West Bengal News Live: জেল হেফাজতে যাওয়ার পরে অসুস্থ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ একনজরে

ABP Ananda Last Updated: 29 Mar 2023 11:17 PM
West Bengal News Live: জেল হেফাজতে যাওয়ার পরে অসুস্থ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি

আসানসোল কম্বলকাণ্ডে জেল হেফাজতে যাওয়ার পরে অসুস্থ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। বুকে ব্যথা অনুভব করায় ভর্তি করা হল আসানসোল জেলা হাসপাতালে। এদিন হাসপাতালে জিতেন্দ্র তিওয়ারিকে দেখতে আসেন গ্রেফতারি পরোয়ানার উপর সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ পাওয়া বিজেপি নেতার স্ত্রী তথা আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারি। 

WB News Live: পঞ্চায়েত ভোটের আগে কলকাতায় বাম-কংগ্রেস ঐক্য়ের ছবি !

পঞ্চায়েত ভোটের আগে কলকাতায় বাম-কংগ্রেস ঐক্য়ের ছবি ! লাল পতাকার সঙ্গে হাত চিহ্নের ফ্ল্য়াগও উড়ল হাওয়ায়। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে এবং আদানি ইস্যুতে এদিন বিধানভবন থেকে পার্কসার্কাস পর্যন্ত কংগ্রেসের মিছিল করার কথা ছিল। আর, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রামলীলা পার্ক থেকে পার্কসার্কাস পর্যন্ত মিছিল করার কথা ছিল বামেদের। বামেরা রামলীলা পার্কের সামনে জমায়েত করেছিল। এরপরই বিধানভবন থেকে বেরিয়ে কংগ্রেসের মিছিল মিশে যায় বামেদের সঙ্গে। 

West Bengal News Live: রাম-বাম 'জোটের' কাছে তমলুকের সমবায় ভোটে ধরাশায়ী তৃণমূল

তমলুকে আবার সেই 'নন্দকুমার মডেল'। তমলুকের হিজলবেড়্যা চাতরাদাঁড়ি সমবায় সমিতির ভোটে বাম-বিজেপি 'জোট'। রাম-বাম 'জোটের' কাছে তমলুকের সমবায় ভোটে ধরাশায়ী তৃণমূল। ১২টি আসনের মধ্যে ১১টিতেই তৃণমূলের হার, একসঙ্গে ২ দলের স্লোগান। 'বিরোধী শক্তি একজোট হয়ে লড়াই, মানুষের জোটের জয়'। সরাসরি জোটের কথা অস্বীকার করে দাবি বাম-বিজেপির । বাম-বিজেপি অশুভ আঁতাঁত, পাল্টা আক্রমণে তৃণমূল কংগ্রেস।

WB News Live: শ্য়ামবাজারের ধর্নামঞ্চ থেকে দুর্নীতির প্রসঙ্গ তুলে রাজ্য়ের শাসক দলকে নিশানা বঙ্গ বিজেপির

কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনা করা হচ্ছে বাংলাকে। তৃণমূল যখন এই অভিযোগ তুলছে, তখন শ্য়ামবাজারের ধর্নামঞ্চ থেকে পাল্টা দুর্নীতির প্রসঙ্গ তুলে রাজ্য়ের শাসক দলকে নিশানা করল বঙ্গ বিজেপি। কেন্দ্রের পাঠানো টাকা লুঠ করছে তৃণমূল সরকার। অভিযোগ শুভেন্দু অধিকারীর। 

West Bengal News Live: কলকাতার যশোর রোড ও গুরুসদয় রোডে ২ চার্টার্ড অ্যাকাউন্ট্য়ান্টের ফ্ল্যাটে তল্লাশি ইডি-র

কলকাতার যশোর রোড ও গুরুসদয় রোডে ২ জন চার্টার্ড অ্যাকাউন্ট্য়ান্টের ফ্ল্যাটে তল্লাশি চালাল ইডি। মুম্বইয়ে হাওয়ালা সংক্রান্ত একটি মামলার সূত্রেই তল্লাশি চালানো হয় বলে খবর সূত্রের। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথি।

WB News Live: ভর সন্ধ্যায় রাসবিহারী মোড়ে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড

ভর সন্ধ্যায় রাসবিহারী মোড়ে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড। সিলিন্ডার ফেটে ছড়াল আতঙ্ক। দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে।

West Bengal News Live: ডিএ মঞ্চের কাছেই 'আক্রান্ত' আন্দোলনকারী হুগলির শিক্ষক

শহিদ মিনারে সভার পাল্টা সভা, হামলার অভিযোগ শিক্ষকের । ডিএ মঞ্চের কাছেই 'আক্রান্ত' আন্দোলনকারী হুগলির শিক্ষক।
তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, এসএসকেএমে ভর্তি । পুলিশের সামনেই হামলার অভিযোগ আন্দোলনকারীর। এব্যাপারে এখনও পর্যন্ত তৃণমূল কিংবা পুলিশের প্রতিক্রিয়া মেলেনি।

WB News Live: 'ডিএ আন্দোলনের মঞ্চে বসে আছে চোর-ডাকাতরা', কটাক্ষ মমতার

'ডিএ আন্দোলনের মঞ্চে বসে আছে চোর-ডাকাতরা'। 'চোর-ডাকাত, যারা চিরকুটে চাকরি পেয়েছে, সব বসে আছে'। বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনকারীদের কটাক্ষ মমতার।

West Bengal News Live: 'যদি আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে পারে, তাহলে শহিদ মিনারেই মৃত্যু বরণ করব', হুঙ্কার অভিষেকের

'মদন মিত্র, কুণাল ঘোষকে হেফাজতে থাকাকালীন চাপ দেওয়া হয়েছিল'। 'বলেছিল আমার নাম বললেই ছেড়ে দেবে, দাবি অভিষেকের'। 'সারদা থেকে নারদা, সব ক্ষেত্রেই আমাকে টার্গেট করা হয়েছে'। 'যদি আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে পারে, তাহলে শহিদ মিনারেই মৃত্যু বরণ করব'। হুঙ্কার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

WB News Live: 'সব চোরেরা এক হয়েছে', বাম-কংগ্রেসের যৌথ মিছিলকে কটাক্ষ দিলীপের

'সব চোরেরা এক হয়েছে', বাম-কংগ্রেসের যৌথ মিছিলকে কটাক্ষ দিলীপের।

West Bengal News Live: শহিদ মিনারের সভা ফেরত টিএমসিপি কর্মী-সমর্থকদের উদ্দেশ্য করে চোর চোর স্লোগান

শহিদ মিনারের সভা ফেরত টিএমসিপি কর্মী-সমর্থকদের উদ্দেশ্য করে চোর চোর স্লোগান। পার্ক সার্কাসে কংগ্রেস কর্মী-সমর্থকদের স্লোগান ঘিরে উত্তেজনা। পাল্টা বাস থামিয়ে দাঁড়িয়ে পড়লেন তৃণমূলকর্মী-সমর্থকরা। 

WB News Live: 'দিদি-মন্তব্যে অপমানিত মহিলারা, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শাস্তি ঘোষণা হবে না কেন ?' প্রশ্ন অভিষেকের

'রাহুলের সাংসদ পদ খারিজ নিয়ে, আমরা কংগ্রেসের পাশে'। 'রাহুলের মন্তব্যে মোদি-ভাবাবেগ আহত হলে, প্রধানমন্ত্রীর দিদি-মন্তব্যে অপমানিত মহিলারা'। 'তা হলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শাস্তি ঘোষণা হবে না কেন?' 'বিরোধী দলনেতা আদিবাসী মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করে পার পেয়ে যান'। 'কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না?' 'শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে একমাসের মধ্যে দলের লিগাল সেল উদ্যোগ নিক'। মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Mamata Banerjee Dharna : 'ডবল ডিউটি পালন করছি, বিজেপির মতো সরকারের টাকা মিসইউজ করি না', খোঁচা মমতার

রেডরোডের ধর্নামঞে এদিন পৌঁছে গিয়ে গেরুয়াশিবিরের বিরুদ্ধে মুখ খুললেন মমতা। তিনি এদিন স্পষ্ট বললেন, এটা রাজ্য সরকারের তরফে নয়, সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে এই ধর্নামঞ্চ। তিনি বলেন, 'কিন্তু আমি সরকারের পক্ষ থেকে আছি, আমাদের সব মন্ত্রীরাও আছেন।' কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ শানিয়ে মমতা বলেন, 'আমি ডবল ডিউটি পালন করছি, বিজেপির মতো সরকারের টাকা মিসইউজ করি না।'

WB News Live: শ্যামবাজার মেট্রো স্টেশনের গেটে ধর্নায় বিজেপি

কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে রেড রোডে মমতার ধর্নায় বসার দিনেই পাল্টা রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুঠের অভিযোগে অবস্থানে বসছে বঙ্গ বিজেপি। শ্যামবাজার মেট্রো স্টেশনের গেটে ধর্নায় বসছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার,দিলীপ ঘোষ-সহ রাজ্য বিজেপির নেতা-নেত্রীরা। বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধর্না চলবে। মেট্রো স্টেশনের গেটের কাছে ৪০ ফুটের মঞ্চ তৈরি করা হয়েছে। 

West Bengal News Live: সল্টলেকে প্রাথমিক শিক্ষা বোর্ডের ক্লার্ক অর্ণব বসুর বাড়িতে হানা

নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি অভিযানে ইডি। সল্টলেকে প্রাথমিক শিক্ষা বোর্ডের ক্লার্ক অর্ণব বসুর বাড়িতে হানা। এসি ব্লকের ৩৯ ও ৩৯/২ নম্বর বাড়িতে হানা ইডি-র জোড়া টিমের। এখানেই প্রাথমিক শিক্ষা বোর্ডের ক্লার্ক অর্ণব বসুর বাড়ি। নিয়োগ দুর্নীতি মামলায় অর্ণব বসুর নাম উঠে এসেছিল, খবর ইডি সূত্রে

WB News Live: ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে প্রাথমিক চাকরিপ্রার্থীদের আন্দোলন

মমতার ধর্নামঞ্চ, অভিষেকের সভাস্থল আর সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান--এই তিন কর্মসূচির মধ্যেই ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে প্রাথমিক চাকরিপ্রার্থীদের আন্দোলন। 

West Bengal News Live: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিনই অভিনব অনশন কর্মসূচি শুরু করল সংগ্রামী যৌথ মঞ্চ

শহিদ মিনার চত্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিনই অভিনব অনশন কর্মসূচি শুরু করল সংগ্রামী যৌথ মঞ্চ। ডার্ক চকোলেট, ফলের রস খেয়ে অনশনে সামিল হলেন DA-আন্দোলনকারীরা। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে বিচিত্র গণ অনশন। DA-মঞ্চের পাশেই মুখ্যমন্ত্রীর মুখ। সেখানে লেখা, অনুপ্রেরণার অনশন। এদিন পুলিশের তরফে DA-আন্দোলনকারীদের কাছে মাইক বন্ধ রাখার আবেদন জানানো হয়।আদালত মাইক বন্ধের নির্দেশ দেয়নি বলে পুলিশকে সাফ জানিয়ে দেন আন্দোলনকারীরা। 

WB News Live: নিজেরাই গার্ডরেল দিয়ে ধর্নাস্থল ঘিরেছেন আন্দোলনকারীরা

হাইকোর্টের নির্দেশে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হলেও হামলার আশঙ্কা। সেই কারণে নিজেরাই গার্ডরেল দিয়ে ধর্নাস্থল ঘিরেছেন আন্দোলনকারীর।

West Bengal News Live: মৌলালির রামলীলা পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল বামেদের

যে দাবিতে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসছেন, ঠিক সেই দাবিতেই আজ কলকাতায় মিছিল করছে বামেরা। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করা চলবে না, এই টাকা রাজ্যকে দিতে হবে। মূলত এই ইস্যুকে সামনে রেখেই আজ দুপুরে মৌলালির রামলীলা পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে বামেরা। মিছিলে যোগ দেবেন বিমান বসু, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা। একই সঙ্গে রাজ্যে তৃণমূল সরকারের অপশাসনের অভিযোগেও সরব হবেন বাম নেতৃত্ব। 

WB News Live: ধর্নামঞ্চে এসে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ধর্নামঞ্চে এসে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এদিন ধর্নায় বসছেন মমতা।

West Bengal News Live: শুভেন্দু অধিকারীকে নিশানা করে নিয়োগ তরজায় পাল্টা ট্যুইট ব্রাত্য বসুর

'একটি স্বয়ংশাসিত সংস্থার বিজ্ঞাপন ঘিরে তাড়াহুড়োয় ভুল তথ্য দিয়েছেন বিরোধী দলনেতা। ২০১১ থেকে সিএসসি ৭ হাজার ৫৪৬ জন সহকারী অধ্যাপক, ৩২৭ জন অধ্যক্ষর নাম সুপারিশ করেছে। আরও ১ হাজার ৬২৫ জনের নাম চলতি বছরই সুপারিশ করা হবে', শুভেন্দু অধিকারীকে নিশানা করে পাল্টা ট্যুইট ব্রাত্য বসুর।

West Bengal News Live: দিল্লিতে অম্বেডকরের মূর্তির পাদদেশে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি

রাজধানীতে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি। দিল্লিতে অম্বেডকরের মূর্তির পাদদেশে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি। কর্মসূচিতে হাজির সুদীপ,কল্যাণ, ডেরেক, মালা রায়, মহুয়া মৈত্ররা। গণতন্ত্র বাঁচাও শিরোনামে কর্মসূচির আয়োজন তৃণমূলের

West Bengal News Live: দিল্লিতে অম্বেডকরের মূর্তির পাদদেশে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি

রাজধানীতে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি। দিল্লিতে অম্বেডকরের মূর্তির পাদদেশে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি। কর্মসূচিতে হাজির সুদীপ,কল্যাণ, ডেরেক, মালা রায়, মহুয়া মৈত্ররা। গণতন্ত্র বাঁচাও শিরোনামে কর্মসূচির আয়োজন তৃণমূলের

WB News Live: ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত নিউটাউন এলাকায় চাঞ্চল্য। মঙ্গলবার রাতে মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ জানিয়েছে নিখোঁজ ছিল ওই ছাত্রী। রাস্তা থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে যাওয়া হয়েছে। আজ মৃতদেহের ময়নাতদন্ত হবে।

West Bengal News Live: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত নীলাদ্রি দাসের নামে ২টি কোম্পানির হদিশ মিলেছে

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত নীলাদ্রি দাসের নামে ২টি কোম্পানির হদিশ মিলেছে। একটি রিয়েল এস্টেট, অপরটি তথ্যপ্রযুক্তি কোম্পানি। দুটি সংস্থারই ঠিকানা পূর্ব দিল্লি। 

WB News Live: মমতার ধর্না, অভিষেকের সভা, ধর্মতলা সংলগ্ন এলাকায় যানজটের আশঙ্কা

মমতার ধর্না, অভিষেকের সভা, ধর্মতলা সংলগ্ন এলাকায় যানজটের আশঙ্কা। বেলা গড়ালে প্রবল যানজট হতে পারে ডাফরিন রোড, ডোরিনা ক্রসিংয়ে।
যানজট হতে পারে জওহরলাল নেহরু রোড, রেড রোড, মেট্রো চ্যানেলেও।

West Bengal News Live: প্রচুর দুর্নীতির জন্য রাজ্যের ওপর আর্থিক নিষেধাজ্ঞা কেন্দ্রের, চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর

'একশো দিনের কাজ, আবাস যোজনায় ২৩-২৪ অর্থবর্ষে আর রাজ্যকে টাকা দেবে না কেন্দ্র', ২৩-২৪ অর্থবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনাতেও রাজ্যকে টাকা দেবে না কেন্দ্র, দাবি শুভেন্দুর। প্রচুর দুর্নীতির জন্য রাজ্যের ওপর আর্থিক নিষেধাজ্ঞা কেন্দ্রের, চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর

WB News Live: বুধবার কলকাতার প্রাণকেন্দ্রজুড়ে একের পর এক হাইভোল্টেজ কর্মসূচি

বুধবার কলকাতার প্রাণকেন্দ্রজুড়ে একের পর এক হাইভোল্টেজ কর্মসূচি! কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বকেয়া ডিএ-র দাবিতে শহিদ মিনার চত্বরে সরকারি কর্মীদের আন্দোলন পা দেবে ৬২ দিনে। আর সেখান থেকে মাত্র ১০০ মিটার দূরে তৃণমূলের ছাত্র-যুবদের সমাবেশ। যেখানে প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live: তৃণমূল কাউন্সিলরদের রীতিমতো হুঁশিয়ারি দিয়ে দায়িত্ব সচেতন হওয়ার বার্তা মদনের

তৃণমূল কাউন্সিলরদের রীতিমতো হুঁশিয়ারি দিয়ে দায়িত্ব সচেতন হওয়ার বার্তা দিলেন মদন মিত্র। কামারহাটি নজরুল মঞ্চে তৃণমূলের শহিদ মিনার চলো অভিযানের প্রস্তুতি সভা থেকে দলীয় কাউন্সিলরদের একাংশকে সতর্ক করলেন তৃণমূল বিধায়ক। মদনের হুঁশিয়ারিকে হাতিয়ার করেই রাজ্যের শাসক দলকে বিঁধল বাম-বিজেপি।

WB News Live: পঞ্চায়েত ভোট নিয়ে সব সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন, জানিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

পঞ্চায়েত ভোট নিয়ে সব সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন। জানিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, পৃথকভাবে OBC ভোটার গণনা নিয়ে, রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।

WB News Live: পঞ্চায়েত ভোট নিয়ে সব সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন, জানিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

পঞ্চায়েত ভোট নিয়ে সব সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন। জানিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, পৃথকভাবে OBC ভোটার গণনা নিয়ে, রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।

West Bengal News Live: কোচবিহার শহরে বেআইনিভাবে পুকুর ভরাট রুখতে তৎপর হল প্রশাসন

কোচবিহার শহরে বেআইনিভাবে পুকুর ভরাট রুখতে তৎপর হল প্রশাসন। বিভিন্ন জায়গায় ঘুরে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিলেন পুরসভার চেয়ারম্যান। অবিলম্বে বেআইনি নির্মাণ ভাঙা না হলে নোটিস দেওয়ার পাশাপাশি বড়সড় জরিমানা করার হুঁশিয়ারিও দিলেন রবীন্দ্রনাথ ঘোষ। গোটাটাই আইওয়াশ, তৃণমূলকে বিঁধল বিজেপি।

WB News Live: সল্টলেকে ২ ব্যবসায়ীর বাড়িতে ম্যারাথন তল্লাশি চালাল ইডি

সল্টলেকে ২ ব্যবসায়ীর বাড়িতে ম্যারাথন তল্লাশি চালাল ইডি। সূত্রের খবর, মুম্বইয়ের ইডির একটি মামলার সূত্র ধরে কিছু লোকেশন ও তথ্যের ভিত্তিতেই তল্লাশি চালানো হয়। মনে করা হচ্ছে এই লেনদেনের সঙ্গে হাওয়ালা যোগ থাকতে পারে।

West Bengal News Live: চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা

AMRI হাসপাতালের চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। অ্যাকাউন্ট থেকে গায়ে লক্ষাধিক টাকা। পূর্ব মেদিনীপুরের হলদিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি।

WB News Live: সুজন চক্রবর্তীর শ্বশুরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন কুণাল ঘোষ

স্ত্রীর পর এবার সিপিএম নেতা সুজন চক্রবর্তীর শ্বশুরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন কুণাল ঘোষ। একটি চিরকুট প্রকাশ্যে এনে সুজন চক্রবর্তীকেও আক্রমণ করেছেন তিনি। পাল্টা, জবাব দিয়েছেন সুজন চক্রবর্তীও।

প্রেক্ষাপট


আজ শহরে পরপর মেগা ইভেন্ট। বকেয়া ডিএ-র (DA) দাবিতে টানা আন্দোলন। ১১০ মিটার দূরে অভিষেকের (Abhishek Banerjee) সভা। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে অম্বেডকর মূর্তির নীচে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী।


ডিএ মঞ্চের ১১০ মিটারের মধ্যেই আজ অভিষেকের সভা। শর্তসাপেক্ষে ছাড়পত্র হাইকোর্টের। ডিএ মঞ্চ ও টিএমসিপির (TMCP) সভাস্থলের মাঝে টিনের দেওয়াল। 


ফের একটা সিবিআই (CBI)। ধোপে টিকল না রাজ্য সরকারের রিপোর্ট। নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের (High Court)।


কিছু বললেই ইডি (ED)-সিবিআইকে পাঠিয়ে দাও। এজেন্সি ইস্যুতে ফের কেন্দ্রকে নিশানা মমতার (Mamata Banerjee)। দুর্নীতিগ্রস্ত সমস্ত মুখ একসঙ্গে একমঞ্চে চলে এসেছে। একযোগে বিরোধীদের আক্রমণে মোদি। 


নিয়োগ-দুর্নীতিতে (Recruitment Scam) নীলাদ্রিকে নিয়ে ষড়যন্ত্রের জাল সুবীরেশের। ওয়ার্ক ডান সার্টিফিকেট না থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে নাইসা-র ৭৭ লক্ষের বিল পাস, দাবি সিবিআই সূত্রে। 


নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র নজরে শান্তনু-ঘনিষ্ঠরা। শান্তনুর স্ত্রীর সঙ্গে ইভান কো-ট্রেড সংস্থার জয়েন্ট ডিরেক্টর। ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতার ঘনিষ্ঠ রাকেশ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ ইডির। 


নিয়োগ-দুর্নীতি ইস্যুতে বাম জমানাকে আক্রমণ করতে গিয়ে এবার উদয়নের নিশানায় সেলিম। 


কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ধর্নায় বসার আগে সিঙ্গুরে মমতা। মূল্যবৃদ্ধি নিয়ে মোদিকে নিশানা। 


পঞ্চায়েতের আগে ফের সিঙগুরে তৃণমূলনেত্রী। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি-সংস্কারের সূচনা। গড়তে নয়, ভাঙতে জানেন। একসুরে কটাক্ষ বাম-বিজেপির। 


পঞ্চায়েত নির্বাচন নিয়ে হস্তক্ষেপ নয় হাইকোর্টের। সিদ্ধান্ত নেবে কমিশন, জানাল আদালত। সম্ভবত মে মাসের মধ্যেই হতে পারে ভোট। পয়লা বৈশাখের পর জারি হতে পারে বিজ্ঞপ্তি।


ঝাড়ুদারের থেকেও কম বেতন অধ্যাপকের! বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের জোড়া বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক। ক্লাসপিছু পিএইচডি ডিগ্রিধারী স্পেশাল লেকচারারের সাম্মানিক ৩০০ টাকা! 


জামিনের আর্জি খারিজ। পদপিষ্ট হয়ে মৃত্যু মামলায় এবার জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwary) জেল হেফাজত। বিজেপি নেতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আসানসোল আদালতের। 


বনির গাড়ি নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার তৃণমূলের নিশানায় শতরূপ (Shatarup Ghosh)। ভোট-হলফনামায় ২ লক্ষ টাকার সম্পদ, কী করে কিনলেন ২২ লাখি গাড়ি, প্রশ্ন কুণালের। বাবার টাকায় কিনেছি, দাবি শতরূপের।


তিলজলাকাণ্ডে অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার ২০। পুলিশকে মার, সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক ধারায় মামলা। বাকি অভিযুক্তদের খোঁজে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।তিলজলা-অশান্তিতে ধৃত ২০

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.