India vs England ODI LIVE: ডাডেজা, হর্ষিতের দুরন্ত বোলিং, তারকা ত্রয়ীর হাফসেঞ্চুরি, প্রথম ওয়ান ডেতে সহজ জয় ভারতের
IND vs ENG ODI Live Updates: এখনও পর্যন্ত এই ফর্ম্য়াটে মোট ১০৭টি ম্য়াচ খেলেছে ভারত ও ইংল্যান্ড। ভারত মোট ৫৮ ম্য়াচ জিতেছে। ইংল্যান্ড ৪৪ ম্য়াচে জিতেছে।
চার মেরে ৬৮ বল বাকি থাকতেই ভারতের জয় সুনিশ্চিত করলেন রবীন্দ্র জাডেজা। সিরিজ়ে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
সেঞ্চুরির লক্ষ্যে এগোচ্ছিলেন গিল। তবে আগ্রাসী শট মারতে গিয়ে শেষমেশ ৮৭ রানেই সাজঘরে ফিরতে হল তাঁকে। অবশ্য ভারতের জয় এখন কেবল সময়ের অপেক্ষা। জয়ের জন্য আর মাত্র ১৪ রান বাকি।
দল হারের মুখে তবে আদিল রশিদ কিন্তু নিজের দক্ষতা দেখালেন। অক্ষরের পর ফেরালেন কেএল রাহুলকেও। পঞ্চম উইকেট হারাল ভারত।
৫২ রানের ইনিংস খেলার আদিল রশিদের দুরন্ত স্পিনে বিট হলেন অক্ষর। বোল্ড হয়ে ফিরলেন সাজঘরে।
৪৬ বলে নিজের ওয়ান ডে কেরিয়ারের তৃতীয় অর্ধশতরান পূরণ অক্ষর পটেল। তাঁকে ব্যাটিং অর্ডারে পাঁচে পাঠানো হয়েছিল। তিনি ম্যানেজমেন্টের ভরসার যে মান রাখলেন, তা বলাই বাহুল্য।
৯৮ বলে শতরানের পার্টনারশিপ পূরণ করলেন গিল ও অক্ষর পটেল। তৃতীয় উইকেটে এই দুই তারকার পার্টনারশিপে ভর করেই জয়ের দোরগোড়ায় ভারত।
তিন উইকেট হারিয়েই দু'শো রানের গণ্ডি পার করে ফেলল ভারতীয় দল। দুরন্ত ছন্দে গিল ও অক্ষর দুইজনেই। ৩০ ওভার শেষে ভারতের স্কোর ২০৬/৩।
৬০ বলে অর্ধশতরান পূরণ করলেন শুভমন গিল। হাঁকালেন সাতটি বাউন্ডারি। ভারতের স্কোর ২৫ ওভার শেষে ১৬৫/৩। এখনও জয়ের জন্য ৮৪ রান প্রয়োজন ভারতের।
রাহুল, জাডেজার আগে ব্য়াটে নেমেছেন অক্ষর পটেল। ব্যাটে নেমেই স্পিনারদের বিরুদ্ধে আগ্রাসী মেজাজে ব্যাটল করছেন তিনি। ১২ বলে তাঁর সংগ্রহ ১৩ রান। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ১২৯/৩।
জাতীয় দলের কামব্যাকে দুরন্ত ছন্দে দেখাচ্ছিল তাঁকে। তবে জেকব বেথেলের বলের লাইন মিস করে ৫৯ রানে এলবিডব্লু হলেন শ্রেয়স। ডিআরএস নিয়েও লাভের লাভ কিছুই হয়নি।
দীর্ঘদিন জাতীয় দলের বাইরেই ছিলেন। তাঁকে নিয়ে প্রবল বিতর্কও হয়েছিল, বাদ পড়েছিলেন বার্ষিক চুক্তি থেকে। তবে জাতীয় দলে ফিরে স্বপ্নের ফর্মে শ্রেয়স। চার মেরে মাত্র ৩০ বলে হাফসেঞ্চুরি পূরণ করলেন তিনি।
মাত্র ৩০ বলে অর্ধশথরানের পার্টনারশিপ গড়ে ফেললেন শ্রেয়স ও শুভমন। পাওয়ার প্লেতে দুই উইকেটের বিনিময়ে ৭১ রান তুলল ভারত।
অষ্টম ওভারে দুই উইকেট হারিয়ে ৫০ রানের গণ্ডি পার করল ভারত। ১০ বলে ইতিমধ্যেই ২৩ রান করে ফেলেছেন শ্রেয়স আইয়ার।
আগের ওভারে ফিরেছিলেন জয়সওয়াল, পরের ওভারেই দুই রানে রোহিত শর্মাকে ফেরালেন শাকিব মামুদ। শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বেশ চাপে ভারতীয় দল। ছয় ওভারে ভারতের স্কোর ২৫/২।
একাধিকবার জয়ওয়ালের ব্যাটের পাশ দিয়ে আর্চারের বল বেরোচ্ছিল। শেষমেশ সেই আর্চারের বলেই খোঁচা দিয়ে সাজঘরে ফিরলেন জয়সওয়াল। ১৫ রানে সাজঘরে ফিরলেন তরুণ ওপেনার।
আগ্রাসী ছন্দেই নিজের ওয়ান ডে অভিষেক ম্যাচ শুরু করলেন যশস্বী জয়সওয়াল। ইতিমধ্যেই নিজের ইনিংসে তিনটি চার মেরে ফেলেছেন তিনি। চার ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৯ রান।
আগ্রাসী ছন্দেই নিজের ওয়ান ডে অভিষেক ম্যাচ শুরু করলেন যশস্বী জয়সওয়াল। ইতিমধ্যেই নিজের ইনিংসে তিনটি চার মেরে ফেলেছেন তিনি। চার ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৯ রান।
কুলদীপের বিরুদ্ধে বড় শট খেলার লক্ষ্যে ক্রিজ় ছেড়ে স্টাম্প আউট হলেন শাকিব মামুদ। ২৪৮ রানেই শেষ হল ইংল্যান্ডের ইনিংস।
জেকব বেথেল লড়াকু অর্ধশতরান করে আউট হলেন। বল হাতে নিয়েই সাফল্য এনে দিলেন রবীন্দ্র জাডেজা। ভারত-ইংল্যান্ডের ওয়ান ডেতে দুই দল মিলিয়ে সর্বাধিক উইকেটের মালিক হয়ে গেলেন জাডেজা। ৪৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২২০/৮।
জেকব বেথেল লড়াকু অর্ধশতরান করে আউট হলেন। বল হাতে নিয়েই সাফল্য এনে দিলেন রবীন্দ্র জাডেজা। ভারত-ইংল্যান্ডের ওয়ান ডেতে দুই দল মিলিয়ে সর্বাধিক উইকেটের মালিক হয়ে গেলেন জাডেজা। ৪৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২২০/৮।
বিশ্বকাপ ফাইনালের পর অবশেষে ৫০ ওভারের ম্যাচে নেমেছেন শামি। সপ্তম ওভারে গিয়ে ব্রাইডন কার্সের উইকেট ছিটকে প্রথম সাফল্য পেলেন তিনি। ইংল্যান্ডের সপ্তম উইকেট পড়ল। ৪১ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২১১/৭।
লিভিংস্টোনকে ফেরালেন হর্ষিত। ৩৯.১ ওভারে ২০০ পূর্ণ করল ইংল্যান্ড।
৬৭ বলে ৫২ রান করে অক্ষর পটেলের বলে ফিরলেন বাটলার। ৩৩ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ১৭০/৫।
১৯ রান করে জাডেজার বলে এলবিডব্লিউ জাডেজা। ২৭.৩ ওভারে ইংল্যান্ডের স্কোর ১৪৬/৪। বাটলার ৪২ রান করে ক্রিজে। সঙ্গ জেকব বেথেল।
১৪ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৯৪/৩। ক্রিজে জো রুট ও জস বাটলার।
হর্ষিতের বলে ০ রানে ফিরলেন ব্রুক। ১০ ওভারের শেষে ইংল্যান্ড ৭৭/৩।
২৯ বলে ৩২ রান করে ফিরলেন ডাকেট। বোলার হর্ষিত রানা। দুরন্ত ক্যাচ যশস্বীর। ইংল্যান্ডের স্কোর ৭৭/২।
২৬ বলে ৪৩ করে রান আউট ফিল সল্ট। ৯ ওভারের শেষে ইংল্যান্ড ৭৫/১।
হর্ষিতের ১ ওভারে ২৬ রান নিলেন ফিল সল্ট। ৬ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৫২/0।
এবার মেডেন ওভার করলেন হর্ষিত। ৪ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১৭ রান।
প্রথম ওভারই মেডেন করলেন শামি। ১ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ০/০।
টসের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Rohit) জানান, বুধবার রাতে আচমকাই চোট লেগেছে কোহলির। রোহিত বলেন, 'গতকাল রাতে বিরাটের হাঁটুতে চোট লেগেছে। সেই কারণে ও এই ম্যাচে খেলতে পারছে না। ওকে ছাড়াই নামছি আমরা।'
ভারতের জার্সিতে ওয়ান ডে অভিষেক হচ্ছে যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রানার। হাঁটুর চোটের জন্য খেলতে পারছেন না বিরাট কোহলি।
নাগপুরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ইংরেজ অধিনায়ক জস বাটলার। প্রথমে ফিল্ডিং করবে ভারত।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দল সাজিয়ে নেওয়ার শেষ সুযোগ ভারতের সামনে। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ নাগপুরে।
প্রেক্ষাপট
নাগপুর: টি-টােয়েন্টি সিরিজ অতীত। এবার সামনে ওয়ান ডে সিরিজ। আজ ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্য়ান্ড (India vs England) ওয়ান ডে সিরিজ। ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে আগামীকাল ৬ ফেব্রুয়ারি নাগপুরে মুখোমুখি হতে চলেছে ২ দল। টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। গোটা সিরিজেই আধিপত্য বজায় রেখে জয় ছিনিয়ে নিয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টি-টোয়েন্টি দল। এবার ফের একবার রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল খেলতে নামবে।
ওয়ান ডে সিরিজের আগে ভারত ও ইংল্যান্ডের ২২ গজে পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে ইতিহাস কী বলছে, তা দেখে নেওয়া যাক। এখনও পর্যন্ত এই ফর্ম্য়াটে মোট ১০৭টি ম্য়াচ খেলেছে ভারত ও ইংল্যান্ড। ভারত মোট ৫৮ ম্য়াচ জিতেছে। ইংল্যান্ড ৪৪ ম্য়াচে জিতেছে। ২ ম্য়াচ টাই হয়েছে। ৩ ম্য়াচে ফল বেরয়নি। ভারতের মাটিতে ৫২ ম্য়াচ খেলেছে ২ দল। তার মধ্যে ৩৪ ম্য়াচ জিতেছে ভারত। ১৭ ম্য়াচ জিতেছে ইংল্যান্ড।
ওয়ান ডে সিরিজে দর্শকদের চাহিদাও বেড়েছে। কটকে টিকিটের চাহিদা এতটাই তুঙ্গে যে সেখানে পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি তৈরি হল টিকিট কাউন্টারের সামনে। বারাবাটি স্টেডিয়ামের সামনে যা সামলাতে গিয়ে রীতিমত হিমশিম খেতে হল স্থানীয় পুলিশকে। সূত্রের খবর, অন্তত ১০ জনকে অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছে। আগামীকাল ৬ ফেব্রুয়ারি ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচ নাগপুরে। দ্বিতীয় ম্য়াচটি খেলা হবে আগামী ৯ ফেব্রুয়ারি কটকের বারাবাটি স্টেডিয়ামের সামনে।
ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে-র জন্য অফলাইন টিকিট বিক্রির শুরু হয়েছিল ভারতীয় সময় সকাল ৯ টা থেকে। দর্শকদের মতে সেখানে ১৪ ঘণ্টার ওপরে দাঁড়িয়ে থাকার পরও টিকিট ঠিকমত পাননি। ওড়িশা ক্রিকেট অ্য়াসোসিয়েশনের দিকে আঙুল তুলেছেন সেই ব্যক্তি। নিরাপত্তা ও বন্দোবস্তেও অনেক খামতি ছিল বলে জানা গিয়েছে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে দাঁড়ায় যে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে জলকামানের বন্দোবস্ত করতে হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -