WB News LIVE Blog: একবালপুরে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
Get the latest West Bengal News and Live Updates: দিনভর জেলায় জেলায় কোথায় কী ঘটছে? জেনে নিন রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট
একবালপুরে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১। ৪০ লক্ষ টাকা পণের জন্য চাপ দেওয়ার অভিযোগ। পণের ৭ লক্ষ টাকা দিয়েছিল নির্যাতিতার পরিবার। বাকি টাকা না পাওয়ায় মহিলার ওপর শারীরিক অত্যাচার এবং গণধর্ষণের অভিযোগ। একজন গ্রেফতার হলেও বাকিরা পলাতক।
নারায়ণ দেবনাথকে শ্রদ্ধা জানিয়ে সিংহি পার্কের পুজো মণ্ডপ। সাবেকি প্রতিমা।কমিকসের বই সাজিয়ে মণ্ডপে ঢোকার পথ।
মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবসেও শ্রদ্ধা জানাতে গিয়ে তরজায় জড়াল তৃণমূল ও বিজেপি। পূর্ব মেদিনীপুরের তমলুকে বীরাঙ্গনার গ্রামে গিয়ে অনুন্নয়নের অভিযোগে গ্রামবাসীদের ক্ষোক্ষের মুখে পড়েন স্থানীয় তৃণমূল বিধায়ক।
রাজ ঐতিহ্য বজায় রেখে সন্ধিপুজোয় আজও হয় তোপধ্বনি। সাড়ে চারশো বছরেরও বেশি পুরনো বাঁকুড়ার মালিয়াড়া রাজবাড়ির পুজো যেন এক আশ্চর্য মিলনমেলা। প্রতিদিন আশেপাশের গ্রামের মানুষজন রাজবাড়িতে পাত পেড়ে খান অন্ন ভোগ।
ববিতা সরকারের পর, এবার প্রিয়ঙ্কা সাউ। ১ মাসের মধ্যে আরও এক চাকরিপ্রার্থীকে নিয়োগ করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্দেশে তিনি বলেন, ২৮শে অক্টোবরের মধ্যে প্রিয়ঙ্কা সাউকে নিয়োগপত্র দিতে হবে।
একইসঙ্গে টেট এবং নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বিজ্ঞপ্তি প্রকাশ প্রাথমিক শিক্ষা পর্ষদের।প্রাথমিকে টেট হবে ১১ ডিসেম্বর।১৪ অক্টোবর থেকে অনলাইনে আবেদন শুরু। পাশাপাশি প্রাথমিকের নিয়োগেরও বিজ্ঞপ্তি দল পর্ষদ। প্রায় ১১০০০ শূন্যপদে নিয়োগেরও বিজ্ঞপ্তি। ২১ অক্টোবর থেকে বোর্ডের অনলাইনে আবেদন. ২০১৪-১৭ টেট উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন। রেজাল্ট না বেরোলেও ডিএলএডের দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের আবেদনের সুযোগ। জোড়া বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
পুজোর মুখে কাশফুল নিয়ে তুঙ্গে রাজনীতি। সিঙ্গুরে গিয়ে মুখ্যমন্ত্রীর কাশফুল-প্রস্তাব নিয়ে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দিয়ে, সিঙ্গুরে এসে নাটক করছে। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।
কয়লাপাচারের এবার গরুপাচার মামলাতেও রাজ্য সরকারের ধাক্কা। ‘আপাতত কোনও তদন্ত করতে পারবে না রাজ্য পুলিশ। রঘুনাথগঞ্জ থানায় দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে তদন্ত নয়। সিবিআই তদন্তে কোনও ব্যাঘাত ঘটানো যাবে না’, অন্তর্বর্তী নির্দেশ দিয়ে জানিয়ে দিল প্রধান বিচারপতির বেঞ্চ।
৩ সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ, ১৪ নভেম্বর শুনানি। গরুপাচারকাণ্ডে সিআইডির হাতে গ্রেফতার এনামুল ঘনিষ্ঠ জেনারুল।
মুর্শিদাবাদের সুতি, উঃ ২৪ পরগনার মাটিয়ার ২টি মামলায় জালে জেনারুল। ইতিমধ্যেই গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত।
সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রতর দেহরক্ষী সায়গল, এনামুল। কয়লাপাচারকাণ্ডে জিতেন্দ্র তিওয়ারি ক্ষেত্রেও পুলিশের তদন্তে স্থগিতাদেশ।
মশাবাহিত রোগে আক্রান্তের মৃত্যু ক্রমেই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। পুজোর মুখে আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল কলকাতায়। শনিবার, উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামেও প্রাণ হারিয়েছেন একজন। এই পরিস্থিতিতে সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন চিকিত্সকরা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রশংসা করি। কিন্তু, আমারও ক্রেজ রয়েছে সারা রাজ্যে। পছন্দের নেতাকে ব্লক সভাপতি না করায়, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলেন, অন্য পথ অবলম্বনেরও হুঁশিয়ারি দিলেন তিনি। ক্ষোভের কথা দলের ভিতরেই বলতে পারতেন। মন্তব্য পূর্ব বর্ধমানের তৃণমূল সভাপতির।
ই-নাগেটস মোবাইল গেমিং অ্যাপ চক্রে শুধু ১৭ কোটি ৩২ লক্ষ নয়, আরও কোটি কোটি টাকার হদিশ। কলকাতা পুলিশের দাবি, বিদেশ থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চালানো হত প্রতারণা চক্র। গার্ডেনরিচের আমির খান একা নয়, উঠে আসছে আরও কয়েকটি নাম। এদেরই একজন বি কে পাল অ্যাভিনিউয়ের বাসিন্দা শুভজিৎ শ্রীমানি। তিনি মোবাইল গেমিং অ্যাপ প্রতারণা চক্রের আরেক মাস্টারমাইন্ড বলে পুলিশের দাবি। পুলিশ সূত্রে খবর, বর্তমানে দুবাইয়ে ঘাঁটি গেড়েছেন শুভজিৎ। গতকাল সল্টলেকের সেক্টর ফাইভে তাঁর অফিসে গিয়ে দেখা যায়, অফিসে লোক নেই, অথচ সার্ভার, কম্পিউটার চলছে। পুলিশের দাবি, দুবাই, মালয়েশিয়ায় বসেই গোটা সিস্টেম অপারেট করা হত। গেমিং অ্যাপের পাশাপাশি, বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণা চক্রও চালানো হত বলে দাবি। গেমিং অ্যাপ প্রতারণা-তদন্তে গতকাল ৫ জায়গায় তল্লাশি চালিয়ে এক মহিলা-সহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। বেহালার বাসিন্দা ধৃত সোমা নস্করের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হদিশ মেলে ৩০ কোটি টাকার।
ই-নাগেটস মোবাইল গেমিং অ্যাপ চক্রে শুধু ১৭ কোটি ৩২ লক্ষ নয়, আরও কোটি কোটি টাকার হদিশ। কলকাতা পুলিশের দাবি, বিদেশ থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চালানো হত প্রতারণা চক্র। গার্ডেনরিচের আমির খান একা নয়, উঠে আসছে আরও কয়েকটি নাম। এদেরই একজন বি কে পাল অ্যাভিনিউয়ের বাসিন্দা শুভজিৎ শ্রীমানি। তিনি মোবাইল গেমিং অ্যাপ প্রতারণা চক্রের আরেক মাস্টারমাইন্ড বলে পুলিশের দাবি। পুলিশ সূত্রে খবর, বর্তমানে দুবাইয়ে ঘাঁটি গেড়েছেন শুভজিৎ। গতকাল সল্টলেকের সেক্টর ফাইভে তাঁর অফিসে গিয়ে দেখা যায়, অফিসে লোক নেই, অথচ সার্ভার, কম্পিউটার চলছে। পুলিশের দাবি, দুবাই, মালয়েশিয়ায় বসেই গোটা সিস্টেম অপারেট করা হত। গেমিং অ্যাপের পাশাপাশি, বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণা চক্রও চালানো হত বলে দাবি। গেমিং অ্যাপ প্রতারণা-তদন্তে গতকাল ৫ জায়গায় তল্লাশি চালিয়ে এক মহিলা-সহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। বেহালার বাসিন্দা ধৃত সোমা নস্করের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হদিশ মেলে ৩০ কোটি টাকার।
ই-নাগেটস মোবাইল গেমিং অ্যাপ চক্রে শুধু ১৭ কোটি ৩২ লক্ষ নয়, আরও কোটি কোটি টাকার হদিশ। কলকাতা পুলিশের দাবি, বিদেশ থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চালানো হত প্রতারণা চক্র। গার্ডেনরিচের আমির খান একা নয়, উঠে আসছে আরও কয়েকটি নাম। এদেরই একজন বি কে পাল অ্যাভিনিউয়ের বাসিন্দা শুভজিৎ শ্রীমানি। তিনি মোবাইল গেমিং অ্যাপ প্রতারণা চক্রের আরেক মাস্টারমাইন্ড বলে পুলিশের দাবি। পুলিশ সূত্রে খবর, বর্তমানে দুবাইয়ে ঘাঁটি গেড়েছেন শুভজিৎ। গতকাল সল্টলেকের সেক্টর ফাইভে তাঁর অফিসে গিয়ে দেখা যায়, অফিসে লোক নেই, অথচ সার্ভার, কম্পিউটার চলছে। পুলিশের দাবি, দুবাই, মালয়েশিয়ায় বসেই গোটা সিস্টেম অপারেট করা হত। গেমিং অ্যাপের পাশাপাশি, বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণা চক্রও চালানো হত বলে দাবি। গেমিং অ্যাপ প্রতারণা-তদন্তে গতকাল ৫ জায়গায় তল্লাশি চালিয়ে এক মহিলা-সহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। বেহালার বাসিন্দা ধৃত সোমা নস্করের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হদিশ মেলে ৩০ কোটি টাকার।
ষষ্ঠী থেকে দশমী কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টি হতে পারে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের কিছু জেলাতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
মেধা তালিকায় নামই নেই, তাও স্কুলে চাকরি? প্রথমে মেধা তালিকায় নাম, নম্বর বিভাজন-সহ পূর্ণাঙ্গ তালিকায় গায়েব? ববিতা-অঙ্কিতার দুর্নীতির ছায়া এবার মালদার রতুয়ায়। ‘একাদশ-দ্বাদশের ইতিহাসের মেধাতালিকায় নাম নেই, তাও স্কুলে চাকরি। ২০১৬-র এসএলএসটি পরীক্ষায় ওয়েটিং লিস্টের ৩০ নম্বরে পঃ মেদিনীপুরের লিপিকা মণ্ডল। মেধাতালিকায় ২ নম্বরে নাম ছিল চাকরি প্রাপক প্রবীণ মণ্ডলের। নম্বর বিভাজন-সহ পূর্ণাঙ্গ তালিকায় নেই ২ নম্বরে থাকা প্রবীণ মণ্ডল’। সদ্য প্রকাশিত মেধাতালিকা থেকে গায়েব প্রবীণ মণ্ডলের নাম। ওয়েটিং লিস্টে থাকা ৩০ জনের চাকরি হয়েছিল বলে দাবি লিপিকার। ‘মেধাতালিকায় নেই, তাও কীভাবে চাকরি পেলেন প্রবীণ মণ্ডল?’ স্কুল সার্ভিস কমিশনের হলফনামা তলব করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
পূর্ব বর্ধমানের মেমারিতে দ্বাদশ শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু। ফাঁকা বাড়িতে পড়েছিল নিথর দেহ। শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। খুনের কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।
শান্তিনিকেতনে শিশু খুনের ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে মিছিল করলেন গ্রামবাসীরা। আদালতের গেটের বাইরে বিক্ষোভও দেখান তাঁরা। শিশু খুনে অভিযুক্ত মা-মেয়েকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ
গার্ডেনরিচে সাদা মাটা বাড়ির খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার যেন যকের ধন! কীভাবে এত টাকা? পুলিশ সূত্রে খবর, কেন্দ্র কলকাতা হলেও, দুবাই, মালয়েশিয়া, হংকং, নেদারল্যান্ডস থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ই নাগেটস প্রতারণার নেটওয়ার্কের জাল ছড়িয়ে বিদেশেও। অপরাধের এই নেটওয়ার্ক তদন্তকারীদের চোখ কপালে তুলে দিয়েছে।
পশ্চিম মেদিনীপুরের বেলদার মান্না গ্রাম পঞ্চায়েত অফিসে চুরি ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। দুর্নীতি ঢাকা দিতে ও তথ্য লোপাট করতেই চুরি বলে অভিযোগ বিজেপির। ভিত্তিহীন অভিযোগ বলে পাল্টা দাবি করেছে তৃণমূল।
মোবাইল গেমিং অ্যাপ প্রতারণাকাণ্ডে শহরজুড়ে কলকাতা পুলিশের তল্লাশি অভিযান। নাগেরবাজারে তল্লাশিতে মিলল হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক পরীক্ষার জন্য লালবাজার থেকে আনা হল সাইবার টিম। তল্লাশিতে উদ্ধার হয়ছে পাসপোর্টও। নাগেরবাজার থেকে নথি বানিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হত, দাবি কলকাতা পুলিশের।
আগামী পঞ্চায়েত নির্বাচন ফের বিরোধীশূন্য করার হুঁশিয়ারি শাসক বিধায়ক আব্দুর রহিম বক্সীর। গাজোলের পর রতুয়ার সভা থেকে হুঙ্কার মালতিপুরের তৃণমূল বিধায়েকর। ‘আগামীদিনে বুথে বিরোধীদের স্থান নেই। সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য, বিজেপিও ভোটে থাকবে শূন্য’, হুঙ্কার মালদার তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সীর।
সম্পত্তি-বৃদ্ধি মামলায় সুপ্রিম কোর্টে ১৯ তৃণমূল নেতার স্বস্তি। ইডিকে মামলায় পার্টি করার হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টে খারিজ। সম্পত্তি বৃদ্ধিতে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। হাইকোর্টের নির্দেশ খারিজ করে সুপ্রিম কোর্টে একাধিক নেতার মামলা। হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে স্বর্ণকমল সাহা-সহ একাধিক তৃণমূল নেতার মামলা।
ফের অপহরণ করে খুনের অভিযোগ। বাগুইআটি, ইলামবাজারের পর বহরমপুর। ‘গতকাল সন্ধ্যায় অপহরণ করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি’,
অভিযোগ নিহত বাপ্পা মণ্ডলের পরিবারের। সকালে বহরমপুর বাইপাসের ধার থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ। পুলিশে খবর দেওয়ায় খুন, সন্দেহ পরিবারের। খুনের পর চাওয়া হয় মুক্তিপণ, অনুমান পুলিশের।
পুজোয় জনজোয়ার সামলাতে চতুর্থী থেকেই রাস্তায় নামছে কলকাতা পুলিশ। আজ থেকেই পথে থাকছে কলকাতা পুলিশের গোটা বাহিনী। জনজোয়ার সামলানোর সঙ্গেই ট্রাফিক মোকাবিলায় নজর। পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় রক্ষা করেই পদক্ষেপ। জানালেন কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েল।
বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। সে কথা মাথায় রেখে, পুজোর মুখেই পূর্ব বর্ধমান জেলায় ব্লক স্তরে ব্যাপক রদবদল করল তৃণমূল। ব্লক সভাপতির পদ থেকে বাদ পড়লেন তিন বিধায়কও।
অভিষেকের গুলি-মন্তব্যের জের, আদালতে বিজেপির রাজ্য সভাপতি। ‘অভিষেকের বিরুদ্ধে অভিযোগ নিচ্ছে না জোড়াসাঁকো থানা’। অভিযোগ তুলে ব্যাঙ্কশাল আদালতের দ্বারস্থ সুকান্ত মজুমদার। এফআইআর দায়েরের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ সুকান্ত। বিজেপির নবান্ন অভিযান প্রসঙ্গে অভিষেকের গুলি-মন্তব্য। আমি থাকলে এখানে গুলি করতাম, কপাল দেখিয়ে বলেন অভিষেক। আহত এসিপি দেবজিৎ চট্টোপাধ্যায়কে এসএসকেএমে দেখতে গিয়ে বলেন অভিষেক।
একাদশ-দ্বাদশে এবার প্রিয়ঙ্কা সাউকে চাকরির নির্দেশ। এসএসসি-কে চাকরির নির্দেশ বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের। ১১ অক্টোবর থেকে ২১ অক্টোবরের মধ্যে কাউন্সেলিং করে সুপারিশপত্র দেওয়ার নির্দেশ। প্রিয়ঙ্কাকে বাড়ির কাছাকাছি তিনটি স্কুল নির্বাচনের সুযোগ দিতে হবে বলে নির্দেশ। ২৮ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র দিতে হবে বলে নির্দেশ
একাদশ-দ্বাদশে এবার প্রিয়ঙ্কা সাউকে চাকরির নির্দেশ। এসএসসি-কে চাকরির নির্দেশ বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের। ১১ অক্টোবর থেকে ২১ অক্টোবরের মধ্যে কাউন্সেলিং করে সুপারিশপত্র দেওয়ার নির্দেশ। প্রিয়ঙ্কাকে বাড়ির কাছাকাছি তিনটি স্কুল নির্বাচনের সুযোগ দিতে হবে বলে নির্দেশ। ২৮ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র দিতে হবে বলে নির্দেশ।
গুজরাতে হেরোইন উদ্ধারের মামলায় দিল্লি থেকে গ্রেফতার মালদার ব্যবসায়ী। মঙ্গলবার দিল্লি থেকে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে NIA। যদিও মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন ধৃত ব্যবসায়ীর স্ত্রী।
আজ ফের মোবাইল গেমিং অ্যাপ প্রতারণাকাণ্ডে শহরজুড়ে কলকাতা পুলিশের তল্লাশি অভিযান। একযোগে তল্লাশি গিরিশ পার্ক, নিউ মার্কেট, পার্ক স্ট্রিট ও বেহালায়। পুলিশের দাবি, মোবাইল গেমিং অ্যাপ প্রতারণাকাণ্ডে প্রায় ডজনখানেক অফিসের হদিশ মিলেছে।
আগামী পঞ্চায়েত নির্বাচন ফের বিরোধীশূন্য করার হুঁশিয়ারি শাসক বিধায়ক আব্দুর রহিম বক্সীর। গাজোলের পর রতুয়ার সভা থেকে হুঙ্কার মালতিপুরের তৃণমূল বিধায়েকর। ‘আগামীদিনে বুথে বিরোধীদের স্থান নেই’। ‘সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য, বিজেপিও ভোটে থাকবে শূন্য’। হুঙ্কার মালদার তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সীর।
এসএসসি-দুর্নীতি মামলায় সিবিআইয়ের তদন্ত রিপোর্টে ‘ভয়ঙ্কর পরিসংখ্যান’। ‘আগে আবর্জনা পরিষ্কার করুন, গোটা প্যানেল খারিজ করা উচিত’। মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। ‘বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন’। ‘আমিও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সামিল হচ্ছি’। মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। ‘হিমশৈলের চূড়া মাত্র, গোটা হিমশৈল জলের নীচে’। ‘ভবিষ্যতের ছাত্ররা শিক্ষকদের দিকে আঙুল তুলবে’
হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব। ১৭ বছরের পুজো। শিল্পী পূর্ণেন্দু দে। এবারের থিম অবসর। জীবনযুদ্ধে দৌড়ে চলেছে মানুষ, তার মধ্যে অবসরের খোঁজ। মা দুর্গা ছেলেমেয়েদের বসে গল্প শোনাচ্ছেন। এই ভাবনায় ২০২২-এর শারদ আনন্দ সম্মানে জীবনবোধে সেরার শিরোপা পেল হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব।
গুলি-মন্তব্যের জের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা সুকান্ত মজুমদারের ব্যাঙ্কশাল আদালতে অভিষেকের বিরুদ্ধে মামলা বিজেপির রাজ্য সভাপতির। বিজেপির নবান্ন অভিযান প্রসঙ্গে অভিষেকের গুলি-মন্তব্য। আমি থাকলে এখানে গুলি করতাম, কপাল দেখিয়ে বলেন অভিষেক। আহত এসিপি দেবজিৎ চট্টোপাধ্যায়কে এসএসকেএমে দেখতে গিয়ে বলেন অভিষেক।
তৃতীয়ার সন্ধেয় কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। সূত্রের খবর, পূর্ব পুটিয়ারির বাসিন্দা বছর চব্বিশের যুবক গত ৩-৪ দিন ধরে জ্বরে ভুগছিলেন। হাসপাতাল সূত্রে খবর, গতকাল দুপুরে সঙ্কটজনক অবস্থায় এম আর বাঙুর হাসপাতালে আনা হয়। চিকিত্সকদের যাবতীয় চেষ্টা সত্ত্বেও সন্ধেয় তাঁর মৃত্যু হয়।ডেঙ্গি এনএস ওয়ান পজিটিভ বলে রিপোর্টে উল্লেখ। হাসপাতালে দেরিতে আনায় অবস্থা সঙ্কটজনক হয়ে ওঠে বলে চিকিত্সকদের দাবি।
গরুপাচার মামলায় আসানসোল জেলে গিয়ে সায়গল হোসেনকে জেরা করার অনুমতি পেল ইডি।
বীরভূমের মহম্মদবাজারে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় বেঙ্গল এসটিএফের কাছ থেকে তদন্তভার নিল NIA। গতকাল মহম্মদবাজার থানা থেকে মামলা সংক্রান্ত নথি সংগ্রহ করে তারা। ২০২১-এর জুনে মহম্মদবাজারে পিক আপ ভ্যান থেকে উদ্ধার হয় ৮১ হাজার ডিটোনেটর। বীরভূম জেলা পুলিশের সাহায্যে অভিযান চালিয়ে রানিগঞ্জের বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। মুর্শিদাবাদের ধূলিয়ান থেকে আরও ২ জনকে গ্রেফতার করা হয়। কী কারণে এই বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল, তাই এবার জানতে চায় NIA।
রেল অ্যাটেনডেন্ট ও প্যান্ট্রি কার কর্মী সেজে চলন্ত ট্রেনের এসি কামরায় লুঠপাট। পুজোর সময় পুরী ঘুরতে গিয়ে টাকাপয়সা লুঠের অভিযোগ। সপরিবারে পুরী যাওয়ার জন্য গতকাল রাতে পুরী দুরন্ত এক্সপ্রেসে ওঠেন বারাসাতের ব্যবসায়ী শুভজিৎ আচার্য। ছিলেন A1 কামরায়। তাঁর অভিযোগ, রাত ২টোয় স্ত্রীর চিত্কারে ঘুম ভেঙে দেখেন, ২ দুষ্কৃতী ব্যাগ ছিনতাই করে পালাচ্ছে। মহিলা বাধা দিলেও, তারা ব্যাগ নিয়ে চম্পট দেয়। B1, B3, B4 কামরাতেও লুঠপাট চলে। ভুবনেশ্বরে পৌঁছনোর ঘণ্টাদেড়েক আগে ট্রেন ধীরে চলায় রেল অ্যাটেনডেন্টদের সামনেই দুষ্কৃতীরা নেমে যায় বলে অভিযোগ। পুরী জিআরপি-তে অভিযোগ জানান যাত্রীরা।রেলের তরফে কোনও যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ। রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
চতুর্থী থেকে টালা ব্রিজে বাস চলাচল। পুজোর আগে বাস চালু হওয়ায় খুশি উত্তরের বাসিন্দারা। ২২ সেপ্টেম্বর, ৮০০ মিটার লম্বা চার লেনের নতুন টালা ব্রিজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তৈরি করতে খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা।
পুজোর মুখে দুয়ারে রেশন প্রকল্পে হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। দুয়ারে রেশন প্রকল্প জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী বলে জানাল বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, আইনের চোখে এই প্রকল্পের কোনও কার্যকারিতা বা গ্রহণযোগ্যতা নেই। বিধানসভা ভোটের আগে এই দুয়ারে রেশন প্রকল্পকে হাতিয়ার করেছিল তৃণমূল। ফলে হাইকোর্টের নির্দেশের পর শুরু হয়েছে তরজা।
খালি খাতা জমা দিয়েও মিলেছে নম্বর। SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যর দিকেই আঙুল তুলেছে সিবিআই। আদালতে বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, কোনও ব্যক্তির নির্দেশ ছাড়া কাজ করতেন না সুবীরেশ ভট্টাচার্য বা কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সুবীরেশ ভট্টাচার্যকে সব নাম বলে দেওয়ার জন্য অনুরোধ করেন বিচারপতি।
শিক্ষক নিয়োগ থেকে গ্রুপ C বা গ্রুপ D, সবেতে নম্বর পরিবর্তন করা হয়েছে। কলকাতা হাইকোর্টে দেওয়া তদন্ত রিপোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি করল CBI। কেন্দ্রীয় এজেন্সির দাবি, একাদশ-দ্বাদশে ৯০৭ জন প্রার্থীর নম্বর পরিবর্তন করা হয়েছে। ৬৯১ জন প্যানেলে ছিলেন।১৩৮ জনের নাম ছিল ওয়েটিং লিস্টে। এঁরা কেউ শূন্য, ১ অথবা ২ পেয়েছিলেন। কিন্তু, স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে এঁদের নম্বর ৫০, ৫২ ,৫৩ দেখানো হয়েছে। খাতায় কিছুই নেই অথচ ৫৩ নম্বর পেয়েছেন বলে দেখানো হয়েছে সার্ভারে। একটি-দুটি-তিনটি নয়...শয়ে-শয়ে...হাজারে হাজারে, না কি এভাবেই নম্বর পাল্টানো হয়েছে। যাঁরা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাঁদের জন্য কড়া বার্তা দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বুধবার ফের মৃত্যু হল ডেঙ্গি আক্রান্ত এক তরুণীর। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এই পরিস্থিতিতে হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য, নতুন নির্দেশিকা দিল স্বাস্থ্য দফতর। জেলার বাইরে যেতে হলে লাগবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত অনুমতি। এর মধ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে, মৃত্যুর দোরগোড়ায় পৌঁছেও, সুস্থ হয়ে ফিরলেন তেত্রিশ বছর বয়সী এক তরুণী।
প্রেক্ষাপট
কলকাতা: নিয়োগে ব্যাপক দুর্নীতি, মানল এসএসসি (SSC)। শূন্য পেয়েও ৫০! বিস্ফোরক সিবিআই (CBI)। টাকা দিয়ে চাকরি, হয় ইস্তফা, নয় পদক্ষেপ, হুঁশিয়ারি হাইকোর্টের (Calcutta High Court)।
শূন্য পেয়েও কমিশনের সার্ভারে ৫০! নবম-দশম থেকে একাদশ-দ্বাদশে প্রায় ২ হাজারের নম্বর বদল। অযোগ্য প্রার্থী নিয়ে কোর্টে বিস্ফোরক সিবিআই (CBI)।
নবম-দশমে ১৮৩ জনের নিয়োগই অবৈধ। র্যাঙ্কও বদল। মানল কমিশন। রিপোর্টে বিস্মিত হাইকোর্ট। কার নির্দেশে? মুখ খুলুন সুবীরেশ, বললেন বিচারপতি।
অবৈধভাবে চাকরি প্রাপকরা ইস্তফা না দিলে পদক্ষেপ। মিলবে না অন্য সরকারি চাকরিও। জানিয়ে দিল হাইকোর্ট। কার্যত ৭ নভেম্বরের ডেডলাইন।
কোর্টের নির্দেশের পর তৎপরতা। গ্রুপ সি-গ্রুপ ডির প্রায় হাজার পদ বাতিল করে ফের নিয়োগ করবে কমিশন। ৭ নভেম্বর থেকে শুরু কাউন্সেলিং।
১৫০ কোটিরও বেশি পেরোবে নিয়োগ দুর্নীতি! পার্থকাণ্ডে আরও ২ কোম্পানি, পাটুলিতে ১৮ কাঠা জমির হদিশ পাওয়ার দাবি ইডির (Enforcement Directorate)।
ফের খারিজ পার্থের জামিনের আবেদন, ৩১ অক্টোবর জেল হেফাজত অর্পিতারও। জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি। জেল থেকে ফোনে মায়ের সঙ্গে কথায় বলায় অর্পিতাকে অনুমতি।
নিয়োগে দুর্নীতি নিয়ে তোলপাড়, মুখ খুললেন শিক্ষামন্ত্রী।
ডেডলাইন পার, সিবিআইয়ের কাছে হাজিরা দিলেন না মানিক। খোঁজ মিলল দিল্লিতে। শুক্রবার পর্যন্ত কড়া পদক্ষেপে সুপ্রিম কোর্টের রক্ষাকবচ।
পুজোর উৎসবেও ধর্মতলায় অন্ধকার। বঞ্চনার প্রতিবাদে ৫৬৩দিনে পড়ল চাকরিপ্রার্থীদের আন্দোলন।
বিশ্ববিদ্যালয় থেকে অবশেষে অপসারিত সুবীরেশ। আপাতত ৩মাসের জন্য দায়িত্বে ওমপ্রকাশ। তৃণমূল নেতা, তাও কী করে পদে? প্রশ্ন বিরোধীদের।
পুজোর মুখে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। রাজ্যের সঙ্গে ফারাক বাড়িয়ে আরও ৪ শতাংশ ডিএ ঘোষণা কেন্দ্রের।
ই-নাগেটসকাণ্ডে ইডির তল্লাশির মধ্যেই সক্রিয় কলকাতা পুলিশ। গ্রেফতার আরও ৪। ২ হাজার ব্যাঙ্ক আকাউন্ট খুলে কোটি কোটি প্রতারণা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -