West Bengal News Live April 26: কালিম্পংয়ের শিলাবৃষ্টি, কালিঝোরায় ঝড়ে গাছ পড়ে কালিম্পং থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা বন্ধ

Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 26 Apr 2022 10:52 PM
WB News Live : ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে এবার রাষ্ট্রপতির কাছে দরবার

ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে এবার রাষ্ট্রপতির কাছে দরবার। দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন ‘আক্রান্ত’ বিজেপি কর্মীদের ৪০জনের দল। বীরভূম, হুগলি, বর্ধমান, উঃ ২৪ পরগনা, পঃ মেদিনীপুর। ভোটের পরে সন্ত্রাসের অভিযোগে বিচার চেয়ে যাচ্ছেন রাষ্ট্রপতির কাছে।

WB News Live Updates : একসঙ্গে একাধিক জেলার পুলিশ সুপার বদল

একসঙ্গে একাধিক জেলার পুলিশ সুপার বদল। ডায়মন্ড হারবারের পুলিশ সুপার বদলি রানাঘাটে, ডায়মন্ড হারবারে বদলি হলেন বাঁকুড়ার পুলিশ সুপার।
বাঁকুড়ায় বদলি করা হল বারুইপুরের পুলিশ সুপারকে। ডায়মন্ড হারবারের নতুন এসপি হলেন ধৃতিমান সরকার। রানাঘাটের নতুন এসপি হলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার নতুন পুলিশ সুপার হলে বৈভব তিওয়ারি । আইবির বিশেষ সুপার পদে বদলি মালদার এসপিকে। মালদার এসপি হলেন সিআইডির বিশেষ সুপার প্রদীপ কুমার যাদব।

WB News Live : সিপিএম ‘ছাড়লেন’ অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাস

সিপিএম ‘ছাড়লেন’ অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাস। নির্ধারিত সময়সীমার মধ্যে সদস্যপদ পুনর্নবীকরণ করলেন না অজন্তা, খবর সিপিএম সূত্রে।

WB News Live Updates : কালিম্পংয়ের শিলাবৃষ্টি, কালিঝোরায় ঝড়ে গাছ পড়ে কালিম্পং থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা বন্ধ

কালিম্পংয়ের শিলাবৃষ্টি, কালিঝোরায় ঝড়ে গাছ পড়ে কালিম্পং থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা বন্ধ

WB News Live : মামলা তুলে নিতে দলবল নিয়ে মহিলার বাড়িতে চড়াও হয়ে গুলি করে খুনের হুমকি, অভিযোগ উঠল সোনারপুরের এক তৃণমূল নেতার  বিরুদ্ধে

মামলা তুলে নিতে দলবল নিয়ে মহিলার বাড়িতে চড়াও হয়ে গুলি করে খুনের হুমকি। অভিযোগ উঠল সোনারপুরের এক তৃণমূল নেতার  বিরুদ্ধে। গোটা ঘটনায় রীতিমতো আতঙ্কে অভিযোগকারিণী। যদিও অভিযুক্তর দাবি তিনি খুনের হুমকি দেননি। তৃণমূল নেতার হুমকি বিতর্কে তীব্র হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

WB News Live Updates : এখনই মিলছে না রেহাই, দক্ষিণবঙ্গে আরও দু-দিন চলবে তাপপ্রবাহ

এখনই মিলছে না রেহাই। দক্ষিণবঙ্গে আরও দু-দিন চলবে তাপপ্রবাহ। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের প্রকোপ বেশি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে, কাল তাপপ্রবাহ নিয়ে নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

WB News Live : রানওয়ে সংস্কারের পর আজ থেকে খুলল বাগডোগরা বিমানবন্দর

রানওয়ে সংস্কারের পর আজ থেকে খুলল বাগডোগরা বিমানবন্দর। শুরু হল বিমান চলাচল। সকাল ৮টায় বেঙ্গালুরু থেকে এয়ার এশিয়ার প্রথম বিমান নামে। ১৫ দিন পর ফের বাগডোগরা বিমানবন্দর চালু হওয়ায় খুশি বিমানযাত্রীরা।

WB News Live Updates : উত্তরবঙ্গে এটিএম প্রতারণা চক্রের পর্দাফাঁস করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট

উত্তরবঙ্গে এটিএম প্রতারণা চক্রের পর্দাফাঁস করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। গ্রেফতার করা হয়েছে চারজনকে। ধৃতদের থেকে বাজেয়াপ্ত হয়েছে বিভিন্ন ব্যাঙ্কের প্রচুর এটিএম কার্ড। পুলিশ সূত্রে খবর, বয়স্কদের সাহায্যের নাম করে কার্ড বদলে চলত প্রতারণা।

WB News Live : বিজেপির বিকাশ ভবন অভিযান নিয়ে কটাক্ষ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

'ব্যাপম কেলেঙ্কারির সঙ্গে যুক্ত লোকেরা আন্দোলন করছে, খুব শীঘ্রই শিক্ষায় নিয়োগ, রাজনৈতিক রঙ নয় শুধু মেধা ও স্বচ্ছতা দেখে নিয়োগ হবে, গরম পড়েছে, স্নান করতে এসেছিলেন’, বিজেপির বিকাশ ভবন অভিযান নিয়ে কটাক্ষ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।

WB News Live Updates : ফের চোখ রাঙাচ্ছে করোনা, কাল মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

ফের চোখ রাঙাচ্ছে করোনা, কাল মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। কাল বেলা ১২ টায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক প্রধানমন্ত্রীর।

WB News Live : সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বামেদের মিছিল

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বামেদের মিছিল। রামলীলা পার্ক থেকে রাজাবাজার পর্যন্ত মিছিল। শান্তি ও সম্প্রীতির বার্তা দিতে মিছিলে সামিল মহম্মদ সেলিম, বিমান বসু।

WB News Live Updates : মিছিলে লাঠিচার্জের অভিযোগ বিজেপির, মানতে নারাজ পুলিশ

ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই জলকামান, বিজেপি কর্মীদের লাঠিচার্জের দাবি, মানতে নারাজ পুলিশ।

WB News Live : বিজেপি যুব মোর্চার মিছিল ঘিরে ধুন্ধুমার, ব্যারিকেড ভাঙার চেষ্টা, চলল জলকামান

বিজেপি যুব মোর্চার মিছিল ঘিরে ধুন্ধুমার, ব্যারিকেড ভাঙার চেষ্টা, চলল জলকামান

WB News Live Updates : সরকারি চাকরিতে দুর্নীতির অভিযোগে বিজেপি যুব মোর্চার বিকাশ ভবন অভিযান

কর্মসংস্থানের দাবি ছাড়াও শিক্ষক ও পুলিশ নিয়োগ-সহ একাধিক সরকারি চাকরিতে দুর্নীতির অভিযোগে বিজেপি যুব মোর্চার বিকাশ ভবন অভিযান। 

WB News Live : গাংনাপুর গণধর্ষণ ও খুনের মামলায় দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ বিচারপতির

গাংনাপুর গণধর্ষণ ও খুনের মামলায় দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ । কবর থেকে দেহ তুলে দ্বিতীয়বার ময়না তদন্ত করবে পুলিশ । পাশাপাশি নির্যাতিতার মা-কে জবানবন্দি দেওয়ার নির্দেশ । নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। 

WB News Live : হাঁসখালি কাণ্ডে মূল অভিযুক্তর বাবাকে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে তলব

হাঁসখালি কাণ্ডে মূল অভিযুক্তর বাবাকে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে তলব । তিন ঘণ্টা ধরে চলছে জিজ্ঞাসাবাদে। তৃণমূল পঞ্চায়েত সদস্য ও মূল অভিযুক্ত ব্রজ গয়ালির বাবাকে জিজ্ঞাসাবাদ। 

West Bengal News Update Live : ময়নাগুড়িতে বিশেষভাবে সক্ষম নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ

জলপাইগুড়ির ময়নাগুড়িতে বিশেষভাবে সক্ষম নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্তের বাড়িতে চড়াও হন স্থানীয়রা। গ্রেফতার অভিযুক্ত। 
গতকাল বিশেষভাবে সক্ষম নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে গেলে বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রীকে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি নেত্রী। শাসকদলের মদতেই পুলিশি বাধা, অভিযোগ গেরুয়া শিবিরের। বিজেপি সস্তার রাজনীতি করছে, প্রতিক্রিয়া তৃণমূলের। 

WB News Live : রানওয়ে সংস্কারের পর আজ থেকে খুলল বাগডোগরা বিমানবন্দর

রানওয়ে সংস্কারের পর আজ থেকে খুলল বাগডোগরা বিমানবন্দর। শুরু হল বিমান চলাচল। সকাল ৮টায় ব্যাঙ্গালোর থেকে এয়ার এশিয়ার প্রথম বিমান নামে। জল কামান দিয়ে স্বাগত জানানো হয়। প্রায় ২৫ বছর আগে তৈরি বাগডোগরা বিমানবন্দরের রানওয়ের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দেয়। সেই কারণে ১১ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ভারতীয় বায়ুসেনা।  

West Bengal News Live : জেলায় জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে আগামীকাল মুখ্যমন্ত্রীর বৈঠক

জেলায় জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে সতর্ক নবান্ন। আগামীকাল রাজ্যের সমস্ত দফতরের সচিব ও জেলাশাসকদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। উপস্থিত থাকবেন জেলার পুলিশ সুপাররা। রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি ছাড়াও বিভিন্ন সুরক্ষা প্রকল্প ও করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হবে।খবর সূত্রের।

WB News Live : কোভিডের চতুর্থ ঢেউ এলে তার জন্য প্রস্তুত রাজ্য সরকার : ফিরহাদ

কোভিডের চতুর্থ ঢেউ এলে তার জন্য প্রস্তুত রাজ্য সরকার। প্রয়োজনে স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুসারে নেওয়া হবে সবরকম ব্যবস্থা। দাবি ফিরহাদ হাকিমের।

West Bengal News Live : বেলঘরিয়ার যতীন দাস নগরে নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুতে ধুন্ধুমার

বেলঘরিয়ার যতীন দাস নগরে নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুতে ধুন্ধুমার। পিটিয়ে মারার অভিযোগ পরিবারের। নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর। সংস্থার গাড়িও ভাঙচুর করা হয়।

West Bengal News Live : 'একসপ্তাহ ধরে খেজুরির জনকা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বাড়িতে বোমা তৈরি হচ্ছিল'

পূর্ব মেদিনীপুরের খেজুরিতে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। এনআইএ সূত্রে খবর, প্রায় একসপ্তাহ ধরে খেজুরির জনকা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বাড়িতে বোমা তৈরি হচ্ছিল। ঘরের মধ্যে মজুত ছিল আরও বোমা। তৃণমূল প্রধান সমরশঙ্কর মণ্ডল, দুই তৃণমূল কর্মী শেখ আরিফুল্লা ও শাহিদুল আলি বোমা মজুতের কথা জানতেন বলে এনআইএ-র দাবি। কে, কী কারণে বোমা বানাতে নির্দেশ দিয়েছিল, তা জানতে চায় এনআইএ। খবর সূত্রের। ৩ জানুয়ারি খেজুরির পশ্চিম ভাঙনবাড়ি গ্রামে তৃণমূল সদস্যের বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। আহত হন ৭ জন। ওই ঘটনায় গতকাল তৃণমূল প্রধান-সহ ৩ জনকে গ্রেফতার করে এনআইএ

West Bengal News Live : অনুব্রত মণ্ডলের কাছে এবার পাসপোর্ট চাইল সিবিআই

অনুব্রত মণ্ডলের কাছে এবার পাসপোর্ট চাইল সিবিআই । সিবিআই-এর কাছে হাজিরার জন্য ২১ মে পর্যন্ত সময় চেয়েছেন অনুব্রত। অনুব্রতর গতিবিধির ব্যাপারে খবর রাখতে পাসপোর্ট চাওয়া হয়েছে, খবর সূত্রের। তাঁর কোনও পাসপোর্ট নেই, জানিয়েছেন অনুব্রত, খবর সিবিআই সূত্রে। অনুব্রতর দাবি সঠিক কি না জানতে, রিজিওনাল পাসপোর্ট অফিসে যোগাযোগ সিবিআই-এর। 

West Bengal News Live : ফের জঙ্গলমহলে মাওবাদীদের নামে পোস্টার ঘিরে আতঙ্ক।

ফের জঙ্গলমহলে মাওবাদীদের নামে পোস্টার ঘিরে আতঙ্ক। আজ সকালে বাঁকুড়ার সারেঙ্গার ভুসুদি গ্রাম ও গোয়ালডাঙা বাস স্ট্যান্ডে মাওবাদীদের নামে বেশ কিছু পোস্টার দেখা যায়। কোনও কোনও পোস্টারে কিষেণজির মৃত্যুর বদলা চাওয়ার পাশাপাশি, সরকারি কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলা হয়েছে। কোনও পোস্টারে লেখা, এবার তৃণমূল নেতাদের সঙ্গে খেলা হবে। এর আগে রবিবার মাওবাদী সন্দেহে ২ জনকে বোলপুর থেকে গ্রেফতার করে বারিকুল থানার পুলিশ। গতকাল খাতড়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

মালদায় বিস্ফোরণে ৪ শিশু জখমের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে আর্জি

মালদায় বিস্ফোরণে ৪ শিশু জখমের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে আর্জি । এনআইএ তদন্তের আর্জিতে জনস্বার্থ মামলা । দ্রুত শুনানির আর্জি মামলাকারী আইনজীবী অরিজিত্‍ মজুমদারের। বিবেচনার আশ্বাস প্রধান বিচারপতির। গত রবিবার বোমাকে বল ভেবে খেলতে গিয়ে আহত হয় ৪ শিশু। 

WB News Live Updates : লেক ভিউ রোডে গাছ পড়ে দুর্ঘটনা

লেক ভিউ রোডে গাছ পড়ে দুর্ঘটনা । সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ । এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই । গাছ ভেঙে পড়ায় ব্যাহত যান চলাচল

West Bengal News Live : গভীর রাতে বালির বিদ্যাবাগীশ লেনের বহুতলে আগুন

গভীর রাতে বালির বিদ্যাবাগীশ লেনের বহুতলে আগুন। গতকাল রাত দেড়টা নাগাদ ওই বহুতলের একতলার সিঁড়ির নিচে মিটার বক্সে আগুন লেগে যায়। আটকে পড়েন বহুতলের বাসিন্দারা। আতঙ্ক ছড়িয়ে পড়ে। বালি থানার পুলিশ গিয়ে বহুতলের বাসিন্দাদের ছাদে উঠে যাওয়ার পরামর্শ দেয়। পরে দমকলের একটি ইঞ্জিনের আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। 

West Bengal News Live Updates : কেশপুরে বিজেপি কর্মী খুন, তৃণমূল নেতা মহম্মদ রফিককে তলব

কেশপুরে বিজেপি কর্মী খুন, তৃণমূল নেতা মহম্মদ রফিককে তলব । কেশপুরে বিজেপি কর্মী খুনে তৃণমূল নেতাকে সিবিআই তলব। ২০২১-র অগাস্টে সুশীল ধাড়া নামে বিজেপি কর্মী ‘খুন’। ১২১জনের বিরুদ্ধে সিবিআইয়ের কাছে অভিযোগ পরিবারের
ভোট পরবর্তী সন্ত্রাসে পিটিয়ে খুনের অভিযোগে পরিবারের। ২৭ এপ্রিল খড়গপুরে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ। তৃণমূল নেতা মহম্মদ রফিক-সহ ১২জনকে সিবিআই তলব। রাজনৈতিক কারণে ফাঁসানোর পাল্টা অভিযোগ তৃণমূলের। 

WB News Live Update : এপ্রিল মাসে কলকাতায় আর বৃষ্টির সম্ভাবনা নেই

গরমে পুড়ছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। এপ্রিল মাসে কলকাতায় আর বৃষ্টির সম্ভাবনা নেই। জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন। আগামী সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা।

WB News Live : বাড়িতে এসে একাকী মহিলাকে তুলে নিয়ে গিয়ে 'গুলি করে মারার হুমকি' সোনারপুরে

জমি দখলের অভিযোগ সংক্রান্ত মামলা প্রত্যাহার না করায়, বাড়িতে এসে একাকী মহিলাকে তুলে নিয়ে গিয়ে গুলি করে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। অভিযুক্ত তৃণমূল নেতা পার্থ মণ্ডল সোনারপুর শহর জয়হিন্দ বাহিনীর সভাপতি।অভিযোগকারিণী বাড়িতে একাই থাকেন। ফলে গোটা ঘটনায় তিনি রীতিমতো আতঙ্কিত।

WB News Live : ঝালদার নিহত তপন কান্দুর পরিবারের বিরুদ্ধেই চাপ সৃষ্টির অভিযোগ তুললেন তৃণমূল কর্মী ভীম তিওয়ারি

ঝালদার নিহত তপন কান্দুর পরিবারের বিরুদ্ধেই চাপ সৃষ্টির অভিযোগ তুললেন তৃণমূল কর্মী ভীম তিওয়ারি। যাঁর বিরুদ্ধে রবিবার খুনের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছিলেন নিহত তপন কান্দুর ছেলে। সোমবার সিবিআই ভীম তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করে। এদিনই ঝালদার ২ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে কংগ্রেস।

West Bengal News Live : ভর দুপুরে বাইরে না বেরনোই ভাল, বলছেন চিকিৎসকরা

চিকিৎসকদের দাওয়াই,



  • খুব প্রয়োজন না হলে ভর দুপুরে বাইরে না বেরনোই ভাল।

  • জোর দিতে হবে তরল খাবারের ওপর।

  • পরতে হবে সুতির পোশাক, ব্যবহার করতে হবে ছাতা।

West Bengal News Live : গরম থেকে বাঁচতে তরল খাবার খাওয়া, পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা

অসহ্য গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। কলকাতায় তৈরি হয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি। এরকম অবস্থা বৃহস্পতিবার পর্যন্ত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। গরম থেকে বাঁচতে তরল খাবার খাওয়া, অহেতুক বাইরে না বেরনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

West Bengal News Live : দক্ষিণবঙ্গে টানা ৫৬ দিন ধরে বৃষ্টির দেখা নেই

দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই তাপপ্রবাহ বইছে।  খাঁ-খাঁ করছে রাস্তাঘাট। দক্ষিণবঙ্গে টানা ৫৬ দিন ধরে বৃষ্টির দেখা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২ মে-র আগে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম।

WB News Live : জঙ্গলমহলে ফিরল মাও-আতঙ্ক, উদ্ধার রক্তাক্ত মৃতদেহ

জঙ্গলমহলে ফিরল মাও-আতঙ্ক। বিনপুরে মাওবাদীদের নামে পোস্টার। বেলপাহাড়ির ভুলাভেদার জঙ্গলে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ। জুয়া খেলা নিয়ে বিবাদের জেরে খুন, দাবি পুলিশের।

WB News Live : কোচবিহার তৃণমূলের জেলা চেয়ারম্যানের নিশানায় জেলা সভাপতি

কোচবিহার তৃণমূলের জেলা চেয়ারম্যানের নিশানায় জেলা সভাপতি। পার্থপ্রতিম রায় তাঁকে প্রাপ্য সম্মান দিচ্ছেন না। অভিযোগ গিরীন্দ্রনাথ বর্মনের। দলের জেলা সভাপতির কর্মসূচি বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন জেলা তৃণমূল চেয়ারম্যান। নীরব জেলা তৃণমূল সভাপতি। 

West Bengal News Live : অর্জুন সিং কি আগামীদিনে বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে পারেন?

চটকল ইস্যুতে এবার মোদি সরকারের নীতির বিরুদ্ধেই অর্জুন সিং-এর বিদ্রোহ। বললেন, প্রধানমন্ত্রীকে জানাব, পদক্ষেপ না করলে রাস্তায় নামব। অর্জুন সিং কি আগামীদিনে বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে পারেন? গুরুত্বে নারাজ বিজেপি। 

প্রেক্ষাপট

কলকাতা : এক নজরে আজকের শিরোনাম । 


Twitter agrees to $44bn takeover by Elon Musk : ৩ লক্ষ ৩৭ হাজার কোটি টাকায় ট্যুইটার কিনছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সমালোচকরাও থাকুন ট্যুইটারে, হাতবদলের আগে বার্তা টেসলা কর্ণধারের। 
 Anubrata Mondal :  জোড়া মামলায় হাজিরা নিয়ে সিবিআইকে শর্ত দিলেন অনুব্রত। কোথায় জিজ্ঞাসাবাদ? ২১ মে-র পরে আলোচনার কথা জানিয়ে চিঠি।  
সিবিআইকে অনুব্রতর শর্ত
Dilip Ghosh On Anubrata : অনুব্রতকে নিয়ে চাঞ্চল্যকর দাবি দিলীপের। এত জানেন যখন, ওকেই জেরা করুক, পাল্টা তৃণমূল। 
Arjun Singh Protests Against Centre's Policy : এবার মোদি সরকারের বিরুদ্ধেই অর্জুনের বিদ্রোহ। বিজেপির অস্বস্তি বাড়িয়ে পাটশিল্প-নীতির প্রতিবাদ। পাটশিল্প নিয়ে মমতার হস্তক্ষেপ চাইলেন বিজেপি সাংসদ!
Dilip Vs Sukanta : অভিজ্ঞতা বাড়ে কাজ করতে করতে। বঙ্গ বিজেপিতে অভিজ্ঞতা-প্রশ্নে সংঘাত প্রকাশ্যে আসার পর দিলীপের মুখে অন্য সুর।
TMC : যোগ্য সম্মান না পাওয়ার অভিযোগে কোচবিহারে সরব তৃণমূলের জেলা চেয়ারম্যানই সরব। জেলা সভাপতিকে আক্রমণ। কোর কমিটিতে বলুন, পাল্টা জেলা নেতৃত্ব।
TMC : খেজুরিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়িতে বিস্ফোরণ, তৃণমূলের প্রধানই গ্রেফতার। এনআইএ-র জালে আরও ২। বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ।
Mao Threat : জঙ্গলমহলে ফিরল মাও-আতঙ্ক। বেলপাহাড়ির ভুলাভেদার জঙ্গলে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ। জুয়া খেলা নিয়ে বিবাদের জেরে খুন, দাবি পুলিশের।
Mao Poster : বিনপুরে মাওবাদীদের নামে পোস্টার। দম্পতি গ্রেফতার। মাও-যোগের বোলপুর থেকে বিশ্বভারতীর ২ প্রাক্তন ছাত্র গ্রেফতার।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.