West Bengal News Live: ভোটের আগে কালো টাকার বিরুদ্ধে অভিযান, আড়াই কোটি বাজেয়াপ্ত
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
ভোটের আগে কালো টাকার বিরুদ্ধে অভিযান, আড়াই কোটি বাজেয়াপ্ত। কলকাতা, দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, কুরুক্ষেত্রে ইডির তল্লাশি। বিদেশি মুদ্রা বিনিময় আইনে ৪ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির অভিযান। ২ কোটি ৫৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত, ৪৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ।
রামকৃষ্ণলোকে স্বামী স্মরণানন্দ। প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ। আজ রাত ৮.১৪-এ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে জীবনাবসান।
'তিহাড় থেকে খেলা হবে', কেষ্টহীন বীরভূমে তৃণমূলের দেওয়াল লিখন। দুবরাজপুরে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে 'তিহাড় থেকে খেলা হবে' স্লোগান। তিহাড়ে কেষ্ট, তৃণমূলের দেওয়াল লিখনে অনুব্রতর সুর।
বারাসাতের দলীয় প্রার্থী নিয়েও এবার বিজেপিতে অসন্তোষ। ড্রাগ মাফিয়াকে প্রার্থী করা হয়েছে। তৃণমূলের সুরেই এই অভিযোগে সোশাল মিডিয়া পোস্টে সরব হলেন একাধিক বিজেপি নেতা-কর্মী। আদালত নির্দোষ ঘোষণা করেছে, কালিমালিপ্ত করতেই সোশাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে, পাল্টা দাবি বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের।
ভোটের আগে ফের অশান্ত দিনহাটা, তৃণমূল নেতাকে কোপ। বাজার থেকে বাড়ি ফেরার সময় তৃণমূল নেতার উপরে হামলা। মারধরের পরে ধারাল অস্ত্র দিয়ে পিঠে আঘাত, অবস্থা আশঙ্কাজনক। পঞ্চায়েত সদস্যার স্বামী তৃণমূল নেতার উপরে হামলায় অভিযুক্ত বিজেপি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই হামলা, পাল্টা অভিযোগ বিজেপির।
দত্তপুকুরে ব্যবসায়ীর রহস্যমৃত্যু, গাছে ঝুলন্ত দেহ। গতকাল দুপুরে বাড়ি থেকে বেরোনোর পর সকালে মৃতদেহ উদ্ধার। আত্মহত্যা নয়, ব্যবসায়ীকে খুনের অভিযোগ পরিবারের। খুনের পিছনে থাকতে পারে জমি মাফিয়া, অভিযোগ পরিবারের।
ভোটের আগে মৃত ও আক্রান্ত বিজেপি কর্মীদের পরিবারকে নিয়ে রাজভবনে শুভেন্দু। পিংলার নিহত বিজেপি কর্মীর পরিবারকে নিয়ে বোসের কাছে বিরোধী দলনেতা। রাজভবনে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে নালিশ শুভেন্দু অধিকারীর। রাজ্যপালের দ্বারস্থ ক্যানিংয়ে আক্রান্ত বিজেপি কর্মীদের পরিবারও।
পাহাড়ে প্রার্থী নিয়ে আজও সরব কার্শিয়ঙের বিজেপি বিধায়ক। নির্দল হয়ে ভোটে লড়ার সিদ্ধান্তে অনড় বিষ্ণুপ্রসাদ শর্মা। দার্জিলিঙে রাজু বিস্তাকে প্রার্থী করায় ক্ষোভ বিষ্ণুপ্রসাদের। নির্দল হয়ে দাঁড়ান, কত ভোট পাবেন দেখব, পাল্টা চ্যালেঞ্জ সুকান্তর।
বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে প্রধানমন্ত্রীর ফোন। রেখা পাত্রকে 'শক্তি স্বরূপা' বলে সম্মোধন করলেন প্রধানমন্ত্রী। ভোটের প্রচার-সহ একাধিক বিষয়ে রেখার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা, খবর সূত্রের। প্রধানমন্ত্রীর কাছে সন্দেশখালিতে নারী নির্যাতনের বর্ণনা দিলেন রেখা।
ভোটের প্রচারে বেলাগাম দিলীপ, নির্বাচন কমিশনে তৃণমূল। মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগে পদক্ষেপের দাবি। কুরুচিকর, অবমাননাকর মন্তব্যের অভিযোগে কমিশনে নালিশ। আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে তৃণমূল।
বর্ধমানে প্রচারে নেমেই ফের বেলাগাম দিলীপ ঘোষ। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণে দিলীপ। প্রচার সেরে বেরোনোর সময় দিলীপকে গো ব্যাক স্লোগান তৃণমূলের।
ভোটের মুখে তৃণমূলের তিরেই বিজেপিতে প্রকাশ্যে প্রার্থী-কোন্দল। বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে সরব দলীয় কর্মীরাই। পুরনো মাদক মামলার সূত্র ধরে দলীয় প্রার্থীকেই নিশানা বিজেপি কর্মীদের।
লোকসভা ভোটের আগেই তৃণমূল-বিজেপির সংঘর্ষ ঘিরে বহরমপুরের কাঁঠালিয়া গ্রামে উত্তেজনা ছড়াল। আহত হয়েছেন দু’পক্ষের চারজন। সোশাল মিডিয়ায় ভাইরাল গন্ডগোলের সময়ের ছবি। বিজেপির অভিযোগ, গতকাল বিকেলে তাদের কর্মীদের জমায়েতে হামলা চালায় তৃণমূল। নেতৃত্বে ছিলেন বহরমপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যা ঝর্না দলুইয়ের স্বামী ও স্থানীয় তৃণমূল নেতা স্বপন দলুই। পাল্টা তৃণমূলের দাবি, রাঙামাটি-চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য মানিক দলুই ও তাঁর দলবলই আক্রমণ করে। দু’পক্ষই বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেছে। উভয়পক্ষের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
লোকসভা ভোটের আগেই দিকে দিকে অশান্তি। দিনহাটায় তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে বোমা-গুলি-আগুন। বহরমপুর-গোসাবায় সংঘর্ষে আহত ১০। বাঁশদ্রোণীতে দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা।
অসন্তোষের ইঙ্গিত দিলেও নতুন পিচে নেমে ব্যাটিং শুরু করে দিলেন দিলীপ ঘোষ। এবার মেদিনীপুর আসন থেকে সরিয়ে তাঁকে বর্ধমান-দুর্গাপুর আসনে প্রার্থী করেছে বিজেপি। আত্মবিশ্বাসী দিলীপ ঘোষকে শূন্য রানে আউট করার হুঁশিয়ারি দিলেন কীর্তি আজাদ। এদিকে, তাঁর অভাব বোধ করছেন মেদিনীপুরে বিজেপি কর্মী সমর্থকদের একাংশ।
উত্তর থেকে দক্ষিণ, কলকাতা থেকে জেলা, তুঙ্গে ভোট প্রচার। শাসক থেকে বিরোধী, ময়দানে নেমে পড়েছে সবপক্ষই। পাড়ায় পাড়ায় ঘুরে প্রচার, সঙ্গে জনসংযোগ। আর প্রচারের ফাঁকে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক। সবমিলিয়ে বঙ্গ রাজনীতিতে চড়ছে ভোটের পারদ।
লোকসভা ভোটের আগেই দিকে দিকে অশান্তি। দিনহাটায় তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে বোমা-গুলি-আগুন। বহরমপুর-গোসাবায় সংঘর্ষে আহত ১০। বাঁশদ্রোণীতে দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা।
আমি ভূমিপুত্র। আর বর্তমান সাংসদকে এলাকায় দেখাই যায় না। প্রচারে নেমে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ বিজেপি প্রার্থী তাপস রায়ের। ৪ জুন বোঝা যাবে, মানুষ কাকে ভোট দিয়েছেন। চ্যালেঞ্জ তাপসের।
বর্ধমানে দিলীপ ঘোষকে গো-ব্যাক স্লোগান, বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে স্লোগান তৃণমূলের।
বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষ, ভগবানগোলাতেও প্রার্থী ঘোষণা
লোকসভা ভোটের আগেই দিকে দিকে অশান্তি। বর্ধমানে দিলীপকে গো ব্যাক স্লোগান।দিনহাটায় তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে বোমা-গুলি-আগুন। বহরমপুর-গোসাবায় সংঘর্ষে আহত ১০।
দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ ঘিরে বাঁশদ্রোণীতে উত্তেজনা। পরস্পরের বিরুদ্ধে দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ তৃণমূল ও বিজেপির।
স্কুলে নিয়োগ দুর্নীতি এবার মন্ত্রী চন্দ্রনাথ সিন্হাকে তলব করল ইডি। আগামীকাল মন্ত্রী বা তাঁর কোনও প্রতিনিধিকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ।
ফের বিজেপিতে টিকিট-ক্ষোভ, এবার অভিমানী রুদ্রনীল ঘোষ। দোলের দিন ছাড়লেন বিজেপির একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ।
সকাল সকাল প্রচারে নেমেছেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। মুর্শিদাবাদ থানা এলাকার নতুনগ্রামে বাম-কংগ্রেসের কর্মী, সমর্থকদের নিয়ে জনসংযোগ সারছেন।
বাংলাদেশ ও অসমে ঘূর্ণাবর্ত। তার সঙ্গে মধ্যপ্রদেশ থেকে ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ হয়ে অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ
অক্ষরেখা। এর প্রভাবে গতকালের মতো আজও বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় ৩৬-৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি হবে।
বহরমপুর থানার কাঁঠালিয়া গ্রামে তৃণমূল বনাম বিজেপি সংঘর্ষ, দু'পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন
কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ নিয়ে বিরোধীদের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ কমিশনের। ২৯ মার্চ থেকে সিআরপিএফ-কে রুটমার্চ সংক্রান্ত তথ্য পাঠানোর নির্দেশ কমিশনের। জানাতে হবে রাজ্যের নির্বাচনী আধিকারিককেও।
লোকসভা ভোটের আগেই তৃণমূল-বিজেপির সংঘর্ষ ঘিরে বহরমপুরের কাঁঠালিয়া গ্রামে উত্তেজনা ছড়াল। আহত হয়েছেন দু’পক্ষের চারজন। সোশাল মিডিয়ায় ভাইরাল গন্ডগোলের সময়ের ছবি। বিজেপির অভিযোগ, গতকাল বিকেলে তাদের কর্মীদের জমায়েতে হামলা চালায় তৃণমূল। নেতৃত্বে ছিলেন বহরমপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যা ঝর্না দলুইয়ের স্বামী ও স্থানীয় তৃণমূল নেতা স্বপন দলুই। পাল্টা তৃণমূলের দাবি, রাঙামাটি-চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য মানিক দলুই ও তাঁর দলবলই আক্রমণ করে। দু’পক্ষই বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেছে। উভয়পক্ষের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
লোকসভা ভোটে দার্জিলিঙে বিজেপি প্রার্থী ঘোষণা করার পরই বিদ্রোহী দলীয় বিধায়ক। নির্দলের হয়ে লড়বেন বলে সাফ জানিয়ে দিলেন কার্শিয়ঙের বিজেপি বিধায়ক। ফের তুললেন পৃথক রাজ্যের প্রসঙ্গ। ভূমিপুত্রকে প্রার্থী না করা নিয়ে বিজেপি শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ।
পিচ নতুন হলেও পুরনো স্টাইলেই ব্যাটিং করছেন দিলীপ ঘোষ। সকাল সকাল নেমেছেন ভোটের প্রচারে। আজ সকালে দুর্গাপুরে চায়ের আড্ডায় জনসংযোগ সারলেন বর্ধমান-পূর্বের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আসন পরিবর্তনে অসন্তোষের স্পষ্ট ইঙ্গিত দিলেও সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। নিজেই বলছেন, শক্ত আসন বুঝেই দল তাঁকে প্রার্থী করেছে। সেখান থেকেই বিপুল ভোটে জিতবেন বলে আত্মবিশ্বাসী দিলীপ। প্রার্থী কম পড়েছে বলেই বিহার থেকে লোক আনতে হয়েছে, পাল্টা কটাক্ষও ছুড়েছেন প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের উদ্দেশ্যে।
দোলের দিন বসন্ত উৎসবের হীরকজয়ন্তী পালন করল বাঘাযতীন বিবেকানন্দ মিলন সঙ্ঘ। বর্ণময় শোভাযাত্রায় অংশ নেন কচিকাঁচা থেকে শুরু করে এলাকার বয়স্করাও। ছিল ধামসা-মাদল নিয়ে নাচ। রঙে রঙে রঙিন হয়ে ওঠে গোটা এলাকা।
ব্যারাকপুরে বিজেপির টিকিট পেয়ে পার্থ ভৌমিকের গড় নৈহাটি থেকেই প্রচার শুরু অর্জুনের।
পিকআপ ভ্যানের ধাক্কায় ৪ বছরের শিশু মৃত্যু ঘিরে উত্তপ্ত ফালাকাটা। ভ্যানে আগুন, চালককে মার উত্তেজিত জনতার। পার্ক সার্কাসে দুর্ঘটনায় মৃত্যু যুবকের।
প্রেক্ষাপট
জেতা আসন চেয়েও না পেয়ে অসন্তুষ্ট দিলীপ (Dilip Ghosh)। নতুন উদ্যমে ঝাঁপালেন বর্ধমান-দুর্গাপুরে।
নতুন পিচে নেমেই ব্যাটিং শুরু দিলীপের।
বন্ধ হোক রংবাজির রাজনীতি। দুষ্টের দমন, শিষ্টের পালন করবে উত্তর কলকাতা, হুঁশিয়ারি তাপসের। সতর্ক থাকতে হবে, অতিরিক্ত আত্মবিশ্বাসের অবকাশ নেই। কুণালের সুর নরমে জল্পনা।
বসিরহাটের বিজেপি প্রার্থীকে নিয়ে খুব্ধ সন্দেশখালির মহিলাদের একাংশ। কোথাও আবার রেখা পাত্রের সমর্থনে উচ্ছ্বাস।
ব্যারাকপুরে বিজেপির টিকিট পেয়ে পার্থ ভৌমিকের গড় নৈহাটি থেকেই প্রচার শুরু অর্জুনের।
পার্থ ভৌমিকের পর অর্জুন সিং। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থীর পর এবার তড়িৎ তোপদারের বাড়িতে গেলেন বিজেপি প্রার্থী।
এই হেরোইন পাচারকারী বিজেপি নেতাই কি বারাসাতের প্রার্থী স্বপন মজুমদার? প্রশ্ন তুলে এক্স হ্যান্ডলে পোস্ট অরূপ চক্রবর্তীর। মিথ্যা অভিযোগ প্রমাণের পরেও বলতে লজ্জা হয় না? পাল্টা স্বপন মজুমদার।
দার্জিলিঙে রাজু বিস্তকে প্রার্থী করতেই পাহাড়ে বিজেপিতে বিদ্রোহের সুর। কেন ভূমিপুত্র প্রার্থী নয়? বেঁকে বসে নির্দল হয়ে লড়ার হুঁশিয়ারি কার্শিয়ঙের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার।
ফের ভোটের আগে রক্তাক্ত ভাঙড়, দেওয়াল দখল নিয়ে পোলেরহাটে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। মাথা ফাটল কয়েকজনের। পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দু'দলের।
এবার প্রাণহানির আশঙ্কা কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মীর দাদার। দোলের দিন বেধড়ক মারধরের পর খুনের হুমকি একদল দুষকৃতীর। নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -