West Bengal News Live Updates: সোমবার থেকে বাড়ছে মেট্রো, সকাল ৬টা ৫০টায় শুরু, প্রান্তিক স্টেশনে শেষ মেট্রো রাত ৯টা ৪০-এ
জেনে নিন আজকের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট
ফের শহরে একাকী মহিলার হাত-পা-মুখ বেঁধে ‘ডাকাতি’, বেহালায় হাত-পা-মুখ বেঁধে, মারধর করে ‘ডাকাতি’! বিদ্যুতের মিটার দেখার নাম করে ডাকাতির অভিযোগ।
৬দিনে ৫ বার! ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলে। কলকাতায় লিটার প্রতি ৫২ পয়সা বাড়ল পেট্রোল। কলকাতায় লিটার প্রতি পেট্রোল ১০৮ টাকা ৫৩ পয়সা। কলকাতায় লিটার প্রতি ৫৬ পয়সা বাড়ল ডিজেল ।কলকাতায় লিটার প্রতি ডিজেল ৯৩ টাকা ৫৭ পয়সা। কাল সকাল থেকে পেট্রোল-ডিজেলের নতুন দাম কার্যকর । ৬দিনে প্রায় ৪ টাকা দাম বাড়ল পেট্রোল-ডিজেলের।
কটা নাগাদ অগ্নিসংযোগের ঘটনা ঘটে, পুলিশের ভূমিকা কী ভূমিকা ছিল, সবই খতিয়ে দেখছেন সিবিআইয়ের তদন্তকারীরা। রামপুরহাট হত্যাকাণ্ডে দমকলের থেকেও রিপোর্ট নিল সিবিআই। ঘটনার রাতে কারা গিয়েছিলেন ঘটনাস্থলে, তালিকা তৈরি করছে সিবিআই।
রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তে 3D লেজার স্ক্যানিং প্রযুক্তির ব্যবহার। এর সাহায্যে ক্রাইম সিনের একটি 3D মডেল তৈরি করা যায়। এর ফলে, ঘটনাস্থল পরিদর্শন না করেও, ভার্চুয়ালি অপরাধের জায়গায় পৌঁছে তদন্ত করা যায়।
লাশ কিনতে গেছেন মুখ্যমন্ত্রী, তাই বাবাকে কিনতে গেলেন ফিরহাদ, গ্রামের লোক-পরিবার বুঝিয়ে দিয়েছে, উৎসবের নামে পোশাক বদল করলে, সেই অনুযায়ী সবাই পিছন পিছন চলবে এরকম নয়। আক্রমণ সুজন চক্রবর্তীর।
আনিস খান হত্যাকাণ্ডে CBI তদন্তের দাবিতে সুর চড়াচ্ছে কংগ্রেস। আজ উলুবেড়িয়া থেকে বাউড়িয়া পর্যন্ত মিছিল করেন অধীর চৌধুরীরা। শুক্রবার আনিসের বাড়ি যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন ফিরহাদ হাকিম। এদিন, তার জবাব দিয়েছেন তিনি।
সোমবার থেকে বাড়ছে মেট্রো, দিনে চলবে ২৮২টি রেক। সকাল ৬টা ৫০টায় শুরু, প্রান্তিক স্টেশনে শেষ মেট্রো রাত ৯টা ৪০-এ। শনিবার ২৩০টি থেকে বেড়ে চলবে ২৩৪টি মেট্রো। রবিবার ১২৮টি থেকে বেড়ে চলবে ১৩০টি মেট্রো।
বসিরহাটের মাটিয়ায় ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত শহর আলি সর্দার ও তাঁর প্রেমিকা। গতকাল একটি পার্ক থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় নাবালিকা। ‘বন্ধুর থেকে উপহার আনতে নাবালিকাকে পাঠায় মাসতুতো দিদি’। উপহার আনতে গিয়ে ধর্ষণের শিকার, অভিযোগ পরিবারের। অভিযুক্ত যুবক ও নাবালিকার মাসতুতো দিদিকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতা নাবালিকা আরজি কর হাসপাতালে ভর্তি।
স্বাস্থ্য পরীক্ষার কাজ চলছে গড়িয়াহাট উড়ালপুলে। শনিবার সকাল থেকেই পার্ক সার্কাস থেকে গড়িয়াহাটগামী সৈয়দ আমির আলি অ্যাভিনিউতে প্রবল যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গড়িয়াহাট উড়ালপুলে বন্ধ থাকবে যান চলাচল।
রাজ্যে ফের পোশাক বিতর্ক, আচার্য জগদীশচন্দ্র কলেজে ফরমান।‘ছেঁড়া-ফাটা পোশাক পরে এলেই কলেজ থেকে টিসি, ছেঁড়া-ফাটা পোশাক পরে আসা যাবে না কলেজে’, কৃত্রিমভাবে ছেঁড়া পোশাক বা প্যান্ট পরায় নিষেধাজ্ঞা। পোশাক নিয়ে কড়া নির্দেশ আচার্য জগদীশচন্দ্র কলেজের অধ্যক্ষের। শিক্ষা প্রতিষ্ঠান ফ্যাশন শোয়ের মঞ্চ নয়, জানালেন অধ্যক্ষ।
রামপুরহাটকাণ্ডে ধৃত তৃণমূল নেতা আনারুল শেখকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হল হাসপাতালে।
গতকালের পর আজ ফের মাড়গ্রাম থেকে বোমা উদ্ধার, নির্মীয়মাণ বাড়ির পিছন শতাধিক বোমা উদ্ধার করল পুলিশ, বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করল পুলিশ।
রামপুরকাণ্ডের প্রতিবাদে কলকাতায় বামেদের মিছিল। মৌলালি থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত মিছিল সিপিএমের মহিলা সংগঠনের।
বেলদা স্টেশনের কাছে বড় দুর্ঘটনা থেকে ফলকনুমা এক্সপ্রেসের রক্ষা। ফলকনুমা এক্সপ্রেসের পিছনের ৩টি বগি খুলে বিপত্তি। প্রায় ১ কিমি এগিয়ে যাওয়ার পরে থামল ফলকনুমা এক্সপ্রেস। ফের বগি জুড়ে ৪৫ মিনিট পরে সেকেন্দ্রবাদের উদ্দেশ্যে রওনা দেয় ফলকনুমা এক্সপ্রেস। এই ঘটনার জন্য আপ-ডাউন ২টি লাইনেই ট্রেন চলাচল ব্যাহত হয়। কাপলিং খুলে যাওয়াতেই বিপত্তি, জানালেন গার্ড।
মারল তৃণমূল, মরল তৃণমূল, জেলেও গেল তৃণমূল, মুখ্যমন্ত্রী এসে টাকা বিলি করলেন, যেমন সুচপুরের ঘটনায় সিপিএম শেষ হয়েছে, রামপুরহাটের ঘটনায় তৃণমূল শেষ হবে, তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর
মালদার কালিয়াচকে বাড়িতে বিস্ফোরণ। বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৩ বছরের শিশুর। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে বাড়ির চাল, ধসে পড়েছে দেওয়ালের একাংশ। সকাল সাড়ে ৭টা নাগাদ কালিয়াচকের নয়াগ্রামের একটি বাড়িতে বিস্ফোরণ হয়। পরিবারের দাবি, রান্না চলাকালীন গ্যাস সিলিন্ডার ফেটে যায়। কীভাবে বিস্ফোরণ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে মালদার ডেপুটি পুলিশ সুপার ও কালিয়াচক থানার আইসি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।
শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রামপুরহাটে SDO অফিসের সামনে বিক্ষোভ বিজেপির।
নদিয়ার হাঁসখালিতে আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ গ্রেফতার হলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য। ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে রানাঘাট মহকুমা আদালত। এই ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।
সল্টলেকের এস এ ব্লক এক ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য। রাস্তার ধারে নর্দমা থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ। প্রাতর্ভ্রমণের বেরিয়ে মৃত্যু বলে দাবি পরিবারের। খুন নাকি দুর্ঘটনা? খতিয়ে দেখছে পুলিশ।
জলপাইগুড়ির ধূপগুড়িতে এক ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য। মাঠের মধ্যে গাছ থেকে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ। মৃতের হাঁটু মাটিতে ঠেকে যাওয়ায় উঠছে একাধিক প্রশ্ন। খুন নাকি আত্মহত্যা, খতিয়ে দেখছে পুলিশ।
কোচবিহার শহরে রাজনৈতিক সৌজন্য। সিপিএম কাউন্সিলরকে নিয়ে তাঁর ওয়ার্ডে গিয়ে নিকাশির কাজ দেখলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান। চেয়ারম্যানের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বামেরা। এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
জেলার স্বীকৃতি পাওয়ার পর কেটে গেছে আট আটটা বছর। কিন্তু, এখনও জেলা আদালতের স্বীকৃতি পায়নি আলিপুরদুয়ার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। তা থেকে গিয়েছে মহকুমা আদালতের পর্যায়েই।
গ্যাসের মূল্য বৃদ্ধিতে রাস্তায় কাঠের উনুন জ্বালিয়ে প্রতীকী রান্না করে অভিনব প্রতিবাদ নদিয়ার চাকদা ১৬ নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের। বৃহস্পতিবার সন্ধ্যায় চাকদা ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের মৌমিতা ভট্টাচার্যের নেতৃত্বে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা একটি মিছিল সংগঠিত করে। মিছিলটি চাকদার গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে মিছিল করে তারা।
নদিয়ার হাঁসখালিতে আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ গ্রেফতার হলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য। ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে রানাঘাট মহকুমা আদালত। এই ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।
আম আদমি পার্টির নামে ফেসবুক পোস্ট ঘিরে কোচবিহারে বিতর্ক। তৃণমূলের প্রাক্তন জেলা সহ সভাপতি দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করা হয়। যদিও তৃণমূল নেতার দাবি, নেপথ্যে রয়েছে দলের একাংশ। আপের দাবি যে পেজ ঘিরে বিতর্ক তা তাদের নয়।
মৃত ছাত্রনেতা আনিস খানের বাবাকে সঙ্গে নিয়ে গতকাল আমতা থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা শুরু করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আজ দ্বিতীয় দিনে উলুবেড়িয়া স্টেশনের সামনে থেকে শুরু হয় পদযাত্রা। আনিস খানের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে কংগ্রেসের এই পদযাত্রা। তিনদিনের পদযাত্রা আগামীকাল ধর্মতলায় শেষ হবে।
মালদার ইংরেজবাজারে পুলিশের অভিযান। গতকাল রাতে পাঁচ মাইল এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত আলম শেখ ইংরেজবাজারের খাসকোল মোহনপুর এলাকার বাসিন্দা। কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল, কোথায় পাচার করা হচ্ছিল, খতিয়ে দেখছে ইংরেজবাজার থানার পুলিশ।
স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ গড়িয়াহাট উড়ালপুল। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। গড়িয়াহাট উড়ালপুলের ভারবহন ক্ষমতা পরীক্ষা করবে হুগলি রিভার ব্রিজ কমিশন। উড়ালপুল বন্ধ থাকায় বাস, মিনিবাসের রুট পরিবর্তন করা হয়েছে। উত্তর ও দক্ষিণমুখী গাড়িগুলি গড়িয়াহাট উড়ালপুলের পরিবর্তে দেশপ্রিয় পার্ক ক্রসিং থেকে শরৎ বোস রোড, সাদার্ন অ্যাভিনিউ, গোলপার্ক হয়ে যাতায়াত করবে। এছাড়া, গড়িয়াহাট উড়ালপুলের পরিবর্তে সুইনহো স্ট্রিট, কর্নফিল্ড রোড, রাসবিহারী অ্যাভিনিউ, বিজন সেতু হয়ে যাতায়াত করবে মিনিবাস।
তেলের দাম বাড়ছে ভারতে। গ্যাসের দামও এক ধাক্কায় পঞ্চাশ টাকা বেড়ে প্রায় হাজার টাকা ছুঁয়েছে। জ্বালানির দাম নভেম্বর মাসের পর থেকে তিন মাস বাড়েনি। এখন প্রায় প্রতিদিন ঊর্ধ্বমুখী হচ্ছে পেট্রোল ডিজেলের দাম। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। প্রতিবাদে পথে তৃণমূল।
রামপুরহাট হত্যাকাণ্ডে ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেন-সহ ১২ জনকে রামপুরহাট থানায় রাখা হয়েছে। সূত্রের খবর, আজ থানায় গিয়ে কেস ডায়েরি ও মামলা সংক্রান্ত সমস্ত নথি সংগ্রহ করবে সিবিআই। তদন্তে যে সমস্ত তথ্য উঠে এসেছে, তা সিটের তরফে সিবিআইকে জানানো হবে। পাশাপাশি, ধৃতদের বয়ানও নিতে পারে সিবিআই। রামপুরহাট হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।এফআইআরে নাম থাকা আরও ৭০ জন পলাতক।
রামপুরহাট হত্যাকাণ্ডে ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেন-সহ ১২ জনকে রামপুরহাট থানায় রাখা হয়েছে। সূত্রের খবর, আজ থানায় গিয়ে কেস ডায়েরি ও মামলা সংক্রান্ত সমস্ত নথি সংগ্রহ করবে সিবিআই। তদন্তে যে সমস্ত তথ্য উঠে এসেছে, তা সিটের তরফে সিবিআইকে জানানো হবে। পাশাপাশি, ধৃতদের বয়ানও নিতে পারে সিবিআই। রামপুরহাট হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।এফআইআরে নাম থাকা আরও ৭০ জন পলাতক।
জ্বালানি ও রান্নার গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে ফের পথে নামল তৃণমূল। জেলায় জেলায় প্রতিবাদ। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এদিন পেট্রোপণ্য ও এলপিজি-র দামবৃদ্ধির প্রতিবাদে মিছিল করেন তৃণমূল কর্মীরা। হসপিটাল রোডে গ্যাস অফিস ও পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ দেখানো হয়। পরে কাঠ জ্বালিয়ে উনুনে রান্না করে প্রতীকী প্রতিবাদ জানান তৃণমূল কর্মীরা।
রামপুরহাট হত্যাকাণ্ডের পর বগটুই গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্প তৈরি হয়েছে। মোতায়েন করা হয়েছে ইএফআর। প্রশাসন নিরাপত্তা দেওয়া সত্ত্বেও গ্রামে ফিরতে ভয় পাচ্ছেন বাসিন্দারা। ফলে কার্যত জনশূন্য বগটুই গ্রাম। রাস্তাঘাট শুনশান। যে ক’জন গ্রামবাসী রয়েছেন, আতঙ্কে তাঁরা ঘরের বাইরে পা রাখছেন না।
মালদার কালিয়াচকে বাড়িতে বিস্ফোরণ। বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৩ বছরের শিশুর। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে বাড়ির চাল, ধসে পড়েছে দেওয়ালের একাংশ। সকাল সাড়ে ৭টা নাগাদ কালিয়াচকের নয়াগ্রামের একটি বাড়িতে বিস্ফোরণ হয়। পরিবারের দাবি, রান্না চলাকালীন গ্যাস সিলিন্ডার ফেটে যায়। কীভাবে বিস্ফোরণ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে মালদার ডেপুটি পুলিশ সুপার ও কালিয়াচক থানার আইসি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।
গড়িয়ায় পক্ষাঘাতগ্রস্ত একাকী মহিলার রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার অগ্নিদগ্ধ মৃতদেহ। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়ার গাজিপাড়ায়। বছর পঞ্চাশের মহিলার নাম গৌরী সাহা। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখেন প্রতিবেশীরা। তাঁরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে। কীভাবে আগুন লাগল, খতিয়ে দেখছে পুলিশ।
বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন। চতুর্মুখী লড়াইয়ে আছেন তৃণমূলের বাবুল সুপ্রিয়, বিজেপির কেয়া ঘোষ, বামেদের সায়রা শাহ হালিম ও কংগ্রেসের কামরুজ্জামান চৌধুরী। এছাড়াও, রয়েছেন পাঁচজন নির্দল ও ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির এক প্রার্থী। ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন।
বাড়ির মধ্যে গৃহবধূকে গলার নলি কেটে খুনের চেষ্টার অভিযোগ। লুঠের উদ্দেশ্যে হামলা বলে পরিবারের দাবি। মালদার চাঁচলের বহিরগাছি গ্রামের ঘটনা। পরিবার সূত্রে খবর, আজ সকালে বছর বাইশের গৃহবধূকে বাড়ির উঠোনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর স্বামী। মহিলার গয়না খোয়া গিয়েছে বলে পরিবারের দাবি। বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ওই গৃহবধূ। হামলার কারণ খতিয়ে দেখছে চাঁচল থানার পুলিশ।
তীব্র গরমে আজ সকাল ১০টা থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। কলকাতা পুরসভা জানিয়েছে, ধাপার জয়হিন্দ জল প্রকল্পে কিছু ত্রুটি মেরামতির জন্যই একদিন জল বন্ধ রাখার সিদ্ধান্ত। প্রভাব পড়বে ইএম বাইপাস সংলগ্ন এলাকা, আনন্দপুর, পিকনিক গার্ডেন, মুকুন্দপুর, পাটুলি, গড়িয়া, হাটগাছিয়া, মেট্রোপলিটন, তপসিয়া, চায়না টাউন, আরুপোতা, বাঘাযতীন, নিউ গড়িয়া, বৈষ্ণবঘাটা, রামলাল বাজার, কসবা, সন্তোষপুর, হালতু, অজয়নগর, পঞ্চসায়র, পঞ্চান্ন গ্রাম, সার্ভে পার্ক-সহ বিস্তীর্ণ এলাকায়। ৭, ১০, ১১ ও ১২ নম্বর বরোর আংশিক এলাকায় আজ পানীয় জল সরবরাহ বন্ধ থাকছে। কাল থেকে ফের স্বাভাবিক হবে পরিষেবা।
বগটুইকাণ্ডের তদন্তে ডিআইজি অখিলেশ সিংয়ের নেতৃত্বে সিবিআইয়ের বিশাল টিম গতকাল রাতেই রামপুরহাটে পৌঁছেছে। তদন্তকারী দলে রয়েছেন ১৫ জন। আজ সকাল থেকেই বিভিন্ন দলে ভাগ হয়ে কাজ শুরু করবে তারা। সূত্রের খবর, থানায় গিয়ে মামলার সমস্ত নথি, কেস ডায়েরি সংগ্রহ করার কথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের। আরেকটি দল যেতে পারে ঘটনাস্থলে। সাঁইথিয়ার বাতাসপুরে আশ্রয় নিয়েছে স্বজনহারা কয়েকটি পরিবার। সিবিআইয়ের তদন্তকারী দল তাদের সঙ্গে কথা বলতে যেতে পারে। খবর সূত্রের। হাইকোর্টের নির্দেশে রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তভার পাওয়ার পর গতকালই এফআইআর দায়ের করেছে সিবিআই।
পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবাড়ে বন্ধ সৌর বিদ্যুৎ প্রকল্প। তা নিয়েই বেধেছে বিতর্ক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রকল্প বন্ধ হওয়ায় কর্মসংস্থান হচ্ছে না! এই ইস্যুকে কেন্দ্র করে তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি।
শকিং এবং দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করে, রামপুরহাটকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা করেছিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল আদালত। এই রায়ের কপিতে, রিজওয়ানুরকাণ্ডএবং নন্দীগ্রাম-মামলারও উল্লেখ রয়েছে।
পাঁচ রাজ্যের ভোট পর্ব মেটার পর থেকেই, সাধারণ মানুষের ওপর লাগাতার বাড়ছে মূল্যবৃদ্ধির চাপ ! ফের ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দাম! চার মাস পর, গত ৫ দিনে ৪ বার বাড়ল পেট্রোপণ্যের দাম। শনিবার থেকে প্রতি লিটার পেট্রোলের দাম বাড়ছে ৮৩ পয়সা বাড়ছে। ফলে কলকাতায় ১ লিটার পেট্রোলের দাম বেড়ে হবে ১০৮ টাকা ১ পয়সা। প্রতি লিটার ডিজেলে দাম বাড়ছে ৭৯ পয়সা। ফলে কলকাতায় ১ লিটার ডিজেলের দাম বেড়ে হচ্ছে ৯৩ টাকা ১ পয়সা। সব মিলিয়ে ৫ দিনে পেট্রোলের দাম বাড়ল ৩ টাকা ৩৪ পয়সা। ৫ দিনে ডিজেলের দাম বাড়ল ৩ টাকা ২২ পয়সা।
বড়সড় ডাকাতির ছক বানচাল করল রাজারহাটের নারায়ণপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয় ৩ দুষ্কৃতীকে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও ধারাল অস্ত্র।
প্রেক্ষাপট
কলকাতা: রামপুরহাট (Rampurhat) হতাকাণ্ডের তদন্তে এবার সিবিআই (CBI)। আর কোনও তদন্ত করবে না রাজ্যের সিট (SIT), জানিয়ে দিল হাইকোর্ট। ৭ এপ্রিলের মধ্যে রিপোর্ট।
হাইকোর্টের (Calcutta Highcourt) নির্দেশের পরেই রামপুরহাটকাণ্ডের তদন্তে সিবিআই (SBI)। পুলিশের অভিযোগপত্রের ভিত্তিতে ১০টি ধারায় এফআইআর দায়ের।
কাছেই থানা, তাও অগ্নিদগ্ধের কাছে সময়ে পৌঁছয়নি পুলিশ। হত্যাকাণ্ডকে ভয়াবহ, মর্মান্তিক ঘটনা বলে পর্যবেক্ষণ হাইকোর্টের (Calcutta Highcourt)।
এখনও কার্যকরী কোনও পদক্ষেপ গ্রহণ করেনি সিট। মানুষের আত্মবিশ্বাস বাড়াতেই নিরপেক্ষ বিচারের স্বার্থে সিবিআই, জানিয়ে দিল হাইকোর্ট (Calcutta Highcourt)।
সিবিআই (CBI) তদন্তের নির্দেশের পরেই মৃতদেহ চিহ্নিত নিয়ে প্রশ্ন তুললেন খোদ শনাক্তকারী।
সিবিআইকে সহযোগিতা করবে রাজ্য। বিজেপির (BJP) কথায় তদন্তের পরিধি থেকে বেরিয়ে প্রতিহিংসার রাজনীতির চেষ্টা হলে গণ আন্দোলন হবে, হুঁশিয়ারি কুণালের।
বধ্যভূমিতে মরুদ্যান, রামপুরহাটকাণ্ডে সিবিআই (CBI) তদন্তের নির্দেশের পর প্রতিক্রিয়া সুকান্তর। আদালতের নজরদারিতে সিবিআই (CBI) তদন্ত হোক, দাবি অধীর (Adhir Chowdhury)-সুজনের।
আমি নির্দোষ, দিদির নির্দেশেই আত্মসমর্পণ, বিস্ফোরক দাবি রামপুরহাটকাণ্ডে ধৃত তৃণমূলের (TMC) ব্লক সভাপতির।
১৪ দিনের পুলিশ হেফাজতে আনারুল। নির্মম হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড। সওয়াল সরকারি আইনজীবীর। আত্মসমর্পণ করেছেন, পাল্টা দাবি তৃণমূল নেতার আইনজীবীর।
রামপুরহাটকাণ্ডের প্রতিবাদে পথে নামলেন বামপন্থী বিশিষ্টরা। মিছিলে পা মেলালেন কমলেশ্বর, অনীক, অম্বিকেশ, পবিত্র।
বিক্ষোভের মুখে আনিসের বাড়ি যেতে পারলেন না মন্ত্রী ববি হাকিম। ব্যারিকেড করে সরালেন রক্ষীরা।
এখনও অধরা আততায়ী। সিট নয়, সিবিআই চেয়ে এবার হাইকোর্টে ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী। সোমবার মামলার শুনানি।
১২ এপ্রিল বালিগঞ্জ, আসানসোলে উপনির্বাচন। আসছে ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আজ এডিজি আইনশৃঙ্খলা, বিএসএফের সঙ্গে কমিশনের বৈঠক।
ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। ৮৩ পয়সা বেড়ে লিটারপ্রতি পেট্রোলের দাম ১০৮ টাকা ১ পয়সা, ৭৯ পয়সা বেড়ে ডিজেলের দাম লিটারপ্রতি ৯৩ টাকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -