WB News Live: কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগের রাতে ভূপতিনগরে ভয়ঙ্কর বিস্ফোরণ!
West Bengal News : জেলা জেলা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ খবর এক নজরে।
কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগের রাতে ভূপতিনগরে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত্যু হল তৃণমূলের বুথ সভাপতি ও দলের ২ কর্মীর। বিস্ফোরণের তীব্রতায় ধূলিসাৎ হয়ে গেছে তৃণমূল নেতার বাড়ি। বিস্ফোরণকাণ্ড নিয়ে পঞ্চায়েত ভোটের আগে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
এবার শুভেন্দু অধিকারীর এলাকা কাঁথিতে দাঁড়িয়ে, ইডি, সিবিআইয়ের নাম করে তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে এনিয়ে আদালতে তথ্য পেশের চ্যালেঞ্জও ছুড়েছেন তিনি। পাল্টা ডায়মন্ডহারবারের সভা থেকে নাম না করে তোলাবাজির অভিযোগে সরব হয়েছেন শুভেন্দু অধিকারীও।
নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের আবহে পানিহাটিতে পানীয় জল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে শোভনদেব চট্টোপাধ্যায়ের চ্যালেঞ্জ, যদি কোনও রাজনৈতিক দল হলফ করে বলতে পারে তাঁদের মধ্যে চোর নেই, তাহলে বাকি জীবন সেই দলের চাকরবৃত্তি করবেন তিনি। তৃণমূলের সবাই চোর, পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের।
নাদিয়ালে কারখানার ঘর থেকে যুবকের গলা কাটা দেহ উদ্ধার হল। মহেশতলায় অবৈধ মদের ঠেকে মিলল তরুণের রক্তাক্ত দেহ। নাদিয়ালের ঘটনার তদন্তে নেমেছেন লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারাও।
কাঁথি এবং ডায়মন্ডহারবার। শনিবারের দুই হাইভোল্টেজ সভা থেকে পরস্পরের বিরুদ্ধে ধারাল আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নাম না নিয়ে নিশানা করলেও, অভিষেক সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভার আগে মারিশদার গ্রামে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনলেন গ্রামবাসীদের অভাব-অভিযোগের কথা। এরপরই, কাঁথির সভা থেকে তৃণমূল পরিচালিত মারিশদা পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং স্থানীয় অঞ্চল সভাপতিকে ইস্তাফার নির্দেশ দেন তিনি।
মুর্শিদাবাদে নদিয়ার তৃণমূল নেতা খুনে এক সপ্তাহে মোট ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। গত ২৪ নভেম্বর ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে নওদায় খুন হন পঞ্চায়েত প্রধানের স্বামী ও নদিয়ার তৃণমূল নেতা মতিরুল ইসলাম।
পঞ্চায়েত ভোটে খেলা দেখাব। ডায়মন্ডহারবারের সভা থেকে হুঙ্কার শুভেন্দুর। বললেন, ডিসেম্বরে বিজয় সভা হবে, করবেন লাড্ডু বিলিও।
হলদিয়া থেকে টাকা তুলতে না পেরে এখন টাকা তুলছে ইডি-সিবিআই-এনআইএর মামলায় বেল করিয়ে দেব বলে। নাম না করে শুভেন্দুকে নিশানা অভিষেকের।
‘আগামীদিনেও বিশ্বাসঘাতকদের বিতাড়িত করবে পূর্ব মেদিনীপুর, ডিসেম্বরেই মেদিনীপুরের কলঙ্ককে বিতাড়িত করতে হবে’, কাঁথির সভা থেকে আহ্বান অভিষেকের।
ডায়মন্ড হারবারে শুভেন্দুর সভার আগে হটুগঞ্জে তীব্র উত্তেজনা। বিজেপি কর্মীদের সভায় আসতে বাধা দেওয়ার অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সঙ্গে অগ্নিমিত্রা পালের বচসা। বাইকে আগুন, তৃণমূলের অফিস ভাঙচুর।
শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ভাবে সভা করতে বাধা দেওয়া হয়েছিল। ভেবেছিল সভা করতে পারবো না। ডায়মন্ড হারবারের মঞ্চ থেকে শুভেন্দু। সংগঠন নেই, লোক নেই। ফুটেজ খেতে গিয়েছেন ডায়মন্ড হারবারে। পাল্টা কটাক্ষ অভিষেকের।
‘২০১৬ সাল পর্যন্ত এখানে ভোট হত। ২০১৬-র পর ভাইপো এখানে ভোট হতে দেয়নি। এবার খেলা দেখাব, মনোনয়ন জমার দায়িত্ব আমাদের।’ শুভেন্দুর নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়।
‘আদালতের নির্দেশে সভামঞ্চ তৈরি শুরু করলাম। সারাদিন কিছু করেনি, রাতে সব খুলে দিয়ে চলে গেল। সুস্থ হয়ে সবাইকে বাড়ি ফিরতে হবে, আগামী দিনে বড় লড়াই।’ সভামঞ্চ থেকে কর্মীদের উৎসাহ শুভেন্দু অধিকারীর।
‘মমতা বন্দ্যোপাধ্যায় যাঁকে ভরসা করে জেলার দায়িত্ব দিয়েছিলেন, তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। তখন সবাই ভেবেছিল, এবার তৃণমূলের কী হবে। কিন্তু দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এনেছেন।’ কাঁথির জনসভায় বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
‘মমতা বন্দ্যোপাধ্যায় যাঁকে ভরসা করে জেলার দায়িত্ব দিয়েছিলেন, তিনি বিশ্বাসঘাতকতা করেছেন’, কাঁথির সভায় বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুভেন্দুর সভায় আসতে দিকে দিকে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ।
তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।
‘সভা হবেই, তারপর যা ব্যবস্থা নেওয়ার, নেব’।
‘তৃণমূল যেন মনে রাখে, আরেকটি সভা পূর্ব মেদিনীপুরে হচ্ছে’।
‘আমিও চাইলে ২০ জায়গায় কাঠের গুড়ি ফেলে দিতে পারি’।
হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
ডায়মন্ড হারবারে শুভেন্দুর সভার আগে হটুগঞ্জে তীব্র উত্তেজনা।
বিজেপি কর্মীদের সভায় আসতে বাধা দেওয়ার অভিযোগ।
ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সঙ্গে অগ্নিমিত্রা পালের বচসা।
বাইকে আগুন, তৃণমূলের অফিস ভাঙচুর।
শুভেন্দুর সভায় যাওয়ার পথে মথুরাপুর, কুলপিতে পথ অবরোধ তৃণমূলের। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে অবরোধ, দাবি তৃণমূলের।
'সব জায়গায়, সব দেশে, সব দলে খারাপ ভালো দু ধরনের লোক থাকে। শুধু চোরেদের নিয়ে দল, এটা প্রথমবার দেখলাম। সেটা হল তৃণমূল। উপর থেকে নিচে, চোরেদের দল। উনি ওখানে টিকে আছেন, আশ্চর্য লাগছে। ছেড়ে দিন। বাকি চোরেদের মধ্যে থাকার মানে কি?' শোভনদেব চট্টোপাধ্যায় এর মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিলীপের।
'আমি নিজে এই অবস্থায় সভা করেছি। বিরোধি দলনেতা ক্যাবিনেট পর্যায়ের নেতা। তার সুরক্ষা যদি রাজ্য পুলিশ দিতে না পারে তাহলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিৎ। ' মন্তব্য দিলীপের।
ফিরল শীতের আমেজ। আজ এপর্যন্ত মরসুমের শীতলতম দিন। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। জেলাতেও তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শীতের আমেজ ফিরলেও এখনই জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। সকালে ও সন্ধ্যায় শীতভাব বজায় থাকবে।
মাঝরাতে নিউটাউনের হাজরা কালীমন্দির বাজারে অগ্নিকাণ্ড। ভস্মীভূত অন্তত ১২টি দোকান। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ১২টা নাগাদ প্রথমে একটি হোটেলে আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে রাস্তা লাগোয়া আশপাশের ঝুপড়ি-দোকানে। দমকলের ৫টি ইঞ্জিনের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল।
'সব রাজনৈতিক দলেই চোর থাকে। তৃণমূলেও দু-একজন চোর রয়েছে। তা নিয়ে কোনও সন্দেহ নেই। ' নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের আবহে এমনই মন্তব্য শোনা গেল কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের মুখে। পানিহাটিতে পানীয় জল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর চ্যালেঞ্জ, যদি কোনও রাজনৈতিক দল হলফ করে বলতে পারে তাঁদের মধ্যে চোর নেই, তাহলে বাকি জীবন সেই দলের চাকরবৃত্তি করবেন তিনি।
শুভেন্দুর সভামঞ্চের কাছেই মাইকে প্রচার তৃণমূলের।
লাইট হাউস ময়দানের পাশেই লাগানো হল তৃণমূলের পতাকা।
শুভেন্দুর সভায় যাওয়ার পথে মথুরাপুর, কুলপিতে পথ অবরোধ তৃণমূলের।
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে অবরোধ, দাবি তৃণমূলের।
শুভেন্দুর গড় কাঁথিতে একটুপরেই সভা অভিষেকের। হাইকোর্টের নির্দেশে নিরাপত্তার ঘেরাটোপে শান্তিকুঞ্জ।
নিয়োগ দুর্নীতির পর এবার বিএড কলেজের পুনর্নবীকরণেও দুর্নীতির অভিযোগ। ফের উঠল পার্থর নাম। সিবিআই-ইডি তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা।
নিয়োগ দুর্নীতির পর এবার বিএড কলেজের পুনর্নবীকরণেও দুর্নীতির অভিযোগ। ফের উঠল পার্থর নাম। সিবিআই-ইডি তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা।
আস্থা ভোটে হেরেও ঘুরপথে ঝালদা পুরসভার দখল রাখার চেষ্টা? বোর্ড গঠনের আগের দিনই তৃণমূল কাউন্সিলরকে প্রশাসক হিসেবে বসাল রাজ্য। হাইকোর্টে যাচ্ছে কংগ্রেস।
ঝালদা পুরসভায় প্রশাসক
কাঁথিতে সভা অভিষেকের। ডায়মন্ড হারবারে শুভেন্দুর সভার আগে সংঘাত। মঞ্চ বাঁধার সময় হামলা। কাঠগড়ায় শাসকদল। টাকা না পেয়ে কাজ করেনি ডেকরেটর, পাল্টা তৃণমূল।
তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। অভিযোগ বিজেপির। এনআইএ তদন্ত দাবি। অভিষেকের সভা বানচালের ষড়যন্ত্র, পাল্টা তৃণমূল।
বোর্ড গঠনের আগেরদিনই ঝালদা পুরসভায় প্রশাসক বসাল রাজ্য সরকার।
কংগ্রেসের বোর্ড গঠন কার্যত নিশ্চিত হতেই রাতারাতি বসানো হল প্রশাসক।
তৃণমূল কাউন্সিলর জবা মাছোয়ারকে প্রশাসক নিয়োগের বিজ্ঞপ্তি জারি।
ডায়মন্ডহারবারের লাইট হাউস ময়দানে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা। ঠিক তার আগে সভা মঞ্চ বাধার সময় উঠল দুষ্কৃতী হামলার অভিযোগ! জোর করে মঞ্চ খুলে দেওয়ার চেষ্টা, চেয়ার ছোড়াছুড়ি থেকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ
কাঁথিতে অভিষেকের সভার আগে ভূপতিনগরে বিস্ফোরণ।
আহত তৃণমূলের বুথ সভাপতি-সহ একাধিক কর্মী।
বোমা বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান পুলিশের।
গতকাল রাত ১১টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে নাড়ুয়া বিরলা গ্রাম।
আহত হন তৃণমূলের বুথ সভাপতি সহ ৩ জন।
ঘটনাস্থলে পৌঁছেছে ভূপতিনগর থানার পুলিশ।
প্রেক্ষাপট
আজকের হেডলাইন
১। পঞ্চায়েত ভোটের ( Panchayet Poll ) আগে আজ রাজ্য রাজনীতির মেগা ডুয়েল! কাঁথিতে ( Kanthi ) শান্তিকুঞ্জের কাছে সভা অভিষেকের। ডায়মন্ড হারবারে শুভেন্দুকে ( Suvendu Adhikari ) সভার অনুমতি হাইকোর্টের।
২। বিজেপি ( BJP ) নেতাদের বাড়ির সামনে সভা করে বিরক্ত করাই তৃণমূলের ( TMC ) কাজ। কাঁথিতে অভিষেকের ( Abhishek Banerjee ) সভা প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের। ভয় পেয়েছে বিজেপি, পাল্ট কুণাল।
৩। ডায়মন্ড হারবারে শুভেন্দুর সভার আগে সংঘাত। মঞ্চ বাঁধার সময় হামলা, চেয়ার ছুড়ে ফেলার অভিযোগ। ভাড়া না পেয়ে ডেকরেটর কাজ না করতে চাইলে আমরা কী করব? পাল্টা তৃণমূল।
৪। আস্থা ভোটে হেরেও ঘুরপথে ঝালদা পুরসভার দখল রাখার চেষ্টা? বোর্ড গঠনের আগের দিনই তৃণমূল কাউন্সিলরকে প্রশাসক হিসেবে বসাল রাজ্য।
৫। হাইকোর্টে বিরোধী কাউন্সিলরের রক্ষাকবচ, কয়েক ঘণ্টার মধ্যেই ঝালদা পুরসভায় প্রশাসক। ১ মাসের নোটিস দিয়ে আস্থা ভোট ডাকার সম্ভাবনা।
৬। বোর্ড গঠনের আগে ঝালদা পুরসভায় প্রশাসক! চ্যালেঞ্জ করে কাল হাইকোর্টে যাচ্ছে কংগ্রেস। প্রশাসনিক পদক্ষেপ, দাবি পুরুলিয়া তৃণমূলের।
৭। নিয়োগ দুর্নীতির পর এবার বিএড কলেজের পুনর্নবীকরণেও দুর্নীতির অভিযোগ। ফের উঠল পার্থর নাম। সিবিআই-ইডি তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা।
৮। বিএড কলেজের পুনর্নবীকরণে বছরে অন্তত ২০ কোটির দুর্নীতির অভিযোগ। ডব্লুবিইউটিটি-র উপাচার্য-সহ ৪ জনের বিরুদ্ধে মামলা। নিয়ম মেনেই কাজ, দাবি অভিযুক্ত উপাচার্যর।
৯ I অনুব্রতর ভয়ঙ্কর খেলা এবার সুকান্তর মুখে। মানসিক চাপে সুকান্ত, কটাক্ষ তৃণমূলের। তৃণমূল-বিজেপি, দুই দলই একই। আক্রমণে সুজন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -