West Bengal News Live : নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলাকাণ্ডের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ গেরুয়া শিবিরের

West Bengal News Live Updates : রাজ্যের সব গুরুত্বপূর্ণ খবর এক ক্লিকে ।

ABP Ananda Last Updated: 28 Feb 2023 12:09 AM
West Bengal News Live: ল্য়াবরেটরিতে কলকাতা পুরসভার কর্মীদের দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ

ডেঙ্গির দাপট ঠেকাতে, এবছর আগে থেকেই তৎপর কলকাতা পুরসভা। ল্য়াবরেটরিতে কলকাতা পুরসভার কর্মীদের দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ। কোন মশা মারতে কী রাসায়নিক স্প্রে করতে হয়, কত দূর থেকে স্প্রে করতে হয়, তা-ও শেখানো হচ্ছে হাতেকলমে।

WB News Live: বৃহস্পতিবার তিন রাজ্যের বিধানসভা ভোটের ফল

বৃহস্পতিবার তিন রাজ্যের বিধানসভা ভোটের ফল। ত্রিপুরায় কি ক্ষমতা ধরে রাখতে পারবে বিজেপি? না, চমক দেখাবে প্রথমবার জোট করে লড়াই করা বাম-কংগ্রেস? মেঘালয়ের ভোটে দাগ কাটবে তৃণমূল কংগ্রেস? নাগাল্যান্ডে কি ক্ষমতার পালাবদল হবে? দেখে নেব, তিন রাজ্যের বুথফেরৎ সমীক্ষায় কী তথ্য উঠে এল।  

West Bengal News Live: কার্শিয়ঙের তিনধরিয়া চাবাগানে উদ্ধার চিতাবাঘ

কার্শিয়ঙের তিনধরিয়া চাবাগানে উদ্ধার চিতাবাঘ। সকালে চা বাগানে জলশূন্য ট্যাঙ্কের মধ্যে চিতাবাঘটিতে প্রথম দেখতে পান চা শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা। ঘুমপাড়ানি ইঞ্জেকশন ছুড়ে কাবু করা হয় চিতাবাঘটিকে। বন দফতরের তরফে জানানো হয়েছে, চিকিৎসার পর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

WB News Live: বিদেশে টাকা পাচারের অভিনব কৌশলের পর্দাফাঁস করল শুল্ক দফতর

বিদেশে টাকা পাচারের অভিনব কৌশলের পর্দাফাঁস করল শুল্ক দফতর। ইলেক্ট্রনিক্স সামগ্রী আমদানির কথা বলে, কোটি কোটি টাকা পাচারের অভিযোগে এক জনকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা থেকে ধৃত বিনয় নারাংকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। অভিযোগ, মোট ছটি সংস্থা মিলে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা বিদেশে পাঠিয়েছে। শুল্ক দফতর সূত্রে খবর, ইলেক্ট্রনিক্স সামগ্রী আমদানির নাম করে এই বিপুল অঙ্কের টাকা হংকং-সহ বেশ কয়েকটি দেশে পাচার করা হয়েছে। ফরেন্সিক পরীক্ষায় জানা যায়, আমদানিকৃত ইলেক্ট্রনিক্স সামগ্রীগুলো খারাপ। বিষয়টি জানাজানি হওয়ার পর, সংস্থারগুলির বিরুদ্ধে তদন্তে নামে শুল্ক দফতর। সেই তদন্তে একটি সংস্থার কর্তা বিনয়কে কলকাতা থেকে গ্রেফতার করা হয়।

West Bengal News Live: পার্থ চট্টোপাধ্য়ায়কে কার্যত ভর্ৎসনা করলেন বিচারপতি

SSC দুর্নীতিকাণ্ডে জেলবন্দি পার্থ চট্টোপাধ্য়ায়কে কার্যত ভর্ৎসনা করলেন বিচারপতি। SSC'র চাকরি কি পার্থ চট্টোপাধ্য়ায়ের পৈতৃক সম্পত্তি? কীভাবে বেছে বেছে চাকরির সুপারিশ হয়? মন্তব্য় করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিচারপতি বিশ্বজিৎ বসু। 

WB News Live: পরপর ২ দিন দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন শতাব্দী রায়

খয়রাশোলের পর মহম্মদবাজার। পরপর ২ দিন দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন শতাব্দী রায়। গ্রামের সব বাড়িতে শৌচাগার হয়নি কেন? আবাস যোজনার ঘর, বার্ধক্যভাতা কেন মেলেনি? এই প্রশ্ন তুলে এদিন মহম্মদবাজারের মকদমনগরে বীরভূমের তৃণমূল সাংসদের সামনে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। সাংসদের দাবি, জেলার উন্নয়ন বৈঠকে ৯৯ শতাংশ শৌচাগার তৈরি হয়েছে বলে রিপোর্ট পেশ হয়েছে। বাস্তবে কেন হয়নি, তা নিয়ে খোঁজ নেওয়ার আশ্বাস দেন শতাব্দী রায়। 

West Bengal News Live: লক্ষ্মী-নারায়ণ মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

ডিসেম্বরে কাঁথিতে সভা করতে যাওয়ার পথে পূর্ব মেদিনীপুরের মারিশদার গ্রামে পৌঁছে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনেছিলেন স্থানীয়দের অভাব-অভিযোগের কথা। পঞ্চায়েত নির্বাচনের আগে, ই মারিশদা থেকেই 'গ্রাম সম্পর্ক অভিযান' শুরু করল বিজেপির যুব মোর্চা। লক্ষ্মী-নারায়ণ মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

WB News Live: কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। জরিমানা দিতে হবে এক লক্ষ টাকা, ডিভিশন বেঞ্চেও নির্দেশ বহাল। ২০২১-এ এ সহকারী অধ্যাপককে চাইল্ড কেয়ারের জন্য ছুটি।

West Bengal News Live: সাগরদিঘি উপনির্বাচন শেষের আগেই 'হার' মানলেন দিলীপ ঘোষ!

সাগরদিঘি উপনির্বাচন শেষের আগেই 'হার' মানলেন দিলীপ ঘোষ! তিনি বলেন, 'জেতার সম্ভাবনা কম, ২ নম্বরে ছিলাম, ২ নম্বরে থাকারই সম্ভাবনা' অনেক পার্টি আছে, দেখি কে জেতে, সাগরদিঘি নিয়ে মন্তব্য দিলীপের।

WB News Live: অ্য়াডিনো আতঙ্কের মধ্যেই কলকাতা মেডিক্যাল ও বিসি রায় হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু

অ্য়াডিনো আতঙ্কের মধ্যেই কলকাতা মেডিক্যাল ও বিসি রায় হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি ছিল তারা। অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত ছিল, দাবি পরিবারের। ডেথ সার্টিফিকেটে নিউমোনিয়ার উল্লেখ। সঙ্কটজনক কোনও শিশুকেই ফেরানো যাবে না। নির্দেশ স্বাস্থ্য় দফতরে। বেলেঘাটা আইডিতে বা়ড়ানো হল বেড। 

West Bengal News Live: উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস, একের পর এক হাসপাতালে শিশুর মৃত্যু

উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস, একের পর এক হাসপাতালে শিশুর মৃত্যু। ২দিনে সরকারি হাসপাতালে নিউমোনিয়া, অ্য়াডিনো ভাইরাসে আক্রান্ত ৫ শিশুর মৃত্যু। অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই সরকারি-বেসরকারি হাসপাতালে বেডের সঙ্কট। প্রায় সব হাসপাতালেই পেডিয়াট্রিক আইসিইউয়ের জন্য হাহাকার। স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক, বেলেঘাটা আইডিতে নতুন শিশুদের ওয়ার্ড। বিসি রায় হাসপাতালের চাপ কমাতে বেলেঘাটা আইডিতে ৫০ বেডের ওয়ার্ড।

WB News Live: কাজ না করলে দলে জায়গা নেই, দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন মালদা তৃণমূলের সভাপতি

কাজ না করলে দলে জায়গা নেই, দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন মালদা তৃণমূলের সভাপতি। রতুয়ার সামসিতে কর্মিসভা থেকে দলের একাংশকে পচা আলুর সঙ্গে তুলনা আব্দুর রহিম বক্সি। আর এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিরোধীরা। 

West Bengal News Live: নিয়ম মেনে  চাকরি নয়, হাইকোর্টে মানল স্কুল সার্ভিস কমিশন

নিয়ম মেনে  চাকরি নয়, হাইকোর্টে মানল স্কুল সার্ভিস কমিশন। ক্ষমতা প্রয়োগ করে চাকরি বাতিলের সুপারিশ করতে নির্দেশ হাইকোর্টের। মেধা তালিকার ওয়েটিং লিস্টে নাম থাকলেও চাকরি না হওয়ার অভিযোগ। '৩৩ নম্বরে নাম থাকা সত্ত্বেও কীভাবে ৫৩ নম্বরে থাকার চাকরি?', নবম-দশমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে মামলা। ১৫ মার্চ ফের হাইকোর্টে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি।

West Bengal News Live: নিয়ম মেনে  চাকরি নয়, হাইকোর্টে মানল স্কুল সার্ভিস কমিশন

নিয়ম মেনে  চাকরি নয়, হাইকোর্টে মানল স্কুল সার্ভিস কমিশন। ক্ষমতা প্রয়োগ করে চাকরি বাতিলের সুপারিশ করতে নির্দেশ হাইকোর্টের। মেধা তালিকার ওয়েটিং লিস্টে নাম থাকলেও চাকরি না হওয়ার অভিযোগ। '৩৩ নম্বরে নাম থাকা সত্ত্বেও কীভাবে ৫৩ নম্বরে থাকার চাকরি?', নবম-দশমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে মামলা। ১৫ মার্চ ফের হাইকোর্টে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি।

WB News Live: সিভিক ভলান্টিয়ারদের কনস্টেবল পদে নিয়োগে কীভাবে অগ্রাধিকার?

সিভিক ভলান্টিয়ারদের কনস্টেবল পদে নিয়োগে কীভাবে অগ্রাধিকার? কীভাবে কনস্টেবল পদে নিয়োগ? নীতি ঠিক করতে বললেন মুখ্যমন্ত্রী। আমলাদের বৈঠকে নিয়োগ সংক্রান্ত নীতি ঠিক করতে বললেন মুখ্যমন্ত্রী।

West Bengal News Live: আসানসোল পুরসভার বরো চেয়ারম্যান নির্বাচন ঘিরে তৃণমূলেই 'দ্বন্দ্ব'!

আসানসোল পুরসভার বরো চেয়ারম্যান নির্বাচন ঘিরে তৃণমূলেই 'দ্বন্দ্ব'! ২ নম্বর বরো চেয়ারম্যানের বিরুদ্ধে দলেরই একাংশ সরব।

West Bengal News Live: আসানসোল পুরসভার বরো চেয়ারম্যান নির্বাচন ঘিরে তৃণমূলেই 'দ্বন্দ্ব'!

আসানসোল পুরসভার বরো চেয়ারম্যান নির্বাচন ঘিরে তৃণমূলেই 'দ্বন্দ্ব'! ২ নম্বর বরো চেয়ারম্যানের বিরুদ্ধে দলেরই একাংশ সরব।

WB News Live: মণীশ শিসোদিয়াকে গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় আপের বিক্ষোভ

মণীশ শিসোদিয়াকে গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় বিজেপি দফতরের সামনেও বিক্ষোভ দেখান আপের কর্মী, সমর্থকরা।  সেই ছবি তুলে ধরেছেন এবিপি আনন্দর প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়

West Bengal News Live: নিশীথের কনভয়ে হামলায় সরব রাজ্যপাল, কুরুচিকর আক্রমণে মদন

নিশীথের কনভয়ে হামলায় সরব রাজ্যপাল, কুরুচিকর আক্রমণে মদন। 'রাজ্যপাল ভেবেছিলেন আস্তে আস্তে সিঁধ কাটবেন, ধরা পড়বেন ভাবতে পারেননি। বাংলার রাজনীতিতে লড়তে গেলে, বাংলাকে চিনতে হবে। কেউই আমাদের রাজ্যপাল নয়, সবাই বিজেপির রাজ্যপাল।' আইন-শৃঙ্খলার অবনতিতে চুপ থাকবেন না, রাজ্যপালের বার্তার পরেই বেলাগাম আক্রমণ।

West Bengal News Live: নিশীথের কনভয়ে হামলায় সরব রাজ্যপাল, কুরুচিকর আক্রমণে মদন

নিশীথের কনভয়ে হামলায় সরব রাজ্যপাল, কুরুচিকর আক্রমণে মদন। 'রাজ্যপাল ভেবেছিলেন আস্তে আস্তে সিঁধ কাটবেন, ধরা পড়বেন ভাবতে পারেননি। বাংলার রাজনীতিতে লড়তে গেলে, বাংলাকে চিনতে হবে। কেউই আমাদের রাজ্যপাল নয়, সবাই বিজেপির রাজ্যপাল।' আইন-শৃঙ্খলার অবনতিতে চুপ থাকবেন না, রাজ্যপালের বার্তার পরেই বেলাগাম আক্রমণ।

WB News Live : সান্দাকফু, ফালুট ঢেকেছে বরফে

কলকাতা যখন গরমে নাজেহাল, তখন সান্দাকফু, ফালুট ঢেকেছে বরফে। তুষারপাতের জেরে তাপমাত্রা নেমেছে অনেকটাই। অনেকেই ছুটছেন সান্দাকফু, ফালুটে বরফ দেখতে। 

WB News Live : রাজভবনের কড়া বার্তার পরই নিরপেক্ষতা নিয়ে রাজ্যপালকে নিশানা তৃণমূলের

নিশীথকাণ্ডে রাজভবনের কড়া বার্তার পরই নিরপেক্ষতা নিয়ে রাজ্যপালকে নিশানা তৃণমূলের। বিজেপির ক্যাডার ছিলেন। ধনকড়কে অনুসরণ করছেন আনন্দ বোস। আক্রমণ শাসকদলের মুখপত্রে।  

TMC News Update : 'মনে রাখতে হবে রাজ্যপাল বিজেপির ক্যাডার ছিলেন' রাজ্যপালকে নিয়ে প্রতিক্রিয়া তৃণমূলের মুখপত্রে

তৃণমূলের মুখপত্রে রাজ্যপালের কড়া সমালোচনা। 'জগদীপ ধনকড়ের পথ দ্রুত অনুসরণের পথে নেমে পড়েছেন বর্তমান রাজ্যপাল', 'রাজ্যপাল একতরফা বিজেপির কথা শুনে বিবৃতি দিচ্ছেন', 'মনে রাখতে হবে রাজ্যপাল বিজেপির ক্যাডার ছিলেন',  রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে ঝাঁঝালো প্রতিক্রিয়া তৃণমূলের মুখপত্রে

WB News Live : 'বাড়ি নেই, মেলেনি শৌচাগার' গ্রামবাসীদের অসন্তোষের মুখে শতাব্দী

'জল নেই, আবাস যোজনার বাড়ি নেই, মেলেনি শৌচাগার'। খয়রাশোলের পর এবার মহম্মদবাজারে অসন্তোষের মুখে শতাব্দী। দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের অসন্তোষের মুখে তৃণমূল সাংসদ

BJP News Live : মারিশদা থেকে গ্রাম সম্পর্ক অভিযান শুরু সুকান্ত মজুমদারের

আজ পূর্ব মেদিনীপুরের মারিশদা থেকে শুরু হল বিজেপি যুব মোর্চার গ্রাম সম্পর্ক অভিযান। সম্প্রতি মারিশদায় সারপ্রাইজ ভিজিটে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গ্রামবাসীদের অভিযোগের জেরে অভিষেকের নির্দেশে পদত্যাগ করতে হয় তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে। সেই মারিশদা থেকেই আজ গ্রাম সম্পর্ক অভিযান শুরু করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পঞ্চায়েত ভোটের আগে, ৮ দিনের কর্মসূচিতে রাজ্যের ২ হাজার গ্রামে এই অভিযান চালানোর পরিকল্পনা করেছে বিজেপি যুব মোর্চা। 

WB Cooch Behar News : নিশীথের কনভয়ে হামলা ঘিরে অশান্তির ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল সাহেবগঞ্জ থানার পুলিশ

কোচবিহারের বুড়িরহাটে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা ঘিরে অশান্তির ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল সাহেবগঞ্জ থানার পুলিশ। খুনের চেষ্টা, অস্ত্র আইন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় ৪৮ জন বিজেপি নেতা-নেত্রীর বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু, বিজেপির জেলা সহ-সভাপতি দীপা চক্রবর্তী, মহিলা মোর্চার জেলা সভাপতি অর্পিতা নারায়ণ, দিনহাটার বিজেপি নেতা অজয় রায়, জয়দীপ ঘোষদের। ইতিমধ্যেই ওই ঘটনায় ২১ জন বিজেপি নেতা, কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ যে দলদাসে পরিণত হয়েছে, আক্রান্তদের বিরুদ্ধে মামলা তার প্রমাণ, কটাক্ষ বিজেপির জেলা সভাপতি ও কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায়ের।  পুলিশের ভূমিকা নিরপেক্ষ, আমবাড়ির প্রসঙ্গ টেনে দাবি করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। 

Nisith Pramanik Row : নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলাকাণ্ডে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলাকাণ্ডে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা বাহিনী থাকার পরেও, তাঁর ওপর হামলা হলে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন তুলে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারী। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেও মামলা দায়ের করার আবেদন জানান তিনি। গোটা ঘটনার তদন্তভার দেওয়া হোক সিবিআই-কে। দিনহাটায় সেন্ট্রাল ফোর্স মোতায়েন করার আবেদন জানানো হয়। 

Nisith Pramani News Live : 'আমাকে আক্রমণ করা মানেই কেন্দ্র সরকারকে আক্রমণ করা!' সুর চড়ালেন নিশীথ

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন নিশীথ প্রমাণিক । 
শনিবার কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে হামলার অভিযোগ। 
সেই ঘটনার রেশ ধরেই এবার তৃণমূলকে পাল্টা আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর। 
'আমাকে আক্রমণ করা মানেই কেন্দ্র সরকারকে আক্রমণ করা!'
গন্ডগোল, হিংসার মাধ্যমে প্রচারে থাকার চেষ্টা, পাল্টা আক্রমণে তৃণমূল। 

WB Sagardighi Poll : সাগরদিঘি থানায় বিজেপি প্রার্থী

বিজেপির বুথ এজেন্টকে থানায় তুলে আনার অভিযোগ সাগরদিঘি থানায় গেলেন বিজেপি প্রার্থী দিলীপ সাহা

WB News Live : নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা ঘিরে অশান্তির ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু

কোচবিহারের বুড়িরহাটে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা ঘিরে অশান্তির ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল সাহেবগঞ্জ থানার পুলিশ। খুনের চেষ্টা, অস্ত্র আইন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় বিজেপি নেতা-নেত্রীদের বিরুদ্ধেই FIR দায়ের হয়েছে। 

WB News Live : নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা ঘিরে অশান্তির ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু

কোচবিহারের বুড়িরহাটে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা ঘিরে অশান্তির ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল সাহেবগঞ্জ থানার পুলিশ। খুনের চেষ্টা, অস্ত্র আইন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় বিজেপি নেতা-নেত্রীদের বিরুদ্ধেই FIR দায়ের হয়েছে। 

WB News Live : শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু হল আরও দুই শিশুর

অ্য়াডিনো-আতঙ্কের মধ্যেই কলকাতার দুটি হাসপাতালে
শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু হল আরও দুই শিশুর।

WB News Live : তাপস মণ্ডলের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি

নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি। সূত্রের খবর, ১২টি অ্যাকাউন্টের মধ্যে তাপসের ব্যক্তিগত ও শিক্ষক সংগঠনের অ্যাকাউন্ট ছাড়াও রয়েছে ৬টি বেসরকারি কলেজের অ্যাকাউন্ট। 

WB News Live : ফের বীরভূমে কয়লা পাচারের চেষ্টা

ফের বীরভূমে কয়লা পাচারের চেষ্টা। গতকাল রাতে খয়রাশোলের বরকুড়ি মোড়ে অভিযান চালিয়ে ৮ টন কয়লা বোঝাই ৫টি মোষের গাড়ি আটক করে পুলিশ। একজনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, কাঁকড়তলা থানার পুলিশ বিভিন্ন এলাকায় হানা দিয়ে মোষের গাড়ি-সহ ১০ টন কয়লা উদ্ধার করেছে। 

Kolkata Weather Update Live : মার্চের শুরুতেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়াতে পারে

কলকাতা ও সংলগ্ন জেলায় মার্চের শুরুতেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়াতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

WB Sagardighi Election : ভোট চলাকালীন বিজেপি প্রার্থী দিলীপ সাহার বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ

ভোট চলাকালীন বিজেপি প্রার্থী দিলীপ সাহার বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ উঠল। সামসাবাদ হাইস্কুলে পরিদর্শনে গিয়ে 
বুথের ২০০ মিটারের মধ্যে থাকা নিয়ে প্রশ্ন তুলে পুলিশ কর্মীদের সরিয়ে দেন বিজেপি প্রার্থী। অথচ গেরুয়া শিবিরের প্রার্থীকেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে বুথে ঢুকতে দেখা যায়। 

WB News Live : মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু

মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু।
সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। তৃণমূলের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বিজেপির টিকিটে লড়ছেন দিলীপ সাহা। কংগ্রেস দাঁড় করিয়েছে বায়রন বিশ্বাসকে। কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানিয়েছে বামেরা। 

WB News Live : ডাঙরাইল প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

মক পোলকে কেন্দ্র করে পোলিং এজেন্টদের সঙ্গে বচসায় জড়ানোয়, সাগরদিঘির ডাঙরাইল প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। 

WB News Live : মক পোলকে কেন্দ্র করে পোলিং এজেন্টদের সঙ্গে বচসা


মক পোলকে কেন্দ্র করে পোলিং এজেন্টদের সঙ্গে বচসায় জড়ানোয়, সাগরদিঘির ডাঙরাইল প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। 

প্রেক্ষাপট

আজকের শিরোনাম ( Headlines Today ) 

১। আইনশৃঙ্খলার অবনতি হলে রাজ্যপাল নীরব থাকবেন না। নির্মমভাবে হিংসাকে উপড়ে ফেলতে হবে। সমস্যা রোধে সময়ে পদক্ষেপ। নিশীথের ( Nisith Pramanik ) কনভয়ে হামলা নিয়ে কড়া বার্তা রাজভবনের।


২। গাড়ি লক্ষ্য করে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছোড়ে। পুলিশের ভূমিকা জরুরি অবস্থার কথা মনে করাচ্ছে। ভাবতে হচ্ছে রাজ্যের পুলিশমন্ত্রী আসলে কে ? দিনহাটায় কনভয়ে হামলা নিয়ে বিস্ফোরক নিশীথ।


৩। রাজবংশী ছেলে কেন্দ্রীয় মন্ত্রী ( Central Minister ) হয়েছে বলেই কি প্রতিশোধের আগুন ? প্রাণে মারার ভাবনা থাকলে জানিয়ে দিক তৃণমূল। কালো পতাকা দেখানোর নামে সন্ত্রাস। শাসক দলকে আক্রমণ নিশীথের।


৪। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে হামলার অভিযোগ। প্রতিবাদে থানা ঘেরাও বিজেপির ( BJP )। রাজ্যে আইনশৃঙ্খলা নেই, আক্রমণ সুকান্তর। এই আন্দোলন গরুর গাড়ির হেডলাইটের মতো। পাল্টা কুণাল।

৫। দিনহাটার ( Dinhata )  পর তুফানগঞ্জ। চিলাখানায় দলীয় অফিসে পতাকা-ফেসটুন ছেড়ার অভিযোগ। প্রতিবাদে মিছিল তৃণমূলের, বিজেপি বিধায়ককে গো ব্যাক স্লোগান। মিথ্যা অভিযোগ, পাল্টা গেরুয়া শিবির।


৬। মারের বদলা মার জুটবে। এই পরিস্থিতি চললে ৩৫৬ ধারা জারির দাবি করতে বাধ্য হব। দিনহাটাকাণ্ডে হুঁশিয়ারি সুকান্তর। গণ্ডগোল করে নাটক, কটাক্ষ কুণালের।


৭। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতারির পাঁচ মাস পর অবশেষে রাজ্য অধ্যক্ষ পরিষদের সভাপতির পদ থেকে সরানো হল সুবীরেশ ভট্টাচার্যকে। নতুন সভাপতি হচ্ছেন পূর্ণচন্দ্র মাইতি।


৮। নিজেই প্রমাণ করবেন অসৎ নন হৈমন্তী। সময় মতো সামনে আসবেন, কথাও বলবেন, দাবি হৈমন্তীর মায়ের। 


৯ । আজ সাগরদিঘি বিধানসভায় উপনির্বাচন। প্রতি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। অশান্তি এড়াতে ব্যবস্থা নিক কমিশন ও প্রশাসন। আবেদন অধীরের। ভরাডুবি হবে বুঝতে পেরেছে, পাল্টা তৃণমূল।


১০। আবগারি দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার দিল্লির উপ মুখ্যমন্ত্রী। ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার।


১১। ভারত জোড়ো যাত্রার পর অরুণাচল থেকে গুজরাত পর্যন্ত ইস্ট টু ওয়েস্ট যাত্রা কংগ্রেসের, জানালেন জয়রাম রমেশ।  বিজেপি বিরোধীদের একসঙ্গে লড়ার ডাক প্রিয়ঙ্কার।


১২। আতঙ্ক বাড়াচ্ছে অ্য়াডিনো। বিসি রায় হাসপাতালে অ্যাডিনো ভাইরাস আক্রান্ত ৯ মাসের শিশুর মৃত্যু। মেডিক্য়ালে মৃত্যু দেড়বছরের শিশুর মৃত্য়ু।


১৩। বাড়ছে অ্যাডিনোর প্রকোপ। শিশুদের আইসিইউ বেডের হাহাকার। বিসি রায়ে আইসিইউতে বেড না মেলায় মৃত্যু শিশুর, অভিযোগ পরিবারের। 


১৪। অ্যাডিনো উদ্বেগের মধ্যেই নিউমোনিয়ার মারণ থাবা। বি সি রায় হাসপাতালে মৃত্যু বাদুড়িয়ার ৮ মাসের শিশুর । সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের।


১৫। রিজেন্ট পার্কে একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু। বাড়ি থেকে বাবা-মা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার। বাবার ব্যবসায় লোকসান, আর্থিক সঙ্কটের জেরে আত্মঘাতী, প্রাথমিক অনুমান পুলিশের। 


১৬। যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রণক্ষেত্র সিউড়ি। পুলিশের চাপে আত্মহত্যার অভিযোগে পথ অবরোধ। পুলিশের সঙ্গে সংঘর্ষ। গাড়ি ভাঙচুর। পাল্টা লাঠিচার্জ।


১৭। হাতে নেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর সময়, রাস্তায় অমিল বাস। সাহায্যের হাত বাড়িয়ে দিল কলকাতা পুলিশ। গ্রিন করিডোর করে মাধ্যমিক পরীক্ষার্থীকে পৌঁছে দিল শ্যামবাজারের সেন্টারে।  


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.