West Bengal News Live : মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা

তৃণমূলের হাতে তৃণমূল খুন! ব্যারাকপুর শ্যুটআউটের একদিন পার, আততায়ীদের হদিশ পেল না পুলিশ! ব্যারাকপুরে গুলি-খুন, টিটাগড় থানায় বিক্ষোভ কংগ্রেসের।

ABP Ananda Last Updated: 27 May 2023 12:27 AM
WB News Live : মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা

মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি। পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে আসার সময় দুর্ঘটনা।
চালক-সহ ৫ আরোহী আহত। দুর্ঘটনার জেরে প্রায় ৩০ মিনিট বন্ধ থাকে যান চলাচল।

WB News Live : ফের প্রচুর শব্দবাজি ও বাজির মশলা উদ্ধার হাওড়ায়

নিষিদ্ধ বাজি উদ্ধার নিয়ে রাজ্য পুলিশের ডিজির নির্দেশে জেলা জুড়ে চলছে পুলিশি অভিযান। হাওড়া জগৎবল্লভপুরের মালপাড়ার জঙ্গল থেকে উদ্ধার হয়েছে ফের প্রচুর পরিমাণে শব্দবাজি এবং বাজির মশলা।

WB News Live : ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডে গ্রেফতার ২

 ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডে গ্রেফতার ২। রহড়া ও মুরারই থেকে পাকড়াও। বাজেয়াপ্ত খুনে ব্যবহৃত একটি মোটরবাইক। এখনও মোটিভ নিয়ে ধোঁয়াশা। 

West Bengal News Live : মুর্শিদাবাদে আক্রান্ত কংগ্রেস


এবার মুর্শিদাবাদে আক্রান্ত কংগ্রেস। রানিনগরে যোগদান মেলা চলাকালীন কংগ্রেসের পার্টি অফিসে হামলা, মারধর। পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজি, গুলি চালানোরও অভিযোগ।

WB News Live : অভিষেকের কনভয়ে হামলার দায় বিজেপির দিকে ঠেলল তৃণমূল

 


ঝাড়গ্রামে অভিষেকের কনভয়ে হামলার দায় বিজেপির দিকে ঠেলল তৃণমূল। 'দিলীপ ঘোষ সেল্ফগোল করে ফেলার পর বিজেপির মেকআপ করা খুব দরকার ছিল। হলুদ ফেট্টি মাথায় বেঁধে বিজেপির গুন্ডাদের প্ল্যান করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় কুর্মিদের সঙ্গে কথা বলেছেন। তারপর কোনও কুর্মি এই কাজ করবেন না', ট্যুইট তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।

West Bengal News Live : মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুর

মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুর। ভেঙে চুরমার হয়ে গেল সামনের কাচ। শালবনিতে ধুন্ধুমার। অভিষেকের কনভয় বেরিয়ে যাওয়ার পরেই ইটবৃষ্টি। তৃণমূল কর্মী-সমর্থকদের গাড়িতে ভাঙচুর, তৃণমূল কর্মী-সমর্থকদের মারধর কুড়মিদের। আহত আইসি-সহ বেশ কয়েকজন। 

WB News Live : চূর্ণী নদীতে পড়ল যাত্রী বোঝাই গাড়ি

বাঁশের ব্রিজ ভেঙে চূর্ণী নদীতে পড়ল যাত্রী বোঝাই বোলেরো গাড়ি। বৃহস্পতিবার রাতে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার (Nadia) কৃষ্ণগঞ্জের শিবনিবাস এলাকায়।জানা গিয়েছে, তিন মদ্যপ ব্যক্তি শিবনিবাস মন্দির থেকে কৃষ্ণনগর যাওয়ার জন্য কংক্রিটের ব্রিজ থাকলেও ওই নড়বড়ে বাঁশের ব্রিজ দিয়ে পারাপার করার চেষ্টা করেন তাঁরা বলে দাবি স্থানীয়দের। স্থানীয় ঘাট মালিক তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু তারা তাঁর কথা না শুনে ওই ব্রীজ দিয়েই পাড় হওয়ার চেষ্টা করে। নদীর মাঝখানে যেতেই হুড়মুড়িয়ে ব্রিজ ভেঙে চূর্ণী নদীতে পড়ে যায় যাত্রী-সহ গাড়িটি। মুহুর্তেই গাড়িটি চূর্ণী নদীর জলে তলিয়ে যায়।স্থানীয়দের তৎপরতায় গাড়ির মধ্যে থাকা তিন ব্যক্তিকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা। 

West Bengal News Live : রবীন্দ্র সরোবরে যজ্ঞ করার অনুমতি

জনৈক এক ব্যক্তির আবেদনে সাড়া দিয়ে রবীন্দ্র সরোবরে যজ্ঞ করার অনুমতি দিল জাতীয় পরিবেশ আদালতের দিল্লির বেঞ্চ। এই রায়ে ক্ষোভ উগরে দিয়েছেন পরিবেশবিদ সুভাষ দত্ত। যেখানে ছট পুজো বন্ধ করা হয়েছিল, সেখানে কী করে যজ্ঞ করার অনুমতি দিল দিল্লির বেঞ্চ। চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত সুভাষ দত্তের। 

WB News Live : কলকাতা-সহ একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

৮০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়। ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিমি বেগে ঝড়ের সতর্কতা। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলির উপর দিয়ে বইতে পারে ঝড়। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।

West Bengal News Live : বারুইপুরে লাইনচ্যুত মালগাড়ি

ফের রেল দুর্ঘটনা । এবার বারুইপুরে লাইনচ্যুত হল মালগাড়ি। বারুইপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে লাইনচ্যুত মালগাড়ি বারুইপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে বন্ধ ট্রেন চলাচল।

WB News Live : রাজ্যে ফের আক্রান্ত পুলিশ

রাজ্যে ফের আক্রান্ত পুলিশ। কালিয়াগঞ্জ, শীতলকুচির পর ভাটপাড়ায় পুলিশের উপর হামলার অভিযোগ। গতকাল বিকেলে নাকা চেকিংয়ের সময় আক্রান্ত হয় পুলিশ। হেলমেটহীন বাইক আরোহীকে ধরতে গেলে হামলা করা হয় বলে অভিযোগ। এক এএসআই ও র‍্যাফের ৩ কর্মীকে আঁচড়ে দেওয়ার অভিযোগ। ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

JEE Result Live : পশ্চিমবঙ্গে জয়েন্টে প্রথম মহম্মদ সাহিল আখতার

পশ্চিমবঙ্গে জয়েন্টে প্রথম মহম্মদ সাহিল আখতার। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে দ্বিতীয় হয়েছেন সোহম দাস। প্রথম ও দ্বিতীয়, দু'জনেই দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্কের ছাত্র। তৃতীয় হয়েছেন বাঁকুড়ার সারা মুখোপাধ্যায়, বাঁকুড়া বাংলা বিদ্যালয়ের ছাত্রী।রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে চতুর্থ সৌহার্দ্য দণ্ডপাট, মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র। 

WB News Live : 'কালীঘাটের কাকু'কে তলব করল ইডি

বাড়ি ও অফিসে ম্যারাথন তল্লাশির পর এবার 'কালীঘাটের কাকু'কে তলব করল ইডি। মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রকে। ইডি সূত্রে খবর, তল্লাশিতে হদিশ মেলে ৩টি কোম্পানির। গত এক সপ্তাহে ৩ কোম্পানির হিসাবরক্ষকদের কাছ থেকে বহু তথ্য মিলেছে। সেই সংক্রান্ত তথ্য সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে। 

WBJEE Result Live : আজ জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ, ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ

আজ জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ, ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ। মোট পরীক্ষার্থী ১,২৪ ৯১৯ জন। মোট পরীক্ষাকেন্দ্র ছিল ৩১৯টি

WB news Live : ব্যারাকপুর শ্যুটআউটে ধৃত ২

 ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডে গ্রেফতার ২। রহড়া ও মুরারই থেকে পাকড়াও। বাজেয়াপ্ত খুনে ব্যবহৃত একটি মোটরবাইক। এখনও মোটিভ নিয়ে ধোঁয়াশা। 


 

WB News Live : ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডে গ্রেফতার ২

ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডে গ্রেফতার ২

WB News Live : ২ জেলায় বোমা, বিস্ফোরক

পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে নলহাটিতে উদ্ধার বিপুল পরিমাণে বিস্ফোরক।উদ্ধার ব্যাগভর্তি বোমাও। মুর্শিদাবাদের জঙ্গিপুরে বাঁশবাগানে মিলল বোমা।

Abhishek Banerjee News Live : সিবিআই জিজ্ঞাসাবাদ মামলায় আপাতত স্বস্তি পেলেন না অভিষেক

সিবিআই জিজ্ঞাসাবাদ মামলায় আপাতত স্বস্তি পেলেন না অভিষেক। অভিষেককে জিজ্ঞাসাবাদে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। জিজ্ঞাসাবাদ সংক্রান্ত মামলায় পরবর্তী শুনানি ১০ জুলাই

West Bengal News Live : রবিবার থেকে বাড়বে তাপমাত্রা

কাল পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার থেকে বাড়বে তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ ও কাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০-৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। শনিবারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।উত্তরবঙ্গে তিন জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা।

WB News Live : তিহাড় জেলেই থাকতে হচ্ছে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে

আপাতত তিহাড় জেলেই থাকতে হচ্ছে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে। আজ সুকন্যা মণ্ডলের জামিনের আবেদনের শুনানি হল দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে। তবে রায়দান স্থগিত রেখেছেন বিচারক। ১ জুন হবে পরবর্তী শুনানি।

WB News Live : আগামী সপ্তাহে সুজয়কৃষ্ণকে তলব

এবার 'কালীঘাটের কাকু'কে তলব করল ইডি। আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে হাজির হতে নির্দেশ। ৩টি কোম্পানি সংক্রান্ত তথ্য সামনে রেখে জিজ্ঞাসাবাদ, খবর সূ্ত্রের।


 

WB News Live : তৃণমূল খুনে গ্রেফতার তৃণমূল

মুর্শিদাবাদের নওদায় তৃণমূলকর্মীকে পিটিয়ে খুন। দলেরই কর্মীকে গ্রেফতার করল পুলিশ। রাস্তা নিয়ে ব্লক সভাপতির অনুগামীদের সংঘর্ষে বিধায়ক অনুগামী খুন, আহত ৬। 

WB News Live : ব্যারাকপুরকাণ্ডে ধৃত ১

 ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডের দেড়দিন পর গ্রেফতার ১, দাবি পুরসভা চেয়ারম্যানের। সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত দুই সন্দেহজনক মোটরবাইক। খতিয়ে দেখছে পুলিশ।

WB News Live : সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত দুই মোটরবাইক

ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডের ২ দিন পরও অধরা দুষ্কতীরা । সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত দুই মোটরবাইক। হাওড়া ব্রিজ থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ডানলপের দিকে গিয়েছিল ২ মোটরবাইক। ২ মোটরবাইকে ২ জন ছিলেন। 

WB News Live :নওদায় তৃণমূলকর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে দলেরই কর্মীকে গ্রেফতার করল পুলিশ

মুর্শিদাবাদের নওদায় তৃণমূলকর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে দলেরই কর্মীকে গ্রেফতার করল পুলিশ। গতকাল বিকেলে নওদার রাজপুরে রাস্তা চওড়া করা নিয়ে বিবাদের জেরে তৃণমূলের দু-পক্ষের মধ্যে লাঠি-বাঁশ নিয়ে সংঘর্ষ হয়।

West Bengal News Live : ফের মুর্শিদাবাদে উদ্ধার হল বোমা

ফের মুর্শিদাবাদে উদ্ধার হল বোমা। ডোমকলের এবার জঙ্গিপুরের ১৮ নম্বর ওয়ার্ডে বাড়ির পাশে বাঁশবাগানে মিলল ১২ টি তাজা বোমা। বৃহস্পতিবার গভীর রাতে বোমাগুলি উদ্ধার করে রঘুনাথগ়ঞ্জ থানার পুলিশ। কে বা কারা বোমা গুলি মজুত করেছিল খোঁজ চালাচ্ছে পুলিশ। 

West Bengal News Live : 'কালীঘাটের কাকু'কে নোটিস পাঠাল ইডি

এবার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'কে নোটিস পাঠাল ইডি। আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে তলব। হদিশ পাওয়া ৩টি কোম্পানি সংক্রান্ত তথ্য সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে, খবর সূত্রের। গত এক সপ্তাহে ৩ কোম্পানির হিসাবরক্ষকদের কাছ থেকে বহু তথ্য মিলেছে, খবর ইডি সূত্রে। 

Dilip Ghosh News Live : 'সাধারণ মানুষ খুব খুশি ২০০০ টাকার নোট বাতিলে', মন্তব্য দিলীপ ঘোষের 

'সাধারণ মানুষ খুব খুশি ২০০০ টাকার নোট বাতিলে। এই নোট বাজারে দেখা যায় না। কারও কারওর বাড়িতে দেখা যায়। কোথাও কোথাও লুকানো আছে। এবার সেগুলো বেরোবে। তাই মানুষ খুশি। ' মন্তব্য দিলীপ ঘোষের 

WB News Live : হাত পা গুঁড়ো করে দিতে হবে, ফের বেলাগাম ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল

ফের বেলাগাম ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তৃণমূলের নামে যারা খারাপ ভাষা ব্যবহার করবে তাদের ধরে এনে হাত পা গুঁড়ো করে দিতে হবে। আইএসএফের উদ্দেশে এমনই দাওয়াই দিলেন আরাবুল। 
মঙ্গলবার সন্ধেয় আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে ভাঙড়ের চালতাবেড়িয়া। এক তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ হয়। তৃণমূল অভিযোগ তোলে, তাদের কর্মীর বাড়িতে বোমা ছুড়েছে ISF. সেই ঘটনায় ১৩ জন আইএসএফ কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে করে তৃণমূল।

WB News Live : ব্যারাকপুর শুটআউটের ঘটনায় এখনও অধরা দুষ্কৃতীরা

মাত্র এক মিনিট সাঁইত্রিশ সেকেন্ডের অপারেশন! ব্য়ারাকপুরে ভরা বাজারের মধ্য়ে, ভরসন্ধেয় গুলি করে খুন ২৭ বছরের যুবককে। একদিন পেরিয়ে গেলেও, ৪ জন আততায়ীর একজনকেও ধরতে পারেনি পুলিশ।

West Bengal News : এগরা যাচ্ছেন মুখ্যমন্ত্রী

বিস্ফোরণকাণ্ডের ১০দিনের মাথায় শনিবার এগরায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বিকেলে যাবেন শালবনি। যোগ দেবেন অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে।

WB News Live : নওদায় তৃণমূলকর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে দলেরই কর্মীকে গ্রেফতার করল পুলিশ

মুর্শিদাবাদের নওদায় তৃণমূলকর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে দলেরই কর্মীকে গ্রেফতার করল পুলিশ। গতকাল বিকেলে নওদার রাজপুরে রাস্তা চওড়া করা নিয়ে বিবাদের জেরে তৃণমূলের দু-পক্ষের মধ্যে লাঠি-বাঁশ নিয়ে সংঘর্ষ হয়। সেই সময় তৃণমূল বিধায়কের এক অনুগামীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে দলেরই ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে।

WB News Live : আজ সুপ্রিম কোর্টে অভিষেকের জিজ্ঞাসাবাদ মামলার শুনানি হওয়ার কথা

আজ সুপ্রিম কোর্টে অভিষেকের জিজ্ঞাসাবাদ মামলার শুনানি হওয়ার কথা। গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

প্রেক্ষাপট

তৃণমূলের হাতে তৃণমূল খুন!


মুর্শিদাবাদের নওদায় তৃণমূলকর্মীকে পিটিয়ে খুন। রাস্তা নিয়ে ব্লক সভাপতির অনুগামীদের সংঘর্ষে বিধায়ক অনুগামী খুন, আহত ৭। 


ব্যারাকপুর শ্যুটআউট


ব্যারাকপুর শ্যুটআউটের একদিন পার, আততায়ীদের হদিশ পেল না পুলিশ! ভিড়ে ঠাসা এলাকায় দেড় মিনিটের অপারেশন, ৪ রাউন্ড গুলি চালিয়ে চম্পট।

'কী করছে পুলিশ?'


পুলিশ কমিশনারেটের দেড় কিমির মধ্যেই শ্যুটআউট। ক্ষোভে ফুঁসছে পরিবার।


পুলিশকেই দায়ী অর্জুনের


বেপরোয়া দুষ্কৃতী-দৌরাত্ম্য-গুলি-মৃত্যু। পুলিশকেই দায়ী করলেন অর্জুন। (


কেন বারবার ব্যারাকপুর?


বিরিয়ানি দোকানের পর সোনার দোকানে গুলি। ব্যারাকপুরে বেপরোয়া দুষ্কৃতীরাজ নিয়ে প্রশ্ন খোদ তৃণমূল বিধায়কের! 


আইনশৃঙ্খলা-তরজা


ব্যারাকপুরে গুলি-খুন, টিটাগড় থানায় বিক্ষোভ কংগ্রেসের। তৃণমূলের ছত্রছায়ায় দুষকৃতীরা, কটাক্ষ সুকান্তর। কেন্দ্রের রিপোর্টে নিরাপদতম রাজ্য, দাবি শান্তনু।


পুলিশকেই গুলি!


কালিয়াগঞ্জের পর এবার কোচবিহারের শীতলকুচি। অস্ত্র মামলায় অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশই আক্রান্ত! মারধর, গুলিও চালানোর অভিযোগ। গ্রেফতার ২।

বিজেপি নেতার রহস্যমৃত্যু


হাঁসখালিতে বিজেপি নেতার রহস্যমৃত্যু। উদ্ধার ঝুলন্ত দেহ। ভাঙা পা। খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির। পাল্টা আত্মহত্যার তত্ত্ব তৃণমূলের।


কাল এগরায় মুখ্যমন্ত্রী


বিস্ফোরণকাণ্ডের ১০দিনের মাথায় শনিবার এগরায় মুখ্যমন্ত্রী। কথা বলবেন আহতদের সঙ্গে। বিকেলে যাবেন শালবনি। যোগ দেবেন অভিষেকের নবজোয়ারে।


শুভেন্দুর আর্জি খারিজ

হাইকোর্টে গিয়েও সুরাহা পেলেন না শুভেনদু। মিলল না শনিবার হবিবপুরে সভার অনুমতি। ১৫দিন আগে না জানানোর কারণ দেখিয়ে আর্জি খারিজ।


কুড়মি-বিক্ষোভে অভিষেক


বাঁকুড়ার পর এবার পুরুলিয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় দেখে ফের বিক্ষোভ কুড়মি আন্দোলনকারীদের। 


অভিষেকের হুঙ্কার


পুরুলিয়ার সভা থেকে হুঙ্কার অভিষেকের। আগে নিজেদের ব্যালট সামলান, পাল্টা বিজেপি।


মন্ত্রীর অফিসে ডেকে হুমকি!
পুলিশের সামনেই মন্ত্রীর অফিসে ডেকে ব্যবসায়ীকে হুমকি! শিবপুরে কারখানার মালিকানা ছাড়তে চাপ! এবিপি আনন্দর ক্যামেরা দেখেই নেতার দৌড়।


শিবপুরেও প্রশ্নে পুলিশ


নামমাত্র মূল্যে শিবপুরে কারখানার মালিকানা ছাড়তে চাপ তৃণমূল নেতার , অভিযোগ ব্যবসায়ীর। মুখ্যমন্ত্রী মেল করার পর সক্রিয় পুলিশ, খোলা হল কারখানার সিল!


বালি-চক্রের বলি ৩!

শিলিগুড়ির পুনরাবৃত্তি এবার উত্তর দিনাজপুরে। করণদিঘিতে নদীতে বেআইনিভাবে বালি তোলায় গর্ত, পড়ে ৩ শিশুর মৃত্যুর অভিযোগ। মানতে নারাজ পুলিশ।


                       

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.