West Bengal News Live: এক চোখ হারিয়েও বদলা নয়, শান্তির বার্তা পটাশপুরের বিজেপি সমর্থকের
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
এইমসে নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে ৩০ জুন তলব করলেও পরে তা পিছিয়ে দিল সিআইডি। পঞ্চায়েত ভোটের পর তাঁকে ডাকা হবে, দাবি বিজেপি বিধায়কের। সিআইডি সূত্রে দাবি, বঙ্কিম ঘোষের পুত্রবধূকে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলার পরই তাঁকে তলব করার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে, বিজেপি বিধায়কের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই এই মামলা করা হয়েছে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
ফের একবার কড়া সুরে রাজ্য নির্বাচন কমিশনকে তার দায়িত্ব মনে করাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। কমিশনের উদ্দেশে প্রধান বিচারপতি বললেন, আপনাদের নিজেদের সম্মান এবং মর্যাদা রক্ষার জন্য এমন পদক্ষেপ করুন যাতে সাধারণ মানুষ আপনাদের ভরসা করেন। কিছু করুন যাতে মানুষ ভরসা পায়।
এক চোখ হারিয়েও বদলা নয়, শান্তির বার্তা পটাশপুরের বিজেপি সমর্থকের। 'চোখের বদলা চোখ নয়, গ্রেফতার হোক দুষ্কৃতীরা'। ভোট হোক শান্তিতে, আবেদন পটাশপুরের আক্রান্ত বিজেপি সমর্থকের। রবিবার পতাকা লাগাতে গেলে বিজেপি সমর্থকের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝা খুনে আরও গ্রেফতার। বিহারের বৈশালী থেকে মুকেশ, পবন কুমার নামে ২জন গ্রেফতার। সোমবার গ্রেফতার, ট্রানজিট রিমান্ডে আনা হল বর্ধমানে। ১ জুলাই ধৃত ২জনের টিআই প্যারেডের আবেদন মঞ্জুর আদালতের।
সকালে গুলিতে খুন তৃণমূল কর্মী, রাতে গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থীর ভাই! কোচবিহারের দিনহাটা যেন ভোট-হিংসার হটস্পট! হিসেব বলছে, ১০ জুন থেকে ২৭ জুন, এই ১৭ দিনে বারবার রক্তাক্ত হয়েছে দিনহাটার নানা প্রান্ত। বারবার ঘটেছে রক্তপাত, প্রাণহানি। আর ভোটের আগে বেলাগাম সন্ত্রাস নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা।
দিনহাটা, শীতলকুচির পর তুফানগঞ্জ, যত কাণ্ড শুধু কোচবিহারেই! এবার তুফানগঞ্জে আক্রান্ত বিজেপি, পরপর বাড়ি-দোকান ভাঙচুর।
ভোটের বাকি ১০দিন, এখনও বকেয়া কেন্দ্রীয় বাহিনী নিয়ে শুধুই টানাপোড়েন। কিছু করুন, যাতে মানুষ ভরসা পায়। কমিশন-কেন্দ্র সংঘাত নিয়ে কড়া বার্তা দেন হাইকোর্টের প্রধান বিচারপতি। ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে ফের কেন্দ্রকে ফোন করা হয়েছে, জানালেন রাজ্য নির্বাচন কমিশনার।
লেকটাউনের দক্ষিণদাঁড়ি এলাকার ২৪ নম্বর রেলগেটের কাছে একটি ডোবা থেকে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার হল। ঘটনা ঘিরে চাঞ্চল্য উত্তেজনা ছড়ায় এলাকায়। গত চার দিন ধরে নিখোঁজ ছিল চার বছরের ওই শিশু।
এখনও যথেষ্ট ব্যথা আছে, এসএসকেএম সূত্রে খবর। গতকালের থেকে কিছুটা ব্যথা কমেছে, কাল ফের শারীরিক পরীক্ষা মুখ্যমন্ত্রীর, হাসপাতাল সূত্রে খবর।
মুখ্যমন্ত্রীর বাসভবনে এসএসকেএমের অধিকর্তা, ফিজিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধান ও একজন ফিজিওথেরাপিস্ট। দু'ঘণ্টা ফিজিওথেরাপি করা হল মুখ্যমন্ত্রীর।
পঞ্চায়েত ভোটে নকল ব্যালটের কারবার? ছাপানো হচ্ছে নকল ব্যালট, বিস্ফোরক দাবি অধীরের। 'বুথ থেকে স্ট্রং রুমে যাওয়ার পথে বদলে দেওয়া হবে নকল ব্যালট। বাংলায় এক সাংঘাতিক কারচুপির খেলা খেলতে চলেছে তৃণমূল', বিস্ফোরক দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে এবার বাংলাদেশ-যোগের অভিযোগ! গীতালদহে নিহত তৃণমূলকর্মী আন্তর্জাতিক অপরাধী, বিস্ফোরক দাবি নিশীথের।
মালদায় ডাকাতদের বোমায় নিহত সিভিক ভলান্টিয়ার, আটক ৩। চাঁচলের মালতিপুরে গতকাল ডাকাতি, গুলিবিদ্ধ দোকানের মালিক। দোকানে ডাকাতির পরে বোমাবাজি, সিভিক ভলান্টিয়ারের মৃত্যু। সোনার দোকানের মালিকের পায়ে গুলি চালিয়ে দুষ্কৃতীরা চম্পট। সিসি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে পুলিশ, ডাকাতদলের বিহার-যোগের আশঙ্কা।
গড়িয়াহাটে দোতলা বাড়িতে আগুন। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন। দুপুর ৩.৩০ নাগাদ বাড়িতে আগুন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখনও টানাপোড়েন, সন্ত্রাস-বিধ্বস্ত কোচবিহার! দিনহাটার নাজিরহাটে আক্রান্ত বিজেপি প্রার্থীর স্বামী, বাড়িতে ঢুকে মার! বাড়িতে ঢুকে বিজেপি প্রার্থীর স্বামীকে মার, দিনহাটা হাসপাতালে ভর্তি।
গড়িয়াহাটে বহুতলে আগুন। বহুতলের দোতলায় আগুন। চারিদিক ঢেকে গেছে কালো ধোঁয়ায়।
বিরাম নেই সন্ত্রাসে, তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফের কোচবিহারে 'গুলি'! দিনহাটার পর এবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র শীতলকুচি। তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বাইকে আগুন, গুলিও চলার অভিযোগ।
'প্রার্থী দিতে পারেনি, বেশিরভাগ জায়গায় গোহারা হারবে কংগ্রেস। নিজের ব্যর্থতা ঢাকতে মরিয়া চেষ্টা অধীর চৌধুরীর', পাল্টা আক্রমণ কুণাল ঘোষের।
'পঞ্চায়েত ভোটের নামে গুন্ডামি হচ্ছে। পুলিশ-প্রশাসনকে একাংশকে ব্যবহার করে মনোনয়ন প্রত্যাহার, বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। হামলার শিকার হচ্ছে বাম নেতা-কর্মীরা'। অভিযোগ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের।
গীতালদহে নিহত তৃণমূল কর্মী আন্তর্জাতিক অপরাধী, বিস্ফোরক দাবি নিশীথ প্রামাণিকের। 'সীমান্ত এলাকায় নানা ধরনের অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন নিহত বাবু হক, ভারত ও বাংলাদেশ, দুই দেশেরই পরিচয়পত্র ছিল বাবুর', বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর।
উপাচার্য নিয়োগ মামলায় আদালতে ধাক্কা রাজ্যের। '১১ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে রাজ্যপালের সিদ্ধান্ত বৈধ', জানাল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
রাজ্য গায়ের জোরে আইনকে বেআইনি করার চেষ্টা করছে। তাই মানুষ বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হচ্ছে। আদালত এখনও পর্যন্ত মানুষের সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার বাজায় রাখতে সাহায্য করেছে। প্রতিক্রিয়া অধীর চৌধুরীর।
নকল ব্যালট পেপার ছাপানো হচ্ছে। সেই ব্যালট পেপার বুথ থেকে স্ট্রং রুমে যাওয়ার পথে বদলে দেওয়া হবে। বাংলায় এক সাংঘাতিক কারচুপির খেলা খেলতে চলেছে তৃণমূল। বিস্ফোরক দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ৩ মাসের 'ডেডলাইন' শুভেন্দুর। '৩ মাসের মধ্যে বিদায় দেব চোরেদের সরকারকে। পটাশপুরের সভা থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। 'লোকসভা ভোটে রাজ্যে বিজেপির আসন ১৮ থেকে ৩৬ করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মানুষ নেই। পঞ্চায়েতকে চোরমুক্ত করাই বিজেপির অঙ্গীকার'। হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
'১২০০ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। সব বন্ধ করলেও মুখ বন্ধ করতে পারবে না। বিজেপির আয়ু আর মাত্র ৬ মাস। আগামীবছর লোকসভা নির্বাচনে দেশ থেকে ধুয়ে যাবে বিজেপি'
গতকাল মালবাজারের জনসভা থেকে হুঙ্কার দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য নির্বাচন কমিশনের চাহিদা মতো বাহিনী পাঠাবে কেন্দ্র? প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী একলপ্তে না পেলে, ভোটের দফা কি বাড়াবে রাজ্য নির্বাচন কমিশন? আজ কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে ফের মামলার শুনানি। হাইকোর্টের নির্দেশমতো, ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করাতে চায় রাজ্য নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাওয়া নিশ্চিত। ইতিমধ্যেই রাজ্যে এসেছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পরে আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথা নিশ্চিত করেছে অমিত শাহর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যের চাহিদা অনুযায়ী, আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। কেন্দ্র কি সেই বাহিনী পাঠাবে? পঞ্চায়েত ভোটের বাকি আর ১০ দিন। গ্রাম বাংলার ভোট ঘিরে অশান্তি থেমে নেই। ভোট হিংসায় রাজ্যে ১৯ দিনে মৃত্যু হয়েছে ১১ জনের। প্রায় প্রতিদিনই বিভিন্ন জেলার নানা প্রান্তে গুলি, বোমা চলছে, ঝরছে রক্ত। এই পরিস্থিতিতে কমিশনের আর্জি মতো কেন্দ্র পর্যাপ্ত বাহিনী পাঠাতে না পারলে, পঞ্চায়েত ভোটের দফা বাড়ানো হবে কিনা সেই প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে আজ আদালতের দিকে তাকিয়ে সবপক্ষ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি নস্যাৎ করে দিলেন তাঁরই দলের নেতা! যে সব বুথে তৃণমূল হারবে, সেই বুথে উন্নয়নের কোনও কাজ হবে না। দলীয় সভা থেকে এভাবেই হুমকি দিলেন বীরভূমের কসবা গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান ও তৃণমূল নেতা নারায়ণ ভাণ্ডারী। কটাক্ষ করেছে বিজেপি। এটা বিদায়ী উপপ্রধানের ব্যক্তিগত মত, জানাল জেলা নেতৃত্ব।
বিজেপি বিধায়কের অনুরোধে সাড়া, বঙ্কিম ঘোষকে পঞ্চায়েত ভোটের পরই তলব। কল্যাণী এইমসে নিয়োগ নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডি স্ক্যানারে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। এর আগে একাধিক বার বিজেপি বিধায়ককে তলব করে সিআইডি। ব্যস্ততার কারণ দেখিয়ে পঞ্চায়েত ভোটের পর হাজিরা দিতে পারবেন বলে জানান বিজেপি বিধায়ক । 'পঞ্চায়েত ভোটের পরই বঙ্কিম ঘোষকে তলব করা হবে'। বিজেপি বিধায়ককে নোটিস সিআইডির । এর আগে বিধায়কের পুত্রবধূকে ২ বার জিজ্ঞাসাবাদ করে সিআইডি ।
মাঝ আষাঢ়ে বৃষ্টির দাপট। কলকাতা, হাওড়া ও দুই ২৪ পরগনায় রাতভর বৃষ্টি। টানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই কলকাতার বেশ কিছু জায়গায় জল জমেছে। রাত দুটো থেকে সকাল ৬টা পর্যন্ত, ৪ ঘণ্টায় গড়িয়ার কামডহরি এলাকায় বৃষ্টি হয়েছে ১১১ মিলিমিটার। বালিগঞ্জে ৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫৯ মিলিমিটার। রাত দুটো থেকে সকাল ৬টা পর্যন্ত ধাপায় বৃষ্টি হয়েছে ৩৬ মিলিমিটার । তপসিয়ায় বৃষ্টি হয়েছে ৩৭ মিলিমিটার। উল্টোডাঙায় বৃষ্টি হয়েছে ২৫ মিলিমিটার। মোমিনপুরে রাত থেকে ভোর পর্যন্ত ৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২৪ মিলিমিটার। একই পরিমাণ বৃষ্টি হয়েছে মানিকতলাতেও । ঠনঠনিয়ায় বৃষ্টি হয়েছে ২৩ মিলিমিটার। দত্তবাগানে বৃষ্টি হয়েছে সাড়ে ১৮ মিলিমিটার।
লেকটাউনে বাস চুরি করে পালানোর সময় বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই টালিগঞ্জে ফের বেপরোয়া বাসের ধাক্কা পরপর ৬টি গাড়িতে। টালিগঞ্জ থানার কাছে ৪১ নম্বর রুটের হাওড়াগামী একটি বাস সিগন্যাল ভেঙে ধাক্কা মারে পরপর ৬টি গাড়িতে। ।যাত্রীদের অল্পবিস্তর আঘাত লাগলেও গুরুতর জখম কেউ হননি।বাসটিকে আটক করেছে পুলিশ। বাসের চালক গ্রেফতার।রেষারেষি নাকি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
পটাশপুরের সভা থেকে তৃণমূলকে নিশানা শুভেন্দুর। 'মানুষ এখন আর তৃণমূলের সঙ্গে নেই। দলদাসে পরিণত হয়েছে পুলিশ।'মন্তব্য় বিরোধী দলনেতার।
এবার রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পঞ্চায়েত ভোটের মুখে গ্রেফতারির আশঙ্কা বিষ্ণুপুরের বিজেপি সাংসদের। 'সোনামুখী থানার আইসি-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করায় একের পর এক মামলা'। অভিযোগ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর। গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে বিচারপতি রাজাশেখর মান্থার দ্বারস্থ সৌমিত্র খাঁ।
'কেন্দ্রীয় বাহিনী আসবে, দুদিন পর চলে যাবে, তারপর কিন্তু আমরাই থাকব। এবার হুঁশিয়ারির সুর বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখের গলায়। জানি কারা ষড়যন্ত্র করছে। কারা আমাদের ভিতরে থেকে দলকে হারানোর চেষ্টা করছে, সেটাও জানি। আমরা সবার উপর নজর রাখছি'। প্রান্তিকে দলীয় কর্মিসভায় হুঁশিয়ারি কাজল শেখের।
পঞ্চায়েত ভোটের মুখে সন্ত্রাস চলছেই, কবে মোতায়েন হবে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী? ২২ কোম্পানির পর আরও ৩১৫ কোম্পানির নিশ্চয়তা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কবে আসবে? কমিশনকে এখনও কিছু জানায়নি কেন্দ্র: সূত্র। প্রয়োজনীয় বাহিনী না পেলে ভোটের দফা কি বাড়াবে কমিশন? আজ হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে ফের মামলার শুনানি
রাজ্য-রাজভবন সংঘাতের মধ্যেই উত্তরবঙ্গে ১৩ জন উপাচার্যকে নিয়ে বৈঠক সিভি আনন্দ বোসের। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়েছে বৈঠক। সূত্রের খবর, রাজ্যপালের ডাকা বৈঠকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়-সহ ১৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত রয়েছেন। এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের তীব্র ক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের গাড়ি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মূল গেটের কাছে পৌঁছতেই টিএমসিপি ও যুব তৃণমূলের কর্মী সমর্থকরা গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। সিভি আন্দ বোসকে কালো পতাকাও দেখান তাঁরা।
সংখ্যালঘু ভোট টানতে মরিয়া তৃণমূল-বিজেপি দুই দলই। দিদির হাতেই সংখ্যালঘুরা নিরাপদ, মোদির হাতে নয়। জলপাইগুড়িতে পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানা করলেন প্রধানমন্ত্রীকেও। মুসলিমদের নিয়ে সত্যিকারের চিন্তা করলে, তাঁরা শিক্ষা ও উপার্জনে পিছিয়ে থাকত না। ভোপালে বিরোধীদের একযোগে আক্রমণ করলেন নরেন্দ্র মোদি।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল ঢোকার মুখে তুমুল বিক্ষোভ টিএমসিপির। ফের রাজ্যপালকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান। রাজ্যপাল নিয়োজিত ১৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে বৈঠক করবেন আনন্দ বোস। বৈঠকের প্রতিবাদে রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ শাসকদলের ছাত্র সংগঠনের।
'কেন্দ্রীয় বাহিনী আসবে, দু'দিন পর চলে যাবে, তারপর কিন্তু আমরাই থাকব।' এবার হুঁশিয়ারির সুর বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখের গলায়। 'জানি কারা ষড়যন্ত্র করছে, কারা আমাদের ভিতরে থেকে দলকে হারানোর চেষ্টা করছে, সেটাও জানি।' 'আমরা সবার উপর নজর রাখছি।' প্রান্তিকে দলীয় কর্মিসভায় হুঁশিয়ারি কাজল শেখের।
মুখ্যমন্ত্রীর আঘাত নিয়ে ফের প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। 'এটা আসল চোট না রাজনৈতিক চোট বোঝা যাচ্ছে না। প্রত্যেকবার আমরা দেখেছি নির্বাচন এলেই চোট লেগে যায়। সেনাকে দিনরাত গালিগালাজ করেন, সেই সেনার হেলিপ্যাডেই নামতে হল'। খোঁচা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের
কোচবিহারের দিনহাটায় জোড়া শ্যুটআউট আতঙ্কের মধ্যেই আরেক শ্যুটআউটকাণ্ড দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়! বরাত জোরে বাঁচলেন শাসক নেতা। আর এই ঘটনায় কাঠগড়ায় উঠে এসেছে পাঠানখালি গ্রাম পঞ্চায়েতেরই ৪৪ নম্বর বুথের সিপিএম প্রার্থীর নাম। পুলিশ সূত্রে দাবি, সিপিএম প্রার্থী ইসলাম মোল্লা ঘটনার পর থেকেই পলাতক। পুলিশের দাবি, ওই সিপিএম প্রার্থীর বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক কার্তুজ ও তাঁর বাড়ির পাশ থেকে ৩০টি তাজা বোমা উদ্ধার হয়েছে। গতকাল দুপুরে পাঠানখালি গ্রাম পঞ্চায়েতের বটতলি এলাকায় ৪৪ নম্বর বুথের তৃণমূল সহ সভাপতি আলাউদ্দিন মোল্লাকে লক্ষ্য করে দুষকৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। বিপদ আঁচ করে মাটিতে বসে যান তৃণমূলের বুথ সহ সভাপতি। পুলিশ সূত্রে খবর, গুলি চালাতে গিয়ে, হাতে সেই গুলি ছিটকে জখম হন সইফুদ্দিন মোল্লা নামের এক দুষ্কৃতী। গোসাবা হাসপাতালে তার চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় সইফুদ্দিন মোল্লা-সহ ৬ জন দুষকৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ। পঞ্চায়েত ও এলাকা দখলের জন্য তাঁকে প্রাণে মারতে চাইছে বাম আশ্রিত দুষকৃতীরা। এমনই অভিযোগ করেছেন তৃণমূলের বুথ সহ সভাপতি। এই ঘটনায় সিপিএমের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
গতকাল দুপুরে গোসাবার পাঠানখালির ৪৪ নম্বর বুথের তৃণমূলের সহ সভাপতি আলাউদ্দিন মোল্লাকে লক্ষ্য করে গুলি। অল্পের জন্য প্রাণে রক্ষা। গুলির আওয়াজ পেয়ে গ্রামবাসীরা জড়ো হয়ে যান। সইফুদ্দিন মোল্লা-সহ ৬ দুষকৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার। তারপর রাতে তল্লাশি। সিপিএম প্রার্থী ইসলাম মোল্লার বাড়ি থেকে একাধিক কার্তুজ, ও সিপিএম প্রার্থীর বাড়িরপাশ থেকে ৩০টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। পাঠানখালি গ্রাম পঞ্চায়েতের ৪৪ নম্বর বুথের সিপিএম প্রার্থী। পঞ্চায়েত দখল ও এলাকা দখলের জন্য প্রাণে মারতে চেয়েছিল। বসে পড়েছিল। বামেদের বিরুদ্ধে অভিযোগ সইফুদ্দিন মোল্লা গুলি চালানোর সময় নিজেই আহত হয়। গুলি ছইটকে হাতে লাগে। গোসাবা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজ্য নির্বাচন কমিশনের চাহিদা মতো বাহিনী পাঠাবে কেন্দ্র? প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী একলপ্তে না পেলে, ভোটের দফা কি বাড়াবে রাজ্য নির্বাচন কমিশন? আজ কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে ফের মামলার শুনানি। হাইকোর্টের নির্দেশমতো, ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করাতে চায় রাজ্য নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাওয়া নিশ্চিত। ইতিমধ্যেই রাজ্যে এসেছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পরে আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথা নিশ্চিত করেছে অমিত শাহর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যের চাহিদা অনুযায়ী, আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। কেন্দ্র কি সেই বাহিনী পাঠাবে? পঞ্চায়েত ভোটের বাকি আর ১০ দিন। গ্রাম বাংলার ভোট ঘিরে অশান্তি থেমে নেই। ভোট হিংসায় রাজ্যে ১৯ দিনে মৃত্যু হয়েছে ১১ জনের। প্রায় প্রতিদিনই বিভিন্ন জেলার নানা প্রান্তে গুলি, বোমা চলছে, ঝরছে রক্ত। এই পরিস্থিতিতে কমিশনের আর্জি মতো কেন্দ্র পর্যাপ্ত বাহিনী পাঠাতে না পারলে, পঞ্চায়েত ভোটের দফা বাড়ানো হবে কিনা সেই প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে আজ আদালতের দিকে তাকিয়ে সবপক্ষ।
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষকে তলব করল ইডি। সূত্রের খবর, মঙ্গলবার সন্ধেবেলায় সায়নীঘোষকে নোটিস পাঠানো হয়েছে। আগামী শুক্রবার অর্থাৎ সায়নী ঘোষকে সিডিও কমরপ্লেকে ইডি-র দফতরে হাজির হতে বলা হয়েছে। ইডি সূত্রে খবর, কুন্তল ঘোষের গ্রেফতারির পর আর্থিক বিষয়ে তদন্ত করতে গিয়ে সায়নী ঘোষের নাম উঠে আসে। এমনকি একটি সম্পত্তি কেনাবেচাতেও তাঁর নাম সামনে আসে। এই আর্থিক লেনদেন ও সম্পত্তি কেনাবেচাকে সামনে রেখেই সানয়ী ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। ইডি সূত্রে খবর, তাঁর কাছ থেকে বেশ কিছু নথিও চাওয়া হয়েছে।
পঞ্চায়েত ভোটের আগে বেলাগাম সন্ত্রাস অব্যাহত। নির্বাচনী প্রচার চলাকালীন দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে সিপিএম কর্মীকে গুলি করার অভিযোগ। যদিও তৃণমূলের দাবি, এটা পারিবারিক বিবাদ, রাজনীতির সম্পর্ক নেই।
বাংলায় যেভাবে বিজেপি, সিপিএম, কংগ্রেস এক সাথে কাজ করছে, একদিন ওদের থোতা মুখ ভোতা হয়ে যাবে। জাতীয় স্তরে মোদির বিরুদ্ধে জোটের ডাক দিলেও, বাংলায় ফের এভাবেই বিরোধীদের নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চোর-মহাচোর আর জোচ্চোরের গটবন্ধন হয়েছে তৃণমূল দলে। পাল্টা কটাক্ষ করেছেন অধীর চৌধুরী।
প্রেক্ষাপট
কলকাতা: মালবাজার (Malbazar) থেকে বাগডোগরা (Bagdogra) আসার পথে দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর কপ্টার। সেবকের এয়ারবেসে জরুরি অবতরণ। নামতে গিয়ে পা-কোমরে চোট, দাবি ঘনিষ্ঠমহল সূত্রে।
সেবকের এয়ারবেসে কপ্টারের অবতরণ। মুখ্যমন্ত্রীর পা-কোমরের লিগামেন্টে চোট, এমআরআইয়ের পর জানাল এসএসকেএম।
বিধানসভা ভোটের পর পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর পায়ে চোট। কটাক্ষ বিরোধীদের।
বৈকুণ্ঠপুর জঙ্গলে দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর কপ্টার। নামার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ছিল কিনা, খতিয়ে দেখার কথা জানাল সেনা।
মধ্যপ্রদেশের সভা থেকে বাংলার দুর্নীতি নিয়ে মোদির নিশানায় তৃণমূল।
শিক্ষক, কয়লা থেকে সারদাকাণ্ডে তৃণমূলকে আক্রমণে মোদি। পাল্টা জবাব মমতার।
চব্বিশের ভোটের আগে পাটনায় বিরোধীদের মহাজোট। কংগ্রেস থেকে আরজেডি-ডিএমকে, এনসিপির নাম করে সুর চড়ালেন মোদি।
দুর্নীতি নিয়ে মোদির আক্রমণ, নদিয়ার সভায় পাল্টা বিজেপিকে কটাক্ষ অভিষেকের।
ভোটের বাকি আর ১১দিন, ১১তম খুন সেই দিনহাটায়। বাংলাদেশ সীমান্তবর্তী গীতালদহে তৃণমূল-বিজেপি সংঘর্ষে চলল গুলি। প্রাণ গেল তৃণমূলকর্মীর, আহত ৬।
সভার পরের দিনই অশান্ত দিনহাটা। বিএসএফকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
ফের অশান্ত কোচবিহারের গীতালদহ। তৃণমূল প্রার্থীর ভাইয়ের পেটে গুলি। মুর্শিদাবাদের সালারে সিপিএমের মিছিলে হামলা। গুলি চলল গোসাবাতেও।
ভোটের আগে জেলায় জেলায় সন্ত্রাস। ডায়মন্ড হারবারের প্রার্থীকে নিয়ে নির্বাচন কমিশনে শুভেন্দু।
পুরীতে প্রোমোটার, বাঘাযতীনে বেআইনি নির্মাণ ভাঙতে বাধা তৃণমূল কাউন্সিলর! ফিরতে হল পুর-আধিকারিক-পুলিশকে! ভুল বোঝাবুঝির সাফাই কাউন্সিলরের।
বাঘাযতীনে বেআইনি নির্মাণ ভাঙতে তৃণমূল কাউন্সিলরের বাধা! কাটমানি অভিযোগ বিজেপির। প্রশাসনের কাজে হস্তক্ষেপ ঠিক নয়, কড়া বার্তা মেয়রের।
যাঁরা দলের জন্য় কাজ করেছেন। যাঁরা দল করতে গিয়ে জেলে গেছেন। তাঁরা পঞ্চায়েতে টিকিট পেলেন না। তৃণমূলে বিদ্রোহের আবহেই এবার পঞ্চায়েতের টিকিট বন্টন নিয়ে উষ্মা প্রকাশ করলেন মেমারির তৃণমূল বিধায়ক মধূসুদন ভট্টাচার্য। যা নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
তৃণমূলে হুমায়ুন অস্বস্তি। বহরমপুরের টেক্সটাইল মোড়ের সভা বাতিল করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডোমকলের রোড শোতে উপস্থিত থাকলেন হুমায়ুন কবীর। কিন্তু, নিজের দাবি থেকে এখনই যে সরছেন না, তা এদিনও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -