West Bengal News Live Updates: কৃষ্ণনগরে পার্থ চট্টোপাধ্যায় আসার আগে বিশৃঙ্খলা
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
নদিয়ার কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনে তৃণমূলের ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় পার্থ চট্টোপাধ্যায়ের আসার আগে বিশৃঙ্খলা। নদিয়া উত্তর ও দক্ষিণের তৃণমূলের নেতৃত্ব উপস্থিত থাকাকালীন বিশৃঙ্খলা। দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ শাসক দলেরই একাংশের। অভিযোগের জেরে উত্তপ্ত বাক্য বিনিময়। পরে দলীয় নেতৃত্ব শান্ত করেন কর্মীদের একাংশকে।
‘অঞ্চল সভাপতিরা সকলেই সিপিএমের হার্মাদ। এঁরা থাকলে পঞ্চায়েত নির্বাচনে জয় সম্ভব নয়। তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের তৃণমূলের অঞ্চল সভাপতিদের নিয়ে বিস্ফোরক মন্তব্য জেলা তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি রথীন মণ্ডলের।
গড়িয়াহাট উড়ালপুল থেকে নীচে পড়ে গেলেন মহিলা। ঝাঁপ দিয়েছেন মহিলা, দাবি প্রত্যক্ষদর্শীদের। গড়িয়াহাটের উড়ালপুল থেকে নীচে পড়ে ডান হাতে চোট পেলেন মহিলা। আহতের নাম স্নেহা হালদার। আহত মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে শিশুমঙ্গল হাসপাতালে।
মৌলালির রামলীলা পার্কে রথের মেলায় নাগরদোলা থেকে পড়ে দুর্ঘটনা। চলন্ত নাগরদোলা থেকে পড়ে গেলেন তরুণী। আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হল এনআরএস-এ। দুর্ঘটনার পর উদ্ধার করে এন্টালি থানার পুলিশ। ঘটনার পর বন্ধ রাখা হয়েছে নাগরদোলা।
করোনা বাড়তেই ফের প্যারাসিটামল কেনার হিড়িক। দোকান থেকে গায়েব হয়ে যাচ্ছে পাতার পর পাতা ওষুধ। চাহিদার জোগান দিতে হিমশিম ব্যবসায়ীরা।
উত্তর ২৪ পরগনার বিরাটির নিখোঁজ ছাত্রের দেহ অবশেষে শনাক্ত করল পরিবার। ১৮ জুন নিখোঁজ হন ওই ছাত্র। গতকাল এনআরএস হাসপাতালের মর্গে দেহ শনাক্ত করে পরিবার। পুলিশের অনুমান, গঙ্গায় ঝাঁপ দিয়ে ওই ছাত্র আত্মঘাতী হয়েছেন।
সন্তানের জন্ম দিতে যে হাসপাতালে এসেছিলেন প্রসূতি, সেখানেই বিক্রি করতে চেয়েছিলেন সদ্যোজাতকে! কিন্তু হাসপাতালের তৎপরতায় পর্দাফাঁস হল গোটা ঘটনার। শিশুকে কিনতে এসে হাতেনাতে ধরা পড়লেন মহিলা।
পুজোর ঢাকে কাঠি পড়তে এখনও অনেক দেরি৷ তবে, ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন ক্লাবে শুরু হয়েছে খুঁটিপুজো৷ আজ খুঁটিপুজো হল চতুষ্কোণ পার্ক শারদীয়া সম্মিলনী ক্লাবে৷ উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়৷
৭৩ তম বর্ষে পদার্পণ করল ঢাকুরিয়া শহিদ নগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এবার তাঁদের ভাবনা চেনা শহর অচেনা মুখ।আজ খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন সাংসদ মালা রায় ও অভিনেত্রী বুলবুলি চৌবে পাঁজা।
রাজারহাটে মহিলা খুনের অভিযোগে গ্রেফতার বিশেষ ভাবে সক্ষম যুবক। ঘটনার ৪ দিন পর মূক ও বধির যুবককে গ্রেফতার করল পুলিশ। প্রায় ১০০ জনকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার।
ধৃতের নাম নূর মহম্মদ শেখ ওরফে বিশু। আগেও ২ মহিলাকে হেনস্থার চেষ্টার অভিযোগ বিশুর বিরুদ্ধে।
হাওড়ার দক্ষিণ-পূর্ব শাখায় লাইনচ্যূত পার্সেল এক্সপ্রেস। সাঁকরাইল ও আবাদা স্টেশনের মাঝে লাইনচ্যূত। ব্যাহত রেল পরিষেবা। দাঁড়িয়ে আপ স্টিল এক্সপ্রেস, তিরুচিরাপল্লী এক্সপ্রেস। আটকে বেশ কিছু লোকাল ট্রেনও।
শিবমন্দিরের দুর্গাপুজোর খুঁটিপুজো হল আজ। সেইসঙ্গেই শুরু হয়ে গেল পুজোর প্রস্তুতি। খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ, বিধায়করা। রবিবারের সকালে শহরের একটি নামী পুজো কমিটি আয়োজন করে খুঁটিপুজোর।
নিরাপত্তার নজর এড়িয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি-চত্বরে ঢুকে পড়লেন এক ব্যক্তি। সন্দেহজনক উদ্দেশ্য নিয়ে ঢুকে পড়ে ব্যক্তি, মনে করছে লালবাজার। ব্যক্তির উপস্থিতি চিহ্নিত করে মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। ব্যক্তিকে আটক করে তুলে দেওয়া হয় কালীঘাট থানার পুলিশের কাছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ঘেরাটোপ আরও জোরদার করতে পদক্ষেপ শুরু। অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টি দেখছে পুলিশ ও তদন্তকারী সমস্ত সংস্থা, জানাল লালবাজার।
নিরাপত্তার নজর এড়িয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি-চত্বরে ঢুকে পড়লেন এক ব্যক্তি। সন্দেহজনক উদ্দেশ্য নিয়ে ঢুকে পড়ে ব্যক্তি, মনে করছে লালবাজার। ব্যক্তির উপস্থিতি চিহ্নিত করে মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। ব্যক্তিকে আটক করে তুলে দেওয়া হয় কালীঘাট থানার পুলিশের কাছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ঘেরাটোপ আরও জোরদার করতে পদক্ষেপ শুরু। অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টি দেখছে পুলিশ ও তদন্তকারী সমস্ত সংস্থা, জানাল লালবাজার।
রাজ্যে ফের বাড়ছে করোনা সংক্রমণ। চাহিদা বাড়ছে জ্বরের ওষুধের। বিক্রেতাদের একাংশের দাবি, কয়েক দিনের মধ্যে ওই সব ওষুধের বিক্রি এতটাই বেড়ে গেছে, যে জোগান আর চাহিদার মধ্যে দেখা দিচ্ছে বিস্তর ফারাক!
খোদ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সই জাল করার অভিযোগ। সই জাল করে বের করা হয়েছে ভুয়ো আনফিট সার্টিফিকেট।
ইলামবাজারের সভায় দলের নেতা-কর্মীদের অনৈতিক কাজকর্ম নিয়ে কড়া বার্তা দিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিন্হা। তাঁর বক্তব্য, "যা করেছেন করেছেন। ভুলে যান। ’২৪ সাল পর্যন্ত আপনাদের একটু নিয়ম মেনে চলতে হবে। আমি অনুরোধ করব, বুথের সমস্ত মানুষকে নিয়ে বসুন। আগেও বলেছি, আপনারা শুনছেন না। তাই আবার বলছি, শেষবারের মতো বলছি, যে বুথের দায়িত্ব যাঁরা নিয়েছেন, সবার সঙ্গে বসুন। অচ্ছুৎ করে কাউকে রাখবেন না।"
মঙ্গলবার কলকাতায় বিজেপির রাজ্য দফতরে আসছেন মিঠুন চক্রবর্তী।
ই এম বাইপাসের বেশ কিছু জায়গা পোস্টের জয়েন্ট বক্সে তার বেরিয়ে। ছিট কালিকাপুরে দাঁড়িয়ে আছি, যে রাস্তা হাইল্যান্ডের পার্কের দিকে, বেশ কিছু পোস্টের জয়েন্ট বক্স খোলা।
বিজেপির ঘোষিত নীতি হচ্ছে, বিরোধীমুক্ত ভারত চাই। মুখে বলছে, কংগ্রেসমুক্ত ভারত। বামপন্থীদের উপর খুব রাগ ওদের। কিন্তু দেশের স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসঘাতকের ভূমিকা ছিল আরএসএস-এর: সুজন চক্রবর্তী।
মালদার চাঁচলে মোটা অঙ্কের টাকা পাইয়ে দেওয়ার টোপে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। টাকা ফেরত চাওয়ায় মহিলা এজেন্টকে খুনের চেষ্টার অভিযোগ উঠল চিটফান্ড কর্তার বিরুদ্ধে।
পুরসভার টেন্ডার পাওয়াকে কেন্দ্র করেই কি শত্রুতা? নাকি পুরনো কোনও বিবাদ? উত্তর ২৪ পরগনার ব্যবসায়ী সালামউদ্দিন আনসারি হত্যাকাণ্ডের নেপথে উঠে আসছে একের পর এক তথ্য।
নিকাশি নালা তৈরিতে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত বোলপুর-শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। নিম্নমানের কাজের অভিযোগ গ্রামবাসীদের। কাজ ঠিকঠাক হয়নি বলে স্বীকার করেছেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী।
নিয়োগ থেকে শুরু করে, শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে চার্টার অফ ডিমান্ডস বা COD তৈরির জন্য পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কোলাঘাট এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শিল্পাঞ্চলের জন্য তিনটি পৃথক কমিটি গড়ে দিয়েছে রাজ্য শ্রম দফতর।
প্রতিবেশী যুবকের সঙ্গে কথা বলায় কাকিমার অপবাদ। তৃণমূলের পার্টি অফিসে সালিশি সভা বসিয়ে অপমান! অভিমানে আত্মঘাতী ছাত্রী। চাঞ্চল্যকর অভিযোগ পশ্চিম মেদিনীপুরে।
জগদ্দলে শ্যুটআউট, জুটমিল শ্রমিকের মৃত্যুর পর ২৪ ঘণ্টার মধ্যে পাকড়াও মূল অভিযুক্ত করণ। করণ সহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ।
নিকাশি নালা তৈরিতে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত বোলপুর-শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। নিম্নমানের কাজের অভিযোগ গ্রামবাসীদের। কাজ ঠিকঠাক হয়নি বলে স্বীকার করেছেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী। যদিও এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে এবার অমিত শাহের মুখে বাংলা। নাম না করে তৃণমূলকে নিশানা অমিত শাহর। ‘পরিবারতন্ত্রের রাজনীতি থেকে মুক্তি পাবে বাংলা’।
জরায়ুর চিকিত্সা করাতে এসে রোগিণীর মৃত্যু ঘিরে বোলপুরের নার্সিংহোমে ধুন্ধুমার। পরিবারকে না জানিয়ে সরকারি হাসপাতালে স্থানান্তরিত করার অভিযোগ। নার্সিংহোমে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। নার্সিংহোমের কর্মীদের বের করে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ।
পূর্ব রেল সূত্রে খবর, সকাল সাড়ে ৯টার পর নির্ধারিত সূচি মেনেই ট্রেন চলাচল করে। লোকাল বাতিলের প্রভাব সেভাবে পড়েনি। দেরিতে হলেও ট্রেন পাচ্ছেন বলে জানিয়েছেন যাত্রীরা।
হাওড়ার জগাছায় পুকুরে ডুবে মৃত্যু হল ১৬ বছরের কিশোরের।মৃতের নাম মহম্মদ কাইফ। বাড়ি বাঁকড়ায়। স্থানীয় সূত্রে খবর, সকালে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলার পর জগাছার গভর্নমেন্ট প্রেস কোয়ার্টার আবাসনের পুকুরে স্নান করতে নামে কয়েকজন কিশোর। সাঁতার না জানায় এক কিশোর তলিয়ে যায়। মিনিট পনেরো পর স্থানীয়দের চেষ্টায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।স্থানীয়দের দাবি, ওই পুকুরে এর আগেও ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রশাসন উদাসীন বলে অভিযোগ।
শহরবাসীকে প্রতারণার হাত থেকে বাঁচাতে উদ্যোগ। অবৈধভাবে তৈরি বিল্ডিং-এর তালিকা প্রকাশ করবে কলকাতা পুরসভা। পাশাপাশি, নো ডিউ সার্টিফিকেট নিয়েও সাধারণ মানুষের দুর্ভোগ কমাতেও নেওয়া হচ্ছে উদ্যোগ। জানালেন মেয়র।
বিয়ে মানতে না চেয়ে সদ্য বিবাহিত দম্পতির গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল মেয়ের বাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায় উত্তেজনা। স্থানীয় সূত্রে খবর, দিনচারেক আগে প্রতিবেশী যুবককে বিয়ে করেন ওই তরুণী। অভিযোগ, তরুণীর পরিবার এই বিয়ে মানতে চায়নি। গতকাল স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাওয়ার সময়, দম্পতির গাড়ি আটকায় বাপের বাড়ির লোকজন। গাড়ি ভাঙচুর ও চালককে মারধর করা বলে অভিযোগ। পরে সাগরপাড়া থানার পুলিশের হস্তক্ষেপে শ্বশুরবাড়িতে যান তরুণী।
পশ্চিম বর্ধমানের অন্ডালে তৃণমূল পঞ্চায়েত সদস্যের রহস্যমৃত্যু।বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। মৃতের নাম উত্পল আকুড়ে।
ফের হাওড়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু। ধূলাগড়ের কারখানা থেকে সাইকেলে বাড়ি ফেরার পথে, ছেঁড়া তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু উলুবেড়িয়ার যুবকের। এই নিয়ে রাজ্যে একদিনে ৩ জেলায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলা-সহ ৪ জনের।
ভাটপাড়া, জগদ্দলের পর, নরেন্দ্রপুরে চলল গুলি। থানার কাছেই লস্করপুরে গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু। ঘর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, দাবি পুলিশের। রাজপুর-সোনারপুর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের ঘটনা। মৃতের নাম ভোলা দাস। পরিবার সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ গুলিবিদ্ধ অবস্থায় ভোলাকে পড়ে থাকতে দেখেন তাঁর ভাইপো। তাঁর পায়ে গুলির ক্ষত ছিল। হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
নারকেলডাঙায় ২৮ নম্বর ওয়ার্ডে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর দাবি স্থানীয়দের। অভিযোগ, বিভিন্ন বাতিস্তম্ভ থেকে নিয়মিত বিদ্যুৎ চুরি হয়। এলাকায় বেশ কিছু জায়গায় খোলা অবস্থায় পড়ে রয়েছে বিদ্যুতের জয়েন্ট বক্স। ফলে যে কোনও মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে দাবি স্থানীয়দের। অন্যদিকে, গতকাল নারকেলডাঙার রাজা রাজনারায়ণ স্ট্রিটে অষ্টম শ্রেণির পড়ুয়ার মৃত্যুর পর, আজ ঘটনাস্থলে যাবে পুরসভার প্রতিনিধিদল।
প্রগতি ময়দান থানা এলাকায় একাকী মহিলার অস্বাভাবিক মৃত্যু। বাড়ি থেকে উদ্ধার মৃতদেহ। মৃতের নাম নন্দিতা বসু বন্দ্যোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, প্রগতি ময়দান থানা এলাকায় মেট্রোপলিটন আবাসনের ফ্ল্যাটে একাই থাকতেন বছর সাতান্নর নন্দিতা। গতকাল ফ্ল্যাটে এসে তাঁর বন্ধু মহিলাকে বিছানার ওপর নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। দরজা খোলা ছিল। শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ।
ভাটপাড়ায় ব্যবসায়ী খুনে নতুন তথ্য। সূত্রের খবর, পুরসভায় ৪ লক্ষের বেশি টাকার বরাত পেয়েছিলেন ইমারতি ব্যবসায়ী সালামউদ্দিন আনসারি। খুনের নেপথ্যে পুরসভার টেন্ডার সংক্রান্ত বিবাদ রয়েছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, গতকাল ওই ব্যবসায়ীর ওপর প্রায় ১০-১২ জন মিলে হামলা চালায়। ৮ রাউন্ড গুলি চলে। সালামউদ্দিনের বিরুদ্ধে পুলিশের খাতায় ১১টি অভিযোগ রয়েছে বলে পুলিশের দাবি। ফলে ব্যবসায়িক শত্রুতা নাকি পুরনো বিবাদের জের, কী কারণে খুন, খতিয়ে দেখছে পুলিশ।
ভাটপাড়ার পর এবার জগদ্দল। ১২ ঘণ্টার মধ্যে ফের উত্তর ২৪ পরগনায় খুন। রাতে মদের আসরে পরিচিতর হাতে খুন ১৯ বছরের তরুণ। মৃতের নাম রোহিত দাস। জগদ্দলের ২৬ নম্বর রেলগেটের কাছে শান্তিনিবাস পল্লির ঘটনা। পরিবার সূত্রে খবর, টিটাগড় জুটমিলের শ্রমিক রোহিত গতকাল রাতে কাজে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হন। এর কিছুক্ষণের মধ্যে বাড়ির সামনে থেকে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালে নিয়ে গেলে ওই তরুণকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। কী কারণে খুন, খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ।
নাবালিকা বোনের শ্লীলতাহানির অভিযোগে প্রতিবেশীকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। কোচবিহারের শীতলকুচির ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশ সূত্রে দাবি, ধৃত ব্যক্তি জেরায় খুনের কথা স্বীকার করেছেন।
পাতিপুকুরে রেলব্রিজ সংস্কারের কাজ চলছে। তার জেরে শিয়ালদা থেকে ভায়া দমদম রুটে আপ ও ডাউন মিলিয়ে বাতিল করা হয়েছে ৩৮টি লোকাল। পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদার মেন শাখায় একটি লাইন গেছে কৃষ্ণনগর, রানাঘাটের দিকে। আর একটি লাইন গেছে বারাসাত, বনগাঁর দিকে। এই লাইনগুলিতে চলাচলকারী হাবড়া, ডানকুনি রানাঘাট, কল্যাণী সীমান্ত, দত্তপুকুর, হাসনাবাদ, ব্যারাকপুর, নৈহাটি, বারাসাত, শান্তিপুর, বজবজগামী ২টি আপ ও একটি ডাউন লোকাল, গেদে লোকাল বাতিল করা হয়েছে।
হাওড়া শহরের পর এবার উলুবেড়িয়া। কারখানা থেকে বাড়ি ফেরার পথে, ছেঁড়া তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু সাইকেল আরোহী যুবকের। এই নিয়ে রাজ্যে একদিনে ৩ জেলায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলা-সহ ৪ জনের।
এ বার অটোর রঙে পরিবর্তনের ছোঁয়া। কলকাতার রাস্তায় চলবে নীল-সাদা অটো। সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, কলকাতা সহ গোটা রাজ্যে গ্রিন অটো পরিষেবা চালু করতে সরকার একটি নীতি কার্যকর করতে চলেছে। পাশাপাশি, তিনি জানান, কলকাতা শহরের একটি নির্দিষ্ট রং রয়েছে। সেই রংয়ের সঙ্গে মিলিয়ে অটোর রংও নীল-সাদা করা হবে।
মাদ্রাসায় চাকরি প্রার্থীদের বিক্ষোভমঞ্চে বিজেপি নেতা সজল ঘোষ। আজ বিধাননগরে বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীদের প্রতিবাদস্থলে হাজির হন কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মাদ্রাসা সার্ভিস কমিশনে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ও শূন্য পদ পূরণের দাবিতে প্রায় দু’সপ্তাহ ধরে বিধাননগর হাসপাতালের উল্টো দিকে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। আজ সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর।
আসানসোল রেল আবাসনে এক পুলিশ আধিকারিকের রহস্যমৃত্যু! মৃতের নাম নিতাই হালদার। তিনি পশ্চিম বর্ধমানের আসানসোল উত্তর থানায় অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন।
প্রেক্ষাপট
কলকাতা: এ বার অটোর (Auto) রঙে পরিবর্তনের ছোঁয়া। কলকাতার (Kolkata) রাস্তায় চলবে নীল-সাদা অটো। সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad hakim) জানিয়েছেন, কলকাতা সহ গোটা রাজ্যে গ্রিন অটো (Green Auto) পরিষেবা চালু করতে সরকার একটি নীতি কার্যকর করতে চলেছে। পাশাপাশি, তিনি জানান, কলকাতা শহরের একটি নির্দিষ্ট রং রয়েছে। সেই রংয়ের সঙ্গে মিলিয়ে অটোর রংও নীল-সাদা করা হবে।
২০১৯ সালের লোকসভা ভোটে (Election) রাজ্যে ১৮টি আসন পেয়েছিল বিজেপি (BJP)। ২৪-এর লোকসভা নির্বাচনে (Election) বাংলায় (Bengal) বিজেপির (BJP) আসন সংখ্যা শুরু হবে ২৪ থেকে। হায়দরাবাদে (Hyderabad) যখন বিজেপির দু’দিনের জাতীয় কর্মসমিতির বৈঠক শুরু হয়েছে, তখন কলকাতায় বসে এই দাবি করলেন দলের রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য।পাল্টা ফিরহাদ হাকিমের কটাক্ষ, ২৪য়ে এরাজ্যে শূন্য পাবে বিজেপি।
কলকাতা ফুটবল লিগের রেফারিদের জন্য ফুটবলারদের তাত্ক্ষণিক চিকিত্সা সংক্রান্ত প্রশিক্ষণ শিবির শুরু করেছে আইএফএ। মাঠে ফুটবলার অসুস্থ হয়ে পড়লে বা হৃদরোগে আক্রান্ত হলে কী করতে হবে, আজ তারই প্রশিক্ষণ দেওয়া হয়।
মাদ্রাসায় চাকরি প্রার্থীদের বিক্ষোভমঞ্চে বিজেপি নেতা সজল ঘোষ। আজ বিধাননগরে বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীদের প্রতিবাদস্থলে হাজির হন কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মাদ্রাসা সার্ভিস কমিশনে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ও শূন্য পদ পূরণের দাবিতে প্রায় দু’সপ্তাহ ধরে বিধাননগর হাসপাতালের উল্টো দিকে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। আজ সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর।
আসানসোল রেল আবাসনে এক পুলিশ আধিকারিকের রহস্যমৃত্যু! মৃতের নাম নিতাই হালদার। তিনি পশ্চিম বর্ধমানের আসানসোল উত্তর থানায় অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ডিউটি করে আজ সকালে আবাসনে ফেরেন। দুপুরে কাজে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি যাননি। খোঁজ নিতে অন্য পুলিশকর্মীরা এসে দেখেন, আবাসনে দরজা ভিতর থেকে বন্ধ। পাঁচিল টপকে ঘরে ঢুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় ওই পুলিশ আধিকারিককে। আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা মৃত ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -