Bangladeshi Hindu Attacked: এ যেন 'ভিখিরি' পাকিস্তানে (Pakistan Economy) খুশির হাওয়া। একদিনে পাকিস্তানের শেয়ার বাজারের (Pakistan Share Market) সূচক লাফিয়েছে ১২০০ পয়েন্ট। এর পিছনে কি বাংলাদেশে (Bangladesh News) নতুন করে আধিপত্যের বীজ, না অন্য কোনও কারণে লাফাচ্ছে পাক শেয়ার মার্কেট (Stock Market)।
কী এমন হয়েছে পাকিস্তানে
পাকিস্তানি স্টক মার্কেট সোমবার একটি ঐতিহাসিক লাফ দিয়েছে। বেঞ্চমার্ক সূচক 100000 ছাড়িয়েছে। এদিন পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ শক্তিশালী লাফ দিয়ে লেনদেন করছে। সোমবার 2 ডিসেম্বর 2024-এর ট্রেডিং সেশনে পাকিস্তানি বাজার KSE-100-এর বেঞ্চমার্ক স্টক সূচক প্রায় 1200 পয়েন্ট বা 1.23 শতাংশ বেড়ে 102,606 পয়েন্টে বাণিজ্য করেছে। যা একটি রেকর্ড উচ্চতায় হিট করেছে। শেষ সেশনে সূচকটি বন্ধ হয়েছে 101,357 পয়েন্টে।
কেন পাকিস্তানের শেয়ার বাজারে এই লাফ
আইএমএফের কাছ থেকে ৭ বিলিয়ন ডলার সহায়তা পাওয়ার চুক্তির পর থেকে পাকিস্তানের শেয়ারবাজারে প্রবল উচ্ছ্বাস দেখা যাচ্ছে। যে কারণে সূচক এক লাখ পয়েন্ট অতিক্রম করেছে।
শেয়ারবাজারে উত্থানের বড় কারণ মুদ্রাস্ফীতির প্রত্যাশিত হ্রাস। বাজার বিনিয়োগকারীরা মনে করেন, নভেম্বর 2024 সালে মুদ্রাস্ফীতির হার কমতে পারে এবং এটি 6 শতাংশের নীচে নেমে আসতে পারে।
যদিও কিছু বিশেষজ্ঞ এটি 5 শতাংশের নীচে যাওয়ারও অনুমান করছেন। মুদ্রাস্ফীতি হ্রাস সুদের হার কমাবে, যা বর্তমানে দুই অঙ্কে রয়েছে। মুদ্রাস্ফীতির হার কমে যাওয়ায় সুদের হার ১০ শতাংশের নীচে চলে আসতে পারে। যে কারণে পুঁজিবাজারে উচ্ছ্বাস অক্ষুণ্ণ থাকবে বলে আশা করা হচ্ছে।
পাকিস্তানের অর্থনীতিতে কোন খাতের অবদান বেশি
পাকিস্তানে অটো বিক্রি বাড়ছে এবং সুদের হার হ্রাসের কারণে চাহিদা বাড়াতে সাহায্য করেছে। অক্টোবর 2024-এ পাকিস্তানের অটো বিক্রি মাসে-মাসে 27 শতাংশ বেড়েছে। যেখানে বছরে 112 শতাংশ বেড়েছে এই অটো বাজার। পাকিস্তানি বাজার বিশেষজ্ঞদের মতে, কাঠামোগত সংস্কার এবং স্থিতিশীল অর্থনৈতিক সূচকের কারণে সরকারি মালিকানাধীন কোম্পানিতে বিনিয়োগের বিষয়ে বিনিয়োগকারীদের কৌতূহল বেড়েছে। পাকিস্তানি কেন্দ্রীয় ব্যাঙ্ক আসন্ন মুদ্রানীতি কমিটির বৈঠকে সুদের হার কমাতে পারে, যে কারণে পাকিস্তান স্টক এক্সচেঞ্জের উৎসাহ বেশি।
পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের মতে, পাকিস্তানি স্টক মার্কেটের বিশেষজ্ঞরা বিনিয়োগকারীদের তাদের ঝুঁকি সহনশীলতার কথা মাথায় রেখে এবং দীর্ঘমেয়াদি বিষয় মাথায় রেখে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছেন। স্বল্প মেয়াদে বাজারের পূর্বাভাস উপেক্ষা করার পরামর্শ দিচ্ছেন মার্কেট অ্য়ানালিস্টরা।
কেন 'ভিখিরি' পাকিস্তান বলা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায় ?
পাকিস্তানের অর্থনীতির সাম্প্রতিক অতীত বলছে, 'নুন আনতে পান্তা ফুরোনোর' অবস্থা হয়েছিল পাকিস্তানের অর্থনীতির। শাহবাজ শরিফ ক্ষমতায় আসার পর দেশে মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়। যা নিয়ে প্রতিবাদে নামে খোদ পাকিস্তানের জনতা। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, প্রায় সব 'বন্ধু রাষ্ট্রের' কাছে 'থালা হাতে যাওয়ার অবস্থা' হয় পাকিস্তানের। দীর্ঘদিন দেশের এই পরিস্থিতি বদলাতে ইন্টারন্যাশলান মানিটারি ফান্ডের (IMF) কাছে আবেদন জানাচ্ছিল শরিফের দেশ। সম্প্রতি সেই সাহায্য় অনুমোদন করতেই হাসি ফুটেছে পাক শেয়ার বাজারে।
Ration Card Rule: গাড়ি কিনলেই বাতিল হবে আপনার রেশন কার্ড ? কী রয়েছে সরকারের নিয়ম