West Bengal News Live: রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে ঝালদার ৭ বিরোধী কাউন্সিলরের মামলা
WB News Live: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে।
নিয়োগ দুর্নীতি মামলায় জেলে মিডলম্যান প্রসন্ন রায়, স্ত্রীর ফ্ল্যাটে সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় নিউটাউনে ধৃত প্রসন্ন রায়ের স্ত্রীর ফ্ল্যাটে সিবিআই তল্লাশি। ৩ ঘণ্টা পার, এখনও চলছে তল্লাশি।
চিত্তরঞ্জন সেবা সদন হাসপাতালে প্রসূতির শ্লীলতাহানির অভিযোগ। জোর করে হাসপাতালের ছাদে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ। ২জনের বিরুদ্ধে মারধর করে শ্লীলতাহানির অভিযোগ
ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হাসপাতাল কর্তৃপক্ষের। অভিযোগকারিণীর সঙ্গে কথা বলে তদন্তে ভবানীপুর থানার পুলিশ। সিসি ফুটেজ সংগ্রহ করে তদন্তে ভবানীপুর থানার পুলিশ। চিকিৎসার জন্য অভিযোগকারিণীকে আনা হল এসএসকেএমে
বাবার হাত ধরে স্কুল যাওয়ার পথে লরি পিষে দিয়েছিল সাত বছরের সৌরনীলকে। সেই দুর্ঘটনা শুধু তার মা-বাবাকে সন্তানহারা করেনি। গোটা পরিবারটাকে ছারখার করে দিয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সৌরনীলের বাবা এখনও হাসপাতালে। তাঁর একটা পা বাদ দিতে হতে পারে বলেও আশঙ্কা করছেন চিকিৎসকরা। এরপর সংসার চলবে কীকরে, ভেবে SSKM-এর ট্রমা কেয়ারের বাইরে চোখের জল ফেলছেন সৌরনীলের মা।
'সবার জন্য বাড়ি' প্রকল্পে টাকা না পাওয়ার অভিযোগে হাইকোর্টে মামলা। রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে ঝালদার ৭ বিরোধী কাউন্সিলরের মামলা। বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে মামলা ঝালদার ৭ বিরোধী কাউন্সিলরের
বহুমূল্যের লাল চন্দনকাঠ বিদেশে পাচারের ছক বানচাল করল পুলিশ। কলকাতা বিমানবন্দর থেকে হাতেনাতে তিন পাচারকারীকে গ্রেফতার করল NSCBIA থানা। পুলিশ সূত্রে খবর, দিল্লি হয়ে হংকংয়ে লাল চন্দনকাঠ পাচারের পরিকল্পনা ছিল। ৭টি ব্য়াগ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২০০ কেজি লাল চন্দনকাঠ। ধৃত তিনজনই খিদিরপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, এদিন লাগেজ স্ক্যানিংয়ের সময় ব্যাগগুলিতে কাঠ দেখতে পান বিমানবন্দরের কর্মীরা। চন্দনকাঠ পাচারের রুট মূলত দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্য়। এ রাজ্যে উত্তরবঙ্গ দিয়েই মূলত কাঠ পাচার হয়। লাল চন্দনকাঠ এভাবে কলকাতা দিয়ে পাচারের ছক প্রায় নজিরবিহীন বলেই মনে করছে পুলিশ। নেপথ্যে বড়সড় চক্র বলে অনুমান।
রাণাঘাটে গয়নার শোরুমে ডাকাতির পর, দুষ্কৃতীদের এলোপাথাড়ির গুলির মুখেও তাদের ধাওয়া করেছিলেন অকুতোভয় ASI রতন রায়। পায়ে গুলি চালিয়ে দুই দুষ্কৃতীকে ধরেও ফেলেন তিনি। সাহসের জন্য় এখন সবার কাছে বাহবা কুড়োচ্ছেন তিনি। তবে রতন রায়ের স্পষ্ট কথা, এটাই তো পুলিশের কাজ! নাহলে দুষ্কৃতীরা ভয় পাবে কেন?
রতন রায়। সেনকোর শোরুমে ডাকাত পড়ার খবর পেয়েই ছুটে যান রানাঘাট থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রতন রায়। সঙ্গে ছিলেন সাব ইন্সপেক্টর আলতাফ হোসেন। দুষ্কৃতীদের লাগাতার গুলির মুখেও কোনওভাবেই পিছু হঠেননি। বরং, ধাওয়া করে সশস্ত্র ডাকাত দলের সদস্যদের ধরেন এই দুই পুলিশ অফিসার। দিকে দিকে তাদের প্রশংসা। তার মধ্যেই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রতন রায়ের মন্তব্য, আলাদা করে কিছু নয়, একজন উর্দিধারীর যা কর্তব্য, সেটাই পালন করেছি।
সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপে দুর্নীতির অভিযোগ। অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়ের করল CBI। 'বাংলার বহু স্কুল থেকে সংখ্যালঘু স্কলারশিপের জন্য অনেক আবেদন জমা পড়েছে'। জমা পড়া আবেদনের বেশিরভাগই ভুয়ো, সংখ্যালঘু উন্নয়নমন্ত্রক সূত্রে দাবি। ২০১৭-২০২২ সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপের নামে প্রায় ১৪৪ কোটি টাকা তছরুপের অভিযোগ। দুর্নীতি দমন আইন ও অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণার ধারায় মামলা রুজু। ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে দেড়হাজারের বেশি প্রতিষ্ঠানের মূল্যায়ণ করা হয়। অভিযোগ, সেই মূল্য়ায়ণে ২১টি রাজ্যে এমন ৮৩০টি প্রতিষ্ঠানের সন্ধান মিলেছে। একুশ রাজ্যের মধ্যে বিজেপি শাসিত অসম, উত্তরপ্রদেশ রয়েছে। তৃণমূল শাসিত বাংলা এবং কংগ্রেস শাসিত রাজস্থানও আছে। অসমে এমন গোলমেলে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২২৫। কর্ণাটকে এই ভুয়ো প্রতিষ্ঠানের সংখ্যাটি হল ১৬২। উত্তরপ্রদেশে সংখ্যালঘু-স্কলারশিপে জালিয়াতিতে অভিযুক্ত ১৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠান। কংগ্রেস শাসিত রাজস্থানে এই সংখ্যাটা হল ৯৯
বিরোধী জোট ইন্ডিয়ার মিশন ২৪ । কাল-পরশু মুম্বইয়ে বৈঠকে বিরোধীরা। পাটনা, বেঙ্গালুরুর পর এবার মুম্বইয়ে বিরোধীদের বৈঠক । বিরোধীদের বৈঠকে যোগ দিতে মুম্বই রওনা তৃণমূলনেত্রীর
অমিতাভ বচ্চনের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী। অমিতাভ বচ্চনকে রাখি পরাতে জলসায় মমতা বন্দ্যোপাধ্যায়
গ্যাসের দামে ২০০ টাকা ছাড়, গ্রামে ঢ্যাঁড়া পিটিয়ে প্রচার কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর । ঢাক বাজিয়ে বাঁকুড়ার গ্রামে গিয়ে প্রচার কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুভাষ সরকারের । চব্বিশের ভোটের আগে শুধুই নাটক, বিজেপিকে কটাক্ষ তৃণমূলের ।
দত্তপুকুর বিস্ফোরণের পর বেআইনি বাজি রুখতে পুলিশের তল্লাশি, ধরপাকড়। দত্তপুকুরের পর এবার বারাসাতেও মিলল বেআইনি বাজির হদিশ। বারাসাতের আক্রমপুরে দুটি গুদামে হানা
নিষিদ্ধ শব্দবাজি-সহ মোট ৫৮ টন বাজি উদ্ধার । আমডাঙায় ৩ ট্রাক ভর্তি বেআইনি শব্দবাজি বাজেয়াপ্ত। ঘোলায় বাজেয়াপ্ত ৩ ট্রাক ভর্তি বেআইনি শব্দবাজি । আমডাঙা ও ঘোলা মিলিয়ে প্রায় ৫০ টন নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার । বাজেয়াপ্ত ৩০ লক্ষ টাকার বেআইনি বাজি, গ্রেফতার ৪
ব্যারাকপুর চিড়িয়ামোড়ে যুবক খুন। ব্যারাকপুরে পুলিশ কমিশনারের অফিসের সামনে যুবককে খুন। মদ্যপানের টাকা না দেওয়ায় দুষ্কৃতীদের বিরুদ্ধে রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ
বকেয়ার দাবিতে তৃণমূলের দিল্লিতে সমাবেশে 'না' পুলিশের। ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে ২ অক্টোবর দিল্লিতে সমাবেশ তৃণমূলের । রামলীলা ময়দানে তৃণমূলের সমাবেশের অনুমতি দিল না দিল্লি পুলিশ। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দিল্লিতে সমাবেশের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ২ অক্টোবর তৃণমূলের সেই সমাবেশের অনুমতি দিল না অমিত শাহের পুলিশ
মেলেনি হাজিরার নোটিস, ফের দাবি সুজিত বসুর। 'এখনও পর্যন্ত হাজিরা দেওয়ার জন্য সিবিআই-এর কোনও নোটিস পাইনি'। রাখি বন্ধনের অনুষ্ঠানে যোগ দিয়ে দাবি দমকলমন্ত্রীর । পুর নিয়োগ দুর্নীতি মামলায় দমকলমন্ত্রীকে ৩১ অগাস্ট তলব, সিবিআই সূত্রে দাবি।
যাদবপুরকাণ্ডের রেশ কাটার আগে ফের র্যাগিংয়ের অভিযোগ
এবার গুরুদাস কলেজে র্যাগিংয়ের অভিযোগ
আদালতের সম্মতিতে ২ প্রাক্তনীর বিরুদ্ধে এফআইআর পুলিশের
২ প্রাক্তনীর বিরুদ্ধে র্যাগিং বিরোধী ধারায় এফআইআর
TMCP নেতার বিরুদ্ধে ইউজিসির-র কাছে অভিযোগ কলেজের এক ছাত্রের
র্যাগিংয়ের অভিযোগ অস্বীকার TMCP নেতার
আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজে এবার পোশাকে শৃঙ্খলার নির্দেশিকা। 'ছেঁড়া জিন্স বা 'অশালীন' পোশাক পরব না', ভর্তির আগে এভাবেই মুচলেকা দিতে হচ্ছে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের। মিন্টো পার্কের আচার্য জগদীশচন্দ্র বোস কলেজের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। সাবালক পড়ুয়াদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন।
বাগুইআটিতে আক্রান্ত প্রতিবাদী যুবক। 'শ্লীলতাহানি'র প্রতিবাদ করে আক্রান্ত যুবক, ধারাল অস্ত্র দিয়ে প্রতিবাদীকে এলোপাথাড়ি কোপ। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে আটকে রেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে অভিযুক্ত যুবককে পালিয়ে যেতে সাহায্য করে, দাবি স্থানীয় বাসিন্দাদের।
এখনও পর্যন্ত হাজিরা দেওয়ার জন্য সিবিআই-এর তরফে কোনও নোটিস পাননি সুজিত বসু। রাখি বন্ধনের অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই দাবি করলেন দমকলমন্ত্রী। পুর দুর্নীতি মামলায় দমকলমন্ত্রী সুজিত বসুকে তলব করে সিবিআই। ৩১ অগাস্ট সকাল ১১টায় নিজাম প্যালেসে সুজিত বসুকে হাজিরা দিতে বলা হয়। যে সময় পুর নিয়োগ দুর্নীতি হয়েছে বলে অভিযোগ সেসময় সুজিত বসু ছিলেন দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান। কিন্তু সুজিত বসুর দাবি এখনও পর্যন্ত সিবিআই-এর কোনও চিঠি তিনি হাতে পাননি।
নদিয়া, পুরুলিয়ায় সেনকোর শোরুমে ফিল্মি কায়দায় জোড়া ডাকাতি! রানাঘাটে ডাকাতির মুহূর্তের হাড়হিম করা ছবি ধরা পড়েছে সিসিটিভিতে। রানাঘাটে ডাকাতির ঘটনায় কল্যাণী-কানেকশন! মাস দেড়েক আগে কল্যাণীতে রেলের অস্থায়ী কর্মী পরিচয়ে ঘরভাড়া নেয় দুষ্কৃতীরা। কল্যাণী বি ব্লকের একটি বাড়িতে ২টি ঘরভাড়া নেয় দুষ্কৃতীরা
বাড়ি মালিককে রানাঘাট থানায় জিজ্ঞাসাবাদ। পুরুলিয়াতেও ডাকাতির আগে রেকি দুষ্কৃতীদের। দু’দিন আগে ক্রেতা সেজে শোরুমে এসেছিল ২ জন, দাবি মালিকের। পুরুলিয়ার ঘটনায় এখনও অধরা দুষ্কৃতীরা। জোড়া ডাকাতির নেপথ্যে একই গ্যাং কি না খতিয়ে দেখছে পুলিশ
লাল চন্দন পাচারের ছক বানচাল। কলকাতা বিমানবন্দরে হাতেনাতে গ্রেফতার ৩। দিল্লি হয়ে হংকংয়ে লাল চন্দন পাচারের চেষ্টা। উদ্ধার ২১৪ কেজি লাল চন্দন। নেপথ্যে বড়সড় চক্র। অনুমান তদন্তকারীদের।
যাদবপুরকাণ্ডের রেশ কাটার আগে ফের র্যাগিংয়ের অভিযোগ। এবার গুরুদাস কলেজে র্যাগিংয়ের অভিযোগ । TMCP নেতার বিরুদ্ধে ইউজিসির-র কাছে অভিযোগ কলেজের এক ছাত্রের। আদালতের সম্মতিতে ২ প্রাক্তনীর বিরুদ্ধে এফআইআর পুলিশের। ২ প্রাক্তনীর বিরুদ্ধে র্যাগিং বিরোধী ধারায় এফআইআর। গতকালই ২ প্রাক্তনীকে জিজ্ঞাসাবাদ পুলিশের।
বীরভূমের সুরুলেও বেআইনিভাবে বাজি কারখানা চালানোর অভিযোগ। বোলপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের নন্দময়ী ফায়ার ওয়ার্কস। স্থানীয়দের অভিযোগ, ঘন জনবসতি এলাকায় রমরমিয়ে চলছে বাজি তৈরি। লাইসেন্স ছাড়াই বাজি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। যদিও কারখানার মালিকের দাবি লাইসেন্স পুনর্নবীকরণ করেনি জেলা প্রশাসন। জেলা প্রশাসন লাইসেন্স পুনর্নবীকরণ না করায়, ২০১৯ থেকে কারখানায় বাজি তৈরি বন্ধ।
সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপে দুর্নীতির অভিযোগ। অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়ের করল CBI. বাংলার বহু স্কুল থেকে সংখ্যালঘু স্কলারশিপের জন্য অনেক আবেদন জমা পড়েছে, জমা পড়া আবেদনের বেশিরভাগই ভুয়ো, সংখ্যালঘু উন্নয়নমন্ত্রক সূত্রে দাবি।
দত্তপুকুর বিস্ফোরণের ৩ দিনের মাথায়, মুখ খুললেন মৃত সামসুর আলির মা আসুরা বিবি। তাঁর দাবি, পেশায় দিনমজুর সামসুরকে টাকার লোভ দেখিয়েছিল কেরামত। ওর চাপেই সামসুরের বাড়ির সামনের অংশে বাজি কারখানা তৈরি হয়। মৃত সামসুরের মায়ের দাবি, প্রথমে আলু বোমা তৈরি হলেও টাকার লোভে বোমা বানানো শুরু করেছিল কেরামতরা।
দত্তপুকুর বিস্ফোরণের পর বেআইনি বাজি রুখতে পুলিশের তল্লাশি, ধরপাকড়। দত্তপুকুরের পর এবার বারাসাতেও মিলল বেআইনি বাজির হদিশ। বারাসাতের আক্রমপুরে দুটি গুদামে হানা। নিষিদ্ধ শব্দবাজি-সহ মোট ৫৮ টন বাজি উদ্ধার। আমডাঙায় ৩ ট্রাক ভর্তি বেআইনি শব্দবাজি বাজেয়াপ্ত। ঘোলায় বাজেয়াপ্ত ৩ ট্রাক ভর্তি বেআইনি শব্দবাজি।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার ডায়মন্ড হারবার পুরসভাকে নোটিস ইডির। ধৃত অয়ন শীলের সংস্থার মাধ্যমে ডায়মন্ড হারবার পুরসভায় নিয়োগ, ইডি সূত্রে খবর। নিয়োগ নিয়ে বিস্তারিত তথ্য চেয়ে নোটিস ইডির।
নদিয়ার নাকাশিপাড়ায় খুন তৃণমূলকর্মী। তৃণমূলকর্মীকে গুলি করে খুনের অভিযোগ পরিবারের। নিহত তৃণমূলকর্মীর নাম মাতিয়াজুল দফাদার। ঘটনায় আরও ২ তৃণমূল কর্মী গুলিবিদ্ধ। গতকাল রাতে নাকাশিপাড়ায় বাম-কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষ। আজ সকালে তৃণমূল আশ্রিত দুষকৃতীরা মাতিয়াজুল দফাদারের বাড়িতে ঢুকে গুলি চালায়। এলাকায় বাম-কংগ্রেসের দাপট বাড়ার নেপথ্যে মাতিয়াজুলদের মদত রয়েছে, এই অভিযোগ তুলে হামলা, দাবি পরিবারের। এর আগে ১৪ অগাস্ট নাকাশিপাড়ায় ছররা গুলিতে আহত হন শিশু, মহিলা-সহ ১৫ জন
ধূপগুড়ি উপনির্বাচনের জন্য ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। এর আগে মোতায়েন করা হয়েছিল ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আরও ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে ধূপগুড়িতে, নির্বাচন কমিশন সূত্রে খবর। ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন।
লিপস অ্যান্ড বাউন্ডসের সহকারী হিসাবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাল লালবাজার। ইডির বিরুদ্ধে ১৬টি এক্সেল ফাইল ডাউনলোডের অভিযোগ জানান চন্দন। সেই অভিযোগের ভিত্তিতেই আজ চন্দনকে তলব করেছে কলকাতা পুলিশ। 'তল্লাশির দিন লিপস অ্যান্ড বাউন্ডসের নিউ আলিপুরের অফিসে ED কী কী করেছিল? কতক্ষণ ধরে তল্লাশি চলেছিল? কোন কোন কম্পিউটার ব্যবহার করা হয়েছিল?' এসব বিষয়েই চন্দনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।
সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপে দুর্নীতির অভিযোগ। অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়ের করল CBI. বাংলার বহু স্কুল থেকে সংখ্যালঘু স্কলারশিপের জন্য অনেক আবেদন জমা পড়েছে, জমা পড়া আবেদনের বেশিরভাগই ভুয়ো, সংখ্যালঘু উন্নয়নমন্ত্রক সূত্রে দাবি। ২০১৭-২০২২ সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপের নামে প্রায় ১৪৪ কোটি টাকা তছরুপের অভিযোগ। দুর্নীতি দমন আইন ও অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণার ধারায় মামলা রুজু।
বহরমপুরের কলেজ ছাত্রী সুতপা চৌধুরী খুনে দোষী সাব্য়স্ত সুশান্ত চৌধুরী। গত বছরের ২ মে সুতপা চৌধুরীকে কুপিয়ে খুন করে সুশান্ত। বৈদ্য়ুতিন তথ্য় প্রমাণ, সিসিটিভি ফুটেজ ও এক সাক্ষীর তোলা ভিডিও ফুটেজের ভিত্তিতে দোষী সাব্য়স্ত।
মধ্যমগ্রাম থেকে গ্রেফতার তৃণমূল ছাত্র পরিষদ নেতা। ভুয়ো কল সেন্টার খুলে ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে। গ্রেফতার তৃণমূল ছাত্র পরিষদ নেতা অভিজিৎ সাহা। মৌমিতা দাস হাজরা নামে এক টেলি কলারকেও গ্রেফতার করেছে পুলিশ। প্রতারণা চক্রের অন্যতম পাণ্ডা ধৃত টিএমসিপি নেতা, পুলিশ সূত্রে দাবি।
এবার আদালতের নজরদারিতেই হবে পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্ত। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্ত সিবিআইয়ের যে সিট করছিল, তারাই পুর নিয়োগ মামলার তদন্ত করবে, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর প্রতিবাদে পথে নামল SFI. জোড়া মিছিলের পর হল সমাবেশ। কর্মসূচির অনুমতি না দিলেও, কোনওভাবে বাধাও দিল না পুলিশ। বাম আমলে কম ছাত্রমৃত্যু হয়েছে? এখন ছাত্রবন্ধু সাজার কোনও মানে হয় না। কটাক্ষ কুণাল ঘোষের।
দুই জেলায় কয়েক ঘণ্টার ব্য়বধানে সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডসের শোরুমে ডাকাতি। নদিয়ার রানাঘাটে ডাকাতি করে পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পাল্টা পুলিশের চালানো গুলিতে আহত হয়েছে ২ দুষ্কৃতী। ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুরুলিয়ায় প্রায় ৮ কোটি টাকার গয়না লুঠ করে চম্পট দিল ডাকাতরা।
প্রেক্ষাপট
চব্বিশের ভোটের আগে মধ্যবিত্তের বড় স্বস্তি। মধ্যরাত থেকেই রান্নার গ্যাসের সিলিন্ডারের (LPG Price) দাম কমল ২০০ টাকা। উজ্জ্বলা প্রকল্পেও ছাড় বেড়ে ৪০০ টাকা।
১৬ মাস পরে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হাজারের নীচে। আরও সিদ্ধান্তের জন্য অপেক্ষা করুন, বার্তা সরকারি সূত্রে। রাখির আগে মহিলাদের উপহার, বার্তা মোদির (Narendra Modi)
২ মাসে ইন্ডিয়া জোটের ২টি বৈঠকেই গ্যাসের দাম কম, এটাই ক্ষমতা। এলপিজি নিয়ে কেন্দ্রকে কটাক্ষ মমতার (Mamata Banerjee)। রাজ্যেও তো নো ভোট টু তৃণমূল স্লোগান, পাল্টা বিজেপি (BJP)।
ডিসেম্বর, জানুয়ারি নয়, নির্ধারিত সময়েই লোকসভা ভোট (Loksabha Election)। মমতার দাবি খারিজ করে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার সূত্রে। জানুয়ারিতে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন।
ইডির (ED) রিপোর্টে সাংসদ অভিষেক (Abhishek Banerjee) লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও। তার বিরুদ্ধে কী তদন্ত? কেন সমন পাঠাননি? প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার। সমন পাঠাব, বলল ইডি।
লিপস অ্যান্ড বাউন্ডসে ইডির তল্লাশিতে কম্পিউটারে ফাইল ডাউনলোড। ব্যক্তিগত কারণের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় আদালত। ঢিলেঢালা মনোভাব, কেন এখনও সিটে? প্রশ্ন বিচারপতির।
এত বড় দুর্নীতি একা মাথার কাজ নয়। পঞ্চায়েত ভোটের (Panchayat Election) সময়ের তৎপরতা এখন কোথায়? পুর-নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় এজেন্সিকে প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার।
এবার থেকে আদালতের নজরদারিতে পুর নিয়োগ (Municipal Election) দুর্নীতির তদন্ত। থাকছে প্রাথমিক নিয়োগ তদন্তে গঠিত সিট-ই। নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার। সিবিআইয়ের (CBI) রিপোর্টে অসন্তোষ।
কোথায় গেল দুর্নীতির টাকা? কেন পুরনো তথ্যে ভরা রিপোর্ট? হাইকোর্টের (Calcutta High Court) প্রশ্নের মুখে সিবিআই। উপর থেকে নীচে নামতে কার বাধা? জানতে চাইলেন বিচারপতি।
উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের মধ্যে সংঘাতের আবহেই হঠাৎ প্রধানমন্ত্রীর ডাক। দিল্লি গেলেন রাজ্যপাল (CV Ananda Bose)। প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে প্রায় ৪৫ মিনিট কথা।
রানাঘাট থেকে পুরুলিয়া। প্রায় এক সময়ে ২ জেলায় সেনকো (Senco) গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের জোড়া শোরুমে সশস্ত্র দুষ্কৃতী হানা। সোনার গয়না, হিরে লুঠ।
বিস্ফোরণের পর থেকেই বেপাত্তা। গ্রামে ফিরতেই বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত তৃণমূল (TMC) নেতার ছেলেকে গ্রামবাসীদের গণপিটুনি। দত্তপুকুরকাণ্ডের পর হঠাৎ হুঁশ ফিরল পুলিশের! পাচারের সময় এসটিএফের অভিযান। ঘোলা, আমডাঙায় ৫ ট্রাক ভর্তি বেশ কয়েক লক্ষ টাকার বাজি বাজেয়াপ্ত।
বহরমপুরে মেসের সামনেই কলেজ ছাত্রীকে কুপিয়ে খুন। দোষী সাব্যস্ত প্রাক্তন প্রেমিক। আজ রায়দানের সম্ভাবনা। বীরভূমের মল্লারপুরে মেয়ে-মাকে খুনের দায়ে তান্ত্রিকের মৃত্যুদণ্ড।
পশ্চিমবঙ্গ (West Bengal) প্রতিষ্ঠা দিবস পালন নিয়েও সংঘাত। সরকারের একপেশে মনোভাবের অভিযোগ তুলে সর্বদল বৈঠকে গরহাজির বিজেপি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -