WB News Live Updates: কলকাতায় নতুন করে ৫ জন ওমিক্রন আক্রান্ত হিসেবে চিহ্নিত

Get the latest West Bengal News and Live Updates:রাজ্যে আরও বাড়ছে ওমিক্রন-আতঙ্ক। আক্রান্ত আরও ৫। বিদেশ না গিয়েও ৪জনের সংক্রমণে উদ্বেগ। জিন পরীক্ষায় গেল হাজার জনের নমুনা।

abp ananda Last Updated: 30 Dec 2021 11:06 PM
West Bengal News Live: গঙ্গাসাগর মেলার আগেই সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে, জানালেন মুখ্যমন্ত্রী

বিধি মেনেই গঙ্গাসাগর মেলা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। মেলার আগেই সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে বলে, জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক। মেলা নিয়ে কটাক্ষ করেছে সিপিএম ও বিজেপি।

WB News Live Updates: বিধাননগর পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী ঘিরে অসন্তোষ

বিধাননগর পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী ঘিরে অসন্তোষ। মধ্যমগ্রাম লাগোয়া বিধাননগর পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী পিনাকী নন্দী। পিনাকী নন্দীকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, আগে ছিলেন সুস্মিতা দাস। ১ নম্বর ওয়ার্ডে গণেশ চন্দ্র রায়কে প্রার্থী করার দাবিতে বিক্ষোভ।

West Bengal News Live: সল্টলেকের নয়াপট্টিতে আবর্জনার ভ্যাটে বিস্ফোরণে জখম দুই বালক

সল্টলেকের নয়াপট্টিতে আবর্জনার ভ্যাটে বিস্ফোরণে জখম দুই বালক। দু’জনকেই বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিত্‍সা করানো হয়।  প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো ব্যাটারি থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

WB News Live Updates: হাওড়া পুরসভা সংশোধনী বিল নিয়ে ভুল তথ্য, স্বীকার করলেন অ্যাডভোকেট জেনারেল

হাওড়া পুরসভা সংশোধনী বিল নিয়ে আদালতে ভুল তথ্য পেশ করা হয়েছিল। কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে তার দায় স্বীকার করলেন অ্যাডভোকেট জেনারেল। ৬ জানুয়ারি, মামলার পরবর্তী শুনানিতে ত্রুটি সংশোধনের জন্য আবেদনপত্র দাখিল করবেন তিনি। ওইদিনই রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

West Bengal News Live: STF’এর দায়িত্ব দেওয়া হচ্ছে জ্ঞানবন্ত সিংকে, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী

সৌমেন মিত্রর অবসরের পর, কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন বিনীত গোয়েল। ADG CID’র পাশাপাশি STF’এর দায়িত্ব দেওয়া হচ্ছে জ্ঞানবন্ত সিংকে। অতিরিক্ত পুলিশ কমিশনার হচ্ছেন প্রবীণকুমার ত্রিপাঠী।

WB News Live Updates: কলকাতায় নতুন করে ৫ জন ওমিক্রন আক্রান্ত হিসেবে চিহ্নিত

কলকাতায় লাফিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। নতুন করে ৫ জন ওমিক্রন আক্রান্ত হিসেবে চিহ্নিত। ব্রিটেন ফেরত ২ যাত্রী ওমিক্রন আক্রান্ত। ৪৪ বছরের এক ব্যক্তি এবং এক শিশুর শরীরে ওমিক্রনের হদিশ। ওমিক্রন আক্রান্ত ব্যক্তি কৈখালির বাসিন্দা। ওমিক্রন আক্রান্ত শিশুর বাড়ি আলিপুরে। ২ জনই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। ব্রিটেন ফেরত সল্টলেকের বাসিন্দা এক মহিলাও ওমিক্রন আক্রান্ত। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন ওই মহিলা। ব্রিটেন ফেরত ২ জন ভর্তি দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে।আপাতত রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬।

West Bengal News Live: তৃণমূলের প্রার্থী তালিকায় চমক, বিধাননগরে ৩১ নম্বর ওয়ার্ডে প্রার্থী সব্যসাচী দত্ত

তৃণমূলের প্রার্থী তালিকায় (TMC Candidate List) চমক। ৩১ নম্বর ওয়ার্ডে প্রার্থী সব্যসাচী দত্ত। ২৯ নম্বর ওয়ার্ডে প্রার্থী কৃষ্ণা চক্রবর্তী। ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী দেবরাজ চক্রবর্তী। ৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন তাপস চট্টোপাধ্যায়ের মেয়ে আরাত্রিকা ভট্টাচার্য। ৩৩ নম্বর ওয়ার্ডে বাণীব্রত বন্দ্যোপাধ্যায়।বাদ গেলেন শৈলেন মান্নার মেয়ে নীলাঞ্জনা মান্না। শিলিগুড়ির ৩৩ নম্বরও ওয়ার্ডে প্রার্থী গৌতম দেব (WB Municipal Election)।

WB News Live Updates: দুর্গাপুরে পাট্টা দেওয়ার নাম করে সরকারি জমি বিক্রি করে দেওয়ায় অভিযুক্ত তৃণমূল নেতা

দুর্গাপুরে পাট্টা দেওয়ার নাম করে সরকারি জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। দুর্নীতির অভিযোগ মেনে নিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। প্রতিক্রিয়া জানতে ফোন করা হলে, ফোন ধরেননি অভিযুক্ত তৃণমূল নেতা।

West Bengal News Live: ভারতে প্রথম ওমিক্রন আক্রান্তের মৃত্যু

ভারতে প্রথম ওমিক্রন (First Omicron Death in India) আক্রান্তের মৃত্যু। নাইজেরিয়া (Nigeria) ফেরত ৫২ বছর বয়সী ব্যক্তির মৃত্যু। মহারাষ্ট্রের পিম্পরির ঘটনা।‘ওমিক্রনে আক্রান্ত হন ব্যক্তি’, জানাল মহারাষ্ট্রের (Maharashtra) স্বাস্থ্য দফতর।হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ব্যক্তির, এএনআই সূত্রে খবর।

WB News Live Updates: ভিড় নিয়ন্ত্রণে  নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ পার্ক স্ট্রিটে

২৫ ডিসেম্বরের মতো ওয়াকিং স্ট্রিট নয়। ৩১ ডিসেম্বর বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিটে চলবে গাড়ি। করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত পুলিশ প্রশাসনের। লালবাজার সূত্রে জানানো হয়েছে, ভিড় নিয়ন্ত্রণে  নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।

West Bengal News Live: সম্ভাব্য তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক কলকাতা পুরসভা ও পুলিশ

নতুন বছরে চোখ রাঙাচ্ছে করোনার থার্ড ওয়েভ। তার আগে, সতর্ক কলকাতা পুরসভা ও পুলিশ। প্রচারের পাশাপাশি জোর দেওয়া হচ্ছে বিধি পালনে। এর মধ্যেই, করোনা আক্রান্ত হয়েছেন, মেয়র পারিষদ বস্তি উন্নয়ন স্বপন সমাদ্দার।

WB News Live Updates: বছরের শেষে পর্যটকদের ঢল মুর্শিদাবাদের হাজায়দুয়ারিতে

বছরের শেষে পর্যটকদের ঢল মুর্শিদাবাদের হাজায়দুয়ারিতে। গত দেড় বছর করোনা পরিস্থিতিতে পর্যটক শূন্য ছিল হাজারদুয়ারি। 

West Bengal News Live: শিয়ালদার আর আহমেদ ডেন্টাল কলেজে করোনার থাবা

শিয়ালদার আর আহমেদ ডেন্টাল কলেজে করোনার থাবা। কলেজের অধ্যক্ষ সহ করোনা আক্রান্ত অন্তত ১২ জন চিকিৎসক। সবাইকে রাখা হয়েছে আইসোলেশনে। সংস্পর্শে আসাদের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।

WB News Live Updates: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২১২৮ জন, মৃত ১২

রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২১২৮ জন। একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত ১২ জন। দৈনিক সংক্রমণের অর্ধেকই কলকাতার। শুধুমাত্র কলকাতায় একদিনে আক্রান্ত ১০৯০ জন, মৃত ৪ জন। কালকের তুলনায় দৈনিক সংক্রমণ বাড়ল দ্বিগুণ। গত চারদিনে সংক্রমণ বাড়ল ৫ গুণ।

West Bengal News Live: কালীঘাটে চার পুরনিগমের ভোট নিয়ে তৃণমূলের বৈঠক শেষ

কালীঘাটে চার পুরনিগমের ভোট নিয়ে বৈঠক শেষ। বৃহস্পতিবারই ২২৭টি ওয়ার্ডের প্রার্থিতালিকা প্রকাশ করতে পারে তৃণমূল।

WB News Live Updates: কোভিড বিধি নিয়ে মমতাকে কটাক্ষ সুজন-অধীরের

করোনা বিধি নিজে মানছেন তো মুখ্যমন্ত্রী ? ‍কটাক্ষ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। ওমিক্রন চিহ্নিতকরণের জন্য পর্যাপ্ত অত্যাধুনিক ল্যাবরেটরি আছে বাংলায় ? প্রশ্ন অধীর চৌধুরীর।

West Bengal News Live: এখনই সব বন্ধ করার দরকার নেই, প্রয়োজন বুঝে ব্যবস্থা, বললেন মমতা

করোনা পরিস্থিতির ওপর নজর রাখছে সরকার। এখনই সব বন্ধ করার দরকার নেই। প্রয়োজন বুঝে ব্যবস্থা। বললেন মুখ্যমন্ত্রী। সবাইকে বিধি মানার পরামর্শ। 

WB News Live Updates: কলকাতার নতুন পুলিশ কমিশনার বিনীত গোয়েল

কলকাতার নতুন পুলিশ কমিশনার (CP Kolkata) বিনীত গোয়েল (Binit Goyal )। সৌমেন মিত্রের জায়গায় এলেন তিনি। 

West Bengal News Live: কালীঘাটে ৪ পুরনিগমের ভোট-বৈঠক

কালীঘাটে ৪ পুরনিগমের ভোট-বৈঠক। মমতা-অভিষেকের উপস্থিতিতে বৈঠক। বৈঠকে সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম সহ অন্যান্য নেতৃত্ব। আজ ৪ পুরনিগমের ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা  
ভোট প্রচারে রণকৌ শল নির্ধারিত হবে আজকের বৈঠকে।

WB News Live Updates: ব্রিটেন থেকে আসা বিমানের অবতরণে নিষেধাজ্ঞা

করোনা আবহে কড়া সিদ্ধান্ত রাজ্য সরকারের। আপাতত কলকাতায় ব্রিটেনের বিমান নামার ওপর নিষেধাজ্ঞা।

West Bengal News Live: মুখ্যমন্ত্রীর নামে হোয়াটসঅ্যাপ বিতর্কে সৌগত রায়কে পাল্টা রাজ্যপালের

মুখ্যমন্ত্রীর নামে হোয়াটসঅ্যাপ বিতর্কে সৌগত রায়কে পাল্টা রাজ্যপালের। ‘সৌগত রায়ের বক্তব্য অনৈতিক এবং অসত্য’ষ সৌগতর সঙ্গে সাম্প্রতিক কথোপকথনের অংশ তুলে ধরে আক্রমণ ধনকড়ের। ‘সৌগত রায়ের বক্তব্য সত্য নয়’। ‘আমি যা বলেছি সবই মানুষ ও সংবিধান মেনে’। ‘গণতন্ত্রের জন্য আলোচনা, সহযোগিতা ও সমন্বয়ের প্রয়োজন’।সৌগত রায়কে চিঠিতে লিখলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

WB News Live Updates: শিলিগুড়ি পুরনিগমের ভোটে বাম-কংগ্রেস আংশিক সমঝোতা

শিলিগুড়ি পুরনিগমের ভোটে বাম-কংগ্রেস আংশিক সমঝোতা। ১৫ আসনে প্রার্থী দিল কংগ্রেস, ৩টি আসনে ‘বন্ধুত্বপূর্ণ লড়াই’। ‘আলোচনা এখনও চলছে, ৬ তারিখের মধ্যে জট কেটে যাবে’। জানিয়েছেন কংগ্রেসের জেলা সভাপতি শঙ্কর মালাকার। আলোচনা চলছে, জট কেটে যাবে, আশাবাদী অশোক ভট্টাচার্যও।

West Bengal News Live: করোনা পরীক্ষার ওপর জোর দিতে রাজ্যগুলিকে পরামর্শ কেন্দ্রের

দেশজুড়ে চোখ রাঙাচ্ছে ওমিক্রন, বাড়ছে সংক্রমণ। করোনা পরীক্ষার ওপর জোর দিতে রাজ্যগুলিকে পরামর্শ কেন্দ্রের। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, গুজরাট, কর্নাটক, ঝাড়খণ্ড সরকারকে চিঠি স্বাস্থ্য সচিবের। কেন্দ্রের চিঠি দিল্লি, হরিয়ানা, তামিলনাড়ু সরকারকেও। হাসপাতালে পরিকাঠামো তৈরি রাখতে পরামর্শ কেন্দ্রের।রাজ্যগুলিকে টিকাকরণে আরও গতি আনার পরামর্শ কেন্দ্রের।

WB News Live Updates: করোনা সংক্রমণের নিরিখে দেশে চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গ!

করোনা সংক্রমণের নিরিখে দেশে চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গ। দেশে ৮টি জেলার মধ্যে কলকাতায় পজিটিভিটি রেট ১২.৫ শতাংশ। পশ্চিমবঙ্গের পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে। পশ্চিমবঙ্গে সাপ্তাহিক পজিটিভিটি রেট ১.৪৫ থেকে বেড়ে হয়েছে ৩.১ শতাংশ। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ১১ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। পশ্চিমবঙ্গ সহ ১০টি রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল পাঠানো হয়েছে। সাংবাদিক বৈঠকে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব লভ আগরওয়াল। তিনি বলেন, "সব রাজ্যের সঙ্গে করোনা মোকাবিলা নিয়ে কথা হচ্ছে। মহারাষ্ট্রে পজিটিভিটি রেট অনেকটাই বেড়েছে। পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণ আগের তুলনায় বেড়েছে। কেরালায় পজিটিভিটি রেট অনেকটাই বেড়েছে। গুজরাট, দিল্লিতে উদ্বেগজনকভাবে করোনা সংক্রমণ বাড়ছে। ২৬ ডিসেম্বরের পর দৈনিক সংক্রমণ ১০ হাজারের বেশি। অবিলম্বে করোনা বিধি মানতে কড়াকড়ি প্রয়োজন। ৩৩ দিন পর ১০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে দৈনিক সংক্রমণ।"


>

West Bengal News Live: করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্কবার্তা রাজ্য স্বাস্থ্য দফতরের

ওমিক্রন-উদ্বেগের মাঝেই করোনার তৃতীয় (Third Wave of COVID) ঢেউ নিয়ে সতর্কবার্তা রাজ্য স্বাস্থ্য দফতরের। স্বাস্থ্য ভবনের অভ্যন্তরীণ পর্যবেক্ষণে উঠে এল তথ্য। সূত্রের খবর, এক সপ্তাহের মধ্যে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা স্বাস্থ্য দফতরের। কলকাতায় গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত। তৃতীয় ঢেউয়ে প্রতিদিন ৩০-৩৫ হাজার সংক্রমণের পূর্বাভাস স্বাস্থ্য দফতরের। মার্চ-এপ্রিলে পরিস্থিতি স্বাভাবিক। সরকারি ল্যাবে টেস্ট নিয়েও সতর্কবার্তা। আরটি-পিসিআর টেস্ট দ্বিগুণ করার নির্দেশ। বহির্বিভাগ, জরুরি বিভাগে বাধ্যতামূলক করোনা টেস্ট। সংক্রমণের নিরিখে ৬ জেলায় করোনা পরীক্ষার হার কম থাকায় বাড়তে পারে বিপদ। স্বাস্থ্য দফতরের অভ্যন্তরীণ পর্যবেক্ষণে উঠে এসেছে এই তথ্য। খবর সূত্রের। 

WB News Live Updates: সাহিত্য অ্যাকাডেমি পাচ্ছেন ব্রাত্য বসু

এবছর সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার (Sahitya Akademi) পাচ্ছেন ব্রাত্য বসু (Bratya Basu)। ‘মীরজাফর ও অন্যান্য নাটক’ বইয়ের জন্য পুরস্কার পাচ্ছেন ব্রাত্য বসু। বহুদিনের পরিশ্রমের সাফল্য, প্রতিক্রিয়া নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসুর।

West Bengal News Live: দুর্গাপুরে পাট্টা দেওয়ার নাম করে সরকারি জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে

দুর্গাপুরে পাট্টা দেওয়ার নাম করে সরকারি জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। দুর্নীতির অভিযোগ মেনে নিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। প্রতিক্রিয়া জানতে ফোন করা হলে, ফোন ধরেননি অভিযুক্ত তৃণমূল নেতা।

WB News Live Updates:পুরভোটের আগে, জলপাইগুড়ি পুর এলাকা সাজানোর উদ্যোগ নিল শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ

পুরভোটের আগে, জলপাইগুড়ি পুর এলাকা সাজানোর উদ্যোগ নিল শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ। রাস্তাঘাট সারাই, রাস্তায় লাগানো হবে অত্যাধুনিক আলো। ভোটের আগে লোকদেখানো উন্নয়ন বলে কটাক্ষ করেছে বিজেপি। অর্থ মঞ্জুর হতেই কাজ করা হচ্ছে, দাবি তৃণমূল নেতৃত্বের।

West Bengal News Live: কলকাতায় আসার পথে, দুর্ঘটনার কবলে কালনার বিধায়ক

কলকাতায় আসার পথে, দুর্ঘটনার কবলে কালনার বিধায়ক। এদিন দুই নিরাপত্তা রক্ষী নিয়ে কালনার বাড়ি থেকে বিধানসভায় আসছিলেন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। বিধায়কের দাবি, হুগলির বলাগড়ে রাজ্য সড়কে তাঁর গাড়ির সামনে আচমকা ব্রেক কষে দাঁড়িয়ে যায় পণ্যবোঝাই ডাম্পার। বিধায়কের গাড়ি সজোরে গিয়ে ডাম্পারের পিছনে ধাক্কা মারে। মাথায় চোট পান বিধায়ক। দুর্ঘটনার নেপথ্যে যড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিধায়ক। ডাম্পার চালককে আটক করেছে পুলিশ। 

WB News Live Updates: "যাঁরা আসার তাঁরা বিধি মেনেই আসবেন,'' গঙ্গাসাগরে জানালেন মুখ্যমন্ত্রী

গঙ্গাসাগর মানুষের মেলা, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন। তাঁদের আমি বারণ করতে পারব না। যাঁরা আসার তাঁরা বিধি মেনেই আসবেন, গঙ্গাসাগরে জানালেন মুখ্যমন্ত্রী।

West Bengal News Live: বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন বীরভূম জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি

এবার বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন বীরভূম জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি। সম্মান না পেয়ে এই সিদ্ধান্ত বলে দাবি বিজেপি নেতার। তাঁর গ্রুপ ত্যাগ ঘিরে তৈরি হয়েছে জল্পনা। আর এই নিয়ে অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব।

WB News Live Updates: হাওড়া-বালি বিলে সই বিতর্কে নতুন মোড়

হাওড়া-বালি বিলে সই বিতর্কে নতুন মোড়। "হাওড়া এবং বালি বিলে রাজ্যপাল সম্মতি দিয়েছিলেন বলা ভুল ছিল। রাজ্যপাল এখনও হাওড়ার বিলে সই করেননি। ত্রুটি সংশোধন করে আদালতে নতুন হলফনামা দাখিল করতে চাই।'' কলকাতা হাইকোর্টে জানালেন এজি। 

West Bengal News Live: "আমরা স্কুল বন্ধ করার কথা কখনই বলিনি, এখনই সব কিছু বন্ধ করার দরকার নেই'' মন্তব্য মুখ্যমন্ত্রীর

"আমরা স্কুল বন্ধ করার কথা কখনই বলিনি, এখনই সব কিছু বন্ধ করার দরকার নেই'' মন্তব্য মুখ্যমন্ত্রীর

WB News Live Updates: ‘সামনে বর্ষবরণ, পরিস্থিতির ওপর নজর রাখছি’, বললেন মমতা

‘সামনে বর্ষবরণ, পরিস্থিতির ওপর নজর রাখছি’, বললেন মমতা 

West Bengal News Live: করোনা আবহে সাগর মেলার আয়োজন কতটা যুক্তিসঙ্গত? প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ

করোনা আবহে সাগর মেলার আয়োজন কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। 

WB News Live Updates: সল্টলেকের নয়াপট্টিতে ডাস্টবিনে বিস্ফোরণ

সল্টলেকের নয়াপট্টিতে ডাস্টবিনে বিস্ফোরণ। বিস্ফোরণে আহত দুই শিশু। দুজনকেই বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক। 

West Bengal News Live: ৩১ ডিসেম্বর রাতে পার্ক স্ট্রিটে গাড়ি চলবে, করোনা বিধি মানতে সাধারণ মানুষকে সতর্ক করবে পুলিশ

৩১ ডিসেম্বর রাতে পার্ক স্ট্রিটে গাড়ি চলবে। করোনা বিধি মানতে সাধারণ মানুষকে সতর্ক করবে পুলিশ। থাকছে কড়া নিরাপত্তা বন্দোবস্তও। 

WB News Live Updates: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে হাতির হানা, রাতভর তাণ্ডব ৩০টি হাতির পালের

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে হাতির হানা। রাতভর তাণ্ডব চালাল ৩০টি হাতির পাল। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে নারায়ণগড়ের ৭ নম্বর কাশীপুর ও ১ নম্বর মকরামপুরের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ায় দলমার দাঁতালরা। সবজি খেত তছনছ করে। গ্রামবাসী ও বন দফতরের কর্মীরা মশাল জ্বেলে হাতির পালটিকে জঙ্গলের দিকে পাঠিয়ে দেয়। বেশ কয়েকদিন ধরেই নারায়ণগড়ের এই সমস্ত এলাকায় হাতির দলটি তাণ্ডব চালাচ্ছে বলে স্থানীয়দের দাবি।

West Bengal News Live: প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বন্দি নিখোঁজের ঘটনায় রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট

প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বন্দি নিখোঁজের ঘটনায় জেল সুপারের রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট। সুপারের ঘরের সিসি ক্যামেরার ফুটেজ তলব। জেল সুপারকে সশরীরে হাজিরার নির্দেশ আদালতের। নতুন রিপোর্ট পেশের নির্দেশ ডিভিশন বেঞ্চের।

WB News Live Updates: করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্কবার্তা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর

ওমিক্রন-উদ্বেগের মাঝেই করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্কবার্তা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য ভবনের অভ্যন্তরীণ পর্যবেক্ষণে উঠে এল তথ্য। সূত্রের খবর, এক সপ্তাহের মধ্যে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা স্বাস্থ্য দফতরের। কলকাতায় গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত।

West Bengal News Live: করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল

করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, স্বাভাবিক খাওয়াদাওয়া করছেন বিসিসিআই সভাপতি। ঘরে বসে টেলিভিশন দেখছেন। কথা বলছেন চিকিত্সকদের সঙ্গে।

WB News Live Updates: হাওড়ায় ফের এটিএম লুঠের চেষ্টা, আটক অভিযুক্ত

হাওড়ায় ফের এটিএম লুঠের চেষ্টা। আটক অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, ভোর সাড়ে ৪টে নাগাদ ব্যাঁটরার বেলগাছিয়া এলাকায় এক ব্যক্তিকে বেসরকারি ব্যাঙ্কের এটিএম ভাঙতে দেখেন টহলরত পুলিশ কর্মীরা। তাকে আটক করে পুলিশ। আটক ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা।

West Bengal News Live: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পৌষেও অকাল বর্ষণ,কয়েকটি জেলায় বৃষ্টি

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পৌষেও অকাল বর্ষণ। কলকাতার পাশাপাশি বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে বৃষ্টি।পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই নামতে শুরু করবে পারদ।নতুন বছরের শুরু থেকে ফিরবে শীতের আমেজ

WB News Live Updates: দুই প্রতিবেশী-সহ শান্তিপুরে রহস্যজনকভাবে নিখোঁজ তৃণমূল নেতা, বিক্ষোভ, সড়ক অবরোধ

দুই প্রতিবেশী-সহ শান্তিপুরে রহস্যজনকভাবে নিখোঁজ তৃণমূল নেতা। পথে নেমে প্রতিবাদ স্ত্রী ও অনুগামীদের।প্রশাসনের বিরুদ্ধে গড়িমসির অভিযোগে জাতীয় সড়ক অবরোধ।থানার সামনে দেখানো হয় বিক্ষোভ

West Bengal News Live: প্রার্থী-হুঁশিয়ারি

আসানসোল পুরভোটে মনের মতো প্রার্থী দেওয়া না হলে, তাঁরা ঘরে বসে যাবেন। বিজেপির রাজ্য ও জেলা নেতৃত্বকে উদ্দেশ্য করে এমন হুঁশিয়ারি দিল দলের একাংশ। বিরোধী শিবিরে বিক্ষোভের আঁচ পেয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।

WB News Live Updates: এবার উপাচার্য নিয়োগে বেনিয়মের অভিযোগ রাজ্যপালের

এবার উপাচার্য নিয়োগে বেনিয়মের অভিযোগ রাজ্যপালের। ‘অনুমোদন ছাড়াই ২৪টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ' ।কলকাতা, প্রেসিডেন্সি, যাদবপুর-সহ ২৪টি বিশ্ববিদ্যালয়ের তালিকাপ্রকাশ।তালিকায় আছে রবীন্দ্রভারতী, কল্যাণী, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নামও

West Bengal News Live: ফের নামল পারদ,নতুন বছরের শুরু থেকে জাঁকিয়ে শীতের সম্ভাবনা

ফের নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ধীরে ধীরে নামতে শুরু করবে পারদ। নতুন বছরের শুরু থেকে ফের জাঁকিয়ে শীতের সম্ভাবনা।

WB News Live Updates: বেহালায় ঘোলসাপুর বাজারের আধুনিকীকরণের উদ্যোগ কলকাতা পুরসভার

বেহালায় ঘোলসাপুর বাজারের আধুনিকীকরণের উদ্যোগ নিল কলকাতা পুরসভা। পিপিপি মডেলে আধুনিক বাজার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ঘোলসাপুর বাজার পরিদর্শন করেন কলকাতা পুরসভার বাজার ও নিকাশি বিভাগের মেয়র পারিষদ। অগ্নিকাণ্ডের আশঙ্কা কমাতে দ্রুত বাজারের প্লাস্টিকের ছাউনি বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

West Bengal News Live: পুরভোটের আবহে শুভেন্দু অধিকারীর মুখে এবার আফগানিস্তান প্রসঙ্গ

পুরভোটের আবহে শুভেন্দু অধিকারীর মুখে এবার আফগানিস্তান প্রসঙ্গ। পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে সুর চড়ালেন অনুপ্রবেশ ইস্যুতে। আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে দিলেন সতর্কবার্তা। রাজনৈতিক মেরুকরণের অভিযোগ তুলে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল।

WB News Live Updates:‘দুয়ারে রেশন’-বিতর্ক

রাজ্য সরকার তাদের দাবি না মেটালে জানুয়ারি থেকে পূর্ব মেদিনীপুরে আর দুয়ারে রেশন প্রকল্প চালানো হবে না। গতকাল এই হুঁশিয়ারি দিল ওয়েস্টবেঙ্গল এম আর ডিলার্স অ্যাসোসিয়েশনের কাঁথি শাখা। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জেলাশাসক জানিয়েছেন, রেশন ডিলারদের দাবি অযৌক্তিক

West Bengal News Live: টাকার বিনিময়ে প্রার্থী?

শিলিগুড়িতে প্রার্থী তালিকা প্রকাশের পরেই বিজেপিতে অসন্তোষ। টাকা নিয়েও প্রার্থী না করার অভিযোগ এক বিজেপি কর্মীর। যোগ্যদেরই প্রার্থী করা হয়েছে, সাময়িক ক্ষোভ থাকবে। দাবি শঙ্কর ঘোষের।

প্রেক্ষাপট

কলকাতা: উদ্বেগ বাড়িয়ে ৬ মাস পরে ফের রাজ্যে করোনার দৈনিক (COVID Infection) সংক্রমণ হাজার পার! শুধু কলকাতাতেই (Coronavirus in Kolkata) অর্ধেক। একদিনে ১২জনের মৃত্যু। 


কলকাতা পুরসভায় (KMC) করোনার হানা। শপথগ্রহণের অনুষ্ঠানের পরেই সংক্রমণের শিকার বিধায়ক তাপস রায়, বরো চেয়ারম্যান সাধনা বসু। 


রাজ্যে আরও বাড়ছে ওমিক্রন-আতঙ্ক। আক্রান্ত আরও ৫। বিদেশ না গিয়েও ৪জনের সংক্রমণে উদ্বেগ। জিন পরীক্ষায় গেল হাজার জনের নমুনা।


ফের চোখ রাঙাচ্ছে করোনা। ৩ জানুয়ারি থেকে কলকাতায় ফের ওয়ার্ড ভিত্তিক কনটেনমেন্ট জোনের (Containment Zone) ভাবনা। 


করোনা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে স্কুল-কলেজ ফের বন্ধ, খতিয়ে দেখতে শিক্ষাসচিবকে নির্দেশ। সংক্রমণ বাড়ার পরে বলে কী লাভ? প্রশ্ন সুকান্তর। 


ওমিক্রন-উদ্বেগের (COVID Variant Omicron) মধ্যেই ৩ পড়ুয়া করোনা আক্রান্ত। বন্ধ করে দেওয়া হল রায়গঞ্জের বেসরকারি স্কুল। চুঁচুড়ায় এল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দল। 
করোনায় বন্ধ স্কুল


৩ জানুয়ারি কলকাতার ১৬টি স্কুলে ১৫ ঊর্ধ্বদের কোভ্যাক্সিন। ৪ তারিখ থেকে শুরু ৫০টি স্কুলে। ১০ জানুয়ারি থেকে ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ।


করোনা আক্রান্ত সৌরভের অবস্থা স্থিতিশীল। নতুন করে জ্বর আসেনি, রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক, জানাল উডল্যান্ডস। করোনা নেগেটিভ ডোনা-সোনা। 


করোনা রুখতে সতর্কতা। কল্পতরু উৎসবে বাগবাজারে মায়ের বাড়িতেও দর্শনার্থী প্রবেশে নিষেধ। বৃহস্পতি-শুক্রবার আইলিগের ম্যাচ স্থগিত।


 শিলিগুড়ি পুরভোটে ফের গুরু-শিষ্যের লড়াই। ৬ নম্বর ওয়ার্ডে বাম প্রার্থী অশোক, ২৪ নম্বরে বিজেপির শঙ্কর। সস্ত্রীক ভোটের লড়াইয়ে নান্টু পাল। 


বাড়ছে করোনা। ২২ জানুয়ারি ৪ পুরসভার ভোট কীভাবে? প্রশ্ন বিজেপির। বিশেষজ্ঞ-মতামতের দাবি। ৫ রাজ্যেও কী ভোট পিছোবে? প্রশ্ন তৃণমূলের। 


কলকাতা পুরভোটে সন্ত্রাসের অভিযোগে বামেদের কমিশন অভিযানে ধুন্ধুমার। বেশ কয়েকজন গ্রেফতার। প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি। 


ফের গোয়ায় অভিষেক। গেলেন মন্দির, মঠে। গৃহলক্ষ্মী প্রকল্পের প্রচার।গোয়াতে শুরুতেই ভাঙন, খোঁচা দিলীপের। হারা দলের অপসারিত নেতা, পাল্টা সৌগত। 


হোয়াটসঅ্যাপে বিভ্রান্তি ছড়াচ্ছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পাঠাচ্ছেন মেসেজ। দাবি সৌগতর। ব্যক্তিগত মেসেজ প্রকাশ করে ঠিক করলেন না, পাল্টা বিজেপি। 


বিজেপির হয়ে প্রচার করলে সামাজিক বয়কট, তমলুকে হুমকি বিতর্কে তৃণমূল নেতা। বয়কট করবে ভোটাররাই, পাল্টা বিজেপি। 


 প্রায় ৩ কোটি কোটি টাকা পুরকর বকেয়া। ক্যামাক স্ট্রিটের হোটেলে অভিযান চালিয়ে সিল করল পুরসভা। তাগাদা দিয়েও কর বকেয়ার অভিযোগ। 


ধরা পড়েনি কোনও অসুস্থতা। রামগঙ্গা রেঞ্জের ধূলিভাসানির জঙ্গলে ছাড়া হল কুলতলির রয়্যাল বেঙ্গলকে। পুরস্কারের কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর।


বর্ষশেষে কলকাতায় প্রায় উধাও শীত। ঠান্ডায় কাঁপছে দার্জিলিং। টাইগার হিলে তুষারপাত। বরফে মুড়ল বাতাসিয়া, জোড়বাংলো। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.