West Bengal News Live Updates: হরিদেবপুর ও খিদিরপুরে পুজো উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 26 Sep 2022 11:46 PM
WB News Live Update: টেট উত্তীর্ণদের নিয়োগের জোড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

টেট উত্তীর্ণদের নিয়োগের জোড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রশ্ন ভুলের মামলায় ৬৫ জন ও ২০২০ সালের অসম্পূর্ণ নিয়োগের মামলায় ৩ হাজার ৯২৯ জনকে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

West Bengal News Live: গার্ডেনরিচে BNR ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

দক্ষিণ-পূর্ব রেলের সদর দফতর গার্ডেনরিচে BNR ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে ওই ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্সের সূচনা করেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অর্চনা জোশী। জিমন্যাস্টিক, ব্যাডমিন্টন, টেবল টেনিসের মতো একাধিক খেলার পরিকাঠামো রয়েছে বিএনআর ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্সে। 

WB News Live Update: বাম আমলের কড়া সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আদি বালিগঞ্জের পুজো উদ্বোধনে এসে বাম আমলের কড়া সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  তিনি বলেন, ''গত ৩৪ বছরে বামেদের শাসনকালে নষ্ট করে ফেলেছি। শুধু বদনাম, বদনাম, বদনাম। কখনও কৃষকের জমি দখল, কখনও গুলি চালনা। কখনও নাক কেটে দেওয়া, কখনও পা কেটে দেওয়া কখনও হাত কেটে দেওয়া। কখনও আনন্দমার্গী হত্যা। কখনও ২১ জুলাই ১৩ জনকে হত্যা। সিঙ্গুরে তাপসী মালিক হত্যা। নন্দীগ্রামে ১৪ জনকে হত্যা। আরও লোকজনকে খুঁজে না পাওয়া। আমার এখানে বলা উচিত কিনা জানি না, কিন্তু আমার এই পাড়া দেখলেই মনে পড়ে, রুকবানুরের ভাই রিজওয়ানুর এর কথা মনে পড়ে।''

West Bengal News Live: বিজেপি কাউন্সিলরকে ফোন করে গালিগালাজ

বিজেপি কাউন্সিলরকে ফোন করে গালিগালাজ, খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শিলিগুড়িতে। 

WB News Live Update: সুবীরেশ ভট্টাচার্যকে জেল হেফাজতে পাঠাল আদালত

CBI হেফাজতের আর্জি খারিজ। SSC’র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে জেল হেফাজতে পাঠাল আদালত। আর, এদিনই আলিপুর আদালতের বিচারকের ভর্ত্‍‍সনার মুখে পড়লেন CBI’এর তদন্তকারী অফিসার।

West Bengal News Live: প্রথমায় পরপর পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী

প্রথমায় পরপর পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী। হরিদেবপুর ও খিদিরপুরে পুজো উদ্বোধন করেন তিনি। অন্যদিকে সোনারপুরে পুজোর উদ্বোধন করেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। 

WB News Live: মানিকচকে নিখোঁজ শিশুর খোঁজ মেলেনি এখনও

মানিকচকে নিখোঁজ শিশুর খোঁজ মেলেনি এখনও। রবিবার সকালে খেলার সময় নর্দমায় পড়ে যায় ওই শিশু। এরপর ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি। মানিকচক থানার শ্যামপুর এলাকার ঘটনা।

West Bengal News Live: দিলীপ-শুভেন্দুর ছবিতে মালা দিয়ে মদনের তর্পণ

<দিলীপ-শুভেন্দুর ছবিতে মালা দিয়ে মদনের তর্পণ, বালি থানায় অভিযোগ।

WB News Live: ১৪ দিনের জেল হেফাজতে সুবীরেশ

নিয়োগ দুর্নীতি মামলায় শারদে গারদেই কাটবে ২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। ফের জামিনের আবেদন খারিজ, জেল হেফাজতে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান। সিবিআই হেফাজতের আর্জিও খারিজ, ১৪দিনের জেল হেফাজতে সুবীরেশ। ১০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান। 

West Bengal News Live: সরকারি বাসের আকাল, চূড়ান্ত যাত্রী দুর্ভোগ

উৎসবের মধ্যেও রাস্তায় সরকারি বাসের আকাল, চূড়ান্ত যাত্রী দুর্ভোগ। ৭দিন পার, এসবিএসটিসির কর্মী-আন্দোলনে রাস্তায় বাসের আকাল।

WB News Live: এখনও খোঁজ মেলেনি মানিকচকে নিখোঁজ শিশুর

মানিকচকে নিখোঁজ শিশুর খোঁজ মেলেনি এখনও। রবিবার সকালে খেলার সময় নর্দমায় পড়ে যায় ওই শিশু। এরপর ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি। মানিকচক থানার শ্যামপুর এলাকার ঘটনা।

West Bengal News Live: পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের ডাকে পিএসসি দফতরের সামনে বিক্ষোভ অবস্থান

পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের ডাকে পিএসসি দফতরের সামনে বিক্ষোভ অবস্থান। দ্রুত নিয়োগের দাবি। করোনার জন্য তিন বছর নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল। সেইজন্য তিন বছর বয়ঃসীমা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ। কোন সময় কোন পরীক্ষা হবে তার জন্য ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।

WB News Live: এসএলএসটি নবম-দশমের চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক শিক্ষা দফতরের প্রিন্সিপাল সচিবের

আশ্বাসের পর এখনও মেলেনি নিয়োগপত্র। বিকাশ ভবনে শিক্ষা দফতরের প্রিন্সিপাল সচিবের কাছে চাকরিপ্রার্থীরা। এসএলএসটি নবম-দশমের চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক।
শিক্ষামন্ত্রীর নির্দেশে বৈঠক করলেন শিক্ষা দফতরের প্রিন্সিপাল সচিব। পুজোর আগে নিয়োগের আবেদন চাকরিপ্রার্থীদের, বিবেচনার আশ্বাস শিক্ষা দফতরের প্রিন্সিপাল সচিবের।

West Bengal News Live: আরও ৬৫ জনকে চাকরির নির্দেশ হাইকোর্টের

১৮৫ জনের পর ৬৫ জনকে চাকরির নির্দেশ। টেটে প্রশ্ন ভুল সংক্রান্ত মামলায় ৬৫ জনকে নিয়োগের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সেই পদে ২৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শুরুর নির্দেশ। নিয়োগ করতে হবে সংশ্লিষ্ট টেট উত্তীর্ণদের, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

WB News Live: তারাতলায় স্কুল বাসে হঠাৎ আগুন

তারাতলায় স্কুল বাসে আগুন। আটকে নেই কোনও স্কুল পড়ুয়া।

West Bengal News Live: দুপুর ২টো থেকে বাস চলাচল শুরু হবে, জানিয়েছেন দিঘা ডিপোর কর্মীরা

ভোগান্তির ৭ দিনের মাথায় অস্থায়ী পরিবহণকর্মীরা এবিপি আনন্দে কর্মবিরতি প্রত্যাহারের আশ্বাস দিলেন। তার আগে পরিবহণমন্ত্রী আশ্বাস দেন, ২৬ দিন কাজের যে দাবি অস্থায়ী পরিবহণকর্মীরা করেছেন, তা পূরণ হবে। তারপরই দিঘার সরকারি ডিপোর আন্দোলনরত কর্মীরা জানান, তাঁরা কর্মবিরতি প্রত্যহার করছেন। আজই দুপুর ২টো থেকে বাস চলাচল শুরু হবে। দিঘা ডিপোর কর্মীরা জানান, মন্ত্রী তাঁদের ফোন করে দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে। এই সরকার পরিবহণ কর্মীদের টাকা দিতে পারবে না।

WB News Live: আদালতে দেরিতে আনা হয়েছে সুবীরেশ ভট্টাচার্যকে, আদালতের প্রশ্নের মুখে আইও

'আদালতে সুবীরেশ ভট্টাচার্যকে আনতে কেন দেরি হল? নিজাম প্যালেস থেকে আলিপুর আদালতে হেঁটে আসলেও এরকম হয় না’, সুবীরেশকে আলিপুর আদালতে পেশ নিয়ে আইও-কে প্রশ্ন আদালতের। ‘নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র, সহযোগিতা করছেন না সুবীরেশ ভট্টাচার্য’, আদালতে জানালেন ‍‍আইও।

West Bengal News Live: পিএসসি দফতরের সামনে বিক্ষোভ অবস্থান

পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের ডাকে পিএসসি দফতরের সামনে বিক্ষোভ অবস্থান। দ্রুত নিয়োগের দাবি। করোনার জন্য তিন বছর নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল। সেইজন্য তিন বছর বয়ঃসীমা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ। কোন সময় কোন পরীক্ষা হবে তার জন্য ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।

WB News Live: টেট উত্তীর্ণদের রাজভবন অভিযান ঘিরে তুমুল উত্তেজনা

২০১৭-র টেট উত্তীর্ণদের রাজভবন অভিযান ঘিরে উত্তেজনা। শিয়ালদা স্টেশন চত্বরে জমায়েত, আচমকা মিছিল। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি, শিয়ালদা স্টেশন চত্বরেই রাস্তা আটকায় পুলিশ।  আন্দোলনকারীদের কয়েকজনকে আটক করেছে পুলিশ

West Bengal News Live: বড় ঘোষণা পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর, মেনে নেওয়া হচ্ছে কর্মীদের দাবি

লাগাতার আন্দোলনের জেরে বড় ঘোষণা পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর। অস্থায়ী কর্মীদের দাবি মেনে মাসে ২৬ দিন কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তার বদলে অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করা হয়েছে। পুজোর পর ছুটি সংক্রান্ত দাবিদাওয়া নিয়েও আলোচনার আশ্বাস দেওয়া হয়েছে। 

WB News Live: পুজোর মুখে বন্ধ বাস, চরম হেনস্থা যাত্রীদের

বীরভূমের রামপুরহাট ও সিউড়ি, দুটি ডিপো থেকেই বন্ধ বাস চলাচল। ক্ষুব্ধ যাত্রীদের প্রশ্ন, পুজোর মুখে কেন দিনের পর দিন বাস চলাচল বন্ধ। পুরুলিয়ার সরকারি বাস ডিপোতেও অচলাবস্থা।

West Bengal News Live: বাসকর্মীদের আন্দোলনের পিছনে বামেদের হাত, বিস্ফোরক দাবি এসবিএসটিসির চেয়ারম্য়ানের

বাস কর্মীদের আন্দোলনের পিছনে বামেদের হাত। হুমকি ফোন দিঘা থেকে। বিস্ফোরক দাবি এসবিএসটিসির চেয়ারম্যানের।

WB News Live: বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীর ঠাকুমাকে পিটিয়ে খুনের অভিযোগ

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীর ঠাকুমাকে পিটিয়ে খুনের অভিযোগ যুবকের মা ও মাসির বিরুদ্ধে। অভিযোগ গ্রামের যুবক রোহিত মোল্লা গ্রামের দ্বাদশ শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয়। তবে সেই প্রস্তাবে রাজি হয়নি এই ছাত্রী ও তার পরিবার। গতকাল  ছেলেপক্ষ মেয়েটিকে দেখতে আসে। সেই খবর পেয়েই অভিযুক্ত যুবকের বাড়ির মহিলা সদস্যরা এসে ছাত্রীর ঠাকুমাকে বাঁশ ও লাঠি দিয়ে পিটিয়ে খুন করে বলে অভিযোগ। যুবকের মা ও মাসিকে গ্রেফতার করেছে কেতুগ্রাম থানার পুলিশ।

West Bengal News Live: এসবিএসটিসির অস্থায়ী কর্মীদের কর্মবিরতি অব্যাহত, প্রবল ভোগান্তির মুখে যাত্রীরা

মহালয়া পেরিয়ে গেলেও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীদের কর্মবিরতি অব্যাহত। এই নিয়ে কর্মবিরতি সাতদিনে পড়ল। সরকারি বাস পরিষেবা কার্যত বন্ধের মুখে। যাত্রীদের ভোগান্তি চরমে। বীরভূমের রামপুরহাট ও সিউড়ি, দুটি ডিপো থেকেই বন্ধ বাস চলাচল। ক্ষুব্ধ যাত্রীদের প্রশ্ন, পুজোর মুখে কেন দিনের পর দিন বাস চলাচল বন্ধ। যাত্রীরা জানাচ্ছেন, ব্যবসার কাজে হোক বা পুজোর সময় বাড়ি ফেরা, লাগাতার বাস বন্ধের জেরে চরম দুর্ভোগে পড়েছেন তারা।

WB News Live: কলকাতায় ফিরলেন ঝুলন

দু’দশক পর থামল চাকদা এক্সপ্রেস। লর্ডসে ক্রিকেটকে বিদায় জানিয়ে কলকাতায় ফিরলনে ঝুলন। বিমানবন্দরেই ভাসলেন অভিনন্দনে।

West Bengal News Live: সোদপুরে টোটো চালক-পুলিশ বচসা, মারধর সিভিক ভলান্টিয়ারকে

উত্তর ২৪ পরগনার খড়দার সোদপুরে টোটো চালকদের সঙ্গে বচসার জেরে সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ। ঘটনায় ২ টোটো চালককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভর সন্ধেয় পুজোর কেনাকাটার ভিড়ে যখন গমগম করছে এলাকা, তখনই ওই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, ব্রিজের মুখে ইউ টার্ন নিতে বারণ করায় টোটো চালকদের সঙ্গে বচসা শুরু হয় কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার ও এক ট্র্যাফিক পুলিশের। অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন টোটো চালক ঘিরে ধরে মারধর করেন সিভিক ভলান্টিয়ারকে। হাতে আঘাত লাগে ট্র্যাফিক পুলিশ কর্মীরও। পরে খড়দা থানার পুলিশ ২ টোটো চালককে গ্রেফতার করে।

WB News Live: পিতৃপক্ষ থেকে পুজো উদ্বোধন নিয়ে মমতাকে নিশানা দিলীপের

মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনকে কটাক্ষ দিলীপ ঘোষের। ‘টাকা দেন বলে পুজো উদ্বোধনে বাধ্য করেন মুখ্যমন্ত্রী। বারবার প্রমাণ করছেন, তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। পুজো উদ্বোধনেও উল্টো রীতি মুখ্যমন্ত্রীর। সময় নেই বলে পিতৃপক্ষ থেকে পুজোর উদ্বোধন করছেন। দুর্গাপুজোর পবিত্রতা নষ্ট করছেন মুখ্যমন্ত্রী’, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ দিলীপ ঘোষের।

West Bengal News Live: পুজোর আগেও অনিশ্চয়তা ও উদ্বেগে আন্দোলনরত চাকরিপ্রার্থীরা

মহালয়া থেকেই কার্যত পুজোর আনন্দে ভাসছে গোটা রাজ্য। অন্য ছবি, ধর্মতলায় আন্দোলনে বসা চাকরিপ্রার্থীরা। তাঁদের সঙ্গী, এখনও একরাশ অনিশ্চয়তা আর উদ্বেগ। আর এই চাকরিপ্রার্থীদের নিয়ে তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি।

WB News Live: কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বিজেপিকে নিশানা মমতার, তোপ বামেদেরও

'কেউ ধোওয়া তুলসি পাতা নয়। দিল্লিতে যারা বসে আছে, গ্রহ-নক্ষত্রের মতো তাদের মাথার ওপরে এজেন্সি বসে আছে।' এবার কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা নিয়ে মোদি সরকারকে নিশানা করলেন তৃণমূল নেত্রী। 'প্রমাণিত হয়ে গিয়েছে, যে ১০০ শতাংশ অসৎ দল তৃণমূল', পাল্টা শুভেন্দু। বিজেপির পাশাপাশি এদিন বামেদেরও নিশানা করেন তৃণমূলনেত্রী। 'বামেরা অবশ্যই ধোওয়া তুলসিপাতা, সেটা বোঝার ক্ষমতা মুখ্যমন্ত্রীর নেই', উত্তর সুজনের।

West Bengal News Live: এই প্রথম কোচবিহারে তৈরি হল তৃণমূলের স্থায়ী জেলা অফিস

অবশেষে কোচবিহারে তৈরি হল তৃণমূলের স্থায়ী জেলা অফিস। তৃণমূল গঠনের পর এই প্রথম কোচবিহারের নিউটাউন এলাকায় হল তৃণমূলের স্থায়ী জেলা অফিস। এতদিন কোচবিহারের বিভিন্ন জায়গায় অস্থায়ী পার্টি অফিস করে দলের কাজকর্ম সামলাতেন জেলা সভাপতিরা।

WB News Live: নন্দকুমারে দাঁড়িয়ে পুলিশকে নিশানা শুভেন্দুর

বিজেপির কর্মীর গায়ে হাত দেওয়ার সাহস কে দিয়েছে? মিড ডে মিলের চাল চুরি হবে, অথচ কেউ প্রতিবাদ করতে পারবে না? নন্দকুমারে এভাবেই পুলিশকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বিজেপির উস্কানিতেই স্কুলে গন্ডগোল হয়েছিল। পাল্টা মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক। মারধরের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

West Bengal News Live: এসবিএসটিসি-র অস্থায়ী কর্মীদের আন্দোলন, ভোগান্তি জেলায় জেলায়

SBSTC’র অস্থায়ী কর্মীদের কর্মবিরতিতে, যাত্রী-ভোগান্তির ছবি জেলায় জেলায়। দুর্গাপুর থেকে বাঁকুড়া, পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম--- সর্বত্রই গন্তব্যে পৌঁছতে গিয়ে, চরম হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। 

WB News Live: বিরোধীদের হাত খসানোর হুমকি তৃণমূল বিধায়কের

আরও এক তৃণমূল বিধায়কের মুখে বাঁশ-দাওয়াই। এবার, বিরোধীদের হাত খসানোর, পা কেটে নেওয়ার হুমকি মালদার মালতিপুরের তৃণমূল বিধায়কের। পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের।

প্রেক্ষাপট

কেন্দ্রীয় এজেন্সি নিয়ে নাম না করে বিজেপিকে ফের আক্রমণ মমতার (Mamata Banerjee)। 'ভয় পাওয়ার কী আছে ? চুরি করলে ধরা পড়বেই', পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের (Dilip Ghosh)।


'প্রতিহিংসার রাজনীতি করি না। অনেক কর্মকাণ্ড সত্ত্বেও বলেই ৩৪ বছরে কাউকে গ্রেফতার করিনি', তোপ মমতার। পাল্টা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) দাবি, মিথ্যা মামলা করা হয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে পার্টি অফিস।  

চাকরির দাবিতে ৫৬০ দিন ধরে আন্দোলনে চাকরিপ্রার্থীরা। পুজোর মধ্যেও কি রাস্তায় বসেই আন্দোলন?


মানিক ভট্টাচার্যের পর এবার সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ। হাইকোর্টের সিবিআই (CBI) নির্দেশকে চ্যালেঞ্জ। ২৭ সেপ্টেম্বর শুনানি।


তর্পণ ঘিরে বাংলায় শুরু রাজনৈতিক তরজা। দেশের কাছে রাজ্যের মানুষকে যেন আর হেয় না হতে হয়, মহালয়ায় প্রার্থনা বিজেপির। পাল্টা কটাক্ষ তৃণমূলের (TMC)।


বাঁশ দেখালে হাত খসিয়ে দেওয়া হবে, পা কেটে নেওয়া হবে। বিরোধীদের হুমকি মালতিপুরের তৃণমূল বিধায়কের। 'নিজের এলাকায় বীর', কটাক্ষ দিলীপের।


দেড় বছর আগে অভিযোগ পেয়েও হয়নি তদন্ত। ক্লোজড পার্ক স্ট্রিট থানার এসআই। গার্ডেনরিচে ইডির হানার পরই লালবাজারের তৎপরতা।


মহালয়ার দিন পরপর পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী (Chief Minister)। চেতলা অগ্রণীতে দেবীর চক্ষুদানের পর ২৫৩টি পুজোর উদ্বোধন। বাবুবাগানের প্রতিমা সংরক্ষণ করা হবে, জানালেন মুখ্যমন্ত্রী।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.