঁছালেন আইসি, তৃণমূল নেতা, চিকিৎসক! পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো মালদা মেডিকেলে
ভুবনেশ্বর এইমসে স্পেশাল কেবিনে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। প্রথমে জরুরি বিভাগে আনা হয়। হাসপাতাল সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের ওজন, উচ্চতা, রক্তচাপ, পালস রেট পরীক্ষা করার পর, তিনি কোনও অসুখে ভুগছেন কিনা জানতে চান চিকিত্সকরা।
জুয়ার ঠেকে অভিযান চালিয়ে পুলিশের হাতে ধরা পড়ল ২১ জন জুয়াড়ি। উদ্ধার হয়েছে ২ লক্ষ ২৬ হাজার ৫৬৭ টাকা। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে ওন্দা থানার পুলিশ অভিযান চালায় ওন্দা থানার রামসাগরের এন্টনিবাগান এলাকায়।
পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে বেপরোয়া পিক আপ ভ্যানের ধাক্কায় ২ পুণ্যার্থীর মৃত্যু। আহত ৩ জন। ভোর সাড়ে ৪টে নাগাদ কাটোয়া-কালনা রাজ্য সড়কে দুর্ঘটনা ঘটে। নবদ্বীপ থেকে পূর্বস্থলীর জামালপুরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিল ৯ জনের দলটি। ভোরে রাস্তার ধারে বসে তাঁরা বিশ্রাম নিচ্ছিলেন।সেইসময় বেপরোয়া পিক আপ ভ্যান ২ জনকে পিষে দেয়। চালককে আটক করেছে পুলিশ। চালক ঘুমিয়ে পড়াতেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
সিজিও কমপ্লেক্স থেকে সকাল সাড়ে ১১টা নাগাদ তাঁকে বার করা হয়েছে। ইডি সূত্রে খবর, গতকাল অর্পিতাকে হেফাজতে পাওয়ার পর জেরা করার সুযোগ মেলেনি। আদালতের নির্দেশ, রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত জেরা করা যাবে না। গতকাল আদালতে আইনজীবীর উপস্থিতিতে অর্পিতাকে জেরার বিরোধিতা করেন ইডি-র আইনজীবী। সেই কারণে আজ ফের হেফাজতে চাওয়া হবে। খবর ইডি সূত্রে। অন্যদিকে, সিজিও কমপ্লেক্সে বাড়ানো হয়েছে নিরাপত্তা। অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আজ ফের অর্পিতার মেডিক্যাল পরীক্ষা হবে। তারপর পেশ করা হবে আদালতে।
ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় সিবিআইয়ের আবেদনে সায় হাইকোর্টের। ১৩ জন অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এদের প্রত্যেকের বিরুদ্ধে খুন, ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার মতো অভিযোগ রয়েছে। সম্প্রতি নিম্ন আদালত থেকে জামিন পান দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দা ১৩ জন অভিযুক্ত। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই। সেই মামলাতেই আজ আদালতের এই নির্দেশ।
আজ অর্পিতা মুখোপাধ্যায়কে ফের পেশ করা হবে ইডি-র বিশেষ আদালতে। ইডি সূত্রে খবর, গতকাল অর্পিতাকে হেফাজতে পাওয়ার পর জেরা করার সুযোগ মেলেনি। আদালতের নির্দেশ, রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত জেরা করা যাবে না। তাই আজ ফের অর্পিতাকে হেফাজতে নিতে চায় ইডি। খবর সূত্রের। গতকাল আদালতে আইনজীবীর উপস্থিতিতে অর্পিতাকে জেরার বিরোধিতা করেন ইডি-র আইনজীবী। অন্যদিকে, সিজিও কমপ্লেক্সে বাড়ানো হয়েছে নিরাপত্তা। অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আজ ফের অর্পিতার মেডিক্যাল পরীক্ষা হবে। তারপর পেশ করা হবে আদালতে
"এদিক-সেদিক ছড়িয়ে আছে আমার বান্ধবীরা,ভয় লাগে", পার্থর গ্রেফতারি নিয়ে মন্তব্য চিরঞ্জিতের
নামী কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ পাইয়ে দেওয়ার নামে অনলাইনে প্রতারণা, ধাপে ধাপে তিন লক্ষ ৭৪ হাজার টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ
দুর্গাপুর উপ সংশোধনাগার থেকে পলাতক তিন জন আসামী, বিকেল ৪টে নাগাদ পাঁচিল টপকে পালায় তারা, এমনটাই খবর।
ইডির করা মামলার প্রেক্ষিতে এসএসকেএমকে নিয়ে কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। বিচারপতি বিবেক চৌধুরীর পর্যবেক্ষণ, এসএসকেএমের মেডিক্যাল রিপোর্টের সাহায্যে তদন্ত প্রক্রিয়া এড়িয়েছেন শাসকদলের নেতারা। সাম্প্রতিক অতীতে একাধিক উদাহরণ আছে। সামগ্রিকভাবে এসএসকেএমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত।
সোমবার সকালেই এয়ার অ্যাম্বুল্যান্সে করে ভুবনেশ্বর এইমসে নিতে যেতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করবেন। মেডিক্যাল টেস্টের রিপোর্ট জমা দিতে হবে আদালতে। ইডির করা মামলায় ৮ দফা নির্দেশিকা জারি করল কলকাতা হাইকোর্ট।
মালদার মানিকচকে এক আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। স্থানীয় সূত্রে দাবি, ধৃতদের মধ্যে একজন স্থানীয় তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের ছেলে। যদিও প্রতিক্রিয়ার জন্য ওই কর্মাধ্যক্ষকে ফোনে পাওয়া যায়নি। ঘটনা নিয়ে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির চাপানউতোর।
ভুবনেশ্বর এইমসে চার বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে পরীক্ষার রিপোর্টের কপি ইডিকে পেশ করতে হবে নিম্ন আদালতে। বিকেলে ইডির বিশেষ আদালতে শুনানি।
ভুবনেশ্বরের এইমসে হবে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা। এয়ার অ্যাম্বুল্যান্সে পার্থর সঙ্গে আইনজীবী ও চিকিৎসক। ইডির চ্যালেঞ্জ মামলায় নির্দেশ হাইকোর্টের।
প্রেক্ষাপট
কলকাতা: ভুবনেশ্বরের এইমসে (AIIMS) হবে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) শারীরিক পরীক্ষা। এয়ার অ্যাম্বুল্যান্সে (Air Ambulance) পার্থর সঙ্গে আইনজীবী ও চিকিৎসক। ইডির (ED) চ্যালেঞ্জ মামলায় নির্দেশ হাইকোর্টের (High Court)। বিকেলে ইডির বিশেষ আদালতে শুনানি।
হেফাজত এড়াতে অসুস্থতার নাটক পার্থর। হাইকোর্টে সওয়াল ইডির আইনজীবীর। সাধারণ মানুষ হিসেবে এসএসকেএমের চিকিৎসকদের ভূমিকায় খুশি নই, পর্যবেক্ষণ বিচারপতির।
গ্রেফতারির পর তৃণমূলে স্বপদে বহাল পার্থ চট্টোপাধ্যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ হোক। ইডির তথ্য-প্রমাণকে আদালত মান্যতা দিলে পার্থর বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। জানালেন কুণাল।
পার্থর টাকায় সমৃদ্ধ তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সঙ্গে সম্পর্ক নেই বললে হবে না, খোঁচা বিকাশের। তৃণমূল কাউকে অন্যায় করতে বলেনি। পাল্টা কুণাল।
গ্রুপ ডি নিয়োগেও নাম জড়াল পার্থর। বাড়িতে উদ্ধার ’১৬-র রেজাল্ট, অ্যাডমিট কার্ড। আপার প্রাইমারির ৪৮ জন চাকরিপ্রার্থীর রোল নম্বর, হাইকোর্টে দাবি ইডির।
অর্পিতাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় ইডির কনভয়ে ধাক্কা অন্য গাড়ির। দুর্ঘটনা ঘটলেও সুরক্ষিত পার্থ ঘনিষ্ঠ। অর্পিতার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অর্পিতার জামিনের আবেদন খারিজ। একদিনের ইডি হেফাজত। আলিবাবার বাক্সর মতো উদ্ধার টাকা, গয়না। টাকা কোথা থেকে এল ? আদালতে সওয়াল ইডির আইনজীবীর।
অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার ২১ কোটি ৯০ লক্ষ টাকা। পেঁয়াজের খোসা ছাড়ালে আরও তথ্য। আদালতে সওয়াল ইডির আইনজীবীর। খোসা ছাড়ালে শূন্য পাবে, পাল্টা অর্পিতার আইনজীবী।
বিলাসবহুল জীবনযাপন পার্থ ঘনিষ্ঠ অর্পিতার। কবার বিদেশ গিয়েছিলেন ? আর কী সম্পত্তি আছে ? অর্থের যোগান কোথা থেকে আসত ? তথ্য পাওয়ার চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট।
কোনও দল করি না, দাবি অর্পিতার। ২১ জুলাইয়ের মঞ্চে ছিলেন। ছবি পোস্ট করে দাবি শুভেন্দুর। অরাজনৈতিক রক্তদান শিবিরের অনুষ্ঠানের ছবি দিয়ে ভুয়ো পোস্ট, পাল্টা দেবাংশু।
২০১৩-১৪ সালের কেলেঙ্কারি নিয়ে অভিযোগ। নোটবন্দির পর এত টাকা এল করে ? উদ্ধার নোটগুলি নোটবন্দির পরের নোট। দাবি কুণালের। কুযুক্তি দিয়ে পাপ ঢাকা যাবে না। পাল্টা দিলীপ।
ওড়িশা থেকে রাইসিনা। পঞ্চদশতম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ দ্রৌপদী মুর্মুর। বিদায় সম্ভাষণে মোদি সরকারের প্রশংসায় কোবিন্দ। তরুণ প্রজন্মকে ছিন্নমূল না হওয়ার ডাক।
বঙ্গবিভূষণ সম্মান নিচ্ছেন না অমর্ত্য সেন। যোগাযোগের সময়ই রাজ্যকে বলা হয় অসম্মতির কথা। জানাল নোবেলজয়ী অর্থনীতিবিদের পরিবার। তবে, জানানো হয়নি কারণ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -