West Bengal News Live Updates: আধঘণ্টার স্বস্তির বৃষ্টির মধ্যেই ঝড়ের তাণ্ডব, আগরতলা থেকে অবতরণের সময় এয়ার টার্বুল্যান্সে পড়ল বিমান

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 30 Apr 2022 11:56 PM
West Bengal News Live Updates: মেদিনীপুর পুরসভার বিরুদ্ধে বিনা নোটিসে বাড়ি ভাঙার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল নান্নুরচক এলাকায়

মেদিনীপুর পুরসভার বিরুদ্ধে বিনা নোটিসে বাড়ি ভাঙার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল নান্নুরচক এলাকায়। অভিযোগ, বৈধ কাগজ থাকা সত্ত্বেও পুরসভার তরফে এলাকার বাসিন্দার বাড়ি ভাঙা হচ্ছে। মেদিনীপুর পুরসভার চেয়ারম্যানের দাবি, পুরসভার জল প্রকল্পের জন্য জায়গা কেনা ছিল। সেই জমিতে হওয়া বেআইনি নির্মাণগুলিই ভেঙে ফেলা হচ্ছে।

West Bengal News Live Updates: আরও কিছুক্ষণ চলতে পারে বৃষ্টি, আগামী দু-এক ঘণ্টায় ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

আরও কিছুক্ষণ চলতে পারে বৃষ্টি, আগামী দু-এক ঘণ্টায় ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনায়। আড়াই ঘণ্টা পর শিয়ালদার দক্ষিণ শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক। যাদবপুর-ঢাকুরিয়ার মধ্যে লাইনে গাছ পড়ে বন্ধ ছিল ট্রেন চলাচল।

West Bengal News Live : আধঘণ্টার স্বস্তির বৃষ্টির মধ্যেই ঝড়ের তাণ্ডব, আগরতলা থেকে অবতরণের সময় এয়ার টার্বুল্যান্সে পড়ল বিমান

আধঘণ্টার স্বস্তির বৃষ্টির মধ্যেই ঝড়ের তাণ্ডব, আগরতলা থেকে অবতরণের সময় এয়ার টার্বুল্যান্সে পড়ল বিমান। ৫৫ মিনিট দেরিতে কলকাতা বিমানবন্দর নামল ইন্ডিগোর বিমান। এয়ার টার্বুল্যান্সে বিমান পড়ে তীব্র ঝাঁকুনি, যাত্রীদের মধ্যে আতঙ্ক। ঝড়ের জন্য কলকাতা বিমানবন্দরের পরিষেবা ব্যাহত। প্রায় এক ঘণ্টা কলকাতা বিমানবন্দরে উড়ান ব্যাহত। কলকাতায় ঝড়ের জন্য অন্য রাজ্যে পাঠানো হয় ৬টি বিমান।

West Bengal News Live Updates: মাথাভাঙায় অস্ত্র দেখিয়ে ভর সন্ধ্যায় ‘লুঠ’

মাথাভাঙায় অস্ত্র দেখিয়ে ভর সন্ধ্যায় ‘লুঠ’। শীতলকুচি থেকে ফেরার সময়ে অস্ত্র দেখিয়ে ‘লুঠ’। ওষুধ দোকানের কর্মীর কাছ থেকে ৬০ হাজার টাকা লুঠের অভিযোগ।

West Bengal News Live : অবশেষে বিধায়ক হিসেবে বাবুল সুপ্রিয় শপথগ্রহণে রাজ্যপালের সম্মতি

অবশেষে বিধায়ক হিসেবে বাবুল সুপ্রিয় শপথগ্রহণে রাজ্যপালের সম্মতি। বাবুলকে শপথবাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়।
শপথগ্রহণের জন্য ডেপুটি স্পিকারকে নিযুক্ত করে ট্যুইট রাজ্যপালের।

West Bengal News Live Updates: দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে কলকাতায় স্বস্তির বৃষ্টি

দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে কলকাতায় স্বস্তির বৃষ্টি। দহন থেকে কিছুটা স্বস্তি, দক্ষিণবঙ্গের একাংশে ঝোড়ো হাওয়া, বৃষ্টি। কলকাতা ছাড়াও দঃ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিমি ঝড়ের সম্ভাবনা।

West Bengal News Live : চুরির টাকায় বিলাসবহুল জীবন, এ হেন দুষ্কৃতীকেই গ্রেফতার করল হলদিয়া থানার পুলিশ

চুরির টাকায় বিলাসবহুল জীবন। হলদিয়া থেকে দিল্লি। পুলিশের খাতায় দাগী চোর হিসেবে নাম রয়েছে। এ হেন দুষ্কৃতীকেই গ্রেফতার করল হলদিয়া থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে কয়েকলক্ষ টাকার সোনার গয়না, নগদ টাকা, বহুমূল্য বিদেশি ঘড়ি-সহ অন্য সামগ্রী।

West Bengal News Live Updates: ভুয়ো শংসাপত্র দেখিয়ে পদোন্নতির অভিযোগ উঠল তমলুক কৃষি সমবায় ব্যাঙ্কের নন্দীগ্রাম শাখার ম্যানেজারের বিরুদ্ধে

ভুয়ো শংসাপত্র দেখিয়ে পদোন্নতি। এমনই অভিযোগ উঠল তমলুক কৃষি সমবায় ব্যাঙ্কের নন্দীগ্রাম শাখার ম্যানেজারের বিরুদ্ধে। যিনি আবার স্থানীয় বিজেপি নেতার স্ত্রী। ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live : ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে সিটের আইও-কে সিবিআই জিজ্ঞাসাবাদ

ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে সিটের আইও-কে সিবিআই জিজ্ঞাসাবাদ। আইসি সঞ্জীব ঘোষের ভূমিকা নিয়ে ডিএসপিকে প্রশ্ন: সূত্র। তপন কান্দু খুনে সিটের আইও-কে সিবিআই জিজ্ঞাসাবাদ। রাজ্য পুলিশের সিটের তদন্তকারী অফিসার ডিএসপি অরুণাভ দাস। সিবিআই ক্যাম্পে দেড়ঘণ্টা জিজ্ঞাসাবাদ ডিএসপি অরুণাভ দাসকে।

West Bengal News Live Updates: এবার আইসি-কে কাঠগড়ায় তুললেন তৃণমূল বিধায়ক

এবার আইসি-কে কাঠগড়ায় তুললেন তৃণমূল বিধায়ক। আইসি অঞ্জন দত্তর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আমডাঙার বিধায়কের। আমডাঙা থানার আইসি-কে মাটি মাফিয়া বললেন বিধায়ক রফিকুর রহমান। মাটি মাফিয়াদের বিরুদ্ধে সরব হওয়াতেই বিধায়কের রোষে, পাল্টা দাবি আইসি-র।

West Bengal News Live : দলবিরোধী কাজের অভিযোগ, মুর্শিদাবাদে ৩ বিজেপি নেতাকে বহিষ্কার

দলবিরোধী কাজের অভিযোগ, মুর্শিদাবাদে ৩ বিজেপি নেতাকে বহিষ্কার। মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলার ২ সম্পাদককে বহিষ্কার। বিধানসভা ভোটে হরিহরপাড়ার বিজেপি প্রার্থীও বহিষ্কৃত। ‘দলীয় নিয়ম মেনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি’, এমনই দাবি বহিষ্কৃত ৩ বিজেপি নেতার ।‘রাজ্য কমিটির অনুমোদন নিয়েই পদক্ষেপ’, বহিষ্কৃতদের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি বিজেপি নেতৃত্বের।

West Bengal News Live Updates: দক্ষিণ দমদমে তৃণমূলের ২ কাউন্সিলরের মধ্যে ‘লড়াই’

দক্ষিণ দমদমে তৃণমূলের ২ কাউন্সিলরের মধ্যে ‘লড়াই’। দলেরই কাউন্সিলরের বিরুদ্ধে এলাকা দখল করে সিন্ডিকেট চালানোর অভিযোগ। ‘কাউন্সিলর হওয়ার পর থেকে এলাকায় ঢুকতেই দিচ্ছে না’, ‘কাজ করতে দিচ্ছে না, ভয় দেখানো হচ্ছে’। ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে বিস্ফোরক ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

West Bengal News Live : কোচবিহারে ফের তৃণমূলের ২ নেতার বিভাজন স্পষ্ট, ফের সংঘাত প্রকাশ্যে

কোচবিহারে ফের তৃণমূলের ২ নেতার বিভাজন স্পষ্ট। জেলা সভাপতি পার্থপ্রতিম রায় ও চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনের সংঘাত প্রকাশ্যে। সরকারি অনুষ্ঠানে একমঞ্চে থাকলেন না পার্থপ্রতিম-গিরীন্দ্রনাথ। ‘আগেই বলেছিলাম তৃণমূলের জেলা সভাপতি থাকলে সেই মঞ্চে থাকব না’ মন্তব্য জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনের। ‘পরিবহণ নিগমের অনুষ্ঠানে সংকীর্ণ রাজনীতি উচিত নয়’, পাল্টা খোঁচা তৃণমূলের জেলা সভাপতির।

West Bengal News Live Updates: দক্ষিণবঙ্গের একাংশে কিছুক্ষণের মধ্যে ঝোড়ো হাওয়া, বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের একাংশে কিছুক্ষণের মধ্যে ঝোড়ো হাওয়া, বৃষ্টির পূর্বাভাস। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটার। কালও দক্ষিণবঙ্গের একাংশে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। সোমবার দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি, ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। কিছুক্ষণের মধ্যেই মালদা, ২ দিনাজপুর, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। সোমবার আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা।

West Bengal News Live Updates: উলুবেড়িয়া হাসপাতালে তীব্র রক্ত সঙ্কট

উলুবেড়িয়া হাসপাতালে তীব্র রক্ত সঙ্কট। প্রচন্ড গরমের মধ্যে রক্তদান তলানিতে এসে ঠেকায়, রক্তাল্পতায় ভুগছে হাসপাতালের ব্লাডব্যাঙ্ক। এই পরিস্থিতিতে রক্ত জোগাড় করতে গিয়ে নাকানিচোবানি খাচ্ছেন রোগীর পরিবার পরিজনরা। সঙ্কট মেটাতে রক্তদান শিবির আয়োজনে জোর দিচ্ছে জেলা প্রশাসন।

WB News Live Updates: কলকাতায় বিপুল পরিমাণ বিদেশি টাকা উদ্ধার

কলকাতায় বিপুল পরিমাণ বিদেশি টাকা উদ্ধার করল শুল্ক দফতর। আটক ২। রাতভর অভিযান চালিয়ে চৌরঙ্গি এলাকার একটি দোকান থেকে ৪১ লক্ষ ৪২ হাজার টাকা বিদেশি নোট উদ্ধার হয়। এর মধ্যে রয়েছে সিঙ্গাপুর, তাইল্যান্ড, অস্ট্রেলিয়ার টাকা। ইউরো, ডলার, ভাট-সহ হিসাব বহির্ভূত বিপুল পরিমাণ বিদেশি টাকা কোথা থেকে এল, কী উদ্দেশ্যে ব্যবহার? খতিয়ে দেখছে শুল্ক দফতর। 

West Bengal News Live Updates: হাঁসখালিকাণ্ডে ধৃত তৃণমূল সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য

হাঁসখালিকাণ্ডে ধৃত তৃণমূল পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, ছেলে ব্রজ কী করেছে তা সব জানতেন তৃণমূল নেতা। ধৃতদের জেরা করে মিলেছে তথ্য, দাবি সিবিআইয়ের। সূত্রের খবর, হুমকি দিতে ও ভয় দেখাতে নির্যাতিতার বাড়িতে লোক পাঠান মূল অভিযুক্তের বাবা। রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন তৃণমূল নেতা। খবর সূত্রের। 

WB News Live Updates: সরকারি জমি দখল করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

গড়িয়া এলাকায় দোকান তৈরির জন্য সরকারি জমি দখল করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। দলের একাংশও সরব হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দফতর থেকে শুরু করে জেলাশাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ, রাজপুর-সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায় মোটা টাকার বিনিময়ে পূর্ত দফতরের জমি দখল করে বিক্রি করে দেন। দলীয় কাউন্সিলরের বিরুদ্ধে আঙুল তুলেছেন ওই ওয়ার্ডের তৃণমূল সভাপতিও। যদিও সব অভিযোগ অস্বীকার শাসকদলের কাউন্সিলর। সোনারপুর উত্তরের তৃণমূল বিধায়ক ফিরদৌসি বেগম জানিয়েছেন, অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। 

West Bengal News Live Updates: বিজেপিতে ‘অনুপস্থিতি’-তরজা

পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বৈঠকে অনুপস্থিত শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠদের একাংশ। এ’নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। পাল্টা, জবাব দিয়েছেন সুকান্ত মজুমদার।

WB News Live Updates: রাজ্য সরকারের স্কুলশিক্ষায় বিশেষজ্ঞ কমিটিতে ব্যাপক রদবদল

রাজ্য সরকারের স্কুলশিক্ষায় বিশেষজ্ঞ কমিটিতে ব্যাপক রদবদল। সূত্রের খবর, পুরনো কমিটি ভাঙলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু 

West Bengal News Live Updates: নারদ মামলায় আদালতে হাজিরা দিলেন ফিরহাদ,মদন, শোভন

নারদ মামলায় আজ ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দিলেন ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। আদালতে তিনজনের আইনজীবী দাবি করেন, আদালতের কাছে তথ্যপ্রমাণের আসল নথি নেই। সেই কারণে তাঁরা অভিযোগ মিলিয়ে দেখতে পারছেন না। এছাড়া, IPS অফিসার এসএমএইচ মির্জার তরফে জানতে চাওয়া হয়, ১৩ জনের নামে অভিযোগ থাকলেও, ৫ জনের নাম চার্জশিটে রয়েছে। বাকিদের নাম কোথায় গেল? জানতে চাওয়া হয় এসএমএইচ মির্জার তরফে। ১১ জুলাই ব্যাঙ্কশাল আদালতে নারদ মামলার পরবর্তী শুনানি। 

WB News Live Updates: মেদিনীপুর পুরসভার বিরুদ্ধে বিনা নোটিসে বাড়ি ভাঙার অভিযোগ

মেদিনীপুর পুরসভার বিরুদ্ধে বিনা নোটিসে বাড়ি ভাঙার অভিযোগ উঠল। ১৩ নম্বর ওয়ার্ডের নানুরচকের বাসিন্দা টুম্পা জানার দাবি, বাড়ির বৈধ কাগজ থাকা সত্ত্বেও না জানিয়ে আজ ভাঙতে শুরু করে মেদিনীপুর পুরসভা। বিষয়টি জানা নেই, দাবি স্থানীয় তৃণমূল কাউন্সিলরের।

West Bengal News Live Updates: নদিয়ার গাংনাপুরে গৃহবধূর মৃত্যু তদন্তে নয়া মোড়

নদিয়ার গাংনাপুরে গৃহবধূকে গণধর্ষণ ও কীটনাশক খাইয়ে খুনের অভিযোগে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হল নির্যাতিতার মৃতদেহ। এদিন রানাঘাটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্রাট বাগচীর উপস্থিতিতে মৃতদেহ তোলা হয়। উপস্থিত ছিলেন রানাঘাটের এসডিপিও প্রবীর মণ্ডল ও গাংনাপুর থানার ওসি। ৬ মার্চ, গণধর্ষণের অভিযোগ ওঠে। গৃহবধূকে কীটনাশক খাইয়ে খুনের চেষ্টা হয় বলে অভিযোগ। ১৪ মার্চ, হাসপাতালে মৃত্যু হয় নির্যাতিতার।

WB News Live Updates: ভুয়ো শংসাপত্র দাখিল করে ম্যানেজার পদে চাকরি করার অভিযোগ

গ্রুপ ডি পদে যোগ দিয়ে ১০ বছরের মধ্যে সমবায় ব্যাঙ্কের ম্যানেজার। শিক্ষাগত যোগ্যতার ভুয়ো শংসাপত্র দাখিল করে ম্যানেজার পদে চাকরি করার অভিযোগ উঠল নন্দীগ্রামের বিজেপি নেতার স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগকারী পূর্ব মেদিনীপুরের তমলুক সমবায় ব্যাঙ্কের অন্যতম ডিরেক্টর ও স্থানীয় তৃণমূল নেতা তরুণ মণ্ডল। অভিযুক্ত মহিলার স্বামীও নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ছিলেন। বিধানসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দেন। বিজেপি নেতার দাবি, যে সংস্থা থেকে স্ত্রীর শংসাপত্র মিলেছিল, সেটি ভুয়ো জানা ছিল না। তৃণমূল থেকে বিজেপিতে গেলেই অভিযোগ, কটাক্ষ গেরুয়া শিবিরের। চোরের মায়ের বড় গলা, পাল্টা জবাব তৃণমূলের।

West Bengal News Live Updates: মাধবী মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল

অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর, গতকাল যে পরীক্ষাগুলি করা হয়েছিল, তা উদ্বেগজনক নয়। আজও কয়েকটি পরীক্ষা করা হবে। কথাবার্তা বলছেন প্রবীণ অভিনেত্রী। গতকাল ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক সমস্যা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন মাধবী মুখোপাধ্যায়।

WB News Live Updates: তীব্র গরমের মধ্যেই আজ রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স

তীব্র গরমের মধ্যেই আজ রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স। ইঞ্জিনিয়ারিং কলেজে প্রবেশিকা জয়েন্ট এন্ট্রান্স হচ্ছে দুটি পর্বে। সকাল ১১টা দুপুর ১টা ও দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় এক লক্ষ। মোট পরীক্ষা কেন্দ্র ২৭৭টি। এর সিংহভাগ রাজ্যে হলেও, ত্রিপুরা ও অসমেও কয়েকটি পরীক্ষা কেন্দ্র রয়েছে। 

West Bengal News Live Updates: দুই জেলায় দাঁতালের তাণ্ডব

দুই জেলায় হাতির তাণ্ডব। ঝাড়গ্রামের পুকুরিয়া, ঢোলাকাট-সহ একাধিক গ্রামে রাতভর দাপিয়ে বেড়ায় একটি দলছুট দাঁতাল। আতঙ্কে ঘুম উড়ে যায় গ্রামবাসীদের। বন দফতরের কর্মীরা আসার আগেই সকালে নিজেই জঙ্গলে ফিরে যায় হাতি।অন্যদিকে, গতকাল সন্ধেয় পশ্চিম বর্ধমানের কাঁকসার গোপালপুরেও তাণ্ডব চালায় একটি হাতি। ভেঙে দেয় রাস্তায় দাঁড় করানো গাড়ির কাচ। বন দফতর সূত্রে খবর, বাঁকুড়া থেকে দামোদর পেরিয়ে কাঁকসায় ঢোকে দাঁতালটি। এলাকায় রয়েছেন বন দফতরের কর্মীরা। হাতির সন্ধান মেলেনি। 

WB News Live Updates: ভোরবেলা জোকা ইএসআই হাসপাতালের সামনে দুর্ঘটনা

ভোরবেলা জোকা ইএসআই হাসপাতালের সামনে দুর্ঘটনা। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল মহিলা পথচারীর। পুলিশ সূত্রে খবর, গাড়ির ধাক্কায় মহিলার মাথায় ও পায়ে গুরুতর আঘাত লাগে। অচৈতন্য অবস্থায় রাস্তায় পড়েছিলেন মহিলা। ঠাকুরপুকুর থানার পুলিশ এসে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়। গাড়ি চালক পলাতক।

West Bengal News Live Updates: গড়বেতার একাধিক জায়গায় উদ্ধার মাও-পোস্টার, গ্রেফতার ৭

পশ্চিম মেদিনীপুরে গড়বেতার ৭টি জায়গা থেকে মাওবাদীদের নামে পোস্টার উদ্ধারের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে ২ জন ঝাড়গ্রাম ও ৫ জন গড়বেতার বাসিন্দা। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, ধৃত জয়ন্ত সামন্তর বিরুদ্ধে পুরনো মামলা রয়েছে। গড়বেতার গনগনি-সহ ৭টি জায়গা থেকে মাওবাদীদের নামে পোস্টার মেলে। 

WB News Live Updates: 'ঝামেলা থেকে বাঁচতে দিল্লি গেছেন মমতা'

ঝামেলা থেকে বাঁচতে দিল্লি গেছেন। উনি অনেক লোকের কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন, যাঁরা দেবেন তাঁদের সঙ্গে দেখা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়া নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের।

West Bengal News Live Updates: মধ্যমগ্রামের মদনপুরে বোমা নিয়ে চুরি করতে আসার অভিযোগ

মধ্যমগ্রামের মদনপুরে বোমা নিয়ে চুরি করতে আসার অভিযোগ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে মিলল দু’-দুটি তাজা বোমা। এমনই অভিযোগ স্থানীয়দের। এরপর আজ সকালে এলাকায় খোঁজ মেলে আরও দুই দুষ্কৃতীর। তাদের গাছে বেঁধে চলে মারধর। অভিযোগ, গতকাল রাতে মধ্যমগ্রামের মদনপুরের একটি গেঞ্জি কারখানায় চুরি করতে ঢোকে এক দুষ্কৃতী। তাকে ধরে ফেলেন স্থানীয়রা। ওই দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করে পাশের একটি গুদাম থেকে ২টি তাজা বোমা উদ্ধার হয়। 

WB News Live Updates: উল্টোডাঙা উড়ালপুলের নীচে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক ব্যক্তি

সাতসকালে উল্টোডাঙা উড়ালপুলের নীচে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর, দূরে পড়েছিল হেলমেট। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে আরজি কর হাসপাতালে নিয়ে যায় লেকটাউন থানার পুলিশ। উড়ালপুল ছিটকে পড়ে দুর্ঘটনা কিনা, খতিয়ে দেখা হচ্ছে।

West Bengal News Live Updates: গরমে শীতের খোঁজে

দক্ষিণবঙ্গে যখন গরমে যখন নাভিশ্বাস অবস্থা, তখন পাহাড়ে একেবারে মনোরম পরিবেশ। দার্জিলিংয়ে প্রায় কোনও হোটেল, হোমস্টে ফাঁকা নেই। পর্যটন ব্যবসায়ীদের একেবারে পৌষ মাস অবস্থা। 

WB News Live Updates: অভিভাবকের মৃত্যুকে কেন্দ্র করে আসানসোল শহরে স্কুলের সামনে উত্তেজনা

পথ দুর্ঘটনায় অভিভাবকের মৃত্যুকে কেন্দ্র করে আসানসোল শহরে সেন্ট মেরি স্কুলের সামনে উত্তেজনা। গতকাল পথ দুর্ঘটনায় এক স্কুলছাত্রীর মায়ের মৃত্যু হয়। তার জেরে ওই এলাকায় ট্রাফিক ব্যবস্থার দাবিতে আজ সকাল ৭টা থেকে পথ অবরোধ করেন সেন্ট মেরি স্কুলের অভিভাবকরা। আসানসোল দক্ষিণ থানার পুলিশের আশ্বাসে আধঘণ্টা পর অবরোধ ওঠে। 

West Bengal News Live Updates: অর্জুন সিং-কে তৃণমূলে স্বাগত জানানোয় কটাক্ষ দিলীপের

এখানকার পার্টিগুলো ফুটবল ক্লাব হয়ে গেছে। যে কোনও সময় যে কেউ যেতে পারে। দোলা সেন অর্জুন সিং-কে তৃণমূলে স্বাগত জানানোয় কটাক্ষ দিলীপ ঘোষের। 

WB News Live Updates: দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

ধীরে হলেও শুরু হয়েছে আবহাওয়ার পরিবর্তন। গতকালের মতো আজও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

West Bengal News Live Updates: ঘন ঘন হচ্ছে লোডশেডিং

একে তীব্র গরম। তারওপর ঘন ঘন হচ্ছে লোডশেডিং। প্রতিবাদে শুক্রবার দুর্গাপুর স্টিল প্ল্যান্টের প্রশাসনিক ভবনে বিক্ষোভ দেখালেন দুর্গাপুর স্টিল টাউনশিপের বাসিন্দাদের একাংশ। ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পল্লবরঞ্জন নাগের নেতৃত্বে চলে বিক্ষোভ। খালি গায়ে, পাখা হাতে অভিনব প্রতিবাদ করেন তিনি। তবে প্রশাসনিক ভবনে ঢোকার আগেই উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভকারীদের CISF জওয়ানরা বাধা দিলে, ধস্তাধস্তি শুরু হয়ে যায়। 

WB News Live Updates: বেসরকারি অর্থলগ্নি সংস্থার এক কর্মী সহ ২জনকে অপহরণ

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থেকে বেসরকারি অর্থলগ্নি সংস্থার এক কর্মী সহ ২জনকে অপহরণের অভিযোগ। কলকাতার সার্ভে পার্কের গেস্ট হাউস থেকে উদ্ধার। গ্রেফতার করা হয়েছে ৬ অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, গাড়ি কেনার জন্য ঋণ নেওয়ার কথা বলে অপহরণকারীরা অর্থলগ্নি সংস্থার কর্মীকে ডাকে। অভিযোগ, বুধবার সন্ধ্যায় বন্ধুকে সঙ্গে নিয়ে গেলে ২জনকেই অপহরণ করা হয়। পরিবারের দাবি, রাতে ফোন করে দাবি করা হয় ৪ লক্ষ টাকা মুক্তিপণ। দেড় লক্ষা টাকায় রফা হয়। পাশাপাশি, পরদিন সকালে অভিযোগ জানানো হয় থানায়। পুলিশ সূত্রে দাবি, মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে গতকাল গভীর রাতে সার্ভে পার্ক থেকে উদ্ধার করা হয় ২জনকে। গ্রেফতার করা হয় অপহরণকারীদের।

West Bengal News Live Updates: মুখ্যমন্ত্রীকে চিঠি অর্জুনের

কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়-সহ চার রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। পাটের দাম বেঁধে দেওয়ার ইস্যুতে চাইলেন বাংলার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ। তাহলে কি ফের পুরনো দলেই নাম লেখাতে চলেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ? আজও জারি রইল তরজা।

WB News Live Updates: কলকাতা পুলিশের বিরুদ্ধে আদালতের নির্দেশ বিকৃত করার অভিযোগ

কলকাতা পুলিশের বিরুদ্ধে আদালতের নির্দেশ বিকৃত করার অভিযোগ তুলল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চে দায়ের হল FIR। 

প্রেক্ষাপট

কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paragana) মগরাহাট থেকে বেসরকারি (Private) অর্থলগ্নি সংস্থার এক কর্মী সহ ২জনকে অপহরণের অভিযোগ। কলকাতার (Kolkata) সার্ভে পার্কের গেস্ট হাউস থেকে উদ্ধার। গ্রেফতার (Arrested) করা হয়েছে ৬ অভিযুক্তকে। পুলিশ (Police) সূত্রে খবর, গাড়ি কেনার জন্য ঋণ নেওয়ার কথা বলে অপহরণকারীরা অর্থলগ্নি সংস্থার কর্মীকে ডাকে। অভিযোগ, বুধবার সন্ধ্যায় বন্ধুকে সঙ্গে নিয়ে গেলে ২জনকেই অপহরণ করা হয়। পরিবারের দাবি, রাতে ফোন করে দাবি করা হয় ৪ লক্ষ টাকা মুক্তিপণ। দেড় লক্ষা টাকায় রফা হয়। পাশাপাশি, পরদিন সকালে অভিযোগ জানানো হয় থানায়। পুলিশ সূত্রে দাবি, মোবাইল (Mobile) ফোনের (Phone) টাওয়ার লোকেশন (Tower Location) ট্র্যাক করে গতকাল গভীর রাতে সার্ভে পার্ক থেকে উদ্ধার করা হয় ২জনকে। গ্রেফতার করা হয় অপহরণকারীদের।


পাট নিয়ে মোদি (Modi) সরকারের (Govt) সঙ্গে বিজেপি সাংসদ (BJP MP) অর্জুন সিংহের (Arjun Singh) সংঘাত কি আরও বাড়ল? এ নিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলকে আগেই চিঠি দিয়েছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। আর এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপের দাবি করে চিঠি দিলেন অর্জুন! 


একে তীব্র গরম। তারওপর ঘন ঘন হচ্ছে লোডশেডিং। প্রতিবাদে শুক্রবার দুর্গাপুর স্টিল প্ল্যান্টের প্রশাসনিক ভবনে বিক্ষোভ দেখালেন দুর্গাপুর স্টিল টাউনশিপের বাসিন্দাদের একাংশ। ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পল্লবরঞ্জন নাগের নেতৃত্বে চলে বিক্ষোভ। খালি গায়ে, পাখা হাতে অভিনব প্রতিবাদ করেন তিনি। তবে প্রশাসনিক ভবনে ঢোকার আগেই উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভকারীদের CISF জওয়ানরা বাধা দিলে, ধস্তাধস্তি শুরু হয়ে যায়। 


এবার রাজ্যের শিক্ষা ব্যবস্থার কড়া সমালোচনা করলেন রাজ্যপাল। আজ কেন্দ্রের প্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার সমাবর্তনে যোগ দেন জগদীপ ধনকড়। সেখানে তিনি বলেন, চারপাশে শিক্ষা ব্যবস্থার অবস্থা দেখে তাঁর রাতে ঘুম আসে না। এছাড়াও রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি নিয়েও কটাক্ষ করেন রাজ্যপাল।                                                                                                                         


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.