West Bengal News Live: বুধবার কলকাতার প্রাণকেন্দ্র জুড়ে একের পর এক হাইভোল্টেজ কর্মসূচি!
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ একনজরে
বুধবার কলকাতার প্রাণকেন্দ্র জুড়ে একের পর এক হাইভোল্টেজ কর্মসূচি! কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বকেয়া ডিএ-র দাবিতে শহিদ মিনার চত্বরে সরকারি কর্মীদের আন্দোলন পা দেবে ৬২ দিনে। আর সেখান থেকে মাত্র ১০০ মিটার দূরে তৃণমূলের ছাত্র-যুবদের সমাবেশ। যেখানে প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সম্ভবত মে মাসের মধ্যেই হতে পারে পঞ্চায়েত নির্বাচন। পয়লা বৈশাখের পর বিজ্ঞপ্তি জারি করতে পারে রাজ্য নির্বাচন কমিশন, সূত্রের খবর।
'ভোট নিয়ে সব সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশনই', আজই জানায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ভোট পরিচালনা করতে আর কোনও বিধিনিষেধ থাকল না রাজ্য নির্বাচন কমিশনের ওপর। বিজ্ঞপ্তি জারি হওয়ার ২১ দিন থেকে সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে, নিয়ম কমিশনের। এপ্রিলের শেষে বিজ্ঞপ্তি জারি হলে মে মাসের মাঝামাঝির মধ্যেই সম্পন্ন করতে হবে পঞ্চায়েত নির্বাচন।
তৃণমূল কাউন্সিলরদের রীতিমতো হুঁশিয়ারি দিয়ে দায়িত্ব সচেতন হওয়ার বার্তা দিলেন মদন মিত্র। কামারহাটি নজরুল মঞ্চে তৃণমূলের শহিদ মিনার চলো অভিযানের প্রস্তুতি সভা থেকে দলীয় কাউন্সিলরদের একাংশকে সতর্ক করলেন তৃণমূল বিধায়ক। মদনের হুঁশিয়ারিকে হাতিয়ার করেই রাজ্যের শাসক দলকে বিঁধল বাম-বিজেপি।
কোচবিহার শহরে বেআইনিভাবে পুকুর ভরাট রুখতে তৎপর হল প্রশাসন। বিভিন্ন জায়গায় ঘুরে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিলেন পুরসভার চেয়ারম্যান। অবিলম্বে বেআইনি নির্মাণ ভাঙা না হলে নোটিস দেওয়ার পাশাপাশি বড়সড় জরিমানা করার হুঁশিয়ারিও দিলেন রবীন্দ্রনাথ ঘোষ। গোটাটাই আইওয়াশ, তৃণমূলকে বিঁধল বিজেপি।
আমডাঙায় গুলি চালানোর অভিযোগ, জখম যুবক। পুরনো বিবাদের জেরে গুলি চালানোর অভিযোগ। আমডাঙা থেকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে জখম যুবককে।
সাত মাস আগে চুরি গিয়েছিল মোবাইল ফোন। মোবাইলের দোকান থেকে একসঙ্গে চুরি যায় ১৪টি মোবাইল। এত দিন পর উদ্ধার করল ডায়মন্ড হারবার পুলিশ। গ্রেফতার প্রশান্ত নস্করকে জেরা করে মিলল হদিশ।
ফের উদ্ধার বোমা। গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়ার কাটাডাঙ্গা শিব মন্দিরে পাশে নির্মীয়মান একটি বাড়ি থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ। বোমা উদ্ধারের পরেই খবর দেওয়া হয় বোম ডিসপোজাল টিমকে।
নিয়োগ দুর্নীতি ইস্যুতে বাম জমানাকে আক্রমণ করতে গিয়ে এবার উদয়ন গুহর নিশানায় মহম্মদ সেলিম। সনাতন সাহা, বিমল দাস, অঞ্জলি সেন, মলয় রায়, মলয় গুহ নিয়োগী, এই ৫ জনের নাম নিয়ে ফেসবুক পোস্টে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী লিখেছেন, আজ সেলিমের জন্য এরা সবাই তৃতীয় বিভাগে পাস করে প্রাথমিক শিক্ষকের চাকরি করছেন। পরপর আরও আসবে।
বীরভূমে জেলাশাসকের অফিস চত্বরে SFI-DYFI-এর বিক্ষোভ ঘিরে তুলকালাম। ব্যারিকেড ভেঙে পাঁচিল টপকে জেলাশাসকের দফতরের ভিতরে ঢোকার চেষ্টা করায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। বাধা দিতে গিয়ে আহত হন ২ পুলিশ কর্মী। পরে জেলাশাসকের দফতরে ডেপুটেশন জমা দেন বাম ছাত্র-যুব সংগঠনের সদস্য, কর্মীরা।
নানুরের পর খয়রাশোল। অনুব্রতহীন বীরভূমে তৃণমূলের গোষ্ঠীকোন্দল অব্যাহত। এবার ব্লক সভাপতির ডাকা বৈঠকে যোগ দিলেন না ১০ জন অঞ্চল সভাপতি। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল নেতৃত্বের সঙ্কট, কটাক্ষ করেছে বিজেপি। আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানিয়েছে শাসকদল।
বকেয়া থেকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ-কাল শহিদ মিনারে পরপর মেগা ইভেন্ট। বকেয়া ডিএ-র দাবিতে শহিদ মিনারে টানা আন্দোলনে সরকারি কর্মীরা। ডিএ মঞ্চের ১০০ মিটার দূরেই অভিষেকের সভায় হাইকোর্টের সম্মতি। শর্তসাপেক্ষে টিএমসিপির সভায় ছাড়পত্র বিচারপতি রাজাশেখর মান্থার ।
জামিনের আর্জি খারিজ, জেল হেফাজতে জিতেন্দ্র তিওয়ারি। আসানসোলে পদপিষ্ট হয়ে মৃত্যু মামলায় জেল হেফাজতে বিজেপি নেতা। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আসানসোল আদালতের।
স্কুলে নিয়োগ দুর্নীতি, গরুপাচার, কয়লাপাচারের পর আরও এক মামলায় সিবিআই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর গাড়িতে হামলা, সিবিআই তদন্তের নির্দেশ।
সিবিআই তদন্তের নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপকের বেতন ক্লাস পিছু ৩০০ টাকা ! ঝাড়ুদারের বেতন মাসে ৫০০০ টাকা, অধ্যাপকের ক্লাস পিছু ৩০০ টাকা !অধ্যাপকের বেতন ঝাড়ুদারের থেকেও কম ! বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আবেদনে রাজ্যজুড়ে শোরগোল। ঘটনাকে উল্লেখ করে ট্যুইট বিজেপির রাজ্য সভাপতির। মুখে কুলুপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপকের বেতন ক্লাস পিছু ৩০০ টাকা ! ঝাড়ুদারের বেতন মাসে ৫০০০ টাকা, অধ্যাপকের ক্লাস পিছু ৩০০ টাকা ! অধ্যাপকের বেতন ঝাড়ুদারের থেকেও কম ! বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আবেদনে রাজ্যজুড়ে শোরগোল। ঘটনাকে উল্লেখ করে ট্যুইট বিজেপির রাজ্য সভাপতির। মুখে কুলুপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
২০২৩-'২৪ একটি টাকাও মিলবে না। বাংলায় ২৭ নম্বর ধারা জারি। অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের, দাবি শুভেন্দু অধিকারীর।
জিএসটি-কে সমর্থন করা ভুল হয়েছে, সিঙ্গুরে গিয়ে মানলেন মুখ্যমন্ত্রী। 'জিএসটি-র সব টাকা দিল্লি তুলে নিয়ে যাচ্ছে। আমাদের সব থেকে বড় ভুল হয়েছে জিএসটিকে সমর্থন করা', সিঙ্গুরের সভা থেকে আক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের ।
পাখির চোখ পঞ্চায়েত ভোট, ১২ হাজার কিমি রাস্তার জন্য প্রকল্পের সূচনা
শিয়ালদায় বি আর সিং হাসপাতালে আগুন। হাসপাতালে আগুন, এলাকায় আতঙ্ক। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন।
শহিদ মিনারে অভিষেকের সভায় শর্তসাপেক্ষে ছাড়পত্র আদালতের। ছাড়পত্র দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। সিসিটিভি দিয়ে সব গুরুত্বপূর্ণ জায়গা মুড়ে ফেলতে হবে, নির্দেশ আদালতের। পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নির্দেশ আদালতের। 'আদালত প্রত্যাশা করে তৃণমূল ছাত্র-যুবর তরফ থেকে অশান্তির কোনও উস্কানি দেওয়া হবে না। যদি এরকম হয় তার ফল ভাল হবে না', মন্তব্য বিচারপতির।
আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের, কিছু হলে পুলিশ নিয়ন্ত্রণ করতে পারবে, সওয়াল রাজ্যের। সিপিকে মাথায় রাখতে হবে ভবিষ্যতে যেন একই জায়গায় যেন দুটি কর্মসূচির অনুমতি না দেওয়া হয়,মন্তব্য বিচারপতির।
রাজ্যের কৃষকদের আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে পথে নামল বিজেপি। বিভিন্ন জেলা থেকে কলকাতায় এলেন রাজ্য বিজেপির কিষাণ মোর্চার সদস্যরা। মিছিলে যোগ দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।
ইউরিয়া সারের দাম নির্ধারণ, প্রধানমন্ত্রী কিষাণ নিধি তালিকা-সহ একাধিক প্রকল্পে স্বচ্ছতা আনার দাবিতে রাজ্য বিজেপির কিষাণ মোর্চার এই কর্মসূচি।
পুরসভায় নিয়োগ-দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ, ধুন্ধুমার। নাগেরবাজার থানার সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। বিক্ষোভের ঘটনায় ৭জনকে আটক করেছে পুলিশ।
নাগের বাজার মোড়ে দক্ষিণ দমদম পুরসভায় বিজেপির বিক্ষোভ। পুরসভায় নিয়োগ-দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ, ধুন্ধুমার। নাগেরবাজার থানার সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। বিক্ষোভের ঘটনায় ৭জনকে আটক করেছে পুলিশ।
নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ
সিবিআই তদন্তের নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ
২৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে হামলা
তৃণমূলের বিরুদ্ধে দিনহাটায় হামলার অভিযোগ বিজেপির
আজ সিঙ্গুরে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী
১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা প্রকল্পের উদ্বোধন
সুজন-সুশান্তের পর এবার তৃণমূলের নিশানায় শতরূপ ঘোষ
রাজ্যের কৃষকদের আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে আজ পথে নামছে বিজেপি। বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসছেন রাজ্য বিজেপির কিষাণ মোর্চার সদস্যরা। বেলা ১২টায় কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হবে। রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলের নেতৃত্বে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সার্বিকভাবে
ইউরিয়া সারের দাম নির্ধারণ, প্রধানমন্ত্রী কিষাণ নিধি তালিকা-সহ একাধিক প্রকল্পে স্বচ্ছতা আনার দাবিতে রাজ্য বিজেপির কিষাণ মোর্চার এই কর্মসূচি।
খোদ প্রশাসনের বিরুদ্ধেই বেআইনি কাজের অভিযোগ উঠল কাকদ্বীপের নামখানা ব্লকের বুধাখালি গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, সেচ দফতরের অনুমতি ছাড়াই মুড়িগঙ্গা নদীর মজে যাওয়া নিকাশি খালের ওপর, মাছের বাজার তৈরি করছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। স্থানীয়দের দাবি, এই নিকাশি খালের সঙ্গে যুক্ত রয়েছে আশেপাশের ৩টি পঞ্চায়েতের ৬টি মৌজা। খাল বুজিয়ে দিলে চাষাবাদ ও নিকাশিতে সমস্যা হতে পারে স্থানীয়দের আশঙ্কা। খালে আবর্জনা ফেলা আটকাতেই গ্রাম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাফাই দিয়েছেন পঞ্চায়েত প্রধান। উন্নয়ন নয়, কাটমানি নিতেই এই নির্মাণ করা হচ্ছে বলে কটাক্ষ করেছে বিজেপি। সেচ দফতর জানিয়েছে, তাদের অনুমতি না নেওয়ায় পঞ্চায়েতকে নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে।
সুবীরেশ ও নাইসা কর্তা নীলাদ্রির ঘনিষ্ঠতার আরও প্রমাণ
চাকুরিজীবীদের জন্য সুখবর। শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ বাড়ল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুদের হার। ২০২২-২৩ অর্থবর্ষের জন্য সুদের হার হল ৮.১৫ শতাংশ
আদালতে জটমুক্ত পঞ্চায়েত নির্বাচন। নির্বাচন নিয়ে এই মুহূর্তে কোনও হস্তক্ষেপ করল না আদালত।নির্বাচন সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে কমিশন।
ডিএ-র দাবিতে সরকারি কর্মীদের আন্দোলনের আজ ৬১ দিন। আজ দুপুরে সব সরকারি দফতর এবং স্কুলে কালো ব্যাজ পরে মিছিল করবেন আন্দোলনকারীরা। আজ পালন করা হবে ধিক্কার দিবস।
ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশকে মারধর, পুলিশের গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনায় আর কারা জড়িত, তার খোঁজ পেতে আশেপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে তিলজলা থানার পুলিশ। রবিবার তিলজলার একটি আবাসনে ৭ বছরের শিশুকন্যাকে খুনের অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনার জেরে গতকাল বন্ডেল গেট, পিকনিক গার্ডেন এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। র্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়।
ফের বিতর্কে বিশ্বভারতী। রাষ্ট্রপতির সফরের আগেই তিন অধ্যাপককে শোকজের নোটিস ধরাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জমি-বিবাদ ঘিরে সংঘাতের প্রেক্ষিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উপাচার্য কু-কথা বলেছেন বলে জানিয়ে এর আগে রাষ্ট্রপতিকে চিঠি লেখেন বিশিষ্টরা। সেই চিঠিতে ওই তিন অধ্যাপক সই করেছিলেন। কী কারণে চিঠিতে সই, তা জানতে চেয়ে বিশ্বভারতীর রাজনীতি ও অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য, ওড়িশা ভাষার অধ্যাপক শরৎকুমার জেনা ও দর্শন বিভাগের অধ্যাপক কৌশিক ভট্টাচার্যকে রবিবার বিশ্ববিদ্যালয়ের তরফে নোটিস পাঠানো হয়। শোকজ নোটিস নিয়ে মুখ খুলতে চায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ। ওই তিন অধ্যাপকের প্রতিক্রিয়াও এখনও মেলেনি।
প্রথমবার রাজ্যে এসে, সকালে বেলুড় মঠ পরিদর্শনে যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সঙ্গে ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাষ্ট্রপতিকে বেলুড় মঠে স্বাগত জানান রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ, সহ সাধারণ সম্পাদক স্বামী বোধসরানন্দ। উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী বীরবাহা হাঁসদা ও অরূপ রায়, জেলাশাসক ও হাওড়া কমিশনারেটের পুলিশ কমিশনার। এরপর UCO ব্যাঙ্কের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে প্রধান অতিথি দ্রৌপদী মুর্মু। এরপর কপ্টারে বেলা ১২টা নাগাদ শান্তিনিকেতনে পৌঁছবেন রাষ্ট্রপতি। মধ্যাহ্নভোজের পর আম্রকুঞ্জে
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
জন চক্রবর্তীর পর এবার বাম জমানায় নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে প্রাক্তন মন্ত্রী ও কঙ্কালকাণ্ডে অভিযুক্ত সুশান্ত ঘোষকে নিশানা করল তৃণমূল। আত্মীয়দের তালিকা প্রকাশ করে কুণাল ঘোষের অভিযোগ, সকলেই সুশান্ত মন্ত্রী হওয়ার সময় চাকরি পেয়েছেন। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের সিপিএমের জেলা সম্পাদক।
কবে হবে রাজ্যের পঞ্চায়েত ভোট? শুভেন্দুর জনস্বার্থ মামলার আজ রায় দেবে হাইকোর্ট। সকাল সাড়ে ১০টায় সিদ্ধান্ত জানাবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
তিলজলায় শিশুকন্যাকে খুনের ঘটনায় রাজ্যকে নোটিস পাঠাতে চলেছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। রাজ্য পুলিশের ডিজি ও মুখ্যসচিবকে পাঠানো হচ্ছে নোটিস। ৭ বছরের শিশুকন্যাকে খুনের অভিযোগ ঘিরে রবিবার রাত থেকে তিলজলা এলাকায় উত্তেজনা ছড়ায়। গতকাল রণক্ষেত্রের চেহারা নেয় বন্ডেল গেট এলাকা। এবার এই ঘটনা নিয়ে তৎপর হল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। শিশুকন্যাকে খুনের বিষয়টি সম্পর্কে কমিশনের তরফে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়েছে।
কৈখালির দাসপাড়ায় ফ্ল্যাটের দরজা ভেঙে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার হল। সোমবার রাতে বন্ধ ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পান স্থানীয়রা। ঘটনাস্থলে যায় এয়ারপোর্ট থানার পুলিশ। ফ্ল্যাটের দরজা ভেঙে বছর ৪৫-এর জয়দীপ দাসের পচাগলা দেহ উস্থানীয় সূত্রে খবর, মৃতের নাম জয়দীপ দাস। ফ্ল্যাটে একাই থাকতেন তিনি।নেশাও করতেন বলে স্থানীয়দের দাবি। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।
অপহরণ করে শিশু খুনের প্রতিবাদে রণক্ষেত্র হয়ে উঠল পার্কসার্কাস তিলজলা চত্বর। রবিবার রাতে থানায় তাণ্ডবের পর সোমবার রেল-পথ অবরোধ করেন স্থানীয়রা। বাধা দিলে পুলিশের একের পর গাড়িতে আগুন, ইটবৃষ্টি। পাল্টা কাঁদানে গ্যাস ছুড়ল, লাঠিচার্জ করল পুলিশ।
ফের বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সুপ্রতিম ঘোষ ওরফে আকাশ
এবং নিলয় মালিকে জিজ্ঞাসাবাদ করল ইডি। সূত্রের দাবি, শান্তনুর সম্পত্তির বিষয়ে দু-জনকে জিজ্ঞাসাবাদ করা হয়।
পঞ্চায়েত ভোটের মুখে কোচবিহারে তৃণমূল শিবিরে বড় ধাক্কা। যুব তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলে, পদত্য়াগ করলেন ১৪ জন বুথ সভাপতি। যদিও স্বজনপোষণের অভিযোগ মানতে রাজি নন তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি। ক্ষমতায় ফিরতে পারবে না বুঝেই পদত্যাগ, কটাক্ষ করেছে বিজেপি।
খুনের পর ফ্ল্যাটে তল্লাশিতে পুলিশের সঙ্গেই ছিল অভিযুক্ত! পরে গ্রেফতার। নির্যাতিতার পরিবারকে আড়াই লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা সরকারের।
ফের চোখ রাঙাচ্ছে করোনা। কতটা তৈরি হাসপাতাল? ১০ ও ১২ এপ্রিল বাংলা সহ একাধিক রাজ্যে মকড্রিল। নীতি আয়োগের বৈঠকে সিদ্ধান্ত।
অপহরণ করে শিশু খুনের প্রতিবাদে রণক্ষেত্র তিলজলা
প্রেক্ষাপট
অপহরণ করে শিশু খুনের প্রতিবাদে রণক্ষেত্র তিলজলা। থানায় তাণ্ডব, রেল-পথ অবরোধ। একের পর গাড়িতে আগুন, ইটবৃষ্টি।
শিশুকন্যাকে নৃশংস খুনের ঘটনায় তিলজলায় (Tiljala) তুলকালাম।পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ।
তিলজলা থানায় তাণ্ডবের পরে ১৮ ঘণ্টা ধরে দফায় দফায় বিক্ষোভ-অবরোধ। বন্ডেল ব্রিজে প্রাণভয়ে সাধারণ মানুষের দৌড়। নামল র্্যাফ, পুলিশের লাঠিচার্জ।
সন্তানের আশায় তান্ত্রিকের নির্দেশেই তিলজলার শিশুকন্যাকে খুন! হাতুড়ি দিয়ে মাথায় আঘাতের পরে দড়ি দিয়ে শ্বাসরোধ, জেরায় কবুল ধৃতের, দাবি পুলিশের।
খুনের পর ফ্ল্যাটে তল্লাশিতে পুলিশের সঙ্গেই ছিল অভিযুক্ত! পরে গ্রেফতার। নির্যাতিতার পরিবারকে আড়াই লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা সরকারের।
কলকাতায় রাষ্ট্রপতির (President Of India)উপস্থিতির দিনই রণক্ষেত্র তিলজলা। কেন্দ্রীয় বাহিনী চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি সৌমিত্রর। বিচ্ছিন্ন ঘটনা, অহেতুক চেষ্টা, পাল্টা তৃণমূল।
রাত থেকে তাণ্ডব, নিয়ন্ত্রণে আনতে ১৮ ঘণ্টা সময় লাগল পুলিশের! গাড়িতে আগুন লাগার পরে ধৈর্যের বাঁধ ভাঙার সাফাই। পরিকল্পনা করে হামলার তত্ত্ব।
তিলজলার পর এবার লেদার কমপ্লেক্স থানা এলাকায় নাবালিকার হাত বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার। তদন্তে লেদার কমপ্লেক্স থানার পুলিশ।
বেআইনি কাজে উৎসাহিত করছেন? মধ্যরাতে বাড়ি থেকে কৌস্তভের গ্রেফতারিতে সিপির ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট। ২০ এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -