West Bengal News Live: শিলিগুড়িতে রাহুলের সভায় মিলল না অনুমতি, ফের তৃণমূলকে আক্রমণ অধীরের

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 26 Jan 2024 11:11 PM
WB News Live: কেন্দ্রকে মমতার 'ডেডলাইন'

১০০ দিনের কাজের বকেয়া নিয়ে ফের হুঙ্কার মমতার। কার্যত ডেডলাইন বেঁধে কেন্দ্রকে ৭দিনের সময়। বকেয়া টাকা না পেলে ফের বৃহত্তর আন্দোলনের ডাক। 

WB News Live Score: বিস্ফোরক অনুপম হাজরা

বঙ্গ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ফের বিস্ফোরক অনুপম হাজরা।

WB News Live: তৃণমূলকে আক্রমণ অধীরের

বাংলায় জলে জোট। শিলিগুড়িতে রাহুলের সভায় অনুমতি দিল না, ফের তৃণমূলকে আক্রমণ অধীরের।

WB News Live Score: বরানগরে প্রোমোটারের রহস্যমৃত্যু

বরানগরে প্রোমোটারের রহস্যমৃত্যু। হাতে কাটা দাগ, খুনের অভিযোগ স্ত্রীর। নিউটাউনে অভিজাত আবাসনে উদ্ধার মহিলার রক্তাক্ত মৃতদেহ। তদন্তে পুলিশ। 

WB News Live: সংঘাতে সুপ্রিম পদক্ষেপ

হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সেনের সংঘাত নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতির নেতৃত্বে বিশেষ বেঞ্চ গঠন। কাল শুনানি।

WB News Live Score: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রেলের নিত্য যাত্রীদের জন্য নতুন উপহার পূর্ব রেলের

৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রেলের নিত্য যাত্রীদের জন্য নতুন উপহার পূর্ব রেলের। আজ হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে অত্যাধুনিক এক লোকাল ট্রেনের উদ্বোধন করেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডি আর এম সঞ্জীব কুমার। বারো কোচের এই লোকাল ট্রেনে যাত্রী সুবিধা বাড়ানো হয়েছে।  

WB News Live: পদ্মশ্রী পাচ্ছেন মুখোশশিল্পী বাঘমুন্ডির চড়িদা গ্রামের বাসিন্দা নেপাল সূত্রধর

পুরুলিয়ার বাঘমুন্ডির চড়িদা গ্রামের বাসিন্দা নেপাল সূত্রধর পেশায় মুখোশ শিল্পী। তার সাথে সাথে ছৌ শিল্পিও ছিলেন তিনি। এবার তিনি পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন মুখোশ শিল্পী হিসাবে। তবে ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন নেপালবাবু।

WB News Live Score: পদ্মশ্রী পেলেন বোলপুরের কাঁথাস্টিচ শিল্পী তকদিরা বেগম

পদ্মশ্রী পেলেন বোলপুরের কাঁথাস্টিচ শিল্পী তকদিরা বেগম। বৃহস্পতিবার কেন্দ্রীয় শিল্প মন্ত্রক থেকে ফোন করে তাকে এই পুরস্কার প্রাপ্তির বিষয়টি জানানো হয়। তকদিরা সম্মতি দিলে তাঁর নাম ঘোষণা করা হয়। 

WB News Live: তিন সপ্তাহ পার, এখনও খোঁজ নেই শাহজানের

 সন্দেশখালিকাণ্ডের তিন সপ্তাহ পরেও অধরা শেখ শাহজাহান। মন্ত্রী অরূপ রায় জানেন, কোথায় আছে তৃণমূল নেতা, দাবি বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যর। চিনিই না, দাবি মন্ত্রীর।

প্রেক্ষাপট

পাঞ্জাব-বাংলার পর এবার বিহারেও জোটে জট। লোকসভা ভোটের আগে ফের শিবির বদলে বিজেপির সঙ্গে যেতে পারেন নীতীশ, জল্পনা তুঙ্গে। ও তো পল্টুরাম, আগেই খোঁচা দিলীপের।


 


রাহুলের ন্যায় যাত্রায় অসহয়োগিতা তৃণমূলের, অভিযোগ অধীরের। বুঝুন একনায়কতন্ত্র কাকে বলে, খোঁচা সুকান্তর। নির্বাচিত সরকার, তবু এমন অভিযোগ, খোঁজ নিচ্ছি, প্রতিক্রিয়া রাজ্যপালের।


সন্দেশখালিকাণ্ডের তিন সপ্তাহ পরেও অধরা শেখ শাহজাহান। মন্ত্রী অরূপ রায় জানেন, কোথায় আছে তৃণমূল নেতা, দাবি বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যর। চিনিই না, দাবি মন্ত্রীর।


রেশন বণ্টনে দুর্নীতির কথা জানতেন জ্যোতিপ্রিয় মল্লিক। স্বীকার করেছেন গত ৩১ অক্টোবরের জেরায়। ব্যাঙ্কশাল আদালতে জমা দেওয়া রিপোর্টে চাঞ্চল্যকর দাবি ইডি-র।


ধুমধামের সঙ্গে দেশজুড়ে ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন। কর্তব্যপথে কুচকাওয়াজে বিশেষ অতিথি ফরাসি প্রেসিডেন্ট মাকরঁ। অংশ নিলেন ৯৫ জন ফরাসি সেনা। আকাশ চিরে উড়ল রাফালও।


উঠলেন একই জুড়িগাড়িতে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও বিশেষ অতিথি ফরাসি প্রেসিডেন্ট মাকরঁ যোগ দিলেন কুচকাওয়াজ অনুষ্ঠানে


 


কলকাতাতেও ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন। প্যারেডে অংশ নিলেন লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের উপভোক্তারা। ধর্ম যার যার উৎসব সবার, বার্তা দিয়ে পথে রাজ্যের ট্যাবলো।


বরানগরে প্রোমোটারের রহস্যমৃত্যু, ডান হাতে কাটা দাগ, মিলেছে সুইসাইড নোট। নিউটাউনেও রহস্যমৃত্যু। বহুতলের নীচে গৃহবধূর দেহ। দাম্পত্য বিবাদের জেরে আত্মঘাতী, ধারণা পুলিশের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.