WB News Live Updates: রাজ্যে নতুন করে আক্রান্ত ৩ হাজার ৪৫১, ২৪ ঘণ্টায় মৃত্যু ৭ জনের

Get the latest West Bengal News and Live Updates:সংক্রমণে দেশে চতুর্থ বাংলা। দেশে ৮ জেলার মধ্যে কলকাতায় পজিটিভিটি রেট ১২ দশমিক ৫ শতাংশ। বাংলায় ১১ ওমিক্রন আক্রান্তের হদিশ।

abp ananda Last Updated: 31 Dec 2021 09:12 PM
WB News Live Updates: করোনা-ওমিক্রন আতঙ্কের মধ্যেই বর্ষবরণ

করোনা-ওমিক্রন আতঙ্কের মধ্যেই বর্ষবরণ। বিদায় একুশ। আতসবাজি, আলোর রোশনাইয়ে ২০২২-কে স্বাগত জানাল বিশ্ব। সিডনি থেকে অকল্যান্ড। হংকং থেকে কলকাতা। বর্ষবরণের আনন্দে মাতোয়ারা সকলেই।

West Bengal News Live: বিদায় ২০২১, স্বাগত ২০২২

শুভ নববর্ষ। বিদায় ২০২১। স্বাগত ২০২২। নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন বিশ্ববাসী।

WB News Live Updates: সংক্রমণ বৃদ্ধিতে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা

রাজ্যে এবং কলকাতায়, তিনদিনে তিনগুণেরও বেশি বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা পৌঁছে গেল সাড়ে তিন হাজারের দোরগোড়ায়। নতুন করে মৃত্যু হয়েছে সাত জনের। শুধু কলকাতাতেই দৈনিক আক্রান্ত দু’হাজারের কাছাকাছি। তাতেই করোনার তৃতীয় ঢেউ ঘিরে আশঙ্কা দেখা দিয়েছে।

West Bengal News Liveআসানসোলে পুরযুদ্ধে নেই জিতেন্দ্র তিওয়ারি

বহু বছর পর আসানসোলে পুরযুদ্ধে নেই জিতেন্দ্র তিওয়ারি। শিবির বদল করলেও, তাঁর নাম দেখা গেল না বিজেপির প্রার্থী তালিকায়। তার বদলে প্রার্থী করা হল তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারিকে।

WB News Live Updates: দিঘায় করোনা বিধি ভেঙে উৎসব উদযাপন পর্যটকদের

বছর শেষের আনন্দে মাতোয়ারা রাজ্যবাসী। দিঘায় করোনা বিধি ভেঙে উৎসব উদযাপন পর্যটকদের। বিধিভঙ্গে চলে পুলিশি ধরপাকড়। দার্জিলিং, বীরভূম থেকে পুরুলিয়ায় উৎসবের আমেজ।

West Bengal News Live: চন্দননগরে প্রচারে নেমে পড়ল বাম-তৃণমূল

চন্দননগর পুরভোটে প্রার্থী তালি কা ঘোষণার পর পুরোদমে প্রচারে নেমে পড়ল বাম-তৃণমূল। শুরু হয়েছে দেওয়াল লিখন। এখনও প্রার্থীদের নাম না ঘোষণা হওয়ায়, প্রচারে কিছুটা পিছিয়ে পড়েছে বিজেপি ও কংগ্রেস।

WB News Live Updates: কোভিড বিধি নিশ্চিত করতে শহরে নজরদারি পুলিশের

বছরের শেষদিনে করোনাবিধি নিয়ে সতর্ক পুলিশ। দিনভর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া থেকে গড়িহাট চত্বর, বিভিন্ন জায়গায় চলল প্রচার। মাস্ক না পরায় কোথাও দেওয়া হল নতুন মাস্ক, কোথাও আবার জুটল পুলিশের ধমক!

West Bengal News Live: সম্প্রীতি উড়ালপুলে ভারী গাড়ি চলাচল নিষিদ্ধ করল প্রশাসন

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে ভারী গাড়ি চলাচল নিষিদ্ধ করল প্রশাসন। দুর্ঘটনা এড়াতেই সিদ্ধান্ত বলে জেলা প্রশাসন সূত্রে খবর।

WB News Live Updates: চার কর্পোরেশনের ভোট-প্রচারে কোভিড বিধি ভঙ্গের ছবি

চার কর্পোরেশনের ভোট-প্রচারে কোভিড বিধি ভঙ্গের ছবি। কোথাও মাস্ক ছাড়াই প্রচারে বেরিয়েছেন প্রার্থী। কোথাও আবার পদযাত্রায় দফারফা হয়েছে দূরত্ব বিধির। যদিও রাজনৈতিক দলগুলির দাবি, বিধি মেনেই প্রচার করা হচ্ছে।

West Bengal News Live: সংক্রমণ রুখতে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে একাধিক নির্দেশ স্বাস্থ্য দফতরের

কলকাতায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় সাড়ে তিন হাজার। সংক্রমণ রুখতে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে একাধিক নির্দেশ স্বাস্থ্য দফতরের। কলকাতা পুরসভা সূত্রে খবর, ৫ বা তার বেশি আক্রান্ত, শহরে এরকম ১১টি মাইক্রো কনটেনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে।

WB News Live Updates: ওমিক্রন হানা দিল পূর্ব রেলে

ওমিক্রন হানা দিল পূর্ব রেলে। শিয়ালদা ডিভিশনের সিগন্যাল ও টেলিকম বিভাগের এক সিনিয়র টেকনিশিয়ান ওমিক্রনে আক্রান্ত। করোনা থাবা বসিয়েছে আর আহমেদ ডেন্টাল কলেজ ক্যাম্পাসে। অধ্যক্ষ, চিকিৎসক, নার্সিং স্টাফ মিলিয়ে মোট ২৫ জন করোনার কবলে। সংক্রমণ থাবা বসিয়েছে কলকাতা পুলিশেও।

West Bengal News Live: কোভিড বিধি মানতে জেলায় জেলায় সচেতনতামূলক প্রচার চালাচ্ছে পুলিশ

রাজ্যে হু হু করে বাড়ছে করোনা। এই অবস্থায় কোভিড বিধি মানতে জেলায় জেলায় সচেতনতামূলক প্রচার চালাচ্ছে পুলিশ। বিধি ভাঙায় সোনারপুরে গ্রেফতার করা হয়েছে ৩০ জনকে।

WB News Live Updates: রাজ্যে নতুন করে আক্রান্ত ৩ হাজার ৪৫১, ২৪ ঘণ্টায় মৃত্যু ৭ জনের

রাজ্যে এক দিনে সংক্রমিত ৩ হাজার ৪৫১। কলকাতাতেই আক্রান্ত ১ হাজার ৯৫৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৭ জন করোনা রোগীর।

West Bengal News Live: সোমবার থেকে খুলবে কোয়রান্টিন সেন্টার, জানালেন ফিরহাদ

শহরে কনটেনমেন্ট জোন এবং মাইক্রো কনটেনমেন্ট জোন চিহ্নিতকরণ চলছে, জানালেন ফিরহাদ। সোমবার থেকে খুলে দেওয়া হচ্ছে কোয়রান্টিন সেন্টারগুলি।

WB News Live Updates: ৮০ শতাংশ কোভিড রোগী উপসর্গহীন, বললেন ফিরহাদ

শহরের ৮০ শতাংশ করোনা রোগী অপসর্গহীন, ১৭ শতাংশের উপসর্গ রয়েছে, হাসপাতালে ভর্তি হতে হচ্ছে মাত্র ৩ শতাংশকে, বললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

West Bengal News Live: বর্ষবরণের উত্‍সবে মানুষকে কোভিড বিধি মেনে চলানোয় তত্‍পর কলকাতা পুলিশ

বর্ষবরণের উত্‍সবে কোভিড বিধি মানাতে তত্‍পর কলকাতা পুলিশ।  সকাল থেকেই ভিড় জমেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আলিপুর চিড়িয়াখানার সামনে।  পাশাপাশি চলছে পুলিশের নজরদারি। মাস্ক না পরে কাউকে ঘোরাঘুরি করতে দেখলেই পুলিশ কর্মীরা তাঁকে মাস্ক পরতে বলছেন।  কখনও কোভিড বিধি অমান্যকারীদের পুলিশের ধমকও খেতে হচ্ছে।  করোনা পরিস্থিতির কথা বলে সতর্কও করে দিচ্ছেন পুলিশ কর্মীরা।  মাইকে চলছে সচেতনতা প্রচারও। 

WB News Live Updates: শহর জুড়ে কোভিড নজরদারি সকাল থেকে

আজ সকাল থেকে নিকোপার্ক এ ভিড়। কিন্তু যে ভাবে করোনা বাড়ছে সেই কারনে নিকোপার্ক কতৃপক্ষ সচেতন। নিকোপার্ক এ যারা ঘুরতে আসছে দেখা হচ্ছে তাদের মাস্ক আছে কিনা। মাস্ক না থাকলে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। মাস্ক পরেই প্রবেশ ভিতরে।

West Bengal News Live: কলকাতায় ১৭টি কনটেনমেন্ট পয়েন্ট চিহ্নিত করল পুরসভা

নতুন বছরে কলকাতায় ফিরছে কনটেনমেন্ট জোন। কনটেনমেন্ট পয়েন্ট (Containment Point) চিহ্নিত করল কলকাতা পুরসভা। দ্রুত সিল করা হবে সেগুলি। ১৭টি কনটেনমেন্ট পয়েন্ট সিল করা হয়েছে বলে খবর।

WB News Live Updates: আর আহমেদ ডেন্টাল কলেজে অধ্যক্ষ সহ করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে ২২

আর আহমেদ ডেন্টাল কলেজে করোনার ছবি ভয়াবহ। অধ্যক্ষ সহ করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে ২২। করোনা আক্রান্ত হস্টেল সুপার ও তাঁর মেয়ে। ডেন্টাল কলেজের লেডিস হস্টেলেও করোনার থাবা। ১৮ চিকিৎসক ও ১ নার্স করোনা আক্রান্ত। স্বাস্থ্য ভবনকে চিঠি হাসপাতাল কর্তৃপক্ষের। রোগী পরিষেবা বন্ধ হওয়ার আশঙ্কা। দিন কয়েক আগে আর আহমেদের জন্মদিন পালিত হয় কলেজে। তারপরই একের পর এক করোনা আক্রান্ত।

West Bengal News Live: পুলিশ একা পারবে না, কোভিড নিয়ন্ত্রণে মানুষের সহযোগিতা প্রয়োজন: বিনীত গোয়েল

“করোনার জন্য গত দু’বছরে ভোগান্তি হয়েছে। মাঝে একটু শুধরেছিল পরিবেশ। ফের সংক্রমণ যে ভাবে বাড়ছে, তাতে উদ্বেগ বাড়ছে। পুলিশের একার পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মানুষের সহযোগিতা প্রয়োজন মাস্ক পরে তবেই বাইরে বেরোন। স্যানিটাইজার ব্যবহার করুন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন,” দায়িত্ব নিয়ে বললেন কলকাতার নতুন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।  

WB News Live Updates: এ বার গোসাবায় মিলল বাঘের পায়ের ছাপ

কুলতলির পর এবার গোসাবা।  কুলতলিতে কদিন আগেই দেখা গেছে বাঘ। গোসাবায় (Gosaba) মিলল বাঘের পায়ের ছাপ (Tiger Foot Print)। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে মত্‍স্যজীবীরা  গোসাবা থানার চরঘেরি গ্রামের কাছে গাড়াল নদীর ধারে বাঘের পায়ের ছাপ দেখতে পান। খবর দেওয়া হয় বন দফতরে। ওই এলাকা জাল দিয়ে ঘিরে ফেলেন বন দফতরের কর্মীরা। গ্রাম লাগোয়া ম্যানগ্রোভের জঙ্গলে বাঘ লুকিয়ে আছে বলে আশঙ্কা। বাঘের পায়ের ছাপ দেখা যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।  

West Bengal News Live: বীরভূমের বোলপুরের কাছে কঙ্কালীতলার মন্দিরে বছরের শেষ দিনে উপচে পড়া ভিড়

বীরভূমের বোলপুরের কাছে কঙ্কালীতলার মন্দিরে বছরের শেষ দিনে উপচে পড়া ভিড়। নতুন বছর যাতে ভাল কাটে, তার প্রত্যাশায় পুজো দেওয়া হয় মন্দিরে। তবে ভক্তদের অনেকের মুখেই মাস্ক আছে।  তারাপীঠেও আজ ভক্ত সমাগম হয়েছে। তবে আজ গর্ভগৃহে ভক্তদের প্রবেশ নিষেধ

WB News Live Updates: কলকাতা পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন বিনীত গোয়েল

ঘোষণা হয়ে গিয়েছিল এক দিন আগেই। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে কলকাতা পুলিশের কমিশনারের (Police Commissioner of Kolkata) দায়িত্ব গ্রহণ করলেন বিনীত গোয়েল (Vineet Goyal)।

West Bengal News Live: কলকাতা পুলিশে ফের করোনার হানা, সংক্রমিত ৪ পুলিশকর্মী

কলকাতা পুলিশে ফের করোনার হানা। ৪ পুলিশকর্মী সংক্রমিত।আক্রান্তদের মধ্যে আছেন রাজভবনের এক ইন্সপেক্টর।আক্রান্তদের মধ্যে আছেন কসবা থানার ওসি-ও। সব আক্রান্তদের আছে মৃদু উপসর্গ।প্রত্যেকেই রয়েছেন হোম আইসোলেশনে

WB News Live Updates: লালবাজারে এলেন বিনীত গোয়েল,দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু

লালবাজারে এলেন বিনীত গোয়েল।  দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু।গতকালই কলকাতার নতুন সিপি হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে।১৯৯৪ ব্যাচের আইপিএস বিনীত গোয়েল।আজ বর্ষশেষের উত্সবমুখর কলকাতার দায়িত্ব নতুন সিপি-র হাতে

West Bengal News Live: পাহাড়ে রোদ্দুর, সকাল থেকেই বেরিয়ে পড়েছেন পর্যটকরা

পাহাড়ে রোদ্দুর। সকাল থেকেই বেরিয়ে পড়েছেন পর্যটকরা।  ম্যালে রীতিমতো ভিড়

WB News Live Updates: হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।হাসপাতাল সূত্রে খবর, সৌরভ এখন আগের থেকে অনেকটাই ভাল।তাঁর যা শারীরিক অবস্থা তাতে বাড়িতে আইসোলেশনে থাকতে পারেন

West Bengal News Live: শিয়ালদা ডিভিশনের এক রেলকর্মী কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত, দাবি রেল সূত্রে

শিয়ালদা ডিভিশনের এক রেলকর্মী কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন বলে রেল সূত্রে দাবি। তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। রেল সূত্রে খবর, কয়েকদিন আগে সিগন্যাল ও টেলিকম বিভাগের ওই কর্মী কোভিডে আক্রান্ত হন। এরপর তাঁর ওমিক্রন পরীক্ষার রিপোর্টও পজিটিভ আসে। 

WB News Live Updates: শিলিগুড়ির পি সি মিত্তাল বাসস্ট্যান্ডের কাছে পানশালায় অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক

শিলিগুড়ির পি সি মিত্তাল বাসস্ট্যান্ডের কাছে একটি পানশালায় অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। আজ সকালে সাড়ে ৭টা নাগাদ বার থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। তাঁরা খবর দেন দমকলে। এরপর দমকলের ২টি ইঞ্জিন এসে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। 

West Bengal News Live: সোনারপুর, রাজপুর এলাকায় মাস্ক না পরে বাইরে বেরনোয় ৩০ জন গ্রেফতার

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে কোভিড বিধি যাতে সকলে মেনে চলেন, তার জন্য তত্‍পর পুলিশ।  আজ সোনারপুর, রাজপুর এলাকায় মাস্ক না পরে বাইরে বেরনোয় ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

WB News Live Updates: বর্ষবরণের জন্য পূর্ব মেদিনীপুরের দিঘার সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল

বর্ষবরণের জন্য পূর্ব মেদিনীপুরের দিঘার সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল নেমেছে। বছরের শেষদিনে ভিড় উপচে পড়েছে সৈকতনগরীতে। সৈকত জুড়ে দাপাদাপি ছোট থেকে বড়দের। সমুদ্রস্নানের পাশাপাশি চলছে দেদার আড্ডা। দিঘার হোটেল মালিকদের সংগঠনের তরফে জানানো হয়েছে, সন্ধের পর থেকে দিঘার সৈকতে কার্যত তিল ধারণের জায়গা থাকবে না।

West Bengal News Live: র-এর অফিসার পরিচয় দিয়ে রাজ্যপাল, নির্বাচন কমিশনারকে চিঠি পাঠিয়ে গ্রেফতার এক ব্যক্তি

RAW এর অফিসার হিসেবে ভুয়ো পরিচয়ে রাজ্যপাল থেকে শুরু করে নির্বাচন কমিশনারকে চিঠি পাঠানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।  অভিযোগ, ধৃত মণিময় মণ্ডল নিজের পরিচয় দিত RAW-এ কর্মরত আইপিএস হিসেবে।

WB News Live Updates: বর্ষবরণের উত্‍সবে কোভিড বিধি মানাতে তত্‍পর কলকাতা পুলিশ

বর্ষবরণের উত্‍সবে কোভিড বিধি মানাতে তত্‍পর কলকাতা পুলিশ। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে পুলিশের নজরদারি। মাস্ক না পরে কাউকে ঘোরাঘুরি করতে দেখলেই পুলিশ কর্মীরা তাঁকে মাস্ক পরতে বলছেন।  কখনও কোভিড বিধি অমান্যকারীদের পুলিশের ধমকও খেতে হচ্ছে।  করোনা পরিস্থিতির কথা বলে সতর্কও করে দিচ্ছেন পুলিশ কর্মীরা।  

West Bengal News Live: ভাড়া কমানোর দাবিতে কাটোয়া আমোদপুর লাইনে শিবলুন স্টেশনের কাছে রেল অবরোধ

পূর্ব বর্ধমানের কাটোয়া আমোদপুর লাইনে শিবলুন স্টেশনের কাছে রেল অবরোধের জেরে দুর্ভোগ।  আজ সকালে রেল অবরোধ করেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, ট্রেনের ভাড়া কমাতে হবে।  ওই রুটে বাড়াতে হবে ট্রেনের সংখ্যা।  সকাল ৯টা থেকে কয়েক ঘণ্টা চলে রেল অবরোধ।  কাটোয়া থেকে জিআরপি এবং আরপিএফ কর্মীরা যানঘটনাস্থলে। তাঁদের আশ্বাসে অবরোধ ওঠে। 

WB News Live Updates: রাণাঘাট শিয়ালদা ডাউন ট্রেনে পরিচ্ছন্নতার দাবিতে রেল অবরোধ যাত্রীদের

রাণাঘাট শিয়ালদা ডাউন ট্রেনে পরিচ্ছন্নতার দাবিতে রেল অবরোধ করলেন যাত্রীরা। আজ সকাল সাড়ে ৭টা নাগাদ শুরু হয় অবরোধ।  যাত্রীদের অভিযোগ, রাণাঘাট শিয়ালদা ডাউন ট্রেন অপরিষ্কার থাকে, বারবার রেল কর্তৃপক্ষকে বলেও এর সুরাহা হয়নি।  গতকালও একই দাবিতে প্রতীকী অবরোধ হয়।   রেল অবরোধের জেরে রাণাঘাট শিয়ালদা মেন শাখায় একাধিক ট্রেন আটকে যায়। প্রায় তিন ঘণ্টা পর অবরোধ ওঠে

West Bengal News Live: বর্ষবরণের জন্য প্রস্তুত পার্কস্ট্রিট, ভিড় সামলাতে প্রস্তুত কলকাতা পুলিশও

বর্ষবরণের জন্য প্রস্তুত পার্কস্ট্রিট। ভিড় সামলাতে প্রস্তুত কলকাতা পুলিশও।  আজ সকাল থেকেই পার্কস্ট্রিট ও আশপাশের এলাকায় মোতায়েন পুলিশ কর্মীরা। লালবাজার সূত্রে খবর, আজ রাতে ওই এলাকায় ভিড় সামলাতে মোতায়েন করা হবে সাড়ে ৩ হাজার পুলিশ কর্মী।  থাকবে ১১টি ওয়াচ টাওয়ার, ২টি ক্যুইক রেসপন্স টিম। তদারকির জন্য থাকবেন ৪ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার।

WB News Live Updates: কুলতলির পর এবার গোসাবা, মিলল বাঘের পায়ের ছাপ

কুলতলির পর এবার গোসাবা।  কুলতলিতে দেখা গেছে বাঘ। গোসাবায় মিলল বাঘের পায়ের ছাপ। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে মত্‍স্যজীবীরা  গোসাবা থানার চরঘেরি গ্রামের কাছে গাড়াল নদীর ধারে বাঘের পায়ের ছাপ দেখতে পান। খবর দেওয়া হয় বন দফতরে। 

West Bengal News Live: মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে ভারী গাড়ি চলাচল নিষিদ্ধ করল প্রশাসন

মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে ভারী গাড়ি চলাচল নিষিদ্ধ করল প্রশাসন। গতকাল রাত থেকে উড়ালপুলের ওপর দিয়ে ভারী গাড়ি যেতে দিচ্ছে না পুলিশ। সম্প্রতি ওই উড়ালপুলে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় একই পরিবারের তিনজনের। তারপর থেকেই উড়ালপুলে বড় গাড়ি চলাচল বন্ধ করার দাবি ওঠে

WB News Live Updates: অশোকনগরে বিজেপির কর্মসূচির আগেই বাতিল হলের বুকিং

অশোকনগরে বিজেপির কর্মসূচির আগেই বাতিল---হলের বুকিং। এর জন্য পুরসভার তৃণমূল পরিচালিত প্রশাসকমণ্ডলীকে কাঠগড়ায় তুলেছে গেরুয়া শিবির। পুরসভা জরুরি বৈঠকের জন্যই বাতিল করা হয়েছে বুকিং। জানিয়েছেন প্রশাসক। 
হল বুকিং-বাতিল তরজা

West Bengal News Live: নতুন বছরের শুরুতে দাপট নিয়েই ফিরতে চলেছে শীত

নতুন বছরের শুরুতে দাপট নিয়েই ফিরতে চলেছে শীত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আগামী দু’তিনদিনে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা।  আরও নামবে পারদ।  আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। ইতিমধ্যে বিভিন্ন জেলায় জাঁকিয়ে ঠান্ডা মালুম হতে শুরু করেছে। 

WB News Live Updates: অনুপস্থিতি-বিতর্ক

বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার নতুন সভাপতির সম্বর্ধনা সভায় গরহাজির প্রাক্তন সভাপতি, বিধায়ক-সহ একঝাঁক নেতা। তা নিয়ে দলের অন্দরে ফাটলের জল্পনা আরও বেড়েছে। এই নিয়ে খোঁচা দিয়েছে তৃণমূল। মন্তব্যে নারাজ বিজেপি নেতারা।

West Bengal News Live: রাজগঞ্জ শিল্পতালুকের একটি কারখানায় চুরি ঘিরে রহস্য

রাজগঞ্জ শিল্পতালুকের একটি কারখানায় চুরি ঘিরে রহস্য। কর্মীদের অনুমান, নগদ ও যন্ত্রপাতি চুরির পর, দুষ্কৃতীরাই কারখানার নথিতে আগুন ধরিয়ে দেয়। নষ্ট করে দেওয়া হয় সিসিটিভির রেকর্ডার। একজনকে আটক করেছে পুলিশ।

প্রেক্ষাপট

কলকাতা: ব্রিটেন ফেরত কলকাতার (Kolkata) কৈখালি, আলিপুর, সল্টলেক, শ্যামবাজার, হাতিবাগানে শিশু সহ আরও পাঁচ ওমিক্রন (Omicron) আক্রান্তের হদিশ।বুধবারের তুলনায় রাজ্যে (West Bengal) দৈনিক সংক্রমণ বাড়ল দ্বিগুণ। একদিনে আক্রান্ত ২১২৮ জন। চারদিনে সংক্রমণ বৃদ্ধি ৫ গুণ। সংক্রমিতের অর্ধেকই কলকাতার।করোনা সংক্রমণে দেশে চতুর্থ বাংলা। দেশে ৮ জেলার মধ্যে কলকাতায় পজিটিভিটি রেট ১২ দশমিক ৫ শতাংশ। বাংলায় ১১ ওমিক্রন আক্রান্তের হদিশ। জানালেন কেন্দ্রের যুগ্ম স্বাস্থ্য সচিব।


এক সপ্তাহের মধ্যে রাজ্যে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। সতর্কবার্তা স্বাস্থ্য দফতরের। দৈনিক ৩০-৩৫ হাজার সংক্রমণের আশঙ্কা। পরীক্ষায় জোর দিতে বাংলা সহ ৫ রাজ্যকে চিঠি কেন্দ্রের।এখনই সব বন্ধের প্রয়োজন নেই, লোকাল ট্রেন নিয়ে পর্যালোচনা চলছে। জানালেন মুখ্যমন্ত্রী। ৩ জানুয়ারি থেকে কলকাতায় ব্রিটেনের উড়ানে নিষেধাজ্ঞা। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে চিঠি রাজ্যের।


 ওমিক্রন পরীক্ষার জন্য রাজ্যের কাছে কী পর্যাপ্ত ল্যাবরেটরি আছে ? প্রশ্ন অধীরের। মুখ্যমন্ত্রী নিজে করোনা বিধি মানছেন তো ? কটাক্ষ সুজনের।করোনা আক্রান্ত কলকাতা পুরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। সংক্রমিত আর আহমেদ ডেন্টাল কলেজের ১২ জন চিকিৎসক। 


গঙ্গাসাগর মেলায় কাউকে আসতে বারণ করব না, বললেন মুখ্যমন্ত্রী। মেলার আগেই সবার টিকাকরণ, জানালেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক। মেলার আয়োজন নিয়ে প্রশ্ন দিলীপের।


করোনা আবহে বর্ষবরণে কড়া নজরদারি। ওয়াকিং স্ট্রিট নয়, পার্ক স্ট্রিটে আজ সন্ধের পর চলবে গাড়ি। পয়লা জানুয়ারি কালীঘাটের গর্ভগৃহে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা। 


 করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল।স্বাভাবিক খাওয়াদাওয়া করছেন। দেখছেন টিভিও। চলছে স্টিম ও ভিটামিন থেরাপি। 


 ৪ পুরনিগমের প্রার্থী ঘোষণা তৃণমূল কংগ্রেসের। বিধাননগরে নতুন মুখ ২৭। প্রার্থী সব্যসাচী, কৃষ্ণা, তাপসের বদলে প্রার্থী মেয়ে আরাত্রিকা। বাদ শৈলেন-কন্যা। শিলিগুড়িতে প্রার্থী গৌতম দেব, রঞ্জন।


হাওড়া-বালি বিলে রাজ্যপাল সম্মতি দিয়েছিলেন বলা ভুল ছিল। আদালতে স্বীকার এজির। ত্রুটি সংশোধন করে আদালতে নতুন হলফনামা দাখিলের আর্জি। পরবর্তী শুনানি ৬ জানুয়ারি।


কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন বিনীত গোয়েল। অবসর নিচ্ছেন সৌমেন মিত্র, আসতে পারেন ওএসডি ট্রেনিং পদে। সিআইডির সঙ্গে এসটিএফের দায়িত্বে জ্ঞানবন্ত সিংহ।


আইন অগ্রাহ্য করে চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ। প্রত্যাহার না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জগদীপ ধনকড়ের। সুকুমার রায়ের কবিতা উদ্ধৃত করে পাল্টা খোঁচা শিক্ষামন্ত্রীর। 


প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দি নিখোঁজ। জেল সুপারের রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট। সিসি ক্যামেরার ফুটেজ তলব। জেল সুপারকে সশরীরে হাজিরার নির্দেশ। 


সল্টলেকের নয়াপট্টিতে আবর্জনার ভ্যাটে বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। আহত দুই বালক। ব্যাটারি ফেটেই বিস্ফোরণ, অনুমান পুলিশের।


এবছর সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন ব্রাত্য বসু। মীরজাফর ও অন্যান্য নাটক বইয়ের জন্য স্বীকৃতি। বহুদিনের পরিশ্রমে সাফল্য। প্রতিক্রিয়া ব্রাত্যর। 


আজ থেকেই পরিষ্কার আকাশ, নামবে তাপমাত্রা। নতুন বছরের শুরুতেই ফিরবে শীত। আজ থেকে জাঁকিয়ে ঠাণ্ডা জেলায়। জানাল আবহাওয়া দফতর

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.