কলকাতা: ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাস ব্রহ্মচারীকে (Hindu monk Chinmoy Krishna Das)। তারপর থেকেই বিক্ষোভ হচ্ছে বাংলাদেশের (Bangladesh) বিভিন্ন জায়গায়। পশ্চিমবঙ্গেও এই ঘটনার তীব্র নিন্দা করে বিক্ষোভ দেখাচ্ছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। ইতিমধ্যেই এই বিষয়ে সীমান্তে অবরোধের ডাক দেওয়ার পাশাপাশি এই বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রীকে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এর মাঝেই মঙ্গলবার চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তি দাবি করে তাঁর নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Assembly) বিক্ষোভ দেখালেন বিজেপি (BJP) বিধায়করা। করলেন মিছিল। দাবি জানালেন ইসকনের সন্ন্যাসীর নিঃশর্ত মুক্তির।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, "বাংলাদেশে গ্রেফতার হওয়া ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবিতে আজ আমরা পশ্চিমবঙ্গ বিধানসভা মিছিল করেছি। তাঁর মুক্তির জন্য যা যা করণীয় তা করার আর্জি জানানো হয়েছে দেশের বিদেশ মন্ত্রীকে। এর পাশাপাশি আগামীকাল বুধবার আমরা কলকাতায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সামনে এই দাবি নিয়ে বিক্ষোভ দেখাব। সমস্ত সনাতনী ভাই-বোনেদের সেই কর্মসূচিতে যোগ দানের আর্জি করা হচ্ছে। বৃহস্পতিবার ২৮ তারিখ শিয়ালদা স্টেশনের কাছ থেকে চিন্ময় দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে পদযাত্রার আয়োজন করা হয়েছে হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণবঙ্গ শাখার তরফে। সেই পদযাত্রাতেও সবাইকে যোগ দেওয়ার আবেদন জানানো হচ্ছে।"
প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাস ব্রহ্মচারীকে ঢাকার আদালতে দেশদ্রোহিতার মামলা তোলা হলে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেনি আদালত। পাঠানো হয়েছে বিচারবিভাগীয় হেফাজতে। এই খবর প্রকাশ্যে আসার পরেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে। ইসকনের পাশাপাশি সেখানকার অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনগুলিও বিক্ষোভ দেখাচ্ছে। সূত্রের খবর, ভারতের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রকেও চিন্ময় দাস ব্রহ্মচারীর মুক্তির বিষয়ে হস্তক্ষেপ করার আবেদন করা হয়েছে ইসকনের তরফে। মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক তথা ইসকনের সদস্য তুলসী গার্বাডকেও অনুরোধ জানানো হয়েছে বিষয়টিতে দ্রুত পদক্ষেপ করার জন্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Chinmay Krishna Das : জামিন পেলেন না বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী, রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময়কৃষ্ণ দাসের বিচারবিভাগীয় হেফাজত