West Bengal News Live: কুণালের ট্যুইটের ২৩ মিনিটের মাথায় একই কথা, শুভেন্দুর দাবি খারিজ পার্থর

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 30 Mar 2023 11:47 PM
West Bengal News Live: প্রচন্ড গরমের মধ্যে কিছুটা স্বস্তি। ঘূর্নাবর্তের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে বৃষ্টি, কোথাও কোথাও ঝোড়ো হাওয়া

প্রচন্ড গরমের মধ্যে কিছুটা স্বস্তি। ঘূর্নাবর্তের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে বৃষ্টি, কোথাও কোথাও ঝোড়ো হাওয়া। ঝাড়গ্রামে ভেঙে পড়ল পুজো মণ্ডপের তোরণ। কাল-পরশু--২দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা। 

WB News Live Updates:কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ ঘিরে সংঘাতের আবহে, আজ নানা ভাবে আক্রমণ করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়

কখনও বললেন নন্দলাল, কখনও বললেন বাবুলাল। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ ঘিরে সংঘাতের আবহে, আজ এভাবেই আক্রমণ করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পাল্টা, জবাব দিয়েছে বিজেপি।

West Bengal News Live: কেবল অযোগ্য প্রার্থী নয়, চাকরির বিনিময়ে যোগ্য প্রার্থীদের কাছ থেকেও নেওয়া হয়েছিল টাকা! নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত, অয়ন শীলের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে

কেবল অযোগ্য প্রার্থী নয়, চাকরির বিনিময়ে যোগ্য প্রার্থীদের কাছ থেকেও নেওয়া হয়েছিল টাকা! নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত, অয়ন শীলের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে। টাকা না দেওয়ায়, জয়েনিং লেটার পাওয়ার পরও, চাকরিপ্রাপকের নাম প্যানেল থেকে বাদ দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন গ্রেফতার হওয়ায় এবার সরব হয়েছেন অভিযোগকারিণী। 

WB News Live Updates:রামনবমীর মিছিল ঘিরে উত্তপ্ত হাওড়া, দুষ্কৃতী তাণ্ডব

রামনবমীর মিছিল ঘিরে উত্তপ্ত হাওড়া, দুষ্কৃতী তাণ্ডব। শিবপুরের জিটি রোড সংলগ্ন এলাকায় সংঘর্ষ, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। 

West Bengal News Live: বর্ধমান মেডিক্যালে ভর্তি কম্বলকাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি

আসানসোল থেকে বর্ধমান মেডিক্যালে ভর্তি কম্বলকাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি

WB News Live Updates:নিয়োগ দুর্নীতি মামলায় ফের জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়

নিয়োগ দুর্নীতি মামলায় ফের জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। খারিজ জামিনের আবেদন, ১৩ এপ্রিল পর্যন্ত জেল হেফাজত। পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিন্হা, সুবীরেশ ভট্টাচার্য-সহ ১৪ জনের জেল হেফাজত

West Bengal News Live: কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোটের দাবি সরকারি কর্মীদের একাংশের

কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোটের দাবি সরকারি কর্মীদের একাংশের

WB News Live Updates:পঞ্চায়েতের দিন ঘোষণার আগেই রক্তাক্ত চোপড়া, তৃণমূলের হাতে তৃণমূল খুন!

পঞ্চায়েতের দিন ঘোষণার আগেই রক্তাক্ত চোপড়া, তৃণমূলের হাতে তৃণমূল খুন!

West Bengal News Live: রামনবমীর মিছিল ঘিরে উত্তপ্ত হাওড়া, হাওড়ার ক্যারি রোড সংলগ্ন কাজিপাড়ায় সংঘর্ষ

রামনবমীর মিছিল ঘিরে উত্তপ্ত হাওড়া, হাওড়ার ক্যারি রোড সংলগ্ন কাজিপাড়ায় সংঘর্ষ।  

WB News Live Updates:ডিএ-র দাবিতে আন্দোলন, ফের চড়া সুরে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়

ডিএ-র দাবিতে আন্দোলন, ফের চড়া সুরে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live: 'বলেছিলাম কলকাতাকে লন্ডন করব, তার থেকেও ভালো করেছি', রেড রোডের ধর্না থেকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

'বলেছিলাম কলকাতাকে লন্ডন করব, তার থেকেও ভালো করেছি', রেড রোডের ধর্না থেকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

WB News Live Updates:অভিষেকের সুর এবার নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের গলায়

অভিষেকের সুর এবার নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের গলায়। আদালত থেকে বেরোনোর মুখে ফের বিস্ফোরক কুন্তল। 'ভয় দেখানো হয়েছে, চমকানো হয়েছে, মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে',  
ফের বললেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ

West Bengal News Live: লেকটাউনে রাম নবমী মিছিল আটকানোয় উত্তেজনা

লেকটাউনে রাম নবমী মিছিল আটকানোয় উত্তেজনা। প্রতিবাদে দমদম পার্কের কাছে ভিআইপি রোডে বসে পড়েন মিছিলকারীরা। আধঘণ্টা পুলিশের সঙ্গে টানাপোড়েন চলার পর, বিধাননগর কমিশনারেটের অনুমতিপত্র দেখানো হয়। 

WB News Live Updates:বকেয়া ডিএ-এর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের জোড়া মিছিল

বকেয়া ডিএ-এর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের জোড়া মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের 'চোর-ডাকাত' মন্তব্যের পাল্টা স্লোগান দেন আন্দোলনকারীরা। 'চোর চোর' স্লোগান দেন ডিএ আন্দোলনকারীরা।

West Bengal News Live: কুণালের ট্যুইটের ২৩ মিনিটের মাথায় একই কথা, শুভেন্দুর দাবি খারিজ পার্থর

কুণালের ট্যুইটের ২৩ মিনিটের মাথায় একই কথা, শুভেন্দুর দাবি খারিজ পার্থর।

WB News Live Updates:শতরূপের ২২ লাখি গাড়ি-বিতর্কে নতুন মোড়

শতরূপের ২২ লাখি গাড়ি-বিতর্কে নতুন মোড়, মন্তব্য-বিতর্কে শতরূপকে আইনি নোটিস পাঠালেন কুণাল 

West Bengal News Live: ডিএ-র দাবিতে আন্দোলন, ফের চড়া সুরে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়

ডিএ-র দাবিতে আন্দোলন, ফের চড়া সুরে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়

WB News Live Updates:আদানি ইস্যুতে ফের কেন্দ্রকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের

আদানি ইস্যুতে ফের কেন্দ্রকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। 'আদানির জন্য এলআইসি বেচে দিলেন' প্রশ্ন মুখ্যমন্ত্রীর। 

West Bengal News Live: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ৩০ ঘণ্টার ধর্নায় রেড রোডে মমতা

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ৩০ ঘণ্টার ধর্নায় রেড রোডে মমতা। রাত কাটালেন ধর্নামঞ্চে। সকালে  গাইলেন রবীন্দ্রসঙ্গীত।

WB News Live Updates: বকেয়া ডিএ-এর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের জোড়া মিছিল

বকেয়া ডিএ-এর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের জোড়া মিছিল


২ টি মিছিলের জেরে কার্যত অবরুদ্ধ ধর্মতলা

West Bengal News Live: নিয়োগ দুর্নীতিকাণ্ডে অয়ন শীলের বিরুদ্ধে নতুন অভিযোগ সামনে এল

কেবল অযোগ্য প্রার্থীদের চাকরি নয়, টাকা দিতে না পারায় যোগ্য প্রার্থীদের চাকরি চুরি করে অয়ন শীল,  নিয়োগ দুর্নীতিকাণ্ডে অয়ন শীলের বিরুদ্ধে নতুন অভিযোগ সামনে এল। টাকা না দেওয়ায় প্যানেল থেকে নাম বাদ দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। অভিযোগকারিণী চয়নিকা আঢ্য চুঁচুড়ার বাসিন্দা। তাঁর দাবি, ২০১৯-এ পরীক্ষা দিয়ে প্লেয়ার্স কোটায় চাকরি পান টিটাগড় পুরসভায়। গ্রুপ ডি কর্মী হিসেবে ৬ দিন কাজ করানোর পর, গোটা প্যানেলটাই বদলে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগকারিণী জানিয়েছেন, নেপথ্য ছিলেন অয়ন শীল। দাবি মতো তাঁকে ৫ লক্ষ টাকা না দেওয়াতেই তিনি চাকরি খুইয়েছিলেন। নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন গ্রেফতার হওয়ায় এবার সরব হয়েছেন অভিযোগকারিণী। যদিও নিয়োগ দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল পরিচালিত টিটাগড় পুরসভার তৎকালীন চেয়ারম্যান। 

WB News Live Updates: পার্থর সমর্থনে আদালত চত্বরে শোনা গেল স্লোগান

নিয়োগ-দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিন্হা-সহ ১৪ জনকে আজ ফের আলিপুরের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়েছে। আদালতে ঢোকার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রশ্নের জবাব না দিলেও হাসলেন তৃণমূলের অপসারতি মহাসচিব। অন্যদিকে পার্থর সমর্থনে আদালত চত্বরে শোনা গেল স্লোগান।

West Bengal News Live:  কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ৩০ ঘণ্টার ধর্নায় রেড রোডে মমতা

 কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ৩০ ঘণ্টার ধর্নায় রেড রোডে মমতা। রাত কাটালেন ধর্নামঞ্চে। সকালে  গাইলেন রবীন্দ্রসঙ্গীত। 

WB News Live Updates:বালুরঘাটে রামনবমীর মিছিলে হাঁটলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

রামনবমী উপলক্ষ্যে বিশেষ আয়োজন করেছে গেরুয়া শিবির। রাজ্যজুড়ে পাঁচশোরও বেশি মিছিলের আয়োজন করছে হিন্দু জাগরণ মঞ্চ। আলাদা মিছিল করবে বিশ্ব হিন্দু পরিষদ। বেশ
কিছু মিছিলে থাকবেন রাজ্য বিজেপির নেতারা। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রামনবমীর মিছিল। নন্দীগ্রামবাজার থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত হবে মিছিল। 


বালুরঘাটে রামনবমীর মিছিলে হাঁটলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হাওড়ার রামরাজাতলাতেও রামনবমীর মিছিল। রামনবমী উপলক্ষ্যে দিলীপ ঘোষের কর্মসূচি রয়েছে হাওড়া ও খড়গপুরে। যদিও মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মিছিলে আপত্তি নেই, কিন্তু অশান্তি বরদাস্ত নয়।

West Bengal News Live: আদালতে ঢোকার মুখে বিস্ফোরক মন্তব্য কুন্তল ঘোষের

আদালতে ঢোকার মুখে বিস্ফোরক মন্তব্য কুন্তল ঘোষের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বলা মানে আমাদের বুক চওড়া হওয়া'
'এজেন্সি দলের নেতাদের নাম বলতে চাপ দিচ্ছে'
'অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নাম বলানোর চেষ্টা হচ্ছে', বিস্ফোরক দাবি কুন্তল ঘোষের

WB News Live Updates: নিয়োগ-দুর্নীতি মামলায় ফের পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদদের আদালতে পেশ

নিয়োগ-দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিন্হা-সহ ১৪ জনকে আজ ফের আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তোলা হবে। মিডলম্যান ও এজেন্টদেরও পেশ করা হবে আদালতে। এর আগের দিন আদালতে যাওয়ার পথে বিস্ফোরক মন্তব্য করেন পার্থ। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রীর নিশানায় ছিলেন বিরোধী নেতারা। যা নিয়ে রাজ্য-রাজনীতিতে তোলপাড় শুরু হয়। আজ কি ফের মুখ খুলবেন পার্থ? সেটাই দেখার। সিবিআই সূত্রে খবর, এদিন পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদ-সহ ১৪ জনেরই জামিনের বিরোধিতা করা হবে।

West Bengal News Live: পঞ্চায়েত নির্বাচন নিয়ে ফের আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী

পঞ্চায়েত নির্বাচন নিয়ে ফের আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী
'আগামী ৭ দিন যেন নির্বাচনের দিন ঘোষণা না করে নির্বাচন কমিশন'
আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু
হাইকোর্ট হস্তক্ষেপ না করায় হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু
দুপুর ২টোয় শুনানি 

WB News Live Updates: আজ থেকে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন, বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া

আজ থেকে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জেলায়। আগামীকাল ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, শিলাবৃষ্টির সম্ভাবনা । দক্ষিণবঙ্গে আজ দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে। 

West Bengal News Live: নিয়োগ দুর্নীতিতে CBI তদন্ত নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়

নিয়োগ দুর্নীতিতে CBI তদন্ত নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তিনি বলেন, দুর্নীতির সমুদ্রে আমি হাবুডুবু খাচ্ছি। CBI জানেও না পিছনের দরজা দিয়ে কোন্ কাজ হয়েছে। এদিকে, প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে এমাসের শুরুতেই বিচারপতি গঙ্গোপাধ্য়ায়, ED-CBI কে যে যৌথ তদন্তের নির্দেশ দিয়েছিলেন, বুধবার তাতে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 

WB News Live Updates: আজ মহা সমাবেশের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ

DA-ধর্না ৬৩ দিনে পড়ল। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও, বকেয়া আদায়ের দাবিতে আন্দোলনে অনড় রাজ্য সরকারি কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চ থেকে ৬০০ মিটার দূরে শহিদ মিনার চত্বরে আজ মহা সমাবেশের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। শিয়ালদা ও হাওড়া থেকে মিছিল করে আসবেন অধ্যাপক, শিক্ষক, নার্স-সহ রাজ্য সরকারি কর্মীরা। শহিদ মিনারে DA-সমাবেশে উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু
অধিকারীর। আমন্ত্রণ জানানো হয়েছে সিপিএমের রাজ্য সম্পাদক
মহম্মদ সেলিম ও সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে। দুপুুরে বাম নেতৃত্ব ও কংগ্রেসের প্রতিনিধিরাও সমাবেশে যোগ দেবেন বলে জানা গেছে। 

West Bengal News Live: রামনবমী উপলক্ষ্যে বিশেষ আয়োজন করেছে গেরুয়া শিবির

রামনবমী উপলক্ষ্যে বিশেষ আয়োজন করেছে গেরুয়া শিবির। রাজ্যজুড়ে পাঁচশোরও বেশি মিছিলের আয়োজন করছে হিন্দু জাগরণ মঞ্চ। আলাদা মিছিল করবে বিশ্ব হিন্দু পরিষদ। বেশ
কিছু মিছিলে থাকবেন রাজ্য বিজেপির নেতারা। বালুরঘাটে রামনবমীর একাধিক কর্মসূচিতে যোগ দেবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম,
হাওড়ার রামরাজাতলা ও মৌলালির রামলীলা পার্কে মিছিলে অংশ নেবেন। রামনবমী উপলক্ষ্যে দিলীপ ঘোষের কর্মসূচি রয়েছে হাওড়া ও খড়গপুরে। যদিও মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মিছিলে আপত্তি নেই, কিন্তু অশান্তি বরদাস্ত নয়।

WB News Live Updates: কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ বন্ধে রাজ্য বিজেপিকেই গতকাল কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ বন্ধে রাজ্য বিজেপিকেই গতকাল কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে জিএসটির টাকা কেন্দ্র লুঠ করছে বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

West Bengal News Live:DA-আন্দোলনকারীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের ছাত্র-যুব কর্মীদের বিরুদ্ধে

DA-আন্দোলনকারীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের ছাত্র-যুব কর্মীদের বিরুদ্ধে। এনিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। যদিও, মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

WB News Live Updates: রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার আজ দ্বিতীয় দিন

রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার আজ দ্বিতীয় দিন। পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা গণতন্ত্রের কণ্ঠরোধ ও কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে বিরোধীদের হেনস্থার অভিযোগে গতকাল বেলা ১২টা থেকে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী। আজ সন্ধে ৬টা পর্যন্ত ধর্না চলবে। গতকাল এই মঞ্চ থেকেই কেন্দ্র-বিরোধিতার সুর চড়িয়েছেন মমতা। কখনও নন্দলাল বলে কটাক্ষ, কখনও ওয়াশিং মেশিন দেখিয়ে বিজেপিকে খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

West Bengal News Live: গরুপাচার মামলায় আপাতত তিহাড় জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে

মিলল না স্বস্তি! গরুপাচার মামলায় আপাতত তিহাড় জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। দিল্লি হাইকোর্টে ৪ মাস পিছিয়ে গেল বীরভূমের তৃণমূল সভাপতির জামিনের আবেদনের শুনানি। ইডির অভিযোগের প্রেক্ষিতে এক মাসের মধ্যে অনুব্রত মণ্ডলের আইনজীবীকে নিজেদের বক্তব্য হলফনামা আকারে জমার নির্দেশ দিয়েছেন বিচারপতি। পরবর্তী শুনানি ২৭ জুলাই।

WB News Live Updates: শেষ মুহুর্তে রাস্তায় এক হয়ে গেল, বাম ও কংগ্রেসের মিছিল

ছিল আলাদা কর্মসূচি। শেষ মুহুর্তে রাস্তায় এক হয়ে গেল, বাম ও কংগ্রেসের মিছিল। তৃণমূল এই ঐক্য়কে কটাক্ষ করেছে। আর, শুভেন্দু অধিকারী চ্য়ালেঞ্জ ছুড়ে বললেন, 
বাম-কংগ্রেস কি নো ভোট টু মমতা স্লোগান তুলতে পারবে? 

West Bengal News Live: ২ জন চার্টার্ড অ্যাকাউন্ট্য়ান্টের ফ্ল্যাটে তল্লাশি চালাল ইডি

কলকাতার যশোর রোড ও গুরুসদয় রোডে ২ জন চার্টার্ড অ্যাকাউন্ট্য়ান্টের ফ্ল্যাটে তল্লাশি চালাল ইডি। মুম্বইয়ে হাওয়ালা সংক্রান্ত একটি মামলার সূত্রেই তল্লাশি চালানো হয় বলে খবর সূত্রের। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু ন

প্রেক্ষাপট

পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) আগে শক্তিপরীক্ষা। রেড রোডে ধর্নায় মমতা (Mamata Banerjee)। ডিএ মঞ্চের কাছে অভিষেকের সভা। শ্যামবাজারে বিজেপির ধর্না। বাম মিছিলে মিশল কংগ্রেস। 


রেড রোডে ধর্নায় মমতা। কখনও নন্দলাল বলে কেন্দ্রকে কটাক্ষ, কখনও প্রতীকী ওয়াশিং মেশিন দেখিয়ে বিজেপিকে খোঁচা। তদন্ত করুন, পাল্টা সুকান্ত। 


 বাম আমলে চিরকুটে চাকরির অভিযোগ তুলে ডিএ আন্দোলনকারীদের তীব্র আক্রমণে মমতা। 


এজেন্সি নিয়ে বিজেপিকে আক্রমণ, চিরকুটে চাকরি নিয়ে মমতার নিশানায় বামেরা। ফাইল লোপাটের অভিযোগ। 


 চকোলেট, জুস খেয়েই ডিএ আন্দোলনকারীদের অভিনব আন্দোলন। অনুপ্রেরণায় অনশন বলে দাবি সংগ্রামী যৌথ মঞ্চের। 


বঞ্চনার অভিযোগে তৃণমূলের জোড়া সভা, পাল্টা কেন্দ্রীয় টাকা লুঠের অভিযোগে পথে বিজেপি। 


বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টার অভিযোগ, মমতার নিশানায় ইডি-সিবিআই-বিএসএফ। 


কেন্দ্রীয় বঞ্চনা থেকে রাজ্যে বেলাগাম দুর্নীতি। পাল্টা পথে সিপিএম (CPIM) । এন্টালিতে মিশল কংগ্রেসের (Congress) মিছিল। 


হেফাজতে থাকাকালীন মদন-কুণালকে চাপ দেওয়ার অভিযোগ অভিষেকের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.