West Bengal News Live Updates : 'মুখ্যমন্ত্রী চান না কারও চাকরি হোক', আক্রমণ শুভেন্দু অধিকারীর

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 03 Aug 2023 11:54 PM
West Bengal Live News Updates : এবার উত্তর ২৪ পরগনার ইছাপুরে শ্যুটআউট

এবার উত্তর ২৪ পরগনার ইছাপুরে শ্যুটআউট। গুলিবিদ্ধ রবীন দাস ওরফে ডন নামে এক দুষ্কৃতী। যদিও উত্তর ব্যারাকপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রদীপ বসুর দাবি, গুলিবিদ্ধ ডন তাঁদের দলের কর্মী। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। কী কারণে এই হামলা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সিপি।

West Bengal News Live : দুই জেলায় আতঙ্ক বাড়িয়েছে গঙ্গা

দুই জেলায় আতঙ্ক বাড়িয়েছে গঙ্গা। কোথাও ভাঙনের জন্য ভিটে হারানোর আশঙ্কায় ঘুম উড়েছে গ্রামবাসীদের। কোথাও গঙ্গার পাড় বাঁধানোর সময় ভেঙে পড়েছে বাড়ি। কয়েকটি বাড়িতে ফাটলও ধরেছে। সমাধান খোঁজার আগেই শুরু হয়েছে রাজনীতির দড়ি টানাটানি। 

West Bengal Live News Updates : ভর সন্ধেয় ডোমকলে শ্যুটআউট

ভর সন্ধেয় ডোমকলে শ্যুটআউট। ডোমকলের মধুরকুলে জমি বিবাদের জেরে চলল গুলি, আহত ২। ৩ রাউন্ড গুলি চলার অভিযোগ, আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে

West Bengal News Live : বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার আরও উন্নতি

বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার আরও উন্নতি। ফুসফুসে থাকা জল নিয়ে উদ্বেগ নেই। সব প্যারামিটার স্বাভাবিক। পরীক্ষার পর রাইলস টিউব খোলার বিষয়েও সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। খবর হাসপাতাল সূত্রের। বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থা নিয়ে রাতে প্রবীন ফুসফুস বিশেষ ধীমান গঙ্গোপাধ্যায়ের পরামর্শ নেন চিকিৎসকরা। 

West Bengal Live News Updates : ২০২৪-এর ভোটে ইভিএম হ্যাকের আশঙ্কা তৃণমূল নেত্রীর

২০২৪-এর ভোটে ইভিএম হ্যাকের আশঙ্কা তৃণমূল নেত্রীর। 'ইভিএম হ্যাক করার নানা পরিকল্পনা হচ্ছে। ইন্ডিয়া'র পরবর্তী বৈঠকে আলোচনা হবে'। তবে বিজেপিকে হারিয়ে ভোটে জিতবে 'ইন্ডিয়া'। দাবি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। 

West Bengal News Live :১৩ অগাস্ট ভাঙড়ে তৃণমূলের বিজয় উৎসবে নৌশাদ সিদ্দিকিকে আমন্ত্রণ

১৩ অগাস্ট ভাঙড়ে তৃণমূলের বিজয় উৎসবে নৌশাদ সিদ্দিকিকে আমন্ত্রণ। প্রয়োজনে নিজে চিঠি পাঠিয়ে আমন্ত্রণ, জানালেন সওকত মোল্লা। যাওয়ার প্রশ্নই নেই, সাফ বক্তব্য নৌশাদের। 

West Bengal Live News Updates : ২০২৪-এর ভোটে ইভিএম হ্যাকের আশঙ্কা তৃণমূল নেত্রীর

২০২৪-এর ভোটে ইভিএম হ্যাকের আশঙ্কা তৃণমূল নেত্রীর। 'ইভিএম হ্যাক করার নানা পরিকল্পনা হচ্ছে। 'ইন্ডিয়া'র পরবর্তী বৈঠকে আলোচনা হবে। তবে বিজেপিকে হারিয়ে ভোটে জিতবে 'ইন্ডিয়া''
দাবি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। 

West Bengal News Live : আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী চান না কারও চাকরি হোক। একজনের বেতনের টাকা দিয়ে অনেককে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ভোটের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়, আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

West Bengal Live News Updates : এবার সিপিএমের জয়ী প্রার্থীর বাড়িতে হামলা ও অপহরণের অভিযোগ

এবার সিপিএমের জয়ী প্রার্থীর বাড়িতে হামলা ও অপহরণের অভিযোগ। মালদার চাঁচলে বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে । কংগ্রেসকে বোর্ড গঠনে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েও তৃণমূল শিবিরে যাওয়ায় হামলার অভিযোগ । চাঁচলের মকদমপুরে ৯টি তৃণমূল, ৮টি কংগ্রেস, ২টি সিপিএম ও ১টি আসনে জয় পেয়েছে বিজেপি। এলাকায় ব্যাপক উত্তেজনা, মোতায়েন পুলিশ

West Bengal News Live : তৃণমূলকে হারাতে ফের সিপিএম কর্মীদের বিজেপিকে ভোট দেওয়ার আবেদন শুভেন্দু অধিকারীর

তৃণমূলকে হারাতে ফের সিপিএম কর্মীদের বিজেপিকে ভোট দেওয়ার আবেদন শুভেন্দু অধিকারীর। 'পাটনা, বেঙ্গালুরুতে মানুষ দেখেছে, মমতা-ইয়েচুরির বোঝাপড়া হয়ে গেছে। মানুষ আর আপনাদের বিশ্বাস করবে? দিল্লিতে দোস্তি আর বাংলায় কুস্তি একসঙ্গে হয় না। একমাত্র বিজেপিই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে চলেছে। বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করতে পারে শুধু বিজেপিই। মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াতে হলে সিপিএমের নিচুতলার কর্মীরা বিজেপির সঙ্গে আসুন'। দুর্গাপুরের সভা থেকে আহ্বান শুভেন্দু অধিকারীর

West Bengal Live News Updates : সকালে সল্টলেক, বেলায় ডায়মন্ড হারবার। ফের বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

সকালে সল্টলেক, বেলায় ডায়মন্ড হারবার। ফের বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। দ্রুত নিয়োগের দাবিতে ডায়মন্ড হারবারে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে বিক্ষোভ দেখান দক্ষিণ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিকের প্যানেলভুক্ত চাকরিপ্রার্থীরা। 

West Bengal News Live : ধূপগুড়ির বিডিও-র বক্তব্যে বিস্মিত বিচারপতির অমৃতা সিনহা

ধূপগুড়ির বিডিও-র বক্তব্যে বিস্মিত বিচারপতির অমৃতা সিনহা। 'প্রার্থী নিজেই ব্যালট লুকিয়ে রেখেছিলেন পরে বাক্সের মধ্যে ঢুকিয়ে দেবেন বলে', আদালতে সওয়াল বিডিওর
'প্রার্থী ভোটে দাঁড়ায় জেতার জন্য, ব্যালট বাড়িতে রেখে দিয়ে কী হবে ?', প্রশ্ন বিচারপতি সিনহার। ধূপগুড়ির শাকোয়াঝোরা-২ গ্রাম পঞ্চায়েতের ঘটনা, ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে থেকে ৪৭ টি ব্যালট উদ্ধার হয়। আদালতের দ্বারস্থ হন শাহনাজ পারভীন নামে এক প্রার্থী। শুনানিতে দেখা যায় ২৮৯ টি ভোটগ্রহণ করা হলেও ২৯৬ টি ভোট গণনা হয়েছে, বিস্ময়প্রকাশ বিচারপতি অমৃতা সিনহার। শুনানিতে দেখা যায় ব্যালট যে হারিয়ে গেছে সেটা জানেনই না বিডিও। 

সকালে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের সামনে 

সকালে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের সামনে 
ধুন্ধুমার। দুপুরে হাজরায় যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে 
 বিক্ষোভ ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের। স্ট্রেচারে তুলে আন্দোলনকারীদের বের করল আরপিএফ। সকালে সল্টলেকে বিক্ষোভকারীরা গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা রক্ষীরা বাধা দেন। পুলিশ গিয়ে চাকরিপ্রার্থীদের টেনে-হিঁচড়ে, চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলে। বিক্ষোভকারীদের দাবি, ৯ বছরের বেশি চাকরির অপেক্ষায় কেটে গিয়েছে। ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ২৪৪ দিন ধরে চলছে ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের ধর্না-অবস্থান। গতকাল চাকরির দাবিতে কিড স্ট্রিটে MLA হস্টেলের গেট আটকে বিক্ষোভ দেখান ২০১৬-র SLST চাকরিপ্রার্থীরা। 

West Bengal News Live : কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার চেষ্টার মামলায় বিস্ফোরক তথ্য

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার চেষ্টার মামলায় বিস্ফোরক তথ্য। জিএসটি দফতরের ডিজি পর্যায়ের অফিসারের সঙ্গে যোগাযোগ ধৃত নুর আমিনের। কলকাতার পাঁচতারা হোটেলে একাধিক বার বৈঠক। বিভিন্ন সংস্থার জিএসটি ফাঁকি নিয়ে তথ্য সরবরাহ করত নুর। নুরের তথ্যের উপর ভিত্তি করে হানা দিয়ে কোটি কোটি টাকা কর আদায় করে কেন্দ্রীয় সংস্থা। তথ্য সরবরাহ করায় নুর আমিনকে ১৮ লক্ষ টাকা পুরস্কার দেয় কেন্দ্রীয় সংস্থা। আদালতে দাবি সরকারি আইনজীবীর। 

West Bengal Live News Updates : প্রভাবশালী তকমাতেই ফের পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ

প্রভাবশালী তকমাতেই ফের পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ । 'অত্যন্ত প্রভাবশালী' পার্থ জামিন পেলে তথ্যপ্রমাণ লোপাটের আশঙ্কা ইডি-র। পার্থর বিরুদ্ধে প্রভাবশালী তত্ত্বে ইডির 'পঞ্চবাণে'ই সিলমোহর আদালতের । 'অ্যারেস্ট মেমোয় মুখ্যমন্ত্রীকে নিকটাত্মীয় লিখেছিলেন পার্থ। গ্রেফতারির সময় মাঝরাতে মুখ্যমন্ত্রীকে বারবার ফোন করেন তৎকালীন শিক্ষামন্ত্রী। এসএসকেএমে প্রভাব খাটিয়ে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট বদল করেন পার্থ। প্রভাবশালী বলেই গ্রেফতারির ৮ মাস পরেও জেলে আংটি পরে থাকতেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব। আদালতে পার্থকে আনতে বিশেষ গাড়ির ব্যবস্থা করে পুলিশ, অন্য বন্দিদের জন্য প্রিজন ভ্যান। ইডির ৫ যুক্তিতেই নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্য়ায়ের জামিনের আবেদন খারিজ আদালতে। 

West Bengal News Live : রাজ্যে ফের করোনা আক্রান্ত হয়ে ৭ মাসের শিশুর মৃত্যু

রাজ্যে ফের করোনা আক্রান্তর মৃত্যু। কল্যাণীর জেএনএম হাসপাতালে মৃত্যু ৭ মাসের শিশুর। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে করোনার উল্লেখ। ৩১ জুলাই মৃত্যু হয় শিশুটির
এর আগে বর্ধমান মেডিক্যালে ৩ জন করোনা আক্রান্তর মৃত্যু হয়। যাদের মৃত্যু হয়েছে, প্রত্যেকেরই কোমর্বিডিটি ছিল, দাবি স্বাস্থ্য ভবনের। 

West Bengal Live News Updates : ২০১২-র পূর্ব মেদিনীপুরে প্রাথমিকে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের দিতে হচ্ছে মুচলেকা

২০১২-র পূর্ব মেদিনীপুরে প্রাথমিকে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের দিতে হচ্ছে মুচলেকা। মোট ৩ হাজার ৯২৪ জনকে দিতে হচ্ছে মুচলেকা। থানায় গিয়ে সশরীরে এই শিক্ষকদের জমা দিতে হচ্ছে মুচলেকা। এ সংক্রান্ত নির্দেশ এসপি-কে পাঠিয়েছেন জেলাশাসক।
২০১২-র ইন্টারভিউ প্যানেলে কোনও আত্মীয়স্বজন ছিল কি না, তা জানতে চেয়ে নেওয়া হচ্ছে মুচলেকা। মুচলেকাকাণ্ডে রীতিমতো ক্ষুব্ধ শিক্ষকদের একাংশ। ২০১২-য় টেট ছাড়া নিয়োগ পরীক্ষা হয়েছিল। বেসরকারি সংস্থার মাধ্যমে হয় পরীক্ষা ও নিয়োগ। ১১ জনের ইন্টারভিউ বোর্ডে ছিলেন দিব্যেন্দু অধিকারী। ২০০৯-এর প্যানেলের ভিত্তিতে হয়েছিল নিয়োগ। 

West Bengal News Live : ধূপগুড়ির বিডিও-র বক্তব্যে বিস্মিত বিচারপতির অমৃতা সিনহা

ধূপগুড়ির বিডিও-র বক্তব্যে বিস্মিত বিচারপতির অমৃতা সিনহা। 'প্রার্থী নিজেই ব্যালট লুকিয়ে রেখেছিলেন পরে বাক্সের মধ্যে ঢুকিয়ে দেবেন বলে', আদালতে সওয়াল বিডিওর। 'প্রার্থী ভোটে দাঁড়ায় জেতার জন্য, ব্যালট বাড়িতে রেখে দিয়ে কী হবে ?', প্রশ্ন বিচারপতি সিনহার। ধূপগুড়ির শাকোয়াঝোরা-২ গ্রাম পঞ্চায়েতের ঘটনা, ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে থেকে ৪৭ টি ব্যালট উদ্ধার হয়। আদালতের দ্বারস্থ হন শাহনাজ পারভীন নামে এক প্রার্থী। শুনানিতে দেখা যায় ২৮৯ টি ভোটগ্রহণ করা হলেও ২৯৬ টি ভোট গণনা হয়েছে, বিস্ময়প্রকাশ বিচারপতি অমৃতা সিনহার। শুনানিতে দেখা যায় ব্যালট যে হারিয়ে গেছে সেটা জানেনই না বিডিও। 'ভয়ঙ্কর প্রবণতা', মন্তব্য বিচারপতির। প্রিসাইডিং অফিসারকে মামলায় পার্টি করার নির্দেশ। 

West Bengal Live News Updates : পঞ্চায়েত ভোটে জয়, ভাঙড়ে বিজয় উৎসবে নৌশাদ সিদ্দিকিকে আমন্ত্রণ সওকত মোল্লার

পঞ্চায়েত ভোটে জয়, ভাঙড়ে বিজয় উৎসবে নৌশাদ সিদ্দিকিকে আমন্ত্রণ সওকত মোল্লার। ভাঙড়ের বিধায়কের নিরাপত্তার সব দায়িত্ব নেব, মন্তব্য সওকত মোল্লার। মানুষের ভোটে কি নির্বাচিত হয়েছেন তৃণমূল প্রার্থীরা! কটাক্ষ নৌশাদ সিদ্দিকির। 

West Bengal News : এলাকায় ঢুকতে দিচ্ছে না তৃণমূল, অভিযোগ জানিয়ে পুলিশি নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ মুর্শিদাবাদের ১৩ বিরোধী জয়ী প্রার্থী

পুলিশি নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ মুর্শিদাবাদের ১৩ বিরোধী জয়ী প্রার্থী। ১০ অগাস্ট বোর্ড গঠন, এলাকায় ঢুকতে দিচ্ছে না তৃণমূল। বোর্ড গঠনে বাধা দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের নওদার ১৩ বিরোধী জয়ী প্রার্থীর। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে কাল শুনানির সম্ভাবনা। 

West Bengal Live News Updates : বুদ্ধবাবুর শরীরের সমস্ত প্যারামিটার ইতিবাচক, ভাল আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী

বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার আরও উন্নতি। 'ফুসফুসে সামান্য জল, উদ্বেগের কারণ নেই, জানা গেল পরীক্ষায়, অক্সিজেনের মাত্রায় সামান্য হেরফের করা হতে পারে, আজ ফের হবে সোয়ালো অ্যাসেসমেন্ট টেস্ট। রাইলস টিউব ছাড়া বুদ্ধবাবুকে নরম খাবার দেওয়া যাবে কিনা সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা', বুদ্ধবাবুর শরীরের সমস্ত প্যারামিটার ইতিবাচক: সূত্র। 


West Bengal News : আনন্দপুরে শিশুপাচার কাণ্ডে নাম জড়াল স্ত্রী রোগ বিশেষজ্ঞের ! নাম ও প্রেসক্রিপশন পুলিশের হাতে

আনন্দপুরে শিশুপাচার কাণ্ডে এবার নাম জড়াল চিকিৎসকের। নাম জড়াল স্ত্রী রোগ বিশেষজ্ঞের। গতকাল ধৃত মমতা পাত্রকে জেরা করে অভিযুক্ত চিকিৎসকের হদিশ। চিকিৎসকের নাম ও প্রেসক্রিপশন পুলিশের হাতে, খবর সূত্রের। অন্তঃসত্ত্বাকে প্রসব করানো এবং সদ্যোজাতকে পাচারের পিছনে এই চিকিৎসক জড়িত বলে সন্দেহ। এর আগে পাচারকাণ্ডে ধৃত ৬ মহিলার মধ্য়ে একজনের নাম রাজ্যের বিভিন্ন থানায় মামলায় যুক্ত। 

West Bengal Live News Updates : মুখ্যমন্ত্রী চান না কারও চাকরি হোক, আক্রমণে শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী চান না কারও চাকরি হোক। একজনের বেতনের টাকা দিয়ে অনেককে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ভোটের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়, আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

West Bengal News : রেশনে দেওয়া হচ্ছে 'প্লাস্টিক' চাল ! বিধানসভায় চাঞ্চল্যকর দাবি

রেশনে দেওয়া হচ্ছে 'প্লাস্টিক' চাল! বিধানসভায় চাঞ্চল্যকর দাবি বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের। 'প্লাস্টিক চাল বলে কিছু হয় না, ফর্টিফায়েড চাল দেওয়া হচ্ছে', বিধানসভায় দাবি খাদ্যমন্ত্রী রথীন ঘোষের। 'প্লাস্টিক' চালের ধারণা থেকে সরে আসুন, পুষ্টিকর ফর্টিফায়েড চাল নিয়ে প্রচার করুন', বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে পরামর্শ খাদ্যমন্ত্রীর। 

West Bengal Live News Updates : যতীন দাস মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের

সকালে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের সামনে ধুন্ধুমার। বেলার দিকে হাজরায় যতীন দাস মেট্রো স্টেশনের সামনে
বিক্ষোভ ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের। সকালে সল্টলেকে বিক্ষোভকারীরা গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা রক্ষীরা বাধা দেন। পুলিশ গিয়ে চাকরিপ্রার্থীদের টেনে-হিঁচড়ে, চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলে। বিক্ষোভকারীদের দাবি, ৯ বছরের বেশি চাকরির অপেক্ষায় কেটে গিয়েছে। ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ২৪৪ দিন ধরে চলছে ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের ধর্না-অবস্থান। গতকাল চাকরির দাবিতে কিড স্ট্রিটে MLA হস্টেলের গেট আটকে বিক্ষোভ দেখান ২০১৬-র SLST চাকরিপ্রার্থীরা।

WB News Live : গভীর নিম্নচাপ পশ্চিমমুখী হয়ে ঝাড়খণ্ড ও ছত্তীসগঢ়ের দিকে সরতেই দক্ষিণবঙ্গে আবহাওয়া বদল

গভীর নিম্নচাপ পশ্চিমমুখী হয়ে ঝাড়খণ্ড ও ছত্তীসগঢ়ের দিকে সরতেই দক্ষিণবঙ্গে আবহাওয়া বদল। বৃষ্টির পরিমাণ কমেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন ফের পারদ চড়বে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ফিরবে ভ্যাপসা গরম। অন্যদিকে, আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

West Bengal Live News Updates : চিকিৎসার কারণে অন্তর্বর্তী জামিনের আবেদন কালীঘাটের কাকুর, তীব্র বিরোধিতা ইডির

চিকিৎসার কারণে অন্তর্বর্তী জামিনের আবেদন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর। সুজয়কৃষ্ণর আবেদনের তীব্র বিরোধিতা ইডির। 'এসএসকেএমে কি পরিকাঠামো নেই ? নাকি তারা চিকিৎসা করতে পারবে না ?' প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 'নির্দিষ্ট একজন চিকিৎসককে দেখাতে চাই, পছন্দের হাসপাতালে চিকিৎসা করানো মৌলিক অধিকার', জামিন চেয়ে সওয়াল সুজয়কৃষ্ণর আইনজীবীর। 'সমাজের কাছে কী বার্তা যাবে? অভিযুক্ত ধনী হলে যেখানে খুশি চিকিৎসা করাতে পারবে আর গরিব হলে পারবে না?' প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। জামিন না দিয়েও বাইরে চিকিৎসা করানোর অনুমতি দেওয়া যেতে পারে, মন্তব্য বিচারপতির। 'সুজয়কৃষ্ণ ভদ্রর বাইপাস সার্জারির প্রয়োজনীয়তা আছে কিনা খতিয়ে দেখা হোক'
'এসএসকেএমের চিকিৎসা নিয়ে প্রশ্ন নেই, কিন্তু রাজনৈতিক বিষয়ে মেডিক্যাল রিপোর্ট নিয়ে সংশয় আছে', 'সুজয়কৃষ্ণর অন্তর্বর্তী জামিনের আবেদনের বিরোধিতা করে পাল্টা সওয়াল ইডির', 'তাহলে ইডি একটি মেডিক্যাল বোর্ড গঠন করুক', 'তাদের রিপোর্ট দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত', মন্তব্য বিচারপতির। বিকেলে ফের শুনানি। 

WB News Live : হুগলির চুঁচুড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হল তাজা বোমা

হুগলির চুঁচুড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হল তাজা বোমা। কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আনন্দমঠ এলাকায় চাঞ্চল্য। আজ সকালে স্থানীয়রা দেখতে পান, পরিত্যক্ত বাড়িতে মেঝেতে পড়ে আছে ৭টি বোমা। ওই বাড়িতে আরও বোমা রয়েছে বলে অনুমান। চুঁচুড়া থানার পুলিশ বাড়ি ঘিরে রেখেছে। 


 

West Bengal News : সাতসকালে উত্তর ২৪ পরগনার ইছাপুরে শ্যুটআউট, গুলিবিদ্ধ দুষ্কৃতী, পাঠানো হয়েছে হাসপাতালে

সাতসকালে উত্তর ২৪ পরগনার ইছাপুরে শ্যুটআউট। ইছাপুরের মায়াপল্লিতে শ্যুটআউট । গুলিবিদ্ধ দুষ্কৃতী, পাঠানো হয়েছে হাসপাতালে। 


 

WB News Live : নন্দীগ্রামের বিজেপি মণ্ডল সভাপতি অস্ত্র আইনে গ্রেফতার করল খেজুরি থানার পুলিশ

নন্দীগ্রামের বিজেপি মণ্ডল সভাপতি অস্ত্র আইনে গ্রেফতার করল খেজুরি থানার পুলিশ। ধৃত শ্যামাপ্রসাদ মাইতি বিজেপির নন্দীগ্রাম ৩ নম্বর মণ্ডলের সভাপতি । পুলিশ সূত্রে খবর, ২১ জুলাই খেজুরি থেকে অস্ত্র সমেত দুই দুষ্কৃতী গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, ধৃতদের জেরা করে বিজেপির মণ্ডল সভাপতি শ্যামাপ্রসাদ মাইতির নাম উঠে আসে। বিজেপি নেতাই অস্ত্র সরবরাহ করেছিলেন বলে ধৃতরা দাবি করে, জানিয়েছে পুলিশ। ধৃতের স্ত্রীর দাবি, স্বামী বিজেপি করেন বলেই বারবার মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। 

West Bengal Live News Updates : জল থইথই স্কুল চত্বর, বাঁকুড়ার ইন্দাসে শিশুশিক্ষা কেন্দ্রে বন্ধ পঠনপাঠন

জল থইথই স্কুল চত্বর। বাঁকুড়ার ইন্দাসে শিশুশিক্ষা কেন্দ্রে বন্ধ পঠনপাঠন। মিড ডে মিলও বন্ধ। আকুই ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত বনকি আদিবাসী পাড়ায় শিশুদের লেখাপড়ার জন্য কয়েক বছর আগে চালু হয় এই শিশুশিক্ষা কেন্দ্র। কিন্তু গত এক সপ্তাহ ধরে কোনও শিশুই স্কুলমুখো হয়নি। কারণ, স্কুল চত্বরে জমে রয়েছে হাঁটু-সমান জল। স্থানীয়দের দাবি, আগে আশেপাশের নীচু জমি দিয়ে জল বেরিয়ে যেত। সম্প্রতি ওই জমি উঁচু করে দেওয়ায় জল নিকাশি পুরোপুরি বন্ধ। সেই কারণেই স্কুল চত্বর জলে টইটম্বুর। ফলে শিশুশিক্ষা কেন্দ্রের কর্মী ও মিড ডে মিলের কর্মীরাস্কুলে এলেও পড়াশোনা বন্ধ। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


 

West Bengal Live News Updates : নিম্নচাপ ও ভরা কটালের জোড়া ফলায় সাগরে জলোচ্ছ্বাস, একাধিক জায়গায় বেহাল বাঁধ ভেঙে, জল ঢুকেছে একের পর এক গ্রামে

নিম্নচাপ ও ভরা কটালের জোড়া ফলায় সাগরে জলোচ্ছ্বাস। একাধিক জায়গায় বেহাল বাঁধ ভেঙে, জল ঢুকেছে একের পর এক গ্রামে। সাগরের চকফুলডুবি ও মন্দিরতলা এলাকায় নির্মীয়মাণ কংক্রিটের বাঁধ ক্ষতিগ্রস্ত বঙ্কিমনগর, মহিষামারিতেও বাঁধ উপছে জল ঢুকেছে। নামখানার মৌসুনী দ্বীপের বালিয়াড়া ও সল্টঘেরি এলাকায় প্রায় ৫০০ মিটার বাঁধের ক্ষতি হয়েছে। ফ্রেজারগঞ্জের বিজয়বাটি এলাকায় বাঁধে ধস নেমেছে। বাঁধ পরিদর্শনে গেলে সেচ দফতরের আধিকারিকদের কাছে হাতজোড় করে মেরামতির আবেদন গ্রামবাসীদের। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


 

WB News Live : কালীঘাটের কাকুর বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে ইডি

এবার কালীঘাটের কাকুর বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে ইডি, তার প্রক্রিয়াও শুরু হয়েছে। চার্জশিটে ইডি-র দাবি, এ পর্যন্ত সুজয়কৃষ্ণ ভদ্রর ১১ টি সম্পত্তির হদিশ মিলেছে। এই সব সম্পত্তির মধ্যে রয়েছে একাধিক ফ্ল্যাট, বিভিন্ন জায়গায় জমি। এই সমস্ত সম্পত্তিই কেনা হয়েছে কালীঘাটের কাকু, তাঁর স্ত্রী বাণী ভদ্র ও কাকুর নিয়ন্ত্রিত দুটি কোম্পানির নামে। চার্জশিটে ইডি-র দাবি, দক্ষিণ কলকাতার লি রোডে আড়াই কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন কাকু। কাকুর মেয়ে পারমিতা ও জামাই দেবরূপ চট্টোপাধ্যায়ের নামে কেনা হয়েছে। অভিযোগ, এই ফ্ল্যাটের ডিড ভ্যালু আড়াই কোটি দেখানো হলেও, আসল বাজারমূল্য ৭-৮ কোটি টাকা। ইডি সূত্রে খবর, ফ্ল্যাট কেনার টাকা শ্বশুরই জোগাড় করেছিলেন বলে জানিয়েছেন কাকুর জামাই
ইডি-র অনুমান, এই বিপুল সম্পত্তি নিয়োগ দুর্নীতির টাকাতেই কেনা হয়েছিল।

West Bengal Live News Updates : হকি স্টেডিয়ামের জন্য কেন্দ্রের বরাদ্দ প্রসঙ্গে বিধানসভায় রাজ্য সরকারকে নিশানা বিজেপি বিধায়ক অশোক দিন্দার

হকি স্টেডিয়ামের জন্য কেন্দ্রের বরাদ্দ প্রসঙ্গে বিধানসভায় রাজ্য সরকারকে নিশানা বিজেপি বিধায়ক অশোক দিন্দার। পাল্টা,  বিধানসভাকে বিভ্রান্ত করার অভিযোগ তুললেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কোন তথ্যের ভিত্তিতে এমন অভিযোগ? অশোক দিন্দার কাছে নথি চাইলেন স্পিকার। যদিও, আপাতত সেই নথি জমা দিতে পারেননি অশোক দিন্দা। 

West Bengal Live News Updates : এবার ইডির চার্জশিটে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নাম !

এবার ইডির চার্জশিটে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নাম ! চার্জশিটের ২২ নম্বর পাতায় ইডি দাবি করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই কালীঘাটের কাকু। যুব তৃণমূলের তৎকালীন সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্থিক বিষয়গুলি দেখাশোনা করতেন সুজয়কৃষ্ণ ভদ্র। যাকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিরোধীরা। পাল্টা জবাব এসেছে তৃণমূলের দিক থেকেও।

West Bengal News : দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন। আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে বৃষ্টির পরিমাণ কমবে গত কয়েক দিনের তুলনায়। আগামী ৩-৪ দিনে বাড়বে তাপমাত্রা। ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সঙ্গে বাতাসে রয়েছে জলীয় বাষ্প। তাই আর্দ্রতা জনিত অস্বস্তি চলবে। আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোন জেলাতেই। হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতে। আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরে। ৬ই আগস্ট রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

West Bengal Live News Updates : এবার কালীঘাটের কাকুর বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে ইডি

এবার কালীঘাটের কাকুর বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে ইডি। তার প্রক্রিয়াও শুরু হয়েছে। চার্জশিটে ইডি-র দাবি, এ পর্যন্ত সুজয়কৃষ্ণ ভদ্রর ১১টি সম্পত্তির হদিশ মিলেছে। এর মধ্যে রয়েছে একাধিক ফ্ল্যাট, বিভিন্ন জায়গায় জমি। এই সমস্ত সম্পত্তিই কেনা হয়েছে কালীঘাটের কাকু, তাঁর স্ত্রী বাণী ভদ্র ও কাকুর নিয়ন্ত্রিত দুটি কোম্পানি ওয়েলথ্ উইজার্ড প্রাইভেট লিমিটেড ও মেসার্স আর্কাইভ কনসালটেন্সি প্রাইভেট লিমিটেডের নামে। চার্জশিটে ইডি-র দাবি, দক্ষিণ কলকাতার লি রোডে আড়াই কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন কাকু। কাকুর মেয়ে পারমিতা ও জামাই দেবরূপ চট্টোপাধ্যায়ের নামে কেনে এই ফ্ল্যাটের ডিড ভ্যালু আড়াই কোটি দেখানো হলেও, আসল বাজারমূল্য ৭-৮ কোটি টাকা। ইডি সূত্রে খবর, ফ্ল্যাট কেনার টাকা শ্বশুরই জোগাড় করেছিলেন বলে জানান কাকুর জামাই। ইডি-র অনুমান, এই বিপুল সম্পত্তি নিয়োগ দুর্নীতির টাকাতেই কেনা হয়েছিল। 

West Bengal News : সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। অভিযোগ, এই সংস্থার ডিরেক্টর ছিলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। আদালতে জমা দেওয়া সংস্থার নথিতেও তার উল্লেখ রয়েছে। নুসরত ডিরেক্টর থাকাকালীনই রাজারহাটে ফ্ল্যাট কেনার জন্য সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড ৪২৯ জনের থেকে ২৩ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার টাকা তুলেছে বলে অভিযোগ। নথি দেখিয়ে বিজেপির তোলা এই বিস্ফোরক অভিযোগের পাল্টা এদিন মুখ খোলেন তৃণমূল সাংসদ নুসরত। ২০১৭ সালের মার্চে এই সংস্থা থেকে পদত্যাগ করেন বলে জানিয়েছেন নুসরত। উনি যখন ডিরেক্টর ছিলেন সেই ২০১৭ সালেই টাকা তোলা হয়েছিল, পাল্টা আক্রমণ করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।

West Bengal Live News Updates : সাতসকালে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে সল্টলেকে ধুন্ধুমার, জামা খুলে গেঞ্জি পরে প্রতিবাদ

সাতসকালে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে সল্টলেকে ধুন্ধুমার। গতকাল SLST চাকরিপ্রার্থীদের পর আজ পথে নামলেন ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। দ্রুত নিয়োগের দাবিতে সল্টলেকে আচার্য সদনের সামনে সকাল থেকে শুরু হয়েছে বিক্ষোভ। গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন চাকরিপ্রার্থীরা। নিরাপত্তা রক্ষীরা আটকে দেন। সেখানেই জামা খুলে গেঞ্জি পরে প্রতিবাদে বসে পড়েন তাঁরা। 

West Bengal News LIVE Updates : কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে ফের সরব মুখ্যমন্ত্রী, পাল্টা বিজেপি রাজ্য সভাপতির

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী। ১০০ দিনের টাকা আটকে রাখায়, ফের নিশানা করলেন মোদি সরকারকে। উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থানকে টাকা দিলে, বাংলাকে নয় কেন? প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। চুরি করেছেন, অডিট রিপোর্ট ঠিক মতো জমা দিলে, এরকম হত না। পাল্টা বললেন সুকান্ত মজুমদার।

WB Live News : উত্তর ২৪ পরগনায় ছড়াচ্ছে ডেঙ্গির আতঙ্ক

আমডাঙার পর এবার বাদুড়িয়া। উত্তর ২৪ পরগনার আরও একটি ব্লকে ছড়াল ডেঙ্গির আতঙ্ক। অন্যদিকে, জ্বর ও ডেঙ্গিতে আক্রান্ত মহিলা রোগীদের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে খোলা হল পৃথক ডেঙ্গি অ্যান্ড ফিভার ওয়ার্ড। পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে, জানিয়েছে প্রশাসন। 

West Bengal News LIVE Updates : দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার কলকাতায় সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদ

কলকাতায় সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদ। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম এলেন কলকাতায়। নিজাম প্যালেসে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে সারলেন বৈঠক। কোন পথে তদন্তের অগ্রগতি? ঠিক করে দিলেন আগামীর রূপরেখা। 

প্রেক্ষাপট

ফ্ল্যাট দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। অবশেষে মুখ খুললেন নুসরত জাহান (Nusrat Jahan)। তৃণমূল সাংসদের দাবি, অভিযুক্ত সংস্থা থেকে ২০১৭-এ ইস্তফা দিয়েছি। সংস্থা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। কেলেঙ্কারিতে দায়ী নুসরতই, এই দাবির পাশাপাশি টাকা নয়ছয়ে যুক্ত থাকার অভিযোগে সুর চড়াচ্ছে বিজেপি (BJP)। তৃণমূল সাংসদের গ্রেফতারির দাবি গেরুয়া শিবিরের। 

এদিকে, অভিযুক্ত সংস্থা থেকেই কোটি টাকা ঋণ নিয়ে ফ্ল্যাট কেনার দাবি নুসরতের। ডিরেক্টর থেকেও কীভাবে ঋণ? প্রশ্নের মুখে মেজাজ হারালেন তৃণমূল সাংসদ। নুসরতকে পরামর্শ দিলেন মদন মিত্রর (Madan Mitra)। বিধায়ক বলেছেন, অভিযোগ উঠলে ফেস করা উচিত। প্রশ্ন এড়িয়ে গেলে প্রশ্নটা প্রশ্নবোধকই থেকে যায়। বিজেপিকে আক্রমণ করেও প্রতারণার অভিযোগ নুসরতের ব্যক্তিগত বলে দূরত্ব তৈরির চেষ্টায় তৃণমূল (TMC)। 

নিয়োগ দুর্নীতিতে তোলপাড়ের মধ্যেই রাজ্যভবনে অ্যান্টি করাপশন সেল। বোসের হাতিয়ার মমতার বক্তব্য। এদিকে পাল্টা সিভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose) সঙ্গে সংঘাতে এবার জগদীপ ধনকড়ের তুলনা টানলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ধনকড় ঝগড়া করতেন, কিন্তু এরকম করেননি। ইনি মুখোশের আড়ালে বিজেপি যা বলছেন, তাই করছেন। 

মুখ খোলায় কালীঘাটের কাকুর দাদাকে মার। পর্ণশ্রী থানায় অভিযোগ দায়েরের পরে এক অভিযুক্ত গ্রেফতার। একাধিক ধারায় মামলা। পরে কোর্ট থেকে জামিন।

স্ট্রং রুমের বাইরে সিপিএমে ছাপ মারা ব্যালট ! বাঁকুড়ার বড়জোড়ার বিডিও-এসডিওকে ৮ অগাস্ট হাজিরার নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)। প্রিসাইডিং অফিসারকেও তলব।

কেন্দ্রের বকেয়ার দাবিতে ফের চড়া সুর মমতার। একের পর এক প্রকল্পে টাকা আটকে দেওয়ার অভিযোগে ৬ অগাস্ট ব্লকে ব্লকে ৪ ঘণ্টার বিক্ষোভ কর্মসূচির ডাক।

ব্যারাকপুরের সেনা ছাউনিতে পাক-নাগরিকের চাকরি? সিবিআইকে এফআইআরের নির্দেশ। প্রয়োজনে ইন্টারপোলের সাহায্য নিতে বলল হাইকোর্ট।

আইভিএফ সেন্টারের আড়ালে শিশু বিক্রি! নোনাডাঙ্গা, বেনিয়াপুকুর থেকে আরও ২জন গ্রেফতার। সন্তানহীন দম্পত্তিদের সঙ্গে মধ্যস্থতা করার অভিযোগ।

হিংসার আগুনে জ্বলছে হরিয়ানা। সিট গঠন করে তদন্তের নির্দেশ। সবাইকে সুরক্ষা দেওয়া সম্ভব নয় বলে বিতর্কে জড়ালেন মুখ্যমন্ত্রী।

ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য (Budhhadeb Bhattacharya)। সংক্রমণের মাত্রা নিম্নমুখী, শারীরিক অবস্থার আরও উন্নতি। কাজ করছে অ্যান্টিবায়োটিক। কথাও বলছেন চিকিৎসকদের সঙ্গে।

একের চোখে দুইয়ের দৃষ্টি। ওড়িশার ১০ বছরের হার্দিক রায়ের মরণোত্তর চকখুদানে দৃষ্টি ফিরে পেল মালদার কিশোরী ও বীরভূমের বালক। আরআইও-তে সফল চক্ষু প্রতিস্থাপন।

শিল্পবান্ধব পরিবেশের জন্য ফের স্কচ অ্যাওয়ার্ড পেল বাংলা। হ্যান্ডলুম-টেক্সটাইলে ভাল কাজ করছে রাজ্য, জানালেন মুখ্যমন্ত্রী। 


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.